Murshidabad – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 19 Mar 2019 08:55:05 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Murshidabad – The News বাংলা https://thenewsbangla.com 32 32 রাজনৈতিক হত্যা না গোষ্ঠী দ্বন্দ্ব, ভোটের সময় ডোমকলে খুন তৃণমূল নেতা https://thenewsbangla.com/tmc-leader-murder-just-before-election-political-murder-or-group-conflict/ Tue, 19 Mar 2019 08:55:05 +0000 https://www.thenewsbangla.com/?p=8783 ভোটের আগে ডোমকলে খুন তৃণমূল নেতা। দলিয় বৈঠক সেরে বাড়ি ফেরার পথে খুন হলেন ডোমকলের তৃণমূল পঞ্চায়েত সমিতির কর্মধ্যক্ষ আলতাফ শেখ। বাইকে করে গড়াইমারি পঞ্চায়েতের উপপ্রধান সাবির শেখকে নিয়ে বাড়ি ফেরার পথে কুচিয়ামারা গ্রামে আক্রান্ত হন আলতাফ শেখ।

আরও পড়ুনঃ ভোটের দিন ঘোষণার পরেই প্রার্থী তালিকা প্রকাশ করে বাংলায় এগিয়ে তৃণমূল

ভোটের দিন ঘোষণার আট দিনের মাথায় ভোটের ঠিক আগেই মুর্শিদাবাদের ডোমকলে এক তৃণমূল নেতা খুন। মৃত নেতার নাম আফতাব শেখ। তিনি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছিলেন বলে জানা গিয়েছে। মৃত নেতার পরিবারের অভিযোগ, গোষ্ঠী দ্বন্দ্ব এর জেরেই এই খুন। যদিও গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার করেছেন ডোমকল পুরসভার চেয়ারম্যান সৌমিক হোসেন। একই সঙ্গে সিপিএম ও অধীর চৌধুরীর কংগ্রেসের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছেন তিনি।

আরও পড়ুনঃ ক্ষমতায় ফের মোদী, ভোটের আগেই জানাচ্ছে সাট্টাবাজার

জানা গিয়েছে, সোমবার রাতে চার-পাঁচজন দুষ্কৃতি একটি ভ্যানে করে এসে তাঁদের বাইকের পথ আটকায়, ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। অভিযোগ, মাটিতে ফেলে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় আলতাফ ও সাবিরকে। সাবির কোনওরকমে পালাতে পারলেও, ঘটনাস্থলেই মৃত্যু হয় আলতাফের। ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। মৃত তৃণমূল নেতা ডোমকল পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ ছাড়াও গড়াইমারির অঞ্চল সভাপতি ছিলেন।

আরও পড়ুনঃ ভাটপাড়ায় অনাস্থা, তৃণমূল বনাম বিজেপি

গুরুতর আহত সাবিরের চিকিৎসা চলছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনায় বিরোধীদের দিকে অভিযোগের তীর তৃণমূলের। ঘটনায় কংগ্রেস ও সিপিএম জড়িত বলে দাবি ডোমকলের পুরপ্রধান সৌমিক হোসেনের।

পুলিশ জানিয়েছে, এ দিন রাতে ডোমকল থেকে মোটর বাইকে চেপে বাড়ি ফিরছিলেন তিনি। কুচিয়া মোড় এলাকায় দুষ্কৃতীদের একটি গাড়ি তাঁর পথ আটকায়। এরপর কুপিয়ে খুন করা হয় তাঁকে। তাঁর সঙ্গী কোনরকমে আহত অবস্থায় পালাতে সক্ষম হন। রাত সাড়ে নটা নাগাদ খুনের ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ চোখ মেরে শাড়ির আঁচল ফেলে প্রচার মুনমুনের, সোশ্যাল মিডিয়ায় ঝড়

ডোমকল পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ ছিলেন তিনি। বাইকে ফিরছিলেন তিনি। ওই বাইকেরই চালকের আসনে ছিলেন উপপ্রধান সাবির। উল্টো দিক থেকে আসা একটি মারুতি ভ্যান বাইকটিতে ধাক্কা মারে। পরে সেই মারুতি ভ্যান থেকে দুষ্কৃতীরা বেরিয়ে এসে আফতাব ও সাবিরের ওপর হামলা চালায় বলে জানিয়েছে পুলিশ। আফতাব শেখকে কোপানো হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। কোনও রকমে প্রাণে বেঁচে যান সাবির। তাঁকে ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে।

আরও পড়ুনঃ বাংলায় চার দলের লড়াই, ২০১১ র ভুল ২০১৯ এ করল না কংগ্রেস

তবে তৃণমূলের তরফ থেকে যাই বলা হোক, কৃষি কর্মাধ্যক্ষ এর বাড়ির লোকজন বলছেন, এটা তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব। তার জেরেই এই খুন বলে জানান বাড়ির লোকজন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুনঃ মোদীর সঙ্গে সবাই চৌকিদার, অদ্ভুত প্রচার বিজেপির

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
রায়গঞ্জ মুর্শিদাবাদ সিপিএম কে ছেড়ে বাংলায় আসন রফা কংগ্রেসের https://thenewsbangla.com/congress-extend-suppotr-to-cpim-in-raiganj-and-murshidabad-is-seat/ Sun, 10 Mar 2019 07:18:00 +0000 https://www.thenewsbangla.com/?p=7989 রাহুলের নির্দেশে নতি স্বীকার বঙ্গ কংগ্রেসের। নিজেদের গড় রায়গঞ্জ মুর্শিদাবাদ সিপিএম কে ছেড়ে বাংলায় আসন রফা কংগ্রেসের। আবার কি ভুল করল কংগ্রেস? রাজনৈতিক মহলে উঠেছে প্রশ্ন।

অনেক দোলাচলের পর রাজ্যে আসনরফা করল সিপিএম ও কংগ্রেস। ২০১৪ সালে লোকসভা নির্বাচনে সিপিএম ২টি ও কংগ্রেস ৪টি আসন দখল করে। কিন্তু সিপিএমের জেতা দুটি আসনে কংগ্রেস এবার তাদের প্রার্থী দাবি করায় যাবতীয় সমস্যার সূত্রপাত হয়।

আরও পড়ুনঃ মুকুল রায়কে বাড়িতে ডেকে বৈঠক করে মমতার শাস্তির মুখে সব্যসাচী

২০১৪ সালে লোকসভা নির্বাচনে সিপিএমের মহম্মদ সেলিম রায়গঞ্জ আসনটি জেতেন ১৪০০ এর কিছু বেশি ভোটে। মুর্শিদাবাদে সিপিএমের হয়ে আসনটি জেতেন বদরুদ্দোজা খান ১৮ হাজারের কিছু বেশি ভোটে। স্বাভাবিকভাবেই এই দুটি আসন ছেড়ে দিলে সিপিএম সমর্থকদের কাছে আত্মবিশ্বাসে চিড় ধরবে, সেই সম্ভাবনা থেকেই সিপিএম প্রথমে জোটের রাস্তা বয়কট করে।

আরও পড়ুনঃ মোদীর উদ্বোধন করা সার্কিট বেঞ্চের ফের উদ্বোধন মমতার

কিন্তু কংগ্রেস দাবি করে, ওই আসন দুটিতে তারা যথেষ্ঠ আত্মবিশ্বাসী। মুর্শিদাবাদে কংগ্রেস বেশ শক্তিশালী হওয়ায় অধীর ঘনিষ্ট আবু হেনাকে মুর্শিদাবাদ লোকসভা আসনে প্রার্থী করার কথা ভাবা হয়। এদিকে রায়গঞ্জ আসনে প্রয়াত কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সির পত্নী দীপা দাশমুন্সি সহানুভূতির হাওয়ায় আসনটি জিততে পারেন বলে আশাবাদী ছিল প্রদেশ কংগ্রেস। কিন্তু স্বাভাবিকভাবেই সিপিএম কংগ্রেসের এই দাবি মতো এই জেতা দুই আসন হাতছাড়া করতে রাজি হয়নি।

আরও পড়ুনঃ বিধাননগরের মেয়র সব্যসাচীর বাড়িতে মুকুল, জল্পনা তুঙ্গে

এদিকে এই মুহূর্তে রাজ্যে যেভাবে বিজেপির হাওয়া বইছে, তাতে সিপিএম ও কংগ্রেসের জোট না হলে তাদের ভোটের অংশে থাবা বসাবে বিজেপি, তা বিলক্ষণ জানে দুটি দলই। সেক্ষেত্রে জোট না হলে একটিও আসনে তাদের পক্ষে জেতা সম্ভব কিনা, তা নিয়ে দুটি দলের নেতারা নিজেরাই দ্বিধাগ্রস্ত।

উভয়ের স্বার্থের কথা মাথায় রেখেই রাজ্যে দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস সভাপতি গৌরব গগৈ হাল ধরেন। তিনি রাজ্যের কংগ্রেস নেতাদের জিজ্ঞেস করেন, একা লড়ে কংগ্রেস ৪ থেকে ৬টি আসন জিততে পারবেন কিনা। কিন্তু তাতে রাজ্যের নেতাদের মুখে ইতিবাচক উত্তর পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ কংগ্রেস স্বরাষ্ট্রমন্ত্রী বদল করত আমরা ঘরে ঢুকে মেরেছি, বললেন মোদী

এদিকে রাতে রাহুল গান্ধীর সাথে সীতারাম ইয়েচুরির কথোপকথন হয়। সীতারাম ইয়েচুরি জানিয়ে দেন, কংগ্রেস ও সিপিএমের জেতা মোট ৬টি আসনে কেউ কারো বিরুদ্ধে প্রার্থী দেবে না। এটা মেনে নিলেই জোটের পথ খুলতে পারে।

আরও পড়ুনঃ শহর কলকাতায় ১০০০ কেজি বিস্ফোরক উদ্ধার

অবশেষে রাহুল গান্ধীর হস্তক্ষেপে ৬টি আসন বাদ দিয়ে বাকি আসনগুলোয় দুই পক্ষের আলোচনার মাধ্যমে আসনরফার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। ফর্মুলা মেনে নিলে কংগ্রেস রাজ্যে ১৭টি এবং বামেরা ২৫টি আসনে লড়তে পারে বলে কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে।

তবে এর ফলে রায়গঞ্জ এর দীপা দাশমুন্সি ও মুর্শিদাবাদ এর অধীর চৌধুরি কি সিদ্ধান্ত নেন, সেটাই এখন দেখার। তবে কংগ্রেস যে ভাঙতে চলেছে তা কিন্তু পরিষ্কার, বলছে রাজনৈতিক মহল।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
‘বিজেপির বন্ধু অধীর চৌধুরী মুর্শিদাবাদের বর্তমান মীরজাফর’ https://thenewsbangla.com/bjps-friend-adhir-chowdhury-is-presently-the-mir-jafar-of-murshidabad/ Sat, 29 Dec 2018 13:28:39 +0000 https://www.thenewsbangla.com/?p=4900 The News বাংলা, সালারঃ “অধীর চৌধুরী মীরজাফর”। শনিবার মুর্শিদাবাদের সালারে এক জনসভায় এইভাবেই অধীর চৌধুরীকে আক্রমন করলেন পরিবহণ মন্ত্রী তথা মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী। তবে এই নিয়ে অধীর চৌধুরীর কোন মন্তব্য পাওয়া যায় নি।

আরও পড়ুন: ১১ বছর পর দার্জিলিং কালিম্পঙে তুষারপাতে বেড়ানোর আনন্দ দ্বিগুন

“বিভিন্ন রাজ্যের ভোটে বিজেপির হারে যত না দুঃখ বিজেপির হয়েছে, তার থেকে বেশি কষ্ট পেয়েছেন অধীর চৌধুরী। মুর্শিদাবাদ জেলার মানুষ সিরাজদের সম্মান করেন, মীরজাফরদের ঘৃনা করেন। অধীর চৌধুরী মীরজাফর”। মুর্শিদাবাদের সালারে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে আজ এই মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। সালারে তৃণমূল কংগ্রেসের সভা থেকেই অধীর ও বিজেপিকে একযোগে আক্রমণ শুভেন্দুর।

আরও পড়ুন: রবিবার বাংলাদেশ ভোটে ফের শেখ হাসিনা বনাম খালেদা জিয়া

'বিজেপির বন্ধু অধীর চৌধুরী মুর্শিদাবাদের বর্তমান মীরজাফর'/The News বাংলা
‘বিজেপির বন্ধু অধীর চৌধুরী মুর্শিদাবাদের বর্তমান মীরজাফর’/The News বাংলা

বিগ্রেড সভা প্রস্তুতি উপলক্ষে মুর্শিদাবাদের সালার ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে শনিবার দুপুরে সালার বাসস্ট্যান্ডে একটি সভার আয়োজন করা হয়েছিল। সভামঞ্চ থেকে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী ও বিজেপিকে আক্রমণ করেন পরিবহণমন্ত্রী তথা মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন: ভূমিকম্পে তাসের ঘরের মত ভেঙে পড়বে সল্টলেক নিউটাউনের বাড়িঘর

এদিন শুভেন্দু অধিকারী অধীর চৌধুরীকে কটাক্ষ করে বলেন, “সম্প্রতি বিভিন্ন রাজ্যে বিজেপির হারার জন্য যতটা কষ্ট বিজেপির হয়েছে তার থেকে বেশি কষ্ট হয়েছে অধীর চৌধুরীর। আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেস-সিপিএম জোট হোক আর বিজেপি সঙ্গে থাকুক, তৃণমূলের বিরুদ্ধে হযবরল জোট তৈরি করবে আমরা জানি”।

'বিজেপির বন্ধু অধীর চৌধুরী মুর্শিদাবাদের বর্তমান মীরজাফর'/The News বাংলা
‘বিজেপির বন্ধু অধীর চৌধুরী মুর্শিদাবাদের বর্তমান মীরজাফর’/The News বাংলা

আরও পড়ুন: জেলেই সুমন চট্টোপাধ্যায়, সিবিআই নজরে বাংলার আরও তিন সাংবাদিক

শুভেন্দু অধিকারী আরও বলেন, “যা অধীর চৌধুরী বলেন, তাই বিজেপি বলে, বিজেপি যা বলে সেটাই সিপিএম বলে। তবে, আগামী দিনে মুর্শিদাবাদে তিনটি লোকসভা আসনই দখল করবে তৃণমূল। মুর্শিদাবাদ জেলা সিরাজদের সম্মান করে, মিরজাফরকে ঘৃণা করে। অধীর চৌধুরী হল বিশ্বাসঘাতক তাই তিনি মিরজাফর”।

আরও পড়ুন: হাজার হাজার রুটি নষ্ট করে কৃষক আন্দোলনে ইতিহাস বাংলার বামেদের

এদিন শুভেন্দু অধিকারী ব্লেন, “যদি ছত্রিশগড়, রাজস্থান বিজেপিকে বদলাতে পারে তাহলে বহরমপুর লোকসভা নির্বাচনে বিশ্বাসঘাতক অধীর চৌধুরীকেও পরাজিত করবেন মানুষ”। অন্যদিকে কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে আক্রমণ করে শুভেন্দু বলেন, “বিজেপি তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা বলে আর সাম্প্রদায়িক বিভাজন করে”।

'বিজেপির বন্ধু অধীর চৌধুরী মুর্শিদাবাদের বর্তমান মীরজাফর'/The News বাংলা
‘বিজেপির বন্ধু অধীর চৌধুরী মুর্শিদাবাদের বর্তমান মীরজাফর’/The News বাংলা

বারো হাজারের বেশি কৃষক বিজেপি শাসিত রাজ্যে আত্মহত্যা করেছেন, বলে জানান তিনি। তাঁর অভিযোগ, সাধারন মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পনেরো লক্ষ টাকা কেটে নেওয়া হয়েছে। দুই লক্ষ চাকরি তো দুরের কথা, নোটবন্দি করেছেন বিজেপি সরকার, ফলে অনেক ছেলে কাজ হারিয়ে নিঃস্ব হয়েছেন। পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি হয়েছে।

আরও পড়ুনঃ EXCLUSIVE: ৫৫ নম্বরের পরীক্ষায় পরীক্ষার্থীকে ৫৯ দিয়ে এসএসসি-র নতুন কীর্তি

শুভেন্দু অধিকারী জানান, আগামী লোকসভা নির্বাচনে মোদী ও মমতার লড়াই হবে দেশে। শনিবার এই সভায় মন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম দফতরের রাষ্ট্রমন্ত্রী জাকির হোসেন, মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোসারফ হোসেন, কান্দির বিধায়ক অপূর্ব সরকার ও কান্দি মহকুমা তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম রায় সহ জেলার তৃণমূল নেতৃত্বরা।

]]>