Mystery Death – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 05 Mar 2019 07:49:31 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Mystery Death – The News বাংলা https://thenewsbangla.com 32 32 বাংলা ফিল্মের জনপ্রিয় পরিচালকের রহস্যমৃত্যু https://thenewsbangla.com/bengali-film-directors-mystery-death-in-kolkata-home/ Tue, 05 Mar 2019 07:21:36 +0000 https://www.thenewsbangla.com/?p=7506 ফের কি ‘মি টু মুভমেন্ট’ এর বলি? ২০১৮ সালে ‘মি টু মুভমেন্ট’ হওয়ার পর, অনেক অভিনেতা এবং পরিচালকের নামে নির্যাতনের অভিযোগ ওঠে। এইবার আবারও নিষ্ঠা জৈন নামক এক চিত্র পরিচালক তাঁর জীবনে ঘটে যাওয়া একটি যৌন হেনস্থার কথা লিখে ফেসবুকে পোস্ট করে। কলকাতার জনপ্রিয় চিত্রপরিচালক অর্ঘ্য বসুর নাম উঠে আসে এই পোস্টে। সেই চিত্রপরিচালক অর্ঘ্য বসুরই ঝুলন্ত দেহ উদ্ধার হল।

আরও পড়ুনঃ পাকিস্তানের কোপে এবার প্রিয়াঙ্কা চোপড়া

১লা মার্চ ৪৮ বছর বয়সী এই চিত্র পরিচালকের ঝুলন্ত দেহ পাওয়া যায় তার সন্তোষপুরের ফ্ল্যাটে। অর্ঘ্য বসু ফিল্ম অ্যান্ড টেলিভিশান ইন্সিটিউটের প্রাক্তন অধ্যাপক এবং একজন জনপ্রিয় ডকুমেনটারি চিত্র পরিচালক ছিলেন। এবার সেই রহস্যমৃত্যু নিয়ে তদন্ত শুরু করল পুলিশ। যদিও প্রাথমিক রিপোর্টে আত্মহত্যা বলেই জানা গেছে।

আরও পড়ুনঃ সারদা চিটফান্ড মামলায় রাজীব কুমারকে ভয়ঙ্কর বিপদে ফেললেন কুণাল ঘোষ

২০১৭ সালে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার ছাত্রী রায়া সরকার একটি লিস্ট তৈরি করে। সেই লিস্টে রায়া এমন কিছু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের নাম প্রকাশ করে যাদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং গ্রেট ব্রিটেনের হাজার হাজার মহিলা রায়া কে তাদের নির্যাতনকারিদের নাম পাঠায়। সেই লিস্ট ২০১৭ সালের ২৭শে অক্টোবর প্রকাশিত হয়।

আরও পড়ুনঃ বিধায়ক খুনে রাম নেতাকে বাঁচাতে আসরে বাম নেতা

এই লিস্টের মধ্যে কিছুদিন আগে নিষ্ঠা জৈন যোগ করে অর্ঘ্য বসুর নাম। জৈন এবং বসু দুজনই ফিল্ম অ্যান্ড টেলিভিশান ইন্সিটিউট অফ ইন্ডিয়া (এফ টি টি আই)এর প্রাক্তন ছাত্র ছাত্রী। অর্ঘ্য বসু পরে এই ইন্সিটিউটের অধ্যাপক হন। ফেসবুক পোস্টে নিষ্ঠা জানান অর্ঘ্য বসুর সহপাঠিনী হিসেবে তিনি বসুর হাতে হেনস্থা হন। এই পোস্ট ফেসবুকে আসার পরেই তুমুল ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুনঃ জঙ্গিদের সরাসরি সেনাবাহিনীতে নিচ্ছে ইমরানের পাকিস্তান

চিত্র পরিচালক নিষ্ঠা জৈন একটা ফেসবুক পোস্টে বসু কে আক্রমণ করে লেখে, “তোমার মনে আছে সেদিন রাতের পার্টির কথা যেখানে তুমি আমায় হেনস্থা করেছিল? আমি ছাড়াতে চাইলে আরও জাপটে ধরছিলে আমায়? মনে আছে কি ভাবে আমি ছুটে বেড়িয়ে গেছিলাম সেইদিন পার্টি থেকে?” তিনি আরও বলেন সহপাঠীর সঙ্গে যদি সে এইরকম নংরা আচরণ করতে পারে, তবে ছাত্রীদের সঙ্গে এই রকম ব্যাবহার করা তাঁর পক্ষে অসম্ভব নয়।

আরও পড়ুনঃ ভারত পাকিস্থান ও চীন এর হাতে সেনা ও অস্ত্র কত

এই অভিযোগ আসার পরেই ভেঙে পরে অর্ঘ্য। কোনরকম ভাবেই তাঁর সঙ্গে যোগাযোগ করা যাইনি। তারপরই শুক্রবার ভোরে তাঁর ঝুলন্ত দেহ, সন্তোষপুরের ফ্ল্যাট থেকে উদ্ধার করে পুলিশ। বসু হতাশায়ে ভুগলেও এই আত্মহত্যার পর কোন সুইসিইড নোট পাওয়া যায়নি বলেই পুলিশ সুত্রে খবর। প্রতিবেশীদের থেকে জানা যায়, বসু বেশ কয়েকদিন ধরেই বিষন্ন ছিল।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
এক ঘরে দুই বান্ধবীর রহস্য মৃত্যু নিয়ে তদন্তে পুলিশ https://thenewsbangla.com/police-investigate-the-mystery-death-of-two-friends-in-one-room/ Mon, 17 Dec 2018 14:28:57 +0000 https://www.thenewsbangla.com/?p=4387 The News বাংলা, বোলপুরঃ এক ঘরে দুই বান্ধবীর রহস্য মৃত্যু নিয়ে ধোঁয়াশায় পুলিশ। তবে প্রাথমিক রিপোর্টে আত্মহত্যা বলেই জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ শিক্ষিতদের বিধায়ক করল তেলাঙ্গানা, কবে শিখবে বাংলা

বোলপুরের লায়েক বাজারে এক ঘরে দুই বান্ধবীর রহস্য মৃত্যু। একই বাড়ি থেকে উদ্ধার তাদের দেহ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে যান এসডিপিও বোলপুর এবং বোলপুরের সিআই। পরিবারের সঙ্গে কথা বলে রহস্য মৃত্যুর সম্ভাব্য কারণ সম্পর্কে জানার চেষ্টা করেন তারা।

এক ঘরে দুই বান্ধবীর রহস্য মৃত্যু নিয়ে তদন্তে পুলিশ/The News বাংলা
এক ঘরে দুই বান্ধবীর রহস্য মৃত্যু নিয়ে তদন্তে পুলিশ/The News বাংলা

মৃত দুই তরুণীর নাম অনুত্তমা মণ্ডল(২১) ও পায়েল ঘোষ(২০)। বোলপুরে নায়েকপাড়ায় পাশাপাশি বাড়িতেই থাকত তারা। দুই পরিবারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কও ছিল। অনুত্তমা এবং পায়েল দুজনেই ভালো বন্ধু ছিল। অনুত্তমার বাড়িতে এসে মাঝে মধ্যেই খাওয়া-দাওয়া করা ছাড়া রাতেও থাকত পায়েল। রবিবার রাতেও অনুত্তমার বাড়িতেই পায়েল ঘুমাতে যায়। সেখানেই বিষ খায় দুজনে।

আরও পড়ুনঃ নেতাদের গুন্ডা পোষা না গুন্ডাদের নেতা হওয়া, প্রকাশ্যে বন্দুকবাজির কারন কি

তারা কেন আত্মহত্যা করল, তা নিয়ে ধন্ধে পড়েছে দুই পরিবার। জানা গেছে, রাত ২টা নাগাদ একতলায় নেমে এসে অনুত্তমা তার দাদুকে বলে, সে বিষ খেয়েছে। এর পরেই অনুত্তমার মা তাকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়।

আরও পড়ুনঃ বিজেপির ‘রথ যাত্রা’র অনুমতি দিল না মমতা প্রশাসন

সেখানেই মৃত্যু হয় তার। মারা যাওয়ার আগে অনুত্তমা তার মাকে জানায় যে, পায়েলও বিষ খেয়েছে। অনুত্তমার ঘর থেকেই পরে পায়েলের মরদেহ উদ্ধার হয়। অনুত্তমার দাবি অনুযায়ী, আগে পায়েল বিষ খায়, তার পরে সে। কিন্তু কেন তারা বিষ খেল, তা অনুত্তমা জানায়নি বলেই দাবি তার মায়ের।

আরও পড়ুনঃ শুধু দিনে নয় দার্জিলিংয়ের ঐতিহ্যের টয় ট্রেন এবার সন্ধ্যাবেলাতেও

অনুত্তমা মণ্ডল শান্তিনিকেতন বিএড কলেজে এবং পায়েল ঘোষ আমোদপুর কচুইঘাটা বিএড কলেজে পড়াশোনা করত। তাদের দুজনেরই বাবা কলকাতা পুলিশে একই থানায় কর্মরত।

এক ঘরে দুই বান্ধবীর রহস্য মৃত্যু নিয়ে তদন্তে পুলিশ/The News বাংলা
এক ঘরে দুই বান্ধবীর রহস্য মৃত্যু নিয়ে তদন্তে পুলিশ/The News বাংলা

পরিবার সূত্রে জানা গিয়েছে, একটি শিক্ষামূলক ভ্রমণে যাওয়ার কথা ছিল তাদের। কিন্তু দুই পরিবারের তরফেই আপত্তি করা হয় বলে জানা গিয়েছে। মেয়ে বড় হয়ে যাওয়ায় তাদের একা না ছাড়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে দুই পরিবার সূত্রে খবর।

সেই কারনেই কি দুজনে এইভাবে নিজেদের শেষ করে দিল? তবে অস্বাভাবিক মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। দুজনের মৃত্যু প্রকৃত কারণ কী, তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাবার পরই জানা যাবে বলে মনে করছে পুলিশ।

আরও পড়ুন: ‘অশিক্ষিত রাজনীতিবিদ’ কলঙ্ক ঘোচাতে বুড়ো বয়সে মাধ্যমিকে

অন্য একটি সূত্রে জানা গেছে, পায়েল ঘোষের সঙ্গে একটি ছেলের প্রেমের সম্পর্ক ছিল। পায়েলের পরিবার এই সম্পর্ক মেনে নেয়নি। সেটাই যদি পায়েলের আত্মহত্যার কারণ হয়, তাহলে অনুত্তমা কেন আত্মহত্যা করল, সেটা পরিষ্কার নয়। দেহ দুটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুনঃ শহীদ জওয়ানকে সম্মান নয়, সেনাকে পাথর ছুঁড়ে দেশদ্রোহীরাই ভারতে ‘নায়ক’

পরিবার ও প্রতিবেশীদের সূত্রে জানা গিয়েছে, দিন চারেক আগে দুই বান্ধবীর মধ্যে কথা বন্ধ হয়ে গিয়েছিল। এরপর রবিবার দুজনকে একসঙ্গে দেখতে পাওয়া যায়। এটা নিয়েও দুই পরিবার ও প্রতিবেশীদের মধ্যে দুই বান্ধবীর মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ ডন ব্র্যাডম্যানের ঠিক পরেই ‘রানমেশিন’ বিরাট কোহলি

কেন দুজনের মধ্যে কথা বন্ধ হয়েছিল তারও তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত্যুর পিছনে শিক্ষামূলক ভ্রমণে যেতে না দেওয়ার কারণ কতটা দায়ী, তা জানতে শিক্ষক-শিক্ষিকা ও বন্ধুদের সঙ্গে কথা বলছে পুলিশ। দুই বান্ধবীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।

পড়ুন হাড়হিম করা অদ্ভুত সত্য গল্প

পড়ুন প্রথম পর্বঃ পৃথিবী এগোলেও তান্ত্রিকের কালো জাদু টোনায় ডুবে আফ্রিকা

পড়ুন দ্বিতীয় পর্বঃ পৃথিবী এগোলেও তান্ত্রিকের কালো জাদু টোনায় ডুবে আফ্রিকা

পড়ুন তৃতীয় ও শেষ পর্বঃ পৃথিবী এগোলেও তান্ত্রিকের কালো জাদু টোনায় ডুবে আফ্রিকা

]]>
ছাদ থেকে পরে শিশুকন্যার মৃত্যুকে কেন্দ্র করে রহস্য https://thenewsbangla.com/mystery-surrounding-the-death-of-the-child-from-the-rooftop/ Sun, 25 Nov 2018 14:07:10 +0000 https://www.thenewsbangla.com/?p=3108 The News বাংলা,শিলিগুড়িঃ বাড়ির তিনতলা ছাদে বাবা, দিদির সঙ্গে খেলতে গিয়ে পরে গিয়ে মৃত্যু হলো ১১ মাসের এক শিশু কন্যার। শিশু কন্যাটির নাম শ্রেয়াংকি সিং। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির সন্তোষীনগর, খাট্টুশা মন্দির এলাকায়। আর এই সদ্যজাত শিশু কন্যার মৃত্যুকে ঘিরে রহস্য দানা বাধতে শুরু করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি থানার পুলিশ।

আরও পড়ুনঃ কালিম্পং-এ মাঝ আকাশে প্যারাগ্লাইডিং ভেঙে দুর্ঘটনায় মৃত্যু

ছাদ থেকে পরে ১১ মাসের শিশু কন্যার মৃত্যুকে কেন্দ্র করে রহস্য দানা বাঁধছে শিলিগুড়িতে। শিশুটির পরিবার সুত্রে জানা গেছে, প্রতিদিনের মতই এদিন সকালে বাবা বীরেন্দ্র কুমার সিং ও তিন বছরের দিদির সঙ্গে তাদের তিনতলা ছাদে খেলা করছিল শিশুটি। খেলতে খেলতে হঠাৎই ওই ১১ মাসের শিশু কন্যাটি ছাদ থেকে পরে যায়।

Image: The News বাংলা
Image: The News বাংলা

এই ঘটনার পরই শিশুটিকে শিলিগুড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষনা করে। এরপর পরই গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পরে। আর এই শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রহস্য দানা বাঁধতে শুরু করেছে।

আরও পড়ুনঃ চিকেন খেলেও বাড়ছে বিপদ বলছে রিপোর্ট

স্থানীয়দের বক্তব্য, বাড়িটির নির্মানকার্য চলছে। ফলে বাড়িটির তিনতলা ছাদে কোন রেলিং বা গার্ড দেওয়াল নেই। প্রশ্ন উঠেছে, সেরকম একটি নির্মিয়মান বাড়ির তিনতলা ছাদে বাড়ির কর্তা বীরেন্দ্র কুমার সিং, দায়িত্বজ্ঞানহীন ভাবে তার দুই শিশু কন্যাকে নিয়ে কি ভাবে খেলছিল?

Image: The News বাংলা
Image: The News বাংলা

তাদের আরও প্রশ্ন, তিনতলা ছাদে খেলছিল তিনজন, কিন্তু কোন নজরই কি ছিল না ১১ মাসের শিশু কন্যাটির ওপর? পাশাপাশি প্রশ্ন আরও যে, তিন তলা ছাদ থেকে ১১ মাসের শিশুটি সরাসরি মাটিতে এসে পড়ল, কিন্তু শিশুটির শরীরে কোন আঘাতের চিহ্ন নেই?

আরও পড়ুনঃ জাতীয় সড়ক তৈরির কাজ বন্ধ রেখেই বেপাত্তা ভারপ্রাপ্ত এজেন্সি

শুধু তাই নয়, বিন্দুমাত্র রক্তের চিহ্নও পর্যন্ত পাওয়া যায় নি শিশুটির মৃতদেহে। বিন্দুমাত্র রক্তের চিহ্ন পর্যন্ত পাওয়া যায় নি আশে পাশে। যদিও শিশুকন্যার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছিল পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ বোঝা যাবে।

তবুও শিশু কন্যাটির মৃত্যু, নিছক দূর্ঘটনা বলে মেনে নিতে নারাজ স্থানীয় বাসিন্দারা। শিশুকন্যাটির মৃত্যু আসলে দূর্ঘটনা না, পূর্বপরিকল্পিত খুন? এখন ময়না তদন্তের রিপোর্টেই তা স্পষ্ট হবে বলে মনে করছে স্থানীয়রাও। ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের খালপাড়া আউটপোস্ট এর পুলিশ। তবে প্রাথমিক তদন্তে এটিকে দুর্ঘটনা বলেই মনে করছে শিলিগুড়ি পুলিশ।

]]>