Modi Government – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 20 Jun 2019 07:17:45 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Modi Government – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড় দিতে চলেছে মোদী সরকার, রাষ্ট্রপতির ভাষণে ইঙ্গিত https://thenewsbangla.com/modi-government-tax-relief-up-to-rs-5-lakhs-president-speech-indicate/ Thu, 20 Jun 2019 07:17:45 +0000 https://www.thenewsbangla.com/?p=14150 সপ্তদশ লোকসভার আনুষ্ঠানিক সূচনা হল। রাষ্টপতি রাম নাথ কোবিন্দ; প্রধানমন্ত্রী সহ নবনির্বাচিত সকল সাংসদদের অভিনন্দন জানালেন। সংসদের যৌথ অধিবেশনে; রাষ্ট্রপতির ভাষণে উপস্থিত ছিলেন সকল সাংসদ। রাষ্ট্রপতি তাঁর ভাষণে জানালেন বিভিন্ন প্রস্তাব। ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড় দিতে চলেছে মোদী সরকার; রাষ্ট্রপতির ভাষণে ইঙ্গিত।

রাষ্টপতি রাম নাথ কোবিন্দ এদিন সংসদে বললেন, দেশের অগ্রগতির পক্ষেই; ভোট দিয়েছেন ভোটাররা। নতুন ভারত নির্মাণের জন্য; সরকার কাজ করছে। দেশের অগ্রগতির পক্ষে; এবারের ভোটে স্পষ্ট মতামত দিয়েছেন ভোটাররা। ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড় দেবার জন্য; সরকারকে এদিন প্রস্তাব দিলেন রাষ্ট্রপতি।

আরও পড়ুনঃ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে, খলিল জিব্রান বানালেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান

সরকারের লক্ষ্য ‘সবকা সাথ, সবকা বিকাশ’। দেশবাসীকে বন্ধনমুক্ত রাখতে চায় সরকার। সম্বৃদ্ধ ভারত গড়াই; সরকারের লক্ষ্য। তিনি জানান, সমাজের সব স্তরের মানুষ; সংসদে নির্বাচিত। জাতপাত নয়, সৌভ্রাতৃত্ব চাই। সম্প্রীতি রক্ষা করাই সরকারের দায়িত্ব। বৈষম্যহীন দেশ গড়তে কাজ করবে সরকার।

ছোট দোকানদারদের জন্য; পেনশন যোজনা থাকবে। দেশের সব কৃষকের জন্য; কিষাণ সম্মান দেওয়া হবে। কৃষির উৎপাদন বৃদ্ধিতে ২৫ লক্ষ কোটি টাকা থাকবে। জল সংরক্ষণেও; বিশেষ জোর দিচ্ছে সরকার। সেই জন্যই তৈরি হয়েছে; জলশক্তি মন্ত্রক। রাজ্য সরকারগুলিকে সঙ্গে নিয়ে; কাজ করবে কেন্দ্রীয় সরকার। এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে দৃঢ় করতে সচেষ্ট থাকবে।

আরও পড়ুনঃ ধর্ষণের অভিযোগে সিপিআইএম নেতার ছেলের বিরুদ্ধে এফআইআর

দেশের ১১২টি পিছিয়ে থাকা জেলাকে; বিশেষ গুরুত্ব দেওয়া হবে। দেশের প্রত্যন্ত অঞ্চলে; ডাকবিভাগকে কাজে লাগিয়ে; ব্যাঙ্কিং পরিষেবা চালু করা হবে। গ্রামের উন্নোতিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। নারীশক্তিকে সম্মান জানিয়ে; মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে; কাজ করবে সরকার।

আরও জানিয়েছেন, ২০২৪ এর মধ্যে উচ্চশিক্ষার স্থান বৃদ্ধি করা হবে। ২০২২ এর মধ্যে চাষীদের আয় দ্বিগুণ হবে। টেকনলজির উন্নতির বিষয়ে নজর দেবে সরকার। ভারতীয় স্পেস সিপ হবে আরও বেশি উন্নত।

জরুরি ব্যবস্থাপণায় জানিয়েছেন, তিন তালাক প্রথার অবসান ও কর ব্যবস্থা সংস্কার এর প্রয়োজনকে। ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড় প্রস্তাব দিয়েছেন রাষ্ট্রপতি। সবদিক মাথায় রেখে; সকল প্রস্তাবে সম্পূর্ণতা পেতে উৎসুক সমগ্র দেশ। সিদ্ধান্ত মানুষের; তাই এবার পালা চাহিদা পূরণের।

]]>
ছয় মাসের রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে সিদ্ধান্ত নিল নরেন্দ্র মোদী সরকার https://thenewsbangla.com/narendra-modi-government-decided-to-issue-president-rule-for-six-month/ Thu, 13 Jun 2019 09:58:18 +0000 https://www.thenewsbangla.com/?p=13738 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বে কেন্দ্রীয় ক্যাবিনেট এর বৈঠকে; তিন তালাক ও রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রীসভার বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয়মন্ত্রী ও মুখপাত্র প্রকাশ জাভড়েকর; সাংবাদিক সম্মেলন করে; মোদী ক্যাবিনেটের সিদ্ধান্ত জানিয়ে দেন।

গত লোকসভাতেই তিন তালাক বিলকে; নরেন্দ্র মোদী ক্যাবিনেট ছাড়পত্র দেয়। লোকসভায় পাশও হয়ে যায় এই বিল। কিন্তু রাজ্যসভায়; বিজেপি সংখ্যাগরিষ্ঠ না থাকায় বিলটি আটকে যায়। ষোড়শ লোকসভা ভঙ্গ হওয়ার সঙ্গে সঙ্গে এই বিল বাতিল হয়ে গেছিল; কারণ এই বিল লোকসভায় পাশ হলেও রাজ্যসভা থেকে পাশ করানো সম্ভব হয়নি।

কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেন; “এই বিল আবার সংসদে পেশ করা হবে। বিরোধী দলগুলো এই বিল নিয়ে যে যে আপত্তি দেখিয়েছিল; সেগুলোর উপরেও বিচার করা হবে”। আগামী ১৭ই জুন সংসদ আবার শুরু হবে; এবং সপ্তদশ লোকসভার প্রথম অধিবেশনেই এই বিলকে পেশ করা হবে। এমনটাই পরিষ্কার জানিয়ে দেন প্রকাশ জাভড়েকর।

তিনি জানান, “সরকার দুইবার তিন তালাক নিয়ে অর্ডিন্যান্স জারি করেছে। মুসলিম মহিলা (বিবাহ অধিকার সংরক্ষণ) বিল ২০১৯ অনুযায়ী; তিন তালাক দেওয়া অসাংবিধানিক এবং বেআইনি ঘোষণা করা হবে। এবং কোন মুসলিম ব্যাক্তি যদি তাঁর স্ত্রীকে তিন তালাক দেয়; তাহলে তাঁকে হাজতে পাঠানো হবে”।

এছাড়াও কেন্দ্রীয় ক্যাবিনেটের মিটিংয়ে; জম্মু কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন ছয় মাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জম্মু কাশ্মীরে আগামী ২রা জুলাই রাষ্ট্রপতি শাসন শেষ হতে চলেছে। নরেন্দ্র মোদী মন্ত্রীসভার এই নতুন সিদ্ধান্তে; ৩রা জুলাই থেকে আরও ৬ মাসের জন্য; জম্মু কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন জারি থাকবে।

মোদী মন্ত্রীসভায় সিদ্ধান্ত হয়; জম্মু কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্তে থাকা; গ্রামবাসীদের সংরক্ষণ দেওয়া হবে। এর আগে এই সংরক্ষণ; শুধু লাইন অফ কন্ট্রলের আশেপাশে থাকা গ্রামবাসীরাই পেতেন। এবার ৪৩৫ টি গ্রাম এবং সাড়ে তিন লক্ষেরও বেশি মানুষ সরকারের এই সুবিধা গ্রহণ করতে পারবেন।

মন্ত্রীসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়; দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ২০০ পয়েন্ট রোস্টার জারি হবে। আর সব বিশ্ববিদ্যালয়কেই, কমিটি গঠন করে; সংরক্ষণ চালু করার নির্দেশ দেওয়া হবে। এর জন্য বিল পেশ করা হবে। জেনারেল কাস্টের জন্য ৫০%+১০% সংরক্ষণ জলদি চালু করা হবে।

]]>
দ্বিতীয়বার ক্ষমতায় বসেই জাতীয় সড়ক নিয়ে বড়সড় সিদ্ধান্ত মোদী সরকারের https://thenewsbangla.com/narendra-modi-government-takes-big-decision-with-the-national-high-way/ Mon, 03 Jun 2019 12:47:17 +0000 https://www.thenewsbangla.com/?p=13491 জনসংখ্যার সঙ্গে সামঞ্জস্য রেখে; দেশজুড়ে ১২৫ কোটি বৃক্ষরোপনের সিদ্ধান্ত কেন্দ্রের। দেশ জুড়ে ন্যাশান্যাল হাইওয়ের কাজ চলায়; এমনিতেই কাটা যাচ্ছে; লক্ষ্য লক্ষ্য গাছ। আর তাই সেই দিকে তাকিয়েই দেশ জুড়ে; ১২৫ কোটি গাছ লাগাবার ঘোষণা নতুন বিজেপি সরকারের।

পরিবেশের উন্নয়ন ও সবুজায়নে; উল্লেখযোগ্য সিদ্ধান্ত গ্রহন কেন্দ্রের সড়ক ও পরিবহন মন্ত্রনালয়ের। যার মূল কান্ডারী; কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নিতিন গড়করী। কাজের দক্ষতার মূল্যায়ন; মোদী সরকারের দ্বিতীয় টার্মেও গতবারের মতো নিতিন গড়করীর হাতেই সড়ক ও পরিবহন মন্ত্রনালয়ের দায়িত্ব ছেড়েছে কেন্দ্র। আর দায়িত্ব হাতে নিতেই পরিবেশের ভারসাম্য রক্ষার্থে; বড় সিদ্ধান্ত নিলেন নিতিন গড়কড়ী।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর মানসিক সুস্থতা কামনা করে পোস্টকার্ড পাঠানোর ভাবনা বিজেপির

সারা দেশ জুড়ে জাতীয় সড়কের দুই পাশে; দেশের জনসংখ্যার সাথে সামঞ্জস্য রেখে; ১২৫ কোটি গাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং ২০২২ সালের মধ্যেই মাত্র ৩ বছরে; এই ১২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি সম্পূর্ণ করা হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ বাংলায় বিজেপিকে ঠেকাতে নবান্নে মমতার সমন্বয় বৈঠক, ডাক সব নেতাকেই

মন্ত্রীসভার শপথ গ্রহনের পর; বাড়ি ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়েই নিতিন গড়করী জানান; ইতিমধ্যেই এই কর্মসূচিতে হাত লাগানো শুরু হয়ে গিয়েছে; এবং দেশের সমস্ত প্রান্তেই সবুজায়নের এই উদ্যোগ শীঘ্রই শুরু হবে। ৩ বছরের মধ্যেই; এই প্রকল্প শেষ হবে বলে আশ্বস্ত করেন তিনি।

আরও পড়ুনঃ জয় শ্রী রাম লেখা ১০ লাখ পোস্টকার্ড মমতার বাড়িতে যাচ্ছে

গতবার সড়ক ও পরিবহন মন্ত্রনালয়ের দায়িত্বে থাকাকালীন; প্রতিদিন সারা দেশে গড়ে ৩২ কিলোমিটার করে জাতীয় সড়ক সম্প্রসারণ হয়েছে বলে জানান তিনি। আগামী দেড় বছরে প্রতিদিন গড়ে ৪০ কিলোমিটার; জাতীয় সড়ক সম্প্রসারণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানান নিতিন গড়করী।

তার প্রকল্পিত দিল্লি মুম্বাই মহাসড়কের কাজও; দ্রুত সম্প্রসারণ হচ্ছে বলে জানান তিনি। এখনো পর্যন্ত মহাসড়ক সম্প্রসারণের কাজ ৬০% সম্পূর্ণ হয়েছে বলে জানান তিনি। বাকিটুকু আগামী কয়েক মাসের মধ্যেই; সম্পূর্ণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

]]>
ভারতের কূটনৈতিক চাপে পাকিস্তানকে জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার নির্দেশ আমেরিকার https://thenewsbangla.com/usa-directs-pakistan-to-take-action-against-militants-under-diplomatic-pressure-from-india/ Fri, 22 Mar 2019 06:48:47 +0000 https://www.thenewsbangla.com/?p=8972 সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি ব্যবস্থা নেওয়ার জন্য পাকিস্তানকে নির্দেশ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ ছাড়া পাকিস্তানকে সতর্ক করে বলেছে, ভারতে আবারও কোনো সন্ত্রাসবাদী হামলা হলে তাতে ভয়াবহ সমস্যার মধ্যে পড়বে পাকিস্তান। ভারতের কূটনৈতিক চাপে পাকিস্তানকে জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার নির্দেশ আমেরিকার। বলছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।

যুক্তরাষ্ট্রের প্রশাসনের এক সিনিয়ার কর্মকর্তা বলেছেন, “আমরা দেখতে চাই পাকিস্তান জইশ-ই-মহম্মদ (জেইএম), লস্কর-ই-তৈয়বা সহ বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে যথাযথ এবং দীর্ঘমেয়াদি ব্যবস্থা নিয়েছে। এই অঞ্চলে উত্তেজনা যাতে আর বৃদ্ধি না পায়, সে জন্য এই উদ্যোগ নিতে হবে”।

নামপ্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, “সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে পাকিস্তান যদি দীর্ঘমেয়াদি ও আন্তরিক পদক্ষেপ গ্রহণ না করে এবং ভারতে আবার কোন সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে, তবে ভয়ংকর সংকটের মধ্যে পড়তে হবে দেশটিকে। এর ফলে আবারও উত্তেজনা বৃদ্ধি পাবে, যা দুই দেশের জন্যই বিপজ্জনক হবে”।

কাশ্মীরের পুলওয়ামায় গত ১৪ ফেব্রুয়ারি পাক জঙ্গিদের আত্মঘাতী হামলায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ৪৯ জন জওয়ান শহিদ হন। ওই হামলার দায় স্বীকার করেছিল জেইএম। এরপর পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে বিমান হামলা চালায় ভারত। এরপরে আন্তর্জাতিক চাপে, পাকিস্তান দেশটির সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নিতে শুরু করেছে। যদিও মাসুদ আজহার বা ভারতের লিস্টে থাকা কোন জঙ্গির বিরুদ্ধে কোন ব্যবস্থাই নেয়নি পাক।

এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে সেই কর্মকর্তা বলেন, “যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক মহল দেখতে চায় যে পাকিস্তান ওই সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ‘অপরিবর্তনীয় ও দীর্ঘ মেয়াদি’ পদক্ষেপ নিয়েছে”। তিনি বলেন, এ বিষয়ে পূর্ণাঙ্গ বিবৃতি দেওয়ার সময় এখনও হয়নি।

সম্প্রতি যুক্তরাষ্ট্র বলেছে, সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে পাকিস্তান প্রাথমিক ব্যবস্থা গ্রহণ করেছে। কয়েকটি সন্ত্রাসী সংগঠনের সম্পদ জব্দ করেছে, কয়েকজনকে গ্রেফতার করেছে। এ ছাড়া জেইএমের প্রশাসনিক নিয়ন্ত্রণ নিয়েছে। ওই কর্মকর্তা বলেন, “তবে আমরা আরও পদক্ষেপ দেখতে চাই। অতীতের বিভিন্ন ঘটনার কারণে পাকিস্তানের অপরিবর্তনীয় পদক্ষেপ নেওয়া দরকার। এর আগে তারা কয়েকজনকে গ্রেপ্তার করেছে এবং পরে তাদের ছেড়েও দিয়েছে। এ ছাড়া ওই সন্ত্রাসী সংগঠনের নেতাদের দেশের বিভিন্ন জায়গায় ভ্রমণের অনুমতি দিয়েছে পাকিস্তান”।

ওই কর্মকর্তা বলেন, পাকিস্তানের বিরুদ্ধে চাপ বাড়াতে আন্তর্জাতিক সহযোগীদের সঙ্গে কাজ করছে যুক্তরাষ্ট্র। কারণ ওই সন্ত্রাসী সংগঠনগুলো দীর্ঘদিন ধরে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পুলওয়ামায় হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেলে তা প্রশমনে কাজ করেছিল যুক্তরাষ্ট্র। এই উত্তেজনা কমাতে চিন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহ, কাতার, যুক্তরাজ্য, জাপান, অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়নের সাহায্য নিয়েছিল যুক্তরাষ্ট্র।

তবে আমেরিকার এই চাপে পাকিস্তান কি কি ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার। তবে পাকিস্তানের কাছে নতুন কিছু আশা করছে না ভারত। তবে আমেরিকার হুমকিতে কতটা নত হয় পাকিস্তান, সেটাই এখন দেখার। তবে এটাকেও মোদী সরকারের কূটনৈতিক জয় বলেই দেখছে বিজেপি। ভোটে এটাকেও ইস্যু করতে চাইছে বিজেপি।

]]>
ভারতের নদী থেকে একফোঁটাও জল দেওয়া হবে না পাকিস্তানকে https://thenewsbangla.com/modi-government-decided-no-water-to-pakistan-from-indias-river/ Thu, 21 Feb 2019 16:54:32 +0000 https://www.thenewsbangla.com/?p=7111 প্রবাদে আছে, ‘হাতে না-মেরে ভাতে মারা’। তবে এবার পাকিস্তানকে জলে মারতে চলেছে ভারত সরকার। ভারতের কোন নদী থেকে আর একফোঁটাও জল দেওয়া হবে না পাকিস্তানকে, বৃহস্পতিবারই এই ঘোষণা করলেন কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী নিতিন গড়করি। মোদী সরকারের একের পর এক কড়া সিদ্ধান্ত অব্যহত পাকিস্তানের বিরুদ্ধে।

ভারতের সব নদীর জল আটকেই পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে চলেছে কেন্দ্র। বৃহস্পতিবার মোদী মন্ত্রীসভা সিদ্ধান্ত নিয়েছে, ভারতের পূর্বাঞ্চলের নদীগুলোর জল আর পাকিস্তানকে দেওয়া হবে না।

কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী নিতিন গড়করি এদিন জানান, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে মন্ত্রীসভার বৈঠকের পর এই সিদ্ধান্ত হয়েছে। পাকিস্তানকে ভারতের নদীর জল আর ব্যবহার করতে দেওয়া হবে না। সব নদীর গতিমুখ পাঞ্জাব ও কাশ্মীরের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। যাতে আমাদের দেশের লোকজন বেশি জল পায়”।

নিতিন গড়করি আরও বলেন, কাশ্মীরে জল পৌঁছতে ইরাবতী নদীর উপর বাঁধ নির্মাণ করা হচ্ছে। বাড়তি জল বিপাশা হয়ে পাঞ্জাবে যাবে। বাকিটা কাশ্মীরেই থাকবে। ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জইশ ই মহম্মদ এর আত্মঘাতী বিস্ফোরণের প্রেক্ষিতেই মন্ত্রিসভার এই সিদ্ধান্ত। হামলায় ৪৯ আরপিএফ জওয়ান শহিদ হন।

সিন্ধু জল চুক্তি অনুযায়ী পূর্বাঞ্চলীয় তিনটি নদীর নিয়ন্ত্রণ ভারতের হাতেই আছে। বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ১৯৬০ সালের ১৯ সেপ্টেম্বর ভারত ও পাকিস্তানের মধ্যে এক চুক্তি সই হয়েছিল। ভারত-পাকিস্তানের মধ্যেকার ছয়টি নদীর জলের যৌথ ব্যবস্থাপনার উদ্দেশ্যে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ইন্দাস ওয়াটার্স ট্রিটি স্বাক্ষরিত হয়। ভারতের তত্‍‌কালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান এই চুক্তিতে সই করেন।

চুক্তি অনুযায়ী, পূর্বদেশীয় তিনটি নদী বিপাশা, রবি ও শতদ্রুর নিয়ন্ত্রণ ভারতকে দেওয়া হয়েছিল। অন্য দিকে পশ্চিমের তিনটি নদী, সিন্ধু, চন্দ্রভাগা এবং ঝিলমের নিয়ন্ত্রণ পাকিস্তানকে দেওয়া হয়। উরি হামলার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কূটনৈতিকভাবে পাকিস্তানকে চাপে ফেলার নানা কৌশল নেন। তখনই তিনি বলেছিলেন, রক্ত ও জল কখনও একসঙ্গে বইতে পারে না। সিন্ধু নদের জলের উপরেও নিজেদের অধিকার প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এবার কাজ শুরু করে দিল ভারত।

এতদিন ধরে ভারত যেভাবে চুক্তি অনুযায়ী মোট জলের মাত্র ২০ শতাংশ রেখে বাকিটা পাকিস্তানকে ছেড়ে দিত, এবার তা পুরোপুরি বন্ধ করল ভারত। সন্ত্রাসবাদ ইস্যুতে বারবার পাকিস্তান কথার খেলাপ করাতেই এই অবস্থান বলে ভারতের তরফে আগেও জানানো হয়েছিল।

সরকারি এক গবেষণায় উঠে এসেছে, পাকিস্তানের সীমান্ত এলাকার প্রায় ৭৫ শতাংশ মানুষের বাড়িতে খাবার জলের সরবরাহ নেই। এবং ৭০ শতাংশ জলই দূষিত। তারা ভারতের নদীগুলির জলের উপরই নির্ভরশীল। এবার সেখানেও বিপদ বাড়াল ভারত সরকার।

বিশ্বের সংস্থাগুলো অনুমান করছে, বিশ্বের বৃহত্তম হিমবাহ থাকা সত্ত্বেও ২০২৫ সালের মধ্যে ব্যাপক জল সংকটে পড়বে পাকিস্তান। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মতে, এরই মধ্যে দেশটির মাথাপিছু জলের প্রাপ্যতা ১৯৯১ সাল থেকে এক-তৃতীয়াংশ হ্রাস পেয়েছে। আর এরপর ভারত জল না দিলে চরম বিপদে চলেছে পাকিস্তান, এটাই বলাই যায়।

]]>
কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী নেতাদের নিরাপত্তা তুলে নিল মোদী সরকার https://thenewsbangla.com/modi-government-withdraws-security-of-5-separatist-leaders-of-kashmir/ Sun, 17 Feb 2019 14:14:52 +0000 https://www.thenewsbangla.com/?p=6937 পুলওয়ামা হামলার জের, জম্মু-কাশ্মীরের পাঁচ বিচ্ছিন্নতাবাদী নেতার নিরাপত্তা রক্ষী তুলে নিল প্রশাসন। এই পাঁচ নেতা হলেন মীরওয়াইজ উমর ফারুক, আবদুল গনি ভাট, বিলাল লোন, হাসিম কুরেশি এবং সাবির শাহ। কোনও অবস্থাতেই তাদের আর কোন নিরাপত্তা দেওয়া হবে না বলেও নির্দেশিকা জারি হয়েছে। আগেই নিরাপত্তারক্ষী তুলে নেওয়া হয়েছে পাকিস্তান-পন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলি শাহ গিলানি ও ইয়াসিন মালিকের কাছ থেকে।

আরও পড়ুনঃ পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গি ঘাঁটিতে হামলার অনুমতি চাইল দেশের সেনা

জম্মু-কাশ্মীর প্রশাসন থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে যে এই পাঁচ নেতার কাছ থেকে সরকারি গাড়ি ও নিরাপত্তারক্ষী সরিয়ে নেওয়া হবে। রবিবার সন্ধ্যার মধ্যেই এইসব নেতার সরকারি গাড়ি ও নিরাপত্তারক্ষী তুলে নেওয়া হয়েছে। মিরওয়াইজ উমর ফারুক এর মত হুরিয়ত কনফারেন্সের অন্যান্য নেতাদেরও নিরাপত্তা দ্রুত তুলে নেওয়া হচ্ছে। তারা যেসব সরকারি সুযোগ পান সেটাও তুলে নেওয়া হবে।

আরও পড়ুনঃ পরিবার সহ খুন করে আরডিএক্স দিয়ে বাড়ি উড়িয়ে দেবার হুমকি সাংসদকে

কোনও অবস্থাতেই কোনও বিচ্ছিন্নতাপন্থী নেতা বা পাকিস্তানকে সমর্থন করা নেতাকে আর নিরাপত্তা দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। এই বিচ্ছিন্নতাবাদী নেতারা আর কোনও সরকারি সুযোগ-সুবিধে পেলে তাও তুলে নেওয়া হবে। অন্যান্য আরও যেসব সুযোগ সুবিধা তারা পেয়ে থাকেন তাও বন্ধ করে দেওয়া হবে। আর কোনও বিচ্ছিন্নতাবাদী নেতাকে এই তালিকায় ঢোকানো হবে কিনা, তাও খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ ভয়ঙ্কর সন্ত্রাসবাদী হামলা হবে জানিয়েছিলেন কাশ্মীর পুলিশের আধিকারিক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষাণা করেছিলেন, “সেনাকে সমস্ত ক্ষমতা দেওয়া রয়েছে। আরও অনেক ব্যবস্থা নেওয়া হবে”। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আগেই জানিয়েছিলেন, “কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের নিরাপত্তার বিষয়টি পর্যালোচনা করা হবে”। দুদিনের মধ্যেই এই সিদ্ধান্ত জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুনঃ সেনা মৃত্যুর প্রতিবাদে উত্তাল দেশ, ভারতীয় কোম্পানি টাকা ঢালছে পাকিস্তানে

পুলওয়ামায় জঙ্গি হামলার পর কেন্দ্রীয় সরকারের প্রধান দুই মন্ত্রীর বক্তব্যই ক্রমে প্রাসঙ্গিক হয়ে উঠল কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতিতে। শনিবার বিকেলেই নিজের বাড়িতে নিরাপত্তা বিষয়ক বিশেষ বৈঠকে বসেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। রাজধানী দিল্লিতে এই বিশেষ বৈঠকেই ঠিক করা হয় বিচ্ছিন্নতাবাদীদের নিয়ে একাধিক বিষয়। বৈঠকে হাজির ছিলেন গোয়েন্দা বিভাগের ডিরেক্টর সহ জাতীয় পর্যায়ের একাধিক সচিব।

আরও পড়ুনঃ কাশ্মীরে আবার জঙ্গি হামলা, বিস্ফোরণে শহিদ আর্মি মেজর

পুলওয়ামা হামলার পরই কাশ্মীরে পৌঁছন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানেই রাজনাথ সিং ঘোষণা করেন, “জম্মু ও কাশ্মীরে এমন কিছু মানুষ ও নেতা রয়েছে, যারা পাক গুপ্তচর সংস্থা আইএসআইকে সাহায্য় করছে। পাশাপাশি তারা বিভিন্ন পাক জঙ্গি সংগঠনকে সাহায্য করছে। এদের আর নিরাপত্তা দেওয়া হবে কি না তা বিবেচনা করে দেখবে সরকার”।

আরও পড়ুনঃ কাশ্মীরে পাক হামলার পর কলকাতা থেকে গ্রেফতার বাংলাদেশি জামাত জঙ্গি

১৪ই ফেব্রুয়ারী কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জঙ্গি হামলার পরই প্রশ্ন উঠতে থাকে পাকিস্তানের মদতে যেখানে উপত্যকায় জঙ্গি কার্যকলাপ চলেছে সেখানে পাকপন্থী কাশ্মীরি নেতাদের সরকারি নিরাপত্তা কেন? কাশ্মীরে গিয়ে এই নিয়েই বক্তব্য রাখেন রাজনাথ সিং। সেখানে তিনি পরিস্কার বলেন, “উপত্যকার পাকপন্থী নেতারা জম্মু ও কাশ্মীরের মানুষদের ভবিষ্যত নিয়ে ছিনিমিনি খেলছেন। এদের কোনরকম সাহায্য আর করা হবে না”।

আরও পড়ুনঃ কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলায় শহিদদের মধ্যে বাংলার ২জন সেনা জওয়ান

তারপরেই নেতাদের এই সব সাহায্য বন্ধ করার সিদ্ধান্তের কথা জানিয়ে দিল মোদী সরকার। আর সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সেনা, পুলিশ ও সাধারণ মানুষও। কাশ্মীর নিয়ে আরও কি কি কড়া সিদ্ধান্ত নেয় কেন্দ্র সরকার, তারই অপেক্ষায় গোটা দেশ।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়ুনঃ পাকিস্তানকে বয়কট করে ভারতের হাত ধরল সৌদি আরব
আরও পড়ুনঃ তদন্তের আগেই জঙ্গি হামলায় পাকিস্তানকে দোষী বলা ঠিক নয় বললেন মমতা
আরও পড়ুনঃ পাক জঙ্গিদের খুঁজে বের করে মারতে সেনাকে পূর্ণ স্বাধীনতা দিল মোদী সরকার
আরও পড়ুনঃ দেশ জুড়ে বদলার দাবি, কাউকে ছাড়া হবে না জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
সার্কিট বেঞ্চ উদ্বোধন করে দিয়ে মমতার ‘বাড়া ভাতে’ ছাই দিলেন মোদী https://thenewsbangla.com/narendra-modi-inaugurates-the-jalpaiguri-circuit-bench-criticise-by-state/ Fri, 08 Feb 2019 10:48:11 +0000 https://www.thenewsbangla.com/?p=6630 কলকাতা হাইকোর্টের শাখা হিসাবে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সার্কিট বেঞ্চ উদ্বোধন করে দিয়ে মমতার ‘বাড়া ভাতে’ ছাই দিলেন মোদী, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। মমতা ভেবেছিলেন উত্তরবঙ্গবাসির বহুদিনের চাহিদা ও দাবির এই সার্কিট বেঞ্চ নিজেই উদ্বোধন করবেন। কিন্তু নিজে এসে উদ্বোধন করে তাতে জল ঢেলে দিলেন স্বয়ং মোদী।

এই সংক্রান্ত খবরঃ ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতার সিদ্ধান্তে সিলমোহর দিল মোদী সরকার
সার্কিট বেঞ্চ সংক্রান্ত আরও খবরঃ দেশের প্রধানমন্ত্রী দুকান কাটা, বললেন মমতার মন্ত্রী মলয় ঘটক

চালু হয়ে গেল জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। বৃহস্পতিবারই এই ঘোষণা করে দেয় নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকার। আর সশরীরে এসে, শুক্রবার সেই জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ এরই উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বহুদিন থেকেই তৈরি হয়ে পরেছিল জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। ক্যাবিনেট বৈঠকে সবুজ সংকেত দেবার পর তা অনুমোদনের জন্য পাঠানো হয়েছে রাষ্ট্রপতির কাছে। অন্যদিকে এর সম্পূর্ণ কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কেই দিয়েছেন তৃণমূল নেতারা।

আরও পড়ুনঃ নতুন যুদ্ধ, রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার দুই অফিসারকে ডেকে পাঠাল ইডি

সার্কিট বেঞ্চ উদ্বোধন করে দিয়ে মমতার 'বাড়া ভাতে' ছাই দিলেন মোদী/The News বাংলা
সার্কিট বেঞ্চ উদ্বোধন করে দিয়ে মমতার ‘বাড়া ভাতে’ ছাই দিলেন মোদী/The News বাংলা

“সার্কিট বেঞ্চ নিয়ে রাজনীতি করছে কেন্দ্র। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সমস্ত পরিকাঠামো প্রস্তুতের পরও মোদী সরকারের টালবাহানায় চালু করা যাচ্ছে না সার্কিট বেঞ্চের কাজ”, বলে গুরুতর অভিযোগ তুলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সার্কিট বেঞ্চ নিয়ে কেন্দ্রের ঘৃণ্য রাজনীতির অভিযোগ তুলে অনেকবারই অবস্থান বিক্ষোভে সামিল হন জলপাইগুড়ি ও শিলিগুড়ির আইন কর্মীরা। শেষ পর্যন্ত জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ চালু করার সবুজ সংকেত দিয়ে তার উদ্বোধনও করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুনঃ কেন্দ্রে ক্ষমতায় এলে তিন তালাক বিরোধী আইন বাতিল করে দেবে কংগ্রেস

দীর্ঘ দিন ধরেই কলকাতা হাইকোর্টের শাখা হিসেবে জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ তৈরির দাবি ছিল উত্তরবঙ্গবাসীর। বিগত চল্লিশ বছর ধরে রাজনৈতিক দলগুলির দীর্ঘ টালবাহানা চলেছে। অবশেষে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর শুরুর দিন থেকেই জোড় কদমে সার্কিট বেঞ্চ নির্মাণের কাজ শুরু করা হয়। কিন্তু কেন্দ্রের ছাড়পত্র পাওয়া যাচ্ছিল না। ২ দিনের মধ্যে তা অনুমোদন দিয়ে আজ তার উদ্বোধনও করে দিলেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ মমতার ধর্ণায় বসা পুলিশ অফিসারদের কড়া শাস্তি দিতে চলেছে মোদী সরকার

সার্কিট বেঞ্চ উদ্বোধন করে দিয়ে মমতার 'বাড়া ভাতে' ছাই দিলেন মোদী/The News বাংলা
সার্কিট বেঞ্চ উদ্বোধন করে দিয়ে মমতার ‘বাড়া ভাতে’ ছাই দিলেন মোদী/The News বাংলা

আর এই নিয়েই শুরু হয়েছে জোর বিতর্ক। সবটাই তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে, আর তাঁকে বাদ দিয়েই জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ এর উদ্বোধন করে দিয়ে তৃণমূল ও রাজ্য সরকারের তোপের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আইনমন্ত্রী মলয় ঘটক এর অভিযোগ, কেন্দ্র সহযোগিতা তো দূরের কথা, স্রেফ রাজনৈতিক উদ্দেশ্যেই শুক্রবার জলপাইগুড়িতে রাজনৈতিক সভার পাশাপাশি সার্কিট বেঞ্চ এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুনঃ মমতার বাংলায় ১ লাখ চাকরির প্রতিশ্রুতি দিলেন মুকেশ আম্বানি

তীব্র ভাষায় এর প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, সার্কিট বেঞ্চ উদ্বোধন হয়ে যাবার পরের দিন থেকে কাজ শুরু করে দিতে হয়। অথচ স্টাফ নিয়োগ থেকে শুরু করে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার তৈরীর বিষয়টি যেহেতু রাজ্য সরকার দেখে তাই শুক্রবার এই বেঞ্চের উদ্বোধন হলেও বেঞ্চের পূর্ণাঙ্গ কাজ শুরু করা এখন ওই সম্ভব হবে না।

আরও পড়ুনঃ সারদা রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার পুলিশ কর্তাদের বারবার তলব গোয়েন্দাদের

কিন্তু সমালোচনা যাই হোক, এর জেরেই লোকসভা ভোটের আগে মমতার সার্কিট বেঞ্চ উদ্বোধন করে কৃতিত্ব নেবার উদ্যোগে জল ঢেলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ঘটনা হজম করতে মমতার যে সময় লাগবে, সেটাই মনে করছে রাজনৈতিক মহল। অনেকে বলেছেন, হয়ত মুখ্যমন্ত্রী আবার নতুন করে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ এর উদ্বোধন করবেন।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
মমতার নির্দেশে সিবিআই অফিসারদের আটক করে বাংলার আইপিএসরা বিপদে https://thenewsbangla.com/ips-of-bengal-in-danger-to-retain-the-cbi-officers-on-the-order-of-mamata/ Mon, 04 Feb 2019 07:59:31 +0000 https://www.thenewsbangla.com/?p=6362 মমতার নির্দেশে সিবিআই অফিসারদের আটক করে বাংলার আইপিএসরা এবার বিপদে পরলেন। সিবিআই অফিসারদের গায়ে হাত তোলা আইপিএস-দের রিপোর্ট চাইল কেন্দ্র। রাজ্যের কাছ থেকে এই সব আইপিএসদের রিপোর্ট চেয়ে পাঠাল কেন্দ্র। রাজীব কুমার, সুরজিৎ কর পুরকায়স্ত এর পাশাপাশি ৪ আইপিএস অফিসারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্র।

সিবিআই অফিসাররা কেন্দ্রীয় সংস্থার অফিসার। আইপিএস-রাও সেই কেন্দ্রীয় সংস্থারই অফিসার। একটি কেন্দ্রীয় সংস্থার কাজে কি করে বাধা দেয় আর এক কেন্দ্রীয় সংস্থার অফিসাররা? প্রশ্ন তুলেছে নরেন্দ্র মোদী সরকার। শুধু কাজে বাধা দেওয়াই নয়, রীতিমত গায়ে হাত তুলে জোর জবরদস্তি তাদের থানায় তুলে নিয়ে যাওয়া হয়। আর এখানেই বাংলার আইপিএসরা তাঁদের চাকরির কোড অফ কন্ডাক্ট ভেঙেছেন বলেই মনে করছে কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুনঃ তথ্যপ্রমাণ নষ্টের প্রমাণ পেলে পুলিশ কমিশনারকে উচিত শিক্ষা দেওয়া হবে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

সোমবারই রাজ্যের চীফ সেক্রেটারির কাছে চিঠি পাঠিয়ে এই কাজে লিপ্ত থাকা আইপিএস অফিসারদের সব রিপোর্ট চাইল কেন্দ্র। রাজনাথ সিং এর স্বরাষ্ট্র দফতর বাংলার এই আইপিএস-দের রিপোর্ট চেয়ে পাঠিয়েছে মোদী সরকার। মনে করা হচ্ছে এই আইপিএস-দের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে কেন্দ্রীয় সরকার।

সিবিআইয়ের তরফ থেকে দেশের শীর্ষ আদালতে সোমবারই জানানো হয়েছে যে, রবিবার কলকাতার পুলিশ কমিশনারকে জেরা করতে গিয়ে পুলিশের হাতে হেনস্থা হতে হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আধিকারিকদের। যেটা সাংবিধানিক সংকট সৃষ্টির সমান। গায়ে হাত তুলে জোর জবরদস্তি তুলে নিয়ে যাওয়া হয় থানায়। সুপ্রিম কোর্টের পাশাপাশি এই রিপোর্ট জমা পরেছে কেন্দ্র স্বরাষ্ট্র দফতরের কাছেও।

আরও পড়ুনঃ পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআইকে ঢুকতে বাধা কলকাতা পুলিশের

এমনকি কলকাতায় সিবিআইয়ের যুগ্ম ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তবকে রবিবার তাঁর দফতরেই বন্দি করে কলকাতা পুলিশের বাহিনী। যেটাও অবিশ্বাস্য একটা ব্যপার। কেন্দ্রীয় বাহিনী নামিয়ে সিবিআইয়ের যুগ্ম ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তবের দফতর থেকে পুলিশি ঘেরাও মুক্ত করতে হয়। পুলিশের ঘেরাওয়ের হাত থেকে সিবিআইকে মুক্ত করতে, হস্তক্ষেপ চাওয়া হয় স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

আরও পড়ুনঃ বুদ্ধে সৌজন্য কিন্তু মোদী যোগীতে অনুমতি নেই, শত্রু পাল্টেছে মমতার

আর এখানেই পুরো বিষয়ে প্রচণ্ড ক্ষুব্ধ কেন্দ্র স্বরাষ্ট্র দফতর। সিবিআই আধিকারিকদের হেনস্থা ও সিবিআইয়ের যুগ্ম ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তবকে তাঁর দফতরেই বন্দি করে রাখার এই সিদ্ধান্তে যে সব আইপিএস অফিসাররা জড়িত আছেন, তাঁদের সবার বিরুদ্ধেই চাকরির কোড অফ কন্ডাক্ট ভাঙার দায়ে তদন্ত করবে মোদী সরকার। দিল্লি সূত্রে এমনটাই খবর। তবে এত কাণ্ডের পর রাজ্য সরকার কি এই বিষয়ে কেন্দ্রকে কোন সাহায্য করবে? সেটাও প্রশ্ন।

ফলে বলাই যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আদেশ মেনে এবার নরেন্দ্র মোদী সরকারের বিরাগভাজন হলেন বাংলার আইপিএস-রা। এঁদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার কি ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার। ইতিমধ্যেই রাজ্যের ডিজি ও পুলিশ কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছে সিবিআই। খুব তাড়াতাড়ি বাংলায় পোস্টিং বেশ কয়েকজন আইপিএস অফিসার কেন্দ্রের শো-কজ নোটিস পেতে চলেছেন সেটা পরিষ্কার।

]]>
একনজরে খুব সহজেই দেখে নিন মোদী সরকারের আজকের বাজেট https://thenewsbangla.com/modi-government-interim-budget-learn-everything-about-budget-2019/ Fri, 01 Feb 2019 10:14:32 +0000 https://www.thenewsbangla.com/?p=6323 মুখে চওড়া হাসি চাকুরিজীবিদের। ৫ লাখ টাকা আয় পর্যন্ত ট্যাক্স ছাড়, বড় ঘোষণা মোদী সরকারের। ৫ লাখ টাকা আয় পর্যন্ত কোন ইনকাম ট্যাক্স দিতে হবে না। এলআইসি, সেভিংস সার্টিফিকেট জাতীয় কোন কিছু বিনিয়োগ থাকলে আরও দেড় লাখ টাকা মানে ৬.৫ লাখ টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্স দিতে হবে না। এরপর ষ্ট্যাণ্ডার্ড ডিডাকশন আরও ৫০ হাজার টাকা ধরলে মোট ৭ লাখ টাকা অব্দি আয়ে ইনকাম ট্যাক্স ছাড় পাবেন সাধারণ মানুষ। ভোটের আগে বড় ঘোষণা মোদী সরকারের।

আরও পড়ুনঃ Budget LIVE: বিশাল ট্যাক্স ছাড়, মধ্যবিত্তের জন্য বড় ঘোষণা মোদী সরকারের

একনজরে খুব সহজেই দেখে নিন মোদী সরকারের আজকের বাজেট
একনজরে খুব সহজেই দেখে নিন মোদী সরকারের আজকের বাজেট/The News বাংলা

একনজরে দেখে নিন আজকের বাজেটঃ
# কর সংগ্রহ বেড়েছে ১২ লক্ষ কোটি টাকা। তাই মধ্যবিত্তদের কর ছাড় দেওয়া হল।
# ২০১৩-১৪ অর্থবর্ষের তুলনায় কর সংগ্রহ বেড়েছে প্রায় দ্বিগুণ। গত আর্থিক বছরে ১২ লক্ষ কোটি প্রত্যক্ষ কর আদায় হয়েছে। প্রত্যক্ষ করা ব্যবস্থা সহজ করা হয়েছে। আমরা সেই টাকা সঠিক পরিকাঠামো তৈরি করেছে।

আরও পড়ুনঃ LIVE: ৫ লাখ টাকা আয় পর্যন্ত ট্যাক্স ছাড়, বড় ঘোষণা মোদী সরকারের

# ৫ লক্ষ টাকা পর্যন্ত রোজগারে সম্পূর্ণ করছাড়ের প্রস্তাব। এককথায় এক ধাক্কায় দ্বিগুণ হল করছাড়ের উর্ধ্বসীমা। আগে ছিল ২.৫ লাখ টাকা। প্রভিডেন্ট ফান্ড ও অন্যান্য সেভিংস এর দৌলতে সাড়ে ৬ লক্ষ টাকা পর্যন্ত করছাড় পাবেন মধ্যবিত্তরা।
# স্ট্যান্ডার্ড ডিডাকশন অর্থাৎ করযুক্ত আয়ের উপর কর ছাড়ের ঊর্ধ্বসীমা ৪০ হাজার থেকে বেড়ে হল ৫০ হাজার। ফলে ৭ লাখ টাকা পর্যন্ত আয়ে কর ছাড়। পরিবার পিছু খরচের ক্ষমতা বেড়েছে ভারতের।

# ২ কোটি টাকা স্থাবর সম্পত্তির ক্ষেত্রে কর ছাড়। ৪০ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
# ২০২০ পর্যন্ত নতুন বাড়ি কেনা বা তৈরি করলে, আয়করে ছাড় পাওয়া যাবে। বাড়ি বিক্রির মাধ্যমে হওয়া আয়ের ক্ষেত্রে ২ বছর পর্যন্ত করছাড় পাওয়া যাবে।
# ব্যাঙ্ক-পোস্ট অফিসে প্রাপ্ত সুদে কর ছাড়ের ঊর্ধ্বসীমা বেড়ে হল ৪০ হাজার
# টিডিএস কাটার ক্ষেত্রেও ঊর্ধ্বসীমা বাড়ানোর প্রস্তাব
#তফশিলি জাতি ও উপজাতিদের জন্য বরাদ্দ বেড়ে প্রায় ৭৭ হাজার কোটি টাকা করা হল।

একনজরে খুব সহজেই দেখে নিন মোদী সরকারের আজকের বাজেট
একনজরে খুব সহজেই দেখে নিন মোদী সরকারের আজকের বাজেট/The News বাংলা

# তফশিলি জাতি ও উপজাতিদের জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে
# প্রতিরক্ষা খাতে বাজেট বরাদ্দ তিন লক্ষ কোটি টাকা
# ২০১৯-২০ তে রাজস্ব ঘাটতি ৩.৪ শতাংশ। আগামী বছর কমানোর পরিকল্পনা করা হচ্ছে। অতিরিক্ত প্রকল্পের জন্য বাড়াতে হয়েছে, নাহলে তা ৩.৩ শতাংশ হল।
# আগামী ৮ বছরের মধ্যে ১০ ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে পৌঁছে যাওয়ার লক্ষ্যমাত্রা রাখলেন অর্থমন্ত্রী।

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গ স্পেশ্যাল কেস তাই গুরুত্ব দিয়ে ভোট করাবে নির্বাচন কমিশন
আরও পড়ুনঃ মমতার স্বরাষ্ট্র সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের এক রোহিঙ্গার

# কালো টাকা উদ্ধারে গত পাঁচ বছরে একাধিক পদক্ষেপ করা হয়েছে
# তার ফলে ১.৩ লক্ষ কোটি টাকা আয়করের আওতায় এসেছে
# নতুন রেল, কলকাতা বারাণসী কন্টেনার কার্গো পরিষেবা। রেল মানচিত্রে যুক্ত হচ্ছে অরুণাচল প্রদেশ।
# পাঁচ বছরে ১ লক্ষ ডিজিটাল ভিলেজ তৈরি করবে সরকার।
# ব্রডগেজ লাইনে গোটা দেশে আর কোনও রক্ষীহীন লেভেল ক্রসিং নেই।

# বাড়ি কেনা বা তৈরির ক্ষেত্রে জিএসটি কমানোর প্রস্তাব দেওয়া হবে জিএসটি কাউন্সিলকে
# সিনেমার টিকিটে কর জিএসটি কমিয়ে ১২ শতাংশ করার প্রস্তাব
# ব্যবসায়ীদের রিটার্ন এখন সম্পূর্ণ অনলাইন, সহজ ও সরল
# এক পদ এক পেনশনে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে সরকার।
# প্রতিরক্ষা খাতে বাজেট ৩ লক্ষ কোটি টাকা থেকে বাড়ানো হল, সেনায় কর্মরতদের বেতন অনেকটা বাড়িয়েছে সরকার। ঝুঁকিপূর্ণ জায়গায় কর্মরত সেনা জওয়ানদের অতিরিক্ত ভাতা।

আরও পড়ুনঃ বাগরি মার্কেট অগ্নিকাণ্ডের ঘটনায় চার্জশিট দিল পুলিশ
আরও পড়ুনঃ মোবাইলেই রাজনাথ সিং মমতা বন্দ্যোপাধ্যায় তুমুল কথা কাটাকাটি

# শিল্পক্ষেত্রে কর্মরত শ্রমিকদের বোনাসের পরিমাণ সাড়ে ৩ হাজার থেকে বেড়ে ৭ হাজার টাকা করা হচ্ছে। যাদের বেতন ২১ হাজার টাকার কম, তারা এই সুবিধা পাবেন।
# শ্রমিকদের পেনশন বেড়ে দ্বিগুণ হল, ১৫ হাজারের কম বেতনের শ্রমিকদেরও পেনশনের ব্যবস্থা করা হবে।
# উজ্বলা যোজনার আওতায় ৬ কোটি রান্নার গ্যাস বিনামূল্যে দেওয়া হয়েছে। আগামী বছর পর্যন্ত ৮ কোটি পরিবারের লক্ষ্যমাত্রা পূরণ হয়ে যাবে।
# গ্র্যাচুইটির সর্বোচ্চ পরিমাণ ১০ লক্ষ থেকে বেড়ে হয়েছে ৩০ লক্ষ টাকা।

একনজরে খুব সহজেই দেখে নিন মোদী সরকারের আজকের বাজেট
একনজরে খুব সহজেই দেখে নিন মোদী সরকারের আজকের বাজেট/The News বাংলা

# উত্তর-পূর্বের জন্য পরিকাঠামো ক্ষেত্রে বরাদ্দ ২১ শতাংশ বাড়ানো হয়েছে, বরাদ্দ হয়েছে ৫৮১৬৬ কোটি টাকা
# রেলের বরাদ্দ বাড়ানো হয়েছে, প্রয়োজনে আরও বাড়ানো হবে
# গত পাঁচ বছরে সৌর বিদ্যুৎ উৎপাদন বেড়েছে ১০ লক্ষ
# ইপিএফ-এর সদস্য হলে মিলবে ৬ লক্ষ টাকার বিমা
# সেনা বিভাগের কর্মী-অফিসারদের বেতন বাড়ানোর প্রস্তাব
# ‘প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা’য় এক কোটি যুবককে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হবে

আরও পড়ুনঃ বিরোধীদের অভিযোগ ও মমতা প্রশাসনের রিপোর্ট নিতে বাংলায় নির্বাচন কমিশন
আরও পড়ুনঃ কেবল টিভি দেখা নিয়ে ফেব্রুয়ারী পর্যন্ত মানুষকে স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট

# ৯৯.৫৪ শতাংশ রিটার্ন পাশ করে দেওয়া হয়েছে
# জন ধন যোজনায় ৬৪ কোটি নতুন অ্যাকাউন্ট খোলা হয়েছে
# সিনেমা নির্মাতাদের জন্য সিঙ্গল উইন্ডো সিস্টেম চালু হবে
# অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা অবসরের পর মাসিক ৩ হাজার টাকা করে নিশ্চিত পেনশন পাবেন।
# কর্মরত শ্রমিকদের মৃত্যুতে ক্ষতিপূরণ আড়াই লক্ষ থেকে বেড়ে ৬ লক্ষ হয়েছে। ইএসআই সুবিধাভোগী শ্রমিকদের মাসিক সাহায্যের পরিমাণ ১৫ হাজার থেকে বাড়িয়ে ২১ হাজার টাকা করা হল।

# আগামী অর্থবর্ষে ‘প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা’য় ৮ কোটি গ্যাস কানেকশন দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে
# অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের পেনশন ন্যূনতম ৩০০০ টাকা করা হল
# মাছ চাষে উৎসাহ বাড়াতে ও সাহায্য করতে তৈরি হবে পৃথক মৎস্য দফতর
# গো-রক্ষায় ‘রাষ্ট্রীয় গোকুল যোজনা’, বরাদ্দ ৭৫০ কোটি

একনজরে খুব সহজেই দেখে নিন মোদী সরকারের আজকের বাজেট
একনজরে খুব সহজেই দেখে নিন মোদী সরকারের আজকের বাজেট/The News বাংলা

# দুই হেক্টরের কম জমির মালিক কৃষকদের সাহায্য করতে ‘প্রধানমন্ত্রী কিষাণ যোজনা’
# প্রান্তিক কৃষকদের বছরে ৬০০০ কোটি টাকা দেওয়া হবে এই প্রকল্পে
# এই প্রকল্পে ১২ কোটি কৃষক পরিবার উপকৃত হবে
# ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পে ১০ লক্ষ পরিবার উপকৃত হয়েছে

# হরিয়ানায় ২২তম এইমস প্রতিষ্ঠিত হবে
# ৩ লক্ষ কোটি টাকার অনাদীয় ঋণ উদ্ধার হয়েছে
# ২০১৮-১৯ সালে রাজস্ব ঘাটতি কমে হয়েছে ৩.৪
# এই সময়ে ২৩ হাজার ৯০০ কোটি ডলার বিনিয়োগ এসেছে
# কৃষকদের আয় দ্বিগুণ বেড়েছে, কমেছে দুর্নীতি
# মূল্যবৃদ্ধির হার অনেক কমেছে

আরও পড়ুনঃ নিয়ম মেনে ভারতের জাতীয় পতাকা তুলে রাখা যায় রাতেও
আরও পড়ুনঃ জয় হিন্দ, ভারতের প্রজাতন্ত্র দিবসের সোনার অক্ষরে লেখা ইতিহাস

# চাকরি ক্ষেত্রে উচ্চ বর্ণের জন্য ১০ শতাংশ সংরক্ষণ নিশ্চিত করেছে সরকার
# রাজস্ব ঘাটতি জিডিপি-র ২.৫ শতাংশ হয়েছে
# প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় রাস্তা নির্মাণ ৩ গুণ বাড়ানো হয়েছে
# প্রধানমন্ত্রী আবাস যোজনায় গত চার বছরে ১ কোটি ৫৩ লক্ষ বাড়ি তৈরি হয়েছে, যা আগের সরকারের চেয়ে প্রায় তিন গুণ

# একশো দিনের কাজে ৬০ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব বাজেটে
# গোমাতার সুরক্ষার জন্য তৈরি হচ্ছে কামধেনু যোজনা। পশুপালনে বরাদ্দ ৭৫০ কোটি টাকা।
# আলাদা মৎস্য মন্ত্রক তৈরি করছে সরকার। এবার পশুপালনের ক্ষেত্রেও কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ পাওয়া যাবে। যে কৃষকরা পশুপালন এবং মৎস্যচাষের জন্য কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ নেবেন তাদের ২ শতাংশ সুদে ছাড়।

আরও পড়ুনঃ জওহরলাল নেহেরুর গলায় মালা দিয়ে ৬০ বছর পরেও একঘরে ‘নেহেরুর বউ’
আরও পড়ুনঃ আম দরবারে প্রকাশ্যে মহিলার ওড়না ধরে টান কংগ্রেস মুখ্যমন্ত্রীর

# প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি নামের ঐতিহাসিক যোজনা আনছে সরকার। যাদের ২ হেক্টর পর্যন্ত জমি আছে তাদের অ্যাকাউন্টে সরাসরি বছরে ৬ হাজার টাকা দেবে সরকার। কৃষকদের সহায়তার জন্য এই প্রকল্প নেওয়া হয়েছে। এই টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ২ হাজার টাকা করে পৌঁছাবে। প্রায় ১২ কোটি কৃষক এই সুবিধা পাবেন।
# রাজ্যগুলিকে মোট আয়ের ৪২ শতাংশ দিয়েছে কেন্দ্র সরকার।
# বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য বিমা যোজনার আওতায় প্রায় ৫০ কোটি মানুষ পরিষেবা পাবেন। ইতিমধ্যেই গরিব, মধ্যবিত্তদের প্রায় ৩ হাজার কোটি টাকা খরচ বেঁচেছে।

আরও পড়ুনঃ মাঠ দিল না রাজ্য, মোদীর সভা ও হেলিকপ্টারের জন্য ফসল ত্যাগ শিক্ষকের
আরও পড়ুনঃ কালামের নামে ছাত্রদের তৈরি হালকা উপগ্রহ মহাকাশে পাঠিয়ে নজির ভারতের

# পাঁচ বছরে প্রধানমন্ত্রী আবাস যোজনরা অধীনে ১ কোটি ৫৩ লক্ষ ঘর তৈরি করেছে সরকার।
# ১০০ দিনের কাজের জন্য ৬০ হাজার কোটি টাকা বরাদ্দ।
# উচ্চবর্ণের সংরক্ষণের জন্য যাতে অন্য সংরক্ষণ ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে ২ লক্ষ অতিরিক্ত পদ সৃষ্টি করা হবে।
# দেশে ২১৯ বিলিয়ন বিনিয়োগ করেছে বিদেশি সংস্থাগুলি।
# মুদ্রাস্ফীতি কমিয়ে গতবছর ৩.৮ শতাংশ করা হয়েছে।

২০১৩-১৪ সালে বিশ্বের একাদশ বৃহত্তম অর্থনীতি ছিল ভারত, কিন্তু আপাতত ষষ্ঠ স্থানে, বাজেট পেশ করে বললেন ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গোয়েল। বাজেট শুরুর আগেই সংসদে বিক্ষোভ টিডিপি সাংসদদের। অন্ধ্রপ্রদেশকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
Budget LIVE: বিশাল ট্যাক্স ছাড়, মধ্যবিত্তের জন্য বড় ঘোষণা মোদী সরকারের https://thenewsbangla.com/modi-government-magic-budget-no-income-tax-up-to-rs-5-lakh-income/ Fri, 01 Feb 2019 07:16:46 +0000 https://www.thenewsbangla.com/?p=6303 মুখে চওড়া হাসি চাকুরিজীবিদের। ৫ লাখ টাকা আয় পর্যন্ত ট্যাক্স ছাড়, বড় ঘোষণা মোদী সরকারের। ৫ লাখ টাকা আয় পর্যন্ত কোন ইনকাম ট্যাক্স দিতে হবে না। এলআইসি, সেভিংস সার্টিফিকেট জাতীয় কোন কিছু বিনিয়োগ থাকলে আরও দেড় লাখ টাকা মানে ৬.৫ লাখ টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্স দিতে হবে না। ভোটের আগে বড় ঘোষণা মোদী সরকারের।

আরও পড়ুনঃ LIVE: ৫ লাখ টাকা আয় পর্যন্ত ট্যাক্স ছাড়, বড় ঘোষণা মোদী সরকারের

ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গোয়েলের বাজেট ঘোষণায় ৫ লক্ষ টাকা পর্যন্ত রোজগারে সম্পূর্ণ কর ছাড়ের প্রস্তাব। এককথায় এক ধাক্কায় দ্বিগুণ হল কর ছাড়ের উর্ধ্বসীমা। এর আগে এই সীমা ছিল আড়াই লাখ টাকা। প্রভিডেন্ট ফান্ড, এলআইসি ও অন্যান্য সেভিংস এর দৌলতে সাড়ে ৬ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় পাবেন মধ্যবিত্তরা। এরপর ষ্ট্যাণ্ডার্ড ডিডাকশন আরও ৫০ হাজার টাকা ধরলে মোট ৭ লাখ টাকা অব্দি আয়ে ইনকাম ট্যাক্স ছাড় পাবেন সাধারণ মানুষ।

LIVE: সংসদে নরেন্দ্র মোদী সরকারের শেষ বাজেট পেশ হচ্ছে/The News বাংলা
LIVE: সংসদে নরেন্দ্র মোদী সরকারের শেষ বাজেট পেশ হচ্ছে/The News বাংলা

৫ লাখ টাকা আয় পর্যন্ত একবারে সম্পূর্ণ কর ছাড়। এছাড়াও ৮০সি তে বিনিয়োগে আরও দেড় লাখ ছাড় পাবেন আমজনতা। ফলে মোট সাড়ে ৬ লক্ষ্য টাকা পর্যন্ত আয়করে ছাড় পাছছেন। এরপর ষ্ট্যাণ্ডার্ড ডিডাকশন আরও ৫০ হাজার টাকা ধরলে মোট ৭ লাখ টাকা অব্দি আয়ে ইনকাম ট্যাক্স ছাড় পাবেন সাধারণ মানুষ।

এছাড়াও ২ কোটি টাকা স্থাবর সম্পত্তির ক্ষেত্রে কর ছাড়। ৪০ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। ২০২০ পর্যন্ত নতুন বাড়ি কেনা বা তৈরি করলে, আয়করে ছাড় পাওয়া যাবে। বাড়ি বিক্রির মাধ্যমে হওয়া আয়ের ক্ষেত্রে ২ বছর পর্যন্ত কর ছাড় পাওয়া যাবে।

বিরোধীদের অভিযোগ ভোটের দিকে তাকিয়েই এই ট্যাক্স ছাড় ঘোষণা করা হয়েছে। তবে এই ট্যাক্স ছাড়ে দারুণ খুশি সাধারণ মধ্যবিত্ত ও বিশেষ করে চাকুরিজীবিরা। প্রায় ৩ কোটি মানুষ এই ট্যাক্স ছাড়ে উপকৃত হবেন বলেই জানিয়েছেন ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গোয়েল। তবে ভোটের আগে এই ঘোষণায় ছক্কা মারল মোদী সরকার, বলছে সাধারণ মানুষ ও রাজনৈতিক মহল।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>