Mehbooba Mufti – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 13 May 2022 05:57:04 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Mehbooba Mufti – The News বাংলা https://thenewsbangla.com 32 32 আজও বন্ধ হয়নি কাশ্মীর ফাইলস, কাশ্মীরে ফের নিশানায় কাশ্মীরি পন্ডিত, চুপ নেতারা https://thenewsbangla.com/kashmir-files-not-closed-kashmiri-pandit-targeted-again-in-kashmir-silent-leaders/ Fri, 13 May 2022 05:56:10 +0000 https://www.thenewsbangla.com/?p=15078 আজও বন্ধ হয়নি কাশ্মীর ফাইলস; কাশ্মীরে ফের নিশানায় কাশ্মীরি পন্ডিত। বিস্ময়কর ভাবে চুপ নেতারা; ফারুখ আবদুল্লা, ওমর আবদুল্লা, মেহেবুবা মুফতি এখনও কোন কথা বলেননি। ফের উপত্যকায় জ’ঙ্গিদের টা’র্গেটের শিকার; এক কাশ্মীরি পন্ডিত। বৃহস্পতিবার বুদগামের একটি সরকারি অফিসে ঢুকে; গু’লি চালায় জ’ঙ্গিরা। গু’লিবিদ্ধ হয়ে গুরুতর জখম হন কাশ্মীরি পন্ডিত রাহুল ভাট। ভর্তি কড়া হয় হাসপাতালে, তবে শেষরক্ষা হয়নি; চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার। এই মুহূর্তে অগ্নিগর্ভ পরিস্থিতি; গোটা কাশ্মীরে।

জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রে খবর, বুদগামের চাদুরায়; তহসিল অফিসে ঢুকে রাহুল ভাট নামে এক সরকারি কর্মচারীকে লক্ষ্য করে গু’লি চালায় জ’ঙ্গিরা। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে; তাকে শ্রীনগরের এসএমএইচএস হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার। ঘটনার দায় স্বীকার করেছে; পাকিস্তানের মদতপুষ্ট জ’ঙ্গি গোষ্ঠী জ’ইশ-ই-মহম্মদ। স’ন্ত্রা’সী সংগঠন কাশ্মীর টাইগার্স (টিআরএফ) ও এই হামলার দায় স্বীকার করেছে।

দিন দিন উপত্যকায় কাশ্মীরি পণ্ডিত ও ভিন রাজ্যের বাসিন্দাদের উপর; জ’ঙ্গি হা’মলা বেড়েই চলেছে। গত বছর অক্টোবর থেকে পরিযায়ী শ্রমিকদের; টার্গেট করা শুরু করে জ’ঙ্গিরা। সেই মাসেই পাঁচদিনে খু’ন হন; সাত নিরীহ নাগরিক। তাদের মধ্যে একজন কাশ্মীরি পণ্ডিত; একজন শিখ এবং দুজন ভিন রাজ্যের বাসিন্দা। গত মাসেও সোপিয়ানে এক কাশ্মীরি পণ্ডিত বিক্রেতার উপর; হামলা চালিয়েছিল জ’ঙ্গিরা। যদিও সেবার প্রাণে বেঁচে গিয়েছিলেন ওই ব্যক্তি।

একের পর এক জ’ঙ্গি হামলায়; মারা গেছে কাশ্মীরের বাইরের অন্য রাজ্যের মানুষ। এবারের হামলার পর জ’ঙ্গিদের খোঁজে; অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। প্রাথমিক তদন্ত অনুযায়ী; হামলায় ২ জ’ঙ্গি জড়িত রয়েছে।

অ-কাশ্মীরিদের উপর জ’ঙ্গি হামলা জারি আছে কাশ্মীরে; আজও শেষ হয়নি কাশ্মীর ফাইলস। কাশ্মীরি পণ্ডিত ও ভিনরাজ্যের ব্যক্তিদের উপর হামলা করে; কাশ্মীরকে আবারও অশান্ত করে তুলতে চাইছে জ’ঙ্গিরা। কিন্তু জ’ঙ্গি দমনে যৌথ বাহিনী জিরো টলারেন্স নীতিতে এগিয়ে চলায়; বহু ক্ষেত্রে ভেস্তে গিয়েছে তাদের ছক।

এই মুহূর্তে জম্মু ও কাশ্মীরে স’ন্ত্রাসীদের বিরুদ্ধে; নিরাপত্তা বাহিনীর অবিরাম অভিযান চলছে। জম্মু ও কাশ্মীরে প্রায় ২০০ জন জ’ঙ্গি সক্রিয় রয়েছে এবং এইবছর এন-কাউ’ন্টারে ৭৫ জন জ’ঙ্গি এখনও পর্যন্ত নি’কেশ হয়েছে। মৃত জ’ঙ্গিদের মধ্যে ২১ জন বিদেশি।

]]>
কাশ্মীরে মেহবুবার গাড়ি লক্ষ্য করে পাথরবাজদের হামলা https://thenewsbangla.com/stone-pelters-attack-mehbooba-muftis-car-in-kashmir/ Mon, 15 Apr 2019 16:30:09 +0000 https://www.thenewsbangla.com/?p=10878 কাশ্মীরে মেহবুবার গাড়ি লক্ষ্য করে পাথরবাজদের হামলা। সোমবার পাথরবাজদের হামলায় আক্রান্ত হলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি সুপ্রিমো মেহবুবা মুফতি। একটি দরগায় প্রার্থনা করে ফেরার সময় তিনি হামলাকারীদের হাতে আক্রান্ত হন।

সোমবার কাশ্মীরের অনন্তনাগ জেলার ক্ষীরামে একটি দরগায় প্রার্থনার জন্য গিয়েছিলেন মেহবুবা মুফতি। সেখান থেকে বিজবাহারায় ফিরছিলেন তিনি। মাঝ পথেই তার গাড়ি লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়। হামলা করার মুহূর্তেই মেহবুবা সরে যান৷ তার কোনও আঘাত না লাগলেও গাড়ির একটা অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং গাড়ির চালকও আহত হন।

আরও পড়ুনঃ তৃণমূলের ভোট প্রচারে বাংলাদেশী নায়ক, সমালোচনায় সরব বিরোধীরা

লোকসভা নির্বাচনে মেহবুবা মুফতি লড়ছেন কাশ্মীরের অনন্তনাগ লোকসভা কেন্দ্র থেকে। সম্প্রতি ৩৭০ এবং ৩৫ এ নং ধারা উচ্ছেদের ব্যাপারে বিতর্কিত মন্তব্যের জেরে পিডিপি সুপ্রিমো মেহবুবা মুফতি এবং ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাহর বিরুদ্ধে বিহারের একটি আদালতে মামলা প্রক্রিয়া চালু রয়েছে।

আরও পড়ুনঃ মোদীর হেলিকপ্টারে কালো বাক্স রহস্য, নির্বাচন কমিশনে কংগ্রেস

উল্লেখ্য, বিজেপির নির্বাচনী ইস্তাহার প্রকাশ হতেই মেহবুবা মুফতি জানিয়েছিলেন, ৩৭০ নং ধারার বিলোপ হলে জম্মু ও কাশ্মীরের সাথে সারা দেশ জ্বলবে। সারা দেশে শুরু হবে হিংসাত্মক আন্দোলন। বিজেপি যেন তাই আগুন নিয়ে খেলা না করে, সেই হুমকি দিয়েছিলেন মেহবুবা।

আরও পড়ুনঃ ইচ্ছে থাকলে সহজেই পরিবার নিয়ে আপনিও যেতে পারেন মহাকাশ ভ্রমণে

৩৭০ ধারা বিলোপ হলে ভারতীয় সংবিধান কোনও মতেই জম্মু ও কাশ্মীরে প্রযোজ্য হবে না বলেও তিনি জানিয়েছিলেন। জামাত ই ইসলামী সহ বিচ্ছিন্নতাবাদী হুরিয়ত নেতাদের বরাবর সমর্থন করার অভিযোগও রয়েছে মেহবুবার বিরুদ্ধে।

আরও পড়ুনঃ কংগ্রেস সমর্থকদের হাতে খুন ৭৫ বছরের বৃদ্ধ মোদী সমর্থক

এদিকে ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আব্দুল্লাহ তার প্রতিক্রিয়ায় জানিয়েছিলেন, ৩৭০ ধারা বিলোপের চেষ্টা করা হলে তা কাশ্মীরের মানুষের স্বাধীনতা লাভের রাস্তাকে প্রশস্ত করবে।

আরও পড়ুনঃ বাংলায় ভোটে নির্বাচন কমিশনের চিন্তার কারণ শ্যাডো জোন, এল হ্যাম রেডিও

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
জম্মু কাশ্মীরের সঙ্গে জ্বলবে সারা দেশ, ৩৭০ ধারা তুলে দেওয়া নিয়ে বিস্ফোরক মেহবুবা https://thenewsbangla.com/whole-country-will-burn-if-article-370-and-article-35a-repealed-warns-mehbooba/ Tue, 09 Apr 2019 07:38:13 +0000 https://www.thenewsbangla.com/?p=10341 সোমবার প্রকাশিত বিজেপির নির্বাচনী ইস্তাহারে বলা হয়েছে, পুনরায় ক্ষমতায় ফিরলে হলে জম্মু ও কাশ্মীরের ৩৭০ নং এবং ৩৫ এ নং ধারা বিলোপে করা হবে। আর এতেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন, পিডিপি সুপ্রিমো মেহবুবা মুফতি। জম্মু কাশ্মীরের সঙ্গে জ্বলবে সারা দেশ, ৩৭০ ধারা তুলে দেওয়া নিয়ে বিস্ফোরক মেহবুবা মুফতি।

আরও পড়ুনঃ জঙ্গি ঘাঁটিতে ফের হামলার পরিকল্পনা করছে ভারত, ভয়ে কাঁপছে পাকিস্তান

সোমবার বিজেপির নির্বাচনী ইস্তাহার প্রকাশ হতেই মেহবুবা মুফতি জানান, ৩৭০ নং ধারার বিলোপ হলে জম্মু ও কাশ্মীরের সাথে সারা দেশ জ্বলবে। সারা দেশে শুরু হবে হিংসাত্মক আন্দোলন। বিজেপি যেন তাই আগুন নিয়ে খেলা না করে, সেই হুমকি দেন মেহবুবা।

আরও পড়ুনঃ বিজেপির নির্বাচনী ইস্তাহারে কাশ্মীরের ৩৭০ এবং ৩৫ এ নং ধারা বিলোপের প্রতিশ্রুতি

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা আরও বলেন, ৩৭০ ধারা বিলোপ হলে ভারতীয় সংবিধান কোনও মতেই জম্মু ও কাশ্মীরে প্রযোজ্য হবে না। ন্যাশান্যাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাহর সুরে সুর মিলিয়েই কথা বলেন মেহেবুবা।

আরও পড়ুনঃ অনুপ্রবেশকে সহ্য করা হবে না, ভোট ইস্তেহারে বলছে বিজেপি

সম্প্রতি দিল্লি হাইকোর্টে পিডিপি নেত্রী মেহবুবা মুফতি ও ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে তাদের দেশ বিরোধী অবস্থানের বিষয়ে। মামলায় তারা যাতে ভোটে অংশগ্রহণ করতে না পারে, সেই ব্যবস্থা গ্রহনের আবেদন করা হয় কোর্টের কাছে। মেহবুবা জানান, ৩৭০ ধারা বিলোপ হলে ভারতের অংশ হিসেবে আর ভোটে লড়ার প্রয়োজন হবে না৷

আরও পড়ুনঃ কেন গ্রেফতার করা হবে না, রাজীব কুমারকে নোটিশ সুপ্রিম কোর্টের

এদিকে বিজেপির ইস্তাহার প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আব্দুল্লাহ প্রতিক্রিয়া জানান৷ তিনি বলেন, ৩৭০ ধারা বিলোপের চেষ্টা করা হলে তা কাশ্মীরের মানুষের স্বাধীনতা লাভের রাস্তাকে প্রশস্ত করবে বলে তিনি হুমকি দেন৷

আরও পড়ুনঃ তিন তালাকের ব্যাপারে সরকারের হস্তক্ষেপ অনুচিত, বলছেন মুসলিম মহিলারা

ফারুক আব্দুল্লাহ আরও বলেন, ৩৭০ ধারা বিলোপের কোনও প্রচেষ্টাই সফল হবে না। এরপর তিনি আল্লাহর নামে শপথ করে বলেন, কাশ্মীরের মানুষ স্বাধীনতা লাভ করুক, এটা উপরওয়ালারও ইচ্ছে; সোমবার শ্রীনগরে তার নির্বাচনী কেন্দ্রে ভোট প্রচারের সময় তিনি এই মন্তব্য করেন।

আরও পড়ুনঃ নবরাত্রি উপলক্ষ্যে জোরপূর্বক দুই শতাধিক মাংসের দোকান বন্ধের অভিযোগ হিন্দু সেনার বিরুদ্ধে

সোমবার বেলা ১২ টায় প্রকাশিত হয়েছে বিজেপির নির্বাচনী ইস্তাহার। ইস্তাহারে উল্লেখযোগ্য ভাবে উঠে এসেছে কাশ্মীরের ৩৭০ নং এবং ৩৫ এ নং ধারা তুলে দেওয়ার প্রতিশ্রুতি। উল্লেখ্য, ২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগেও ৩৭০ ধারা তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি।

আরও পড়ুনঃ মিগ ২১-র হামলায় পাক যুদ্ধবিমান এফ ১৬ ভেঙে পড়ার ব়্যাডার ইমেজ প্রকাশ বায়ুসেনার

এদিন প্রকাশিত বিজেপির নির্বাচনী ইস্তাহারে বলা হয়েছে, বিগত ৫ বছরে জম্মু ও কাশ্মীরে বিভিন্ন রকম প্রকল্প ও বলিষ্ঠ পদক্ষেপের দ্বারা শান্তি প্রতিষ্ঠা ও সমস্ত প্রকার উন্নয়নের লক্ষ্যে কাজ করেছে সরকার; উন্নয়ন স্থাপনের পথে যত প্রকার বাধা বিপত্তি এসেছে, সরকার সমস্ত রকম বাধাকে অতিক্রম করার চেষ্টা করেছে; উন্নয়নের লক্ষ্যে পর্যাপ্ত পরিমানে অর্থনৈতিক সাহায্য বরাদ্দ করেছে সরকার। জনসংঘ প্রতিষ্ঠার সময় থেকেই কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপের পক্ষে অবস্থান নিয়েছে তাদের সরকার, এমনই বলা হয়েছে ইস্তাহারে।

আরও পড়ুনঃ ভারতীয়দের বাঁদরের সঙ্গে তুলনা করলেন রাহুলের গুরু পিত্রোদা

ইস্তাহারে উল্লেখ করা হয়েছে, ৩৫ এ ধারা কাশ্মীরের অস্থায়ী জনগন ও মহিলাদের জন্য পক্ষপাতদুষ্ট এবং এই ধারা বিলোপের জন্য বিজেপি বদ্ধ পরিকর। বিজেপি মনে করে, ৩৫ এ নং ধারা জম্মু ও কাশ্মীরের সামগ্রিক উন্নতির পক্ষে বাধাস্বরূপ। ৩৫ এ ধারা বিলোপ করে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ তৈরিতে বিজেপির প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে ইস্তাহারে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ ৩৭০ ধারা বিলোপ হলে ভারত থেকে কাশ্মীরকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি ফারুক আবদুল্লাহর

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
মমতার পর সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ চাইলেন মেহেবুবা https://thenewsbangla.com/mehbooba-mufti-wants-prove-of-surgical-strikes-by-indian-air-force/ Mon, 04 Mar 2019 12:27:12 +0000 https://www.thenewsbangla.com/?p=7460 পুলওয়ামায় সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকে সেনার তরফে অনেক সন্ত্রাসবাদীর মৃত্যুর খবর দেওয়া হয়েছিল। কিন্তু অনেকের কাছেই মৃতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা রয়েছে। যদিও ভারতের বিমান হানায় বা দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইকে খতম জইশ জঙ্গি ডেরা ও জইশ জঙ্গিরা, স্বীকার করে নিয়েছে জঙ্গিরাই। একই সাথে কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যমে মৃতের পরিসংখ্যান এড়িয়ে যাওয়া হয়েছে। আর তাতেই সন্দেহ প্রকাশ করছেন বিভিন্ন বিরোধী দলের নেতানেত্রীরা।

জইশ ই মহম্মদ সৃষ্টিকর্তা মাসুদ আজহারের ভাইও এই অভিযান এর কথা মেনে নিয়েছে। মাসুদ আজাহার বলেছেন খতম ভাই ইব্রহিম, শ্যালক ইউসুফ সহ শীর্ষ জইশ নেতারা। হামলার কথা পাকিস্থানে এক জনসভায় স্বীকার করে নিয়েছে মহম্মদ আম্মর। যে নিজেও টার্গেটে ছিল কিন্তু ঐসময় না থাকায় বরাত জোরে বেঁচে যায়। কিন্তু মুখ্যমন্ত্রী মমতার পর এবার সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ চাইলেন মেহেবুবা মুফতি।

আরও পড়ুনঃ সার্জিক্যাল স্ট্রাইকে মাসুদ আজহারকেও কি উড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা

ঐ সময় পাকিস্তানে থাকা ইতালির সাংবাদিক ফ্রান্সিকা মারিনো পরিষ্কার জানিয়ে দিয়েছেন, “ভারতের বায়ুসেনা জইশ ই মহম্মদের একটি বড় জঙ্গি ট্রেনিং ক্যাম্প গুঁড়িয়ে দিয়েছে”। ইতালির সাংবাদিক ফ্রান্সিকা মারিনো জানিয়েছেন, তিনি ওইদিন বালাকোটের ওই অঞ্চলে গিয়েছিলেন। যে ক্যাম্পে বোমা ফেলেছিল ভারত সেখান থেকে অনেক জঙ্গির লাশ বের করা হয়েছে।

আরও পড়ুনঃ ভারতকে হেয় করতে পাকিস্তানের মিথ্যা দাবিতে বেঘোরে প্রাণ গেল পাক পাইলটের

কিন্তু বিরোধী দলগুলো যেমন বিজেপির বিরুদ্ধে মৃতদের সংখ্যার ভুল তথ্য দিয়ে রাজনীতি করার অভিযোগ এনেছেন। তেমনি বিরোধী দলগুলিও সঠিক প্রমানের দাবি নিয়ে রাজনীতির ময়দানে নেমেছে।

এই ব্যাপারে সবার আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ ও মৃতদের পরিসংখ্যান নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এমনকী পুলওয়ালার সন্ত্রাসবাদী হামলার ব্যাপারে প্রধানমন্ত্রী মোদী সব কিছু জানতেন বলে মন্তব্য করেন। পাকিস্তানি বিভিন্ন সংবাদমাধ্যম মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই সকল মন্তব্যকে হাতিয়ার করে।

আরও পড়ুনঃ ভারতকে সাইকোলজিক্যাল ব্ল্যাকমেল, মুখ ও মুখোশের আড়ালে পাকিস্তান

এর দুদিন পরেই প্রমাণ দেখানোর দাবি তোলেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ। এবার একই পথে হাঁটলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি সুপ্রিমো মেহবুবা মুফতি।

এদিন মেহবুবা মুফতি বলেন, দেশের নাগরিক হিসেবে ভারতের সকলের বালাকোট অপারেশনের তথ্য জানার অধিকার রয়েছে। তিনিও বিজেপির বিরুদ্ধে জঙ্গিদের মৃতদেহের সংখ্যা নিয়ে রাজনীতি করার অভিযোগ তোলেন। তিনি আরও বলেন, বালাকোট নিয়ে প্রশ্ন তোলা হলেই সরকার দেশদ্রোহী আখ্যা দিচ্ছে। নোটবন্দী, বেকারত্ব, কৃষক অসন্তোষ থেকে নজর ঘোরাতেই বিজেপি চেষ্টা চালাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

আরও পড়ুনঃ জওয়ানদের হত্যার ভয়ঙ্কর ষড়যন্ত্র পাক আইএসআইয়ের

বিশেষজ্ঞদের মতে, পাকিস্তান স্বাভাবিকভাবেই সন্ত্রাসবাদীদের আশ্রয় দেবার দায় এড়াতে মৃতের সংখ্যা প্রকাশ করবে না। তাতে পাকিস্তানের মুখ পুড়বে। যদিও বায়ুসেনার তরফে আগেই জানানো হয়েছিলো যে, সঠিক সময়ে সরকার সমস্ত প্রমান প্রকাশ্যে আনবে। তাদের কাছে সমস্ত প্রামাণ্য রেকর্ড রয়েছে।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ইমরানের সুরেই পাকিস্তানের পক্ষে মুখ খুললেন কাশ্মীরের এই নেত্রী https://thenewsbangla.com/mehbooba-mufti-shocked-india-wants-to-give-pakistan-imran-khan-another-chance/ Wed, 20 Feb 2019 11:05:47 +0000 https://www.thenewsbangla.com/?p=7044 “পাকিস্তানকে আরও একটা সুযোগ দেওয়া উচিত। ইমরান খানকে আরও একটা সুযোগ দেওয়া উচিত। ভারতের উচিত সব জঙ্গি প্রমান পাকিস্তানের হাতে তুলে দেওয়া”। বুধবার দুপুরে এমন মন্তব্যই করলেন মেহেবুবা মুফতি সইদ। সারা দেশ যখন বদলা নেবার পক্ষে তখন পাক সহানুভূতির জেরে নিজের রূপ চেনালেন মেহেবুবা, বলছে বিজেপি।

জম্মু ও কাশ্মীরের একসময়ের ক্ষমতাসীন দল পিপলস ডেমোক্রেটিক পার্টির(পিডিপি) প্রতিষ্ঠাতা মুফতি মেহম্মদ সঈদ এর মৃত্যুর পর জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মেহেবুবা মুফতি সঈদ। ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হন মেহবুবা মুফতি। তিনি বরাবর পাকিস্তানের ভক্ত বলেই বিরোধীদের অভিযোগ। গোটা ভারত যখন প্রতিশোধের রাস্তায় হাঁটতে চায়, তখন মেহেবুবার মন্তব্য সেই অভিযোগকেই প্রমাণ করল বলেই মনে করছে রাজনৈতিক মহল। ইমরানের হুমকির পরেই মেহেবুবা মুফতি সইদ এর মন্তব্যে ক্ষুব্ধ প্রাক্তন ভারতীয় সেনা আধিকারিকরাও।

পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সুরে সুর মিলিয়েই আবার ভারত-পাক আলোচনার জন্য সওয়াল করলেন মেহেবুবা। তিনি পরিস্কার বলেন, “পাকিস্তানকে আরও একটা সুযোগ দেওয়া উচিত। ইমরান খানকে আরও একটা সুযোগ দেওয়া উচিত। ভারতের উচিত সব জঙ্গি প্রমান পাকিস্তানের হাতে তুলে দেওয়া”। আর এর পরেই দেশ জুড়ে মেহেবুবার বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পরেছেন আমজনতাও।

পাকিস্তানের মদতপুষ্ট জইশ-ই-মহাম্মদের হামলার পরই পাকিস্তানকে একঘরে করেছে ভারত। পাকিস্তানকে দেওয়া মোস্ট ফেভারড নেশনস এর তকমা বাতিল করা হয়েছে। এমনকি নিজেদের হাইকমিশনারকে ‘প্রত্যাহারও’ করে নিয়েছে নয়াদিল্লি ও ইসলামাবাদ।

“ভারত যদি আক্রমণ করে তাহলে তার উত্তরে পাল্টা জবাবও দেবে পাকিস্তান”, বলে এক ভিডিও বার্তায় ভারতকে মঙ্গলবারই হুঁশিয়ারি দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলাওয়ামায় পাক জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহম্মদের হামলায় আধাসামরিক বাহিনী সিআরপিএফ-র ৪৯ জন জওয়ান শহিদ হন। ওই হামলার পর থেকেই বদলার দাবিতে সরব গোটা ভারত। উত্তেজনা বজায় আছে কাশ্মীরেও। আর এইসময়েই ভারতকে হুঁশিয়ারি দিয়ে ইমরান খান এমন মন্তব্য করেন।

এখানেই শেষ নয়। হিন্দু ধর্ম টেনে ভয়ঙ্কর হুমকিও দেওয়া হয়। ভারতের সব মন্দির উড়িয়ে দেবার হুমকি দেন পাকিস্তানের এক মন্ত্রী শেখ রশিদ আহমেদ। রশিদের শাসানি, “ভারতের কোন মন্দিরে আর ঘণ্টা বাজবে না”। তারপরেও মেহেবুবার বক্তব্য সমালোচনার ঝড় তুলে দিয়েছে গোটা দেশে। তাঁকে নিরক্ষর বলতেও ছাড়েননি বিজেপি নেতা থেকে শুরু করে আমজনতা ও প্রাক্তন সেনা কর্তারাও।

পাকিস্তানের জঙ্গিগোষ্ঠীই যে পুলওয়ামায় হামলা চালিয়েছে, সে বিষয়ে কোনো সন্দেহের অবকাশ রাখেনি মাসুদ আজহারের জইশ-ই-মহম্মদ। পাকিস্তানে বসেই যে ৪০ জওয়ানের প্রাণ কেড়ে নেওয়ার ছক কষা হয়েছিল, সেটাও স্পষ্ট আজহারের টেপ বার্তায়। এর পরেও প্রমাণ চেয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। উরি, পাঠানকোটের পরও প্রমান ও আলোচনা চেয়েছিল পাকিস্তান।

পুলওয়ামার পরেও, হামলায় পাকিস্তানের মদতের প্রমাণ চেয়েছেন ইমরান খান। দায় স্বীকার দূরে থাক, ভারতের উদ্দ্যেশ্যে তিনি হুঁশিয়ারিও দিয়েছেন। বলেছেন, “ভারত আক্রমণ করলে যোগ্য জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে পাকিস্তান”।
এরপরেও তাঁকে ও পাকিস্তানকে আরও একবার সুযোগ দেওয়ার কথা জানিয়েছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।

মঙ্গলবারই এক টুইট-বার্তায় মেহবুবা লিখেছেন, “পাঠানকোট কাণ্ডের যথাযথ প্রমাণ তাদের কাছে পাঠানো হয়েছিল। কিন্তু অপরাধীকে দোষী সাব্যস্ত করার কোন ব্যবস্থাই নেওয়া হয়নি। কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আর একটা সুযোগ দেওয়া উচিত। কারণ তিনি সবে নির্বাচিত হয়ে এসেছেন”। এরপরে বুধবার ফের এই ইস্যুতে মুখ খোলেন তিনি। আর তারপরেই দেশ জুড়ে উঠেছে কড়া সমালোচনার ঝড়।

]]>
লোকসভার সঙ্গেই জম্মু কাশ্মীরে ভোট করতে প্রস্তুত মোদী সরকার https://thenewsbangla.com/rajnath-singh-says-centre-ready-for-elections-in-jk-along-with-lok-sabha-if-ec-wants/ Fri, 04 Jan 2019 04:10:45 +0000 https://www.thenewsbangla.com/?p=5212 The News বাংলা: বিরোধীদের সব অভিযোগ উড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার। লোকসভা নির্বাচনের সঙ্গেই জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের আয়োজন করতে আপত্তি নেই কেন্দ্রের। বৃহস্পতিবার সংসদে একথা ঘোষণা করে বিরোধীদের চুপ করিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তবে তিনি জানান, ভোটের ব্যপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

গত ২২শে নভেম্বর বিরোধীদের সরকার গঠনের উদ্যোগের মাঝেই জম্মু কাশ্মীরে বিধানসভা ভেঙে দেবার সিদ্ধান্ত নেন রাজ্যপাল সত্যপাল মালিক। জারি হয় রাষ্ট্রপতি শাসন। এরপরেই কংগ্রেস, পিডিপি সহ সব বিরোধীরাই বিজেপির বিরুদ্ধে তোপ দাগে। রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবার পর ৬ মাসের মধ্যে জম্মু কাশ্মীরে নির্বাচন করতেই হবে। কেন্দ্র ভোট চাইছে না বলেই অভিযোগ ওঠে। সব অভিযোগ সংসদেই উড়িয়ে দিলেন রাজনাথ সিং।

শুধু তাই নয়, ভোটের জন্য জম্মু ও কাশ্মীরে নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ধ্বনিভোটের মাধ্যমে তাঁকে সমর্থন জানায় রাজ্যসভা। তবে ভোটের ব্যপারে শেষ কথা বলবে নির্বাচন কমিশন, জানিয়ে দেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুনঃ
EXCLUSIVE: নতুন বছরে সুখবর, রাজ্য সরকারি কর্মীরা পাচ্ছেন বকেয়া ডিএ
বাংলায় আবার নক্ষত্র পতন, চলে গেলেন বিখ্যাত সাহিত্যিক
‘রাম’কে ছেড়ে আসা লক্ষণকে ‘হাতে’ নিয়ে বাংলায় তুলকালাম
কংগ্রেস ছেড়ে মমতার ‘মহানায়িকা’ এবার মোদীর বক্স অফিসে

কাশ্মীরের বিচ্ছিন্নতাকামী নেতাদের সঙ্গে কেন্দ্রীয় সরকার আলোচনায় অনাগ্রহী, এই অভিযোগও রাজ্যসভায় উড়িয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্মরণ করিয়ে দেন যে, ২০১৬ সালে যখন সর্বদলীয় প্রতিনিধি দল দেখা করতে যায়, তারাই বৈঠকে বসতে অস্বীকার করে। রাজনাথের অভিযোগ, এই সমস্ত কারণেই কাশ্মীর সমস্যার সমাধানে বাধা তৈরি হচ্ছে। এদিন রাজনাথ বলেন, জম্মু ও কাশ্মীর উপত্যকায় শান্তি ফেরাতে নিঃশর্ত আলোচনায় বসতে আগ্রহী কেন্দ্র।

বিজেপি আর পিডিপি একসঙ্গে উপত্যকায় সরকার চালাত। এরই মাঝে জুন মাসে পিডিপি থেকে সমর্থন প্রত্যাহার করে নেয় বিজেপি। তারপর থেকেই কাশ্মীরে রাজ্যপাল শাসন জারি ছিল।

লোকসভার সঙ্গেই জম্মু কাশ্মীরে ভোট করতে প্রস্তুত মোদী সরকার/The News বাংলা
লোকসভার সঙ্গেই জম্মু কাশ্মীরে ভোট করতে প্রস্তুত মোদী সরকার/The News বাংলা

গত বছরের মাঝ নভেম্বরেই প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিএফ নেত্রী মেহেবুবা মুফতি এবং ন্যশনাল কনফারেন্সের নেতা আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার দল একযোগে সরকার গঠনের প্রস্তুতি নেয়। টুইট করে মুফতি দাবি করেন রাজ্যপালের সঙ্গে ফোন বা ফ্যক্সের মাধ্যমে যোগাযোগ করতে পারছেন না। তাঁর সঙ্গে ৫৬ জন বিধায়কের সমর্থন আছে বলেও দাবি করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

এরপরে লন্ডনে থাকা সাজিদ লোন রাজ্যপালের সঙ্গে যোগাযোগ করতে না পেরে হোয়াটস অ্যাপে সমর্থনপত্র পাঠিয়েছেন বলে জানান। তাঁর দলের দুই বিধায়কের সম্মতিও আছে সেখানে। এছাড়া তাঁর দাবি ছিল, বিজেপির ২৫ জন এবং অন্য ১৮ জন বিধায়কের সমর্থনও আছে তাঁর সঙ্গে।

লোকসভার সঙ্গেই জম্মু কাশ্মীরে ভোট করতে প্রস্তুত মোদী সরকার/The News বাংলা
লোকসভার সঙ্গেই জম্মু কাশ্মীরে ভোট করতে প্রস্তুত মোদী সরকার/The News বাংলা

কিন্তু তার পরে হঠাৎই বিধানসভা ভেঙে দেন রাজ্যপাল। জারি হয় রাষ্ট্রপতি শাসন। ফ্যাক্স মারফৎ বিধানসভা ভঙ্গের সিদ্ধান্ত জানান রাজ্যপাল সত্যপাল মালিক। রাজ্যপাল বলেন, “দুটি বিপরীত চিন্তা ভাবনায় আস্থা রাখা দল একসঙ্গে স্থায়ী সরকার দিতে পারেবে না। তাই, বিধানসভা ভাঙা হয়েছে”।

আগামী ছমাসের মধ্যে ভোট করতে হবে উপত্যকায়। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং “লোকসভার সঙ্গেই ভোট হতে পারে কাশ্মীরে”, বলে দেওয়ায় বল এখন নির্বাচন কমিশনের কোর্টে। এই মুহূর্তে ভূস্বর্গে ভোটে নিরাপত্তার ব্যপারটাই চিন্তা ভাবনা করছে নির্বাচন কমিশন। তবে রাজনাথের ঘোষণার পর কাশ্মীরে ভোট নিয়ে এবার বিরোধীদের মুখ বন্ধ হল বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আরও পড়ুনঃ
ভোরবেলায় শবরীমালা মন্দিরে ঢুকে ইতিহাস সৃষ্টি ‘মা দুর্গার’
নারী ঢোকায় ‘অপিবত্র’ শবরীমালা, ‘শুদ্ধ’ করার জন্য বন্ধ মন্দির
দেশপ্রেম বাড়াতে স্কুলের রোল কলে এবার ‘জয় হিন্দ’ ও ‘জয় ভারত’
শেখ হাসিনাকে প্রথম অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়
অবিশ্বাস্য জয়, ২৯৯ আসনের মধ্যে ২৮৮ আসনে জিতে ফের ক্ষমতায় শেখ হাসিনা
চিন সীমান্তে ভগবান হয়ে পর্যটকদের উদ্ধার ভারতীয় সেনার
শীতের বাংলায় বৃষ্টি আনতে আন্দামান থেকে আসছে ঘূর্ণিঝড় ‘পাবুক’

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ফের ভূস্বর্গে চরম রাজনৈতিক ডামাডোল https://thenewsbangla.com/jammu-and-kashmir-face-the-worst-political-situation-now/ Wed, 21 Nov 2018 18:08:58 +0000 https://www.thenewsbangla.com/?p=2846 The News বাংলা, কাশ্মীর: জম্মু-কাশ্মীরে রাজনৈতিক ডামাডোল চরমে। রাজ্যে সরকার গঠনের জন্য দাবি জানালেন পিপলস কনফারেন্স নেতা সাজিদ লোন এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতি। এর মধ্যেই বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল সত্যপাল মালিক।

জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক নাটকে নয়া মোড়। ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেসের সমর্থন নিয়ে মেহবুবা মুফতি সরকার গঠনের দাবি জানিয়ে চিঠি দেওয়ার কিছুক্ষণ পরেই পিডিপি-তে বিদ্রোহের কথা শোনা যায়। মেহবুবার দলের বিদ্রোহী নেতা ইমরান আনসারি দাবি করেন, তাঁর সঙ্গে ১৬ জন বিধায়ক আছেন।

আরও পড়ুন: ধর্মান্তরকরণের উদ্দেশ্যে এসে আদিবাসীদের হাতে নিহত মার্কিন খ্রীষ্টান মিশনারী

অন্যদিকে, পিপলস কনফারেন্স নেতা সাজ্জাদ গনি লোন আবার জানান, বিজেপি-র সমর্থনে সরকার গঠনের দাবি জানিয়ে তিনি রাজ্যপালকে চিঠি দিয়েছেন। এই পরিস্থিতিতে রাজ্যপালের শাসনের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই বিধানসভা ভেঙে দেওয়া হল।

Image Source: Google

আগামী ১৯ ডিসেম্বর জম্মু-কাশ্মীরে কেন্দ্রীয় শাসনের মেয়াদ শেষ হচ্ছে। তার আগে রাজ্যে সরকার গঠন নিয়ে বুধবার দিনভর রাজনৈতিক মহলে আলোচনা চলে। অতীতের তিক্ততা ভুলে এ নিয়ে পাশাপাশি আসার ইঙ্গিত দেয় ন্যাশনাল কনফারেন্স এবং পিডিপি।

শোনা যায়, কংগ্রেসও এই জোটের বিষয়ে আগ্রহী। বিষয়টি জানতে পেরে সক্রিয় হয় বিজেপি শিবিরও। মত পার্থক্যগত বিরোধিতা থাকলেও পিপলস কনফারেন্স নেতা সাজিদ লোনকে সামনে রেখে ঘুঁটি সাজাতে শুরু করে তারা।

আরও পড়ুন: অমৃতসরে প্রার্থনাসভায় গ্রেনেড হামলায় পাকিস্তানের হাত

এর মধ্যেই সন্ধ্যায় রাজ্যে সরকার গঠনের দাবি জানিয়ে রাজ্যপালকে চিঠি পাঠান পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা তাঁর পক্ষে আছে বলে চিঠিতে দাবি করেন তিনি।

পরে ট্যুইট করে পিডিপি নেত্রী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জানান, ফ্যাক্সের মাধ্যমে তিনি চিঠি পাঠানোর চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। এমনকী রাজ্যপালকে ফোন করলেও তাঁর সঙ্গে কথা বলা যায়নি।

আরও পড়ুন: ঘাসফুল ছেঁটে মমতার ‘কাননে’ কি এবার পদ্ম

এদিকে, এর কিছুক্ষণের মধ্যে রাজ্যপালের আপ্ত সহায়ককে হোয়াটসঅ্যাপে সরকার গঠনের দাবিপত্র পেশ করেন সাজিদ। ৮৭ আসনের জম্মু-কাশ্মীর বিধানসভায় সরকার গঠনের জন্য ন্যুনতম ৪৪ জন বিধায়কের সমর্থন প্রয়োজন ছিল। বিজেপির ২৬ এবং অন্যান্য ১৮ বিধায়কের সমর্থন তাঁর পক্ষে আছে বলে দাবি করেন সাজিদ।

Image Source: Google

ডামাডোলের মধ্যেই রাজভবন থেকে বিধানসভা ভেঙে দেওয়ার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়। এর বিরুদ্ধে বিরোধীরা আদালতে যাওয়ার চিন্তাভাবনা করছে বলে সূত্রের খবর।

এর আগে আজ ন্যাশনাল কনফারেন্সের সহ-সভাপতি ওমর আবদুল্লার সঙ্গে বৈঠকের পর জোট সরকার গঠনের জন্য হাত মেলানোর কথা জানান পিডিপি নেতা আলতাফ বুখারি। এরপর সন্ধেবেলা রাজ্যপালকে চিঠি দিয়ে মেহবুবা দাবি করেন, তাঁর সঙ্গে ৫৬ জন বিধায়কের সমর্থন রয়েছে। তাই তাঁকে সরকার গড়তে দেওয়া হোক।

আরও পড়ুন: ভারতবাসীকে নেতাজীর মৃত্যুদিন জানাল বাংলার পুরসভা

সাজ্জাদ পাল্টা দাবি করেন, তাঁর সঙ্গে ৪৪ জন বিধায়কের সমর্থন আছে। তাই তাঁকে সরকার গড়ার জন্য ডাকা উচিত রাজ্যপালের। তবে কোনও দলকেই সরকার গড়ার সুযোগ না দিয়ে বিধানসভা ভেঙেই দিলেন রাজ্যপাল সত্যপাল মালিক। ফলে,চরম ডামাডোলে জম্মু কাশ্মীরের রাজনৈতিক পরিস্থিতি।

]]>