Moonmoon Sen – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sun, 12 May 2019 11:31:04 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Moonmoon Sen – The News বাংলা https://thenewsbangla.com 32 32 নিজের লোকসভা ভোটের দিন বেলা অব্দি ঘুমিয়ে মানুষের সেবা করার উদ্যোগ https://thenewsbangla.com/moonmoon-dev-will-serve-the-people-are-indifferent-with-their-own-vote/ Sun, 12 May 2019 11:31:04 +0000 https://www.thenewsbangla.com/?p=12793 একজন দীপক অধিকারী ওরফে দেব। অন্যজন মুনমুন সেন। দুজনেই এবারের লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী। তবে এর বাইরে এদের মধ্যে মিল কোথায়? এঁরাই ভারতের এমন দুজন প্রার্থী; যারা নিজেদের লোকসভা ভোটে ভোটের দিনও; সকালে উঠেছেন অনেক দেরি করে।

মুনমুন সেন দুপুর ১২ টায়; দেব উঠলেন ২ ঘণ্টা ভোট পেরিয়ে যাবার পর; সকাল ৯ টায়। আমজনতার প্রশ্ন; যারা নিজেদের ভোটেই কর্মী সমর্থক ও অন্যান্য নেতাদের উপর দায় চাপিয়ে নিশ্চিন্তে ঘুমান; তাঁরা করবেন জনগণের সেবা? উঠে গেছে প্রশ্ন।

আসানসোল লোকসভা কেন্দ্রের বহু বুথেই; ভোট শুরুর পর থেকেই গন্ডগোল শুরু হয়। কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন সেনের কোনও পাত্তাই পাওয়া যায়নি। পরে দুপুরবেলা হঠাৎ সাংবাদিকদের সামনে এসে জানান; ছুটির দিনে তার বেড টি পেতে দেরি হয়ে গিয়েছিল। তাই তিনি বাইরের কোনও খবর রাখতে পারেন নি। উল্টে ভোটে এসব ঝামেলা হয়েই থাকে; বলে আজব যুক্তি উপস্থাপন করেন মুনমুন।

রবিবার ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী; দীপক অধিকারী বা দেবও ঘুম থেকে ওঠেন সকাল ৯ টায়। তারপরেও কোন বুথে যাওয়ার; প্রয়োজন বোধ করেননি তিনি। অনেক পরে ভোট দিতে যান তিনি। ভোট নিয়ে কোন হেলদোল দেখা যায়নি দেবের মধ্যে। উল্টে গরমে ভারতী ঘোষকে; মাথা ঠাণ্ডা রাখার পরামর্শ দিয়েছেন তিনি।

ঠিক মুনমুনের মতই দেবের ভোট নিয়ে আচরণ দেখে; হতাশ আমজনতা। বিস্মিত রাজনৈতিক মহলও। কেন ভোট নিয়ে তাঁদের মধ্যে কোন মাথাব্যথা নেই। লোকসভা ভোট নিয়ে এত উদাসীন কেন?

এমনিতেই বাঁকুড়া লোকসভা কেন্দ্রের; বিদায়ী সাংসদের বিরুদ্ধে অনেক অভিযোগ। ভোটে জেতার পর; গত ৫ বছরে খুব কম দিনই বাঁকুড়ায় পা দেবার প্রয়োজন বোধ করেছেন মুনমুন সেন। বিক্ষোভের জেরে; দলনেত্রী তাঁকে বাঁকুড়া থেকে সরিয়ে; আসানসোলে প্রার্থী করতে বাধ্য হন। অন্যদিকে ঘাটালের বিদায়ী সাংসদ দেব; সাংসদ হিসাবে লোকসভায় হাজিরা দিয়েছেন মাত্র ১১ দিন। লোকসভায় সবচেয়ে কম।

আর এবারের ভোটেও তাঁদের আচরণ ও ভোট নিয়ে উদাসীনতা দেখে প্রমাদ গুনছেন আমজনতা। জিতলে এঁরা দুজনেই কি গত ৫ বছরের মত; নিজেদের নিয়েই ব্যস্ত থাকবেন আগামী ৫ বছরও? ইতিমধ্যেই উঠে গেছে প্রশ্ন।

]]>
ভোটের দিন স্বয়ং প্রার্থীই ঘুম থেকে উঠলেন দুপুর ১২ টায়, বাংলায় ভোট রঙ্গ https://thenewsbangla.com/moonmoon-sen-wake-up-at-12-noon-on-the-polling-day-at-asansol-polls/ Mon, 29 Apr 2019 12:15:18 +0000 https://www.thenewsbangla.com/?p=11961 বাংলায় আগে কোনদিন হয় নি। ভোট শুরু সকাল সাতটা থেকে। আর ভোটের দিন স্বয়ং প্রার্থীই ঘুম থেকে উঠলেন দুপুর ১২ টায়, বাংলায় জমজমাট ভোট রঙ্গ। প্রার্থী বলছেন বেড টি দিতে দেরি করায় সকালে ঘুম ভাঙে নি। ইনি করবেন মানুষের সেবা? প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষই।

সকাল থেকেই উত্তপ্ত আসানসোলের বিভিন্ন বুথ। রানীগঞ্জ, চিত্তরঞ্জন, বারাবনির একাধিক বুথ থেকে বিরোধী এজেন্টদের বসতে না দেওয়া এবং বুথ জ্যাম করে ছাপ্পা ভোটের অভিযোগ এসেছে। আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় বিভিন্ন বুথে গিয়ে তৃণমূল সমর্থকদের প্রবল বাধার সম্মুখীন হন। কোথাও কোথাও তৃণমূল সমর্থকরা তাকে আটকে রাখার চেষ্টা করে, যাতে তিনি অন্যান্য ভোটকেন্দ্রে যেতে না পারেন। কিন্তু তৃণমূল প্রার্থী মুনমুন সেন কোথায়?

আরও পড়ুনঃ তৃণমূলের ৪০ জন বিধায়ক আমার সঙ্গে প্রতিদিন যোগাযোগ রাখেন, বললেন মোদী

এরই মধ্যে বারাবনির একটি বুথেও অনেকক্ষন ধরে ছাপ্পা ভোট করার অভিযোগ আসে। অভিযোগ পেয়েই পৌঁছে যান বাবুল। সেখানে তৃণমূল ও বিজেপির মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। বাবুল ঘটনাস্থলে পৌঁছে গেলে বাবুলের গাড়িতে ভাংচুর চালায় তৃণমূল সমর্থকরা। কিন্তু এর মধ্যেও তৃণমূল কংগ্রেস প্রার্থীর কোনও খোঁজ নেই। সকাল গড়িয়ে দুপুর হলেও প্রার্থী মুনমুন সেনের দেখা পাওয়া যায়না।

ভোর থেকেই আসানসোলে চষে বেড়াচ্ছেন মেয়র ও তৃণমূল নেতা জিতেন্দ্র তিওয়ারি। ছুটছেন প্রাক্তন মেয়র তাপস চ্যাটার্জি। ছুটছেন মন্ত্রী মলয় ঘটক। কিন্তু প্রার্থী কই? মুনমুন সেন কই? না দুপুর ১২ টা পর্যন্ত প্রার্থীর দেখা পাওয়া যায় নি। পরে জানা যায় তাঁকে বেড টি দেওয়া হয় নি তাই ঘুম ভাঙে নি।

আরও পড়ুনঃ মোবাইলে হুমকি দিয়ে নির্বাচন কমিশনকে হাস্যকর প্রমাণ করলেন অনুব্রত মণ্ডল

এরপরে দুপুরের পর মুনমুনের দেখা পাওয়া গেলে তাকে সামগ্রিক পরিস্থিতির ব্যাপারে জানানো হয়। বাবুলের নিগৃহীত হবার ঘটনা জানালে তিনি বিরক্তি প্রকাশ করেন এবং এসবের কিছু জানেন না বলে তিনি জানান। উল্টে তিনি জানান, সকালে বেড টি না পেলে তার ঘুম ভাঙে না। আজ বেড টি পেতে দেরি হয়ে গিয়েছিল বলে তিনি এসবের খবর রাখেননি বলে জানান তিনি।

বাংলার ভোটে রেকর্ড গড়লেন মুনমুন সেন। রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে আমজনতা, কেউ মনে করতে পারলেন না ইতিহাস। যে প্রার্থী ভোটের দিন দুপুর ১২ টার পর ঘুম থেকে উঠছেন। যিনি নিজের ভোটে দুপুরের আগে ঘুম থেকে ওঠেন না তিনি কি করে মানুষের সেবা করবেন? প্রশ্ন উঠেছে সেটা নিয়েও।

আরও পড়ুনঃ মমতার পাঠানো মাটি ও পাথর মেশান রসগোল্লা খাবেন মোদী, কেন বললেন একথা

উল্টে পরিস্থিতির গুরুত্ব যাচাই না করেই, ঘুম থেকে উঠে তৃণমূলের নিশ্চিত জয়ের আশা প্রকাশ করেন তিনি। একটি লোকসভা কেন্দ্রের প্রার্থীর এরকম কান্ডজ্ঞানহীন মন্তব্য ও ভোটের দিন কোন ভুমিকাই পালন না করা দেখে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিভিন্ন রাজনৈতিক দল থেকে সাধারণ নাগরিক। নিজের ভোটের দিনও যিনি অন্য নেতাদের ভরসায় থাকেন, তিনি করবেন মানুষের সেবা?

]]>
বাবুলকে ‘বাচ্চা ছেলে’ বলে কটাক্ষ করলেন ‘সেন্সেশনাল’ মুনমুন https://thenewsbangla.com/bjp-mp-babul-supriyo-calls-moonmoon-sen-sensational-gets-little-boy-tag-in-return/ Tue, 19 Mar 2019 08:13:31 +0000 https://www.thenewsbangla.com/?p=8788 শুরু হয়েছে ভোট যুদ্ধ। চলছে বাকযুদ্ধের লড়াই। তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হতেই আসানসোলের বিজেপি সংসদ কটাক্ষ করেছিলেন তৃণমূল প্রার্থী মুনমুন সেনকে। এবার পাল্টা বাবুলকে বাচ্চা ছেলে বলে উড়িয়ে দিলেন মুনমুন সেন।

আসন্ন লোকসভা ভোটে আসানসোল কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী বাবুল সুপ্রিয়। এই একই কেন্দ্রে তৃণমূল প্রার্থী মুনমুন সেন। তৃনমুলের প্রার্থী ঘোষণার পরেই বাবুল সুপ্রিয়, মুনমুন সেন কে ‘সেন্সেশনাল’ বলে টুইট করেন। দোলা সেনের পর আর এক সেনকে প্রার্থী করা নিয়ে কটাক্ষ করেন বাবুল।

আরও পড়ুনঃ চোখ মেরে শাড়ির আঁচল ফেলে প্রচার মুনমুনের, সোশ্যাল মিডিয়ায় ঝড়

এই প্রসঙ্গে মঙ্গলবার মুখ খুললেন বাঁকুড়ার টিএমসির সাংসদ ও এবারের আসানসোলের প্রার্থী মুনমুন সেন। তাকে সেন্সেশনাল বলা হয়েছে শুনে হেসে মুনমুন বলেন, “আমি একজন অভিনেত্রী। একজন অভিনেত্রী অভিনয় না করলেও তিনি অভিনেত্রীই হয়ে থাকেন। অভিনয় জগতে নানান কারণে আমাদের গায়ে কাদা ছেটানো হয়। সেই কাদা মুছে ফেলে নিজের কাজ করে যাওয়ার অভ্যেস আমার আছে”।

আরও পড়ুনঃ বাংলায় চার দলের লড়াই, ২০১১ র ভুল ২০১৯ এ করল না কংগ্রেস

মুনমুন আরও বলেন, “তাছাড়া, সেন তো আমার পদবি, আমার মাও ছিলেন সেন, তাই আমায় সেন্সেশনাল বললে মোটেই সমস্যা নেই আমার”।

আরও পড়ুনঃ মোদীর সঙ্গে সবাই চৌকিদার, অদ্ভুত প্রচার বিজেপির

রাজনৈতিক কাজের সম্বন্ধে বাবুলের বিরুদ্ধে মুনমুন সেন বলেন,”বাবুল ইজ এ লিটল বয় (বাবুল একটা বাচ্চা ছেলে)”। মুনমুন সেন জানান, “শুরুতে ওনার ৫ থেকে ৬ বছর লেগেছিল রাজনৈতিক কাজ শিখতে। বাবুল সবে এসেছে। ও ঠিক কাজ শিখবে”।

মুনমুন সেন এটা স্পষ্ট বলেন যে বিরোধী দলের প্রার্থীর বিরুদ্ধে তার কিছু বলার নেই। কাউকে তিনি খারাপ কথা বলতে চান না। কোন মানুষের সাথে খারাপ ব্যবহারও করতে চান না।

আরও পড়ুনঃ ভাটপাড়ায় অনাস্থা, তৃণমূল বনাম বিজেপির জমজমাট লড়াই

আর এর জেরেই বাবুলকে একেবারে উড়িয়ে দিলেন মুনমুন, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। আর আমজনতা বলছে সত্যি তো, মুনমুনের তুলনায় বাবুল তো বাচ্চাই। এখন বাচ্চা বনাম বড়োর লড়াইয়ের ফল কি হয় সেটা জানা যাবে আগামী ২৩ এপ্রিল তারিখে।

আরও পড়ুনঃ মমতার প্রার্থী তালিকা নিয়ে গোপনে ক্ষোভ বাড়ছে জেলায় জেলায়

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
চোখ মেরে শাড়ির আঁচল ফেলে প্রচার মুনমুনের, সোশ্যাল মিডিয়ায় ঝড় https://thenewsbangla.com/moonmoon-sen-starts-campaign-at-asansol-with-her-bold-image-looks/ Mon, 18 Mar 2019 13:19:14 +0000 https://www.thenewsbangla.com/?p=8712 ফের সোশ্যাল মিডিয়ায় মুনমুন সেন ঝড়। এবার চোখ মেরে, শাড়ির আঁচল ফেলে প্রচার শুরু মুনমুন সেনের। আর তাই নিয়েই সোশ্যাল মিডিয়ায় ঝড়। তুমুল সমালোচনা বিজেপি ও বামেদের তরফ থেকে। প্রচারে এইসব স্বাভাবিক, জানাচ্ছেন তৃণমূল নেতারা।

আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন সেন। রবিবার কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিয়ে শুরু করেন ভোটের প্রচার। কখনও পায়ে হেঁটে কখনও আবার হুড খোলা গাড়িতে ঘুরলেন আসানসোলের রাস্তায়। শেষে করেন সাংবাদিক সম্মেলন। প্রথমে প্রচারে চোখ মেরে ও তারপর সাংবাদিক সম্মেলনে শাড়ির আঁচল ফেলে প্রথম দিনেই শোরগোল ফেলে দিলেন বাংলার অতীত দিনের হার্টথ্রব।

গতবার বিজেপির বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে তৃণমূল প্রার্থী করেছিল দোলা সেনকে। আর এ বার মুনমুন সেন। সেটাকেই ‘সেন-সেশন্যাল’ বলেছেন বাবুল। মুনমুন সেন ২০১৪ সালে বাঁকুড়া থেকে জিতেছিলেন। কিন্তু বাঁকুড়ার তৃণমূল জেলা নেতৃত্ব তাঁকে নিয়ে একেবারেই সন্তুষ্ট ছিলেন না। অভিযোগ জমা পরেছিল দলনেত্রীর কাছে।

আরও পড়ুনঃ ভাটপাড়ায় অনাস্থা, তৃণমূল বনাম বিজেপির জমজমাট লড়াই

মুনমুনকে যে আর বাঁকুড়ায় মমতা দাঁড় করাবেন না, তা অনেক দিন আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। কিন্তু তাঁকে যে আসানসোলে পাঠানো হবে এ কথা বোধহয় তৃণমূলের উপরের সারির অনেক নেতাই আন্দাজ করতে পারেননি। মুনমুন সেনকে প্রতিপক্ষ পেয়ে বাবুল যেন অতিরিক্ত আত্মবিশ্বাসী।

চোখ মেরে, শাড়ির আঁচল ফেলে আসানসোলে প্রচার শুরু মুনমুনের/The News বাংলা
চোখ মেরে, শাড়ির আঁচল ফেলে আসানসোলে প্রচার শুরু মুনমুনের/The News বাংলা

আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী মুনমুন সেনের নাম ঘোষণা হতেই শুধু কর্মীরাই নন নেতারাও তুলি ধরে দেওয়ালে দেওয়ালে নাম লেখা শুরু করেছেন। আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি থেকে শুরু করে আসানসোল দুর্গাপুর ডেভলপমেন্ট অথরিটির চেয়ারম্যান তথা বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় থেকে শুরু করে মেয়র পারিষদরা দেওয়াল লিখনে হাত লাগিয়েছেন।

আরও পড়ুনঃ মমতার প্রার্থী তালিকা নিয়ে গোপনে ক্ষোভ বাড়ছে জেলায় জেলায়

গতবারের দোলা সেন এপিসোড থেকে শিক্ষা নিয়ে প্রত্যেক নেতাকে এবার টার্গেট বেঁধে দিয়েছেন মমতা। দলীয় প্রার্থী কবে কোথায় নেতা-কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন, সেটাও রবিবারই চূড়ান্ত হয়েছে বলে জানান পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি ভি শিবদাসন দাসু।

এদিকে রবিবার প্রচারে বেড়িয়ে চোখ মেরে সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছেন মুনমুন সেন। এরপর সাংবাদিক সম্মেলনে সবার সামনে শাড়ির আঁচল ফেলে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দেন তিনি।

আরও পড়ুনঃ বাম কংগ্রেস বিজেপির আপত্তি নেই, কেন্দ্রীয় বাহিনী নিয়ে কেন মাথাব্যথা শুধু তৃণমূলের

তুমুল অস্বস্তিতে পরে যান, বিধায়ক মলয় ঘটক, তাপস বন্দ্যোপাধ্যায়, জিতেন্দ্র তিওয়ারি সহ তৃণমূল বিধায়ক ও নেতারা। ততক্ষণে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই বয়সেও ঝড় তুলে প্রচার শুরু করলেন মুনমুন, বলছেন সাধারণ মানুষ।

এইবার যে কোনও মূল্যে আসানসোল কেন্দ্রে জয় চায় তৃণমূল। তাই সময় নষ্ট না করে রঙের উৎসবের আগেই আদাজল খেয়ে প্রার্থীকে নিয়ে নেমে পরেছেন পশ্চিম বর্ধমান জেলা নেতৃত্ব। প্রচার নিয়ে মুনমুন সেনের প্রতিক্রিয়া, “কলকাতায় গিয়ে নেত্রীর সঙ্গে আগে কথা বলি। তারপর আমার কেন্দ্রে গিয়ে সব প্রশ্নের জবাব দেব”। তবে ইতিমধ্যেই যে তিনি আসানসোল সহ রাজ্যে ঝড় তুলে দিয়েছেন তা আর বলার অপেক্ষা রাখে না।

>আরও পড়ুনঃ বিরোধী মহিলা প্রার্থীদের ‘মাল’ সম্বোধন করে কুরুচিপূর্ণ আক্রমণ ফিরহাদের

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>