Modi in Bengal – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 01 Apr 2019 14:03:24 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Modi in Bengal – The News বাংলা https://thenewsbangla.com 32 32 বাংলায় ৭ পর্বের ভোটে ঝড় তুলতে ১০ দিন জনসভা করবেন মোদী https://thenewsbangla.com/narendra-modi-will-make-10-day-public-rally-for-the-7th-phase-election-in-bengal/ Mon, 01 Apr 2019 14:03:24 +0000 https://www.thenewsbangla.com/?p=9669 শুধু ৩ এপ্রিলই নয়, রাজ্যে সাত দফার নির্বাচনে অন্তত ১০ বার রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩ এপ্রিল প্রথমে সকালে শিলিগুড়ি এবং পরে বিকালে ব্রিগেডে জনসভা করবেন প্রধানমন্ত্রী। বিজেপি সূত্র অনুযায়ী, ৭ এপ্রিল ফের রাজ্যে আসবেন নরেন্দ্র মোদী। এই দফায় কোচবিহারের সভা করবেন তিনি। এছাড়াও আরও একটি জায়গায় সভা করতে পারেন মোদী।

৩ এপ্রিল শিলিগুড়িতে প্রধানমন্ত্রীর সভা নিয়ে জটিলতা কেটে গিয়েছে। এসজেডিএ-র কাওয়াখালির মাঠেই হবে সভা। সেখানে সভা শেষ করেই প্রধানমন্ত্রী রওনা দেবেন কলকাতার উদ্দ্যেশ্যে। ইতিমধ্যেই ব্রিগেডে বিজেপির সভার প্রস্তুতি তুঙ্গে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ৩ রা এপ্রিল ব্রিগেড থেকেই পশ্চিমবঙ্গে প্রচার শুরু করছেন মোদী। প্রথম দফার আগেই ৩ বার রাজ্যে আসবেন মোদী, এমনটাই জানা যাচ্ছে।

তবে শুধু ব্রিগেডই নয়, সাত দফার ভোটে রাজ্যে অন্তত ১০ দিন জনসভা করবেন প্রধানমন্ত্রী, এমনটাই খবর রাজ্য বিজেপি সূত্রে। এই ১০ দিনে প্রতিদিন অন্তত ২ টি করে সভা করবেন নরেন্দ্র মোদী। বাংলায় এবার ২৩ টি আসন জেতার টার্গেট দিয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ। আর সেই লক্ষের কাছাকাছি পৌঁছতে গেলেও বঙ্গ বিজেপির ভরসা সেই মোদীই। মোদীর প্রচারে রাজ্যে ভোট বৈতরণী পার হতে চাইছে বঙ্গ বিজেপি।

জানা গিয়েছে, বিজেপির রাজ্য নেতৃত্বকে এই ১০ দিনের প্রচার নিয়ে একটি ব্লুপ্রিন্ট তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। এমনভাবে সেটা করতে হবে, যাতে একটি সভা থেকে একসঙ্গে দু-তিনটি লোকসভা কেন্দ্রের মানুষের উদ্দেশে বক্তব্য রাখা যায়। আরও জানা গিয়েছে, এই ১০ দিনের প্রচারে কোনও দিন একটি, আবার কোনও দিন একাধিক সভাও করতে পারেন প্রধানমন্ত্রী। যেমন ৩ এপ্রিল ব্রিগেড ছাড়াও শিলিগুড়িতে সভা করবেন মোদী।

বিজেপি সূত্রে খবর, ৩রা এপ্রিল এর পরে দ্বিতীয়বার ৭ এপ্রিল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোচবিহারে সভা করবেন তিনি। ইতি মধ্যেই অমিত শাহ সভা করে গিয়েছেন আলিপুরদুয়ারে। সেখানে ২৩ আসনের কথা তিনি নিশ্চিত করে বলেছেন। তাতেই চাঙ্গা বিজেপি শিবির। এরপর মোদী সভা করে গেলে যে বিজেপি প্রচারে ঝড় উঠবে তা বলাই যায়।

নরেন্দ্র মোদী ছাড়াও বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মতো কেন্দ্রীয় নেতাদের এনে বাংলায় ঘন ঘন প্রচার, জনসভা ও রোড শো-র ব্যবস্থা করা হবে বলেই বঙ্গ বিজেপির তরফ থেকে জানান হয়েছে। তা ছাড়া বলিউডের কয়েকজন তারকাকে এনে প্রচারের কৌশলও নিতে পারে দল।

তবে সবার আগে ভরসা সেই মোদী। তাই অন্তত ১০ টা দিন বাংলায় মোদীকে আনতে চায় মোদী। ১০ দিন না হলেও অন্তত ৭ দিন মোদীকে বাংলায় আনার সবুজ সংকেত পাওয়া গেছে বলেই জানান হয়েছে বঙ্গ গেরুয়া শিবির থেকে। মোদী এবার বাংলায় কতটা হাওয়া তুলতে পারেন সেটাই এখন দেখার।

]]>
EXCLUSIVE: ৫ রাজ্যে হারের প্রভাব, মোদীর বাংলা সফর বাতিল https://thenewsbangla.com/exclusive-impact-of-defeat-in-five-states-modis-visit-to-bangla-canceled/ Tue, 11 Dec 2018 17:51:27 +0000 https://www.thenewsbangla.com/?p=4066 The News বাংলা, শিলিগুড়িঃ ৫ রাজ্যে হারের প্রভাব, আপাতত প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রীদের বাংলায় সফর ও জনসভা বাতিল বলে জানাল বঙ্গ বিজেপি। বাংলায় মোদীর সবকটি জনসভাই বাতিল বলে জানানো হয়েছে বাংলা বিজেপির তরফ থেকে।

গত ৭ তারিখে বিজেপির ডাকা ‘গনতন্ত্র বাঁচাও যাত্রা’ আটকে যাওয়ার পর আগামী ১৬ ডিসেম্বর শিলিগুড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা নিয়ে এমনিতেই অনিশ্চয়তা তৈরি হয়েছিল। মঙ্গলবার রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় সহ পাঁচ রাজ্যে কার্যত ধরাশায়ী হওয়ার পর বাংলা সফর বাতিল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বলে বিজেপি সুত্রে জানা গেছে।

আরও পড়ুনঃ সেমিফাইনালে মোদীর হার, মিজোরাম হারাল কংগ্রেস, তেলেঙ্গনায় ব্যর্থ মহাজোট

চলতি মাসের ১৬ তারিখ শিলিগুড়িতে প্রধানমন্ত্রীর জনসভা করার কথা ছিল, তা আপাতত হচ্ছে না বলে জানিয়েছে বিজেপির রাজ্য নেতৃত্ব৷ তবে এই মুহূর্তে বাতিল হলেও সম্ভবত মোদীর এই জনসভা পিছতে পারে বলেও জানিয়েছে জেলা বিজেপির কার্যকর্তারা। সেইসঙ্গে আরও জানা গেছে, পাঁচ রাজ্যের ফলাফল নিয়ে দিল্লীতে দলীয় পর্যালোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে কোথায় কোন কর্মসূচী নেওয়ার বিষয়ে।

সেমিফাইনালে মোদীর হার, মিজোরাম হারাল কংগ্রেস, তেলেঙ্গনায় ব্যর্থ মহাজোট/The News বাংলা
সেমিফাইনালে মোদীর হার, মিজোরাম হারাল কংগ্রেস, তেলেঙ্গনায় ব্যর্থ মহাজোট/The News বাংলা

আপতত অনির্দিষ্টকালের জন্য প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় সমস্ত মন্ত্রী ও বিজেপির কেন্দ্রীয় কমিটির নেতাদের এ রাজ্যের সমস্ত কর্মসূচী বাতিল বলে জেলা বিজেপি সুত্রে জানা গেছে। আগামীতে কোন রাজ্যে কি কি কর্মসূচী হবে এবং তা কোন কোন কেন্দ্রীয় স্তরের নেতাদের তত্ববধানে হবে তা কেন্দ্রীয় কমিটির বৈঠকের পরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ Result Live: মোদীকে হারালেন রাহুল, ৫ রাজ্যেই ধরাশায়ী বিজেপি

বিজেপি সূত্রে জানা গেছে, মঙ্গলবার নির্বাচনের ফল ঘোষনার পরেই পিএমও দপ্তর থেকে কলকাতার রাজ্য দপ্তরে এই খবর আসে। প্রধানমন্ত্রীর সফর বাতিল প্রসঙ্গে জেলা নেতৃত্বের মত, বিজেপির রথযাত্রা নিয়ে টানাপোড়েনের পর মামলা এখন ডিভিশন বেঞ্চে। জেলা বিজেপি সূত্রে খবর, ওই মামলার চূড়ান্ত হওয়ার পরই শিলিগুড়িতে আসবেন নরেন্দ্র মোদী।

আরও পড়ুনঃ ৫ টি প্রধান কারনে ৫ রাজ্যে হার মোদীর বিজেপির

আপতত বাতিল হলেও আগামী দিনে ‘গনতন্ত্র বাঁচাও যাত্রা’কে কেন্দ্র করে শিলিগুড়িতে জনসভা করবেন নরেন্দ্র মোদী, আশ্বাস বিজেপি নেতাদের। অন্যদিকে রাজ্য নেতৃত্ব সূত্রে জানা গেছে, পাঁচ রাজ্যের নির্বাচনে ফলাফল খারাপ হওয়াই প্রধানমন্ত্রীর সফর বাতিলের অন্যতম কারণ।

আরও পড়ুনঃ মোদী সরকারের সঙ্গে বনিবনা না হওয়ায় পদত্যাগ রিজার্ভ ব্যাঙ্ক গভর্নরের

বিজেপি সূত্রে আরও জানা গেছে, এই পাঁচ রাজ্যের ফলাফল নিয়ে আগামী বুধ, বৃহস্পতিবার বিজেপির কেন্দ্রীয় কমিটির পার্যালোচনার বৈঠকের পরই আগামী দিনে প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় সমস্ত মন্ত্রী ও বিজেপির কেন্দ্রীয় কমিটির হেভিওয়েট নেতাদের আগামী কর্মসূচী ঠিক করা হবে। আপাতত অনির্দিষ্ট কালের জন্য প্রায় সমস্ত জনসভা, অন্যান্য কর্মসূচী বাতিল করা হয়েছে বলে রাজ্য বিজেপি সূত্রে খবর।

আরও পড়ুনঃ লোকসভার আগে রাহুলের কাছে মোদীর হার, পড়ল টাকার দাম

অন্যদিকে পাঁচ রাজ্যের এই ফলাফল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোনও প্রভাব ফেলবে না বলেই মত রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের৷ এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপবাবুর বক্তব্য, ‘এই পাঁচ রাজ্যের ফলাফলের কোনও প্রভাব বাংলায় পড়বে না। বিজেপি বাংলায় যেরকম লড়ছে, সেরকমই লড়াই করবে। সিপিএম ও তৃণমূলের উজ্জীবিত হওয়ার কোনও কারণই নেই। বাংলায় বিজেপি এক ইঞ্চিও জমি ছাড়বে না’। সেই সঙ্গে বাংলায় রথযাত্রার কর্মসূচি হবে বলেও জানিয়েছেন দিলীপ ঘোষ।

]]>