Multiple Blasts In Sri Lanka – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 24 Apr 2019 07:12:32 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Multiple Blasts In Sri Lanka – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ইসলামী জঙ্গিবাদ রুখতে বোরখা নিষিদ্ধ করতে চলেছে শ্রীলঙ্কা https://thenewsbangla.com/sri-lanka-ban-burqa-very-soon-following-easter-sunday-terror-attack/ Wed, 24 Apr 2019 07:12:32 +0000 https://www.thenewsbangla.com/?p=11548 ইসলামী জঙ্গিবাদ রুখতে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কায় রবিবারের সন্ত্রাসবাদী হামলায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩২১ জনের। ইসলামিক স্টেট জঙ্গি সংগঠন ইতিমধ্যেই হামলার সাথে জড়িতদের ছবি প্রকাশ করে এই হামলার দায় স্বীকার করেছে। ইসলামী জঙ্গিবাদ থেকে সতর্ক হতে এবার বোরখা নিষিদ্ধ করার পথে হাঁটতে চলেছে শ্রীলঙ্কা।

প্রাথমিক উদ্যোগের মধ্যে বোরখা নিষিদ্ধ করার কথা ভাবা হচ্ছে, কারন অনেক সময়েই ঢাকা বোরখার আড়ালে জঙ্গিরা নিজেদের লুকিয়ে রাখে। উল্লেখ্য, শ্রীলঙ্কার রবিবারের জঙ্গি হামলায় কয়েকজন মহিলাকেও সন্দেহের তালিকায় রাখা হয়েছে। বোরখার আড়ালে যাতে জঙ্গিরা পালিয়ে যেতে না পারে, তাই এই পোষাক নিষিদ্ধ করার পথে যেতে চাইছে শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রীপলা সিরিসেনার সঙ্গে সোমবার মন্ত্রীসভার সদস্যদের সাথে বোরখা নিষিদ্ধ করার ব্যাপারে আলোচনা হয়েছে। এরপর মসজিদ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।

রবিবার সকালে ৭০% বৌদ্ধ এবং ১৫% হিন্দু অধ্যুষিত শ্রীলঙ্কায় কয়েকটি গির্জায় ইস্টার সানডের প্রার্থনা সভায় অংশ নেয় সেদেশের সংখ্যালঘু খ্রিস্টানরা। ৩ টি গির্জায় এবং ৫ টি হোটেলে ধারাবাহিক বিষ্ফোরনে মৃত্যু হয় ৩৬ জন বিদেশী এবং ৫ জন ভারতীয় সহ মোট ৩২১ জনের।

কিছুদিন আগেই নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলার বদলা নিতেই পাল্টা খ্রিষ্টানদের ওপর হামলা চালানো হয়েছে বলে ভিডিওবার্তায় দাবি করেছে ইসলামিক স্টেট জঙ্গি সংগঠন। দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা তো বটেই, দক্ষিন এশিয়ার সাম্প্রতিক ইতিহাসে এতো বড় জঙ্গি হামলার নজির নেই বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

হামলায় ইসলামিক স্টেটের দায় স্বীকার করার আগেই ন্যাশনাল ত্বহিদ জামাতের দিকে সন্দেহের তীর উঠেছিল। গত বছরেই একটি বৌদ্ধ মন্দিরে হামলার ঘটনায় এই ইসলামি সন্ত্রাসবাদী সংগঠনের যোগসাজশ প্রমানিত হয়।

]]>
শ্রীলঙ্কার ৩টি গির্জা ও ৩টি হোটেলে বিস্ফোরণে মৃত অসংখ্য মানুষ https://thenewsbangla.com/60-dead-300-injured-in-multiple-blasts-in-sri-lanka-colombo-churches/ Sun, 21 Apr 2019 06:12:06 +0000 https://www.thenewsbangla.com/?p=11341 শ্রীলঙ্কার ৩টি গির্জা ও ৩টি হোটেলে বিস্ফোরণে মৃত অসংখ্য মানুষ। সিরিয়াল বিস্ফোরণ শ্রীলঙ্কার কলম্বোতে। এখন পর্যন্ত ১০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। অনেকদিন পর ফের শ্রীলঙ্কায় সিরিয়াল বিস্ফোরণের মত ঘটনা ঘটল।

৩ টি গির্জায় ৬ টি বিষ্ফোরনে কেঁপে উঠল শ্রীলঙ্কা, মৃত ১০০, আহত ৩০০ জনের বেশি। ৩ টি হোটেলেও বিস্ফোরণ হয়েছে। মৃতের সংখ্যা ২০০ ছাড়াতে পারে বলেই মনে করছে শ্রীলঙ্কা সরকার। এর পিছনে কারা আছে তা দেখতে উচ্চ পর্যায়ের তদন্ত দল গড়েছে সরকার।

ইস্টার সানডে উপলক্ষ্যে বিভিন্ন গির্জায় ভিড় করেছিল কয়েক হাজার মানুষ, তার মধ্যেই একই সাথে উপাসনাস্থল ও হোটেল মিলিয়ে ৬টি জায়গায় বিষ্ফোরনে মৃত্যু হয়েছে কমপক্ষে ১০০ জনের। আহত হয়েছে তিন শতাধিক। আহত ও মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা বলে জানানো হচ্ছে স্থানীয় সংবাদমাধ্যমের সূত্রে।

আহতদের মধ্যে ২০০ জনকে ইতিমধ্যেই স্থানীয় হাসপাতাল গুলোতে ভর্তি করা হয়েছে। আরও আহতদের যুদ্ধকালীন তৎপরতার সাথে হাসপাতালে নিয়ে আসা হচ্ছে বলে কলম্বো ন্যাশনাল হসপিটালের এক অফিসার জানিয়েছেন। অসংখ্য মানুষের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, কলম্বোর সেন্ট অ্যান্টনি চার্চে প্রাথমিক বিষ্ফোরন হয়। এরপরে কুটুওয়াপিটিয়া ও কাটানায় আরও দুটি বিষ্ফোরন হয়। বিষ্ফোরনের প্রকৃতি এখনো নিশ্চিতভাবে জানানো সম্ভব হয়নি।

আঘাতের লক্ষ্য ছিল চার্চ এবং হোটেল। ৩টি চার্চ এবং ৩টি হোটেলে বিষ্ফোরন ঘটানো হয় এবং বিদেশী নাগরিকরা এই আক্রমনের লক্ষ্য ছিল। বিষ্ফোরন ঘটানো হয়েছে কোচ্চিকড় চার্চ, কুটুয়াপিটিয়া চার্চ, শংগ্রীলা হোটেল, কিংসবারি হোটেল, বাট্টিকালোয়া চার্ এবং চিন্নামন গ্রান্ড হোটেলে।

বিষ্ফোরন দেখে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, উপাসনাস্থল ও বিদেশী নাগরিকদের হত্যা করতেই হামলা চালানো হয়েছে। ইসলামী সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর দিকেই মূলত আঙুল উঠে আসছে এই ঘটনায়, যদিও এখনো পর্যন্ত কোনও সন্ত্রাসবাদী সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। শ্রীলঙ্কা সরকার এই ঘটনার তদন্তে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে।

শেষ খবর পাওয়া এই বিস্ফোরণে এখনও পর্যন্ত মৃত ১২০ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করছে দেশের সরকার। সমস্ত হাসপাতালে রোগীর ভিড়। গোটা বিশ্ব এই ঘটনায় নিন্দা জানিয়েছে।

]]>