Mount Everest – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 25 May 2022 07:00:58 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Mount Everest – The News বাংলা https://thenewsbangla.com 32 32 বাংলার ‘ধন্যি মেয়ে’ পিয়ালি, এভারেস্টের পর জয় করলেন লোৎসে https://thenewsbangla.com/piyali-basak-new-record-win-lhotse-peak-after-mount-everest/ Wed, 25 May 2022 06:50:22 +0000 https://www.thenewsbangla.com/?p=15210 বাংলার ‘ধন্যি মেয়ে’ পিয়ালি; এভারেস্টের পর জয় করলেন লোৎসে। ফের নয়া নজির গড়লেন; চন্দননগরের মেয়ে পিয়ালি বসাক। এভারেস্টের পর, এবার লোৎসে শৃঙ্গ জয় করলেন তিনি। মাত্র ৭২ ঘণ্টার ব্যবধানে, দ্বিতীয় শৃঙ্গ জয় করে; ফের নয়া ইতিহাস তৈরি করলেন বঙ্গ তনয়া পিয়ালি। চন্দননগরের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা পিয়ালি; ৭২ ঘন্টার মধ্যেই ফের নতুন রেকর্ড তৈরি করলেন। বাঙালি কন্যের এই নয়া কীর্তিতে উচ্ছ্বসিত বাঙালি। বিভিন্ন সামাজিক মাধ্যমে পিয়ালির প্রশংসায়; আবেগে ভাসছে বাঙালিরা। রবিবার কৃতিম অক্সিজেন ছাড়া সকাল সাড়ে ৮টা নাগাদ; এভারেস্ট জয় করেন পিয়ালি। ৮৮৪৮ মিটারের মধ্যে ৮৪৫০ মিটার অক্সিজেন ছাড়া উঠে; নয়া রেকর্ডও তৈরি করেন তিনি।

এর আগে বাংলার মেয়ে ছন্দা গায়েন; ২০১৩ সালে মাউন্ট এভারেস্ট এবং লোৎসে একই অভিযানে জয় করেন। এবার এভারেস্ট ও লোৎসে জয় করলেন পিয়ালি। এই রেকর্ড গড়তে গিয়ে ইতিমধ্যেই; পিয়ালির খরচ হয়েছে ৪০ লক্ষেরও বেশি টাকা। অভিযান শুরু আগে অর্থসঙ্কটের কথা জানিয়ে; একটি ভিডিও বার্তাও দেন পিয়ালি। এই মুহূর্তে বাজারে পিয়ালি ও তাঁর পরিবারের ঋণের পরিমাণ আকাশ ছোঁয়া। এভারেস্ট ও লোৎসে জয়ের পরেও; পিয়ালির কাছে বর্তমানে বড় সমস্যা আর্থিক সংকট।

আরও পড়ুনঃ সিবিআই হেফাজতে নেবে, না আজও বাড়ি ফিরতে পারবেন পার্থ চট্টোপাধ্যায়

এখন বড় অঙ্কের টাকা মেটাতে হবে নেপাল সরকারকে। তা না হলে, শৃঙ্গ জয়ের সার্টিফিকেট; হাতে পাবেন না পিয়ালি বসাক। এত টাকা কোথা থেকে জোগাড় হবে; ভেবে আকুল পরিবার। ছোট থেকেই পাহাড়-পর্বত চড়ার নেশা পিয়ালির। এর জন্য আগেও বহুবার; পড়তে হয়েছে আর্থিক সমস্যায়। কিন্তু সেসব আটকাতে পারেনি পিয়ালিকে।

আরও পড়ুনঃ মোদী সরকারের সমীক্ষায় মহিলা কর্মসংস্থানে ‘ভারতসেরা’ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা

এলাকার বিধায়ক ইন্দ্রলীন সেন জানিয়েছেন, “রাজ্য়ের ক্রীড়া দফতর এর আগেও; পিয়ালির পাশে থেকেছে”। তবে এবার সঙ্কটকালে পিয়ালিকে, রাজ্যের তরফে কোনওভাবে সাহায্য় করা হবে কিনা; সে বিষয়ে এখনও কোন মন্তব্য করেননি তিনি। অন্যদিকে রবিবারই পিয়ালির বাড়ি যান; বিজেপি জেলা সভাপতি। তিনি জানান, পিয়ালি ফিরলে তাঁকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করানোর; তোড়জোড় শুরু করেছে রাজ্য বিজেপি।

]]>
মাউন্ট এভারেস্ট অভিযানে মৃত্যুর ঘটনা যে যে কারণে বাড়ছে https://thenewsbangla.com/mount-everest-expedition-problems-are-increasing-day-by-day-reasons-behind-the-death/ Thu, 13 Jun 2019 07:34:14 +0000 https://www.thenewsbangla.com/?p=13718 হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে আরোহণ করতে গিয়ে গত দুই দশকে মারা গেছেন প্রতি বছর গড়ে ছয়জন অভিযাত্রী। অথচ এ বছর; শুধু বসন্ত মৌসুমেই মৃত্যু হয়েছে ১০ পর্বতারোহীর; এই মৃত্যুর জন্য এভারেস্টে অভিযাত্রীদের ভিড় বেড়ে যাওয়াকে দায়ী করা হলেও বিবিসির পরিবেশবিষয়ক সাংবাদিক নাভিন সিং খাদকা আরো চারটি কারণের কথা উল্লেখ করছেন

অভিযাত্রীদের অনেকেই; মে মাসের শুরু থেকে এভারেস্টের বেজ ক্যাম্পে জড়ো হতে শুরু করেন। এসময় ঘূর্ণিঝড় ফণীর প্রভাবের কারণেও কর্তৃপক্ষের মধ্যে এভারেস্টে আরোহণের বিষয়ে কিছু শঙ্কা ছিল; ঘূর্ণিঝড়ের পরের কয়েকদিন হিমালয়ের আবহাওয়া খারাপ হয়ে ঝড়ো বাতাসে কমপক্ষে ২০টি তাঁবু উড়ে যায়; প্রতিকূল আবহাওয়ার পূর্বাভাস পাওয়ার পর বেশ কয়েকজন আরোহী; যারা পর্বতের অনেকটাই উঁচুতে পৌঁছে গেছিল তারা বেজ ক্যাম্পে ফিরে আসেন; ফলত ক্যাম্পে অভিযাত্রীদের ভিড় বাড়তে থাকে।

অধিক সংখ্যক প্রাণহানির জন্য পর্বতারোহণ বিশেষজ্ঞরা অব্যবস্থাপনাকে দায়ী করছেন। ২৩ মে সর্বোচ্চসংখ্যক অভিযাত্রী চূড়া অভিমুখে যাত্রা শুরু করেন; ফলে আরোহীদের বিক্ষিপ্ত ভীড়ে চূড়ার নিচের ক্যাম্পে কয়েক ঘণ্টা ধরে অপেক্ষা করতে হয়। নেমে আসে ক্লান্তি এবং ফুরিয়ে আসে সিলিন্ডারের অক্সিজেন।

দিন দিন অভিযাত্রীদের সংখ্যাও ক্রমে বাড়ছে; তাদের সঙ্গে থাকছেন না প্রয়োজনীয় সংখ্যক শেরপা গাইড। কোনো অভিযাত্রী বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হলে; একজন শেরপা তাকে খুব বেশি সাহায্য করতে পারবে না; অনভিজ্ঞ অভিযাত্রীরা অন্যান্য শিখরে ওঠার সঙ্গে যে এভারেস্টে আরোহণের একটা তফাত আছে সেটা না জানার দরুণ; তাদের বিপদের মুখোমুখি হতে হচ্ছে।

অভিজ্ঞ অভিযাত্রীরা বলছেন; আরোহণের ব্যাপারে এখন কিছু শর্ত আরোপ করার সময় এসেছে; যেমন যাদের ছয় হাজার মিটার উপরে ওঠার অভিজ্ঞতা আছে শুধু তাদেরই এভারেস্টে আরোহণের অনুমতি দিতে হবে।

আরোহণের ব্যাপারে বেশ কয়েকটি প্রতিষ্ঠান কাজ করছে। নতুন কিছু অপারেটরদের মধ্যে শুরু হয়েছে প্রতিযোগিতা। নতুন অপারেটররা আঅভিযাত্রীদের থেকে কম অর্থ নিচ্ছে। এ প্রতিযোগিতার কারণে পুরোনো অনেক প্রতিষ্ঠান তাদের ফি কমিয়ে আনতে বাধ্য হচ্ছে। এই সংস্থা অনভিজ্ঞ লোকজনকে নিয়োগ দিচ্ছে গাইড হিসেবে। ফলে খারাপ পরিস্থিতিতে তারা আর আরোহীকে সহযোগিতা করতে পারছে না; যা আরোহীদের জীবনকে সংশয়ে ফেলে দিচ্ছে।

]]>
মাউন্ট এভারেস্টে বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যা, এত মৃত্যুর কারণ কি https://thenewsbangla.com/mount-everest-climber-are-in-danger-question-on-sherpa/ Thu, 13 Jun 2019 07:29:47 +0000 https://www.thenewsbangla.com/?p=13717 হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে; আরোহণ করতে গিয়ে গত দুই দশকে মারা গেছেন; প্রতি বছর গড়ে ছয়জন আরোহী। অথচ এ বছর; শুধু বসন্ত মরসুমেই মৃত্যু হয়েছে ১০ পর্বতারোহীর। এসব মৃত্যুর জন্য এভারেস্টে আরোহীদের ভিড় লেগে যাওয়াকে দায়ী করা হলেও; আরও চারটি কারণের কথা রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

আরোহীদের অনেকেই মে মাসের শুরু থেকে; এভারেস্টের বেস ক্যাম্পে জড়ো হতে শুরু করেন। এই সময় ঘূর্ণিঝড় ফণীর প্রভাবের কারণেও কর্তৃপক্ষের মধ্যে; এভারেস্টে আরোহণের বিষয়ে কিছু শঙ্কা ছিল। খারাপ আবহাওয়ার পূর্বাভাস পাওয়ার পর বেশ কয়েকজন আরোহী; যারা এরই মধ্যে অনেক উপরের দিকে উঠে গিয়েছিলেন; তারা বেস ক্যাম্পে নেমে আসেন। ফলে ক্যাম্পে আরোহীদের ভিড় বাড়তে থাকে।

আরও পড়ুনঃ ছয় মাসের রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে সিদ্ধান্ত নিল নরেন্দ্র মোদী সরকার

ভিড় সামলানোর অব্যবস্থা; এবারের এত প্রাণহানির জন্য পর্বতারোহণ বিশেষজ্ঞরা; অব্যবস্থাকে দায়ী করছেন। দিনটি ছিল ২৩ মে; এইদিনেই সর্বোচ্চসংখ্যক আরোহী চূড়া অভিমুখে যাত্রা শুরু করেন; অত্যাধিক ভিড়ের জন্য ওঠা ও নামার পথে; আরোহীদের চূড়ার নিচের ক্যাম্পে কয়েক ঘণ্টা ধরে অপেক্ষা করতে হয় এবং তাদের সিলিন্ডারের অক্সিজেনও ফুরিয়ে যেতে থাকে।

অনভিজ্ঞ আরোহীর সংখ্যাও ক্রমেই বাড়ছে; তাদের সঙ্গে থাকছেন না প্রয়োজনীয় সংখ্যক শেরপা গাইড; অন্যান্য শিখরে ওঠার সঙ্গে যে এভারেস্টে আরোহণের একটা তফাত আছে সেটা তারা জানে না; যা তাদের বিপদে ফেলে দিচ্ছে।

আরও পড়ুনঃ এসএসকেএমে মেজাজ হারালেন মমতা, বিজেপির উত্থানেই কি বিপর্যস্ত

অভিজ্ঞ আরোহীরা বলছেন; আরোহণের ব্যাপারে এখন কিছু শর্ত আরোপ করার সময় এসেছে। যেমন যাদের ছয় হাজার মিটার উপরে ওঠার অভিজ্ঞতা আছে; শুধু তাদেরই এভারেস্টে আরোহণের অনুমতি দিতে হবে।

বাড়ছে অপারেটরদের মধ্যে প্রতিযোগিতা; এভারেস্টে আরোহণের ব্যাপারে বেশ কয়েকটি প্রতিষ্ঠান কাজ করছে। গড়ে উঠেছে নতুন নতুন কিছু অপারেটরও। নতুন অপারেটররা আরোহীদের কাছ থেকে কম অর্থ নিচ্ছে। এসব সংস্থা অনভিজ্ঞ লোকজনকে গাইড হিসেবে নিয়োগ করছে।

এই প্রতিযোগিতার কারণে পুরনো অনেক প্রতিষ্ঠান তাদের ফি কমিয়ে আনতে বাধ্য হচ্ছে। ফলে খারাপ পরিস্থিতিতে তারা আর আরোহীকে খুব একটা সহযোগিতা করতে পারে না; যা আরোহীদের জীবনকে সংশয়ে ফেলে দিচ্ছে। এটাই এখন চিন্তার বিষয়।

]]>
সপ্তশৃঙ্গর পর সপ্ত আগ্নেয়গিরি, বিশ্বরেকর্ডের দোরগোড়ায় বাঙালি https://thenewsbangla.com/seven-mountain-peak-won-the-satyarup-eyes-of-world-record-to-win-seven-volcano/ Fri, 07 Dec 2018 04:22:16 +0000 https://www.thenewsbangla.com/?p=3651 The News বাংলা, কলকাতাঃ সক্রিয় আগ্নেয়গিরি জয় করে বিশ্বরেকর্ডের পথে বাঙালি পর্বতারোহী। ষষ্ঠ আগ্নেয়গিরির চূড়ায় উঠে বিশ্বরেকর্ডের দোরগোড়ায় এভারেস্ট জয়ী সত্যরূপ সিদ্ধান্ত। সপ্তশৃঙ্গ জয় আগেই হয়ে গিয়েছে। এবার বিশ্বের সাতটি সর্বোচ্চ আগ্নেয়গিরি জয়ের লক্ষ্যে আরও একধাপ এগোলেন বাংলার এই পর্বতারোহী। বাকি মাত্র আর একটি আগ্নেয়গিরি। তাহলেই গ্র্যান্ড স্লাম।

এবার তিনি জয় করলেন মেক্সিকোর সর্বোচ্চ আগ্নেয়গিরি পিকো দে ওরিজাবা। গত মাসে প্রথম ভারতীয় হিসাবে জয় করেছিলেন পাপুয়া-নিউগিনির সর্বোচ্চ আগ্নেয়গিরি মাউন্ট গিলাউয়ে৷ যে সাতটি সর্বোচ্চ আগ্নেয়গিরি জয়ের লক্ষ্যে বেরিয়েছেন মেক্সিকোর আগ্নেয়গিরিটি সেগুলিরই অন্যতম। সামনে শুধুই অ্যান্টার্কটিকায় অবস্থিত মাউন্ট সিডলে।

বিশ্বরেকর্ডের দোরগোড়ায় বাঙালি/The News বাংলা
বিশ্বরেকর্ডের দোরগোড়ায় বাঙালি/The News বাংলা

বুধবার ভারতীয় সময় রাত ২.০৯ মিনিটে স্থানীয় সময়ে মেক্সিকোর পিকো দে ওরিজাবার চূড়ায় ভারতের পতাকা উত্তোলন করেন সত্যরূপ। সক্রিয় আগ্নেয়গিরি পিকো দে ওরিজাবা উত্তর আমেরিকার তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ। যাত্রাপথও যথেষ্ট দূর্গম ছিল বলে জানিয়েছিলেন পর্বতারোহী।

আরও পড়ুনঃ ইস্টবেঙ্গল মহামেডানকে নিয়ে ৩৩ বছর পর ফের দার্জিলিং গোল্ড কাপ

চূড়ায় পৌঁছানোর আগে শেষ ২০০ মিটার খুবই বিপদসঙ্কুল ছিল। সেই বিপদসঙ্কুল পথ দিয়েই আগ্নেয়গিরির চূড়ায় পৌঁছান তিনি। তবে আগ্নেয়গিরি জয় করলেও দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন তিনি ও তাঁর গাইড সালভাদোর। ফেরার পথে একটি বড় পাথর ভেঙে পরে তাঁদের উপর।

বিশ্বরেকর্ডের দোরগোড়ায় বাঙালি/The News বাংলা
বিশ্বরেকর্ডের দোরগোড়ায় বাঙালি/The News বাংলা

বড়সড় বিপর্যয় থেকে বেঁচে গিয়েছেন দুজনেই। সত্যরূপ এখনও হাসপাতালে রয়েছেন। তবে তিনি সুস্থ রয়েছেন, বলে জানিয়েছেন তাঁর ফেসবুক প্রোফাইলে। তাঁর গাইড সালভাদোর এর পা ভেঙে গেছে। ওই অবস্থাতেই তাঁকে নামিয়ে আনেন সত্যরূপ। কিছুদূর নেমে আসার পর তাঁরা সাহায্য পান।

আরও পড়ুনঃ সৌরভের পর বিরাট ওষুধে স্লেজিং শেষ অস্ট্রেলিয়ার

এবার তাঁর লক্ষ্য দক্ষিণ মেরুর সর্বোচ্চ আগ্নেয়গিরি। অ্যান্টার্কটিকায় অবস্থিত মাউন্ট সিডলেয় চলতি মাসের ২১ তারিখ ওঠার চেষ্টা করবেন সত্যরূপ। এই শৃঙ্গ জয় হলেই সাতটি শৃঙ্গ ও সাতটি আগ্নেয়গিরি জয়ের বিশ্বরেকর্ড ঝুলিতে পুরবেন সত্যরূপ। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও নাম লেখাবেন তিনি।

বিশ্বরেকর্ডের দোরগোড়ায় বাঙালি/The News বাংলা
বিশ্বরেকর্ডের দোরগোড়ায় বাঙালি/The News বাংলা

এর আগে পৃথিবীর সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরি ওজস ডেল সালাডো জয় করার বিরল রেকর্ড রয়েছে সত্যরূপ সিদ্ধান্তের ঝুলিতে। এই সক্রিয় আগ্নেয়গিরির উচ্চতা ৬,৮৯৩ মিটার। দ্বিতীয় ভারতীয় হিসাবে এই রেকর্ড গড়েছিলেন সত্যরূপ৷ তাঁর আগে এই সক্রিয় আগ্নেয়গিরিতে পা রেখেছিলেন পর্বতারোহী মাল্লি মাস্তান বাবু।

তার আগেই সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ শৃঙ্গ জয় করে ফেলেছেন সত্যরূপ। মাউন্ট কসকিয়স্কো, মাউন্ট কিলিমাঞ্জারো, মাউন্ট এভারেস্ট, কারস্টেন্টজ, মাউন্ট এলব্রুজ, মঁ ব্লাঁ, মাউন্ট ডেনালি, মাউন্ট অ্যাকনকাগুয়া, ভিনসন ম্যাসিফের শীর্ষে পা রেখেছেন এই বাঙালি পর্বতারোহী।

]]>