Modi vs Mamata – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 09 Jun 2022 05:08:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Modi vs Mamata – The News বাংলা https://thenewsbangla.com 32 32 “একশো দিনের কাজের টাকার হিসাবই দেয়নি বাংলা, ৩২৭ লাখ টাকার পেমেন্ট হয়নি” https://thenewsbangla.com/jp-nadda-explains-why-centre-stop-giving-money-to-mamata-banerjee-govt-for-100-days-work/ Thu, 09 Jun 2022 05:07:25 +0000 https://www.thenewsbangla.com/?p=15320 “গত ৩ বছর একশো দিনের টাকার হিসেবেই দেয়নি বাংলা; তদন্ত করে দেখা গিয়েছে ৩২৭ লাখ টাকার পেমেন্ট হয়নি”। এবার মমতাকে পাল্টা দিলেন নাড্ডা। গত কয়েক সপ্তাহ ধরেই, রাজ্যের বিভিন্ন জেলায় তাঁর কর্মীসূচিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বলছেন; “একশো দিনের কাজের টাকা গত ৫ মাস ধরে দিচ্ছে না কেন্দ্র; গরিবদের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে”। মুখ্যমন্ত্রীর ওই বক্তব্যেরই পাল্টা জবাব দিলেন; বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

ডিসেম্বর থেকে ১০০ দিনের কাজের; টাকা দিচ্ছে না কেন্দ্র। এবার এই অভিযোগে আন্দোলনে নামার ডাক দিয়েছেন; মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেছেন, “বাংলা কিন্তু ১০০ দিনের কাজে প্রথম; ১০০ দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকারের টাকা নয়। এখান থেকে ট্যাক্স তুলে নিয়ে যায়; এটা আমাদের প্রাপ্য টাকা। এই প্রাপ্য টাকা আদায়ের জন্য; তৃণমূলের সব শাখা সংগঠন রাস্তায় নামবে”। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, “সংবিধানে নিয়ম আছে, ১০০ দিনের কাজ যারা করবে; তাঁরা ১৫ দিনের মধ্যে টাকা পাবে। কিন্তু কেন্দ্রীয় সরকার নোংরা খেলা খেলছে; ৫ মাস ধরে তারা গরীবদের টাকা দিচ্ছে না”।

আরও পড়ুন; ‘পরীক্ষা দিতে হয় না, টাকা দিলেই চাকরি নিশ্চিত’, রঞ্জনের দুর্নীতির পর্দা ফাঁস

বুধবার ন্যাশনাল লাইব্রেরিতে দলের সভায় নাড্ডা বলেন; “যখন থেকে কলকাতায় এসেছি তখন থেকেই সংবাদিকরা প্রশ্ন করছেন; একশো দিনের টাকা রাজ্য সরকারকে কেন দিচ্ছে না কেন্দ্র? এসব প্রশ্ন জবাব আমি সহসা দিই না। কিন্তু এ কেমন রাজনীতি? গত ৩ বছর; একশো দিনের কাজের টাকার হিসাবই দেয়নি বাংলা। তদন্ত করে দেখা গিয়েছে; ৩২৭ লাখ টাকার পেমেন্ট হয়নি। এবার বলুন তো; এইভাবে একশো দিনে টাকা দেওয়া যায়? এভাবেই রাজ্যে চলছে? এ কীকরম শাসন?”

জেপি নাড্ডা আরও বলেন, “গত দশ-বছর ধরে এক নেতা আয়কর দিচ্ছেন না। তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন; ভুলে গিয়েছিলাম। মমতা বন্দ্যোপাধ্য়ায়ও কি গত ৩ বছর; হিসেব দিতে ভুলে গিয়েছিলেন নাকি? টাকা দেওয়া হচ্ছে না বলে উনি চিত্কার করছেন; টাকা আসবে কোথা থেকে? বিনা হিসেবে টাকা দেওয়া কি ঠিক? আপনারা কি চান; সরকার এরকম বেআইনি কাজ করুক? বেআইনি কাজ করেও কি সরকারে থাকা যায়?”

]]>
ঘটা করে শিল্প সম্মেলনই সার, শিল্পে দেশের মধ্যে ‘পিছিয়ে বাংলা’ https://thenewsbangla.com/industry-conference-bengal-lags-behind-in-industry-central-ministry-report/ Thu, 26 May 2022 06:18:11 +0000 https://www.thenewsbangla.com/?p=15227 ঘটা করে শিল্প সম্মেলনই সার; শিল্পে দেশের মধ্যে ‘পিছিয়ে বাংলা’। কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ণ মন্ত্রকের; ‘বার্ষিক শিল্প সমীক্ষা’-র প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে এরকমই তথ্য। ২০১৯-২০ বছরের হিসাব অনুযায়ী; পশ্চিমবঙ্গে মোট কারখানার সংখ্যা ৯৬৫০টি, তামিলনাড়ুতে ৩৮ হাজার; গুজরাটে ২৮ হাজারেরও বেশি। কেন এমন বেহাল দশা ‘শিল্পায়নে’র পশ্চিমবঙ্গের? ঘটা করে শিল্প সম্মেলনই হচ্ছে; অথচ শিল্প আসছে না। পশ্চিমবঙ্গ আছে সেই তিমিরেই। এমনই দাবি কেন্দ্রীয় সরকারের শিল্প সমীক্ষায়।

কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, দেশের বেশ কিছু রাজ্যের তুলনায়; পশ্চিমবঙ্গ অনেকটাই পিছিয়ে। রাজ্যে অনেক কম কল-কারখানা, শিল্প, কাজের সুযোগ। পশ্চিমবঙ্গে মোট মোট কটি কারখানা রয়েছে? ২০১৯-২০ বছরের হিসাব অনুযায়ী; পশ্চিমবঙ্গে মোট কারখানার সংখ্যা ৯৬৫০টি। কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যের কারখানাগুলিতে; কাজ করেন প্রায় ৫ লক্ষ ৮০ হাজার কর্মী।

আরও পড়ুনঃ কাশ্মীরে সন্ত্রা’সবা’দীদের আর্থিক সাহায্য, ‘দেশদ্রো’হী’ ইয়াসিন মালিকের যাবজ্জীবন

অন্যান্য রাজ্যের সঙ্গে কি কি পার্থক্য রয়েছে বাংলার। তামিলনাড়ুতে ৩৮০০০-এরও বেশি কারখানা আছে; যেখানে কাজ করেন প্রায় ২২ লক্ষ কর্মী। গুজরাতে রয়েছে ২৮০০০-এরও বেশি কারখানা; কাজ করেন ১৪-১৫ লক্ষ মানুষ। মহারাষ্ট্র ২৫০০০-এরও বেশি কারখানা; কাজ করেন ১৪-১৫ লক্ষ কর্মী। বাংলায় শিল্প; সেভাবে বাড়ছেই না।

এছাড়াও আছে শিল্পাঞ্চলে তোলাবাজি, সিন্ডিকেট সমস্যা। রাজ্য সরকার বারবার চেষ্টা করলেও; বাংলার জেলায় জেলায় এখনও শাসকদলের নেতা-কর্মীদের, টাকা না পেলেই; শিল্পে বাধা দেওয়ার রোগ যায়নি।

আরও পড়ুনঃ ‘মহিলাদের আবেদন করার প্রয়োজন নেই’, সুধার চিঠিতে পিছু হঠেছিলেন টাটা

তৃণমূল সরকার প্রায়শই শিল্পায়নের গতির প্রসঙ্গ তোলে, দাবি করা হয়; রাজ্যে দ্রুততম হারে শিল্পায়ন হচ্ছে। কিন্তু কেন্দ্রের পরিসংখ্যান সম্পূর্ণ অন্য তথ্য বলছে। ২০১৮-১৯ সালে পশ্চিমবঙ্গে মোট কারখানার সংখ্যা ছিল ৯৪২০টি। অর্থাৎ শেষ ১ বছরে মাত্র ২৩০টি নতুন কারখানা স্থাপন হয়েছে; সেখান মাত্র ২৮ হাজার নতুন চাকরি হয়েছে। এই একই সময়-পর্বে তামিলনাড়ু, গুজরাত, কর্নাটকে; ৭০০-১৫০০ নতুন কারখানা গড়ে উঠেছে।

রাজ্যের এমন বেহাল দশা কেন? বিরোধীদের অভিযোগ, জমি অধিগ্রহণের তিক্ত ইতিহাস, আইন-শৃঙ্খলার সমস্যা, পরিকাঠামোর অভাব রয়েছে। সেই সঙ্গে রয়েছে; শাসক দলের নেতা-কর্মীদের দাপট। সেই ভয়েই অন্য রাজ্য বা বিদেশ থেকে; পশ্চিমবঙ্গে এসে কারখানা করার কথা কেউ ভাবতে পারছে না।

]]>
“১০০ দিনের কাজ, আবাস যোজনার টাকা দেয়নি কেন্দ্র”, মোদীকে চিঠি মমতার https://thenewsbangla.com/100-days-work-center-not-pay-mamata-banerjee-wrote-letter-to-narendra-modi/ Fri, 13 May 2022 03:58:46 +0000 https://www.thenewsbangla.com/?p=15072 ‘এখান থেকে তুলে নিয়ে ভাগ বসাচ্ছ, টাকা দাও’; মোদীকে চিঠি মমতার। “১০০ দিনের কাজ, আবাস যোজনার টাকা দেয়নি কেন্দ্র”; এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চেয়ে চিঠি দিলেন; বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের একবার কেন্দ্র সরকারের বিরুদ্ধে ফের সুর চড়িয়ে, মমতার মন্তব্য; “দুয়ারে সরকার, পাড়ায় সমাধান থেকে কন্যাশ্রী, ১০০ দিনের কাজ। কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, তুলে নিয়ে যাচ্ছে; আবাস যোজনা, কেন্দ্র টাকা দিচ্ছে না। রাজ্যের যে কোনও সমস্যা আমরা সমাধান করতে পারছি না”।

১০০ দিনের কাজের টাকা চাওয়া থেকে, কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে; ফের সরব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠালেন মমতা। ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’ প্রকল্পে বাংলার পারফরম্যান্স সবচেয়ে ভাল হওয়ার পরও; নতুন করে কোনও বরাদ্দ হয়নি বলে অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। ১০০ দিনের কাজের প্রকল্প অর্থাৎ মনরেগার টাকা পাচ্ছে না রাজ্য; তা উল্লেখ করে বকেয়া টাকা চেয়ে মোদীকে চিঠি পাঠালেন মমতা।

৪ মাস ধরে ১০০ দিনের কাজের টাকা বকেয়া থাকার অভিযোগ, আবাস যোজনায় নতুন করে বরাদ্দ টাকা না দেওয়ার অভিযোগ। অবিলম্বে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় এর প্রশ্ন, “১০০ দিনের কাজের টাকা দেয়নি কেন্দ্র; টাকা এখান থেকে তুলে নিয়ে ভাগ বসায় কেন্দ্র। আর রাজ্যকে টাকা দেয় না। রাজ্যের সব সমস্যার কে সমাধান করবে?”

বৃহস্পতিবার দুপুরে WBCS অফিসারদের বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে; কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। অভিযোগ তুলেছিলেন, বাংলার বকেয়া টাকা দীর্ঘ সময় ধরে; আটকে রেখেছে কেন্দ্র সরকার। উলটে কর আদায় করছে। এরপর বিকেলে নবান্নে ফিরে তড়িঘড়ি; মোদীকে চিঠি লেখেন মমতা। গ্রাম বাংলার দরিদ্র জনতার স্বার্থে, বকেয়া সেই টাকা দ্রুত দিক কেন্দ্র; চিঠিতে জোর দিয়ে সেই আবেদনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা।

তাঁর আরও বক্তব্য, “প্রধানমন্ত্রী আবাস যোজনায় নতুন করে অর্থ বরাদ্দ না করলে; সাধারণ মানুষজন মাথার উপর ছাদ গড়তে খুবই সমস্যায় পড়ছেন। ১০০ দিনের কাজে টাকা না দিলে; সমস্যায় পরছে বাংলার মানুষ। তাই প্রধানমন্ত্রী যেন দ্রুত এই বিষয়ে হস্তক্ষেপ করে, সংশ্লিষ্ট মন্ত্রককে দ্রুত টাকা দেওয়ার কথা জানান; চিঠিতে এমনই আবেদন জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।

]]>
প্রধানমন্ত্রীকে মানেন না, তাই ফনী নিয়ে মোদীকে তথ্য দিতে নারাজ মমতা https://thenewsbangla.com/mamata-banerjee-is-not-accepted-narendra-modi-as-prime-minister-of-india/ Wed, 08 May 2019 10:04:31 +0000 https://www.thenewsbangla.com/?p=12584 প্রধানমন্ত্রীকেই মানেন না; তাই ফনী নিয়ে মোদীকে তথ্য দিতে নারাজ মমতা। বারবার কেন্দ্রীয় সরকার রাজ্যের কাছে ফণী ক্ষয়ক্ষতি নিয়ে তথ্য চাইলেও; সেই তথ্য দিতে রাজি নয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার।

ফনী এখন অতীত। কিন্তু ফনীকে কেন্দ্র করে; রাজনৈতিক উত্তাপ ক্রমবর্ধমান। ভোটপ্রচার এর ময়দান ছাড়িয়ে; মোদী মমতা তরজা এখন প্রশাসনিক কাজেও। উত্তাপের পারদ চড়েছে কয়েক গুন। ফনী বিদায় নিলেও ফনীর ক্ষয়ক্ষতি সংক্রান্ত তথ্য; কেন্দ্রকে জানাতে নারাজ রাজ্যের মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীকে থাপ্পড় মন্তব্যের জের, মমতাকে সংযত হবার বার্তা সুষমার

ফনী মোকাবেলায় দুর্যোগ শুরুর আগেই; প্রাথমিকভাবে ফনী প্রভাবিত রাজ্য অন্ধ্র, ওড়িশা ও পশ্চিমবঙ্গের জন্য ১০০০ কোটি টাকা বরাদ্দ করেছিল কেন্দ্র সরকার। অভিযোগ, দুর্যোগ সম্পর্কে জানার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে যোগাযোগ না করে; রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সাথে যোগাযোগ করা হয় কেন্দ্রের তরফে। আর তাই অপমানিত হয়ে; কেন্দ্রকে ফনী সংক্রান্ত তথ্য দিতে নারাজ মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ কলকাতা পুলিশের নতুন উদ্যোগ, ভাল রেজাল্ট করায় বাবার বসের চেয়ারে একদিন

গতকাল সোমবার গোপীবল্লভপুরের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন; তিনি এই প্রধানমন্ত্রীকে মানেন না। আরও একবার মোদীকে; এক্সপায়ারি প্রধানমন্ত্রী বলে উল্লেখ করেন তিনি। এই ভোটে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলে; তাকেই ফনীর রিপোর্ট দেবেন বলে জানান মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ চৌকিদার চোর, ক্ষমা চাওয়ার হ্যাটট্রিক করলেন রাহুল, ভোটের মধ্যেই চরম লজ্জায় কংগ্রেস

গতকাল একই সঙ্গে হলদিয়া ও ঝাড়গ্রামে; প্রধানমন্ত্রীর জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় নরেন্দ্র মোদী বলেন; তাঁর তরফে মুখ্যমন্ত্রীর কাছে দু বার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কেন্দ্রের সঙ্গে; অসহযোগিতার অভিযোগে সরব হন মোদী।

রাজ্যের অভিযোগের পর পিএমও থেকে; আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে; কেন্দ্রের তরফে রাজ্যের সাথে যোগাযোগ করা হলেও রাজ্য তাতে সায় দেয়নি। বাধ্য হয়েই রাজ্যপালের সাথে যোগাযোগ করা হয়। আর এই নিয়েই এখন সরগরম দেশ ও রাজ্যের রাজনীতি। কে সত্যি বলছেন? মমতা না মোদী? এটাই এখন লাখ টাকার প্রশ্ন; যার উত্তর কোনদিন পাওয়া যাবে না।

]]>
রামমন্দির তৈরি করতে না পারায় মোদীকে তোপ মমতার https://thenewsbangla.com/cm-mamata-banerjee-attacks-pm-modi-for-unable-to-make-ram-mandir/ Tue, 07 May 2019 13:07:13 +0000 https://www.thenewsbangla.com/?p=12546 ভোটের শেষ মুহূর্তে রাম নিয়ে জমজমাট বাংলার রাজনীতি; এতদিন উত্তর ভারতসহ গোবলয়ে রাম রাজনীতি সীমাবদ্ধ থাকলেও বিগত ৫ বছরে তা গোবলয়ের সীমা অতিক্রম করে বাংলায় ঢুকে পড়েছে; আর ভোটের মধ্যে রাম রাজনীতি যেন আরও বেশিমাত্রায় প্রাসঙ্গিক হয়ে উঠেছে; মোদী মমতা তরজাতেও চলছে রামকে নিয়ে টানাটানি।

সোমবার ঝাড়্গ্রাম ও হলদিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জোড়া জনসভা অনুষ্ঠিত হয়; ঝাড়গ্রামের জনসভা থেকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন; এই রাজ্যে কেউ জয় শ্রী রাম বললেই তাকে গ্রেফতার করা হচ্ছে। প্রধানমন্ত্রী আরও বলেন; রাম তাঁর শিরায় শিরায় রয়েছেন; রামই তাঁর অনুপ্রেরণা।

আরও পড়ুনঃ ফনী দুর্গতদের সাহায্যে ১ কোটি টাকা দান করলেন অক্ষয় কুমার

মোদীর রামভক্তির কড়া সমালোচনা করে সোমবার জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী; বিষ্ণুপুরে একটি নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী বলেন; বিজেপি মন্দির নিয়ে এতো হইচই করেও রামমন্দির তৈরি করতে পারেনি; ৫ বছরে মোদী একটি মন্দির বানাতে পারলেন না বলে তোপ দাগেন তিনি।

এদিকে রাজ্যের তারাপীঠ; দক্ষিনেশ্বর; কালীঘাট মন্দিরের উন্নয়নের জন্য অনেক ইতিবাচক পদক্ষেপ মুখ্যমন্ত্রী নিয়েছেন বলে জানান; প্রসঙ্গত শনিবার চন্দ্রকোনা হয়ে মুখ্যমন্ত্রী একটি রোড শোতে যোগ দিতে যাওয়ার সময় চন্দ্রকোনার রাধাবল্লভপুরে জয় শ্রী রাম ধ্বনি দিতে থাকে বিজেপি কর্মী সমর্থকরা।

আরও পড়ুনঃ মহরম ঈদে বিদ্যুৎ দিলেও, হোলি দিওয়ালিতে দিত না আগের সরকার, মন্তব্য আদিত্যনাথের

মুখ্যমন্ত্রীর এরপরেই গাড়ি থেকে নেমে পড়েন; তৎক্ষনাৎ শ্লোগান দেওয়া ব্যক্তিরা পালাতে শুরু করে; মুখ্যমন্ত্রী জোর গলায় তাদের বলেন, ” কি রে, পালাচ্ছিস কোথায়? সব হরিদাসের দল”। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন; তাকে উদ্দেশ্য করে কটুক্তি করে বিজেপি কর্মীরা। এরপরই পুলিশকে তৎপর হতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। গ্রেফতার করা হয় ৩ বিজেপি কর্মীকে।

এরপরেই মুখ্যমন্ত্রীর সমালোচনা শুরু হয় দেশ জুড়ে; শুধুমাত্র জয় শ্রী রাম বলার কারনে গ্রেফতার করে মুখ্যমন্ত্রী স্বৈরাচারী ও অগনতান্ত্রিক মনোভাবের প্রকাশ করেছেন বলে অনেকে মন্তব্য করেন। সংখ্যালঘু সম্প্রদায়কে তুষ্ট করতে হিন্দুদের বিরুদ্ধে অতি সক্রিয়তা দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী, এমন অভিযোগও তোলা হয়।

]]>
বিধায়ক কেনাবেচার অভিযোগ তুলে মোদীর প্রার্থীপদ বাতিলের দাবি মমতার https://thenewsbangla.com/mamata-banerjee-demands-to-cancel-the-candidature-of-narendra-modi/ Tue, 30 Apr 2019 14:31:17 +0000 https://www.thenewsbangla.com/?p=12047 হর্স ট্রেডিংয়ের অভিযোগ তুলে মোদীর প্রার্থীপদ বাতিলের দাবি মমতার। মঙ্গলবার সবকটি জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর প্রার্থীপদ বাতিলের দাবি তোলেন। এই নিয়ে নির্বাচন কমিশনের দারস্থ হয়েছে তৃণমূল।

সোমবার ব্যারাকপুর লোকসভার অন্তর্গত জগদ্দলে একটি নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, মোদীর সঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ৪০ জন বিধায়ক যোগাযোগ রেখে চলেছেন। ভোট মিটে যেতেই তারা সদলবলে গেরুয়া শিবিরে সামিল হবেন বলে জানান তিনি।

আরও পড়ুনঃ শিলিগুড়ি থেকে পুরুলিয়ায় ভোটের ডিউটি, গরমের বলি রাজ্যের পুলিশ কর্মী

প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে হর্স ট্রেডিং বা বিধায়ক কেনাবেচার অভিযোগ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ভদ্রেশ্বরের এক জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, হর্স ট্রেডিংয়ের সাথে সরাসরি যুক্ত থাকার কথা বিজেপি নিজেই স্বীকার করে নিয়েছেন।

আরও পড়ুনঃ বুধবার বাংলায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ফনি, টানা তিনদিন ধরে প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা

এই স্বীকারোক্তির পরে নির্বাচন কমিশনের কাছে তৃণমূল আবেদন করে নরেন্দ্র মোদীর প্রার্থীপদ খারিজ করার জন্য। বিধায়ক কেনাবেচার টাকার উৎস নিয়েও তিনি প্রশ্ন তোলেন। প্রশ্ন তুলে তিনি বলেন, এই টাকা কোথা থেকে আসছে, তার তদন্ত হওয়া প্রয়োজন। ঘোড়া কেনাবেচার কথা বলে নিজেই সংবিধানকে বুড়ো আঙুল দেখাচ্ছেন বলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন মমতা।

আরও পড়ুনঃ পায়ের ছাপ দেখিয়ে ভারতীয় সেনার দাবি, ইয়েতির অস্তিত্ব আজও আছে হিমালয়ে

এদিকে তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়ান জানান, তৃণমূলের সদস্য ও সমর্থকদের ভয় দেখানো ও মনোভাব নষ্ট করতেই মিথ্যা কথা প্রচার করছেন নরেন্দ্র মোদী। এই নিয়েই মোদীর প্রার্থীপদ বাতিলের দাবি নিয়ে নির্বাচন কমিশনের দারস্থ হল তৃণমূল কংগ্রেস।

শুধু বিধায়ক কেনাবেচা নয়, মমতাকে হুমকি দেবার অভিযোগও তুলেছে তৃণমূল। দিদির বাঁচার রাস্তা নেই বলেই প্রকাশ্য জনসভায় বলেন নরেন্দ্র মোদী। আর এই দুই অভিযোগ নিয়েই নির্বাচন কমিশনের দারস্থ হল তৃণমূল কংগ্রেস।

]]>
ভোটে জিততে এনআরসি চক্রান্ত করেছেন মোদী, অসমে বললেন মমতা https://thenewsbangla.com/modi-use-nrc-to-earn-vote-that-he-doesnot-deserve-says-mamata-in-assam/ Fri, 05 Apr 2019 09:01:25 +0000 https://www.thenewsbangla.com/?p=10052 লোকসভা ভোটে জিততে এনআরসি চক্রান্ত করেছেন নরেন্দ্র মোদী, শুক্রবার অসমের ধুবরিতে এই কথাই বললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৪০ লক্ষ্য মানুষ এর ফলে সমস্যায় পড়েছেন বলে মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগেন মমতা।

আরও পড়ুনঃ ধাক্কা খেল মোদী সরকার, পাকিস্তানের কোন এফ ১৬ বিমান ধ্বংস হয় নি জানাল আমেরিকা

বুধবার কোচবিহারের দিনহাটায় তৃণমূলের নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী তার কাজের খতিয়ান তুলে ধরেন। বৃহস্পতিবারও, উত্তরবঙ্গের মাথাভাঙায় ভোট প্রচারে এসে মোদীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূল নেত্রী। আর শুক্রবার আসমের ধুবরিতে প্রথমবার ভোট প্রচারে গিয়ে সেই মোদীকেই আবার সমালোচনায় বিদ্ধ করলেন মমতা।

আরও পড়ুনঃ মোদী কি করে প্রধানমন্ত্রী হল ভগবান জানে, মাথাভাঙায় বিস্ফোরক মমতা

গত দুদিনের মত এইদিনও, মোদীকে ‘এক্সপায়ারি প্রধানমন্ত্রী’ বলেই কটাক্ষ করেন মমতা। মমতা এদিন বললেন, “তৃণমূলকে টাকা দিয়ে কেনা যায় না”। অসম-বাংলার সম্পর্ক দীর্ঘদিনের, আর এই সম্পর্ক আরও শক্ত করতে, তৃণমূলকে ভোট দেওয়ার কথা বলেন মমতা। প্রতিশ্রুতি দিলেন, কলকাতায় বিখ্যাত সঙ্গীত শিল্পী ভুপেন হাজারিকার স্মারক তৈরি করা হবে।

আরও পড়ুনঃ ভোটের মুখে তৃণমূল সভাপতির বাড়ি থেকে উদ্ধার অস্ত্র ও কোটি কোটি টাকা

ধুবরির জনসভায় গত দুদিনের মত, এইদিনও, মোদীকে ‘এক্সপেয়ারি প্রধানমন্ত্রী’ বলেই কটাক্ষ করেন মমতা। তিনি বলেন, ‘বোল্ডলি’ মিথ্যে কথা বলেন মোদী। তাই, সাধারণ মানুষকে ‘বিজেপির ললিপপ’ না খাওয়ার পরামর্শ দেন তিনি। মমতা সরাসরি মোদীকে নিশানা করে বলেন, “ভোট জেতার জন্য এনআরসি চক্রান্ত করেছেন মোদী। সেই এনআরসি থেকে প্রায় চল্লিশ লাখ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। কিন্তু তার সঠিক কারণ এখনও যাওয়া যায়নি”। এই বিজেপিকে একটিও ভোট না দেবার কথাই বলেন তৃণমূল নেত্রী।

আরও পড়ুনঃ ঘৃণার রাজনীতির বিরুদ্ধে ভোট দেওয়ার আবেদন জানালেন দেশের ২০০ জন লেখক

এনআরসির নামে চক্রান্ত করছে বিজেপি। দেশের মানুষকে বিদেশী সাজিয়ে তাড়ানোর চেষ্টা করছে বিজেপি, এমনটাও বলেন নেত্রী। তিনি দাবি করেন, “এনআরসি হওয়ার পর, তিনি অসমে লোক পাঠিয়েছিলেন। কিন্তু এয়ারপোর্টে তাদের উপর হামলা করা হয়। এমনকি, তাকেও অসমে ঢোকার সময় বাধা দেওয়া হয়”।

আরও পড়ুনঃ দিল্লিতে গান্ধী ও বাংলায় বন্দ্যোপাধ্যায় পরিবারতন্ত্রকে ব্রিগেডে খোঁচা মোদীর

বারবার মোদীকে আক্রমন করার পর, তিনি জনসভায় জানান যে, তিনি বিশ্বাস করেন ভবিষ্যতে অসমে তৃণমূল আসবে। বিজেপি যে চক্রান্তগুলো তার দলের বিরুদ্ধে করছে, তার শিকার যেন সাধারণ মানুষ না হয়, সেই কথা বলেই তার বক্তব্য শেষ করেন মমতা বন্দোপাধ্যায়।

আরও পড়ুনঃ পাকিস্তানে নয়, খাস কলকাতায় হিন্দু মেয়েকে অপহরণ করে ধর্মান্তকরণ করার অভিযোগ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
বাংলায় উন্নতিতে বাধা ‘স্পীডব্রেকার’ মমতা, কটাক্ষ মোদীর https://thenewsbangla.com/mamata-banerjee-is-the-speedbreaker-in-bengals-development-says-narendra-modi/ Wed, 03 Apr 2019 09:22:06 +0000 https://www.thenewsbangla.com/?p=9834 উত্তরবঙ্গে শিলিগুড়ি দিয়ে বাংলায় ভোট প্রচার শুরু করলেন নরেন্দ্র মোদী। দুপুর দেড়টা নাগাদ শিলিগুড়ি জনসভায় এসে পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সভার একদম প্রথম দিকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে উন্নয়নের ‘স্পীডব্রেকার’ বলে কটাক্ষ করেন বিজেপি নেতা। রাজ্যের সব রকম উন্নতির পথে বাধা হয়ে দাঁড়িয়ে আছেন তৃণমূল নেত্রী, এমনটাই বলেন মোদী। স্পষ্ট জানিয়ে দেন, সাধারণ মানুষকে নিয়ে প্রতিনিয়ত রাজনীতি করছেন তৃণমূল। বাম কংগ্রেসও অবশ্য একই পথে হাঁটছে বলেই জানান মোদী।

আরও পড়ুনঃ বারবার স্বামী বদল করেন স্মৃতি ইরানী, কুরুচিপূর্ণ আক্রমণ কংগ্রেস জোটসঙ্গীর

এক নজরে দেখে নিন, শিলিগুড়িতে কি বললেন মোদী।
জনসভায় প্রথমেই বাংলায় মন্তব্য শুরু করে, সাধারন মানুষকে ‘কেমন আছেন?’ জিজ্ঞেসা করেন। বাংলায় কথা বলার পরই তাঁর ছোটবেলায় শোনা বাংলাকে নিয়ে এক প্রবাদের কথা উল্লখ করে বলেন,’বাংলা যা করে, সারা দেশ তা পরে করে’। তারপরই সরাসরি তীর ছোঁড়েন মুখ্যমন্ত্রীর দিকে। তিনি বলেনঃ

১। দিদির নৌকা ডুবে গেছে পশ্চিমবাংলায়। শিলিগুড়ির এই জনসভা তারই প্রমাণ।
২। যেই গতিতে আমি সারা দেশে কাজ করেছি, সেই গতিতে আমি বাংলায় কাজ করতে পারিনি কারন বাংলায় একজন ‘স্পীড ব্রেকার’ আছে। তার নাম, মমতা বন্দোপাধ্যায়।
৩। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী গরিব মানুষদের নিয়ে রাজনীতি করে। তাই, তিনি চাননা বাংলায় উন্নয়ন আসুক।

আরও পড়ুনঃ EXCLUSIVE: বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়ে রাজ্যে ৩০ শতাংশেরও কম স্পর্শকাতর বুথ

৪। NDA সরকার মধ্যবিত্তদের জন্য।
৫। গরিবদের টাকা নিয়ে চিটফান্ডের কেলেঙ্কারি করেছেন ‘দিদি’।
৬। গরিবদের চিকিৎসার জন্য ৫ লক্ষ টাকা বরাদ্দ করা থাকলেও তা আটকে দিয়েছেন দিদি।

আরও পড়ুনঃ বছরে ৩৪ লাখ সরকারি চাকরি, কৃষক বাজেটের প্রতিশ্রুতি কংগ্রেস ম্যানিফেস্টোতে

৭। কৃষকদের টাকাতেও ‘ব্রেক’ লাগিয়েছে মমতা দিদি।
৮। আয়ুষ্মান প্রকল্পও চালাতে দেননি দিদি, কারন তিনি চান না, কোন রকম উন্নতি হোক এই রাজ্যের।
৯। চা বাগানের দুরবস্থার কথা আমি জানি। তাদের জন্য অনেক কিছু করেছে বিজেপি। ভবিষ্যতে এই চা ওয়ালা চা বাগানের শ্রমিকদের জন্য আরও করবে।

আরও পড়ুনঃ মোদী স্পেশাল, ব্রিগেডে আসার জন্য চারটে আস্ত ট্রেন বুক করল বিজেপি

১০। দেশের সেনা বালাকটের হামলার পর, দেশের সুরক্ষা করার জন্য বিরোধী দলের তরফ থেকে অনেক প্রশ্নের মুখে পড়েছিল দেশের সেনা। সেই বিরোধী দলের সঙ্গে আমাদের লড়াই।
১১। আমরা জঙ্গিদের ঘরে ঢুকে মেরেছি। দেশের শত্রুদের এই ভাবেই শেষ করব আমরা।
১২। পাকিস্তানের জঙ্গি হামলার পর, আমরা তাদের জবাব দিয়েছিলাম। সেই জবাবে পাকিস্তানীদের থেকেও বেশি কষ্ট পেয়েছিলেন বাংলার ‘দিদি’।

আরও পড়ুনঃ ভোট প্রচারে হেলিকপ্টার পাচ্ছেন না মমতা, অভিযোগের তীর কেন্দ্রের দিকে

১৩। এই লড়াই এক সৎ চৌকীদারের সঙ্গে দাগিদের।
১৪। আমার লড়াই দেশের চোরদের বিরুদ্ধে।
১৫। বিজেপিকে এই ভাবে সমর্থন করলে, দেশে আরও উন্নতি হবে।

আরও পড়ুনঃ বছরে ৩৪ লাখ সরকারি চাকরি, কৃষক বাজেটের প্রতিশ্রুতি কংগ্রেস ম্যানিফেস্টোতে

১৬। সারা দেশে আমরা চৌকিদারের ভুমিকা পালন করলে, কোন শত্রুই আমদের কোন ক্ষতি করতে পারবে না।
১৭। বিজেপির প্রতি বাংলার মানুষের সমর্থন অভূতপূর্ব।
১৮। জনসভা শেষ করার আগে, ‘মে ভি চৌকিদার’ স্লোগান বারবার বলে সভা শেষ করলেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ জম্মু কাশ্মীরের জন্য আলাদা প্রধানমন্ত্রী, মোদী জবাব চাইলেন রাহুল ও মমতার কাছে

শিলিগুড়ির জনসভায় পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের দিকে সরাসরি আঙ্গুল তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর জবাবে কি বলবেন দিদি, তা জানার জন্য অপেক্ষায় রয়েছে গোটা রাজ্য। কোচবিহারের দিনহাটায় তৃণমূল নেত্রীর আজকের জনসভায় তারই উত্তর দেবেন বলে জানিয়েছেন খোদ ‘দিদি’।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
মমতার চ্যালেঞ্জ গ্রহণ করলেন মোদী, একমঞ্চে সামনাসামনি বিতর্কে বসছেন মমতা-মোদী https://thenewsbangla.com/modi-acceped-mamata-challenge-mamata-modi-debate-infront-of-voters/ Mon, 01 Apr 2019 06:37:24 +0000 https://www.thenewsbangla.com/?p=9600 শেষ পর্যন্ত মমতার চ্যালেঞ্জ গ্রহণ করলেন মোদী, একমঞ্চে সামনাসামনি বিতর্কে বসছেন মমতা-মোদী। কোথায় কবে এই বিতর্ক হবে, তা ঠিক করবে তৃণমূল বিজেপি দুই দল। তবে বিজেপি ও তৃণমূল উভয়ের তরফ থেকেই জানিয়ে দেওয়া হয়েছে, কলকাতা বা দিল্লি যেখানে খুশি হতে পারে এই প্রকাশ্য বিতর্ক। তবে সম্ভবত কলকাতায় হতে পারে এই চাঞ্চল্যকারি বিতর্ক। মোদী মমতার এই হাই টিআরপি বিতর্ক, সরাসরি কে দেখাবে তা নিয়েও শুরু হয়েছে দর কষাকষি।

একমঞ্চে মোদীর সঙ্গে সঙ্গে সামনা সামনি বিতর্কে বসছেন মমতা। থাকবেন আমজনতাও। তাঁরাও প্রশ্ন করতে পারবেন দুই নেতাকেই। কলকাতা না দিল্লী কবে কোথায় এই বিতর্ক হবে সেটাই এখন ঠিক করছেন দুই দলের নেতারা। তারিখও ঠিক করছেন তাঁরা। সাধারণ মানুষকেও এই বিতর্কে কি ভাবে নেওয়া যায় সেই নিয়েও চলছে আলোচনা।

মমতার চ্যালেঞ্জ গ্রহণ করলেন মোদী, একমঞ্চে সামনাসামনি বিতর্কে বসছেন মমতা-মোদী/The News বাংলা
মমতার চ্যালেঞ্জ গ্রহণ করলেন মোদী, একমঞ্চে সামনাসামনি বিতর্কে বসছেন মমতা-মোদী/The News বাংলা

রবিবার চন্দ্রবাবু নাইডুর সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফের মুখোমখি বিতর্কের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীকে সরাসরি বিতর্কের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মমতা বললেন, “সাহস থাকলে সরাসরি বিতর্ক করুন। আমি রাজি। জনতার প্রশ্নের সম্মুখীন হব। আপনিও হোন”। আর এরপরেই নড়েচড়ে বসে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব।

এরপরেই সোমবার মমতার চ্যালেঞ্জ গ্রহণ করেন মোদী। বিজেপির তরফ থেকে তৃণমূল কে জানিয়ে দেওয়া হয়েছে, “আপনারা ব্যবস্থা করুন নরেন্দ্র মোদী পৌঁছে যাবেন”। দিল্লি বা কলকাতা যেখানে খুশি এই বিতর্ক হতে পারে বলেই জানিয়ে দেওয়া হয়েছে। মমতার খুশি মত জায়গা বেছে নিয়ে তাদের জানাতে বলেছে বিজেপি নেতৃত্ব।

মমতার চ্যালেঞ্জ গ্রহণ করলেন মোদী, একমঞ্চে সামনাসামনি বিতর্কে বসছেন মমতা-মোদী/The News বাংলা
মমতার চ্যালেঞ্জ গ্রহণ করলেন মোদী, একমঞ্চে সামনাসামনি বিতর্কে বসছেন মমতা-মোদী/The News বাংলা

গত একমাস ধরেই বিভিন্ন প্রচার সভায় মোদীকে সামনাসামনি বিতর্কে বসার আমন্ত্রণ জানান মমতা। বিভিন্ন ইস্যুতে যে তিনি প্রধানমন্ত্রী মোদীকে ভারতবাসির সামনে একেবারে চুপ করিয়ে দেবেন, সেটাই বলেছেন তিনি। এবার মমতার সেই চ্যালেঞ্জ গ্রহণ করলেন মোদী। এটাই হতে চলেছে স্বাধীন ভারতে আমজনতার সামনে প্রথম সামনা সামনি ভোট বিতর্ক।

কি কি ইস্যুতে মোদীকে আক্রমণ করতে পারেন মমতা? শুরুতেই রাফাল ও বেকারদের চাকরি ইস্যু নিয়েই মোদীকে ঘায়েল করার চেষ্টা করবেন মমতা। এমনটাই জানা যাচ্ছে। সেনাকে কাজে লাগিয়ে ভোটে সুবিধা নিয়েও প্রশ্ন করতে পারেন মমতা। মোদীর বিভিন্ন প্রতিশ্রুতি যে পূরণ হয় নি তা হিসাব দিয়ে মানুষের সামনে তুলে ধরে তারপর প্রশ্নবাণে জর্জরিত করতে পারেন মোদীকে, এমনটাই তৃণমূল সূত্রে জানা যাচ্ছে।

মমতার চ্যালেঞ্জ গ্রহণ করলেন মোদী, একমঞ্চে সামনাসামনি বিতর্কে বসছেন মমতা-মোদী/The News বাংলা
মমতার চ্যালেঞ্জ গ্রহণ করলেন মোদী, একমঞ্চে সামনাসামনি বিতর্কে বসছেন মমতা-মোদী/The News বাংলা

অন্যদিকে সারদা ও নারদা নিয়ে মমতাকে প্রশ্ন করতে পারেন মোদী। বাংলায় শিল্প নেই কেন? উঠতে পারে প্রশ্ন মোদীর তরফ থেকে। মমতার পরিবর্তনের রাজ্যে পঞ্চায়েত ভোটে মানুষ কেন ভোট দিতে পারে নি, বিরোধীরা কেন প্রার্থী দিতে পারে নি, প্রশ্ন উঠবে মোদীর তরফ থেকে। সারদা ও নারদা কেসে মমতার মন্ত্রী নেতারা কত টাকা কামিয়েছেন, মোদীর তরফ থেকে উঠতে পারে প্রশ্ন।

তবে আমজনতা কি প্রশ্ন করবেন, সেই নিয়েই এখন চিন্তায় দুই প্রবল প্রতিপক্ষ। আমজনতার সব প্রশ্নের ঠিকঠাক জবাব দেওয়া যাবে তো? এটাই এখন ভাবনায় রেখেছে মোদী ও মমতা দুজনকেই। চিন্তায় আছেন তৃণমূল ও বিজেপি দুই দলের নেতারাই। জনতা জনার্দনকে সামলাতে না পারলে এবারের ভোটে যে বিপদ আছে তা জানেন ভারতের দুই বিখ্যাত রাজনীতিবিদই। এখন দেখার এই অভাবনিয় বিতর্কে কি হয়!

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

The News বাংলার পাঠক ও দর্শকদের জানাই এপ্রিল ফুলস ডে। হাঁ, এটা নিছকই মজা ছিল। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মুখোমুখি বিতর্কে বসার চ্যালেঞ্জ বারবার ছুড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা কিন্তু সত্যি। আর সেই চ্যালেঞ্জ গ্রহণ করতেই পারেন নরেন্দ্র মোদী। সেই দিন আর এটা ‘এপ্রিল ফুল’ থাকবে না। আমাদের জীবনে সত্য কখনও কখনও ‘এপ্রিল ফুল’ হয়ে যায়। একটা ‘এপ্রিল ফুল’ সত্য হবার অপেক্ষায় থাকতে দোষ কি? সব খবরে চোখ রাখতে The News বাংলা-র সঙ্গে থাকুন। এবার শেয়ার করে বাকিদেরও এপ্রিল ফুল বানান।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
রাহুল মমতা ঘনিষ্ঠ স্যাম পিত্রোদাকে সেনাবাহিনী নিয়ে পাল্টা দিলেন প্রধানমন্ত্রী মোদী https://thenewsbangla.com/pm-modi-slams-sam-pitroda-says-congress-celebrating-pakistan-national-day/ Fri, 22 Mar 2019 08:44:14 +0000 https://www.thenewsbangla.com/?p=9000 পাকিস্তানের বালাকোটে ভারতীয় বিমান বাহিনীর হামলা নিয়ে এবার প্রশ্ন তুললেন স্যাম পিত্রোদা। রাহুল গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায় এর ঘনিষ্ঠ স্যাম পিত্রোদা শুক্রবার বিমান বাহিনীর সফলতা নিয়ে প্রশ্ন তুলে দেন। এবং জানান, জঙ্গি হামলার জন্য পাকিস্তানকে দোষী করা ঠিক নয়। এরপরেই টুইট করে তাঁকে পাল্টা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রাহুল মমতা ঘনিষ্ঠ স্যাম পিত্রোদা এবার পাকিস্তানের বালাকোটে বিমান হামলা নিয়ে প্রশ্ন তুললেন। গান্ধী পরিবার তথা রাহুল গান্ধীর ঘনিষ্ঠ পিত্রোদা ইন্দিরা গান্ধীর সময় থেকে শুরু করে রাজীব গান্ধী, মনমোহন সিংয়ের সরকারে বিভিন্ন সময়ে নানা সরকারি কাজ, প্রকল্প ও কমিটির মাথায় থেকেছেন। তিনি ওভারসিজ কংগ্রেস কমিটির প্রধানও বটে। আর এই প্রশ্ন তোলার পরেই ক্ষেপে যান প্রধানমন্ত্রী মোদী।

পুলওয়ামার হামলা নিয়ে পিত্রোদা বলেছেন, “হামলা সম্পর্কে জানি না। সবসময়ই এমন হামলা হয়। মুম্বইয়ে হামলার পরে আমরা প্রতিক্রিয়া দেখাতে পারতাম। বিমান পাঠাতে পারতাম। তবে সেটা ঠিক হতো না। এভাবে বিষয়টিকে দেখা ঠিক নয়”। তিনি আরও বলেন, “আটজন জঙ্গি এসে হামলা করল। তার জন্য আপনি গোটা পাকিস্তানের ওপরে খড়্গহস্ত হতে পারেন না। কিছু লোক একটা ঘটনা ঘটাল বলে সেদেশের সকলকে দোষ দিতে পারেন না”।

স্যাম পিত্রোদা প্রশ্ন তোলেন, “আমি জানতে চাই, আমরা কি হামলা করেছি? তিনশো জন লোক মরেছে? আমি নিউ ইয়র্ক টাইমস ও অন্য খবরের কাগজ পড়েছি। কোথায় এর কোন উল্লেখ নেই। শুধু মোদী সরকার এই দাবি করছে”। তিনি আরও বলেন,”বিমান হামলায় সত্যি ৩০০ জন মারা গিয়েছে কিনা সেটা আমরা সবাই জানতে চাই”।

স্যাম পিত্রোদা প্রশ্ন করেন, “প্রত্যেক ভারতীয়কে এই নিয়ে জানাতে হবে। তারপরে আসবে সারা বিশ্বের সংবাদমাধ্যম, যারা বলছে, কেউ মারা যায়নি। ভারতীয় হিসাবে এটা আমার কাছে ভালো অভিজ্ঞতা নয়”।

স্যাম পিত্রোদার এই প্রসঙ্গ সামনে আসতেই প্রচণ্ড ক্ষুব্ধ হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের টুইটারে একহাত নিলেন কংগ্রেস ও স্যাম পিত্রোদাকে। তিনি লেখেন, “কংগ্রেস সভাপতির বিশ্বাসী কংগ্রেসের হয়ে পাকিস্তানের হয়ে গুণ গাইছেন। সেটা করা হচ্ছে ভারতের সেনাকে ছোটো করে দেখিয়ে”।

নিজের টুইটারে মোদী আরও বলেছেন, “বিরোধীরা সেনাকে বারবার অপমান করছে। আমি দেশের নাগরিকদের কাছে আবেদন করছি, বিরোধী নেতাদের এই নিয়ে প্রশ্ন করুন। জানিয়ে দিন, ১৩০ কোটি ভারতবাসী তাদের ক্ষমা করবে না। দেশ সেনার পাশেই রয়েছে”।

ভোটের আগে রাহুল ও মমতা ঘনিষ্ঠ স্যাম পিত্রোদা এইভাবে বিজেপির হাতে ফের একটা অস্ত্র তুলে দেবেন সেটা ভাবতে পারেননি রাজনৈতিক বিশেষজ্ঞরা। আর সেটাকেই হাতিয়ার করে ভোটের মুখে লড়াইয়ে নেমে পরলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই। এই ইস্যুতেই কংগ্রেসের তুমুল সমালোচনা করেছে বিজেপি। তবে কংগ্রেসের তরফে এটা ব্যক্তিগত মত বলে উড়িয়ে দেওয়া হয়েছে।

]]>