Mimi Chakraborty – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 08 May 2019 13:25:51 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Mimi Chakraborty – The News বাংলা https://thenewsbangla.com 32 32 মুসলিম সেজে রমজানের শুভেচ্ছা জানানোয় ট্রোলের শিকার মিমি https://thenewsbangla.com/mimi-chakraborty-is-victim-of-troll-after-ramadan-greetings-to-muslims/ Wed, 08 May 2019 13:25:51 +0000 https://www.thenewsbangla.com/?p=12615 ৫ই মে থেকে শুরু হয়েছে মুসলিম সম্প্রদায়ের টানা এক মাসের রমজান মাস; একই সাথে চলছে সবচেয়ে বড় গনতন্ত্রের উৎসব; লোকসভা নির্বাচন। আর ভোটের এই উৎসবে মুসলিমদের রমজানের শুভেচ্ছাবার্তা পাঠিয়ে নেটিজেনদের ট্রোলের শিকার হলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তী।

মঙ্গলবার মিমি নিজের ফেসবুক প্রোফাইলে মুসলিম সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছাবার্তা পাঠান; যেখানে তিনি হিজাব পরিহিত অবস্থায় নিজের ছবি দিয়েছেন; এর পরেই ভাইরাল হয়ে যায় সেই ছবি; তীব্র কটাক্ষ ধেয়ে আসে এই তারকা প্রার্থীর দিকে।

আরও পড়ুনঃ দেখতে রাহুলের গান্ধীর মতো, লজ্জায় ও হতাশায় চেহারা পাল্টালেন যুবক

হিন্দু; মুসলিম নির্বিশেষে অনেকেই তৃণমূল প্রার্থীর এই বেশভূষার কড়া সমালোচনা করেন; তাদের বক্তব্য; একটি ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে শুভেচ্ছাবার্তা পাঠাবেন; এতে অন্যায়ের কিছু নেই; তাতে বরং সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধি পায়। কিন্তু তার জন্য নিজেকেও অন্য সম্প্রদায়ের বেশ ধারণ করতে হবে কেনো; প্রশ্ন তুলছেন অনেকেই।

প্রার্থী হবার পরেই ভোটারদের মন জয় করতে রোজা পালন করে পাশে থাকার অঙ্গীকার করলেন টলিউড অভিনেত্রী তথা যাদবপুরের তৃনমূলের প্রার্থী মিমি চক্রবর্তী; বারুইপুরে সংখ্যালঘু সেলের আয়োজিত একটি নির্বাচনী জনসভায় তিনি এই আশ্বাস আগেই দিয়েছিলেন তিনি।

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীকে মানেন না, তাই ফনী নিয়ে মোদীকে তথ্য দিতে নারাজ মমতা

আগামী ১৯শে এপ্রিল যাদবপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন; তার আগেই বারুইপুরে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় সংখ্যালঘুদের মন জয়ে সচেষ্ট তৃণমূলের তারকা প্রার্থী বলেছিলেন; রমজান মাসে ভোট অনুষ্ঠিত হবার কারনে তিনিও ভোটারদের সাথে রমজানের রোজা পালন করবেন এবং বিকেলে ভোটারদের সাথেই রোজা ভাঙবেন।

মঙ্গলবার মিমির ফেসবুক পোস্টের পর নতুন করে সংখ্যালঘু তোষনের অভিযোগ উঠেছে; কটাক্ষ করে অনেকেই বলছেন; তৃণমূলের সংখ্যালঘু তোষনের সূত্র মিমিও খুব শীঘ্রই আয়ত্ত করতে পেরেছেন। এর ফলে আখেরে সেই সম্প্রদায়কে বোকা বানানোর চেষ্টা হচ্ছে বলে কটাক্ষ করেন অনেকে।

আরও পড়ুনঃ সাধ্বী প্রজ্ঞাকে গেরুয়া বসন পরা সন্ত্রাসী বললেন স্বরা ভাস্কর

এর আগেও বিভিন্ন ইস্যুতে বিতর্ক তৈরি হয়েছে মিমিকে ঘিরে। কখনো জনসভা থেকে ভোটারদের আঙুল তুলে শাসানি; আবার কখনো গ্লাবস পরে ভক্তদের সাথে করমর্দন; বিস্তর সমালোচনা হয়েছে সব ক্ষেত্রেই; আর সেখানেই নয়া সংযোজন; হিজাব পরে শুভেচ্ছাবার্তা প্রেরন।

]]>
নির্বাচন কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে মিমির বিজ্ঞাপনে মুখ ঢাকল যাদবপুর https://thenewsbangla.com/mimi-chakraborty-addvertisements-in-jadavpur-breakes-election-commission-rules/ Wed, 10 Apr 2019 08:54:09 +0000 https://www.thenewsbangla.com/?p=10452 এবারের ভোটে কোন প্রার্থীর কোন পোস্টার ব্যানার লাগান যাবে না। কোন রকমেই দৃশ্য দূষণও করা যাবে না। রাস্তা ঘাটে প্রার্থীর পোস্টার ব্যানার লাগালে খবর পেলেই খুলে দিয়েছে নির্বাচন কমিশন। তাহলে কি প্রার্থীর মুখ দেখান যাবে না? ক্ষমতা আর সাধ্য থাকলে বুদ্ধি থাকলেই উপায় হয়। আর সেই বুদ্ধি বের করেই এবার নির্বাচন কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে মিমির বিজ্ঞাপনে মুখ ঢাকছে যাদবপুর।

আরও পড়ুনঃ রিগিং বন্ধ করে শান্তিপূর্ণ ভোট করাতে ৬টি বিশেষ অ্যাপস আনল নির্বাচন কমিশন

প্রার্থীর প্রচার করে পোস্টার ব্যানার লাগান যাবে না। ২০১৯ লোকসভা ভোটে বেশ কড়া নির্বাচন কমিশন। রাস্তা ঘাটে পোস্টার ব্যানার দেখতে পেলেই খুলে দিয়েছে নির্বাচন কমিশন। তাই নতুন বুদ্ধি যাদবপুর তৃণমূল কংগ্রেসের। প্রার্থী টলি নায়িকা মিমি চক্রবর্তী। সুন্দরী প্রার্থীর মুখ দেখান যাবে না, বললেই হল! কিন্তু রয়েছে নির্বাচন কমিশন এর হুঁশিয়ারি। আর শেষ পর্যন্ত এক বুদ্ধিতেই নির্বাচন কমিশনকে কাত করে দিয়েছে যাদবপুর তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুনঃ রাহুলের নির্বাচনী কেন্দ্র ওয়ানাড ভারতে নাকি পাকিস্তানে, সন্দেহ প্রকাশ অমিতের

প্রার্থীর পোস্টার ব্যানার লাগান যাবে না, কিন্তু অভিনেত্রীর বিজ্ঞাপনে তো মানা নেই নির্বাচন কমিশন এর। ব্যাস, কেল্লা ফতে। তারপরেই সোনা কোম্পানির বিজ্ঞাপনে ঢাকল যাদবপুর। আর তাতে জ্বলজ্বল করছে নায়িকা মিমির মুখ, যিনি আবার যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী। লোকসভা কেন্দ্রের প্রার্থীর ছবি দিয়ে পোস্টার ব্যানার লাগান নিষেধ। কিন্তু নায়িকার মুখ দেখিয়ে বিজ্ঞাপনে তো বারণ নেই!

আরও পড়ুনঃ ভোটের ঠিক আগে রাফাল মামলা নিয়ে চাঞ্চল্যকর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

আর এখানেই কেল্লা ফতে করেছে যাদবপুর তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে মিমির বিজ্ঞাপনে মুখ ঢাকল যাদবপুর। কিন্তু এখানে নির্বাচন কমিশনের কিছু করার আছে কি? প্রার্থী হিসাবে তো মিমির পোস্টার ব্যানার লাগান হয় নি। মিমির পোস্টার ব্যানার লাগান হয়েছে একটি সোনার কোম্পানির বিজ্ঞাপনে।

আরও পড়ুনঃ মহাজোটের ভরসা আলী হলে বাকিদের ভরসা বজরঙ বলী, মন্তব্য আদিত্যনাথের

যে সোনার কোম্পানির বিজ্ঞাপন করেই থাকেন মিমি। আর সেই সোনার কোম্পানির বিজ্ঞাপনেই ছেয়ে গেছে যাদবপুর এলাকা। এক ঢিলে দু পাখি মেরেছেন মিমি চক্রবর্তী ও যাদবপুর তৃণমূল কংগ্রেস। গোটা যাদবপুরে মিমির মুখ দেখা যাচ্ছে কিন্তু তা প্রার্থী হিসাবে নয়। একটি সোনার কোম্পানির বিজ্ঞাপনে।

আরও পড়ুনঃ প্রতিদিন মেক আপ ও ওয়াক্সিং করে সুন্দর চেহারা করেছেন মোদী, আক্রমণ কুমারস্বামীর

তৃণমূলের তরফ থেকে জানান হয়েছে যে, এই বিজ্ঞাপনের সঙ্গে তাদের দলের বা প্রার্থীর কোন সম্পর্ক নেই। বিজ্ঞাপনদাতারা তাদের বিজ্ঞাপন লাগাতেই পারেন। অন্যদিকে যাদবপুর কেন্দ্রের সিপিএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, “এটাও বেআইনি, নির্বাচন কমিশনের অবশ্যই দেখা উচিত”। এখন নির্বাচন কমিশন এই বিজ্ঞাপন নিয়ে কি ব্যবস্থা নেন সেটাই এখন দেখার।

আরও পড়ুনঃ ভোট বুথে গুন্ডাগিরি ও রিগিং রুখতে নির্বাচন কমিশন আনল বিশেষ অ্যাপ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
তৃণমূলের মিমির বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ বিজেপির https://thenewsbangla.com/mimi-chakraborty-tmcs-jadavpur-candidate-targeted-by-bjp-related-to-minority-issue/ Tue, 02 Apr 2019 08:21:11 +0000 https://www.thenewsbangla.com/?p=9710 তৃণমূলের ‘সংখ্যালঘু তোষণের রাজনীতি’ আয়ত্ত করে নিয়েছে যাদবপুরের তৃণমূল প্রার্থী অভিনেত্রী মিমি চক্রবর্তী। এমনই অভিযোগ আনল বঙ্গ বিজেপি। আর এই নিয়েই মিমির তীব্র সমালোচনা করেছে বাংলার গেরুয়া শিবির। মুসলিম তোষণ করে বাংলায় আর ভোট পাওয়া যাবে না বলেই জানান হয়েছে পদ্ম শিবিরের তরফ থেকে। বিজেপি সবেতেই ধর্মীয় জিগির খোঁজে পাল্টা সমালোচনা করেছে তৃণমূল।

মিমি সংক্রান্ত আরও খবরঃ রমজানের রোজা পালন করে ভোটারদের পাশে থাকবেন, নির্বাচনী প্রচারে জানালেন মিমি

রমজানে ভোট, কষ্ট হবে সংখ্যালঘু ভাইবোনদের। তাই তাঁদের সঙ্গে রোজা রাখবেন যাদবপুরের তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী। নির্বাচনী জনসভায় গিয়ে নিজেই এই ঘোষণা করেছেন তৃণমূলের তারকা প্রার্থী। আর মিমির এই ঘোষণার পরেই ফের সংখ্যালঘু তোষণের অভিযোগ করছে বিজেপি।

মিমি সংক্রান্ত আরও খবরঃ ভারতীর পর এবার মমতাকে নিজের মা বললেন মিমি

এমনিতেই রাজ্যে ভোট প্রচারে বিজেপির অন্যতম হাতিয়ার তৃণমূলের সংখ্যালঘু তোষণ। মিমির এই বক্তব্যের পর সেই প্রচার আরও জোরদার করেছে বাংলার গেরুয়া শিবির। যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজরার প্রচারের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে প্রচারসভায় মিমির এই বক্তব্য।

মিমি সংক্রান্ত আরও খবরঃ হুমকি দিয়ে ভোট চাইবার ভিডিও প্রকাশ্যে, মিমির হয়ে শাসানি পঞ্চায়েত প্রধানের

ভোট ঘোষণার পর থেকেই ভোটের দিনক্ষণ নিয়ে আপত্তি জানিয়ে আসছে তৃণমূল। রমজান মাসের মাঝে ভোট করানোর সিদ্ধান্তকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সংখ্যালঘু ভোটারদের অসুবিধার কথা মাথায় রেখে কমিশনের উচিত ছিল, রমজান মাসে ভোট না করানো। একই কথা বলেন কলকাতার মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমও। তিনি বলেন, “ইচ্ছে করে সংখ্যালঘুদের যাতে অসুবিধা হয়, তা সুনিশ্চিত করতেই রমজান মাসের মধ্যে ভোট করানো হচ্ছে”।

আরও পড়ুনঃ ভোট প্রচারে হেলিকপ্টার পাচ্ছেন না মমতা, অভিযোগের তীর কেন্দ্রের দিকে

ভোট ঘোষণার পরই স্পষ্ট হয়ে গিয়েছিল, রমজান মাসে ভোটের এই সিদ্ধান্তকে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক ইস্যু তৈরি করতে চলেছে তৃণমূল। আর বারবার সেই পথেই হেঁটেছেন তৃণমূল নেতারা। এবার দলের সেই লাইনেই হাঁটার চেষ্টা করলেন যাদবপুরের প্রার্থী অভিনেত্রী মিমি, এমনটাই অভিযোগ পদ্ম শিবির থেকে।

আরও পড়ুনঃ বিবেক দুবেকে তৃণমূলের এজেন্ট বলে কটাক্ষ মুকুল রায়ের

দলের সেই রাজনৈতিক লাইন মেনে সংখ্যালঘু অধ্যুষিত বারুইপুরের কোয়াতলায় গিয়ে রমজানে রোজা রাখার কথা ঘোষণা করলেন মিমি। কোয়াতলায় সংখ্যালঘুদের একটি অনুষ্ঠানে তারকা প্রার্থী বলেন, “আগামী ১৯ মে ভোটের দিন। ওইদিন রমজানের উপোসও চলবে। আপনাদের কথা দিচ্ছি, ওইদিন আমিও উপোস করব। বিকেলে আপনাদের সঙ্গেই রোজা ভাঙব”। মিমির এই প্রতিশ্রুতির পরই হাততালিতে ফেটে পড়ে গোটা সভাস্থল।

আরও পড়ুনঃ বাংলায় ৭ পর্বের ভোটে ঝড় তুলতে ১০ দিন জনসভা করবেন মোদী

প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরই যেভাবে প্রচারে ঝড় তুলছেন অভিনেত্রী প্রার্থী, তাতে খানিকটা অবাক দলের কর্মীরাই। পুরোদস্তুর রাজনীতিকরাও অভিনেত্রীর সঙ্গে পেরে উঠছেন না। অনেকে বলছেন, মিমির এই রোজা রাখার ঘোষণাতেই স্পষ্ট, ভোটের আগে ‘পাবলিক পালস’ ও দলিয় লাইন বুঝতে শিখে গিয়েছেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ দলের প্রার্থীকে জেতালেই পুরষ্কার সোনার গহনা, বিদেশ ভ্রমনের টিকিট

আর এরপরেই মিমিকে একহাত নেওয়া হয়েছে বঙ্গ বিজেপির তরফ থেকে। তৃণমূলের মিমির বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ এনেই চলছে বিজেপির প্রচারও। সবমিলিয়ে ‘ফিল্মি দুনিয়া’র পর রাজনীতির বক্স অফিসেও এখন ‘মেগাহিট’ অভিনেত্রী মিমি।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ভারতীর পর এবার মমতাকে নিজের মা বললেন মিমি https://thenewsbangla.com/mamata-banerjee-is-my-mother-said-mimi-chakraborty-after-bharati-ghosh/ Tue, 02 Apr 2019 06:23:49 +0000 https://www.thenewsbangla.com/?p=9697 ভারতী ঘোষের পর মিমি চক্রবর্তী। মমতা বন্দ্যোপাধ্যায় এর প্রতি নিজের ভালোবাসা বোঝাতে এবার “মমতা ব্যানার্জি আমার মা”, বললেন যাদবপুরের তৃণমূল প্রার্থী মিমি। কয়েক বছর আগেই মমতাকে নিজের মা বলেছিলেন তৎকালীন মেদিনীপুরের পুলিশ সুপার ভারতী ঘোষ। আর সেই ভারতী এখন মমতার বিরুদ্ধে গিয়ে বিজেপি প্রার্থী।

আরও পড়ুনঃ কংগ্রেসের সঙ্গে যুক্ত ৬৮৭ টি ভুয়ো পেজ ওড়াল ফেসবুক

“মমতা ব্যানার্জী আমার মা। আমার মা সকলের কথা ভাবেন”। এভাবেই বারুইপুরে ভোট প্রচারে মমতা আবেগকে কাজে লাগানোর চেষ্টা করলেন যাদবপুরের তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তী। আর এরপরেই বাংলার রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা।

আরও পড়ুনঃ দলের প্রার্থীকে জেতালেই পুরষ্কার সোনার গহনা, বিদেশ ভ্রমনের টিকিট

ভোটপ্রচারে মিমি বললেন, ”আমরা আমাদের মায়ের ও মা-মাটি-মানুষের স্বপ্ন সফল করব। আমাদের জন্য আমাদের মা ভাবেন। আমাদের সুস্থ রাখার কথা ভাবেন। আমাদের নারীরা মাথা উঁচু করে পড়াশুনো করতে পারে, সেই ব্যবস্থা মা করেছেন।

মিমি আরও বলেন, ” মা, আমাদের বিয়ের ব্যবস্থা করেছেন। আমাদের ভাইয়ের যাতে কাজ পান, সেটা দেখেছেন”। এরপরেই মিমি বলেন, ”আমরা সবাই যাতে ভালো থাকি, এটা আমার মা ভাবেন। আমার মায়ের নাম মমতা ব্যানার্জি’।

আরও পড়ুনঃ প্যান কার্ড আধার কার্ড লিংক করিয়েছেন, ৩১শে মার্চ ছিল শেষ দিন

ঠিক এইরকম ভাষাতেই মমতা ব্যানার্জীকে নিজের মা বলেছিলেন ভারতী ঘোষ। আর তার এক-দু বছরের মধ্যেই মমতার সঙ্গে তাঁর বিবাদ শুরু হয়ে যায়। ভারতী ঘোষের বিরুদ্ধে পদের অপব্যবহার নিয়ে মামলা করে মমতার সরকার। জল এতদূর গড়ায় যে পুলিশ অফিসারের চাকরি ছেড়ে বিজেপিতে যোগ দেন ভারতী।

আরও পড়ুনঃ রমজানের রোজা পালন করে ভোটারদের পাশে থাকবেন, নির্বাচনী প্রচারে জানালেন মিমি

সোমবার, ভিড়ের উদ্দেশে মিমি প্রশ্ন ছোড়েন, “মমতা ব্যানার্জির পাশে আমরা থাকবো তো?” সমস্বরে উত্তর আসে, ‘হ্যাঁ’। আর মমতাকে নিজের মা বলে সম্বোধন করার পরেই আষাঢ়ে মেঘ দেখছেন দলিয় কর্মীরাই। মিমির অবস্থাও ভারতীর মত হবে না তো? উঠেছে প্রশ্ন।

বিজেপির তরফেও এই “মমতা আমার মা” নিয়ে কটাক্ষ শুরু হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়া চেয়েছে মিমি ও ভারতীকে নিয়ে “আমার মা” মিমস। সব মিলিয়ে “মমতা আমার মা” নিয়েই এখন সরগরম বাংলার রাজনীতি।

আরও পড়ুনঃ ২৩ মে নয়, ভোটের ফল পিছতে পারে আরও ৬ দিন জানাল নির্বাচন কমিশন

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
রমজানের রোজা পালন করে ভোটারদের পাশে থাকবেন, নির্বাচনী প্রচারে জানালেন মিমি https://thenewsbangla.com/mimi-chakraborty-says-she-will-keep-roja-fast-along-with-voters/ Mon, 01 Apr 2019 08:28:12 +0000 https://www.thenewsbangla.com/?p=9618 সংখ্যালঘু ভোটারদের মন জয় করতে রমজানের সময় রোজা পালন করে পাশে থাকার অঙ্গীকার করলেন টলিউড অভিনেত্রী তথা যাদবপুরের তৃনমূলের প্রার্থী মিমি চক্রবর্তী। গতকাল রবিবার বারুইপুরে সংখ্যালঘু সেলের আয়োজিত একটি নির্বাচনী জনসভায় তিনি এই আশ্বাস দেন।

আরও পড়ুনঃ মোদীর ব্রিগেড সভার অনুমতি নির্বাচন কমিশনে পাঠিয়ে দিল সেনা

আগামী ১৯শে এপ্রিল যাদবপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন। তার আগেই বারুইপুরে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় সংখ্যালঘুদের মন জয়ে সচেষ্ট হলেন তৃণমূলের তারকা প্রার্থী। পূর্ব বারুইপুরের কেয়াতলা স্কুল মাঠে ভোট প্রচারের সময় তিনি বলেন, রমজান মাসে ভোট অনুষ্ঠিত হবার কারনে তিনিও ভোটারদের সাথে রমজানের রোজা পালন করবেন এবং বিকেলে ভোটারদের সাথেই রোজা ভাঙবেন।

আরও পড়ুনঃ মোদীর মিশন শক্তির ঘোষণায় নির্বাচনী আচরনবিধি লঙ্ঘন হয়নি, জানিয়ে দিল কমিশন

এর আগেই ভোটের দিনক্ষন ঠিক হতেই তৃণমূল নেতা তথা কলকাতার মেয়র ববি হাকিম রমজান মাসে ভোটের দিনক্ষন নির্ধারণ করাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছিলেন৷ এটা সংখ্যালঘু ভোটারদের ভোটদানে বিরত রাখার ঔশল বলে তিনি মন্তব্য করেছিলেন। রমজানে সংখ্যালঘুরা উপোস করার কারণে অনেকের পক্ষেই ভোটদান সম্ভব হবে না বলে তিনি জানিয়েছিলেন।

আরও পড়ুনঃ খোদার কসম মোদীকে জেলে ঢোকাবো, এনসি নেতা জাভেদ রানার মন্তব্যে উত্তাল দেশ

সেই সংখ্যালঘু ভোটারদের এদিন উৎসাহ প্রদানে কোনও খামতি রাখলেন না মিমি। ভোটাররা যাতে শান্তিপূর্ণ ভাবে ভোট দিতে পারে, সেই উদ্দেশ্যে কেয়াতলা স্কুল মাঠ থেকে সাদা পায়রাও ওড়ানো হয়।

অভিনয় জগৎ থেকে রাজনীতিতে এসে সম্পূর্ণ ভিন্ন পরিবেশের সাথে কিভাবে তাল মেলাবেন, তা নিয়ে বিরোধী দলের কটাক্ষের সাথে সাধারণ মানুষের অনেকেই প্রশ্ন তুলেছিলেন৷ রবিবার বারুইপুরের জনসভা থেকে তিনি নিজেকে প্রমান করলেন সাধারণ ভোটারদের সাথে মিশে গিয়ে। যদিও অনেকেই আবার সংখ্যালঘু তোষনের অভিযোগ তুলেছেন। তাদের বক্তব্য, তৃণমূলের সংখ্যালঘু তোষনের সূত্র মিমিও খুব শীঘ্রই আয়ত্ত করতে পেরেছেন।

আরও পড়ুনঃ মদ বিক্রিতে ১০ হাজার কোটি টাকার সর্বকালিন রেকর্ড গড়ল মা মাটি মানুষের সরকার

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
লোকসভা রিপোর্টে গত ৫ বছরে তৃণমূল সাংসদদের পারফরম্যান্স লজ্জাজনক https://thenewsbangla.com/lok-sabha-report-of-past-5-years-trinamool-mps-performance-shameful/ Fri, 22 Mar 2019 11:38:04 +0000 https://www.thenewsbangla.com/?p=9022 আবার একটা লোকসভা ভোট সামনে। সব দলই প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। কিন্তু গত পাঁচ বছরে কিরকম পারফরম্যান্স ছিল সাংসদদের? লোকসভা রিপোর্ট বলছে, গত ৫ বছরে তৃণমূল সাংসদদের পারফরম্যান্স খুবই খারাপ। জনগণের টাকায় শেষ ৫ বছরে তৃণমূল সাংসদরা শুধু টাইম পাস করেছেন। লোকসভা রিপোর্ট বলছে, গত ৫ বছরে তৃণমূল সাংসদদের পারফরম্যান্স লজ্জাজনক।

আরও পড়ুনঃ মোদীকে হঠাতে ভিভিপ্যাটের সংখ্যা বাড়াতে কমিশনে আর্জি মহাজোটের

বাংলায় ৪২ টি আসনের মধ্যে ২০১৪ লোকসভাতে তৃণমূল জিতেছিল ৩৪ টিতে। প্রায় ৮০ শতাংশ সাংসদ ছিল ঘাসফুলের। কিন্তু ৫ বছর পর লোকসভা রিপোর্ট বলছে, গত লোকসভায় জেতা তৃণমূলের তারকা সাংসদরা অধিকাংশই লোকসভাতে কোন ভুমিকাই পালন করেননি। পুরোপুরি ব্যর্থ অধিকাংশ সাংসদ।

আরও পড়ুনঃ রাজনৈতিক ব্যক্তিত্বে ভরা তৃণমূলের তারকা তালিকা নির্বাচন কমিশনে

এদের মধ্যে কেউ কেউ হাজির থাকেননি লোকসভা অধিবেশনে। কেউ আবার কোন প্রশ্ন করেননি। কেউ কেউ আবার কোন আলোচনায় অংশ গ্রহণ করেননি। কোন বিরোধী দল নয়, লোকসভা রিপোর্ট বলছে, গত ৫ বছরে বেশ কিছু তৃণমূল সাংসদদের ভূমিকা হতাশজনক। এদের মধ্যে যেমন আছেন রাজনৈতিক নেতা, তেমনই আছেন অভিনেতা অভিনেত্রীরাও।

আরও পড়ুনঃ ভোটের গানে বিপাকে বাবুল, কমিশনের হাতে টুইট অস্ত্র

তৃণমূলের রাজ্য সভাপতি ও দলের বলিষ্ঠ নেতা সুব্রত বক্সির পারফরম্যান্স অত্যন্ত খারাপ। লোকসভা রিপোর্ট বলছে, গত ৫ বছরে তৃণমূল সাংসদ সুব্রত বক্সি কোন প্রশ্ন করেননি। ১ টি মাত্র বিতর্কে অংশ নিয়েছেন। লোকসভায় হাজির থাকার হার ৩২ শতাংশ। যদিও শারীরিক কারণে এবার আর দক্ষিণ কলকাতা থেকে দাঁড়াননি সুব্রত বক্সি।

আরও পড়ুনঃ বারাণসী থেকে লড়বেন মোদী, গান্ধীনগরে আডবানির পরিবর্তে অমিত শাহ

মমতার পর এখন দলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এর রিপোর্ট কি বলছে? লোকসভা রিপোর্ট বলছে, গত ৫ বছরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর পারফরম্যান্স বেশ হতাশজনক। লোকসভাতে তাঁর উপস্থিতির হার মাত্র ২৮ শতাংশ। মাত্র ৩ টি বিতর্কে অংশ গ্রহণ করেছেন ডায়মণ্ডহারবারের তৃণমূল সাংসদ।

আরও পড়ুনঃ বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, বাংলায় বিজেপি প্রার্থীদের নাম

দলের আর এক সাংসদ চৌধুরী মোহন জাটুয়ার পারফরম্যান্স অত্যন্ত খারাপ। লোকসভা রিপোর্ট বলছে, গত ৫ বছরে তৃণমূল সাংসদ চৌধুরী মোহন জাটুয়া কোন প্রশ্ন করেননি। কোন বিতর্কে অংশ নিয়েছেন, এমন তথ্যও নেই। এই সাংসদকে ফের দাঁড় করিয়েছেন দলনেত্রি মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, শুধু কি মুখ দেখানোর জন্যই এই সাংসদ আবার লোকসভায় যাবেন, যেখানে তাঁর কোন ভুমিকাই নেই।

আরও পড়ুনঃ বাবুলকে হারাতে ১ কোটি টাকার কাজের টোপ, বিতর্কিত ঘোষণা মেয়রের

ঘাটালের সাংসদ ও টলিউড নায়ক দেব বা দীপক অধিকারী একেবারেই ফেল করেছেন সাংসদ হিসাবে। লোকসভা রিপোর্ট বলছে, গত ৫ বছরে তৃণমূল সাংসদ দেবের পারফরম্যান্স অত্যন্ত খারাপ। লোকসভাতে তাঁর উপস্থিতির হার মাত্র ১১ শতাংশ। সাকুল্যে মাত্র ৩ টি প্রশ্ন করেছেন আর মাত্র ২ টি আলোচনায় অংশ গ্রহণ করেছেন। শেষ একবছরে মোট ৫ টি অধিবেশনে তাঁর উপস্থিতি ছিল মাত্র ৭ শতাংশ। সাংসদ হিসাবে একেবারেই ব্যর্থ দেব ফের আরেকবার সংসদে গিয়ে কি করবেন, উঠছে প্রশ্ন।

আরও পড়ুনঃ বাম কংগ্রেস বিজেপির আপত্তি নেই, কেন্দ্রীয় বাহিনী নিয়ে কেন মাথাব্যথা শুধু তৃণমূলের

মুনমুন সেন, শতাব্দী রায়, সন্ধ্যা রায়, সুগত বসু, বিজয়কৃষ্ণ বর্মণ, মমতাবালা ঠাকুর, প্রসূন বন্দ্যোপাধ্যায়, তাপস পাল এঁরা প্রত্যেকেই সম্পূর্ণভাবে ব্যর্থ। এদের লোকসভায় পাঠিয়ে তাহলে কি লাভ হল? প্রশ্ন কিন্তু উঠছে। এমনকি সন্ধ্যা রায় লোকসভার শেষ অধিবেশনে একটি প্রশ্ন করায় হাততালি দেয় গোটা লোকসভা। যাতে লজ্জায় অধোবদন হয় গোটা রাজ্য।

আরও পড়ুনঃ মিমি নুসরত এর চরিত্র নিয়ে কটাক্ষ বিতর্কে জড়ালেন দিলীপ ঘোষ

আবার এদের মধ্যে থেকেই কিন্তু সাংসদ হিসাবে নিজেকে দেশের সেরা প্রতিপন্ন করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। লোকসভায় উপস্থিতি, বিতর্কে অংশ গ্রহণ, প্রশ্ন সবেতেই ২০০৯ থেকে ২০১৯, সেরা সাংসদ তিনি। তাঁকে দেখেও কেন শিখতে পারলেন না বাকিরা? উঠছে প্রশ্ন।

আরও পড়ুনঃ অনুব্রত মন্ডলের বিরুদ্ধে তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এদের মধ্যে মুনমুন সেন, শতাব্দী রায়, দেব, বিজয়কৃষ্ণ বর্মণ, মমতাবালা ঠাকুর, প্রসূন বন্দ্যোপাধ্যায় ফের প্রার্থী এবারও। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন পারফরম্যান্সই দেখা হবে। কিন্তু লোকসভা রিপোর্ট বলছে, পারফরম্যান্স না থাকলেও ফের তৃণমূল প্রার্থী হলেন অনেক সাংসদ। লোকসভায় নিজের এলাকা বা বাংলার হয়ে প্রশ্ন তোলার বদলে তাহলে কি করলেন তৃণমূল সাংসদরা? উঠছে প্রশ্ন।

আরও পড়ুনঃ তৃণমূলের তারকা প্রার্থী নিয়ে অশ্লীল ও বিতর্কিত মন্তব্য ক্ষিতির

এদের মধ্যে অনেককেই ফের সাংসদে পাঠাতে ভোটে দাঁড় করিয়েছেন মমতা। আবার লোকসভায় গিয়ে কি করবেন এই সাংসদরা? মানুষের টাকায় এদের সাংসদ করে কি লাভ যারা লোকসভার যোগ্য নন? আবার একই ঘটনা ঘটনার জন্যই কি ফের দিল্লি যাচ্ছেন এঁরা। প্রশ্ন কিন্তু উঠছে।

আরও পড়ুনঃ নির্বাচন কমিশনের নতুন অ্যাপ সি ভিজিল, জনতার অভিযোগে ১০০ মিনিটের মধ্যে ব্যবস্থা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
তৃণমূলের তারকা প্রার্থী নিয়ে অশ্লীল ও বিতর্কিত মন্তব্য ক্ষিতির https://thenewsbangla.com/tmc-candidates-mimi-chakraborty-nusrat-jahan-gets-hit-by-rsp-leader/ Sun, 17 Mar 2019 03:34:54 +0000 https://www.thenewsbangla.com/?p=8621 মিমি চক্রবর্তী ও নুসরত জাহানকে প্রার্থী করার পর সোশ্যাল মিডিয়ায় বিতর্ক কিছুতেই কমছে না। চলচ্চিত্র জগতের লোক কিভাবে রাজনীতির জগত সামলাবেন, সেই বিষয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তাঁদের চরিত্র নিয়ে অশ্লীল মন্তব্য করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। এবার এক ধাপ এগিয়ে তারকা প্রার্থীদের নিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন আরএসপির সাধারণ সম্পাদক ক্ষিতি গোস্বামীও।

শনিবার আলিপুরদুয়ারে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, রাজনীতিতে যারা জনগনের হয়ে প্রতিনিধিত্ব করে, তাদের রাজনৈতিক জ্ঞানসম্পন্ন ও জনসাধারণের বিভিন্ন সমস্যা সম্পর্কে ওয়াকিবহাল হতে হয়। সংসদে বিভিন্ন রকম বিষয় থাকে। সেগুলো সঠিক ভাবে মানুষের চাহিদা অনুযায়ী উপস্থাপন করতে হয়, তার জন্য বিশেষ মানসিকতার প্রয়োজন। যা অনেকের থাকে না।

এরপরেই বিতর্কিত মন্তব্য করে বসেন ক্ষিতি গোস্বামী। তিনি বলেন, সুন্দরী প্রার্থীরা ইয়ং জেনারেশনের মাথা ঘুরিয়ে দেওয়ার ফ্যাক্টর হিসেবে কাজ করে। তাদের দেখে ইয়ং জেনারেশন উত্তেজিত ও আবেগপ্রবন হয়ে পড়ে। তারা এই সকল প্রার্থীদের একটু ছুঁয়ে দেখতে চায়। শতাব্দী রায় সাংসদ হবার পরেও তাঁকে ছুঁয়ে দেখতে অনেকে ভিড় জমাত বলে তিনি মন্তব্য করেন৷

আরও পড়ুনঃ মিমি নুসরত এর চরিত্র নিয়ে কটাক্ষ বিতর্কে জড়ালেন দিলীপ ঘোষ

উল্লেখযোগ্য, লোকসভা ভোটের দিনক্ষন ঘোষনার পরেই ১০ই মার্চ রবিবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। তালিকায় উল্লেখযোগ্য ভাবে নতুন করে নাম রয়েছে চলচ্চিত্র অভিনেত্রী নুসরত জাহান ও মিমি চক্রবর্তীর।

তৃণমূলের প্রার্থী হিসেবে চলচ্চিত্র তারকাদের দাঁড় করানো নতুন কিছু নয়। এর আগেও মুনমুন সেন, শতাব্দী রায় থেকে দেব তৃণমূলের টিকিটে প্রার্থী হয়ে সাংসদ হয়েছেন। যদিও তাদের বিরুদ্ধে তাদের লোকসভা অঞ্চলের এলাকাবাসীর বিস্তর ক্ষোভও রয়েছে।

কিন্তু এবার মিমি নুসরত দাঁড়ানোর পর যেন সব সমালোচনা শালীনতার সীমা ছাড়িয়েছে। অশ্লীল মন্তব্যের ঝড় বয়ে যাচ্ছে। জবাব দিয়েছেন মিমি নুসরতও। তবে বামেদের তরফ থেকে এই ধরনের মন্তব্য করা হবে তা ভাবা যায় নি। দিলীপ ঘোষের সঙ্গে এবার পা মেলালেন ক্ষিতি গোস্বামীও।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
মিমি নুসরত এর চরিত্র নিয়ে কটাক্ষ বিতর্কে জড়ালেন দিলীপ ঘোষ https://thenewsbangla.com/dilip-ghosh-use-slang-against-mimi-chakraborty-and-nusrat-jahan/ Fri, 15 Mar 2019 15:08:50 +0000 https://www.thenewsbangla.com/?p=8561 লোকসভা নিবার্চনে প্রার্থীতালিকা প্রকাশ হতে না হতেই কটাক্ষ ও সোশ্যাল মিডিয়ায় নোংরামির মুখে পরেছেন দুই তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তী ও নুসরত জাহান। এবার দুই নায়িকাকে কটাক্ষ করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষও।

যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে এবারে তৃণমূলের থেকে টিকিট পেয়েছেন মিমি চক্রবর্তী। অন্যদিকে বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূলের তরফ থেকে প্রার্থী হচ্ছেন নুসরত জাহান। সব সমালোচনার মাঝেই এবার তাদের সামাজিক জ্ঞান নিয়ে প্রশ্ন তুলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

নুসরত জাহান ও মিমি চক্রবর্তীকে প্রার্থী করা নিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন দিলীপ ঘোষ। শুক্রবার রাজ্য বিজেপি দফতরে এক সাংবাদিক বৈঠকে এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘‘তৃণমূলের লোকেরাই চমকে গিয়েছেন। কোথায় সুগত বসু, আর কোথায় মিমি! কোথায় ইদ্রিস আলি, আর কোথায় নুসরত জাহান! খুবই চিন্তার বিষয়”। এরপরেই মিমি চক্রবর্তী ও নুসরত জাহান এর চরিত্র নিয়েও কটাক্ষ করেন দিলিপ ঘোষ।

দিলীপ ঘোষ আরও বলেন, “ভগবান না করুক, ওঁরা যদি জিতে যান, ওঁরা বাংলার হয়ে সংসদে প্রতিনিধিত্ব করবেন! কী অভিজ্ঞতা রয়েছেন ওঁদের? কী দিয়েছেন ওঁরা?’’ এরপরই মমতাকে বিঁধে বিজেপির রাজ্য সভাপতি বলেন, ‘‘মমতার আত্মবিশ্বাস এতটা নষ্ট হয়ে গিয়েছে যে, দলের পুরনো সাথী, সৈনিকদের বিশ্বাস করতে পারছেন না? এটাই তৃণমূলের বর্তমান অবস্থা’’।

এরপরেই দিলীপবাবু ছুঁড়ে দিলেন সেই মারাত্মক প্রশ্ন, “সমাজের কি জানে মিমি ও নুসরত”? আর দিলীপের মন্তব্যের পর ফের একবার দুই নায়িকার দিকে সোশ্যাল মিডিয়ায় তীর ছুঁড়তে শুরু করে দিয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা। অপরদিকে দিলীপ ঘোষ এর এই মন্তব্যের জেরে প্রতিবাদের ঝড় ওঠে বিভিন্ন মহলে।

তৃণমূল সূত্রে খবর, ইদ্রিশ আলির জনপ্রিয়তা ও জেতার বিষয় নিয়ে কিছুটা সন্দিহান ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেকারণেই পারফরম্যান্স এর কারণ দেখিয়ে তাঁকে বাদ দেন মমতা, এমনটাই জানা গেছে। সেখানে তারকা চমক দিতে নুসরত জাহানকে প্রার্থী করলেন দলনেত্রী।

এছাড়াও যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে সোমনাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রথম জিতেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুর লোকসভা কেন্দ্রে গতবারের প্রার্থী ছিলেন সুগত বসু। পেশাগত ব্যস্ততার কারণেই তিনি এবার দাঁড়াতে পারছেন না বলে জানালেন মুখ্যমন্ত্রী। আর সেখানেই প্রার্থী হলেন মিমি।

এবারের লোকসভা নির্বাচনে টলিউডের দুই তরুণ মুখ নুসরত জাহান ও মিমি চক্রবর্তীকে প্রার্থী করে চমক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষত, যাদবপুরের মতো রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ কেন্দ্রে মিমির মতো রাজনীতিতে একেবারে নতুন ও অনভিজ্ঞ মুখকে প্রার্থী করা নিয়ে জোর চর্চা চলছে রাজ্য রাজনীতিতে।

মিমি-নুসরতকে প্রার্থী করা নিয়ে নেট দুনিয়াও সরগরম। ইতিমধ্যে টলিউডের দুই নায়িকাকে নিয়ে মিম ছড়িয়েছে সোশ্যাল দুনিয়ায়। অনেক সময়ই সেটা শালীনতার সীমা ছাড়িয়ে যাচ্ছে।

দুই নায়িকার অশ্লীল ছবি নিয়ে হস্তক্ষেপ করেছে নির্বাচন কমিশনও। কড়া শাস্তির কথা জানিয়েছে কমিশন। এবার সেই সমালোচনায় এবার নেমে পরলেন দিলীপ ঘোষও।

]]>
মিমি নুসরতের পাশে এবার কবীর সুমন https://thenewsbangla.com/kabir-suman-stand-with-mimi-chakraborty-and-nusrat-jahan-against-troll/ Fri, 15 Mar 2019 07:47:16 +0000 https://www.thenewsbangla.com/?p=8477 মিমি নুসরতকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় যা চলছে তার উপরে এবার কড়া নজর দিয়েছে নির্বাচন কমিশন। দোষীদের কড়া শাস্তি দেওয়া হবে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। এবার যাদবপুর কেন্দ্রের প্রাক্তন সাংসদ কবীর সুমন দাঁড়ালেন অভিনেত্রী মিমির পাশে।

আরও পড়ুনঃ মমতার প্রার্থী তালিকা নিয়ে গোপনে ক্ষোভ বাড়ছে জেলায় জেলায়

লোকসভা ভোটের প্রার্থী তালিকা প্রকাশ এর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়েছে মিমি ও নুসরত জাহানকে নিয়ে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তৃণমূল প্রার্থী মিমি ও নুসরত জাহানের অনেক ফেক অশ্লীল ছবি। যা ইতিমধ্যেই নজরে এসেছে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ের। এ বিষয়ে স্বতপ্রণোদিত পদক্ষেপ নেওয়ার পথে কমিশন। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু জানিয়েছেন, এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এবার সেই নিয়েই মুখ খুললেন কবীর সুমন।

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গে নজিরবিহীন ৭ দফা ভোটে সুবিধা বিজেপির

এদিন নিজের ফেসবুকে কবীর সুমন নিজের প্রতিবাদ জানিয়ে পরপর পোস্ট করেন। সেখানে তিনি এও জানান, তিনি ২০০৯ সালে যখন যাদবপুর কেন্দ্রের প্রার্থী হিসাবে দাঁড়িয়েছিলেন কি ভাবে ব্যাক্তিগত আক্রমনের শিকার হতে হয়েছিল তাকে। নন্দীগ্রাম গণহত্যার পরিপ্রেক্ষিতে কৃষিজমি রক্ষার ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত আন্দোলনে তিনি সক্রিয়ভাবে যোগদান করেন।

এবং সেই সূত্রে সক্রিয় রাজনীতিতে তাঁর আবির্ভাব ঘটে। ২০০৯ সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে দেশের পঞ্চদশ লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করেন ও জয়লাভ করে উক্ত কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন কবীর সুমন।

আরও পড়ুনঃ ভাটপাড়া কি হতে চলেছে বাংলার প্রথম বিজেপি পরিচালিত পুরসভা

ভোটে জিতে ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত যাদবপুর কেন্দ্রে ক্ষমতায় ছিলেন কবীর সুমন। কিন্তু শুরু থেকেই দলীয় কর্মীদের সাথে উন্নয়ন ক্ষেত্রে টাকা খরচের বিষয় থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে বিতর্কে জড়িয়ে পরেন তিনি। দলে থেকেও কার্যত নামেই দলে থেকে যান তিনি। পরে আবার মমতার সঙ্গে সম্পর্ক ভাল হয়ে যায়।

এবারে লোকসভা ভোট প্রচারে কড়া নজর থাকবে সোশ্যাল মিডিয়াতেও। কার্যালয়ে তৈরি করা হয়েছে একটি পৃথক মনিটরিং সেল। যারা প্রতি মুহূর্তে নজর রাখছে মিডিয়া এবং সোশ্যাল মাধ্যমে। সূত্রের খবর অনুসারে, তৃণমূল প্রার্থী মিমি ও নুসরত জাহানের যে ফেক অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেটি নজরে পড়েছে মনিটরিং সেলের। আর এই নিয়েই প্রতিবাদে মুখ খুললেন সুমন।

আরও পড়ুনঃ অর্জুনের হাত ধরে বারাকপুর লোকসভা ছিনিয়ে নিতে পারে বিজেপি

প্রার্থী হিসেবে নাম ঘোষণা করার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলড যাদবপুরের মিমি চক্রবর্তী এবং বসিরহাটের তৃণমূল প্রার্থী নুসরত জাহান। মিমির একটি সাহসী ছবি সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হয়েছে। ট্রোলড হয়েছে নুসরাত জাহানের একটি ফেক ছবি। এ বিষয়ে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু বলেন, “ সোশ্যাল মিডিয়ায় ফেক ছবি সংক্রান্ত সেরকম বিষয় নজরে এলে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব। অভিযোগ না এলেও স্বতঃপ্রণোদিত ব্যবস্থা নেওয়া হতে পারে”।

আরও পড়ুনঃ অর্জুনকে ওপেন চ্যালেঞ্জ অভিষেকের, দীনেশ ত্রিবেদীকে ২ লাখ ভোট জেতাব

মিমি নুসরত দুজনের ক্ষেত্রেই ট্রোলড এর বিষয় সীমা ছাড়িয়েছে। এই নোংরামির প্রতিবাদ করেছেন সমাজের সর্বস্তরের মানুষ। এবার এই নিয়ে কড়া পদক্ষেপ নিতে চলেছে নির্বাচন কমিশন। সোশ্যাল মিডিয়ায় সীমা ছাড়লেই দোষীদের কড়া শাস্তি দেওয়া হবে, জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। অনেকের মতই এবার দুই অভিনেত্রীর হয়ে গলা ফাটালেন কবীর সুমন।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
মিমি নুসরতকে নিয়ে সীমা ছাড়াল সোশ্যাল মিডিয়া, পদক্ষেপ নির্বাচন কমিশনের https://thenewsbangla.com/election-commission-to-look-after-nusrat-jahan-and-mimi-chakrabortys-trolls-in-social-media/ Fri, 15 Mar 2019 06:58:41 +0000 https://www.thenewsbangla.com/?p=8474 গত রবিবার মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন ২০১৯ লোকসভা ভোটে তৃণমূল প্রার্থীদের নাম। এদের মধ্যে বাংলা ফিল্মের দুই নায়িকার নাম পাওয়া যায়। একজন নুসরত জাহান ও অন্যজন মিমি চক্রবর্তী। তারপর থেকেই বিভিন্ন ট্রোলের শিকার হয় দুই নায়িকা। মিমি নুসরতকে নিয়ে যা চলছে সোশ্যাল মিডিয়ায় তাতে এবার কড়া নজর দিল নির্বাচন কমিশন। দোষীদের কড়া শাস্তি দেওয়া হবে জানিয়েছে নির্বাচন কমিশন।

আরও পড়ুনঃ মমতার প্রার্থী তালিকা নিয়ে গোপনে ক্ষোভ বাড়ছে জেলায় জেলায়

প্রার্থী হিসেবে নাম ঘোষণা করার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলড যাদবপুরের মিমি চক্রবর্তী এবং বসিরহাটের তৃণমূল প্রার্থী নুসরত জাহান। মিমির একটি সাহসী ছবি সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হয়েছে। ট্রোলড হয়েছে নুসরাত জাহানের একটি ফেক ছবি। এ বিষয়ে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু বলেন, “ সোশ্যাল মিডিয়ায় ফেক ছবি সংক্রান্ত সেরকম বিষয় নজরে এলে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব। অভিযোগ না এলেও স্বতঃপ্রণোদিত ব্যবস্থা নেওয়া হতে পারে”।

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গে নজিরবিহীন ৭ দফা ভোটে সুবিধা বিজেপির

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তৃণমূল প্রার্থী নুসরত জাহানের একটি ফেক অশ্লীল ছবি। যা ইতিমধ্যেই নজরে এসেছে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ের। এ বিষয়ে স্বতপ্রণোদিত পদক্ষেপ নেওয়ার পথে কমিশন। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু জানিয়েছেন, এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুনঃ ভাটপাড়া কি হতে চলেছে বাংলার প্রথম বিজেপি পরিচালিত পুরসভা

ভোট প্রচারে এবার নজর থাকবে সোশ্যাল মিডিয়াতেও। নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণার দিন জানিয়েছিলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা। সেই কাজ শুরু করে দিয়েছে এ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়। কার্যালয়ে তৈরি করা হয়েছে একটি পৃথক মনিটরিং সেল। যারা প্রতি মুহূর্তে নজর রাখছে মিডিয়া এবং সোশ্যাল মাধ্যমে।

আরও পড়ুনঃ অর্জুনের হাত ধরে বারাকপুর লোকসভা ছিনিয়ে নিতে পারে বিজেপি

সূত্রের খবর, তৃণমূল প্রার্থী নুসরত জাহানের যে ফেক অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেটি নজরে পড়েছে মনিটরিং সেলের। শুধু নুসরত নয়, মিমির ছবি নিয়েও চলছে নোংরামি। আর সেদিকেও কড়া নজর দিয়েছে কমিশন।

বাংলা ফিল্মের প্রযোজক শ্রীকান্ত মোহতা ও রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস দুজনেই নুসরত জাহান ও মিমি চক্রবর্তীর নাম প্রস্তাব করেন বলেই তৃণমূল সূত্রে জানা গিয়েছিল। আর মমতা নিজেও এই দুই নায়িকাকে বেশ পছন্দই করেন। ফলে এই দুই নায়িকাকেই ভোট যুদ্ধে নামিয়ে রীতিমত চমকে দিয়েছিলেন মমতা।

আরও পড়ুনঃ অর্জুনকে ওপেন চ্যালেঞ্জ অভিষেকের, দীনেশ ত্রিবেদীকে ২ লাখ ভোট জেতাব

মিমি নুসরত দুজনের ক্ষেত্রেই ট্রোলড এর বিষয় সীমা ছাড়িয়েছে। এই নোংরামির প্রতিবাদ করেছেন সমাজের সর্বস্তরের মানুষ। এবার এই নিয়ে কড়া পদক্ষেপ নিতে চলেছে নির্বাচন কমিশন। সোশ্যাল মিডিয়ায় সীমা ছাড়লেই দোষীদের কড়া শাস্তি দেওয়া হবে, জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>