Moon Moon Sen – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 23 May 2019 19:16:36 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Moon Moon Sen – The News বাংলা https://thenewsbangla.com 32 32 মুনমুনের খোঁড়া কবরে পড়লেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় https://thenewsbangla.com/subrata-mukherjee-was-defeated-by-moon-moon-sen-in-bankura-lok-sabha/ Thu, 23 May 2019 10:49:46 +0000 https://www.thenewsbangla.com/?p=13193 বিশাল অঘটন। বাঁকুড়ায় হেরে গেলেন; রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। জয়ী বিজেপির সুভাষ সরকার। পঞ্চায়েতে নিজে কাজ করলেও; নিচুতলার কর্মীদের দুর্নীতি তাঁকে হারিয়ে দিল বলেই মনে করা হচ্ছে। তবে তাঁর হারার জন্য দায়ি; বাঁকুড়ার আগের সাংসদ মুনমুন সেন; যিনি নিজেও হেরে গেছেন আসানসোলে।

জেতার পর ৫ বছরে একবারের জন্যও; বাঁকুড়ার মানুষের কাছে যাননি মুনমুন; এমনটাই তাঁর বিরুদ্ধে অভিযোগ। লোকসভাতে সাংসদ হয়েও তাঁর পারফরম্যান্স অত্যন্ত খারাপ। আর সেই কারণেই বাঁকুড়ার মানুষ; মুখ ফিরিয়ে নিলেন তৃণমূলের তরফ থেকে। আর মুনমুনের সেই কৃতকর্মের ফলভোগ করলেন সুব্রত মুখোপাধ্যায়। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

দেখুন এবারের লোকসভা নির্বাচনে বাংলার ৪২ টি আসনে কোন দলের কে জিতলেনঃ

১) কোচবিহার: বিজেপির নিশীথ প্রামাণিক জয়ী। তৃণমূলের পরেশচন্দ্র অধিকারী পরাজিত।
২) আলিপুরদুয়ার: বিজেপি প্রার্থী জন বারলা জয়ী।
৩) জলপাইগুড়ি: বিজেপি প্রার্থী জয়ন্ত রায় জয়ী।
৪) দার্জিলিং: বিজেপি প্রার্থী রাজু সিং বিস্ত জয়ী।
৫) রায়গঞ্জ: বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরি জয়ী। পরাজিত কংগ্রেসের দীপা দাসমুন্সী। পরাজিত গতবারের জয়ী সিপিএমের মহম্মদ সেলিম। পিছিয়ে তৃণমূলের কানহাইয়ালাল আগরওয়াল।
৬) বালুরঘাট: জিতলেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ পরাজিত।

৭) মালদহ উত্তর: তৃণমূল প্রার্থী মৌসম বেনজির নূর হেরে গেলেন। জিতলেন বিজেপির খগেন মুরমু।
৮) মালদহ দক্ষিণ: জয়ী কংগ্রেস প্রার্থী আবু হাসেম খান চৌধুরী। হেরে গেলেন বিজেপি প্রার্থী শ্রীরুপা।
৯) জঙ্গিপুর: তৃণমূলের খলিলুর রহমান জয়ী। কংগ্রেস এর অভিজিৎ মুখোপাধ্যায় পরাজিত।
১০) মুর্শিদাবাদ: তৃণমূল প্রার্থী আবু তাহের জয়ী।
১১) বহরমপুর: কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী জয়ী। তৃণমূলের অপূর্ব পরাজিত।
১২) কৃষ্ণনগর: বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে হেরে গেলেন তৃণমূলের মহুয়া মৈত্র জয়ী।

১৩) বর্ধমান পূর্ব: তৃণমূল প্রার্থী সুনীল মণ্ডল জয়ী।
১৪) বর্ধমান-দুর্গাপুর: বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া জয়ী।
১৫) রানাঘাট: বিজেপি প্রার্থী জগ্ননাথ সরকার জয়ী।
১৬) আসানসোল: বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় জয়ী
১৭) বোলপুর: তৃণমূল প্রার্থী অসিত মাল জয়ী।
১৮) বীরভূম: তৃণমূল প্রার্থী শতাব্দী রায় জয়ী।

১৯) বনগাঁ: বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর জয়ী। তৃণমূলের মমতাবালা ঠাকুর পরাজিত।
২০) ব্যারাকপুর: তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদি পরাজিত। জয়ী বিজেপির অর্জুন সিং।
২১) হাওড়া: তৃণমূল প্রার্থী প্রসুন বন্দ্যোপাধ্যায় জয়ী।
২২) উলুবেড়িয়া: তৃণমূল কংগ্রেস সাজদা আহমেদ জয়ী।
২৩) শ্রীরামপুর: পরাজিত বিজেপি প্রার্থী। তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জয়ী।
২৪) হুগলি: বিজেপির লকেট চ্যাটার্জি জয়ী। পরাজিত তৃণমূলের রত্না দে নাগ।

২৫) আরামবাগ: তৃণমূল প্রার্থী অপরুপা পোদ্দার জয়ী।
২৬) তমলুক: তৃণমূল প্রার্থী দিবেন্দু অধিকারী জয়ী।
২৭) কাঁথি: তৃণমূল প্রার্থী শিশির অধিকারী জয়ী।
২৮) ঘাটাল: পরাজিত বিজেপির ভারতী ঘোষ। তৃণমূল প্রার্থী দেব জয়ী।
২৯) মেদিনীপুর: জয়ী বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়া পরাজিত।
৩০) ঝাড়গ্রাম: তৃণমূল প্রার্থী পরাজিত। বিজেপি প্রার্থী কুনার হেমব্রম জয়ী।

৩১) পুরুলিয়া: বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাত জয়ী।
৩২) বাঁকুড়া: জয়ী বিজেপির সুভাষ সরকার। তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায় পরাজিত।
৩৩) বিষ্ণুপুর: বিজেপির সৌমিত্র খাঁ জয়ী। তৃণমূল প্রার্থী পরাজিত।
৩৪) দমদম: তৃণমূল প্রার্থী সৌগত রায় জয়ী।
৩৫) বারাসাত: তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার জয়ী।
৩৬) বসিরহাট: তৃণমূল প্রার্থী নুসরত জাহান জয়ী।

৩৭) জয়নগর: তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল জয়ী।
৩৮) মথুরাপুর: তৃণমূল প্রার্থী চৌধুরি মোহন জাটুয়া জয়ী।
৩৯) ডায়মন্ড হারবার: তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়ী।
৪০) যাদবপুর: তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তী জয়ী
৪১) কলকাতা উত্তর: তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় জয়ী
৪২) কলকাতা দক্ষিণ: তৃণমূল প্রার্থী মালা রায় জয়ী

তৃণমূল কংগ্রেস জিতল ২২ টি আসনে। বিজেপি জিতল ১৮ টি আসনে। কংগ্রেস জিতল ২ টি আসনে।

]]>
মুনমুনের বেড টি ইস্যু নিয়ে এবার কড়া আক্রমণ করলেন স্বস্তিকা https://thenewsbangla.com/swastika-mukherjee-attacks-moon-moon-sen-on-vote-bed-tea-issue/ Tue, 30 Apr 2019 17:13:30 +0000 https://www.thenewsbangla.com/?p=12063 মুনমুনের বেড টি ইস্যু নিয়ে এবার কড়া আক্রমণ করলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। সোমবার আসানসোল লোকসভা কেন্দ্রের বহু বুথেই ভোট শুরুর পর থেকে গন্ডগোল শুরু হয়। কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন সেনের কোনও পাত্তাই পাওয়া যায় না।

পরে দুপুর বেলা হঠাৎ সামনে এসে জানান, ছুটির দিনে তার বেড টি পেতে দেরি হয়ে গিয়েছিল। তাই তিনি বাইরের কোনও খবর রাখতে পারেন নি। উল্টে ভোটে এসব ঝামেলা হয়েই থাকে, বলে আজব যুক্তি উপস্থাপন করেন মুনমুন।

আরও পড়ুনঃ ভাটপাড়ায় টানা ৩ দিন প্রচার বন্ধ মদন পবনের, নির্বাচন কমিশনের দারস্থ প্রার্থীরা

এই মন্তব্যের বিরুদ্ধেই সরব হলেন টলি অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। টলিউডের অধিকাংশ তারকাই শাসক দলের সাহচর্য লাভ করার তাগিদে সরকারের সমালোচনা করা থেকে শতহস্ত দূরে থাকেন। কিন্তু তৃণমূল প্রার্থীর উদ্ভট দাবিতে চুপ থাকতে পারলেন না স্বস্তিকা।

ট্যুইটারে মুনমুনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, বেড টি আসতে দেরি হয়েছে বলে মুনমুন কিচ্ছু জানেন না, এটার কি মানে? ভোটের উত্তাপে সবাই উন্মাদ হয়ে গিয়েছে বলে জানান তিনি। এই উন্মাদদের অধীনেই সবাইকে থাকতে হবে বলে আফসোস করেন তিনি।

আরও পড়ুনঃ বিধায়ক কেনাবেচার অভিযোগ তুলে মোদীর প্রার্থীপদ বাতিলের দাবি মমতার

সোমবার সকাল থেকেই উত্তপ্ত হতে থাকে আসানসোলের বিভিন্ন বুথ। রানীগঞ্জ, চিত্তরঞ্জন, বারাবনির একাধিক বুথ থেকে বিরোধী এজেন্ট দের বসতে না দেওয়া এবং বুথ জ্যাম করে ছাপ্পা ভোটের অভিযোগ আসে। আসানসোলের বিজেপি প্রার্থী বিভিন্ন বুথে গিয়ে তৃণমূল সমর্থকদের প্রবল বাধার সম্মুখীন হন।

কোথাও কোথাও তৃণমূল সমর্থকরা তাকে আটকে রাখার চেষ্টা করে, যাতে তিনি অন্যান্য ভোটকেন্দ্রে যেতে না পারেন। অন্যদিকে তৃণমূলও বাবুলের বিরুদ্ধে গুন্ডাগিরির অভিযোগ তোলে।

আরও পড়ুনঃ শিলিগুড়ি থেকে পুরুলিয়ায় ভোটের ডিউটি, গরমের বলি রাজ্যের পুলিশ কর্মী

বারাবনির একটি বুথে ছাপ্পা ভোটের অভিযোগ আসে। অভিযোগ পেয়ে বাবুল ঘটনাস্থলে গেলে বাবুলের গাড়িতে ভাংচুর চালায় তৃণমূল সমর্থকরা। কিন্তু এর মধ্যেও তৃণমূল কংগ্রেস প্রার্থীর কোনও খোঁজ নেই। সকাল গড়িয়ে দুপুর হলেও প্রার্থী মুনমুন সেনের দেখা পাওয়া যায় না।

দুপুরের পর মুনমুনের দেখা পাওয়া গেলে তাকে সামগ্রিক পরিস্থিতির ব্যাপারে জানানো হয়। বাবুলের নিগৃহীত হবার ঘটনা জানালে তিনি বিরক্তি প্রকাশ করেন এবং এসবের কিছু জানেন না বলে তিনি জানান। উল্টে তিনি জানান, সকালে বেড টি না পেলে তার ঘুম ভাঙে না।

আরও পড়ুনঃ বুধবার বাংলায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ফনি, টানা তিনদিন ধরে প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা

বেড টি পেতে দেরি হয়ে গিয়েছিল বলে তিনি এসবের খবর রাখেন নি বলে জানান তিনি। উল্টে পরিস্থিতির গুরুত্ব যাচাই না করেই তৃণমূলের নিশ্চিত জয়ের আশা প্রকাশ করেন তিনি।

একটি লোকসভা কেন্দ্রের প্রার্থীর এরকম কান্ডজ্ঞানহীন মন্তব্য দেখে প্রশ্ন তুলতে শুরু করেন বিভিন্ন রাজনৈতিক দল থেকে সাধারণ নাগরিক। আর এই নিয়েই এবার মুনমুনকে কটাক্ষ করলেন স্বস্তিকাও। পাল্টা মুনমুন কি বলেন সেটাই এখন দেখার।

]]>
ঘাসফুলে ভোট দিলে শান্তি পাবে মায়ের আত্মা, সুচিত্রার নাম করে ভোট প্রার্থনা মুনমুনের https://thenewsbangla.com/moon-moon-sen-asks-vote-for-mother-suchitra-sens-spirit-will-be-in-peace/ Fri, 05 Apr 2019 15:45:13 +0000 https://www.thenewsbangla.com/?p=10116 ঘাসফুলে ভোট দিলে শান্তি পাবে মায়ের আত্মা, সুচিত্রার নাম করে ভোট প্রার্থনা আসানসোলের তৃণমূল প্রার্থী মুনমুন সেনের। আর এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক। বিজেপির তরফ থেকে তীব্র প্রতিবাদ জানান হয়েছে এই নিয়ে।

আরও পড়ুনঃ চিত্র পরিচালক, লেখক ও বিজ্ঞানীদের পর এবার ৬০০ নাট্যকর্মী ঘৃণার রাজনীতির বিরুদ্ধে

ভোট প্রচারে মায়ের নাম খাটিয়ে ভোট চাইলেন আসানসোলের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন সেন। বৃহস্পতিবার আসানসোলের একটি নির্বাচনী জনসভায় মুনমুন জনসাধারণের উদ্দেশ্যে বলেন, তারা যেন তৃণমূল কংগ্রেসের প্রতীক ঘাসফুলে ভোট দেয়। তাহলেই তার মা সুচিত্রা সেনের আত্মা শান্তি পাবে।

আরও পড়ুনঃ চিত্র পরিচালক ও লেখকদের পর ঘৃণার রাজনীতি নিয়ে সরব দেশের সেরা বিজ্ঞানীরা

উল্লেখ্য, গতকালই ছিল বাংলার মহানায়িকা সুচিত্রা সেনের জন্মদিন। আর জন্মদিনেই সুচিত্রা সেনের আবেগকে কাজে লাগালেন আসানসোলের তৃণমূল প্রার্থী। এবারে তার মায়ের জন্মদিন জনসাধারণের সাথে ভাগ করে কাটাবেন বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুনঃ ঘৃণার রাজনীতির বিরুদ্ধে ভোট দেওয়ার আবেদন জানালেন দেশের ২০০ জন লেখক

কিন্তু মহানায়িকা তো কোনও দলের নন। যেকোনও রাজনৈতিক মতামত নির্বিশেষে আমজনতার মধ্যে তিনি সমান জনপ্রিয়৷ রাজনীতির মঞ্চে প্রয়াত মহানায়িকার নাম নিয়ে ভোট প্রার্থনাকে রাজনৈতিক দেউলিয়াপনা বলে মন্তব্য করেছে বিরোধীরা।

আরও পড়ুনঃ কেরালার ওয়াইনডে মনোনয়ন জমা দিয়ে আমেঠীতে হার পাকা করল রাহুল

২০১৪ সালেই বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন মুনমুন সেন। কিন্তু ৫ বছরে বাঁকুড়ায় মুনমুনকে নিয়ে বেড়েছে ক্ষোভ। পাওয়ার থেকে না পাওয়ার সংখ্যাই বেশি। এবার মুনমুনকে আসানসোলে গতবারের বিজেপির তফরে নির্বাচিত সাংসদ বাবুল সুপ্রিয়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন মুনমুন।

আরও পড়ুনঃ অগাস্টা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার দুর্নীতিতে ইডির চার্জশিটে সনিয়া ঘনিষ্ঠ আহমেদ প্যাটেল

আর শুরু থেকেই এবার মহানায়িকা সুচিত্রা সেনকে সামনে রেখে ভোট যুদ্ধে নেমেছেন মেয়ে মুনমুন। লোকসভাতে ৫ বছরে পারফরম্যান্স শুন্য হওয়াতেই মহানায়িকা সুচিত্রা সেনকে নিয়ে টানাটানি করতে হচ্ছে প্রার্থীকে, এমনটাই অভিযোগ বিজেপির তরফ থেকে। নিজের মায়ের কথা বলে কোন অন্যায় করেননি মুনমুন, পরিস্কার জানিয়ে দিয়েছে তৃণমূল।

আরও পড়ুনঃ প্রথম দফার ভোটে বাংলায় অতিরিক্ত পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করল কমিশন

সবমিলিয়ে এবার বাংলা ফিল্মে চর্চার মতই ভোট যুদ্ধেও আছেন সুচিত্রা সেন। এখন দেখার মহানায়ক উত্তমকুমারকেও কেউ ভোট যুদ্ধে নামায় কিনা। তাহলে পর্দা থেকে ভোটে ফিরবে স্বর্ণ যুগের সেই অবিস্মরণীয় জুটি। আপাতত মমতার হয়ে আসানসোলের ভোটে পথে একাই লড়ে যাচ্ছেন মহানায়িকা সুচিত্রা সেন।

আরও পড়ুনঃ মমতার দাবি না মেনে জঙ্গলমহল থেকে ৩০ কোম্পানি বাহিনী তুলছে নির্বাচন কমিশন

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
মুনমুন সেনকে দাঁড় করিয়ে আসানসোলে কি বাবুল সুপ্রিয়কে ওয়াকওভার দিলেন মমতা https://thenewsbangla.com/mamata-banerjee-select-moon-moon-sen-and-gave-walkover-to-babul-supriyo-in-asansol/ Tue, 12 Mar 2019 16:02:41 +0000 https://www.thenewsbangla.com/?p=8241 ২০১৪ দোলা সেন। ২০১৯ মুনমুন সেন। ফের একবার আসানসোলে কোন রাজনৈতিক নেতা বা স্থানিয় কোন নেতাকে লোকসভা ভোটে না দাঁড় করিয়ে কি ফের বড় ভুল করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? রাজনৈতিক মহলে এমন প্রশ্নই ইতিমধ্যেই উঠে গেছে। মুনমুন সেনকে দাঁড় করিয়ে আসানসোলে কি বাবুল সুপ্রিয়কে ওয়াকওভার দিলেন মমতা? আসানসোলে ফের ৫ বছর আগের প্রশ্ন ঘোরা ফেরা করছে।

আরও পড়ুনঃ সমস্ত তর্জন গর্জন সার, তৃণমূলের বাতিল সাংসদকে দলে নিয়ে মুখ রক্ষা মুকুলের

২০১৪ সালে দোলা সেনকে দাঁড় করিয়ে নেতা কর্মীদের বিরাগভাজন হয়েছিলেন নেত্রী মমতা। প্রকাশ্যে কেউ কিছু না বললেও, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা গিয়েছিল ভোটের ফলে। তৃণমূলের দোলা সেনকে হারিয়ে আসানসোল লোকসভা আসন জয় করেছিলেন বিজেপির বাবুল সুপ্রিয়। প্রথমবার ভোটে দাঁড়িয়েই বাজিমাত করেছিলেন গায়ক বাবুল। তবে তাতে বাবুল বা বিজেপির কৃতিত্ব যত না ছিল তার চেয়েও বেশি ছিল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব।

আরও পড়ুনঃ লাস্যময়ী নুসরত ও সুন্দরী মিমিই এবার মমতার চমক

ভোটে দোলা সেন হেরে যাবার পর মলয় ঘটক থেকে শুরু করে সব তৃণমূল নেতাই মমতার কোপে পরেছিলেন। এত কিছুর পরেও ফের সেই একই ভুল মমতা কেন করলেন? আসানসোল তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, গতবারের সেই একই ভুল ফের মমতা করায় ফের অসন্তোষ জেলা তৃণমূলে।

আরও পড়ুনঃ প্রচুর চমক, রাজ্যের ৪২টি আসনে তৃণমূল কংগ্রেসের ৪২জন প্রার্থী কে কে

এমনিতেই বাঁকুড়া লোকসভায় বহুবছরের সাংসদ সিপিএমের বাসুদেব আচারিয়া হারিয়ে লোকসভায় যাওয়ার পর থেকে আর নিজের কেন্দ্রের দিকে কোনদিন পা বাড়াননি সাংসদ মুনমুন সেন, এমনটাই শেষ ৫ বছরে অভিযোগ ছিল। দরকারের কোন কাজে সাংসদকে পাওয়া যায় না, অভিযোগ ছিল জেলা প্রশাসনের কর্তাদেরও।

আরও পড়ুনঃ পুলিশে ভরসা নেই, একমাস আগেই বাংলায় কেন্দ্রীয় বাহিনী

মমতার খাতায় মুনমুন সেনের পারফরমেন্স ও ছিল শুন্য। সন্ধ্যা রায়ের সঙ্গে মুনমুন সেনও যে এবার প্রার্থী তালিকা থেকে বাদ চলে যাচ্ছেন রাজনৈতিক মহলে এমনটাই ছিল খবর। কিন্তু প্রার্থী তালিকা ঘোষণা হবার পর দেখা গেল, মমতা সেই মুনমুনকেই বাঁকুড়া থেকে তুলে এনে গুঁজে দিলেন আসানসোলে। জিতেন্দ্র তিওয়ারি দাঁড়ালে আসানসোলে নন বেঙ্গলি ভোট বাবুলের থেকেও কাড়তে পারতেন তিনি।

আরও পড়ুনঃ বাংলার কোন লোকসভা আসনে কবে ভোট দেখে নিন

খবর ছিল, আসানসোলের মেয়র ও বলিষ্ঠ নেতা জিতেন্দ্র তিওয়ারিই এবার আসানসোল লোকসভার প্রার্থী হবেন। মমতা জানিয়েওছিলেন যে, এবার রাজনৈতিক নেতাদেরই বেশি গুরুত্ব দেওয়া হবে। ফলে সবাই ভেবেছিলেন যে দাপুটে নেতা জিতেন্দ্র তিওয়ারিই হবেন এবার তৃণমূলের প্রার্থী। সেক্ষেত্রে এই আসনে বাবুলকে হারিয়ে তিনিই জিতবেন সেটাও ছিল অনেকটাই পরিষ্কার। ভোট বিশেষজ্ঞরা তেমনটাই মনে করছিলেন।

আরও পড়ুনঃ লোকসভা ভোটের আগে পাকিস্তানে ফের একটা সার্জিক্যাল স্ট্রাইক হবে

তবে তৃণমূল সূত্রে যেটা জানা যাচ্ছে, এখানেও সেই গোষ্ঠী দ্বন্দ্ব এরই খেলা। জেলার দায়িত্বে থাকা মন্ত্রী অরুপ বিশ্বাস ও তৃণমূলের একটা গোষ্ঠী চাইছিলেন মেয়র জিতেন্দ্র তিওয়ারিকে। আবার মলয় ঘটক সহ অন্য একটি লবি চাইছিল না জিতেন্দ্র তিওয়ারিকে। ফলে দুপক্ষকেই বাগে আনতে সেই ২০১৪ সালের মতই একই দাওয়াই নিলেন মমতা। বাবুলকে হারাতে দাঁড় করিয়ে দিলেন মুনমুনকে।

আরও পড়ুনঃ গেরুয়া ভোটে থাবা বসাতে অধিকাংশ আসনেই ব্রাহ্মণ প্রার্থী ঘোষণা দলিত নেত্রী মায়াবতীর

এবার মুনমুন সেনকে দাঁড় করিয়ে ফের লড়াইয়ে যে বিজেপি আর বাবুল সুপ্রিয়কেই যে ওয়াক ওভার দিলেন মমতা এমনটাই বলছে রাজনৈতিক মহল। এক সেনকে জিততে দেয়নি আসানসোল ও তৃণমূল নেতারাই। আরেক সেনকেও কি আসানসোল থেকে খালি হাতেই ফিরতে হবে? উত্তর জানা যাবে ২৩মে। তবে এই লড়াইয়ে যে আপাতত কিছুটা হলেও এগিয়ে গেলেন বাবুল সুপ্রিয়, এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের পাশাপাশি আসানসোল তৃণমূল কংগ্রেসও।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>