Mental Health – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sat, 15 Jun 2019 15:37:22 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Mental Health – The News বাংলা https://thenewsbangla.com 32 32 মুখ্যমন্ত্রী মমতার মানসিক স্বাস্থ্য ঠিক আছে কিনা, পরীক্ষা করে দেখার জন্য জনস্বার্থ মামলা https://thenewsbangla.com/public-interest-litigation-case-to-check-cm-mamata-banerjee-mental-health/ Sat, 15 Jun 2019 15:30:25 +0000 https://www.thenewsbangla.com/?p=13916 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়; কি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন? ইদানীং নানা ঘটনার পরিপ্রেক্ষিতে এমন দাবি করে এসেছেন; বঙ্গ বিজেপির নেতারা। সেই তালিকায় এবার নাম লেখালেন; ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। একধাপ এগিয়ে, মুখ্যমন্ত্রীর মানসিক মানসিক স্বাস্থ্য ঠিক আছে কিনা; পরীক্ষা করে দেখার জন্য সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করতে চলেছেন তিনি।

মমতা আদৌ মানসিকভাবে সুস্থ কিনা; সেই প্রশ্ন তুলে দিয়েছেন অর্জুন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানসিক স্বাস্থ্য ঠিক আছে কিনা; সেটা পরীক্ষা করে দেখা হোক। এই মর্মে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করতে চলেছেন; ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। রাজ্যের সাংবিধানিক প্রধানের পদে বসে; উনি যে ধরনের মন্তব্য করে চলেছেন; সেটাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়েছেন বিজেপি সাংসদ।

একদা তৃণমূল বিধায়ক বর্তমানে বিজেপির টিকিটে; ব্যারাকপুরের সাংসদ হয়েছেন। শুক্রবারই তাঁর খাসতালুক কাঁচড়াপাড়ায় গিয়ে; মমতা কড়া ভাষায় আক্রমণ করেছিলেন অর্জুন সিং ও মুকুল রায়কে। সেই ব্যাপারে বলতে গিয়ে অর্জুন সিং; কটাক্ষ করতে ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়কে।

শনিবার অর্জুন সিং বলেন, “আমি সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করে; আবেদন করব মুখ্যমন্ত্রীর সার্বিক স্বাস্থ্য পরীক্ষা করে দেখা হোক; যে এই পদে বসার যোগ্যতা তাঁর আছে কিনা। খুব শীঘ্রই দিল্লি গিয়ে দেশের সর্বোচ্চ আদালতে; তিনি এই মামলা দায়ের করবেন বলেও জানিয়েছেন সাংসদ অর্জুন সিং।

The News বাংলাকে অর্জুন বলেন; “যিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন; তাঁর মুখ্যমন্ত্রীর মত সাংবিধানিক পদে থাকার কোনও অধিকার নেই। এই কারণে আমি তাঁর বিরুদ্ধে; সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করছি। ওনার মানসিক সুস্থতার পরীক্ষা করা দরকার; যে তাঁর এই পদে থাকা উচিত কিনা।

অর্জুনের দাবি, “মমতা যে ধরনের ভাষার ব্যবহার করছেন; সেটা সেটা মানসিক বিকৃতি লক্ষ্মণ। মুখ্যমন্ত্রীর মতো সাংবিধানিক পদে বসে; যে মন্তব্য উনি করেছেন তাতে গৃহযুদ্ধ বেঁধে যেতে পারে। ৩০ বছর ধরে এমন একজনের নেতৃত্বে কাজ করেছি ভাবতেই লজ্জা হয়”।

শুক্রবার মমতার কাঁচরাপাড়ার জনসভা; নতুন বিতর্কের জন্ম দেয়। সেখানে তিনি বলেন; “বাংলায় থাকতে গেলে বাংলা ভাষা শিখে বাংলায় কথা বলতে হবে”। এই নিয়ে মমতাকে পাল্টা আক্রমণ করেন অর্জুন। তাঁর অভিযোগ, বাংলা ভাষা হিন্দী ভাষা করে বিভাজনের রাজনীতি করছেন মমতা।

]]>
মুখ্যমন্ত্রীর মানসিক সুস্থতা কামনা করে পোস্টকার্ড পাঠানোর ভাবনা বিজেপির https://thenewsbangla.com/bjp-is-sending-get-well-soon-post-card-to-mamata-banerjee-for-mental-health/ Mon, 03 Jun 2019 05:17:31 +0000 https://www.thenewsbangla.com/?p=13471 জয় শ্রী রামের পর এবার মুখ্যমন্ত্রীর মানসিক সুস্থতা কামনা করে; পোস্টকার্ড পাঠানোর ভাবনা বিজেপির। মমতাকে রাগাতে; এবার নতুন উদ্যোগ বঙ্গ বিজেপির। আর এই উদ্যোগ নিয়েছেন; আসানসোলের সাংসদ ও কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়।

“জয় শ্রী রাম” ধ্বনি নিয়ে; উত্তপ্ত রাজ্য রাজনীতি। এই ধ্বনি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে; মুখ্যমন্ত্রীর বাড়িতে আগেই ১০ লক্ষ “জয় শ্রী রাম” লেখা পোস্টকার্ড; পাঠানোর চিন্তা ভাবনা করেছিল বিজেপি। বিজেপি নেতা অর্জুন সিং; জয় শ্রী রাম লেখা; এক লক্ষ পোস্ট কার্ড পাঠাবার কথা বলেছিলেন।

এবার মুখ্যমন্ত্রীর মানসিক সুস্থতা কামনা করে; পোস্টকার্ড পাঠানোর চিন্তা করছে বিজেপি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা আসানসোলের বিজেপি সাংসদ; বাবুল সুপ্রিয় এমন চিন্তাভাবনার কথা জানিয়েছেন। অর্জুন সিং এর পর তিনিও এক লক্ষ পোস্ট কার্ড পাঠাতে চান। তবে জয় শ্রী রাম নয়; মমতার মানসিক সুস্থতা কামনা করে; গেট ওয়েল সুন লিখে।

সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে; বাবুল সুপ্রিয় জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী একজন দক্ষ রাজনীতিবিদ। কিন্তু সম্প্রতি মুখ্যমন্ত্রীর আচার আচরণে; সামঞ্জস্যহীনতা লক্ষ্য করা যাচ্ছে। মুখ্যমন্ত্রী পদের গুরুত্ব, দায়িত্ব ও পদমর্যাদা সম্পর্কে মুখ্যমন্ত্রীকে মনে করিয়ে দেন বাবুল।

আরও পড়ুনঃ বাংলায় বিজেপিকে ঠেকাতে নবান্নে মমতার সমন্বয় বৈঠক, ডাক সব নেতাকেই

মুখ্যমন্ত্রীকে কিছুদিন বিশ্রাম নেওয়ার পরামর্শও দেন তিনি। রাজ্যে বিজেপির প্রবল উপস্থিতিতে; মুখ্যমন্ত্রীর মতিভ্রম হয়েছে বলেও জানান তিনি। এরই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর কাছে; তার মানসিক সুস্থতা কামনা করে পোস্টকার্ড পাঠাবেন বলে জানালেন বাবুল।

দুদিন আগেই ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং; মুখ্যমন্ত্রীকে “জয় শ্রী রাম” লিখে ১০ লক্ষ পোস্টকার্ড পাঠাবেন বলে জানিয়েছিলেন। গত ১০ই মে উত্তর ২৪ পরগণার নৈহাটিতে গিয়ে জনতার মুখে “জয় শ্রী রাম” ধ্বনি শুনে মেজাজ হারান মুখ্যমন্ত্রী। ধ্বনি দেওয়ার জন্য ১০ জনকে গ্রেফতারও করা হয়। তারপরেই উত্তেজনার পারদ চরমে ওঠে।

এর আগেও মেদিনীপুরে প্রথমবার জয় শ্রী রাম শুনে; গাড়ি থেকে নেমে তাড়া করেন তৃণমূল নেত্রী মমতা। তাদের গ্রেফতার করার নির্দেশও দেন। সেবারও বিজেপির নেতা কর্মীদের গ্রেফতার করে; রাতেই ছাড়তে বাধ্য হয় পুলিশ। রাজ্য জুড়ে এই জয় শ্রী রাম ও মমতার রাগ; এখন প্রবল হাস্যরসে পরিণত হয়েছে।

]]>