Mysterious Death – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 11 May 2022 07:00:17 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Mysterious Death – The News বাংলা https://thenewsbangla.com 32 32 কাশীপুর, খেজুরির পর এবার ময়না, ফের বিজেপি কর্মীর রহস্যমৃত্যু https://thenewsbangla.com/kashipur-khejuri-moyna-again-the-mysterious-death-of-a-bjp-worker-suvendu-protest/ Wed, 11 May 2022 06:59:31 +0000 https://www.thenewsbangla.com/?p=15040 কাশীপুর, খেজুরির পর এবার ময়না; ফের এক বিজেপি কর্মীর রহস্যমৃত্যু। আবার এক বিজেপি কর্মীর রহস্যমৃত্যু ঘটল; পূর্ব মেদিনীপুরের ময়না থানা এলাকায়। এবার ময়নাগুড়ির পিড়খালি সেতুর কাছ থেকে উদ্ধার হল; বিজেপি কর্মী কৃষ্ণ পাত্রর রক্তাক্ত দেহ। দেহটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তে পাঠিয়েছে; মৃত্যুর কারণ জানার চেষ্টা করছে তদন্তকারীরা। বিজেপির দাবি, খু’ন করা হয়েছে; তাদের ওই যুবকর্মীকে।

ঠিক কী ঘটেছে ময়নায়?‌ স্থানীয় সূত্রে খবর; মৃত বিজেপি যুবকর্মীর নাম কৃষ্ণ পাত্র। পূর্ব মেদিনীপুরের ময়না থানার বাকচা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা কৃষ্ণ; বিজেপি কর্মী হিসেবে এলাকায় কাজ করতেন। পুরসভা নির্বাচনে সক্রিয়ভাবে কাজ করেছিলেন। মঙ্গলবার থেকে বেপাত্তা ছিলেন বিজেপি কর্মী কৃষ্ণ; আর বুধবার সকালে পিড়খালি সেতুর কাছ থেকে উদ্ধার হয় কৃষ্ণর র’ক্তাক্ত দেহ।

পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে; বিজেপি করার জন্যই কৃষ্ণ পাত্রকে খু’ন করা হয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। কী করে তার দেহ ওখানে গেল; কারা মে’রেছে ওই বিজেপি কর্মীকে; কোথায় গিয়েছিলেন এই যুবক?‌ এইসব প্রশ্ন খতিয়ে দেখছে পূর্ব মেদিনীপুর পুলিশ।

আরও পড়ুনঃ রবীন্দ্রনাথকে নোবেল দিয়ে অপমান করা হয়েছে, ঘোষণা তৃণমূল নেতার

এর আগেও কাশীপুর ও খেজুরিতে; দুই বিজেপি কর্মীর র’হস্যমৃত্যু নিয়ে চলছে বিতর্ক। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাংলা সফরের দিনই; বিজেপি যুবমোর্চার নেতা অর্জুন চৌরাসিয়ার ঝু’লন্ত দেহ উদ্ধার হয় কাশীপুর রেল-কোয়ার্টারের ঘর থেকে। ঝু’লন্ত দেহ উদ্ধারের ঘটনায় রহস্য দানা বাঁধে; কোনও সুইসাইড নোটও মেলেনি। তাঁকে পরিকল্পনা করে খু’ন করা হয়েছে বলে অভিযোগ ওঠে; বিজেপির তরফ থেকে। দেহ উদ্ধারে গিয়ে বাধার মুখে পড়ে পুলিশ। তবে কলকাতা হাইকোর্টের নির্দেশে, কেন্দ্রীয় সরকারের কম্যান্ড হাসপাতালে ময়নাতদন্তের রিপোর্টে; খু’নের অভিযোগ প্রমাণ হয়নি।

কাশীপুরের মতই একই ঘটনা ঘটে খেজুরিতে। বাড়ি ঢিল ছোঁড়া দূরত্বে উদ্ধার হয়; বিজেপি কর্মী দেবাশিস মান্নার (২২) দেহ। পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভার বাঁশগোড়া বাজার সংলগ্ন এলাকায়; এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। খু’ন নাকি আ’ত্মঘাতী?‌ উঠছে প্রশ্ন। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য; কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায়। “দেবাশিস মান্নাকে খু’ন করা হয়েছে”; অভিযোগ শুভেন্দু অধিকারীর। অভিযোগ উড়িয়ে দিয়েছেন; তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী অখিল গিরি।

]]>
জি ডি বিড়লা স্কুলে হাতের শিরা কাটা অবস্থায়, মেধাবী স্কুলছাত্রীর রহস্যমৃত্যু https://thenewsbangla.com/mysterious-death-of-school-girl-in-gd-birla-school-due-to-vein-cutting/ Fri, 21 Jun 2019 14:12:17 +0000 https://www.thenewsbangla.com/?p=14252 ফের খবরের শিরনামে রানিকুঠির জি ডি বিড়লা স্কুল। এবার হাতের শিরা কাটা অবস্থায়; স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু। আর সেই নিয়েই শোরগোল স্কুল শিক্ষা মহলে। স্কুলের টয়লেটে; রক্তাক্ত অবস্থায় ওই ছাত্রীকে পাওয়া যায়। পরে যোধপুর পার্কের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে; ওই ছাত্রীকে মৃত বলে ঘোষণা করা হয়।

শুক্রবার দুপুরে রানিকুঠির জি ডি বিড়লা স্কুলের; শৌচালয় থেকে উদ্ধার হয় দশম শ্রেণির ছাত্রী কৃত্তিকা পালের অচৈতন্য দেহ। পুলিশ সূ্ত্রের খবর; তার হাতের শিরা কাটা ছিল। মুখে প্লাস্টিক জড়ানো ছিল। উদ্ধার হয় ৩ পাতার একটি সুইসাইড নোটও। তাতে পারিবারিক অশান্তির কথা আছে; পুলিশ সূত্রে এমনটাই খবর।

কৃত্তিকা পাল নামের ওই ছাত্রীর হাতের শিরা কাটা ছিল। তার মুখ থেকে সাদা সাদা গ্যাঁজলা উঠছিল; বলেও জানিয়েছে পুলিশ। আর এই দুটোই ভাবাচ্ছে পুলিশকে। স্কুলের বাথরুম থেকে; একটি সুইসাইড নোটও উদ্ধার করে পুলিশ। এটি হত্যা না আত্মহত্যা; খতিয়ে দেখছে পুলিশ।

কিন্তু স্কুলের টয়লেটে একজন ছাত্রীর দেহ অতক্ষন পরে রইল; অথচ কারোরই চোখে পড়ল না? এটাই ভাবাচ্ছে পুলিশকে। রাতের দিকে রানীকুঠির জি ডি বিড়লা স্কুলে; যায় পুলিশের ফরেনসিক দল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

তবে এই ঘটনা ঘিরে উঠছে বেশ কিছু প্রশ্ন। দুপুর ২টো ১০ নাগাদ স্কুলের শৌচালয়ে; কৃ্ত্তিকাকে ওই অবস্থায় উদ্ধার করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন; অন্তত ২০ মিনিট শৌচালয়ে; হাতের শিরা কাটা অবস্থায় পড়েছিল সে। কেন এটা কারও চোখে পড়েনি; সেই প্রশ্ন উঠছে। পাশাপাশি, স্কুলে সিসিটিভির অবস্থান নিয়েও ধোঁয়াশা।

সিসিটিভি থাকলে, শুক্রবার স্কুলে কৃত্তিকার গতিবিধি নজর করা যেত; বলেই মনে করছে কলকাতা পুলিশ। এদিকে কৃত্তিকার কাছে উদ্ধার হওয়া সুইসাইড নোটে; পারিবারিক বিবাদের কথা উল্লেখ থাকায় আরও ধন্দে তদন্তকারীরা। তার বাবা, মা এবং পরিবারের সদস্যদের আটক করে; জিজ্ঞাসাবাদের কথাও ভাবা হচ্ছে।

আগে বেশ কয়েকবার বিভিন্ন ঘটনায়; রানিকুঠির জিডি বিড়লা স্কুল খবরের শিরোনামে এসেছে। কখনও ছাত্রীর শ্লীলতাহানির ঘটনা; কখনও স্কুলের ফি বৃদ্ধি নিয়ে উত্তপ্ত হয়েছে স্কুল। অভিভাবকদের চাপে পড়ে স্কুল চত্বরের ভিতরে; অপ্রীতিকর ঘটনা নজরে আনতে সিসিটিভি বসানো হয়েছে। কিন্তু তারপরও যে দুর্ঘটনা এড়ানো যায়নি; শুক্রবারের ঘটনাই তার প্রমাণ।

]]>