Minor Girl – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 24 Jun 2019 06:37:11 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Minor Girl – The News বাংলা https://thenewsbangla.com 32 32 তিন নাবালক সহ মোট ছয়জন মিলে লাগাতার গণধর্ষণ নাবালিকাকে https://thenewsbangla.com/minor-girl-gang-rape-including-three-minors-for-five-days-in-andhra-pradesh/ Mon, 24 Jun 2019 06:36:25 +0000 https://www.thenewsbangla.com/?p=14307 ১৬ বছরের এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ। টানা পাঁচদিন ধরে তিন নাবালক সহ; মোট ৬ জনের বিরুদ্ধে নাবালিকা ধর্ষণের অভিযোগ উঠেছে মধ্যপ্রদেশের ওংগো জেলায়।

মধ্যপ্রদেশ পুলিশের তরফ থেকে জানা গেছে; ৬ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে রাজ্যের বিভিন্ন জেলা থেকে। এ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী এম সুচারিতা অপরাধীদের কঠোর থেকে কঠোর শাস্তির প্রতিশ্রুতি দিয়েছেন।

আরও পড়ুনঃ তৃণমূল বিজেপি গোষ্ঠীদ্বন্দ্ব, বাংলার সব এসপি অফিস ঘেরাও করল বিজেপি

প্রকাশম জেলার পুলিশ সুপারিন্টেন্ডেন্ট সিদ্ধার্থ কৌশল সাংবাদিকদের জানান; ১৭ জুন; ওংগোতে আরটিসি বাস স্টেশন এ তার বন্ধুর জন্য অপেক্ষা করছিল মেয়েটি। সেখানেই অভিযুক্তদের মধ্যে একজন মেয়েটির সঙ্গে বন্ধুত্ত করে।

নাবালিকাকে ভুল বুঝিয়ে; বাসস্ট্যান্ড থেকে মেয়েটিকে নিজের ঘরে নিয়ে যায় ছেলেটি; এবং তারপর টানা পাঁচদিন ধরে ৬ জন বন্ধু মিলে লাগাতার ধর্ষণ করে নাবালিকাকে।

আরও পড়ুনঃ খেয়েছেন যারা কাটমানি, দাদারা অথবা দিদিমণি, কাটমানি নিয়ে মমতাকেই আক্রমণ নচিকেতার

ওংগোর পাশের গন্টুর জেলায় বাড়ি মেয়েটির। পাঁচদিন পরে; ধর্ষকদের কবল থেকে মেয়েটি পালাতে সক্ষম হয়। শনিবার সন্ধ্যেবেলায় পালিয়ে বাসস্ট্যান্ডে আসে মেয়েটি; সেই সময় এক হোম গার্ড মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে বলে জানা যায়।

এরপর মেয়েটিকে সরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়; এবং তার চিকিৎসা শুরু হয়। নাবালিকার অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করে এবং বিভিন্ন স্থান থেকে তাদের আটক করেছে।

আরও পড়ুনঃ খেয়েছেন যারা কাটমানি, দাদারা অথবা দিদিমণি, কাটমানি নিয়ে মমতাকেই আক্রমণ নচিকেতার

ঘটনার নিন্দা করে; অন্ধ্রপ্রদেশের ডিজিপি বলেন, নারী ও শিশু সুরক্ষা ও নিরাপত্তার দিকে কড়া নজর দেওয়া হবে। তাদের উপর ঘটা অপরাধ প্রতিরোধে উচ্চতর ব্যাবস্থা নেওয়া হবে।

পোকসো আইন এর তরফ থেকেও বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে আসামিদের বিরুদ্ধে। মধ্যপ্রদেশের এই ঘটনা নারী নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে আবারও প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল বর্তমান সরকারকে।

]]>
আলিগড়ের পর এবার বারাণসী, দলিত নাবালিকাকে ধর্ষণ করে ধৃত শাহনওয়াজ https://thenewsbangla.com/varanasi-dalit-minor-girl-allegedly-raped-accused-shahnawaj-was-held/ Sun, 09 Jun 2019 10:59:15 +0000 https://www.thenewsbangla.com/?p=13552 আলিগড়ে আড়াই বছরের শিশুকন্যা টুইঙ্কেল শর্মাকে; নৃশংস ভাবে হত্যার জন্য ক্ষোভে ফুঁসছে সারা দেশ। সেই ক্ষোভের আগুন না নিভতেই; আবারও নাবালিকাকে ধর্ষণের ঘটনা ঘটল। জামাকাপড় দেওয়ার লোভ দেখিয়ে ৯ বছরের দলিত নাবালিকাকে; ধর্ষণ করল শাহনওয়াজ নামের এক যুবক। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বারানসীর; কোতওয়ালি থানার অন্তর্গত রাজমন্দির এলাকায়।

সূত্র মারফত জানা যাচ্ছে; বারানসীর বাসিন্দা শাহনওয়াজ নামের ওই যুবক আক্রান্ত দলিত নাবালিকাকে; কাপড় দেওয়ার অছিলায় নিজের বাড়িতে ডেকে নিয়ে যায়। বাড়িতে যেতেই ওই নাবালিকাকে; ভেতরের একটি ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

ধর্ষণের পর ক্রন্দনরত অবস্থায় থাকা মেয়েটিকে; বাড়ির বাইরে ফেলে দিয়ে আসে অভিযুক্ত যুবক। এরপর আক্রান্ত নাবালিকা বাড়িতে ফিরে এসেই; পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়। তৎক্ষনাৎ নাবালিকার বাড়ির লোকজন এসে; অভিযুক্ত ব্যক্তিকে পাকড়াও করে থানায় নিয়ে যায়।

পুলিশ ইতিমধ্যেই ওই অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে; ভারতীয় দন্ডবিধির ৩৭৬ ও ৫১১ নং ধারা সহ তপশিলি জাতি ও উপজাতি আইনের ৩২৫ নং এবং পসকো আইনের ৭/৮ নং ধারায় মামলা শুরু করেছে। ইন্সপেক্টর শরদ ত্রিপাঠী জানিয়েছেন; অভিযুক্ত ব্যক্তিকে ধরার পরেই আক্রান্ত নাবালিকাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

গত সপ্তাহেই আলিগড়ে আড়াই বছরের শিশু কন্যা টুইঙ্কেলের; হত্যার ভয়াবহতা দেশে শিউরে উঠেছিল গোটা দেশ। টুইঙ্কেলের বাবা ১০ হাজার টাকা ধার নিয়ে,শোধ করতে পারেনি। তার খেসারত দিতে হয় ছোট্ট মেয়েটিকে। নৃশংসভাবে টুইঙ্কেলকে হত্যা করে জাহিদ ও আসলাম নামে দুই যুবক।

পোষ্টমার্টম রিপোর্টে জানা গিয়েছে; টুইঙ্কলকে হত্যা করে তার কিডনি বের করে; তার মুখে এ্যাসিড দিয়ে পুড়িয়ে দেয় অভিযুক্ত দুই যুবক। এর সাথে প্রমান লোপাটের জন্য যোনি টেনে ছিঁড়ে দেওয়া হয়; কেটে দেওয়া হয় দুই হাত, চোখ দুটো ধারালো অস্ত্র দিয়ে বের করে নেওয়া হয়। হাতের নখ তোলা থেকে মাথার চুল টেনে ছিঁড়ে ফেলা হয়েছে। এছাড়া সারা শরীরে রয়েছে অসংখ্যা আঘাতের চিহ্ন। এই ঘটনার ক্ষত না শুকোতেই আবারও নাবালিকা ধর্ষনের পুনরাবৃত্তি ঘটল।

দেশে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনা যেভাবে বাড়ছে; তাতে উদ্বেগে সব রাজ্য প্রশাসন। আসিফা, টুইঙ্কল এর পর এই ঘটনায় নড়েচড়ে বসেছে গোটা দেশ। সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ধর্ম নিয়ে বাদানুবাদও।

]]>