Mukesh Dhirubhai Ambani – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sat, 16 Feb 2019 14:15:46 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Mukesh Dhirubhai Ambani – The News বাংলা https://thenewsbangla.com 32 32 সেনা মৃত্যুর প্রতিবাদে উত্তাল দেশ, ভারতীয় কোম্পানি টাকা ঢালছে পাকিস্তানে https://thenewsbangla.com/indian-companies-incharge-of-production-and-broadcast-of-pakistan-psl/ Sat, 16 Feb 2019 14:08:49 +0000 https://www.thenewsbangla.com/?p=6901 ১৪ই ফেব্রুয়ারী কাশ্মীরের পুলওয়ামায় পাকিস্তান জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহম্মদ আত্মঘাতী আক্রমণে ছিন্নভিন্ন হয়ে গেছেন ভারতের ৫০ জন সেনা জওয়ান। ক্রোধে ফুটছে গোটা দেশ। পাকিস্তান এর দিকে তোপ দেগেছেন প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী। পাকিস্তানকে মোস্ট ফেভারড নেশনের স্বীকৃতি বাতিল করেছে নরেন্দ্র মোদী সরকার। আর সেই ভয়ঙ্কর হামলার কয়েক ঘণ্টা পরেই দুবাইয়ে উদ্বোধন হল পাকিস্তান সুপার লিগ। আর এই সুপার লিগে চুটিয়ে ব্যবসা করছে কয়েকটি ভারতীয় কোম্পানি।

আরও পড়ুনঃ কাশ্মীরে আবার জঙ্গি হামলা, বিস্ফোরণে শহিদ আর্মি মেজর

সেনা মৃত্যুর প্রতিবাদে উত্তাল দেশ, ভারতীয় কোম্পানি টাকা ঢালছে পাকিস্তানে/The News বাংলা
সেনা মৃত্যুর প্রতিবাদে উত্তাল দেশ, ভারতীয় কোম্পানি টাকা ঢালছে পাকিস্তানে/The News বাংলা

বৃহস্পতিবার ১৪ই ফেব্রুয়ারী, ওইদিন কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হানার কিছুক্ষণের মধ্যেই সংযুক্ত আরব আমিরশাহির দুবাইয়ে উদ্বোধন হয়েছিল পাকিস্তান সুপার লিগের। আর পাকিস্তানের এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের টিভি ও অন্যান্য সম্প্রচারের বরাত নিয়েছে মুকেশ আম্বানির আইএমজি-রিলায়েন্স৷ পাক জঙ্গিহানার পর পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে দেশজুড়ে চাপানউতোর শুরু হলেও, পাকিস্তানকে সর্বত্র বয়কটের সিদ্ধান্ত নেওয়া হলেও পাকিস্তানের হয়ে মুকেশ আম্বানির রিলায়েন্স গোষ্ঠীর ব্যবসায়ে কোন ছেদ পড়ছে না।

আরও পড়ুনঃ কাশ্মীরে পাক হামলার পর কলকাতা থেকে গ্রেফতার বাংলাদেশি জামাত জঙ্গি

সেনা মৃত্যুর প্রতিবাদে উত্তাল দেশ, ভারতীয় কোম্পানি টাকা ঢালছে পাকিস্তানে/The News বাংলা
সেনা মৃত্যুর প্রতিবাদে উত্তাল দেশ, ভারতীয় কোম্পানি টাকা ঢালছে পাকিস্তানে/The News বাংলা

শুধু আইএমজি-রিলায়েন্স নয়, ভারতীয় টিভি কোম্পানি টিসিএল এবার এই পাকিস্তান সুপার লিগে পেশওয়ার জালমি টিমের প্রধান স্পনসর। এখানেই শেষ নয়, আরও দুটি ভারতীয় কোম্পানি টেকফ্রন্ট ও ব্লিৎজ অ্যাডভ্যাটাইসিং এই পাকিস্তান সুপার লিগে মিডিয়া রাইটস কিনেছে। বলা যায়, দেশে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট বন্ধ কিন্তু পাকিস্তানের হয়ে ক্রিকেট ব্যবসায়ে টাকা ঢালছে ভারতীয় কোম্পানিগুলি।

আরও পড়ুনঃ পাকিস্তানকে বয়কট করে ভারতের হাত ধরল সৌদি আরব

কাশ্মীরের পুলওয়ামায় ভয়ঙ্কর জঙ্গি হানার পর গোটা দেশ আবেগে ভাসছে, সবদিক দিয়ে পাকিস্তানকে বয়কট করার উদ্যোগ নিয়েছে ভারত সরকার। তখন কিন্তু পাকিস্তানের হয়ে টাকা লাগিয়ে নিজেদের ব্যবসায় মুনাফা লাভের আশা ছাড়ছে মুকেশ অম্বানির রিলায়েন্স গোষ্ঠী। পাক জঙ্গি হানার পরও এই শিল্পগোষ্ঠী পাকিস্তান সুপার লিগের তার ভূমিকা যথাযথ ভাবেই পালন করছে।

আরও পড়ুনঃ প্রাক্তন সেনাকর্তাকে রাজ্যপাল করে কাশ্মীরে পাক জঙ্গি নিধনে নামছে কেন্দ্র

সেনা মৃত্যুর প্রতিবাদে উত্তাল দেশ, ভারতীয় কোম্পানি টাকা ঢালছে পাকিস্তানে/The News বাংলা
সেনা মৃত্যুর প্রতিবাদে উত্তাল দেশ, ভারতীয় কোম্পানি টাকা ঢালছে পাকিস্তানে/The News বাংলা

ভারত পাক দুদেশের মধ্যে ক্রিকেট সম্পর্ক এখনও এতটাই খারাপ যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে সেই ২০১৩ সালের পর থেকে। আর পুলওয়ামায় ভয়ঙ্কর জঙ্গি হানার পর সামনের কয়েক বছরেও সেই দ্বিপাক্ষিক সিরিজ যে হচ্ছে না, তা একেবারেই পরিষ্কার। আইপিএল থেকেও বাতিল করা হয়েছে পাক ক্রিকেটারদের। শুধু ক্রিকেট কেন, ক্রিকেট ছাড়াও অন্য কোন খেলাতেই দুদেশের মধ্যে কোথাও কোন দ্বিপাক্ষিক সিরিজ সামনের কয়েক বছরে আর হবে না, এটা পরিস্কার।

আরও পড়ুনঃ তদন্তের আগেই জঙ্গি হামলায় পাকিস্তানকে দোষী বলা ঠিক নয় বললেন মমতা

দুবাইয়ে শুরু হলেও পাকিস্তান সুপার লিগের শেষ ৮টি ম্যাচ পাকিস্তানেই হবে। ফাইনাল হবে করাচিতে। গোটা দেশ পাকিস্তানের সঙ্গে কোন সম্পর্ক না রাখার অঙ্গিকার করেছে। পাকিস্তানকে আন্তর্জাতিক দুনিয়া থেকে একঘরে করার চেষ্টা করছে মোদী সরকার। আর তখনই লজ্জাজনক ভাবে আইএমজি-রিলায়েন্স, টিসিএল, টেকফ্রন্ট ও ব্লিৎজ অ্যাডভ্যাটাইসিং সহ ভারতীয় কোম্পানিগুলি টাকা ঢালছে পাক ক্রিকেট ব্যবসায়।

আরও পড়ুনঃ প্রাক্তন সেনাকর্তাকে রাজ্যপাল করে কাশ্মীরে পাক জঙ্গি নিধনে নামছে কেন্দ্র

সব ত্যাগ স্বীকার করবে শুধু সেনারা? সব ত্যাগ স্বীকার করে চরম বলিদান দেবে শুধু সেনার পরিবার? ত্যাগ স্বীকার করবে শুধু আমজনতা? আর মুকেশ আম্বানির মত ব্যবসায়ীরা বহাল তবিয়তে পাকিস্তানের সঙ্গে ব্যবসা চালিয়ে যাবে? ভারতীয় ক্রিকেট বোর্ড যদি ভারত সরকারের কথা মেনে পাকিস্তানকে সবদিক থেকে বয়কট করতে পারে, তাহলে মুকেশ আম্বানির মত ব্যবসায়ীরা কেন পাকিস্তানকে বয়কট করবে না? ব্যবসায় মুনাফা দেশের স্বার্থের চেয়েও বড়? মিঃ আম্বানি, প্রশ্ন কিন্তু উঠছে?

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
মমতার বাংলায় ১ লাখ চাকরির প্রতিশ্রুতি দিলেন মুকেশ আম্বানি https://thenewsbangla.com/mukesh-ambani-promise-one-lakh-jobs-in-bengal-to-cm-mamata-banerjee/ Thu, 07 Feb 2019 10:27:23 +0000 https://www.thenewsbangla.com/?p=6579 বাংলায় আরও ১০ হাজার কোটি টাকা লগ্নি করা হবে। গ্লোবাল বেঙ্গল বিজ়নেস সামিটে রাজ্যে আরও বিনিয়োগের প্রতিশ্রুতি মুকেশ আম্বানির। এই মুহূর্তে রাজ্যে রিলায়েন্সের ২৮ হাজার কোটি টাকার বিনিয়োগ রয়েছে। যা সারা দেশে রিলায়েন্সের লগ্নির এক দশমাংশ। এর মধ্যে লজিস্টিক হাবে ৫ হাজার কোটির লগ্নির সম্ভাবনা। জানালেন রিলায়েন্স গ্রুপ চেয়ারম্যান মুকেশ আম্বানি।

আরও পড়ুনঃ ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতার সিদ্ধান্তে সিলমোহর দিল মোদী সরকার

রাজ্যে আরও বিনিয়োগ টানার লক্ষ্যে বৃহস্পতিবার থেকে নিউটাউনে শুরু হল দুদিনের শিল্প সম্মেলন, গ্লোবাল বেঙ্গল বিজ়নেস সামিট। প্রতিবারের মত এবারও এই সামিটে হাজির দেশ বিদেশের নানা শিল্পপতি। যোগ দিয়েছেন দেশ ও রাজ্যের তাবড় শিল্পপতিরাও। তাদের মধ্যে রয়েছেন মুকেশ আম্বানি, সজ্জন জিন্দল, সঞ্জীব গোয়েঙ্কা, কিশোর বিয়ানি, হর্ষবর্ধন নেওটিয়াসহ দেশের প্রথম সারির শিল্পপতিরা।

আরও পড়ুনঃ রিজার্ভ ব্যাঙ্ক এর বড় ঘোষণা, লোকসভা ভোটের আগে মধ্যবিত্তের মুখে হাসি

এদিন উদ্বোধনী অনুষ্ঠানে মুকেশ আম্বানি জানান, এখন রাজ্যে রিলায়েন্স এর ২৮ হাজার কোটির বিনিয়োগ রয়েছে। এবার রিলায়েন্স জিও-র নজরে রয়েছে গ্রামীণ বাংলাও। ইকমার্সেও পা রাখার ঘোষণা রিলায়েন্স কর্তার। বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে হবে জিও পয়েন্ট। জিও পয়েন্ট ডিস্ট্রিবিউশন সেন্টারের কাজ করবে। কলকাতায় তৈরি হবে ডেটা সেন্টার। রিলায়েন্সের প্রকল্পে ১ লক্ষ কর্মসংস্থান হবে বাংলায়, জানান রিলায়েন্স কর্তা। এর মধ্যে লজিস্টিক হাবেই হবে ৫০ হাজার চাকরি।

আরও পড়ুনঃ বাংলার জেলা এখন বোমার গোডাউন, জেলাতেই রাখা হচ্ছে সিআইডি বোম্ব স্কোয়াড

আজকের সন্মেলনে আম্বানি জানান বাংলায় আরও বিনিয়োগ হবে। এছাড়া তিনি আরও জানান, এই মুহুর্তে বাংলায় এক লক্ষ কর্মসংস্থান হবে। তিনি জানান আরও ১০ হাজার কোটি টাকার বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। আরও এক লাখ বেকার যুবক চাকরি পাবে।

আরও পড়ুনঃ সারদা রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার পুলিশ কর্তাদের বারবার তলব গোয়েন্দাদের

আজকের সন্মেলনে উপস্থিত রয়েছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। এর আগের শিল্প সম্মেলনগুলিতে দেখা গিয়েছে, কয়েক লক্ষ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে শিল্পপতিদের কাছ থেকে। এবার লগ্নির পরিমাণ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। লগ্নি টানতেই শুরু হয়েছে এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে। রাজ্যের শিল্পবান্ধব পরিস্থিতির কথা এর আগে বিশ্ব দরবারে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ নতুন যুদ্ধ, রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার দুই অফিসারকে ডেকে পাঠাল ইডি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থমন্ত্রী অমিত মিত্র শিল্পপতিদের অভ্যর্থনা জানান। ইওরোপ, এশিয়া, আমেরিকা, লাতিন আমেরিকা-সহ বিভিন্ন দেশের প্রায় চার হাজারের বেশি প্রতিনিধি অংশ গ্রহণ করেছেন এই সম্মেলনে। প্রতেক্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর সরকারের শিল্পবান্ধব ভাবমূর্তির প্রশংসা করেছেন।

আরও পড়ুনঃ সারদা চিটফান্ডে সর্বহারাদের দেখেই কি তাড়াতাড়ি ধর্ণা শেষ করলেন মমতা

নিউটাউনে দুদিনের শিল্প সম্মেলন অংশ নিচ্ছেন ছত্রিশটি দেশের প্রতিনিধিরা। সেজে উঠেছে বিশ্ববঙ্গ কনভেনশন সেন্টার। মূল মঞ্চে বিনিয়োগ প্রস্তাব দিয়েছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। সেই প্রস্তাব নিয়ে রাজ্য সরকারের প্রতিনিধিদের সঙ্গে মুখোমুখি আলোচনা করতে তৈরি হয়েছে গ্যালারি। একেকটি দেশের জন্য একেকটি গ্যালারি। বিভিন্ন বিনিয়োগ প্রস্তাব কিভাবে বাস্তবে রূপায়ন করা যায়, সেই নিয়েই এখন ‘ওয়ান টু ওয়ান’ আলোচনা চলছে এই গ্যালারিতে।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়ুনঃ উঠল বিজেপি বিরোধী সত্যাগ্রহ ধর্ণা, ধর্মতলার ধর্ণা প্রধানমন্ত্রী করতে পারবে মমতাকে
আরও পড়ুনঃ নারীদের নিয়ে অবাক করা সিদ্ধান্ত নিল শবরীমালা মন্দির কর্তৃপক্ষ
আরও পড়ুনঃ দুর্নীতিতে অভিযুক্ত স্বামীকেও কি কংগ্রেসে আনছেন প্রিয়াঙ্কা গান্ধী

আরও পড়ুনঃ সিবিআই জেরা থেকে পালাতে পারবেন না রাজীব কুমার, মমতা বললেন ‘নৈতিক জয়’
আরও পড়ুনঃ মমতার নির্দেশে সিবিআই অফিসারদের আটক করে বাংলার আইপিএসরা বিপদে
আরও পড়ুনঃ সারদা চিটফাণ্ড মামলায় রাজীবকে জেরা করতে কি কি প্রশ্ন সাজাচ্ছে সিবিআই

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>