Modi’s BJP – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 23 Apr 2019 07:57:51 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Modi’s BJP – The News বাংলা https://thenewsbangla.com 32 32 বিজেপিতে যোগ দিলেন বলিউডের অ্যাকশন হিরো সানি দেওল https://thenewsbangla.com/actor-sunny-deol-joins-modis-bjp-likely-to-contest-from-gurdaspur/ Tue, 23 Apr 2019 07:57:51 +0000 https://www.thenewsbangla.com/?p=11499 বিজেপিতে যোগ দিলেন বলিউডের মোস্ট অ্যাকশন হিরো সানি দেওল। বেশ কিছুদিন ধরেই সানি দেওলের বিজেপিতে যোগদানের সম্ভাবনা ঘিরে জল্পনা চলছিল। অবশেষে মঙ্গলবারই লোকসভা ভোটের তৃতীয় দফা নির্বাচনের মধ্যেই আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগদান করলেন তিনি।

গত রবিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সাথে সাক্ষাৎ করেন সানি দেওল। সাক্ষাৎকারের ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বিজেপিতে যোগদানের সম্ভাবনার কথা উড়িয়ে দেন। সাক্ষাতকারকে নেহাতই সৌজন্যমূলক বলে মন্তব্য করেন তিনি।

অবশেষে সমস্ত জল্পনার অবশেষে আজই দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল ও প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনের উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দেন। বিজেপিতে যোগ দিয়েই তিনি বলেন, তাঁর বাবা প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর গুণমুগ্ধ ভক্ত ছিলেন এবং তিনি প্রধানমন্ত্রীর সাথে কাজও করেছেন। সেখান থেকেই অনুপ্রেরণা পেয়ে সানি দেওল বিজেপিতে যোগ দিয়েছেন বলে জানান তিনি। কাজের মাধ্যমেই তিনি নিজেকে রাজনীতিতে উপযুক্ত বলে প্রমান করবেন বলে প্রতিজ্ঞা করেন তিনি।

আরও পড়ুনঃ গোমূত্র সেবনে সেরেছে ব্রেস্ট ক্যান্সার, বিতর্কিত দাবি সাধ্বী প্রজ্ঞার

গতকালই বিজেপিতে যোগ দেন নামী হেয়ার স্টাইলিস্ট জাভেদ হাবিব। বিজেপিতে যোগ দিয়ে তিনি উচ্ছ্বাস প্রকাশ করে জানান, নরেন্দ্র মোদীই তাঁর রাজনীতিতে যোগদানের পেছনে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছেন। বিগত ৫ বছরে নরেন্দ্র মোদীর হাতে ভারতের যে পরিবর্তন এবং অগ্রগতি লক্ষ্য করেছেন, তাতে তিনি আপ্লুত। স্বাভাবিকভাবেই তারকাদের নিজেদের দলে পেয়ে যথেষ্ট উচ্ছ্বসিত গেরুয়া শিবির।

বলিউডের মোস্ট অ্যাকশন হিরো সানি দেওল এবারেই কোন একটি আসন থেকে দাঁড়াবেন বলেই ম্নে করছে রাজনৈতিক মহল। গেরুয়া শিবিরে বলিউডের নায়ক নায়িকাদের সংখ্যা ক্রমশ বাড়ছে।

আরও পড়ুনঃ সন্ত্রাসবাদীদের আইইডির থেকেও শক্তিশালী ভোটার আইডি, বললেন মোদী

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
রাহুলের কংগ্রেস মোদীর বিজেপির বি টিম বলে কটাক্ষ মুখ্যমন্ত্রীর https://thenewsbangla.com/delhi-cm-arvind-kejriwal-lashes-out-at-congress-calls-it-b-team-of-modis-bjp/ Tue, 05 Mar 2019 18:40:44 +0000 https://www.thenewsbangla.com/?p=7610 কংগ্রেসকে বিজেপির বি টিম বলে কটাক্ষ কেজরিওয়ালের। এদিকে অধরাই থেকে গেলো দিল্লিতে আপ-কংগ্রেসের জোট। মঙ্গলবার দিল্লিতে রাহুল গান্ধীর উপস্থিতিতে দলীয় কমিটির বৈঠকে জোটের সম্ভাবনার কথা সম্পূর্ণ উড়িয়ে দেন দিল্লি প্রদেশ কংগ্রেসের সভানেত্রী তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত। অন্যদিকে জোটের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালও। এরপরেই রাহুলের কংগ্রেস মোদীর বিজেপির বি টিম বলে কটাক্ষ করেন দিল্লির মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ নরেন্দ্র মোদীর প্রশংসা করে দল থেকে বরখাস্ত নেতা

বিজেপিকে সরাতে বিরোধী দলগুলোর এই মুহূর্তে সবচেয়ে বড় দাবি মোদী বিরোধী মহাজোট গড়ে তোলা। তার জন্য যে যে লোকসভা এলাকায় যে দল শক্তিশালী, মোদী বিরোধী দলগুলোকে সেখানে সেই দলকেই সমর্থন করার কথা বলা হচ্ছে বিরোধী দলগুলোর তরফে। এই সূত্রকে কাজে লাগাতে প্রায়ই অগ্রনী ভূমিকা নিয়েছেন কেজরিওয়াল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল দিল্লিতে এই সূত্র প্রয়োগ করে কংগ্রেসকে বারবার কাছে টানতে চেয়েছেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুনঃ পুলওয়ামা জঙ্গিহানাকে দুর্ঘটনা বলে দেশ ও সেনাকে অপমান

এই সংক্রান্ত আলোচনার জন্য মঙ্গলবার দিল্লিতে রাহুল গান্ধীর উপস্থিতিতে দলীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু সেখানে জোটের সম্ভাবনার কথা সম্পূর্ণ উড়িয়ে দেন দিল্লি প্রদেশ কংগ্রেসের সভানেত্রী তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত।

আরও পড়ুনঃ ভোটের আগে ভারতবাসীকে নতুন উপহার মোদীর

রাহুল গান্ধী এর আগেও দিল্লিতে একা লড়ার পক্ষে ছিলেন। আম আদমি পার্টির তরফে একাধিকবার কংগ্রেসের সাথে জোট করার প্রস্তাব দেওয়া হলেও সেই প্রস্তাবকে বিশেষ গুরুত্ব দেয়নি কংগ্রেস। এবার তারা পরিষ্কারভাবেই জানিয়ে দিল, আপের সাথে কোনও প্রকার আসন সমঝোতায় যাচ্ছে না কংগ্রেস।

আরও পড়ুনঃ ভারতের চাপে মাথা নত করল পাকিস্তান

কেজরীওয়ালের আম আদমি পার্টি যদিও এখনো সম্ভাবনার দিক খোলা রাখছে। দিল্লিতে ৭টি লোকসভা আসনের মধ্যে আম আদমি পার্টি ৬টিতেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে। জোট হলে বাকী ১টি আসন কংগ্রেসকে ছাড়া হতে পারে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে অতিরিক্ত ১টি আসনও কংগ্রেসকে ছাড় দিতে পারে আপ। কিন্তু জোট হলে কংগ্রেস ৪-৩ আসন চায় যা মানতে নারাজ আপ।

আরও পড়ুনঃ মোদীকে হত্যা কর, কংগ্রেস নেতার প্রকাশ্য নির্দেশ

লোকসভা ভোটের কথা মাথায় রেখে জোটের প্রস্তাব দেওয়া হলেও আপের ওপর ক্ষুব্ধ দিল্লির কংগ্রেস। কোনও অবস্থাতেই জোট না হওয়ায় কেজরিওয়াল কংগ্রেসকেই কটাক্ষ করেন। তার মতে, মোদী বিরোধী জোটে আপের সাথে না থেকে প্রকারান্তরে বিজেপিকে সুবিধা করে দিচ্ছে কংগ্রেস, যে কারনে কংগ্রেসকে বিজেপির বি টিম বলে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি।

আরও পড়ুনঃ জঙ্গিদের সরাসরি সেনাবাহিনীতে নিচ্ছে ইমরানের পাকিস্তান

উল্লেখ্য, ২০১৩ সালে দিল্লি বিধানসভার ভোটে কংগ্রেসকে সরিয়ে ক্ষমতায় আসে আপ। প্রাথমিকভাবে আপের সংখ্যাগরিষ্ঠতা না থাকায় কংগ্রেসকে সাথে নিয়ে সরকার চালাতে হয়। এরপর মাত্র ৪৯ দিনের মাথায় সরকার ভেঙ্গে দেন কেজরিওয়াল।

আরও পড়ুনঃ ম্যাডাম খুব তাড়াতাড়ি যুদ্ধ বিমানে বসতে চাই, নির্মলাকে অভিনন্দন

এরপর ২০১৫ সালে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দিল্লি বিধানসভার ৭০টির মধ্যে ৬৭টি আসন দখল করে ক্ষমতায় আসে আম আদমি পার্টি। কংগ্রেস একটিও সিট পায়নি। এদিকে ২০১৪ লোকসভা ভোটে আপ ভালো সংখ্যক ভোট পেলেও আপ বা কংগ্রেস কেউই কোনো আসন জিততে পারেনি। এবার ত্রিমুখী লড়াইয়ে বিজেপির কতটা সুবিধা হয় সেটাই এখন দেখার।

আরও পড়ুনঃ মুম্বাই হামলার মত ফের জলপথে জঙ্গি হামলার ছক
আরও পড়ুনঃ ভারতীয় সাবমেরিনের ভয়ে কাঁপছে পাকিস্তান

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
বাংলায় দুর্গা পুজো বন্ধ করার চক্রান্ত করছে মোদীর বিজেপি, মারাত্মক অভিযোগ মমতার https://thenewsbangla.com/modis-bjp-plotting-to-stop-durga-puja-in-bengal-a-serious-allegation-by-mamata-banerjee/ Fri, 11 Jan 2019 15:55:52 +0000 https://www.thenewsbangla.com/?p=5499 The News বাংলা: “বাংলায় দুর্গা পুজো বন্ধ করার চক্রান্ত করছে মোদীর বিজেপি”, শুক্রবার বারাসতে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আয়কর দফতর কলকাতার দুর্গা পুজো কমিটিগুলিকে নোটিশ দিয়ে ডেকে পাঠানোর প্রসঙ্গ তুলে এই মন্তব্য করেন মমতা।

আরও পড়ুনঃ আয়কর দফতরের নোটিশ, মাথায় হাত কলকাতার পুজো উদ্যোক্তাদের

শুক্রবার বারাসতে জনসভায় মমতা প্রশ্ন তোলেন, “দুর্গাপুজোয় কারা চাঁদা দেয়”। তিনি জানান, “সাধারণ মানুষ দুর্গা পুজোয় চাঁদা দেয়। সেই টাকায় বাংলায় বড় উৎসব হয়। তিনি অভিযোগ করেন, “বাংলার বড় উৎসব তথা দুর্গাপুজোকে আমরা বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছি। আর তাই দুর্গাপুজো বন্ধ করার চক্রান্ত করছে বিজেপি সরকার”।

বাংলায় দুর্গা পুজো বন্ধ করার চক্রান্ত করছে মোদীর বিজেপি, মারাত্মক অভিযোগ মমতার/The News বাংলা
বাংলায় দুর্গা পুজো বন্ধ করার চক্রান্ত করছে মোদীর বিজেপি, মারাত্মক অভিযোগ মমতার/The News বাংলা

কলকাতার ৪০টি পুজো উদ্যোক্তাদের নোটিশ দিয়ে দফতরে দেখা করার নির্দেশ দিয়েছে আয়কর দফতর। ২ দিন ধরে আয়কর দফতরে হাজিরাও দিয়েছেন কলকাতার বিভিন্ন পুজো আয়োজকরা। এই প্রসঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, “ক্লাবগুলো কি লাভ করার জন্য দুর্গাপুজো করে”? তিনি পুজো উদ্যোক্তাদের বলেন, আয়কর দফতর ডাকলে কোনও ক্লাব যেন না যায়। একটা ক্লাবের গায়ে হাত পড়লে আমরা ছেড়ে দেব না।

আরও পড়ুনঃ

ভারতের কৃষকের মেয়ে আইএমএফের প্রধান অর্থনীতিবিদ

ভারতীয় সেনাবাহিনীতে ‘ভাবনার বিপ্লব’ ভাবনা কস্তুরীর হাত ধরে

দুর্গা পুজো বন্ধ করার চেষ্টা করছে মোদীর বিজেপি। তাই আয়কর দফতরকে বিনা কারণে দুর্গা পূজার পিছনে লাগিয়েছে বলেই অভিযোগ করেন মমতা। তিনি আরও বলেন যে, দুর্গাপুজো বন্ধ করার এই চেষ্টা ২০১৯-এর লোকসভা নির্বাচনে বুমেরাং হয়ে ফিরে আসবে।

বাংলায় দুর্গা পুজো বন্ধ করার চক্রান্ত করছে মোদীর বিজেপি, মারাত্মক অভিযোগ মমতার/The News বাংলা
বাংলায় দুর্গা পুজো বন্ধ করার চক্রান্ত করছে মোদীর বিজেপি, মারাত্মক অভিযোগ মমতার/The News বাংলা

মমতা বলেন, বাংলার দুর্গাপুজো যদি বন্ধ করার চেষ্টা হয়, কোনও পুজো উদ্যোক্তার গায়ে যদি হাত পড়ে, তবে তার ফল হবে খুব খারাপ। বাংলার মানুষ, দেশের মানুষ মোদীবাবু বিজেপিবাবুদের ছাড়বে না। প্রতিহিংসার রাজনীতি বুমেরাং হয়ে ফিরে আসবে।

আরও পড়ুনঃ

সিবিআই থেকে দমকলে বদলি, প্রতিবাদে চাকরি ছাড়লেন আইপিএস

ঘুষ নেবার দায়ে সিবিআই হাতে গ্রেফতার হবেন সিবিআই এরই স্পেশ্যাল ডিরেক্টর

নরেন্দ্র মোদী সরকারের ইচ্ছে বহাল, ফের অপসারিত সিবিআই প্রধান

৪০টি বড় পুজোর কর্তারা পেয়েছেন আয়কর দফতরের নোটিশ। কেন কোটি কোটি টাকা আয় ও খরচা করার পরেও এক টাকাও আয়কর দেন না, টিডিএস জমা করেন না পুজো আয়োজকরা, প্রশ্ন আয়কর দফতরের। ২০১৮ সালের পুজোর সব হিসাব নিয়ে আয়কর দফতরে দেখা করার নির্দেশ পান কলকাতার ৪০টি পুজো। দেখাও করেছেন তাঁরা।

আয়কর দফতরের নোটিশ, মাথায় হাত কলকাতার পুজো উদ্যোক্তাদের/The News বাংলা
আয়কর দফতরের নোটিশ, মাথায় হাত কলকাতার পুজো উদ্যোক্তাদের/The News বাংলা

তৃণমূলের নেতারা কেউ কেউ আবার এর পিছনে রাজনীতির অঙ্কও দেখছেন। কারণ, কলকাতার প্রধান পুজোগুলির বেশির ভাগেরই উদ্যোক্তা হয় রাজ্যের মন্ত্রী। নয়তো তৃণমূলের প্রথম সারির নেতা। অনেকের আবার সভাপতি তৃণমূল নেতা মন্ত্রী। তাঁদের চাপে রাখতেও আয়কর দফতর এমন পদক্ষেপ করে থাকতে পারে বলে মনে করছেন অনেকে।

আরও পড়ুনঃ

অশ্লীল গালাগাল দেবার জন্যই যুবককে নিজেদের ব্যক্তিগত গ্রুপে যোগ করেন নন্দিনী

প্রকাশ্যে গ্রুপ চ্যাট রেকর্ডিং, জেলাশাসকের স্ত্রীর ভাষাও সমান অশ্লীল

শুধু বাংলার দুর্গা পুজোয় কেন নজর দিল আয়কর দফতর, সেই প্রশ্নও তুলছেন পুজো উদ্যোক্তারা। তাঁদের মতে, ‘মুম্বইয়ের গণেশপুজোয় তো এর থেকে অনেক বেশি খরচা হয়। সেখান থেকে কি কর চাওয়া হয়’? প্রশ্ন তৃণমূল নেতাদের।

পুজোর সঙ্গে তৃণমূল নেতারা সবাই জড়িত, তাই দেশের সব পুজোকে ছেড়ে বাংলার দুর্গা পুজোকে টার্গেট করেছে কেন্দ্রীয় সরকার, অভিযোগ করেছিলেন তৃণমূলের নেতারা। শুক্রবার আরও একধাপ এগিয়ে, ‘বাংলায় দুর্গা পুজো বন্ধ করার চক্রান্ত করছে মোদীর বিজেপি’, মারাত্মক অভিযোগ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ

একদিনে বহিষ্কৃত দুই তৃণমূল সাংসদ, দিদিকে ছেড়ে মোদীর দলে আর কে কে

মমতার বাছাইয়ে কারা হবেন বাংলার ৪২টি লোকসভা আসনের তৃণমূল প্রার্থী

ঐতিহাসিক কুম্ভমেলা সম্পর্কে একনজরে সব কিছু জেনে নিন

কুম্ভমেলায় বিশ্বরেকর্ড গড়ল যোগীর রাজ্য, তৈরি হল আস্ত একটা শহর

মোদীর প্রকল্পে আর টাকা দেবেন না মমতা, কেন্দ্র রাজ্য সম্পর্ক তলানিতে

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
একদিনে বহিষ্কৃত দুই তৃণমূল সাংসদ, দিদিকে ছেড়ে মোদীর দলে আর কে কে https://thenewsbangla.com/two-tmc-mp-expelled-in-a-day-who-are-next-to-modis-bjp-from-mamatas-tmc/ Wed, 09 Jan 2019 12:36:51 +0000 https://www.thenewsbangla.com/?p=5388 The News বাংলাঃ একই দিনে বহিষ্কৃত দুই তৃণমূল সাংসদ। বিষ্ণুপুরের তৃণমূল সাংসদ সৌমিত্র খাঁন ও বোলপুরের তৃণমূল সাংসদ অনুপম হাজরাকে বহিষ্কৃত করল তৃণমূল কংগ্রেস। এদের মধ্যে সৌমিত্র খাঁন ইতিমধ্যেই বিজেপিতে যোগ দিয়েছেন। অনুপম হাজরাও বিজেপিতে যাবেন যে কোন দিন। প্রশ্ন উঠেছে সৌমিত্র খাঁন ও অনুপম হাজরার পর আর কোন কোন তৃণমূল নেতা বিজেপির দিকে পা বাড়িয়ে আছেন, উঠে গেছে প্রশ্ন।

একই দিনে বহিষ্কৃত দুই তৃণমূল সাংসদ। একই দলের দুই সাংসদ একই দিনে বহিষ্কৃত, ভারতীয় রাজনীতিতে খুব একটা উদাহরণ নেই। সেটাই করল মমতার তৃণমূল কংগ্রেস। একই দিনে বহিষ্কৃত বিষ্ণুপুরের তৃণমূল সাংসদ সৌমিত্র খাঁন ও বোলপুরের তৃণমূল সাংসদ অনুপম হাজরা। এদিকে মুকুল রায়ের হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ছেড়ে আগেই নরেন্দ্র মোদীর দলে বাঁকুড়ার বিষ্ণুপুরের তৃণমূল সাংসদ।

আরও পড়ুনঃ

লোকসভা ভোটের আগেই মমতার ঘর ভাঙছেন মুকুল, সৌমিত্রকে দিয়ে শুরু

বাংলায় রাস্তায় বিজেপির রথ চলবে কিনা ঠিক হবে আগামী মঙ্গলবার

Exclusive: লোকসভা ভোটের আগে মমতার পুলিশে ব্যপক রদবদল, ১২০ অফিসার বদলি

বউ অদল বদল, বিকৃত যৌনাচারে ধর্ষণের অভিযোগ গৃহবধূর

বহিষ্কৃত হবার আগেই, বুধবারই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন সৌমিত্র খাঁন। সেই দল পরিবর্তনকে সাপোর্ট করে টুইট করায়, দলের কালো তালিকায় থাকা সাংসদ অনুপম হাজরাকেও বহিষ্কৃত করে তৃণমূল। তিনিও যে কোন দিন যোগ দেবেন বিজেপিতে। আরও পাঁচ-ছয় জন তৃণমূল নেতা লোকসভার আগেই বিজেপিতে যোগ দেবেন বলে আভাস দিয়েছেন মুকুল রায়।

প্রশ্ন উঠেছে, মুকুল রায় আর কার কার ব্যপারে কথা বললেন? সৌমিত্র খাঁন ও অনুপম হাজরার পর আর কোন কোন তৃণমূল নেতা বিজেপির দিকে পা বাড়িয়ে আছেন? লোকসভা ভোটের আগে আর কোন কোন নেতা দিদির হাত ছেড়ে মোদীর হাত ধরতে চলেছেন? জানা গেছে, লোকসভা ভোটের আগে তৃণমূল সাংসদদেরই দলে টানার চেষ্টায় মুকুল রায়। আর কে কে আছেন মুকুলের টার্গেটে?

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, সৌমিত্র খাঁন ও অনুপম হাজরার পর তৃণমূল ছেড়ে বিজেপিতে যেতে পারেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদীও। তিনি বিজেপির দিকে পা বাড়িয়ে আছেন বলেই জানা গেছে। রাজধানী সূত্রে খবর, বাংলা থেকেই ভোটে দাঁড়াবেন দীনেশ ত্রিবেদী। রাজ্য থেকে জিতে যেতে পারলে আর বিজেপি ক্ষমতায় এলে কেন্দ্রে আবার মন্ত্রীও হতে পারেন দীনেশ ত্রিবেদী। এমনটাই খবর দিল্লি বিজেপি সূত্রে। ব্যারাকপুর থেকেই ঘাসফুল ছেড়ে পদ্মে দাঁড়াতে পারেন বলে জোর খবর।

আরও পড়ুনঃ

কুম্ভমেলায় বিশ্বরেকর্ড গড়ল যোগীর রাজ্য, তৈরি হল আস্ত একটা শহর

সোনিয়া রাহুলকে ১০০ কোটি টাকা আয়কর ফাঁকি দেওয়ার নোটিশ

গুরুবারে শুরু অযোধ্যায় রাম মন্দির বাবরি মসজিদ শেষ লড়াই

উচ্চবর্ণের গরীব হিন্দুদের জন্য সংরক্ষণ মোদীর, দেশ জুড়ে বিতর্ক

তৃণমূল থেকে বিজেপিতে যেতে পারেন হুগলীর তৃণমূল সাংসদ রত্না দে নাগও। ঘাস ফুল ছেড়ে পদ্ম ফুলে যেতে পারেন হুগলীর আরামবাগের তৃণমূল সাংসদ অপরুপা পোদ্দারও। সৌমিত্র খাঁন ও অনুপম হাজরার পর মুকুল রায়ের লিস্টে দীনেশ ত্রিবেদী, রত্না দে নাগ, অপরুপা পোদ্দার সহ মোট ৫-৬ জন তৃণমূল সাংসদ এর নাম আছে।

শোনা যাচ্ছে বাঁকুড়ার তৃণমূল সাংসদ মুনমুন সেন ও মেদিনীপুরের তৃণমূল সাংসদ সন্ধ্যা রায়ও আর টিকিট পাবেন না জেনে যোগাযোগ রাখছেন মুকুল রায়ের সঙ্গে। যদি দল বদলে লোকসভার টিকিট পাওয়া যায়। এরকম আরও কিছু নাম আছে যারা টিকিট পাবেন না জেনেই যোগাযোগ বাড়াচ্ছেন মুকুল রায়ের সঙ্গে। তবে তৃণমূলের এইসব সাংসদদের নিয়ে দলের কোন লাভ হবে না বলেই মনে করছেন দিলিপ ঘোষ অনুগামীরা।

ইতিমধ্যেই এঁদের সবার সঙ্গে কথা বলছেন মুকুল রায়। তবে, সব তৃণমূল সাংসদই এই খবর অস্বীকার করেছেন। নাম বলতে না চাইলেও, ৫-৬ জন তৃণমূল সাংসদ ভোটের আগেই তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে নাম লেখাবেন, দাবি মুকুল রায়ের। মুকুল রায় কতজনকে লোকসভা ভোটের আগে দিদির দল থেকে ভাঙাতে পারেন সেটাই এখন দেখার।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>