Nabanna Meeting – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 23 May 2022 07:36:47 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Nabanna Meeting – The News বাংলা https://thenewsbangla.com 32 32 রাজ্যের ডাকে সাড়া দিলেন না শুভেন্দু অধিকারী, যাচ্ছেন না নবান্নে https://thenewsbangla.com/suvendu-adhikari-is-not-going-to-attend-the-meeting-at-nabanna-ignore-the-state-invitation/ Mon, 23 May 2022 07:36:16 +0000 https://www.thenewsbangla.com/?p=15162 রাজ্যের ডাকে সাড়া দিলেন না শুভেন্দু অধিকারী; যাচ্ছেন না নবান্নে। সিবিআই তদন্তে জর্জরিত তৃণমূল নেতা-মন্ত্রীরা; এরমধ্যেই শুভেন্দুকে নবান্নে ডেকেছিল রাজ্য সরকার। লোকায়ুক্ত, মানবাধিকার কমিশন এবং তথ্য কমিশনের চেয়ারম্যান; এই তিন নিয়োগের বৈঠকে যোগ দিতে; বিধানসভার বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকে ফের চিঠি দিয়েছিল নবান্ন। এর আগেও দু-দুবার চিঠি দিয়ে; বিধানসভায় আমন্ত্রণ জানানো হয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দুকে। তবে এই প্রথম তাঁকে নবান্নে ডাকা হল।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে; নবান্নে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়। পাল্টা তিনি সেই আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য; শর্ত দিয়েছিলেন রাজ্য সরকারকে। শুভেন্দু জানালেন, তাঁকে ভুল চিঠি দিয়ে আমন্ত্রণ জানানো হয়েছিল; তাতে ভুল শব্দও ব্যবহার করা হয়েছিল। সেই শব্দ আগে প্রত্যাহার করতে হবে সরকারকে; তবে তিনি আমন্ত্রণে সাড়া দেওয়ার কথা ভেবে দেখতে পারেন।

লোকায়ুক্ত-সহ তিনটি বিভাগের কমিশনার পদে নিয়োগের জন্যই; শুভেন্দুর কাছে রাজ্য প্রশাসনের চিঠি গিয়েছিল। এই ধরনের পদে নিয়োগের ক্ষেত্রে; রাজ্যের প্রধান বিরোধী দলনেতার উপস্থিত থাকাই নিয়ম। তাঁকে ছাড়া এই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়া; একেবারের সম্ভব নয়। কিন্তু শুভেন্দুর দাবি, “তারপরও তাঁর আমন্ত্রণের চিঠিতে রাজ্য সরকার লিখেছে; রাজ্যপালের সুপারিশে আমন্ত্রণ জানানো হচ্ছে বিরোধী দলনেতাকে”।

আরও পড়ুনঃ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ থেকে রক্ষাকবচ পেতে হাইকোর্টে পার্থ

তাই শুভেন্দুর অন্যতম শর্ত ছিল, তাঁকে আমন্ত্রণ করার আগে ‘ভুল’; আগে শুধরোতে হবে রাজ্য সরকারকে। আর তা শুধরে ফেলতে হবে; গত বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যেই। শুভেন্দু জানিয়েছিলেন, যদি রাজ্য সরকার এই ত্রুটি শুধরে নেয়; তবেই তিনি নবান্নের আমন্ত্রণ রক্ষা করার কথা ভেবে দেখতে পারেন। রাজ্য সরকার সেই শর্ত না মানায়; “নবান্নের বৈঠকে যাবেন না”, ঘোষণা করলেন রাজ্যের বিরোধী দলনেতা।

তৃণমূল ছেড়ে বিজেপি যোগ দেবার পরে; এই প্রথম শুভেন্দুকে নবান্নে ডেকে পাঠানো হয়েছিল। ২৩মে সোমবার বিকেল ৪টে এবং সাড়ে ৪টের দুটি বৈঠকে; তাঁকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছিলেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা। সোমবার টুইট করে, শুভেন্দু অধিকারী পরিস্কার জানিয়ে দিলেন; “রাজ্য সরকার অনড় মনোভাব নেওয়ায়; নবান্নের বৈঠকে যাচ্ছেন না”। ফলে লোকায়ুক্ত, মানবাধিকার কমিশন এবং তথ্য কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ; আবারও ‘বিশ বাঁও জলে’।

]]>
জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি তুললেই পরিবহকে দেখতে যাবেন মমতা https://thenewsbangla.com/mamata-banerjee-will-go-to-see-paribaha-mukherjee-after-the-strike-withdrawn/ Mon, 17 Jun 2019 13:16:36 +0000 https://www.thenewsbangla.com/?p=13996 জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি তুললেই; আহত জুনিয়র ডাক্তার পরিবহ মুখোপাধ্যায়কে; দেখতে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের শেষে; এমন কথাই জানালেন মুখ্যমন্ত্রী। নবান্ন বৈঠকের লিখিত কপি ও সময় চাইলেন জুনিয়র ডাক্তাররা। এনআরএস হাসপাতালে ফিরে সকলের সঙ্গে কথা বলেই; সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। তবে দ্রুত আন্দোলন প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন তাঁরা।

নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের বৈঠকে; বেশ কিছু চরম অব্যবস্থার কথা উঠে এল। সরকারি হাসপাতালের নিরাপত্তা দেখতে; নোডাল অফিসার নিয়োগ করার সিদ্ধান্ত নিলেন মমতা। হাসপাতালে অবাঞ্ছিত প্রবেশ রুখতে; কোলাপসিবেল গেট বসানোর সিদ্ধান্ত নিল; রাজ্য স্বাস্থ্য দফতর।

আরও পড়ুনঃ সরকারি হাসপাতালের নিরাপত্তায় নোডাল অফিসার ও কোলাপসিবেল গেট

বিকাল ৪ টে নাগাদ নবান্নে শুরু হয়; মুখ্যমন্ত্রী-জুনিয়র ডাক্তার বৈঠক। আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা; স্বাস্থ্য দফতরের পাঠান বাসে করে পৌঁছান নবান্নে। বৈঠক শুরু হবার কথা ছিল ৩টের সময়; কিন্তু লাইভ টেলিকাস্ট নিয়ে টালবাহানার কারণে; পিছিয়ে যায় বৈঠকের সময়।

রাজ্যের প্রতিটি মেডিকেল কলেজ থেকে; একজন করে প্রতিনিধি নিয়ে মোট ৩১ জনের একটি টিম পৌঁছায় নবান্নে। বৈঠকে বেসরকারি ও ডেন্টাল কলেজের প্রতিনিধিরাও ছিলেন। বৈঠকে মুখ্যমন্ত্রীর সাথে মুখ্যসচিব; স্বরাষ্ট্রসচিব ছাড়াও পুলিশের উচ্চপদস্থ অফিসাররাও উপস্থিত ছিলেন। নবান্নের কনফারেন্স রুমে এই মিটিং হয়।

আরও পড়ুনঃ তৃণমূলের হাত থেকে বাংলার আরও একটি পুরসভা বিজেপির দখলে

নিরাপত্তা সংক্রান্ত বেশ কিছু সিদ্ধান্ত; সোমবারই জানিয়ে দেওয়া হয় ডাক্তারদের। নিরাপত্তা ও কাজ সংক্রান্ত ১২ দফা প্রস্তাব; এদিন মমতার হাতে তুলে দেন জুনিয়র ডাক্তাররা। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও; তাঁদের নিরাপত্তা সংক্রান্ত বেশ কিছু সিদ্ধান্ত জানিয়ে দেন।

এবার থেকে সব সরকারি হাসপাতালের পরিস্থিতি; খতিয়ে দেখার জন্য থাকবেন নোডাল অফিসার। কলকাতার হাসপাতালগুলির নজরদারির ক্ষেত্রে একজন; ও প্রত্যেক জেলায় এক জন করে নোডাল অফিসার থাকবেন। তাঁদের ফোন নম্বর থাকবে; প্রত্যেক ডাক্তারের কাছে।

মমতা বলেন, “ডাক্তারদের বিরুদ্ধে কোনও মিথ্যা মামলা নেই। ডাক্তারকে মারার ঘটনা ৫জন গ্রেফতার হয়েছে। তাদের বিরুদ্ধে কড়া মামলা দেওয়া হয়েছে রাজ্য। এনআরএস-এর সেই রাতের ঘটনায় তদন্ত শুরু হয়েছে”। এদিনের বৈঠকের সব কথোপকথনের; লিখিত চান জুনিয়র ডাক্তাররা। মুখ্যমন্ত্রী তাতে রাজি হন।

]]>
নবান্ন বৈঠকের লাইভ কভারেজের অনুমতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় https://thenewsbangla.com/cm-mamata-banerjee-gave-permission-for-live-coverage-of-nabanna-meeting/ Mon, 17 Jun 2019 09:31:50 +0000 https://www.thenewsbangla.com/?p=13970 সব শর্ত মানলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাঁ, নবান্ন বৈঠকের লাইভ কভারেজ করার দাবিও; মেনে নিলেন মমতা। ইতিমধ্যেই রাজ্য স্বাস্থ্য দফতরের একটি বাস; জুনিয়র ডাক্তারদের নবান্নে নিয়ে যেতে পৌঁছে গেছে এনআরএস হাসপাতালে।

নবান্ন নয়; সোমবার স্বাস্থ্য দফতর থেকে চিঠি আসে এনআরএসে। চিঠি পাবার পর আবার জুনিয়র ডাক্তাররা শুরু করে নিজেদের জিবি মিটিং। কারন চিঠিতে সাংবাদিকদের সামনে; বৈঠক করা নিয়ে কিছুই নেই। বৈঠক হবে নবান্নতেই। দেখার এখন কি সিদ্ধান্ত নেন জুনিয়র ডাক্তাররা।

আরও পড়ুন বৈঠকের জায়গা নিয়েও দরাদরি, নবান্ন নয় স্বাস্থ্য দফতরের চিঠি এল এনআরএসে

তবে মুখ্যমন্ত্রীর তরফ থেকে নয়; আন্দোলনরত ডাক্তারদের কাছে চিঠি গেল; রাজ্যের স্বাস্থ্য শিক্ষা আধিকর্তা প্রদীপ মৈত্র এর তরফ থেকে। চিঠিতে ডাক্তারদের নবান্নে আসার কথা থাকলেও; ডাক্তারদের দাবি মেনে সংবাদ মাধ্যমের সামনে মিটিং হবে এমন কোন উল্লেখ ছিল না।

আরও পড়ুন এনআরএস কাণ্ডে এবার কর্মবিরতি শুরু করল দিল্লির এইমস ও আইএমএ ডাক্তাররা

এরপরেই চিঠি পাবার পরেই বেঁকে বসেন জুনিয়ার ডাক্তাররা। তাঁরা মিডিয়ার উপস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে; বৈঠক করতে হবে বলে পরিষ্কার জানিয়ে দেন। আর বাংলার চিকিৎসা সংকট কাটাতে তা মেনেও নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এর ফলে জুনিয়র আন্দোলনের সব দাবিই মেনে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর জুনিয়র ডাক্তারদের ভূমিকা কি হয় সেটাই দেখার।

]]>
বৈঠকের জায়গা নিয়েও দরাদরি, নবান্ন নয় স্বাস্থ্য দফতরের চিঠি এল এনআরএসে https://thenewsbangla.com/nrs-incident-nabanna-meeting-letter-from-health-department/ Mon, 17 Jun 2019 08:21:49 +0000 https://www.thenewsbangla.com/?p=13962 নবান্ন নয়; স্বাস্থ্য দফতর থেকে চিঠি এল এন আর এসে। চিঠি পাবার পর আবার জুনিয়র ডাক্তাররা শুরু করেছে নিজেদের জিবি মিটিং। কারন চিঠিতে সাংবাদিকদের সামনে বৈঠক করা নিয়ে কিছুই নেই। বৈঠক হবে নবান্নতেই। দেখার এখন কি সিদ্ধান্ত নেন জুনিয়র ডাক্তাররা।

মুখ্যমন্ত্রীর তরফ থেকে নয়; আন্দোলনরত ডাক্তারদের কাছে চিঠি গেল রাজ্যের স্বাস্থ্য শিক্ষা আধিকর্তা প্রদীপ মৈত্র এর তরফ থেকে। চিঠিতে ডাক্তারদের নবান্নে আসার কথা থাকলেও; ডাক্তারদের দাবি মেনে সংবাদ মাধ্যমের সামনে মিটিং হবে এমন কোন উল্লেখ নেই।

আরও পড়ুন বাদল অধিবেশন শুরুর আগেই, প্রধানমন্ত্রী মোদীতে মুগ্ধ বিরোধী সাংসদরা

সোমবার সকালে পর্যন্ত জুনিয়ার ডাক্তারদের বৈঠক নিয়ে নবান্নের চিঠি পাননি বলে দাবি করেন আন্দোলনকারীরা। রবিবার সন্ধ্যায় নবান্ন থেকে জানান হয় যে; রাজ্যের চিকিৎসা অব্যবস্থা নিয়ে জুনিয়র ডাক্তারদের দাবি মেনে; বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ১৪ টি মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৮ জন প্রতিনিধিকে; সোমবার দুপুর ৩ টের সময় নবান্নে ডেকেছেন মুখ্যমন্ত্রী।

কিন্তু সোমবার সকালে নিজেদের জিবি বৈঠক সেরে জুনিয়র ডাক্তাররা পরিষ্কার জানিয়ে দেন যে; তারা নবান্ন বা মুখ্যমন্ত্রীর তরফে কোন চিঠি পাননি। মুখ্যমন্ত্রী জুনিয়ার ডাক্তার বৈঠক নিয়ে; নবান্নের তরফে কোন চিঠি পাননি দাবি আন্দোলনকারীদের।

আরও পড়ুন এনআরএস কাণ্ডে এবার কর্মবিরতি শুরু করল দিল্লির এইমস ও আইএমএ ডাক্তাররা

নবান্নের তরফে জানান হয়; রবিবার ছুটি থাকার জন্য সরকারের পক্ষে চিঠি পাঠানো সম্ভব হয়নি; তাই চিঠি দেওয়া হয়নি। সোমবার দুপুরে স্বাস্থ্য দফতর থেকে চিঠি আসার পরে জুনিয়ার ডাক্তারদের জিবি মিটিং চলছে। এখন দেখার কি সিদ্ধান্ত নেওয়া হয় জুনিয়ার ডাক্তারদের তরফে।

]]>
বিজেপি বিরোধী ভোট এক করতে নবান্নে মমতা-চন্দ্রবাবু বৈঠক https://thenewsbangla.com/mamata-chandrababu-meeting-in-nabanna-to-make-sure-of-anti-bjp-votes-in-parliament-election/ Mon, 19 Nov 2018 08:48:03 +0000 https://www.thenewsbangla.com/?p=2676 The News বাংলা, কলকাতা: ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের পরেই সম্ভবত এপ্রিল-মে মাসে দেশে লোকসভা ভোট। বিভিন্ন রাজ্যের বিধানসভা ও লোকসভা উপনির্বাচনে দেখা গেছে বিরোধী ভোট এক হলেই হেরেছে বিজেপি। আর তাই লোকসভা ভোটেও,’একের বিরুদ্ধে এক’ লড়াইয়ের রাস্তা তৈরি করতে সোমবার বিকালে নবান্নে বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও চন্দ্রবাবু নাইডু।

নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে আসছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা টিডিপি সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু। সোমবার বিকেল সাড়ে পাঁচটায় নবান্নে এই বৈঠক হবে বলে ঠিক আছে।

Image Source: Google

২২ নভেম্বর বিজেপি বিরোধী দলগুলির সঙ্গে দিল্লিতে একটি সভা ডাকা হয়েছে। তবে, বৈঠকের দিন নিয়ে ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে। কারণ, পাঁচ রাজ্যের নির্বাচন চলছে। এই পরিস্থিতিতে কতজন নেতা নিজেদের রাজ্য ছেড়ে আসতে পারবেন তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। সেই কারণে সেই সভা ডিসেম্বরে পিছতে পারে।

আরও পড়ুনঃ অযোধ্যায় বিশ্ব হিন্দু পরিষদের জমায়েতে অশান্তির আশঙ্কায় সংখ্যালঘুরা

দিল্লির বৈঠক এখনও নিশ্চিত না হলেও, এদিনের বৈঠকে টিডিপি সুপ্রিমোর সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিরোধী শক্তিগুলিকে এক করার বিষয়ে আলোচনা হবে। একই সঙ্গে এই জোটের মুখ কে হবে তা নিয়েও এদিন আলোচনা হতে পারে।

২২ নভেম্বর বা ডিসেম্বরে দিল্লিতে সব বিরোধী দলকে নিয়ে বৈঠকের ব্যপারে চন্দ্রবাবু নাইডু বেশ কিছু দিন ধরেই তৎপর। তাঁর ঘনিষ্ঠ মহলের বক্তব্য, এর আগে কর্নাটকে গিয়ে মুখ্যমন্ত্রী কুমারস্বামীর সঙ্গে ও তামিলনাড়ুতে স্ট্যালিনের সঙ্গে বৈঠক করেছেন তিনি। অখিলেশ যাদব ও মায়াবতীর সঙ্গেও বৈঠক হয়ে গিয়েছে। নবান্নে এসে দিল্লির বিরোধী বৈঠকে মমতাকে আমন্ত্রণ জানাবেন তিনি।

আরও পড়ুনঃ ‘গুজরাট দাঙ্গা’, মোদীর বিরুদ্ধে জাকিয়ার অভিযোগ শুনবে সুপ্রিম কোর্ট

তবে মমতা মনে করেন, সব বিরোধী দলের শীর্ষস্তরের নেতাদের এনে সম্মিলিত বিরোধী ঐক্যের ছবিটা ভাল করে তুলে ধরা না গেলে এই বৈঠক এখন না করাই ভাল। সূত্রের খবর, মমতা মনে করেন, কংগ্রেস তো বটেই, অখিলেশ-মায়াবতী-সহ সকলেরই উপস্থিতি নিশ্চিত করলে তার রাজনৈতিক তাৎপর্য অনেক বেশি হবে।

যদিও ইতিমধ্যে মায়াবতী যে ভাবে কংগ্রেসের বিরুদ্ধে মুখ খুলেছেন, তাতে বিরোধী জোট নিয়েই উঠে গেছে প্ৰশ্ন। তৃণমূল সূত্র বলছে, সোমবার চন্দ্রবাবুর সঙ্গে বৈঠকে এই বিষয়টিও আলোচনায় উঠতে পারে। পাশাপাশি, গুরুত্ব পাবে ১৯ জানুয়ারি মমতার ব্রিগেড সমাবেশ। কারণ সেখানেও সব বিরোধী দলের শীর্ষ নেতাদের উপস্থিতি চাইছেন মমতা।

আরও পড়ুনঃ দলকে লজ্জায় ফেলে ঘুষ কান্ডে জেলে বিজেপির প্রাক্তন মন্ত্রী

এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী তথা তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির প্রধান কে চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে নবান্নে বৈঠক করে অ-কংগ্রেসি অ-বিজেপি ফেডেরাল ফ্রন্টের বার্তা দেন। তারপরই হাওয়া অন্য দিকে বইতে শুরু করে।

Image Source: Google

কারণ চন্দ্রবাবু নাইডু মনে করেন, মোদীকে সরাতে গেলে জাতীয় স্তরে কংগ্রেসকে শক্তিশালী করা বিশেষ জরুরি। অন্য দলগুলিরও এ ক্ষেত্রে দায়িত্ব রয়েছে। তাঁরই পরামর্শে বিভিন্ন বিরোধী দলের সঙ্গে কথা বলার দায়িত্ব দেওয়া হয় প্রবীণ কংগ্রেস নেতা অশোক গেহলটকে।

ঘেলঘট বিভিন্ন নেতার সঙ্গে ফোনে কথাবার্তা শুরু করতেই ক্ষুব্ধ হন শরদ পওয়ার। প্রশ্ন ওঠে, অশোক গেহলট কে? বিরোধী শিবিরে অনেকেই বলেন, তা হলে কি চন্দ্রবাবুকে সামনে রেখে কংগ্রেস তার তাস খেলছে?

আরও পড়ুনঃ ফের বিজেপি কর্মীদের ‘পাচন’ মারার পরামর্শ কেষ্টর

যদিও, মায়াবতী এবং অখিলেশ দু’জনেই চন্দ্রবাবুকে জানিয়েছেন, বিধানসভা নির্বাচনগুলিতে যে হেতু কংগ্রেসের সঙ্গে তাঁদের দলের জোট হয়নি, তাই বিরোধী জোটের ওই বৈঠকটি বিধানসভার নির্বাচনপর্ব মিটে যাওয়ার পরে করাই ভাল।

সূত্রের খবর, ২২ নভেম্বরের প্রস্তাবিত বৈঠক নিয়ে মমতার সঙ্গে কংগ্রেস শীর্ষ নেতৃত্বেরও কথা হয়েছে। আপাতত ওই বৈঠকের কিছু বাস্তব অসুবিধের কথা নিয়ে দুতরফে আলোচনা হয়েছে। একটি প্রস্তাব হল, এখনই না করে সংসদের শীতকালীন অধিবেশনের সময় এই বৈঠক করতে পারলে ভাল হয়।

আরও পড়ুনঃ ‘মুসলিম’ নাম বদলে ‘রামরাজ্য’ আনতে উদ্যোগী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

চন্দ্রবাবু অবশ্য ২২ নভেম্বরের বৈঠক নিয়ে এখনও হাল ছাড়েননি। তিনি তাকিয়ে আছেন মমতার সঙ্গে সোমবারের বৈঠকের দিকে। যদিও চন্দ্রবাবু জানিয়ে রেখেছেন, মমতার সঙ্গে তাঁর সম্পর্ক যথেষ্ট ভাল। তাই ২২ নভেম্বরের বৈঠকটি করা না করার প্রশ্নে মমতার অভিমতকে যথেষ্ট গুরুত্ব দেবেন তিনি।

তবে লোকসভা ভোটের দিকে তাকিয়ে সোমবারের নবান্নের বৈঠকের যথেষ্ট রাজনৈতিক গুরুত্ব আছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। মমতা-চন্দ্রবাবুর এই বৈঠকের দিকে তাকিয়ে বিজেপিও।

]]>