Multi Storied Building – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 26 Apr 2019 05:28:42 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Multi Storied Building – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ফের বহুতলে ভয়ঙ্কর আগুন, আগুনের তাপে বাড়িটিতে লম্বালম্বি বড় ফাটল https://thenewsbangla.com/terrible-fire-at-multi-storied-building-at-kolkata-fire-fighters-in-problems/ Fri, 26 Apr 2019 04:55:10 +0000 https://www.thenewsbangla.com/?p=11657 কলকাতার চৌরঙ্গি রোডে একটি বহুতলে আগুন লেগেছে। রবীন্দ্র সদনের কাছে একটি বহুতলে সকাল সাড়ে ৯ টা নাগাদ ধোঁয়া বেরোতে দেখা যায়। তারপরেই গলগল করে কালো ধোঁয়া ও আগুনের হলকা দেখা যাচ্ছে। সম্পূর্ণ ভাবে জ্বলছে বহুতলের উপরের অংশ। দমকলের ৫ টি ইঞ্জিন ঘটনাস্থলে। দমকলের ইঞ্জিন আরও বাড়ছে। ইতিমধ্যেই ভয়ে বাইরে বেড়িয়ে এসেছেন বাড়ি ও অফিসের মানুষজন। দমকল কর্মীরা অক্সিজেন মাস্ক পরে বাড়ির ভিতরে ঢুকে আগুন নেভানোর চেষ্টা করছেন।

ফের বহুতলে ভয়ঙ্কর আগুন, ভয়ে বাইরে বেড়িয়ে এলেন বাড়ি ও অফিসের মানুষজন/The News বাংলা
ফের বহুতলে ভয়ঙ্কর আগুন, ভয়ে বাইরে বেড়িয়ে এলেন বাড়ি ও অফিসের মানুষজন/The News বাংলা

শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে বলে মনে কড়া হচ্ছে। যুদ্ধকালিন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করছে দমকল বাহিনী। গোটা এলাকা কালো ধোঁয়ায় ধেকে গেছে। আগুন নেভাতে চরম অসুবিধার মধ্যে পড়েছেন দমকল কর্মীরা। ঘটনাস্থলে এসেছে ডিজাস্টার ম্যানেজমেন্ট কর্মীরা। বাড়ির উপরের তলায় কেউ আটকে আছে কিনা টা খতিয়ে দেখা হচ্ছে। এখন গলগল করে ধোঁয়া ও আগুন। বাইরে থেকে কন্ট্রোল করতে চরম অসুবিধায় দমকল।

দমকল কর্মীরা অক্সিজেন মাস্ক পরে বাড়ির ভিতরে ঢুকে আগুন নেভানোর চেষ্টা শুরু করেছেন। এক্সাইড মোড়ের কাছেই এই বিল্ডিং এ আগুন লেগেছে। বহুতলের পাঁচ তলায় আগুন লেগেছে। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা যাচ্ছে। তীব্র ফাটল দেখা দিয়েছে বাড়িটিতে। যে কোন মুহূর্তে বাড়ির একটি অংশ ভেঙে পড়তে পারে।

একটি ফ্যাশন ডিজাইন এর অফিসে আগুন লেগেছে বলেই মনে করা হচ্ছে। বাড়ি অফিস নিয়ে ঘিঞ্জি পরিস্থিতি হওয়ায় আগুন নেভাতে হিমশিম খাচ্ছে দমকল বাহিনী। আগুনের তাপে বাড়ির একটি অংশ ভেঙে পড়েছে বলেই জানিয়েছে দমকল কর্তারা। লম্বালম্বি ফাটল দেখা দিয়েছে বাড়িটিতে। যে কোন মুহূর্তে একটি বড় অংশ ভেঙে পড়তে পারে বলেই মত দমকল কর্তাদের।

]]>