Modi vs Rahul – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 11 Apr 2019 16:58:54 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Modi vs Rahul – The News বাংলা https://thenewsbangla.com 32 32 যোগীর রাজ্যে ‘স্নাইপার হাতে খুনি’র নিশানায় রাহুল https://thenewsbangla.com/modi-govt-says-green-light-aimed-at-rahul-gandhi-was-from-camera-not-from-sniper/ Thu, 11 Apr 2019 16:31:19 +0000 https://www.thenewsbangla.com/?p=10657 সম্প্রতি আমেঠিতে নিজের কেন্দ্রে মনোনয়ন পত্র জমা দেন রাহুল গান্ধী। মনোনয়ন পত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রাহুল। সেখানেই তার মাথায় প্রায় সাতবার সবুজ রঙয়ের লেজার আলো পড়ে। কংগ্রেস বলছে এটি স্নাইপারের বন্দুকের নিশানা হতে পারে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে লেজারের ওই আলোটা স্নাইপারের নয় বরং সবুজ রংয়ের আলোটা মোবাইল ফোন থেকে এসেছে।

আরও পড়ুনঃ সেনার পোশাকে বুথে রাজ্য পুলিশ কর্মী, গাদা বন্দুক নিয়েই ধরা পরে গেলেন

কংগ্রেসের পক্ষ থেকে দলের সভাপতি রাহুল গান্ধীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেয়ার একদিন পর বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কংগ্রেসের এমন অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র দফতরের তরফে জানান হয়েছে ওটা এসেছিল কংগ্রেসেরই এক নেতার মোবাইল ক্যামেরা থেকে।

আরও পড়ুনঃ রণক্ষেত্র কোচবিহার জেলাশাসক দফতর, বিজেপি প্রার্থীর অবস্থান তুলতে বিশাল পুলিশ

বুধবার কংগ্রেসের পক্ষ থেকে বর্ষীয়ান তিন নেতা আহমেদ প্যাটেল, জয়রাম রমেশ ও রণদীপ সিং সুরযেওয়ালা স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে লেখা চিঠিতে জানান, খুব অল্প সময়ের মধ্যে সবুজ রঙের একটি লেজার সাতবার রাহুল গান্ধীর মাথায় পড়ে। এই ঘটনায় রাহুল গান্ধীর জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করেন তারা। এই ঘটনার প্রমাণ সাপেক্ষে রাজনাথ সিংয়ের কাছে একটি ভিডিও ফুটেজও জমা দেন কংগ্রেস নেতারা।

আরও পড়ুনঃ শুধু কোচবিহারে ছাপ্পা ও সন্ত্রাস আটকাতে না পেরে লজ্জায় বিবেক দুবে ও নির্বাচন কমিশন

চিঠিতে তারা দাবি করেন, ওই ভিডিও ফুটেজ বেশ কয়েকজন নিরাপত্তা আধিকারিককে দিয়ে যাচাই করানো হলে তারা জানান, ওই লেজারের উৎস স্নাইপার বন্দুকও হতে পারে। কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে, কংগ্রেস সভাপতিকে হত্যা করার এই আশঙ্কা তৈরি হওয়ায় আমরা শঙ্কিত। চলতি লোকসভা নির্বাচনের কারণে রাহুল গান্ধীর সুরক্ষা নিয়ে আমরা সকলেই চিন্তিত। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর উচিৎ যাতে কংগ্রেস সভাপতির সুরক্ষা আরও জোরদার করা হয়, তা সুনিশ্চিত করা।

আরও পড়ুনঃ রাজ্যের উপর ভরসা করে ডুবল ভারতের নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী না থাকায় সন্ত্রাস

তবে কংগ্রেসের পক্ষ থেকে এমন চিঠি পাওয়া যায়নি বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী এবং তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা জোরদার করতে বিশেষ নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টের নির্দেশে ভবিষ্যতের ভূতকে ২০ লক্ষ টাকা জরিমানা দেবে মমতা সরকার

বিশেষ নিরাপত্তা বাহিনীর প্রধান হিসাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, ভিডিও ফুটেজে শ্রী রাহুল গান্ধীর ওপর যে সবুজ আলো পড়েছে ওটা আসলে একটি মোবাইল ফোনের আলো। এআইসিসির এক ফটোগ্রাফার ভিডিও করার সময় তার মোবাইল থেকে এই আলো রাহুল গান্ধীর ওপর পড়ে। বিশেষ নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে রাহুল গান্ধীকে এই বিষয়টি জানানো হয়েছে।

আরও পড়ুনঃ ভোটের ‘দাওয়াই’ দেওয়ার বেনজির হুমকি রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের

অন্যদিকে কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনার তদন্ত করার দাবি উঠেছে এবং নিরাপত্তা নিয়ে কোনো হুমকি থাকলে সেটি নিরপক্ষেভাবে দেখার আহ্বান জানানো হয়েছে। তবে রাজধানী দিল্লি এখন স্নাইপার বনাম মোবাইল লড়াইয়ে উত্তপ্ত। সোশ্যাল মিডিয়া জুড়ে এখন এই সবুজ আলো আর স্নাইপার বনাম মোবাইল লড়াইয়ে জমজমাট।

আরও পড়ুনঃ কলকাতা নয় কোচবিহার থেকে ভোট মনিটরিং করবেন বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবে
আরও পড়ুনঃ আশ্চর্য কাণ্ড, ভোট শুরু হতেই কোচবিহার থেকে কলকাতায় ফিরলেন বিবেক দুবে

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ভোটের আগে আয়কর হানায় কোটি কোটি টাকা লেনদেনে অভিযুক্ত কংগ্রেস https://thenewsbangla.com/political-row-erupts-over-it-raids-on-congress-leaders-offices-before-election/ Tue, 09 Apr 2019 07:46:00 +0000 https://www.thenewsbangla.com/?p=10340 মধ্যপ্রদেশের পর এবার আয়কর দফতরের নজরে দিল্লি। দিল্লিতে ২৩০ কোটি বেনামি লেনদেনের হদিশ মিলেছে। ভোটের এক দিন আগে আরও বিব্রত কংগ্রেস। কমলনাথের পর অস্বস্তি বাড়ল আহমেদ প্যাটেলের। ভোপালে কালো টাকা কাণ্ডে নাম জড়াল কংগ্রেস নেতা ঘনিষ্ঠদের। হাওয়ালার মাধ্যমে ২০ কোটি টাকার লেনদেন। আয়কর দফতরের নজর তুঘলক রোডের পার্টি অফিসে।

আরও পড়ুনঃ অনুপ্রবেশকে সহ্য করা হবে না, ভোট ইস্তেহারে বলছে বিজেপি

বিপুল পরিমাণ অর্থের একটি অংশ, প্রায় ২০ কোটি টাকা দিল্লিতে একটি রাজনৈতিক দলের অফিসে পাঠানো হচ্ছিল, জানিয়েছে আয়কর দফতর। যা হাওয়ালার মাধ্যমে নয়াদিল্লির তুঘলক রোডের এক সিনিয়র নেতার বাড়ি থেকে রাজনৈতিকদলের সদর দফতরে পাঠানো হচ্ছিল। জানানো হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ডায়রেক্ট ট্যাক্সেস-এর পক্ষ থেকে। যদিও রাজনৈতিক দল এবং তাদের সিনিয়র নেতা সম্পর্কে কোনও তথ্য দেওয়া হয়নি।

আরও পড়ুনঃ মিগ ২১-র হামলায় পাক যুদ্ধবিমান এফ ১৬ ভেঙে পড়ার ব়্যাডার ইমেজ প্রকাশ বায়ুসেনার

কি বলছে আয়কর দফতর, দেখুনঃ

ভোটের আগে আয়কর হানায় কোটি কোটি টাকা লেনদেনে অভিযুক্ত কংগ্রেস/The News বাংলা
ভোটের আগে আয়কর হানায় কোটি কোটি টাকা লেনদেনে অভিযুক্ত কংগ্রেস/The News বাংলা

এই নগদের একটা অংশ কংগ্রেসের দিল্লি সদর দফতরে পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে ২০ কোটি টাকা, যা হাওয়ালা চ্যানেলের মাধ্যমে দিল্লির তুঘলক রোডে কংগ্রেসের প্রবীণ কর্মকর্তার বাড়ি থেকে পাঠানো হয়েছে বলে খবর। আয়কর দফতরের নজরে এবার তুঘলক রোডের পার্টি অফিস।

আরও পড়ুনঃ বিজেপি প্রার্থী বালি ও বৌ নিয়ে পড়েছিলেন, বাঁকুড়ায় ‘অশালিন’ অভিষেক

গত দুদিন ধরে মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গায় হানা দিয়ে আয়কর দপ্তর একটি ‘সুবিস্তৃত’ ও ‘সুসংগঠিত’ চক্রের সন্ধান পেয়েছে। ওই চক্রের সঙ্গে নগদ ২৮১ কোটি টাকা জড়িয়ে রয়েছে যার কোনও হিসাব মেলেনি। আয়কর দপ্তরের পক্ষ থেকে এক বিবৃতিতে এই খবর দেওয়া হয়েছে। মধ্যপ্রদেশ জুড়ে তল্লাশি চালিয়ে ২৮১ কোটির টাকা চোরাচালানের হদিশ পেয়েছে আয়কর দপ্তর।

আরও পড়ুনঃ কেন গ্রেফতার করা হবে না, রাজীব কুমারকে নোটিশ সুপ্রিম কোর্টের

আয়করের দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, বিপুল পরিমাণ টাকার একটা অংশ একটি বড় রাজনৈতিক দলের দিল্লির কার্যালয়ে গিয়েছে। তার মধ্যে ২০ কোটি টাকা দিল্লির তুঘলক রোডের এক গুরুত্বপূর্ণ ব্যক্তির বাড়ি থেকে হাওলার মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে। শুধু নগদ নয়, সাড়ে ১৪ কোটি টাকা মূল্যের বাঘের চামড়া, ২৫২ বোতল মদ এবং কিছু অস্ত্রও উদ্ধার হয়েছে।

আরও পড়ুনঃ সব বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকলে ভোট বন্ধ করে দেবার হুমকি লকেটের

আয়কর দপ্তরের বিবৃতি অনুসারে দুদিনের হানায় যা যা আটক করা হয়েছে, তার মধ্যে রয়েছে বাঘের চামড়া, হিসাব–বহির্ভূত নগদ ১৪.৬০ কোটি টাকা, ২৫২ বোতল মদ এবং কিছু আগ্নেয়াস্ত্র। তার সঙ্গে পাওয়া গিয়েছে হাতে লেখা ডায়েরিতে অর্থ সংগ্রহ এবং অর্থ দেওয়া সংক্রান্ত যাবতীয় তথ্য, কম্পিউটার ফাইল এবং কিছু এক্সেল শিট।

আরও পড়ুনঃ বিজেপির নির্বাচনী ইস্তাহারে কাশ্মীরের ৩৭০ এবং ৩৫ এ নং ধারা বিলোপের প্রতিশ্রুতি

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথের প্রাক্তন ব্যক্তিগত সচিব প্রবীণ কাক্কার এবং প্রাক্তন পরামর্শদাতার বাড়িতে তল্লাশি চলে। ইন্দোর এবং দিল্লিতে দু’‌জনের বাড়িতে হানা দেয় আয়কর দপ্তর। ওই ঘটনার কিছু দিন আগে কর্নাটকে জেডিএস–কংগ্রেস সরকারের সঙ্গে সরাসরি সম্পর্কিত কয়েকজনের বাড়িতে তল্লাশি চালায় দপ্তর। দুটি ঘটনাতেই শাসককে কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিরোধীরা। তাদের অভিযোগ ভোটের আগে কেন্দ্রীয় সরকার ভয় দেখাতে চাইছে।

আরও পড়ুনঃ বাংলায় ভোটে ভোটকর্মীদের কিছু হলে সম্পূর্ণ দায়ি থাকবেন সেই জেলার জেলাশাসক

এরপরেই আয়কর দফতরের নজর পড়ে দিল্লিতে। দিল্লিতে ২৩০ কোটি বেনামি লেনদেনের হদিশ মিলেছে। আয়কর দফতরের নজর তুঘলক রোডের পার্টি অফিসে। ভোটের বাজারে কংগ্রেসকে বদনাম করতে বিজেপি চক্রান্ত করছে, অভিযোগ কংগ্রেসের। আইন আইনের কাজ করছে, বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুনঃ ঘোড়া গাধা খচ্চর বিতর্কের পর গরুর গাড়িতে প্রচার, বিরোধী মতে মরার গাড়িতে তৃণমূল

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
হিন্দু ধর্ম নিয়ে কুৎসা, দেশে বিভেদের রাজনীতি করছেন মোদী, পাল্টা দিলেন রাহুল https://thenewsbangla.com/narendra-modi-is-doing-discrimination-politics-counter-by-rahul-gandhi/ Mon, 01 Apr 2019 13:33:59 +0000 https://www.thenewsbangla.com/?p=9663 সন্ত্রাসবাদের সমালোচনার প্রসঙ্গে “হিন্দু সন্ত্রাস” উল্লেখ করে সংখ্যাগুরু সম্প্রদায়কে অপমান করেছেন রাহুল গান্ধী, সোমবার মহারাষ্ট্রের বিদর্ভে একটি নির্বাচনী জনসভা থেকে এভাবেই কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ আনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসন্ন লোকসভা নির্বাচনে ওই সম্প্রদায় কংগ্রেসকে উচিৎ শিক্ষা দেবে বলেও তিনি মন্তব্য করেন। আর এরপরেই নরেন্দ্র মোদীকে পাল্টা দিলেন রাহুল।

আরও পড়ুনঃ কংগ্রেসের সঙ্গে যুক্ত ৬৮৭ টি ভুয়ো পেজ ওড়াল ফেসবুক

“দেশে বিভেদের রাজনীতি করছেন মোদী”, পাল্টা দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। “প্রধানমন্ত্রী নয়, প্রচারমন্ত্রী তিনি”, মোদীকে কটাক্ষ করে বললেন রাহুল। সোমবার প্রচার সভায় রাহুলের আরও অভিযোগ, “ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে ২০১৪ সালে ক্ষমতায় এসেছিল মোদী সরকার। মোদীর গর্ব সাংঘাতিক এবং ক্ষমতার লোভও রয়েছে, উনি বিশ্বাস করেন সব সমস্যার সমাধান আছে ওনার কাছেই, কারোর সঙ্গে আলোচনাও করেন না”, অভিযোগ রাহুলের। দেশের “প্রধান সমস্যা বেকারত্ব” এর জন্যেও নরেন্দ্র মোদীকেই দায়ী করলেন তিনি।

আরও পড়ুনঃ দলের প্রার্থীকে জেতালেই পুরষ্কার সোনার গহনা, বিদেশ ভ্রমনের টিকিট

রাহুল বলেন, “২০১৪ সালে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন মোদী। দেশের মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে দেওয়া হবে, ২ কোটি চাকরি বাড়বে বাজারে, ১০০ টি স্মার্ট সিটি তৈরি হবে, প্রতিশ্রুতি ছিল এরকম”, কিন্তু কোনটাই হয় নি বলেই জানিয়ে দেন রাহুল।

আরও পড়ুনঃ প্যান কার্ড আধার কার্ড লিংক করিয়েছেন, ৩১শে মার্চ ছিল শেষ দিন

মহারাষ্ট্রের বিদর্ভে জনসভা থেকে সোমবার মোদী বলেন, “হিন্দু টেরর” শব্দ প্রয়োগ করে সংখ্যাগুরু সম্প্রদায়কে অসম্মান করেছে কংগ্রেস। যে সম্প্রদায় শান্তি, ভাতৃত্ব, সম্প্রীতির আদর্শ লালন করে, তাদের সম্পর্কে কিভাবে বিরূপ মন্তব্য করতে পারে কংগ্রেস, এই প্রশ্ন তোলেন তিনি। এমনকি ইংরেজরাও ৫ হাজার বছরের এই ভারতীয় সংস্কৃতি সম্পর্কে এই ধরনের মন্তব্য করার সাহস পায়নি বলে প্রধানমন্ত্রী জানান।

আরও পড়ুনঃ হিন্দু সন্ত্রাস উল্লেখ করে সংখ্যাগুরুদের অসম্মান করেছেন রাহুল, কটাক্ষ মোদীর

সোমবার ভোটের জনসভা থেকেই, মোদীকে তোপ দাগেন রাহুল। দেশে বিভেদের রাজনীতি করছেন মোদী, জানিয়ে দেন রাহুল। ধর্মের জিগির তুলে ভোট জিততে চান মোদী, যেটা দেশের পক্ষে অত্যন্ত খারাপ বলেই জানিয়ে দেন কংগ্রেস সভাপতি।

আরও পড়ুনঃ বাংলায় ‘ফ্রি এন্ড ফেয়ার’ ইলেকশন করানো হবে, জানালেন বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবে

সোমবার নরেন্দ্র মোদী আরও বলেন, সিংহভাগ মানুষ এখন কংগ্রেসের উদ্দেশ্য ও পরিকল্পনার ব্যাপারে সচেতন। রাহুলকে কটাক্ষ করে নরেন্দ্র মোদী বলেন, রাহুলকে এমন একটি আসন থেকে লড়তে হচ্ছে, যেখানে সংখ্যালঘুরা সংখ্যাগুরু। আর এর উত্তরেও মোদীকে ঠুকেছেন কংগ্রেস সভাপতি। মোদী সবসময় ধর্মীয় স্বার্থ দেখে যা কংগ্রেস কখনও দেখে না, বলেই জানিয়ে দেন রাহুল।

আরও পড়ুনঃ রমজানের রোজা পালন করে ভোটারদের পাশে থাকবেন, নির্বাচনী প্রচারে জানালেন মিমি

উল্লেখ্য, উত্তরপ্রদেশের আমেঠীর পাশাপাশি কেরালায় সংখ্যালঘু অধ্যুষিত ওয়াইনাদ আসন থেকেও লড়ছেন রাহুল গান্ধী। কেরালার ওয়াইনাদ কেন্দ্রে মুসলিম, খ্রীষ্টান ও দলিত ভোটারের সংখ্যা ৫২%, সাথে রয়েছে ৮% আদিবাসী ভোট। এই পুরোটাই কংগ্রেসের পক্ষে যাবে বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা। সেই কারণেই মোদী রাহুলের এই বাগ যুদ্ধ।

আরও পড়ুনঃ ২৩ মে নয়, ভোটের ফল পিছতে পারে আরও ৬ দিন জানাল নির্বাচন কমিশন

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
কংগ্রেস হটলেই গরিবি হটবে, কংগ্রেসকে নিশানা করে আক্রমণ মোদীর https://thenewsbangla.com/poverty-in-india-will-go-with-congress-exit-says-narendra-modi-in-up/ Thu, 28 Mar 2019 16:05:00 +0000 https://www.thenewsbangla.com/?p=9430 কংগ্রেস হটলেই গরিবি হটবে, কংগ্রেসকে নিশানা করে আক্রমণ নরেন্দ্র মোদীর। কংগ্রেসকে ক্ষমতা থেকে দূরে রাখলে দারিদ্র্যও আপনা আপনিই সারা দেশ থেকে দূরীভূত হবে, বৃহস্পতিবার উত্তরপ্রদেশের মেরঠ থেকে এবারের লোকসভা নির্বাচনের প্রচার শুরু করে এই ভাষাতেই কংগ্রেসকে ঠুকলেন মোদী। নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসকে কটাক্ষ করে এই গরিবি হটার উক্তি করেন।

আরও পড়ুনঃ উত্তরপ্রদেশে মহাজোটকে ‘শরাব’ বলে কটাক্ষ নরেন্দ্র মোদীর

এদিন নরেন্দ্র মোদী বলেন, শৈশব থেকে তিনি দারিদ্র্য দূরীকরণ সংক্রান্ত ভাষণ শুনে এসেছেন। তাঁর বয়স যখন ৮-৯ বছর ছিল, তখনই দারিদ্র্য দূরীকরণ সংক্রান্ত সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা জানতে পেরেছিলেন। যখন তিনি ২০ বছরের যুবক, তখনও সেই একই গরিবি হটাও শ্লোগান শুনেছিলেন৷

আর আজ স্বাধীনতার পর চার প্রজন্ম পরেও কংগ্রেসের মুখে সেই গরিবি হটাওয়ের ডাক। এর পরেই নরেন্দ্র মোদী কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, “দারিদ্র্য নিরসন সম্ভব, যদি কংগ্রেসকেই পুরোপুরি হটানো যায়”।

আরও পড়ুনঃ বিজেপিকে সমর্থন করে কংগ্রেসের গরিবি হটাওকে কটাক্ষ মায়াবতীর

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে এক হাত নিয়ে প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেসের নূন্যতম আয় স্কীম মিথ্যাচার ছাড়া কিছুই নয়। যারা দেশের সব গরিব মানুষের জন্য একটা করে ব্যাংক একাউন্ট খুলে দিতে পারেনি, তারা একাউন্টে টাকা জমা করবে, এটা কিছুতেই বিশ্বাসযোগ্য নয় বলে তিনি মন্তব্য করেন।

এরপরেই নিজের সরকারের কৃতিত্ব নিয়ে নরেন্দ্র মোদী বলেন, মোদী নেতৃত্বাধীন কেন্দ্রের বিজেপি সরকারই জন ধন যোজনার মাধ্যমে প্রথম বারের মতো ৩১ কোটি ব্যাংক একাউন্ট খোলার সুযোগ করে দিয়েছে।

আরও পড়ুনঃ ওয়াইনাদে হিন্দুরা সংখ্যালঘু হওয়ায় জয় নিশ্চিত রাহুলের, অদ্ভুত যুক্তি কংগ্রেস নেতার

“সপার স, আরএলডির রা এবং বিএসপির ব আসলে শরাব, যা আপনাদের শেষ করে দেবে”। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের মেরঠ থেকে এবারের লোকসভা নির্বাচনের প্রচার শুরু করে এই ভাষাতেই উত্তরপ্রদেশে সপা-বিএসপি-আরএলডি জোটকে শরাব বা মদ বলে কটাক্ষ করলেন নরেন্দ্র মোদী। সপা-বসপা মহাজোটকে ‘শরাব’ বলে কটাক্ষ, প্রচারের শুরুতেই স্বমহিমায় মোদী।

আরও পড়ুনঃ মহাকাশে শত্রুর স্যাটেলাইট ধ্বংসে ভারতের হাতে অ্যান্টি স্যাটেলাইট অস্ত্র, বললেন মোদী

কিন্তু মোদীর “গরিবি” ও “শরাব” মন্তব্য নিয়ে এখন দেশ জুড়ে বিতর্ক শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে মোদীর “শরাব” মন্তব্য। কংগ্রেসের পাশাপাশি অখিলেশ-মায়াবতীর দলের নেতারাও এই নিয়ে তুমুল সমালোচনা করেছেন নরেন্দ্র মোদীর। এরপর গরিবি মন্তব্য সেই আগুনে যেন ঘি ঢেলেছে।

আরও পড়ুনঃ নির্বাচন কমিশনের নতুন অ্যাপ সি ভিজিল, জনতার অভিযোগে ১০০ মিনিটের মধ্যে ব্যবস্থা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
রাহুল মমতা ঘনিষ্ঠ স্যাম পিত্রোদাকে সেনাবাহিনী নিয়ে পাল্টা দিলেন প্রধানমন্ত্রী মোদী https://thenewsbangla.com/pm-modi-slams-sam-pitroda-says-congress-celebrating-pakistan-national-day/ Fri, 22 Mar 2019 08:44:14 +0000 https://www.thenewsbangla.com/?p=9000 পাকিস্তানের বালাকোটে ভারতীয় বিমান বাহিনীর হামলা নিয়ে এবার প্রশ্ন তুললেন স্যাম পিত্রোদা। রাহুল গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায় এর ঘনিষ্ঠ স্যাম পিত্রোদা শুক্রবার বিমান বাহিনীর সফলতা নিয়ে প্রশ্ন তুলে দেন। এবং জানান, জঙ্গি হামলার জন্য পাকিস্তানকে দোষী করা ঠিক নয়। এরপরেই টুইট করে তাঁকে পাল্টা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রাহুল মমতা ঘনিষ্ঠ স্যাম পিত্রোদা এবার পাকিস্তানের বালাকোটে বিমান হামলা নিয়ে প্রশ্ন তুললেন। গান্ধী পরিবার তথা রাহুল গান্ধীর ঘনিষ্ঠ পিত্রোদা ইন্দিরা গান্ধীর সময় থেকে শুরু করে রাজীব গান্ধী, মনমোহন সিংয়ের সরকারে বিভিন্ন সময়ে নানা সরকারি কাজ, প্রকল্প ও কমিটির মাথায় থেকেছেন। তিনি ওভারসিজ কংগ্রেস কমিটির প্রধানও বটে। আর এই প্রশ্ন তোলার পরেই ক্ষেপে যান প্রধানমন্ত্রী মোদী।

পুলওয়ামার হামলা নিয়ে পিত্রোদা বলেছেন, “হামলা সম্পর্কে জানি না। সবসময়ই এমন হামলা হয়। মুম্বইয়ে হামলার পরে আমরা প্রতিক্রিয়া দেখাতে পারতাম। বিমান পাঠাতে পারতাম। তবে সেটা ঠিক হতো না। এভাবে বিষয়টিকে দেখা ঠিক নয়”। তিনি আরও বলেন, “আটজন জঙ্গি এসে হামলা করল। তার জন্য আপনি গোটা পাকিস্তানের ওপরে খড়্গহস্ত হতে পারেন না। কিছু লোক একটা ঘটনা ঘটাল বলে সেদেশের সকলকে দোষ দিতে পারেন না”।

স্যাম পিত্রোদা প্রশ্ন তোলেন, “আমি জানতে চাই, আমরা কি হামলা করেছি? তিনশো জন লোক মরেছে? আমি নিউ ইয়র্ক টাইমস ও অন্য খবরের কাগজ পড়েছি। কোথায় এর কোন উল্লেখ নেই। শুধু মোদী সরকার এই দাবি করছে”। তিনি আরও বলেন,”বিমান হামলায় সত্যি ৩০০ জন মারা গিয়েছে কিনা সেটা আমরা সবাই জানতে চাই”।

স্যাম পিত্রোদা প্রশ্ন করেন, “প্রত্যেক ভারতীয়কে এই নিয়ে জানাতে হবে। তারপরে আসবে সারা বিশ্বের সংবাদমাধ্যম, যারা বলছে, কেউ মারা যায়নি। ভারতীয় হিসাবে এটা আমার কাছে ভালো অভিজ্ঞতা নয়”।

স্যাম পিত্রোদার এই প্রসঙ্গ সামনে আসতেই প্রচণ্ড ক্ষুব্ধ হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের টুইটারে একহাত নিলেন কংগ্রেস ও স্যাম পিত্রোদাকে। তিনি লেখেন, “কংগ্রেস সভাপতির বিশ্বাসী কংগ্রেসের হয়ে পাকিস্তানের হয়ে গুণ গাইছেন। সেটা করা হচ্ছে ভারতের সেনাকে ছোটো করে দেখিয়ে”।

নিজের টুইটারে মোদী আরও বলেছেন, “বিরোধীরা সেনাকে বারবার অপমান করছে। আমি দেশের নাগরিকদের কাছে আবেদন করছি, বিরোধী নেতাদের এই নিয়ে প্রশ্ন করুন। জানিয়ে দিন, ১৩০ কোটি ভারতবাসী তাদের ক্ষমা করবে না। দেশ সেনার পাশেই রয়েছে”।

ভোটের আগে রাহুল ও মমতা ঘনিষ্ঠ স্যাম পিত্রোদা এইভাবে বিজেপির হাতে ফের একটা অস্ত্র তুলে দেবেন সেটা ভাবতে পারেননি রাজনৈতিক বিশেষজ্ঞরা। আর সেটাকেই হাতিয়ার করে ভোটের মুখে লড়াইয়ে নেমে পরলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই। এই ইস্যুতেই কংগ্রেসের তুমুল সমালোচনা করেছে বিজেপি। তবে কংগ্রেসের তরফে এটা ব্যক্তিগত মত বলে উড়িয়ে দেওয়া হয়েছে।

]]>
ভোটের মুখে কংগ্রেসের চমক, রাজ্যে বড়সড় ভাঙন বিজেপিতে https://thenewsbangla.com/rahul-gandhi-gets-big-news-from-congress-leaders-three-tripura-bjp-leaders-join-congress/ Wed, 20 Mar 2019 06:25:29 +0000 https://www.thenewsbangla.com/?p=8856 ভোটের ঠিক আগেই ত্রিপুরায় বড় ধরনের ভাঙন বিজেপিতে। দলের দুই হেভিওয়েট নেতা সদলবলে যোগ দিলেন কংগ্রেসে। এদিকে আজ বুধবার ত্রিপুরা সফরে যাচ্ছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। কংগ্রেস নেতাদের দাবি, কংগ্রেস সভাপতির হাত ধরে আরও বড় চমক রয়েছে ত্রিপুরায়।

আরও পড়ুনঃ ক্ষমতায় ফের মোদী, ভোটের আগেই জানাচ্ছে সাট্টাবাজার

মঙ্গলবারই অরুণাচল প্রদেশ দিয়ে শুরু হয়েছে কংগ্রেস সভাপতির উত্তর-পূর্ব ভারতে ভোটের প্রচার সফর। এদিনই তিনি মণিপুরেও দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন। এদিকে বিজেপিতে বড়সড় ভাঙনের পর কংগ্রেসের পাশাপাশি রাজ্যে শাসনক্ষমতা হারানোর একবছর পর ফের জয়ের গন্ধ পেতে শুরু করেছেন সিপিএম নেতারাও।

আরও পড়ুনঃ যৌবন ধরে রাখতে প্রত্যহ ফেসিয়াল ও চুল রং করেন মায়াবতী, দাবি বিধায়কের

মঙ্গলবার দুপুরে আগরতলায় কংগ্রেস ভবনে প্রদেশ বিজেপির সহসভাপতি সুবল ভৌমিক সদলবলে যোগ দিলেন কংগ্রেসে। একই সঙ্গে কংগ্রেসে যোগ দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রকাশচন্দ্র দাশ ও সিপিএমের কাউন্সিলর দেবাশিস সেনও। প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যোতকিশোর দেববর্মণের দাবি, “রাজ্যে এবার উল্টাই হবে। আসল উল্টাই হবে রাহুল গান্ধী এলে। এটা সেমিফাইনাল। ফাইনাল এখনো বাকি আছে”।

আরও পড়ুনঃ ২০২৫ সালের পর ভারতের অংশ হবে পাকিস্তান, ঘোষণা আরএসএস নেতার

আরও বড় চমক অপেক্ষা করছে বলে দাবি করছেন ত্রিপুরার কংগ্রেস নেতারা। প্রসঙ্গত, ২৫ বছরের কমিউনিস্ট শাসনের অবসানে গতবছরই ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে বিজেপির স্লোগান ছিল, ‘চলো পাল্টাই’। এবার কংগ্রেসের স্লোগান, ‘চলো উল্টাই’। আর এই স্লোগানেই আপাতত কাত বিজেপি।

এদিকে, কংগ্রেসের পাশাপাশি সিপিএমও বেশ তৎপর ত্রিপুরায় নিজেদের ক্ষমতা পুনরুদ্ধারে। যদিও এদিন সিপিএমের কাউন্সিলর দেবাশিস সেন যোগ দিয়েছেন কংগ্রেসে। মঙ্গলবারই বিশাল মিছিল নিয়ে আগরতলায় বামফ্রন্ট মনোনীত সিপিএমের পশ্চিম ত্রিপুরা কেন্দ্রের প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত মনোনয়নপত্র দাখিল করেন।

আরও পড়ুনঃ লোকসভা ভোটের আগে পাকিস্তানে ফের একটা সার্জিক্যাল স্ট্রাইক হবে

ত্রিপুরায় বামফ্রন্টের আহ্বায়ক বিজন ধর প্রথম আলোকে বলেন, “পাল্টাই বা উল্টাইতে নয়, আমরা গোটা দেশে বিজেপির অপশাসনের বিরুদ্ধে মানুষের কাছে ভোট চাইছি”। আর সিপিএম প্রার্থীর দাবি, এবারও তিনি জয়ের বিষয়ে একশ শতাংশ নিশ্চিত।

আরও পড়ুনঃ বিরোধী মহিলা প্রার্থীদের ‘মাল’ সম্বোধন করে কুরুচিপূর্ণ আক্রমণ ফিরহাদের

শুধু ত্রিপুরাতেই নয়, গোটা উত্তর-পূর্ব ভারতের ৮ রাজ্যেই কংগ্রেস ভালো ফল করবে বলে দাবি রাহুল গান্ধীর। মঙ্গলবারই দুদিনের সফরে উত্তর-পূর্ব ভারতে যান তিনি। সকালে অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরে জনসভায় তিনি বলেন, “আমার হৃদয়ে উত্তর-পূর্ব ভারতের জন্য রয়েছে আলাদা ভালোবাসা। এখানকার সমস্যা বোঝে একমাত্র কংগ্রেস। তাই আমরা ক্ষমতায় এলে নাগরিকত্ব সংশোধন বিল বাতিল করা হবে”।

আরও পড়ুনঃ মিমি নুসরত এর চরিত্র নিয়ে কটাক্ষ বিতর্কে জড়ালেন দিলীপ ঘোষ

ইটানগর থেকে তিনি উড়ে যান মণিপুরের রাজধানী ইম্ফলে। সেখানে দলীয় নেতাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি বুধবার জনসভা করবেন তিনি। সেখান থেকে উড়ে আসবেন আগরতলায়। আগরতলায় কংগ্রেসের নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন রাহুল গান্ধী। সব মিলিয়ে উত্তর-পূর্ব ভারতে নিজেদের ভালো ফল করতে মরিয়া কংগ্রেস।

আর সেটাই বিজেপিকে ভোটের মুখে বড় ধাক্কা দিয়ে শুরু করল কংগ্রেস। আর বড় চমক রয়েছে বলে ঘোষণা করেছেন কংগ্রেস নেতারা। আর এই চমকের আশঙ্কাতেই আপাতত কাঁপছে বিজেপি ত্রিপুরা। যদিও ত্রিপুরা রাজ্য বিজেপির নেতারা বলেছেন, “দু-তিনজন এলে গেলে দলের কিছুই যাবে আসবে না”। তবে ভোটের মুখে এই দলত্যাগের ঘটনা আসন্ন ভোটে কতটা প্রভাব ফেলে সেটাই এখন দেখার।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
মোদীর সঙ্গে সবাই চৌকিদার, অদ্ভুত প্রচার বিজেপির https://thenewsbangla.com/chowkidar-narendra-modi-pm-changes-twitter-handle-name/ Sun, 17 Mar 2019 12:29:00 +0000 https://www.thenewsbangla.com/?p=8635 শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘ম্যায় ভি চৌকিদার’ বলে প্রচার শুরু করেছিলেন। দেশের নাগরিকদেরও তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে উৎসাহ দিতে এই প্রচারে সামিল হতে বলেন। নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে লিখে ফেললেন ‘চৌকিদার’। আর তারপরেই মোদীর দেখাদেখি সবাই সোশ্যাল মিডিয়া প্রোফাইলে নিজেদের নামে চৌকিদার শব্দ লাগিয়েছেন।

দুর্নীতির বিরুদ্ধে ‘ম্যায় ভি চৌকিদার’ প্রচারের ১ দিন পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ সহ কেন্দ্রীয় মন্ত্রীসভার অনেক সদস্য ও কিছু বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীও নিজেদের ট্যুইটারে নিজেদের নামের আগে ‘চৌকিদার’ শব্দ যোগ করলেন।

আরও পড়ুনঃ ২০২৫ সালের পর ভারতের অংশ হবে পাকিস্তান, ঘোষণা আরএসএস নেতার

প্রধানমন্ত্রীর পরেই একে একে অমিত শাহ, রবিশংকর প্রসাদ, পীযূষ গোয়েল, জে পি নাড্ডা, অমিত মালব্য, তাজিন্দর বাজ্ঞাও তাদের নামের আগে উল্লেখ করেন ‘চৌকিদার’।

বিজেপির মুখ্যমন্ত্রীরাও পিছিয়ে নেই। ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী রঘুবীর দাস, উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াতও তাদের নামের আগে একই ভাবে জুড়েছেন ‘চৌকিদার’ শব্দ।

আরও পড়ুনঃ লোকসভা ভোটের আগে পাকিস্তানে ফের একটা সার্জিক্যাল স্ট্রাইক হবে

আগের দিনই নরেন্দ্র মোদী বলেন, তিনি দেশের সেবা করার জন্য সদা জাগ্রত। কিন্তু তিনি একা নন, প্রধানমন্ত্রীর সাথে যারা সারা দেশে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন, তারা সকলেই ‘চৌকিদার’। যারা দেশের উন্নতি প্রগতির জন্য লড়াই করছেন, তারা সকলেই চৌকিদার।

তিনি উল্লেখ করেন, আজ সকল ভারতীয়ই নিজেদের বলছেন চৌকিদার। প্রধানমন্ত্রী তাঁর ট্যুইটেও একটি ভিডিওব সকলকে ‘ম্যায় ভি চৌকিদার’ প্রচারে অংশ নিতে উৎসাহ প্রদান করেন।

আরও পড়ুনঃ বিরোধী মহিলা প্রার্থীদের ‘মাল’ সম্বোধন করে কুরুচিপূর্ণ আক্রমণ ফিরহাদের

এর আগে মনিশংকর আইয়ার প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে চাওয়ালা সম্বোধন করেছিলেন। সেটাই ২০১৪ লোকসভা নির্বাচনে নিজেকে ‘চাওয়ালা’ হিসেবে উল্লেখ করে বিরোধীদের অস্ত্রকে ভোঁতা করেছিলেন তিনি। এবারেও নিজের নামের আগে ‘চৌকিদার’ উল্লেখ করে রাহুলের রাফাল অস্ত্রকে ভোঁতা করে দেওয়া হল বলে অনেকেই মনে করছেন।

আরও পড়ুনঃ তৃণমূলের তারকা প্রার্থী নিয়ে অশ্লীল ও বিতর্কিত মন্তব্য ক্ষিতির

মুকুল রায় সহ বাংলার অনেক নেতাই নিজেদের নামের আগে ‘চৌকিদার’ শব্দটি বসিয়েছেন। ভোটের আগে নরেন্দ্র মোদী ও বিজেপি নেতাদের এই অদ্ভুৎ চৌকিদার প্রচারে সারা পড়ে গেছে গোটা দেশের বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। এই চৌকিদার প্রচার ভোট বাক্সে কতটা প্রতিফলিত হয় সেটাই এখন দেখার। তবে এই প্রচারে যে দেশ জুড়ে শোরগোল পরে গেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুনঃ মিমি নুসরত এর চরিত্র নিয়ে কটাক্ষ বিতর্কে জড়ালেন দিলীপ ঘোষ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ম্যায় ভি চৌকিদার হু, আমজনতাকে ভোটের স্লোগান জানিয়ে দিলেন মোদী https://thenewsbangla.com/narendra-modi-replies-to-rahul-gandhi-terms-himself-as-chowkidar/ Sat, 16 Mar 2019 08:07:38 +0000 https://www.thenewsbangla.com/?p=8580 শনিবার সকালে নিজেকে চৌকিদার বলে একটা টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি টুইটে বলেন, ‘তোমাদের চৌকিদার শক্ত হয়ে দাঁড়িয়ে দেশ চালাচ্ছে।’ আর এই চৌকিদারকেই ফের ভোট দেবার আর্জি জানান তিনি। ওই টুইটেই ম্যায় ভি চৌকিদার হু, আমজনতাকে ভোটের স্লোগান জানিয়ে দিলেন মোদী।

দেখে নিন মোদীর টুইটঃ

ম্যায় ভি চৌকিদার হু, আমজনতাকে ভোটের স্লোগান জানিয়ে দিলেন মোদী/The News বাংলা
ম্যায় ভি চৌকিদার হু, আমজনতাকে ভোটের স্লোগান জানিয়ে দিলেন মোদী/The News বাংলা

২০১৮ সালের শেষের দিকে রাজস্থানের দুঙ্গারপুরে এক জনসভায় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে বলেন, “গলি গলি মে শোর হে, হিন্দুস্তান কা চৌকিদার চোর হে”। তারপর এটাই প্রায় প্রবাদে পরিণত করে কংগ্রেস। লোকসভা ভোটেও এটাকেই হাতিয়ার করেছে কংগ্রেস। তার উত্তরে, “ম্যায় ভি চৌকিদার হু” এটাকেই তুলে ধরছে বিজেপি।

আরও পড়ুনঃ মমতারই পুরোনো অস্ত্রে তাকে ভোটযুদ্ধে চরম সমস্যায় ফেললেন মুকুল

রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নারেন্দ্র মোদীর বিরুদ্ধে ভারতের বিমানবাহিনীর ৩০ হাজার কোটি টাকা চুরির অভিযোগ এনেছিলেন। তিনি বলেছিলেন, রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তিতে মোদী ভারতের হিন্দুস্তান আইরোনেটিক্স লিমিটেড(এইচএএল) বা হ্যালকে দায়িত্ত্ব না দিয়ে শিল্পপতি অনিল আম্বানিকে দিয়ে দেন। বিমানের দাম অনেক বাড়িয়ে অনিল আম্বানিকে ৩০ হাজার কোটি টাকা পাইয়ে দেন মোদী।

আরও পড়ুনঃ লোকসভা ভোটের আগে পাকিস্তানে ফের একটা সার্জিক্যাল স্ট্রাইক হবে

রাফাল যুদ্ধবিমান কেনার জন্য ২০১৬ সালে ফ্রান্সের সঙ্গে ৫৮ হাজার কোটি টাকার চুক্তি হয় ভারতের। ওই অর্থে ৩৬টি যুদ্ধবিমান কেনার চুক্তি হয়। ওই চুক্তিতে নয়ছয়ের অভিযোগ করে কংগ্রেস। তারপরেই “চৌকিদার চোর হে”, স্লোগান দেন রাহুল।

আরও পড়ুনঃ মমতার প্রার্থী তালিকা নিয়ে গোপনে ক্ষোভ বাড়ছে জেলায় জেলায়

সেই কটাক্ষের উত্তরেই যে এই টুইট, তা বলার অপেক্ষা রাখে না। টুইটের শেষ ভাগে নারেন্দ্র মোদী লিখেছেন, “তবে আমি একা নই। দেশের সব মানুষ, যারা দুর্নীতির বিরুদ্ধে লড়ছে তারা সকলেই দেশের চৌকিদার। যারা দেশটা কে ভালো করার চেষ্টা করছে তারাও চৌকিদার। এখন দেশের প্রত্যেকটা মানুষ বলছে, আমি চৌকিদার” ।

আরও পড়ুনঃউত্তরপ্রদেশে মহাজোটে সামিল বিজেপিও

এর আগেও নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের গাজীপুরে রাহুল গান্ধীর কটাক্ষের কড়া জবাব দিয়েছিলেন। বলেছিলেন, এই চৌকিদার একদিন চোরদের উপযুক্ত ঠিকানায় পাঠাবে। জনসমাবেশে সাধারণ মানুষকে তার উপর ভরসা রাখতে বলেছিলেন বার বার।

শনিবার, সেই জবাব প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় টুইট করে জানান প্রধানমন্ত্রী স্বয়ং। টুইটের শেষে তিনি #MainBhiChowkidar হ্যাশট্যাগও দেন। বিশেষ সূত্রে জানা যাচ্ছে, #MeinBhiChowkidar হতে পারে ২০১৯ লোকসভা ভোটে বিজেপির স্লোগান এবং ভোট প্রচারের ক্যাম্পেনের এক হাতিয়ার। এই হাতিয়ার অবশ্য ইতিমধ্যেই মানুষকে আকৃষ্ট করেছে।

আরও পড়ুনঃ বাংলার কোন লোকসভা আসনে কবে ভোট দেখে নিন
আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গে নজিরবিহীন ৭ দফা ভোটে সুবিধা বিজেপির

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
জঙ্গি মাসুদ আজহারকে ‘মাসুদ আজহার জী’ বলে সম্বোধন করে বিতর্কে রাহুল https://thenewsbangla.com/rahul-gandhi-says-pak-terrorist-masood-azhar-ji-in-election-campaign/ Mon, 11 Mar 2019 15:17:59 +0000 https://www.thenewsbangla.com/?p=8139 জঙ্গি মাসুদ আজহারকে ‘মাসুদ আজহার জী’ বলে সম্বোধন করে বিতর্কে রাহুল। কোন পাক জঙ্গিকে কেউ সম্মান দিয়ে ‘জী’ বলতে পারে তা শেখালেন রাহুল, সমালোচনার ঝড় দেশ জুড়ে। পাক জঙ্গি মাসুদ আজহারকে ‘মাসুদ আজহার জী’ বলে সম্বোধন করে দেশের শহিদ সেনাদের অপমান করেছেন রাহুল, দেশ জুড়ে ক্ষোভ।

পুলওয়ামার ক্ষত এখনও শুকোয়নি। ভারতবাসীর মনে তার রেশ এখনও দগদগে। পুলওয়ামায় হামলার পরিপ্রেক্ষিতে ২৬শে ফেব্রুয়ারির সার্জিক্যাল স্ট্রাইক নিয়েও কেন্দ্রকে প্রমান চেয়ে প্রশ্ন করা ও দোষারোপের পালা চলছেই বিরোধীদের তরফ থেকে।

আরও পড়ুনঃ লোকসভা ভোটের আগে পাকিস্তানে ফের একটা সার্জিক্যাল স্ট্রাইক হবে

মৃত জওয়ানদের নিয়ে সরকার বা বিরোধী পক্ষের রাজনীতিও কম হয়নি। সব রাজনৈতিক দলই চেষ্টা করেছে, কীভাবে সেনাদের প্রতি নিজেদের সহমর্মিতা প্রমান করা যায়। সেনাদের প্রতি বরাবর বিরূপ মন্তব্য করা কিছু সংগঠনও সেই সু্যোগ নিতে ছাড়েনি।

আর সোমবার রাহুল গান্ধী দিল্লিতে তার একটি নির্বাচনী জনসভায় যা বললেন, তাতে কার্যত হতবাক আম জনতা থেকে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। প্রকাশ্য জনসভায় নরেন্দ্র মোদী ও অজিত ডোভালকে সমালোচনা করতে গিয়ে পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড মাসুদ আজহারকে ‘জী’ বলে সম্বোধন করে সম্মান প্রকাশ করে বসেন রাহুল।

আরও পড়ুনঃ পাকিস্থান চিনকে ভয় দেখিয়ে বালাশোরে পিনাক রকেট ছুঁড়ল ভারত

ভারতে সেনা থেকে সাধারণ মানুষের রক্ত ঝরান পাক জইশ ই মহম্মদ জঙ্গি মাসুদ আজহারকে ‘মাসুদ আজহার জী’ বলে সম্মানসূচক মন্তব্য করার পরেও কংগ্রেসের তরফ থেকে রনদীপ সূর্যওয়ালা ভুল সংশোধন করার পরিবর্তে রাহুলের পক্ষ সমর্থন করে সাফাই গাইতে দেখা যায়।

আরও পড়ুনঃ মমতাকে মুকুলের ভয় দেখিয়ে কি রাজ্যে মন্ত্রী হচ্ছেন অর্জুন

সোমবার দিল্লিতে এক জনসভায় রাহুল গান্ধী ১৯৯৯ সালের কান্দাহার বিমান অপহরণ কান্ডে মাসুদ আজহারকে ছেড়ে দেওয়ার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির নেতৃত্বাধীন এনডিএ সরকারকে তুলোধুনো করেন। অজিত ডোভালকেও দায়ী করেন মাসুদ আজহারকে ছেড়ে দেওয়ার জন্য৷ তখনই জঙ্গি মাসুদ আজহারকে, ‘মাসুদ আজহার জী’ বলে সম্বোধন করেন তিনি।

আরও পড়ুনঃ রমজান মাসে নির্বাচনে কোনও সমস্যা নেই, ববিকে পাল্টা দিলেন ওয়েসি

এরপরেই রাহুলের এই মন্তব্য নিয়ে আসরে নেমেছে বিজেপি। পুলওয়ামা জঙ্গি হামলা নিয়ে যখন রাজনৈতিক পরিবেশ ক্রমশ উত্তপ্ত হচ্ছে, তখনই এই ‘আত্মঘাতী গোল’ করে ভোটের মুখে বিজেপির হাতে ব্রহ্মাস্ত্র তুলে দিলেন রাহুল গান্ধী স্বয়ং।

আরও পড়ুনঃ সুব্রত বক্সির বদলে কলকাতা দক্ষিণ কেন্দ্রে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়

এর আগেও কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ ওসামা বিন লাদেনকে ‘ওসামা জী’ বলে বিতর্কে জড়িয়েছিলেন। সোমবারের এই ঘটনা যে ভোটের মুখে রাহুলকে যথেষ্ট বিড়ম্বনায় ফেলবে, তা একবাক্যে স্বীকার করছেন সকলেই।

আরও পড়ুনঃ বাংলার কোন লোকসভা আসনে কবে ভোট দেখে নিন
আরও পড়ুনঃ লোকসভা ভোটে বিজেপির একমাত্র ভরসা সেই নরেন্দ্র মোদীই
আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গে নজিরবিহীন ৭ দফা ভোটে সুবিধা বিজেপির

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
গুজরাতে বেহাল দশা কংগ্রেসের, বিজেপিতে দুই বিধায়ক https://thenewsbangla.com/gujarat-lawmakers-quit-congress-one-joins-bjp-another-on-the-way/ Sat, 09 Mar 2019 08:16:03 +0000 https://www.thenewsbangla.com/?p=7898 লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, মোদী বিরোধী জোট অথবা নিজেদের অবস্থান নিয়েই যথেষ্ঠ সংকটে কংগ্রেস। বিজেপি হটানোর ডাক দিয়েও উত্তরপ্রদেশ বা পশ্চিমবঙ্গের মত রাজ্যে জোট করতে ব্যর্থ হওয়া যেন সদ্য ৩ রাজ্যের বিধানসভা নির্বাচনের জয়ের সাফল্যকেও ম্লান করে দিচ্ছে। আর এর মধ্যেই গুজরাত বিধানসভা থেকে দুইজন কংগ্রেস বিধায়কের কংগ্রেস ত্যাগের ঘটনা ঘটল।

আরও পড়ুনঃ মোদীর উদ্বোধন করা সার্কিট বেঞ্চের ফের উদ্বোধন মমতার

২০১৭ সালে গুজরাত বিধানসভা নির্বাচনে বিগত ২০ বছরের তুলনায় সবথেকে ভালো ফলাফল করে কংগ্রেস। গুজরাত বিধানসভার ১৮২টি আসনের মধ্যে ৭৭টিতে জয়লাভ করে কংগ্রেস। যদিও সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসে বিজেপিই। কিন্তু অন্যান্যবারের চেয়ে তুলনামূলক ভালো ফল করলেও তার সাফল্য ধরে রাখা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে।

গুজরাতে বেহাল দশা কংগ্রেসের, বিজেপিতে যোগ দুই বিধায়ক/The News বাংলা
গুজরাতে বেহাল দশা কংগ্রেসের, বিজেপিতে যোগ দুই বিধায়ক/The News বাংলা

সম্প্রতি জওহর ছাবদা কংগ্রেসের ৪বারের জয়ী বিধায়ক, বিজেপিতে যোগদান করেছেন। অন্য এক বিধায়ক পরশতম সাবারিয়াও কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেবেন বলে জানিয়েছেন। সাবারিয়ার বিরুদ্ধে সেচ কেলেঙ্কারির অভিযোগ ছিল এবং তিনি সদ্য কোর্টের রায়ে জামিন পেয়েছেন। ভয় দেখিয়েই তাকে বিজেপিতে টানা হচ্ছে বলে কংগ্রেসের তরফে অভিযোগ জানানো হয়েছে।

আরও পড়ুনঃ বিধাননগরের মেয়র সব্যসাচীর বাড়িতে মুকুল, জল্পনা তুঙ্গে

তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, গুজরাতে কংগ্রেস নেতৃত্বের সংকটে ভুগছে, যার ফলে কংগ্রেসের জয়ী বিধায়করা নিজেদের দলের ওপর আস্থা রাখতে পারছেন না। মুখে সরাসরি কংগ্রেসকে নিশানা না করলেও একজন দলত্যাগী বিধায়ক জানিয়েছেন, তার এলাকায় আরও বেশি উন্নয়নের ধারা বজায় রাখতেই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন।

আরও পড়ুনঃ ফাঁসি হওয়া জঙ্গি পুত্রের ভারতের সেরা ডাক্তার হবার স্বপ্ন

বিজেপি সূত্রের খবর, লোকসভা ভোটের আগেই আরও কিছু বিধায়ক বিজেপিতে সামিল হবেন। গুজরাতে কংগ্রেসের অন্যতম বড় মুখ দলিত নেতা অল্পেশ ঠাকুরও বিজেপিতে যোগ দিতে পারেন বলে জানা যাচ্ছে। অল্পেশ ঠাকুর নিজের সম্প্রদায়ের বিরুদ্ধে বহুদিন ধরেই তিনি অনুন্নয়নের অভিযোগ এনেছেন।

আরও পড়ুনঃবৈশাখীর হাত ধরে বিজেপিতে শোভন, জল্পনা তুঙ্গে

বিধানসভা নির্বাচনে ভাল ফল করেও লোকসভার আগে এইভাবে দলে ভাঙন ধরবে তা আশা করেনি রাহুলের কংগ্রেস। তবে এতে ভোটের ফলে কোন প্রভাব পড়বে না বলেই জানিয়েছেন কংগ্রেস নেতারা। তবে, লোকসভা ভোটের আগেই আরও বেশ কিছু কংগ্রেস নেতা বিজেপিতে যোগ দেবেন বলেই দাবি করেছেন বিজেপি নেতারা।

আরও পড়ুনঃ টিভি চ্যানেল দেখা নিয়ে ভুল বোঝাচ্ছে কেবল অপারেটররা

গত ২০১৪ লোকসভা নির্বাচনে কংগ্রেস গুজরাত থেকে একটিও আসন পায়নি। এবারের লোকসভা ভোট সন্নিকটে। বিধানসভা নির্বাচনে কিছুটা ভালো ফলাফল করলেও যেভাবে ২০১৯ লোকসভা ভোটের আগেই একের পর এক বিধায়ক দলত্যাগ করছেন, তাতে আবার ধরাশায়ী হতে পারে কংগ্রেস, সাথে নিজভূমে পুনরায় অপ্রতিরোধ্য হয়ে উঠতে পারেন নরেন্দ্র মোদী, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আরও পড়ুনঃ মরে গিয়েও তৃণমূল বিজেপির হাত থেকে রেহাই পেলেন না বড়মা
আরও পড়ুনঃ ভারতীয় ক্রিকেটারদের মাথায় ভারতীয় সেনার টুপি
আরও পড়ুনঃ ডিনামাইট দিয়ে উড়িয়ে দেওয়া হল মোদীর ১০০ কোটির বাংলো

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>