MP Dilip Ghosh – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 25 Jun 2019 13:14:57 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg MP Dilip Ghosh – The News বাংলা https://thenewsbangla.com 32 32 পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর ষড়যন্ত্র চলছে, লোকসভায় বিতর্কে দিলীপ ঘোষ https://thenewsbangla.com/dilip-ghosh-controversy-remarks-in-parliament-bengal-to-bangladesh/ Tue, 25 Jun 2019 12:40:31 +0000 https://www.thenewsbangla.com/?p=14410 লোকসভা অধিবেশনে দিলীপ ঘোষের বক্তব্যকে ঘিরে উত্তেজনা। “পশ্চিমবাংলাকে বাংলাদেশ বানানোর ষড়যন্ত্র চলছে”। পশ্চিমবঙ্গ সরকারকে কটাক্ষ করে; তিনি বক্তব্য পেশ করেন। বাংলার সাংসদ দিলীপবাবু জানালেন, বাংলার অসুবিধার কথার পাশাপাশি; বিভিন্ন সুবিধার সম্ভাব্যতার কথা। তারপরেই শুরু হয়ে যায় জোর বিতর্ক।

তিনি বলেন, “পশ্চিমবাংলাকে বাংলাদেশ বানানোর ষড়যন্ত্র চলছে”। অন্যদিকে এদিন মমতা ব্যানার্জী বলেন, “বিজেপি পশ্চিমবাংলাকে গুজরাট বানাচ্ছে”। বিজেপির দাবি, বাংলা গুজরাট হলে; কলকাতার ছেলে মেয়েদের পরিবার ছেড়ে বাইরে কাজের জন্য যেতে হবে না।

দিলীপ ঘোষ এদিন বললেন, আগে সমাজে লোকেরা; রাজনীতিতে আসতে ভয় পেত; কেননা রাজনীতির নামে চলত সাম্প্রদায়িক দাঙ্গা, হামলা, ভ্রষ্টাচার ইত্যাদি। কিন্তু আজকের রাজনীতি অনেক বেশি সুস্থ। দেশে যুবক সম্প্রদায় বুঝেছে; রাজনীতিতে যাওয়ার দরকার আছে।

তিনি বললেন, “মোদীজি নিউ ইন্ডিয়া তৈরী করেছেন। কেন্দ্রীয় সরকার আয়ুষ্মান প্রকল্প চালু করেছে। কিন্তু পশ্চিবঙ্গের মানুষ; আয়ুষ্মান প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন। তৃণমূল সরকার; আয়ুষ্মান প্রকল্প চালু করেনি। ৫০ কোটি লোক এই প্রকল্পের সুবিধা পেলেও; বাংলায় কেউ এই সুযোগ পাচ্ছে না। কারণ বাংলার সরকার রাজনীতি দ্বারা; প্রভাবিত হয়ে বিভিন্ন নির্ণয় গ্রহন করেন”।

দিলীপবাবু আরও বলেন, “বাংলায় হাসপাতাল আছে; কিন্তু কোনো ডাক্তার নেই; ডাক্তার থাকলে নার্স নেই; নার্স থাকলে ওসুধ নেই; আর ওসুধ থাকলে; বেড নেই।” এমনকি কৃষকের মৃত্যু সংখ্যা বাংলায় বাড়ার কারন; তারা কেন্দ্রীয় সরকারের কোনো সুবিধাই পাচ্ছে না। বললেন “আগে বাংলা থেকে স্বাধীনতা সংগ্রামী জন্ম নিয়েছেন; এখন রাজ্যে কাটমানি শব্দের জন্ম হয়েছে”।

দিলীপ ঘোষ এদিন সংসদে বললেন, “পশ্চিমবঙ্গ গণতন্ত্র খুঁজে পাওয়া যায় না। বাংলায় সরকার আছে কিন্তু আইন নেই। থানা আছে কিন্তু পুলিশ নেই। স্কুল আছে কিন্তু টিচার নেই। কলেজ আছে কিন্তু প্রফেসার নেই। কোর্ট আছে কিন্তু উকিল নেই। এই হল সোনার বাংলা”।

দিলীপবাবুর দাবী, বাংলার মানুষ পরিত্রান পেতেই; বিজেপির ১৮ জনকে জিতিয়েছেন। বাংলায় এখন ভাষার ভেদাভেদ হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেছেন, বাংলায় গেলে বাংলা শিখতে হবে। বাংলাদেশ থেকে অভিনেতা এনে; তৃনমূল ভোট প্রচার করলে সেটা বহিরাগত হচ্ছে না। কিন্তু অর্জুন সিংহ ও প্রধানমন্ত্রী বাংলায় গেলে; তাদের বহিরাগত বলা হচ্ছে। তবে দিলীপ ঘোষের বক্তব্য উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস।

]]>
বিজেপিতে যোগ দিলেন বেদের মেয়ে জোসনা https://thenewsbangla.com/beder-meye-josna-anju-ghosh-joins-bjp-in-kolkata-by-mp-dilip-ghosh/ Wed, 05 Jun 2019 15:51:17 +0000 https://www.thenewsbangla.com/?p=13540 বিজেপিতে যোগ দিলেন; আরও এক অভিনেত্রী। আটের দশকের শেষে জনপ্রিয় সিনেমা; ‘বেদের মেয়ে জোসনা’-র অঞ্জু ঘোষের হাতে; পদ্ম পতাকা তুলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন; “পার্টির তরফ থেকে ওনাকে অভিনন্দন জানাচ্ছি; রাজনীতিতে এসে উনি সফল হবেন”।

বিজেপিতে যোগ দিলেন; বাংলাদেশের প্রখ্যাত অভিনেত্রী মঞ্জু ঘোষ। বুধবার রাজ্য বিজেপির দপ্তরে তার হাতে দলীয় পতাকা তুলে দিলেন; রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তবে ‘বেদের মেয়ে জোসনা’ খ্যাত এই বাংলাদেশী অভিনেত্রী; ভারতের রাজনৈতিক দলে কীভাবে যোগ দিতে পারেন; তা নিয়ে ইতিমধ্যে উঠতে শুরু করেছে প্রশ্ন।

আরও পড়ুনঃ মমতা নিজেই নিজের কবর খুঁড়ছেন, বিষ্ফোরক মন্তব্য অপর্ণা সেনের

‘বেদের মেয়ে জোসনা’ খ্যাত অভিনেত্রী অঞ্জু ঘোষ; বুধবার বিজেপির রাজ্য দফতরে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপস্থিতিতে যোগ দেন বিজেপিতে। দিলীপ ঘোষ জানিয়েছেন, বহু মানুষই এখন বিজেপিতে যোগ দিতে চাইছেন। তেমন ভাবেই বিজেপিতে যোগ দিলেন; অভিনেত্রী অঞ্জু ঘোষ।

আরও পড়ুনঃ ভোটে খারাপ ফল, সিপিএম রাজ্য সম্পাদকের দায়িত্ব ছাড়ার ইঙ্গিত সূর্যকান্ত মিশ্রের

১৯৮৯ সালে বাংলাদেশে মুক্তি পেয়েছিল; ‘বেদের মেয়ে জোসনা’। ১৯৯১ সালে ছবিটির রিমেক হয় কলকাতায়। ওপার-এপার বাংলায় এই ছবিটি; এখনও পর্যন্ত বক্স অফিসে সবচেয়ে বেশি উপার্জন করেছে। দুটি ছবিতেই মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন; অঞ্জু ঘোষ।

জন্মসূত্রে যিনি বাংলাদেশের নাগরিক। তবে ‘বেদের মেয়ে জোসনা’-র সাফল্যের পর; কলকাতায় চলে আসেন অঞ্জু। দিলীপ ঘোষের কথায়, “অরিজিনাল ‘বেদের মেয়ে জোসনা’ এলেন আমাদের দলে; সল্টলেকে আমার বাড়ির পাশে থাকেন উনি”।

আরও পড়ুনঃ বাম আমলে ইভিএমের দাবি তোলা মমতার রাম আমলে আবার ব্যালটে ভোটের দাবি

১৯৮২ সালে সওদাগর ফিল্ম দিয়ে; অভিনয় জীবন শুরু করেন তিনি। তাঁর অভিনীত ‘বেদের মেয়ে জোসনা’; অবিশ্বাস্য রকমের সাফল্য পেয়েছিল। এদিন বিজেপির যোগদান পর্বে দিলীপ ঘোষ তাই বলেন; তারা আসল বেদের মেয়ে জ্যোৎস্না পেয়েছেন। এদিনের যোগদান পর্বে হাজির ছিলেন; বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার।

এরপরেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হুঁশিয়ারি; তৃণমূল পার্টি চুরচুর হয়ে যাবে। যদিও বহুদিন ধরেই সেভাবে রুপোলি পর্দায়; আর সক্রিয় ছিলেন না অঞ্জু ঘোষ। এবার বিজেপিতে যোগ দেওয়ার পর; আবার জনমানসে উসকে গেল পুরনো দিনের স্মৃতি।

]]>