Mukul Roy – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 29 Jun 2022 05:59:50 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Mukul Roy – The News বাংলা https://thenewsbangla.com 32 32 “মুকুল রায় হাল ছাড়লেও, পিএসি চেয়ারম্যান পদ নিয়ে তৃণমূলের ‘বদমায়েশি’ থামছে না” https://thenewsbangla.com/mukul-roy-resigns-as-psc-chairman-tmc-select-raiganj-mla-krishna-kalyani-new-psc-chairman/ Wed, 29 Jun 2022 05:55:28 +0000 https://www.thenewsbangla.com/?p=15759 “মুকুল রায় হাল ছাড়লেও; পিএসি চেয়ারম্যান পদ নিয়ে তৃণমূলের ‘বদমায়েশি’ থামছে না”; অভিযোগ রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর। মুকুল রায় পদত্যাগ করলেও বিতর্ক অব্যহত; ফের ভোটের পর তৃণমূলে যোগ দেওয়া বিজেপি বিধায়ক-কেই পিএসি চেয়ারম্যান করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে মুকুল রায়ের ইস্তফা গ্রহণের দিনেই; রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর নাম চূড়ান্ত করল পশ্চিমবঙ্গ বিধানসভা, এমনটাই সূত্রের খবর। তবে সরকারিভাবে মঙ্গলবার কৃষ্ণর নাম; রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেননি।

ঠিক কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়ের মতই অবস্থা; রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর। দুজনেই বিজেপির টিকিটে; রাজ্য বিধানসভা ভোটে যেতেন। কিন্তু ভোটে জেতার পরেই; বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। তাঁরা এখন তৃণমূল নেতা; কিন্তু অফিসিয়ালি বিধানসভায় তাঁরা বিজেপি বিধায়ক। কোন নিয়ম না থাকলেও; সাধারণত বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হন বিরোধী দলের বিধায়করা। অলিখিত ভাবে এটাই চলে আসছে। আর এই নিয়মকেই এবার হাস্যকর বানিয়ে দিয়েছে; মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল।

আরও পড়ুনঃ কলেজে অনলাইনে ভর্তি নয়, জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য, ফের দুর্নীতির আশঙ্কায় শিক্ষাবিদরা

গেরুয়া শিবির আদলাতের শরণাপন্ন হতেই; পিএসি চেয়ারম্যান পদ থেকে মুকুল রায় ইস্তফা দেন। ফের নতুন করে পিএসি প্রার্থী নিয়ে; বিজেপি শিবিরে তৎপরতা শুরু হয়েছিল। কিন্তু বিজেপির বিধায়কদের উপর অনাস্থা প্রকাশ করে, বিজেপির টিকিটে জিতেও তৃণমূল শিবিরে যোগ দেওয়া; বিধায়ক কৃষ্ণ কল্যাণীর নাম চূড়ান্ত করে ফের গেরুয়া শিবিরকে চাপে ফেলল বিধানসভা।

আরও পড়ুনঃ ‘হাজার-হাজার চাকরি রেডি আছে’, বাংলায় কর্মসংস্থান নিয়ে বিরাট বার্তা মুখ্যমন্ত্রী মমতার

বিজেপি নেতাদের সঙ্গে মতভেদ হওয়ায়; ২০২১ সালের ১ অক্টোবর বিজেপি ছাড়েন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। ২৬ দিন বাদে ২০২১ সালের ২৭ অক্টোবর; তৃণমূল শিবিরে যোগ দেন রায়গঞ্জের বিধায়ক। যদিও সরকারিভাবে এখনও তিনি বিজেপির বিধায়ক।

সংবিধানে কোথাও নির্দিষ্ট করে বলা নেই যে; বিরোধী শিবিরের বিধায়ককেই লোকসভা বা বিধানসভায় পিএসি চেয়ারম্যান পদ দিতে হবে। কোথাও লেখা নেই, এই পদ শাসকদল নিজেদের কাউকে দিতে পারবে না। তবে যেহেতু বিরোধীদের এই পদ ছাড়া হয়; তাই সুযোগকে কাজে লাগিয়েই একুশের বিধানসভা নির্বাচনের পরে বিজেপি থেকে তৃণমূল ফেরত বিধায়কদেরই চেয়ারম্যান করছে তৃণমূল।

]]>
মমতাকে শহিদ হয়ে কান্নাকাটি করার সুযোগ দেব না, বললেন মুকুল https://thenewsbangla.com/mamata-banerjee-will-not-be-allowed-to-cry-as-shahid-said-mukul-roy/ Mon, 10 Jun 2019 16:58:10 +0000 https://www.thenewsbangla.com/?p=13641 মুখ্যমন্ত্রীকে শহিদ হয়ে কান্নাকাটি করার সুযোগ দেবো না; বললেন মুকুল। রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে; মমতা বন্দ্যপাধায়ায় সরকার ফেলে ভোট করাবে না বিজেপি; এটাই সোমবার বুঝিয়ে দিলেন মুকুল রায়।

রাজ্যের আইনশৃঙ্খলার ক্রমাবনতি নিয়ে; তৃণমূল বিজেপি চাপানউতোর চলছে বহুদিন ধরেই। বিরোধী দলের মিছিল মিটিং বন্ধ করা থেকে শুরু করে; একের পর এক বিজেপি কর্মী খুন, বিনা কারণে প্রতিহিংসা বশত বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া; ইত্যাদি বিভিন্ন কারণে তৃণমূলের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলেছে বিজেপি।

আরও পড়ুনঃ সব্যসাচীর হাত ধরে বিধাননগর পুরসভাও কি বিজেপির হতে চলেছে

ভোটের মাসখানেক আগেই; সিবিআইয়ের রাজীব কুমারকে তাঁরই বাড়িতে জেরা করতে যাওয়া নিয়ে; মুখ্যমন্ত্রী ধর্ণায় বসেন। তখন রাজ্যে আইনশৃঙ্খলার অবনতির জেরে; রাষ্ট্রপতি শাসনের প্রসঙ্গ উঠে আসে। এরপর লোকসভা নির্বাচনের সপ্তম দফার আগেই রাজ্যে অমিত শাহের রোডশোতে বিদ্যাসাগরের মূর্তি ভাংচুরকে কেন্দ্র করে আরও একবার আইনশৃঙ্খলার অবনতির প্রসঙ্গ উঠে আসে; যা চূড়ান্ত মাত্রা পায় সন্দেশখালির ঘটনাকে কেন্দ্র করে।

সন্দেশখালির ঘটনায় ক্ষুব্ধ; অনেক সাধারণ মানুষ থেকে রাজনৈতিক কর্মীরা; প্রত্যেকেই চাইছেন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হোক। এদিকে সোমবারই রাজ্যের রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাথীর সাথে; প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হয় দিল্লীতে। রাজ্যে রাষ্ট্রপতি শাসন সংক্রান্ত কোনও কথা হয় কিনা; সেই বিষয়ে অনেকে উৎসুক ছিলেন।

কিন্তু বিকেলেই সংবাদিক সম্মেলনে মুকুল রায় জানিয়ে দিলেন; এই ধরনের কোনও সম্ভাবনাই নেই। মুকুল রায় জানান; বিজেপি কোনও রাজ্যের সরকার ফেলে দিয়ে ক্ষমতায় আসার পক্ষপাতী নয়। কিন্তু মুখ্যমন্ত্রীর সাথে যদি বিধায়কদের সিংহভাগই না থাকেন; সেক্ষেত্রে তো বিজেপিকে দোষ দেওয়া যায় না, জানান তিনি।

এরপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে মুকুল রায় বলেন; মুখ্যমন্ত্রীর এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন নিয়ে ভয় পাবার কারণ নেই; তিনি চাইলে নিশ্চিন্তে ঘুমোতে পারেন। এরপরে বিদ্রুপের সুরে মুকুল রায় বলেন; বিজেপি মুখ্যমন্ত্রীকে শহিদ হতে দেবে না।

মুকুল রায় বলেন, সরকার ফেলে দিলে মুখ্যমন্ত্রী কেঁদে কেঁদে সহানুভূতি আদায় করে; রাজ্যকে অশান্ত করে তুলবেন, তা বিজেপি হতে দেবে না বলে জানান তিনি। লোকসভা ভোটের পর আগামী বিধানসভা পর্যন্ত; বিজেপি তৃণমূলের এই লড়াই চলবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

]]>
সব্যসাচীর হাত ধরে বিধাননগর পুরসভাও কি বিজেপির হতে চলেছে https://thenewsbangla.com/bidhannagar-municipality-is-going-to-be-bjp-with-meyor-sabyasachi-dutta/ Mon, 10 Jun 2019 11:55:58 +0000 https://www.thenewsbangla.com/?p=13619 বোর্ড মিটিংয়ে এলেন না মেয়র স্বয়ং। ৪১ জন পুর কাউন্সিলরের মধ্যে; বোর্ড মিটিংয়ে এলেন মাত্র ১৬ জন। তৃণমূলের হাত থেকে এবার কি; কলকাতার পাশের সল্টলেক বা বিধাননগর পুরসভাও বিজেপির হতে চলেছে? সোমবার উঠে গেল প্রশ্ন।

তাহলে কি বিজেপিতেই যোগ দিতে চলেছেন; বিধাননগরের মেয়র ও রাজারহাট নিউটাউনের তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত? একের পর এক ঘটনা আর ক্রমাগত সব্যসাচীর রহস্যব্যঞ্জক মন্তব্য; সেই সন্দেহকে জিইয়ে রেখেছে। প্রথমে মুকুল রায় ও পরে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে সাক্ষাৎ করে; সেই জল্পনা উসকে দেন তিনি।

এবার আবার সংবাদ শিরনামে সব্যসাচী দত্ত। বিধাননগর পুরসভার বোর্ড মিটিং এ এলেনই না মেয়র স্বয়ং। যদিও The News বাংলা কে সব্যসাচী দত্ত জানিয়েছেন; “তাঁর জ্বর হয়েছে; তাই বোর্ড মিটিংয়ে যেতে পারেননি। এর সঙ্গে অন্য কোন সম্পর্ক নেই”।

কিন্তু মেয়রের পাশাপাশি; ৪১ জন পুর কাউন্সিলরের মধ্যে বোর্ড মিটিং এ এলেন মাত্র ১৬ জন। মেয়র ঘনিষ্ঠ ২৫ জন কাউন্সিলর এদিন গরহাজির থাকলেন। আর এর পরেই বিধাননগর পুরসভা নিয়েও উঠে গেল প্রশ্ন। তাহলে কি সব্যসাচীর হাত ধরে; বিধাননগর পুরসভাও কি বিজেপির হতে চলেছে?

মুকুল রায় সব্যসাচী দত্তের বাড়িতে গিয়ে; তাঁর সঙ্গে দেখা করেছিলেন। বিতর্কে জল ঢালতে সেই সাক্ষাৎকারকে; নেহাতই সৌজন্যমূলক বলে তিনি মন্তব্য করেছিলেন। মুকুল রায় তার বাড়িতে লুচি আলুর দম খাওয়ার আবদার করেছিলেন; বলেই তিনি অতিথি আপ্যায়ন করেছিলেন; তৃণমূল নেতৃত্বকে জবাবদিহি করতে গিয়ে এমনই দাবি করেছিলেন সব্যসাচী।

কিন্তু তারপর, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সাথে তাঁর সাক্ষাৎকার; তৃণমূলের পক্ষে মোটেই স্বস্তিদায়ক খবর ছিল না। পরে ফের দলের বারণ সত্ত্বেও; মুকুল রায়ের সঙ্গে এক অনুষ্ঠানে দেখা যায় তাঁকে। তারপর থেকেই তাঁর বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে।

আবার দোল উৎসব পালনে; সল্টলেকে মাড়োয়ারিদের একটি অনুষ্ঠানে; সব্যসাচী দত্তকে “ভারত মাতা কি জয়” বলতে শোনা যায়। হঠাৎ সব্যসাচীর মুখে এই শ্লোগান নতুন করে জল্পনার জন্ম দিয়েছিল।

বিধাননগরের মেয়র ও রাজারহাট নিউটাউনের তৃণমূল বিধায়ক; সব্যসাচী দত্ত-র এইসব ঘটনা চরম অস্বস্তিতে ফেলেছে তৃণমূল কংগ্রেসকে। দল তাঁর বিরুদ্ধে বড় কোন ব্যবস্থা নিক; এরই কি অপেক্ষা করছেন সব্যসাচী?

]]>
বড়সড় ভাঙন তৃণমূলে, মুকুল রায়ের একধাক্কায় বাংলার ৪ পুরসভা বিজেপির দখলে https://thenewsbangla.com/mukul-roy-crushed-mamata-banerjees-tmc-bjp-grabbed-municipalities/ Tue, 28 May 2019 11:18:49 +0000 https://www.thenewsbangla.com/?p=13429 বাংলার হালিশহর, কাচরাপাড়া, নৈহাটি ও ভাটপাড়া পুরসভা এখন বিজেপির দখলে। আগেই অর্জুন সিংয়ের হাত ধরে; ভাটপাড়ার ১৯ জন কাউন্সিলর বিজেপিতে যোগ দিয়েছেন। মঙ্গলবার ৩ বিধায়ক ও ৩ পুরসভার ৫০ জন কাউন্সিলর; দিল্লি গিয়ে যোগ দিলেন বিজেপি শিবিরে। ভোটের ফল বেরনোর পর; বড়সড় ভাঙন তৃণমূলে। সাত দফায় এই ভাঙন হবে; বলেছেন বিজেপির বাংলার পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়।

সাসপেন্ড হওয়া বিজপুরের তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়; বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক তুষার ভট্টাচার্য ও হেমতাবাদের সিপিআইএম বিধায়ক দেবেন্দ্রনাথ রায় মঙ্গলবার বিজেপিতে যোগ দিলেন। সেই সঙ্গে দিল্লিতে এদিন যোগ দিলেন কাচরাপাড়ার ২৪ জন কাউন্সিলর; হালিশহরের বেশ কয়েকজন কাউন্সিলর ও নৈহাটির বেশ কয়েকজন কাউন্সিলর। ভাটপাড়া সহ ৪ টে পুরসভাই; বিজেপির দখলে এল বলে দাবি করেছেন মুকুল রায়।

লোকসভা ভোটে রাজ্যে; তৃণমূলের প্রবল প্রতিপক্ষ হিসেবে উঠে এসেছে বিজেপি। এবার উত্তর ২৪ পরগনায় ঘাসফুল শিবিরকে কোণঠাসা করে ফেলল গেরুয়া শিবির। লোকসভা ভোটের আগে অর্জুন সিং; সৌমিত্র খাঁ; অনুপম হাজরাদের দলে টেনে ধাক্কা দিয়েছিলেন মুকুল রায়। সূত্রের খবর ছিল; ভোটের পর ঘাসফুল শিবিরকে আরও বড় ধাক্কা দিতে চলেছেন মুকুল রায়।

মঙ্গলবার দিল্লিতে বিজেপিতে যোগদান করলেন; মুকুল পুত্র শুভ্রাংশু সহ ৩ বিধায়ক। শুভ্রাংশু রায়কে কয়েকদিন আগেই; সাসপেন্ড করেছে তৃণমূল। রাজ্যে বিজেপি ঝড়ের মধ্যে তৃণমূলের সঙ্গে এবার ঘর ভাঙল সিপিএমেরও। দুই তৃণমূল বিধায়কের পাশাপাশি; গেরুয়া শিবিরে এক বাম বিধায়কও। দিল্লিতে বিজেপির সদর দফতরে দলবদল করলেন; হেমতাবাদের সিপিআইএম বিধায়ক দেবেন্দ্রনাথ রায়।

লোকসভা নির্বাচনে রায়গঞ্জ কেন্দ্রে; মহম্মদ সেলিমের হয়ে প্রচারে দেখা গিয়েছিল দেবেন্দ্রনাথ রায়কে। গত বিধানসভা নির্বাচনে হাতে গোনা যে কয়েকটি আসন; সিপিএম জিতেছিল তার মধ্যে ছিল হেমতাবাদও। তৃণমূলের সবিতা ক্ষেত্রিকে হারান তিনি। এদিন শুভ্রাংশু রায়ের সঙ্গে একই সঙ্গে; তিনিও যোগ দিলেন পদ্ম শিবিরে।

২০১৭ সালের নভেম্বরে; তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন মুকুল রায়। কিন্তু তাঁর পুত্র রয়ে গিয়েছিলেন তৃণমূলেই। যদিও মাঝমধ্যে তাঁর বিজেপিতে যোগদানের খবর শোনা গিয়েছিল। কিন্তু এবার সাসপেন্ড হওয়ার পর; শুভ্রাংশুর পথ খুলে দেয় তৃণমূল। শোনা যাচ্ছে, বিজেপিতে যোগদানের পর দলত্যাগ বিরোধী আইন থেকে বাঁচতে বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন শুভ্রাংশু রায়।

]]>
তৃণমূল দলটাই ৬বছর থাকবে না, তার আবার ৬বছর সাসপেন্ড, বললেন মুকুল https://thenewsbangla.com/mamata-banerjees-tmc-will-not-last-for-six-years-said-bjp-leader-mukul-roy/ Sat, 25 May 2019 06:57:35 +0000 https://www.thenewsbangla.com/?p=13285 তৃণমূল দলটাই ৬ বছর থাকবে না; তার আবার ৬ বছর সাসপেন্ড; ছেলের তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া নিয়ে এমনটাই বললেন মুকুল রায়। মমতার নির্দেশে দল থেকে বহিষ্কার করা হয়; মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়কে। তৃণমূল থেকে ৬ বছরের জন্য সাসপেন্ড মুকুলের ছেলে। আর তারপরেই মুখ খুললেন মুকুল রায়।

ব্যারাকপুরে হারের পিছনে মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়কে দায়ি করে; তাঁকে ৬ বছরের জন্য সাসপেন্ড করে তৃণমূল। শুক্রবারই একথা জানিয়ে দিলেন; তৃণমূলের মহাসচিব পার্থ চট্যপাধ্যায়। আর তারপরেই ছেলের সাস্পেনশন নিয়ে মুখ খুললেন মুকুল রায়।

আরও পড়ুনঃ ডিএ, পে কমিশন না পাওয়ায় ভোটে জবাব দিলেন বাংলার সরকারি কর্মীরা

শুক্রবার দুপুরেই সাংবাদিক সম্মেলন করে; বাবার কাছেই হেরেছি বলেন; মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়। শুভ্রাংশু আরও বলেন, মুকুল রায়ও বিজপুরের ভুমিপুত্র; বাবা বিজপুরে জিতে গেছেন। আর তারপরেই মমতার নির্দেশে; শুভ্রাংশুকে দল থেকে বহিষ্কার করে দেবার সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুনঃ রাজীব কুমারের সময়সীমা শেষ, যে কোন মুহূর্তে গ্রেফতার করবে সিবিআই

শুভ্রাংশুকে ৬ বছরের জন্য দল থেকে সাসপেন্ড করা হয়েছে; ঘোষণা করেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্যপাধ্যায়। আগামীকাল শনিবার আরও বেশ কিছু নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেই জানা গেছে। শনিবার তৃণমূল দফতরে সব তৃণমূল নেতাদের ডেকেছেন মমতা; ভোটের হার পর্যালোচনার জন্য।

আরও পড়ুনঃ মোদী অমিত শাহের কাছে মুখ থুবড়ে পড়ল পিসি ভাইপো

এরপরেই এই নিয়ে মুখ খুললেন মুকুল রায়। বললেন, তৃণমূল দলটাই ৬ বছর থাকবে না; তার আবার ৬ বছর সাসপেন্ড। এদিন মুকুল রায় পরিষ্কার জানিয়ে দেন; অনেক তৃণমূল নেতা বিজেপিতে যোগ দেবেন। ২০২১ সালেই বিজেপি বাংলায় ক্ষমতায় আসবে; আর তৃণমূল দলটাই থাকবে না বলেই জানিয়ে দেন মুকুল রায়।

তবে এই বহিষ্কারের ফলে মুকুল পুত্রের বিজেপিতে যাওয়ার রাস্তা; একেবারেই পরিষ্কার হয়ে হয়ে গেল। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। মুকুল রায়ের ছেলের বিজেপিতে যোগদান যে; শুধু সময়ের অপেক্ষা; সেটাই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।

]]>
তৃণমূলের হারের প্রথম বলি, দল থেকে বহিষ্কার মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায় https://thenewsbangla.com/subhranshu-roy-the-son-of-mukul-roy-is-suspended-for-6-years-from-tmc/ Fri, 24 May 2019 12:06:25 +0000 https://www.thenewsbangla.com/?p=13249 তৃণমূলের হারের প্রথম বলি; দল থেকে বহিষ্কার মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়। তৃণমূল থেকে বহিষ্কার মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়। মমতার নির্দেশে ৬ বছরের জন্য সাসপেন্ড মুকুলের ছেলে।

ব্যারাকপুরে হারের পিছনে মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়কে দায়ি করে; তাঁকে ৬ বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল। জানিয়ে দিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্যপাধ্যায়।

আরও পড়ুনঃ ডিএ, পে কমিশন না পাওয়ায় ভোটে জবাব দিলেন বাংলার সরকারি কর্মীরা

শুক্রবার দুপুরেই সাংবাদিক সম্মেলন করে; বাবার কাছেই হেরেছি বলেন; মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়। শুভ্রাংশু আরও বলেন, মুকুল রায়ও বিজপুরের ভুমিপুত্র; বাবা বিজপুরে জিতে গেছেন। আর তারপরেই মমতার নির্দেশে; শুভ্রাংশুকে দল থেকে বহিষ্কার করে দেবার সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুনঃ রাজীব কুমারের সময়সীমা শেষ, যে কোন মুহূর্তে গ্রেফতার করবে সিবিআই

শুভ্রাংশুকে ৬ বছরের জন্য দল থেকে সাসপেন্ড করা হয়েছে; ঘোষণা করেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্যপাধ্যায়। আগামীকাল শনিবার আরও বেশ কিছু নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেই জানা গেছে। শনিবার তৃণমূল দফতরে সব তৃণমূল নেতাদের ডেকেছেন মমতা; ভোটের হার পর্যালোচনার জন্য।

আরও পড়ুনঃ মোদী অমিত শাহের কাছে মুখ থুবড়ে পড়ল পিসি ভাইপো

তবে এর ফলে মুকুল পুত্রের বিজেপিতে যাওয়ার রাস্তা; একেবারেই পরিষ্কার হয়ে হয়ে গেল। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। মুকুল রায়ের ছেলের বিজেপিতে যোগদান যে; শুধু সময়ের অপেক্ষা; সেটাই মনে করছে রাজনৈতিক মহল।

বাবা বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই; শুভ্রাংশু রায়কে নিয়ে তৃণমূলে জল্পনা ছিলই। ব্যারাকপুরে হারের জন্য তাঁকেই দায়ি করে এবার দল থেকেই তাঁকে সরিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই সিদ্ধান্ত মুকুল পুত্রের বিজেপিতে যোগ দেওয়া; আরও সহজ করল বলেই মনে করছে রাজনৈতিক মহল। স্বস্তি পেলেন মুকুল রায়ও। কেন তাঁর ছেলে বিজেপিতে যোগ দিচ্ছেন না; সেটাও ছিল বিজেপির একটা বড় প্রশ্ন।

]]>
গা বাঁচাতেই বিজেপিতে গিয়েছে, মুকুলকে গদ্দার বলে তীব্র কটাক্ষ মমতার https://thenewsbangla.com/mamata-banerjee-says-traitor-to-mukul-roy-in-jagatdal-vote-campaign/ Wed, 01 May 2019 07:23:08 +0000 https://www.thenewsbangla.com/?p=12081 ভোট না থাকলে মুকুল রায়কে জেলে ভরতেন মমতা, এমনটাই বললেন মুখ্যমন্ত্রী। গা বাঁচাতেই বিজেপিতে গিয়েছে, মুকুলকে গদ্দার বলে তীব্র কটাক্ষ করেন মমতা। বললেন, ভোট চলছে, তাই মুকুলের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছেন না।

সোমবার ব্যারাকপুর লোকসভার অন্তর্গত জগদ্দলে একটি নির্বাচনী প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রচার মঞ্চ থেকে প্রধানমন্ত্রী বলেন, বিজেপির সাথে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ৪০ জন বিধায়ক যোগাযোগ রেখে চলেছেন৷ ভোট শেষ হলেই সবাইকে চমকে দিয়ে তারা সদলবলে গেরুয়া শিবিরে সামিল হবেন বলে জানান তিনি।

এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ভদ্রেশ্বরের এক জনসভা থেকে ‘দলবদলের লিংকম্যান’ মুকুল রায়ের বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক সময়ের দলের হেভিওয়েট নেতা মুকুলের নাম না নিয়েই গদ্দার বলে কটাক্ষ করেন তিনি। এদিন মুকুলকে হাওয়ালার দালাল বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুনঃ ভোটের মধ্যেই কেন্দ্রীয় নিরাপত্তা কর্মীদের জন্য সুখবর, প্রচুর বেতন বাড়ছে

এক সময় দলের ছায়াসঙ্গী মুকুলকে মোদীর একনম্বর লোক বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। সারদা নারদা কেলেঙ্কারির প্রসঙ্গ তুলে তিনি বলেন, চাইলেই তিনি মুকুলকে ধরিয়ে দিতে পারতেন, কিন্তু এই মুহূর্তে নির্বাচন চলার কারনে তিনি মুকুলের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছেন না বলে জানান।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন যে, গা বাঁচাতেই মুকুল বিজেপিতে যোগ দিয়েছে। এদিকে বিরোধীদের পাল্টা বক্তব্য, মুখ্যমন্ত্রী সব জেনে থাকলে এতদিন চুপ ছিলেন কেন? আর কেনই বা তিনি নিজের দলেই অভিযুক্তদের প্রার্থী করেছেন?

আরও পড়ুনঃ ইয়েতিকে জন্তু বলায় ভারতীয় সেনার উপর ক্ষুব্ধ বিজেপি নেতা

এদিন একই ঘটনার সূত্র ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে হর্স ট্রেডিং বা বিধায়ক কেনাবেচার অভিযোগ করেন। তিনি বলেন, হর্স ট্রেডিংয়ের সাথে সরাসরি যুক্ত থাকার কথা বিজেপি নিজেই স্বীকার করে নিয়েছে। প্রধানমন্ত্রীর বক্তব্যের সূত্র ধরে নির্বাচন কমিশনের কাছে তৃণমূল কংগ্রেস আবেদন জানাতে চলেছে নরেন্দ্র মোদীর প্রার্থীপদ খারিজ করার জন্য।

বিধায়ক কেনাবেচার টাকার উৎস নিয়েও জনসভা থেকে তিনি প্রশ্ন তুলে বলেন, এই টাকা কোথা থেকে আসছে, তার তদন্ত হওয়া প্রয়োজন। ঘোড়া কেনাবেচার কথা বলে নিজেই সংবিধানকে বুড়ো আঙুল দেখাচ্ছেন বলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন তিনি।

]]>
মুকুলের হাত ধরে তৃণমূল ছেড়ে কি বিজেপিতে যোগ দিচ্ছেন মমতার দুই বিধায়ক https://thenewsbangla.com/mamata-banerjees-two-mlas-are-joining-bjp-in-pm-modi-rally-in-bengal/ Mon, 22 Apr 2019 02:45:24 +0000 https://www.thenewsbangla.com/?p=11354 মোদীর সভাতেই কি দুই তৃণমূল বিধায়ক গেরুয়া শিবিরে? মুকুলের হাত ধরে তৃণমূল ছেড়ে কি বিজেপিতে যোগ দিচ্ছেন মমতার দুই বিধায়ক? তৃণমূল ছেড়ে দুই বিধায়কের বিজেপিতে যোগদানের জল্পনা নিয়ে শোরগোল রাজ্য রাজনীতিতে। আগামীকাল, তৃতীয় দফার ভোটের দিনে রাজ্যে মোদীর সভাতেই গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন মমতার দুই বিধায়ক।

দলত্যাগ করতে চলেছেন শাসক দল তৃণমূল কংগ্রেসের দুই বিধায়ক সুনীল সিং ও মুকুল পুত্র শুভ্রাংশু রায়। গোপন সূত্রে এমনই খবর জানা গিয়েছে। সুনীল সিং নোয়াপাড়া বিধানসভার বিধায়ক এবং গারুলিয়া পৌরসভার চেয়ারম্যান। অন্যদিকে মুকুল পুত্র শুভ্রাংশু রায় বিজপুরের বিধায়ক। মঙ্গলবার মোদীর সভাতেই দুই ঘাসফুল নেতা পদ্ম শিবিরে যোগ দিতে পারেন বলেই খবর। তবে দুই নেতার তরফে এখনও কিছু বলা হয় নি।

সুনীল সিং সম্পর্কে অর্জুন সিংয়ের আত্মীয়। সম্প্রতি তিনি রাজ্য সরকারের দেওয়া নিরাপত্তা ত্যাগ করে, তৃণমূলের নির্বাচনী প্রচারের কাজে না থেকে দিল্লি উড়ে গেছেন। তাতে সুনীল সিংয়ের বিজেপিতে যোগদানের সম্ভাবনা আরও জোরালো হয়েছে।

আরও পড়ুনঃ অভিষেকের পদযাত্রায় গরহাজির মুকুল পুত্র শুভ্রাংশু, রাজনৈতিক জল্পনা তুঙ্গে

সূত্রের খবর, এই সপ্তাহের মধ্যেই তিনি বিজেপিতে যোগ দিতে পারেন। যেহেতু তিনি কোনও রাজনৈতিক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন না, সেক্ষেত্রে তার বিধায়ক পদ বজায় থাকবে। এদিকে উত্তর ২৪ পরগনা জেলায় আরও শক্তিবৃদ্ধি হবে বিজেপির। আর আগামীকাল বাংলায় মোদীর সভাতেই এই তৃণমূল বিধায়ক গেরুয়া শিবিরে যোগ দেবেন বলেই জোর খবর।

এদিকে মুকুল পুত্র শুভ্রাংশু রায়ের বিজেপিতে যোগদানের সম্ভাবনাও দৃঢ হয়েছে গত দুদিনের তার করা কিছু মন্তব্য ও ফেসবুক পোস্টে। দলকে অগ্নিপরীক্ষা দিয়ে চলতে হচ্ছে মন্তব্য করে ফেসবুকে শনিবার পোস্ট করেন তিনি। এদিকে নিজের মুখেই স্বীকার করেন, বীজপুরের কোচ ফ্যাক্টরি চালুর দায়িত্ব বিজেপি হাতে নিলে এবং সেখানে বীজপুরের ৩০% যুবক যুবতীর কাজের ব্যবস্থা করলে তিনি বিজেপিতে যোগ দেবেন।

বিজেপির তরফে শুভ্রাংশু রায়ের দাবি মেনেও নেওয়া হয়েছে। তাছাড়া তৃণমূলে এখন কোণঠাসা মুকুল পুত্র শুভ্রাংশু রায়। ফলে বিজেপিতে শুভ্রাংশুর যোগ দেওয়া একপ্রকার সময়ের অপেক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল। তিনিও মঙ্গলবার মোদীর সভাতেই তৃণমূল ছেড়ে বিজেপি শিবিরে যোগ দিতে পারেন বলেই জল্পনা।

আরও পড়ুনঃ মমতাকে বুঝতে আমারও ভুল হয়েছিল, মানুষের তো হবেই, বললেন মোদী

এর আগেই শুক্রবার কাঁচরাপাড়ায় মুকুল রায়ের বাড়িতে গিয়ে বিজেপিতে যোগ দেন বীজপুরের তৃণমূলের হেভিওয়েট যুব নেতা সুদীপ্ত দাস। সুদীপ্তর সাথে তৃণমূল কংগ্রেস ছেড়ে প্রায় দুহাজার সদস্য বিজেপিতে যোগ দেন শনিবার।

একই দিনেই অর্জুন সিংহের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন চার কাউন্সিলর সহ কয়েক হাজার তৃণমূল সমর্থক। শুক্রবার সিংহের নির্বাচনী সভায় চার কাউন্সিলর সহ কয়েক হাজার তৃণমূল সমর্থক দল ছেড়ে বিজেপিতে যোগ দেন। হালিশহর পৌরসভার উপ-পৌরপ্রধান দেবাশিস দত্ত, ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল সাহা, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহাদেব বিশ্বাস এবং ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনীতা বিশ্বাস শুক্রবার বিজেপি-তে নাম লেখান।

এর ফলে সামগ্রিকভাবে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ভোটের আগেই বিজেপি অনেকটাই শক্তিশালী হতে চলেছে। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। সেক্ষেত্রে তৃণমূলের লোকসভার প্রার্থী দীনেশ ত্রিবেদীকে যে কড়া টক্কর দিতে চলেছেন সদ্য তৃণমূল ত্যাগি বিজেপি প্রার্থী অর্জুন সিং, সেটা বলাই যায়।

আরও পড়ুনঃ অর্জুন সিংহের হাত ধরে বিজেপিতে যোগ চার কাউন্সিলর সহ কয়েক হাজার তৃণমূল কর্মীর

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
মুকুল ভিক্ষার ঝুলি নিয়ে বেরিয়েছে তৃণমূলের সাইড লাইনে পড়ে থাকা খেলোয়াড় কুড়তে, পুরমন্ত্রী বললেন https://thenewsbangla.com/firhad-hakim-mayor-of-kolkata-attack-bjps-mukul-roy-at-sainthia/ Sun, 21 Apr 2019 08:00:12 +0000 https://www.thenewsbangla.com/?p=11351 তৃতীয় দফার লোকসভা নির্বাচন এগিয়ে আসছে ততই আক্রমণের ঝাঁজ বাড়ছে নেতা নেত্রীদের গলায়। শনিবার সাঁইথিয়ার এক জনসভা থেকে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম কড়া ভাষায় আক্রমণ করলেন মুকুল রায় তথা বিজেপির নেতা নেত্রীদের।

আরও পড়ুনঃ রাহুলের গুনের প্রশস্তি গেয়ে ওয়ানাডে ভোট প্রার্থনা করলেন প্রিয়াঙ্কা বঢরা

শনিবার সাঁইথিয়ার সভায় তিনি বলেন, “বিজেপির ওই একটা নেতা আছে কি নাম যেন, হ্যাঁ মনে পড়েছে মুকুল। সে ঝরে গেছে এমনিতেই, তারপরে ভিক্ষার ঝুলি নিয়ে বেরিয়েছে তৃণমূলের সাইড লাইনে পড়ে থাকা খেলোয়াড়দের নিয়ে রাজনীতি করার জন্য”।

আরও পড়ুনঃ শ্রীলঙ্কার ৩টি গির্জা ও ৩টি হোটেলে বিস্ফোরণে মৃত অসংখ্য মানুষ

তিনি বলেন, “বাইরে থেকে এসে বাংলা দখল করা হাতের মোয়া নয়, কারণ বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে”। ফিরহাদ হাকিম জানান, তিনি সহ তৃণমূল কংগ্রেসের একাধিক বলিষ্ঠ নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেউ ৩০ বছর কেউ ৪০ বছর ধরে রাজনীতি করছেন অথচ এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে দাঁড়িয়ে থর থর করে কাঁপি। বিজেপিও কাঁপছে তাই মিথ্যা কথা বলে, কুৎসা করে, মানুষকে ভুল বুঝিয়ে, ভোটে জিততে চাইছে। কিন্তু প্রথম দুদফার ভোটে সে আশায় বাংলার মানুষ ইতিমধ্যে জল ঢেলে দিয়েছে।

আরও পড়ুনঃ রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হলে উপদেষ্টা এবং অভিভাবক হিসেবে কাজ করবেন দেবগৌড়া

বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দুধ কুমার মণ্ডল কে কটাক্ষ করে এ দিনের সভা থেকে ফিরহাদ হাকিম বলেন, “বাংলায় বিজেপি ছাগলের তিন নম্বর বাচ্চা, গুজরাট আর ইউপি তে বিজেপি দুধ খাচ্ছে, আর বাংলাতে বিজেপি দুধ খাওয়ার জন্য তিড়িং বিড়িং করে লাফাচ্ছে। লাফিয়ে যাবে আখেরে লাভ কিছুই হবে না। 23 তারিখ ফল ঘোষণার পর শূন্য হাতে ফিরতে হবে বিজেপিকে”।

আরও পড়ুনঃ জইশ ই মহম্মদের মতোই বিজেপিকেও নিষিদ্ধ করা হোক, দাবি ফিরহাদ হাকিমের

পুরমন্ত্রী বিজেপির দিকে অভিযোগের তীর তুলে বলেন, “বিজেপিকে সন্ত্রাসবাদি দল হিসেবে ঘোষণা করা হোক, বিজেপি নেতাদের সন্ত্রাসবাদি ঘোষণা করে জেলে ঢোকান প্রয়োজন। কিভাবে সন্ত্রাসবাদীরা অন্য দেশ থেকে ভারতবর্ষে ৫০০ কেজি বিস্ফোরক নিয়ে ঢুকলো, কেন কেন্দ্রীয় সরকার খবর রাখতে পারল না, কেন আমাদের দেশের 42 জন সৈনিকের প্রাণ দিতে হলো বেঘোরে। এ প্রশ্নের জবাব কে দেবে”? বলে বিজেপিকে আক্রমন করেন তিনি।

আরও পড়ুনঃ বাংলা থেকে লোকসভা ভোটে প্রার্থী হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

বিজেপির এক প্রার্থী যিনি মালেগাঁও বিস্ফোরণের সঙ্গে সরাসরি যুক্ত তিনি বলছেন তার অভিশাপে মুম্বাই হামলায় এমন করে একজন বীর পুলিশ অফিসার মারা গেছেন। কি হাস্যকর, একজন সন্ত্রাসবাদীকে বিজেপি প্রার্থী করছে আর নিজেরা অন্য রাজনৈতিক দলের দিকে অভিযোগের আঙুল তুলছে।

আরও পড়ুনঃ মমতার সভা ছেড়ে চলে গেল মানুষ, মাঝপথে ভাষণ বন্ধ করে বসে পড়লেন মমতা

তিনি বলেন, “ভারতবর্ষের মধ্যে বাংলায় মানুষ শান্তিতে বসবাস করছে, সেই শান্তি ভঙ্গ করার জন্য সন্ত্রাসবাদি দল বিজেপি নানা রকম ফন্দি ফিকির করে যাচ্ছে, কিন্তু আমাদের ঐক্যবদ্ধভাবে বিজেপির চক্রান্ত কে রুখে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আরো শক্ত করতে হবে”।

আরও পড়ুনঃ মমতাকে বুঝতে আমারও ভুল হয়েছিল, মানুষের তো হবেই, বললেন মোদী

পুরমন্ত্রী বলেন, “বিজেপিতে একটি চম্বলের ডাকাত আছে, যিনি শ্লোগান তুলেছিলেন ‘ভাগ মমতা ভাগ, ভাগ মুকুল ভাগ’, সেই মুকুলকে ভাগিয়ে নিয়ে গেছে, ভাবছে মমতা বন্দ্যোপাধ্যায় কে ভাগিয়ে দেবে, কিন্তু ডাকাত জানে না মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার বুক থেকে ভাগানো অসম্ভব”।

আরও পড়ুনঃ সশস্ত্র বাহিনীকে রাজনৈতিক কারণে ব্যবহার করেছেন মোদী, বললেন বিতর্কিত বিএসএফ তেজ বাহাদুর

বুনিয়াদপুর এর সভা থেকে নরেন্দ্র মোদী শনিবার অভিযোগ করেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় কে চিনতে ভুল করেছিলেন, ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় একজন লড়াকু মহিলা, প্রধানমন্ত্রী হবার পর তিনি বুঝতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অসৎ, তিনি মানুষের জন্য কোন কাজই করেননি, এর জবাবে ফিরহাদ হাকিম স্পষ্ট করে বলেন, ২০১১ সালের আগে নরেন্দ্র মোদী পশ্চিমবাংলায় কখনো আসেনি, তিনি জানেন না নন্দীগ্রাম, সিঙ্গুরে কিভাবে সিপিএমের হার্মাদ বাহিনীর সাধারণ মানুষকে খুন করে গেছে রক্তগঙ্গা বইয়ে গেছে সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় শান্তি প্রতিষ্ঠা করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে শান্তি থাকবে এই ভয়েই নরেন্দ্র মোদী নানা রকম মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

অর্ণব উধাও রহস্যে আরও পড়ুনঃ নোডাল অফিসার স্বামীর উধাও হওয়া নিয়ে নির্বাচন কমিশনকে তোপ দাগলেন স্ত্রী অনিশা

নরেন্দ্র মোদী আরো অভিযোগ করেন বাংলায় যেসব বিজেপি কর্মীরা মার খাচ্ছে খুন হচ্ছে আগামী 23 তারিখ ভোটের ফল ঘোষণার পর তাদের কাউকে ছাড়া হবে না, এ বিষয়ে ফিরহাদ হাকিম বলেন লকেট চট্টোপাধ্যায়ের বাড়িতে হামলা তৃণমূল করেনি, বিজেপির নেতা সেটা স্বীকার করে বলে দিয়েছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফসল লকেট চট্টোপাধ্যায়ের বাড়িতে হামলা।

আরও পড়ুনঃ দুদফায় ভোট থেকে শিক্ষা নিয়ে বাংলায় তৃতীয় দফায় সব বুথেই কেন্দ্রীয় বাহিনী

পুরুলিয়াতে যে বিজেপি কর্মীর আত্মহত্যা করেছে, তার সম্পর্কেও ফিরহাদ হাকিম বলেন, বিজেপি করতে গিয়ে তার আশা পূরণ হয়নি বলেই সে ঘেন্নায় আত্মহত্যা করেছে এখানেও তৃণমূল কোন ভাবেই জড়িত নয়। আর 23 তারিখের পর উনি আমার দেখবেন বলছেন ভালো কথা, 23 তারিখ ভোটের ফল ঘোষণার পর নরেন্দ্র মোদী থাকবেন তো। তার নিশ্চয়তা কে দেবে।

আরও পড়ুনঃ দার্জিলিংয়ে আবার ভোট ঘোষণা করল নির্বাচন কমিশন, ১৯ মে পাহাড়ে ফের ভোট

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
পাঁচে পাঁচ, ভোট হয়ে যাওয়া বাংলার ৫টি আসনেই জিতবে বিজেপি, দাবি মুকুল রায়ের https://thenewsbangla.com/mukul-roy-said-bjp-will-win-all-5-seat-in-north-bengal-till-now-election-held/ Thu, 18 Apr 2019 15:03:24 +0000 https://www.thenewsbangla.com/?p=11161 পাঁচে পাঁচ, ভোট হয়ে যাওয়া বাংলার ৫টি আসনেই জিতবে বিজেপি, দাবি মুকুল রায়ের। দ্বিতীয় দফার ভোট শেষ হতেই এই দাবি করলেন বিজেপি নেতা মুকুল রায়। রাজ্যে ৪২ টি লোকসভা আসনের মধ্যে এখন পর্যন্ত উত্তরবঙ্গের ৫ টি আসনে ভোট গ্রহণ হয়েছে। আর এই পাঁচটি আসনেই বিজেপি জিতবে বলে দাবি করলেন মুকুল রায়। “উনি দিবাস্বপ্ন দেখছেন অথবা হারার ভয়ে মাথা খারাপ হয়ে গেছে”, পাল্টা মুকুল রায়কে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়।

আরও পড়ুনঃ তৃণমূলের বোকামিতে বাংলার ফিল্ম সিরিয়াল পরিচালকদের মাথায় হাত

প্রথম দফায় ১১ই এপ্রিল বাংলায় ২টি আসনে ভোট হয়। আলিপুরদুয়ার ও কোচবিহার। দ্বিতীয় দফায় বৃহস্পতিবার ১৮ই এপ্রিল দার্জিলিং, জলপাইগুড়ি ও রায়গঞ্জে ভোট হল। আর উত্তরবঙ্গের এই পাঁচ আসনেই এবার পদ্ম ফুল ফুটবে বলেই দাবি মুকুল রায়ের।

আরও পড়ুনঃ পয়সা দিয়ে আনা হয় সেলিব্রিটিদের, বিদেশি অভিনেতা প্রসঙ্গে বেফাঁস কল্যাণ

পশ্চিমবঙ্গে লাগাতার নিজেদের শিকড় মজবুত করছে বিজেপি, এমনটাই দাবি মুকুলের। আর তাই উত্তরবঙ্গের এই ৫ আসনেই জিতবে বিজেপি, এমনটাই বললেন বিজেপি নেতা মুকুল রায়। এতদিন অব্দি রাজ্য বিজেপির দাবি ছিল যে তারা ১৫ থেকে ২০ টি আসনে জয়লাভ করবে, কিন্তু এখন মুকুল রায় দাবি করেছেন যে বিজেপি ২৪ থেকে ২৫ টি আসনে জয়লাভ করবে।

আরও পড়ুনঃ ফিরদৌসের পর গাজী নূরকে বাংলাদেশ ফেরত পাঠাল ভারত সরকার

বৃহস্পতিবার ভোটের শেষে মুকুল রায় সাংবাদিকদের কাছে এমন মন্তব্যই করেছেন। মুকুল রায় এর অভিযোগ তৃণমূল লাগাতার গণতন্ত্রের কণ্ঠ রোধ করছে যার ফল তাদের ভুগতে হবে এবারের লোকসভা নির্বাচনে। ৫ টি আসনেই ৮৫ শতাংশ ভোটারের ভোট দেওয়াই এটা প্রমাণ করে যে মানুষ রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধেই ভোট দিয়েছে। এমনটাই দাবি মুকুল রায়ের।

আরও পড়ুনঃ রিভালবার নিয়ে বুথে ঢুকে ভোট দেওয়ায় সঞ্জয় দত্তকে শোকজ করল নির্বাচন কমিশন

আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি ও রায়গঞ্জে বিজেপি হেসে খেলে জিতবে বলেই এদিন জানান একসময়ের তৃণমূলের চাণক্য ও বর্তমানে বিজেপির ভোটের সেনাপতি মুকুল রায়। “উনি দিবাস্বপ্ন দেখছেন অথবা হারার ভয়ে মাথা খারাপ হয়ে গেছে”, পাঁচে পাঁচ শুনে পাল্টা মুকুল রায়কে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়।

আরও পড়ুনঃ চোপড়া বাস স্টান্ডে বাইক বাহিনীর হাতে আক্রান্ত ভোটাররা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>