Minor Girl Raped – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 19 Jun 2019 09:01:28 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Minor Girl Raped – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ফোর্ট উইলিয়ামে নাবালিকা ধর্ষণ, রাজ্যে মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন https://thenewsbangla.com/minor-girl-raped-in-fort-william-security-of-women-at-bengal-in-question/ Wed, 19 Jun 2019 09:01:28 +0000 https://www.thenewsbangla.com/?p=14090 এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এবার; ফোর্ট উইলিয়ামের ভেতরে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে। নাবালিকা এই কন্যাটি ছিল; ফোর্ট উইলিয়ামে গ্রুপ ডি কর্মরত এক ব্যক্তির। নাবালিকার বয়স; মাত্র ১১ বছর। মেয়ের এই করূণ পরিস্থিতিতে; ভেঙে পরেছেন বাবা।

গ্রুপ ডি কর্মীর ১১ বছরের কন্যাকে; স্টাফ কোয়ার্টারের ভেতরেই ধর্ষণের চেষ্টা করা হয় বলে জানা যাচ্ছে। নাবালিকার বাবা ইতিমধ্যেই; ময়দান থানায় অভিযোগ জানিয়েছেন। তিনি বলেছেন, মঙ্গলবার সন্ধ্যে ৬ টা থেকে ৮ টা-এর মধ্যে এই ঘটনাটি ঘটে। পুলিশ নাবালিকার থেকে প্রশ্ন-উত্তরের মাধ্যমে; বিভিন্ন তথ্য সংগ্রহ করেছেন; নিয়েছেন গোপন জবানবন্দি।

আরও পড়ুন: থানার সামনেই হেনস্থা; নিষ্ক্রিয় পুলিসের উপরে ভরসা নেই মিস ইন্ডিয়ার

এই ঘটনায় যে অভিযুক্তের নাম উঠে আসছে; তিনি হলেন সাগর মল্লিক। পুলিশ গ্রেফতার করেছেন সাগর মল্লিককে। আদালতের নির্দেশে; তাকে পুলিশ হেফাজতে রাখা হবে ২৪ জুন পর্যন্ত। সূত্রের খবর, ধর্ষিতা শিশুর কোয়ার্টারের কাছেই থাকেন সাগরের দিদি। কিছুদিনের জন্য তার বাড়িতে এসেছিল সাগর। মনে করা হচ্ছে, ঘটনার প্রভাবের সূত্রপাত তখন থেকেই।

রাতের শহরে মেয়েদের নিরাপত্তা কোথায়? উত্তর চাইছে গোটা বাংলা। আর একটি ঘটনায়, গত মঙ্গলবার রাতে; প্রাক্তন মিস ইন্ডিয়া ঊষসী সেনগুপ্তকে হেনস্থার অভিযোগ ওঠে। কাজ সেরে; বাইপাসের পাঁচতারা হোটেল থেকে ফেরার সময়; বাইক নিয়ে তাঁর গাড়ি ধাওয়া করে কয়েকজন সংখ্যালঘু সম্প্রদায়ের যুবক; গাড়ি ঘিরে চিৎকার; এমনকী কাঁচ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ করেন ঊষসী। এরপর সামনে এল; ফোর্ট উইলিয়ামে নাবালিকা ধর্ষণ এর ঘটনা।

আরও পড়ুন হাসপাতালের বিভাগীয় প্রধানের বর্ণবিদ্বেষের শিকার হয়ে প্রতিভাবান ডাক্তারের আত্মহত্যা

বাংলায় মেয়েদের নিরাপত্তা এখনও আসেনি; এমনটাই মত মহিলা কমিশনের। এভাবে চলতে থাকলে বাঙালি মহিলাদের; জীবন যাপনচিত্রে বদল ঘটবে; বলেই মনে করছেন তাঁরা। কিন্তু আর কতদিন এভাবে; প্রশ্ন উঠছে মেয়েদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। প্রশাসন কাঠামোকে আরও বেশি সক্রিয় করে তুলতে সচেষ্ট রাজ্য। বর্তমানে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। শহর কলকাতার প্রাণ কেন্দ্রে যদি এই ধরণের ঘটনা ঘটে; তাহলে সেটা সমাজের পক্ষে অশনি সংকেত বলেই মনে করছেন সাধারণ মানুষ।

]]>
আলিগড়ের পর এবার বারাণসী, দলিত নাবালিকাকে ধর্ষণ করে ধৃত শাহনওয়াজ https://thenewsbangla.com/varanasi-dalit-minor-girl-allegedly-raped-accused-shahnawaj-was-held/ Sun, 09 Jun 2019 10:59:15 +0000 https://www.thenewsbangla.com/?p=13552 আলিগড়ে আড়াই বছরের শিশুকন্যা টুইঙ্কেল শর্মাকে; নৃশংস ভাবে হত্যার জন্য ক্ষোভে ফুঁসছে সারা দেশ। সেই ক্ষোভের আগুন না নিভতেই; আবারও নাবালিকাকে ধর্ষণের ঘটনা ঘটল। জামাকাপড় দেওয়ার লোভ দেখিয়ে ৯ বছরের দলিত নাবালিকাকে; ধর্ষণ করল শাহনওয়াজ নামের এক যুবক। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বারানসীর; কোতওয়ালি থানার অন্তর্গত রাজমন্দির এলাকায়।

সূত্র মারফত জানা যাচ্ছে; বারানসীর বাসিন্দা শাহনওয়াজ নামের ওই যুবক আক্রান্ত দলিত নাবালিকাকে; কাপড় দেওয়ার অছিলায় নিজের বাড়িতে ডেকে নিয়ে যায়। বাড়িতে যেতেই ওই নাবালিকাকে; ভেতরের একটি ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

ধর্ষণের পর ক্রন্দনরত অবস্থায় থাকা মেয়েটিকে; বাড়ির বাইরে ফেলে দিয়ে আসে অভিযুক্ত যুবক। এরপর আক্রান্ত নাবালিকা বাড়িতে ফিরে এসেই; পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়। তৎক্ষনাৎ নাবালিকার বাড়ির লোকজন এসে; অভিযুক্ত ব্যক্তিকে পাকড়াও করে থানায় নিয়ে যায়।

পুলিশ ইতিমধ্যেই ওই অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে; ভারতীয় দন্ডবিধির ৩৭৬ ও ৫১১ নং ধারা সহ তপশিলি জাতি ও উপজাতি আইনের ৩২৫ নং এবং পসকো আইনের ৭/৮ নং ধারায় মামলা শুরু করেছে। ইন্সপেক্টর শরদ ত্রিপাঠী জানিয়েছেন; অভিযুক্ত ব্যক্তিকে ধরার পরেই আক্রান্ত নাবালিকাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

গত সপ্তাহেই আলিগড়ে আড়াই বছরের শিশু কন্যা টুইঙ্কেলের; হত্যার ভয়াবহতা দেশে শিউরে উঠেছিল গোটা দেশ। টুইঙ্কেলের বাবা ১০ হাজার টাকা ধার নিয়ে,শোধ করতে পারেনি। তার খেসারত দিতে হয় ছোট্ট মেয়েটিকে। নৃশংসভাবে টুইঙ্কেলকে হত্যা করে জাহিদ ও আসলাম নামে দুই যুবক।

পোষ্টমার্টম রিপোর্টে জানা গিয়েছে; টুইঙ্কলকে হত্যা করে তার কিডনি বের করে; তার মুখে এ্যাসিড দিয়ে পুড়িয়ে দেয় অভিযুক্ত দুই যুবক। এর সাথে প্রমান লোপাটের জন্য যোনি টেনে ছিঁড়ে দেওয়া হয়; কেটে দেওয়া হয় দুই হাত, চোখ দুটো ধারালো অস্ত্র দিয়ে বের করে নেওয়া হয়। হাতের নখ তোলা থেকে মাথার চুল টেনে ছিঁড়ে ফেলা হয়েছে। এছাড়া সারা শরীরে রয়েছে অসংখ্যা আঘাতের চিহ্ন। এই ঘটনার ক্ষত না শুকোতেই আবারও নাবালিকা ধর্ষনের পুনরাবৃত্তি ঘটল।

দেশে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনা যেভাবে বাড়ছে; তাতে উদ্বেগে সব রাজ্য প্রশাসন। আসিফা, টুইঙ্কল এর পর এই ঘটনায় নড়েচড়ে বসেছে গোটা দেশ। সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ধর্ম নিয়ে বাদানুবাদও।

]]>