Municipality Election – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sun, 27 Feb 2022 06:50:05 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Municipality Election – The News বাংলা https://thenewsbangla.com 32 32 উত্তরপ্রদেশে বিধানসভা ভোট হচ্ছে রক্তপাত ছাড়া, বাংলায় পুর নির্বাচনেও নজিরবিহীন সন্ত্রাস https://thenewsbangla.com/up-assembly-election-bengal-municipality-election-difference-is-violence-in-bengal-election/ Sun, 27 Feb 2022 06:45:41 +0000 https://www.thenewsbangla.com/?p=14868 “গো-মূর্খ” উত্তরপ্রদেশে বিধানসভা ভোট হচ্ছে রক্তপাত ছাড়া; বাংলায় পুর নির্বাচনেও নজিরবিহীন সন্ত্রাস। কোন কিছু খারাপ ঘটলেই আমরা বিহার-উত্তরপ্রদেশের উদাহরণ দি। অথচ ভোটের ক্ষেত্রে বিহার ও উত্তরপ্রদেশ সহ ভারতের বাকি রাজ্যে শান্তিপূর্ণ ভোট হয়; শুধু বাংলা ছাড়া। শাসক দল ভোট করাবে; এটাই যেন বাংলার নীতি। উত্তর থেকে দক্ষিণ; বাংলার সর্বত্রই অশান্তি ও ছাপ্পা ভোটের অভিযোগ।

‘উত্তরপ্রদেশে ভোট হচ্ছে, ভোট হচ্ছে বাংলাতেও; পুরসভার কাউন্সিলর নির্বাচনের লড়াই। কিন্তু নজিরবিহীন রাজনৈতিক হিংসা গ্রাস করেছে বাংলাকে’। বাংলার পৌরসভা নির্বাচন ও উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের তুলনা করে; হিংসার অভিযোগ তুললেন বিজেপি নেতা অমিত মালব্য। পুর-নির্বাচনে হিংসার অভিযোগ তুলে কোন্নগরের একটি দৃষ্টান্ত দিয়েছেন তিনি। আক্রান্ত কোন্নগরের ১০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী কৃষ্ণা ভট্টাচার্য; ষাটোর্ধ্ব প্রার্থীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ তুলেছে বিজেপি। তাঁর পায়ে তৈরি হয়েছে একাধিক ক্ষত। রক্ত ঝরছে অবিরাম। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি; কৃষ্ণা ভট্টাচার্য বিজেপির প্রাক্তন রাজ্য ভাইস প্রেসিডেন্ট। তিনি এবার ১০ নম্বর ওয়ার্ডে লড়ছেন।

আক্রান্ত প্রার্থীর ভিডিয়ো পোস্ট করে টুইট করেছেন; বিজেপি নেতা অমিত মালব্য। তিনি বলেন, ”উত্তরপ্রদেশের পাশাপাশি বাংলাতেও কাউন্সিলর নির্বাচনের ভোট হচ্ছে। কিন্তু বাংলায় গণতন্ত্র লুন্ঠিত হচ্ছে; নির্বাচনে রক্ত ঝরছে। তৃণমূলের গুন্ডাবাহিনী বিজেপির প্রাক্তন রাজ্য ভাইস প্রেসিডেন্টের ওপর হামলা চালিয়েছে; অমানবিক অত্যাচার হয়েছে তাঁর ওপর। কৃষ্ণা ভট্টাচার্য তৃণমূলের বহিরাগত তৃণমূল চেয়ারম্যানের বিরুদ্ধে এবারে লড়ছেন”।

এই নিয়ে খোঁচা দিয়েছেন; উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। তিনি বলেন যে উত্তরপ্রদেশ নির্বাচনে কোনো হিংসার ঘটনা কি ঘটেছে; বাংলায় কী শান্তিপূর্ন নির্বাচন হয়? শেষ নির্বাচনে বাংলায় অশান্তি চরমে ছিল; একের পর এক বুথ দখল হয়েছিল, লোকজনকে মারা হয়েছিল। একই ঘটনা কেরালাতেও ঘটে; উত্তরপ্রদেশে তেমন কোনো ঘটনা নেই।

তবে এই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। হেরে যাবার ভয়েই বিরোধীরা আগেই সন্ত্রাস ও ছাপ্পার অভিযোগ তুলছে; দাবি তৃণমূল নেতাদের। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন; “সব পুরসভাতেই হারবে বিজেপি; কংগ্রেস-সিপিএমের কোন অস্তিত্বই নেই; তাই সকাল থেকেই বুথ দখল ও ছাপ্পা ভোটের মিথ্যা গল্প ফাঁদছে। বাংলার মানুষ এদের বিশ্বাস করে না; তাঁদের ভরসা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই”।

]]>
বাড়িতে মুজরা আসর, বাইজির শরীরে টাকা ওড়াচ্ছেন তৃণমূল নেতা https://thenewsbangla.com/mujra-at-home-birbhum-tmc-leader-in-controversy-after-throwing-money-at-baiji-body-viral-video/ Fri, 25 Feb 2022 14:35:02 +0000 https://www.thenewsbangla.com/?p=14841 বাড়িতে মুজরা আসর; বাইজির শরীরে টাকা ওড়াচ্ছেন একজন পুরুষ; আর সেই টাকা কুড়িয়ে নিচ্ছে অল্প পোষাকে আর এক মহিলা। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে রাজ্য জুড়ে। বীরভূমের এক তৃণমূল নেতাকে; একটি বাইজি নাচের আসরে টাকা ওড়াতে দেখা যাচ্ছে। পুরভোটের ঠিক আগে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে বাংলা জুড়ে; যেখানে দেখা যাচ্ছে বীরভূমের ওই ঘাসফুল নেতা নিজের বাড়িতে বাইজি নাচের আসরে টাকা ওড়াচ্ছেন। জানা যাচ্ছে যে, ভিডিও-তে দেখতে পাওয়া ওই টিএমসি নেতা হলেন; বীরভূমের জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ প্রদীপ কুমার ভকৎ। যদিও এই ভিডিয়োর সত্যতা; যাচাই করেনি The News বাংলা।

ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে; জনপ্রিয় হিন্দি ছবি দেবদাসের একটি গান চলছে। আর সেই গানের তালে তালে নাচছেন এক তরুণী। ওই তরুণী যে শুধু নাচ করছেন তাই নয়; দেবদাস ছবিতে ওই গানে মাধুরী দীক্ষিতকে যে পোশাকে শুটিং করতে দেখা গিয়েছিল; ওই তরুণীও সেইরকমই পোশাক পড়ে নাচছেন। আর মাঝেমধ্যেই ওই তৃণমূল নেতাকে বলতে শোনা যাচ্ছে; ‘খুব ভাল! এর কোনও জবাব নেই। আমাদের বিহারে বিয়েতে এরকমই চলে’। প্রায় দেড় মিনিটের ভিডিয়ো শেষে দেখা যায়; তৃণমূলের ওই নেতা একেবারে ফিল্মি কায়দায় ওই বাইজির মাথায় নোটের তারা ধরে টাকা ওড়াচ্ছেন। স্বল্প পোশাকে আর এক মহিলাকে; টাকা কুড়াতেও দেখা যাচ্ছে।

যদিও এ বিষয়ে ওই তৃণমূল নেতার তরফে; এখনও পর্যন্ত কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি প্রকাশ্যে আসতেই; বিরোধীরা সমালোচনায় মুখর হয়েছেন। আগামী রবিবার ২৭ ফেব্রুয়ারি; রাজ্য জুড়ে ১০৮টি পুরসভার ভোট রয়েছে। তার আগে বীরভূমের তৃণমূল নেতার এরকম ভিডিয়ো ভাইরাল হওয়ায়; বেশ কিছুটা অস্বস্তিতে পড়েছে রাজ্য তৃণমূল নেতৃত্ব। ক্ষুব্ধ বীরভূম তৃণমূল নেতাদের একাংশ। বিরোধীদের বক্তব্য, ‘নাচ-গানে যারা ব্যস্ত থাকে; তারা মানুষের কি সেবা করবে’।

তবে অভিযুক্ত ওই নেতার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর; তিনি সম্প্রতি ভিন রাজ্যে এক আত্মীয়ের বাড়িতে গিয়ে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানেই এই বাইজি নাচের আসরে; তিনি টাকা ওড়ান। তবে তাতে কিন্তু বিতর্ক থামছে না। যে নেতা এইভাবে বাইজি নাচে টাকা ওড়াতে পারেন; তিনি কি করে মানুষের সেবা করবেন? ভোটের আগেই উঠে গেছে প্রশ্ন।

]]>