Mayawati – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 04 Jun 2019 04:45:56 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Mayawati – The News বাংলা https://thenewsbangla.com 32 32 বিধানসভা ভোটের আগেই ভাইপোর হাত ছাড়লেন পিসি https://thenewsbangla.com/mayawati-akhilesh-sp-bsp-alliance-end-mayawati-fights-alone-assembly/ Tue, 04 Jun 2019 04:45:56 +0000 https://www.thenewsbangla.com/?p=13517 বিধানসভা উপনির্বাচনের আগেই; ভাইপোর হাত ছাড়লেন পিসি। লোকসভা ভোট মিটতে না মিটতেই; উত্তরপ্রদেশে প্রশ্নের মুখে বিরোধী মহাজোটের ভবিষ্যৎ। রাজ্যের ১১ বিধানসভা উপনির্বাচনে একাই লড়তে চলেছে; মায়াবতীর বহুজন সমাজ পার্টি (বিএসপি)। সোমবার দলীয় বৈঠকে এমনই ইঙ্গিত দিয়েছেন; বিএসপি নেত্রী মায়াবতী। মহাজোটের ওপরে তাঁর আর আস্থা নেই বলেও জানিয়েছেন।

লোকসভা ভোটে অনেক আশা জাগিয়েও; উত্তরপ্রদেশে বিজেপিকে কোনও চ্যালেঞ্জই ছুঁড়তে পারেনি মায়াবতী-অখিলেশ জোট। বিজেপিকে রুখতে অজিত সিংহের রাষ্ট্রীয় লোকদলকে (আরএলডি)কে নিয়ে; ‘মহাগঠবন্ধন’ হয়েছিল বহুজন সমাজ পার্টি (বসপা) ও সমাজবাদী পার্টির (সপা)।

কিন্তু নির্বাচনের ফলাফল বেরনোর পর দেখা গেল; মুখ থুবড়ে পড়েছে তিনদলের জোট। রাজ্যের ৮০টি লোকসভা আসনের ৬২টি পেয়েছে বিজেপি; ২০১৪-র প্রাপ্ত আসন থেকে মাত্র ৯টি কম। তাদের জোটসঙ্গী আপনা দল জিতেছে ২টি আসনে; মহাগঠবন্ধন পেয়েছে মাত্র ১৫টি আসন।

মহাগঠবন্ধন গঠন করে বিজেপিকে রুখতে গিয়ে; ভোটে বেশি লোকসান হয়েছে ২০১৭ অবধি; উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী থাকা অখিলেশের। তাঁর স্ত্রী ডিম্পল যাদব; দুই আত্মীয় অক্ষয় ও ধর্মেন্দ্র যাদবও নিজেদের আসন খুইয়েছেন। ২০১৪-য় শূন্য থেকে এবার ১০-এ পৌঁছেছে মায়াবতীর দল; কিন্তু সপা যে ৫-এ ছিল, সেখানেই রয়েছে এবারও।

এই প্রেক্ষাপটে এককালের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী থেকে মিত্র হয়ে ওঠা; মায়াবতী, অখিলেশের জোট কি এবার ভেঙে যেতে বসেছে? তেমনই ইঙ্গিত মিলল মায়াবতীর কথায়। লোকসভা ভোটে জোটের বিপর্যয়ের ফলে; এই জোটে আস্থা হারিয়েছেন মায়াবতী।

বৈঠকে বিএসপি নেত্রীকে বলেন; “এই জোট কোনও কাজের নয়। একটাও যাদব ভোট আমাদের দিকে আসেনি; কিন্তু আমাদের ভোট ওদের (সমাজবাদী পার্টি) পক্ষে গিয়েছে। যেখানে মুসলিমরা সপাকে দু-হাত ভরে ভোট দিয়েছে; একমাত্র সেখানেই ওরা জিতেছে। এমনকী অখিলেশ যাদবের পরিবারের সদস্যরাই; যাদব ভোট পাননি”। যে কারণে ১১ বিধানসভা আসনের উপনির্বাচনে; একাই লড়ার পথে বিএসপি।

গত জানুয়ারিতে মহাগঠবন্ধন তৈরির সময়; ২০২২-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন মাথায় রেখে; জোট বহাল থাকবে বলে জানিয়েছিলেন সপা প্রধান অখিলেশ। রাজনৈতিক মহলের ব্যাখ্যা ছিল, মায়াবতীর প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ, পরিস্থিতি তৈরি হলে; তাঁকে সমর্থন করবেন অখিলেশ। পাল্টা বসপা নেত্রী রাজ্য বিধানসভা ভোটে ও মুখ্যমন্ত্রী হওয়ার ক্ষেত্রে অখিলেশের পাশে থাকবেন। যদিও সেই প্রত্যাশা বিন্দুমাত্র বাস্তবায়িত হওয়ার দিকে এগোয়নি।

]]>
মোদী অমিত শাহের কাছে মুখ থুবড়ে পড়ল পিসি ভাইপো https://thenewsbangla.com/narendra-modi-amit-shah-defeated-akhilesh-mayawati-alliance-in-up/ Thu, 23 May 2019 17:22:47 +0000 https://www.thenewsbangla.com/?p=13214 ভারতের সবচেয়ে বেশি লোকসভা আসন উত্তরপ্রদেশে। গতবারে উত্তরপ্রদেশের ৮০ টি আসনের মধ্যে; একাই ৭১ টি আসন পেয়েছিল বিজেপি। এবার মনে করা হচ্ছিল, পিসি ভাইপোর জোট; অর্থাৎ মায়াবতী ও অখিলেশের জোট; এবার বেশির ভাগ আসনেই জিতবে।

আরও পড়ুনঃ মমতাকে নিজের ক্ষমতা ও যোগ্যতা দেখালেন অর্জুন

কিন্তু উত্তরপ্রদেশে এখনও পর্যন্ত যে ফল জানা গিয়েছে; তাতে ৮০টির মধ্যে ৫৯টি আসনে জিতেছে বিজেপি। মায়াবতীর বহুজন সমাজ পার্টি; জিতেছে ১২টি আসনে এবং অখিলেশের সমাজবাদী পার্টি; জিতেছে ৬টি আসনে। কংগ্রেস মাত্র একটি আসনে জিতেছে। রায়বরেলিতে জিতেছেন; ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গাঁধী

আরও পড়ুনঃ কোন ১০ টি কারণে বাংলার মানুষ মুখ ফেরাল মমতার দিক থেকে

সপ্তদশ লোকসভা নির্বাচনে; নির্ণায়ক কেন্দ্র হয়ে উঠবে উত্তরপ্রদেশ। এমনটাই মনে করা হচ্ছিল। সেখানে মোট ৮০ টি আসন রয়েছে। এ দিন ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই; স্বাভাবিক ভাবেই গোটা দেশের নজর ছিল; তাই উত্তরপ্রদেশের দিকেই।

আরও পড়ুনঃ মুনমুনের খোঁড়া কবরে পড়লেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়

কিন্তু শেষ পর্যন্ত ৫৯ টি আসন জিতে; রাজনৈতিক মহল ও সব পূর্বাভাষকে উড়িয়ে দিয়ে; গতবারের মত না হলেও; ৫৯ টি আসন পেল বিজেপি। মাত্র ৬ টি আসন অখিলেশের সমাজবাদী পার্টির। ১২ টি পেয়েছে প্রধানমন্ত্রী পদের অন্যতম দাবিদার থাকা; মায়াবতীর বহুজন সমাজ পার্টি।

আরও পড়ুনঃ বাংলায় তৃণমূলের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে বিজেপি

আমেঠিতে হেরেই গেলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। প্রিয়াঙ্কাকে নামিয়েও শেষ রক্ষা হল না কংগ্রেসের। পিসি-ভাইপোর জোটকে; ল্যাজেগোবরে করে জিতলেন নরেন্দ্র মোদী অমিত শাহ জুটি। বুঝিয়ে দিলেন মায়াবতী অখিলেশ এখনও ভোট যুদ্ধে; তাঁদের কাছে শিশু।

আরও পড়ুনঃ বাংলায় ১৮ টি আসনে জিতল বিজেপি, একনজরে চোখ বুলিয়ে নিন ফলে

মোদী ঝড়ে উড়ে গেল মায়াবতী ও অখিলেশের জোট। গেরুয়া ঝড়ে উড়ে গেল; সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি জোট। মোদী অমিত শাহের কাছে মুখ থুবড়ে পড়লেন পিসি ভাইপো। অন্যদিকে একাই ৩০০ আসন ও এন ডি এ জোট ৩৫০ আসন নিয়ে; ফের ৫ বছরের জন্য ভারতের শাসন ব্যবস্থায় মোদী অমিত শাহ জুটি

]]>
বারাণসীতে মোদীর ঐতিহাসিক হার দেখছেন মায়াবতী https://thenewsbangla.com/bsp-leader-mayawati-sees-historic-defeat-of-narendra-modi-in-varanasi/ Sat, 18 May 2019 10:09:00 +0000 https://www.thenewsbangla.com/?p=13054 বারাণসীতে মোদীর ঐতিহাসিক হার দেখছেন মায়াবতী। বিজেপি যেখানে নরেন্দ্র মোদীর মার্জিন বাড়ান নিয়ে ভাবছে; সেখানে মায়াবতী মোদীর হার দেখতে পাচ্ছেন। আর এই ভবিষ্যতবাণী নিয়েই শনিবার সরগরম দেশের রাজনীতি।

রবিবার সপ্তদশ লোকসভা নির্বাচনের; শেষ দফার ভোট অনুষ্ঠিত হবে পূর্ব উত্তরপ্রদেশে। যা বিজেপির শক্তিশালী গড় হিসেবেই পরিচিত। এই পূর্ব উত্তরপ্রদেশের কেন্দ্র বারাণসীতে; স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর এই আসনেই মোদীর ঐতিহাসিক পরাজয় হবে বলে; ভবিষ্যতবাণী করলেন বিএসপি সুপ্রিমো মায়াবতী।

আরও পড়ুনঃ হিন্দু সন্ত্রাসবাদী বিতর্কে পিছু হটলেন না কমল হাসান, বললেন সব ধর্মেই উগ্রপন্থী রয়েছে

ট্যুইটারে মোদীর গুজরাটের উন্নয়ন মডেলকে কটাক্ষ করে মায়াবতী লেখেন; গুজরাট মডেল কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য নিরসন ও পশ্চাতপদতা দূর করতে কোনও উল্লেখযোগ্য দিশা দেখাতে পারেনি। এই মডেল উত্তরপ্রদেশের কোনও কাজে লাগবে না বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ দিলীপ ঘোষের সহজ পাঠে মমতার পরকীয়া প্রেম, মানুষের হাসির খোরাক

তিনি কটাক্ষ করে বলেন; বিগত বছরগুলোয় মোদী যোগীর জুটি উত্তরপ্রদেশ জুড়ে শুধুমাত্র হিংসা, বিদ্বেষ ও সাম্প্রদায়িক রাজনীতি উপহার দিয়েছে। যে কারণেই এবার বারাসীতে মোদীর ঐতিহাসিক পরাজয় হবে; বলেই জানিয়েছেন মায়াবতী।

আরও পড়ুনঃ বিজেপি একাই পাবে ৩০০ আসন, প্রথমবার সাংবাদিক সম্মেলনে নরেন্দ্র মোদী

১৯৭৭ সালে রায়বেরিলিতে যা হয়েছিল; এবার বারাণসীর মানুষও তাই দেখতে চায় বলে জানান মায়াবতী। উল্লেখ্য, রায়বেরিলি কংগ্রেসের গড় বলে সুপরিচিত। কিন্তু ১৯৭৭ সালের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী; এই আসনে লড়ে নিজেই হেরে যান।

আরও পড়ুনঃ নাথুরাম গডসেকে দেশভক্ত বলায় সাধ্বী প্রজ্ঞাকে তীব্র ভৎসর্না মোদীর

আগামীকাল রবিবার সারা দেশে সপ্তম দফায়; মোট ৫৯ টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। পূর্ব উত্তরপ্রদেশের বারাণসী কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লড়ছেন; কংগ্রেসের অজয় রাই এবং মহাজোট প্রার্থী শালিনী যাদবের বিরুদ্ধে।

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী হিসেবে মোদীর থেকে বেশি যোগ্য অমিতাভ, মন্তব্য প্রিয়াঙ্কার

মোদীর জয়ের ব্যবধান গতবারের চেয়েও বাড়বে; বলেই দাবি করেছেন বিজেপি নেতারা। আর এখানেই মোদীর শোচনীয় পরাজয় দেখছেন মায়াবতী। যদিও এটাকে মায়াবতীর দিবাস্বপ্ন বলে; উড়িয়ে দিয়েছে বিজেপি। আগামী ২৩ তারিখ দেখা যাবে; মায়াবতীর ভবিষ্যতবাণী সঠিক হয় কিনা।

]]>
মোদীর জন্য সংসার ভাঙার ভয় পাচ্ছেন বিজেপি নেতার স্ত্রীরা, দাবি মায়াবতীর https://thenewsbangla.com/modi-mayawati-bjp-bsp-leader-women-fear-husband-leave-meeting-pm/ Mon, 13 May 2019 10:11:45 +0000 https://www.thenewsbangla.com/?p=12868 লোকসভা নির্বাচন চলাকালীন রাজনৈতিক নেতা নেত্রীদের একে অপরকে করা ব্যক্তিগত আক্রমণের পারদ ক্রমে চড়েই যাচ্ছে; সেই ধারাবাহিকতা বজায় রাখলেন বহুজন সমাজবাদী পার্টির সুপ্রিম মায়াবতী; আলওয়ার গ্যাংরেপের মামলা প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করেন তিনি।

মোদীকে আক্রমণ করতে গিয়ে নিম্নরুচির বক্তব্য রাখেন মায়াবতী; একটি সাংবাদিক সম্মেলনে অংশ নিয়ে মায়াবতী প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগে বলেন; মোদীজী সব জনসভায় জনগনকে ভাই ও বোন বলে সম্বোধন করেন; কিন্তু তিনি নিজের বউকেই দেখেন না।

আরও পড়ুনঃ গডসে স্বাধীন ভারতের প্রথম হিন্দু সন্ত্রাসবাদী, বললেন কমল হাসান

এরপরেই নিম্নরুচির প্রকাশ ঘটান মায়াবতী। তিনি বলেন; তিনি অনেকের কাছেই শুনেছেন যে; বিজেপি নেতার স্ত্রীরা ভয় পাচ্ছেন কারণ যে কোনও মুহূর্তে মোদীর প্রভাবে দলের অন্যান্য নেতারাও তাঁদের স্ত্রীকে ছেড়ে যেতে পারেন; দেশের মহিলাদের তাই মোদীকে ভোট না দিতে অনুরোধ করেন মায়াবতী।

দলিতদের জন্য নরেন্দ্র মোদী কিছুই করেননি; যেটুকু ভালবাসা দেখিয়েছেন দলিতদের প্রতি তাঁর সবটাই লোকদেখানো বলে মন্তব্য করেন মায়াবতী; তিনি আরও বলেন মোদী যতই চেষ্টা করুক দলিতদের মন পেতে দলিতরা রোহিথ ভেমুলা ও উনা ঘটনাগুলো ভুলে যায়নি।

আরও পড়ুনঃ দাবিদাওয়া না মেটায় সোনাগাছির ভোট এবার যাবে নোটা বোতামে

এদিন নরেন্দ্র মোদীর জাত নিয়েও কটাক্ষ করেন মায়াবতী; অবশ্য এর আগেও প্রধানমন্ত্রীর জাত নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন মায়াবতী; দলিতদের ধোঁকা দিতেই অনৈতিক উপায়ে প্রধানমন্ত্রী নিম্নবর্গের মানুষ সেজেছেন প্রধানমন্ত্রী; এমনই বিষ্ফোরক মন্তব্য করেছিলেন মায়াবতী।

মায়াবতী বলেছিলেন; নরেন্দ্র মোদী আসলে উচ্চবর্গের মধ্যে পড়েন; অখিলেশ এবং মূলায়ম সিংয়ের মতই মোদীও উচ্চবর্গের ঘরে জন্ম নিয়েছেন; কিন্তু রাজনৈতিক স্বার্থে দলিতদের ব্যবহার করতেই তিনি নিজেকে নিম্নবর্গের বলে পরিচয় দেন বলে জানিয়েছিলেন মায়াবতী।

আরও পড়ুনঃ এক কোটি টাকা সহ আসানসোলে গ্রেফতার দিলীপ ঘোষের আপ্ত সহায়ক

যদিও মায়াবতীর এই দাবি মিথ্যা প্রমানিত হয়। নরেন্দ্র মোদী মোধ ঘাঞ্চি জাতের মধ্যে পড়েন; যাদের মন্ডল কমিশনের রিপোর্ট অনুযায়ী ১৯৯৪ সালে ওবিসির আওতাভুক্ত করা হয়। এদিন প্রধানমন্ত্রীর বিভিন্ন ব্যর্থতা তুলে ধরে তাঁর পদত্যাগ দাবি করেন মায়াবতী।

]]>
রাজনৈতিক স্বার্থে ওবিসির সংরক্ষন নিয়েছেন মোদী, মন্তব্য মায়াবতীর https://thenewsbangla.com/narendra-modi-included-his-caste-in-obc-category-for-politics-says-mayawati/ Sun, 28 Apr 2019 09:07:03 +0000 https://www.thenewsbangla.com/?p=11822 রাজনৈতিক স্বার্থে ওবিসির সংরক্ষন নিয়েছেন মোদী, মন্তব্য বহুজন সমাজবাদী পার্টির নেত্রী মায়াবতীর। আর এই মন্তব্যের জেরেই এবার জোর বিতর্ক শুরু বিজেপি ও বিএসপি-র মধ্যে। জাতপাত নিয়ে মন্তব্য করে ভোটের মধ্যেই বিতর্কে বিএসপি বা বহুজন সমাজবাদী পার্টির নেত্রী মায়াবতী। ভোটের মধ্যেই এবার জোর তরজা শুরু বিজেপি ও বিএসপি-র মধ্যে।

কনৌজের একটি নির্বাচনী জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জাতপাতের তোপ দাগলেন মায়াবতী। রাজনৈতিক স্বার্থে দলিত প্রেম দেখাতেই ওবিসির আওতাভুক্ত হয়েছেন বলে কটাক্ষ করেন বিএসপি সুপ্রিমো মায়াবতী। বিরোধীরা নরেন্দ্র মোদীকে হেয় করে, উত্তরপ্রদেশের বারানসীতে নরেন্দ্র মোদীর এই মন্তব্যের পরেই মায়াবতী মোদীকে কটাক্ষ করে মোদীর সংরক্ষণ নিয়ে প্রশ্ন তুললেন।

মায়াবতীর দাবি, মোদী আসলে উচ্চবর্ণের অন্তর্ভুক্ত। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি অনৈতিক পদ্ধতিতে ওবিসি ক্যাটাগরির অন্তর্ভুক্ত হন। ভোটের প্রচারে যাতে নিজেকে নিম্নবর্গের দেখিয়ে ভোট আদায় করা যায়, সেজন্যেই ছলনার আশ্রয় নিয়েছেন মোদী, এমনই ধারণা মায়াবতীর। আর এই মন্তব্যের পরেই মায়াবতীকে একহাত নিয়েছে বিজেপি মুখপাত্ররা।

আরও পড়ুনঃ শঙ্কুর হাত ধরে পাঁচ হাজার টিএমসিপি যুব কর্মী সমর্থক বিজেপিতে

মায়াবতী আরও বলেন সপা নেতা মুলায়ম সিং যাদবের জন্ম নিম্নবর্গের ঘরে, কিন্তু তিনি সেই নিয়ে কোন সুবিধা নিতে চান না। কিন্তু মোদী নিম্নবর্গের না হয়েও তা সেজে মানুষকে বোকা বানাচ্ছেন। নরেন্দ্র মোদীর এভাবে মানুষকে বানিয়ে ভোটবাক্সে ফায়দা তুলতে পারবেন না বলেই জানান মায়াবতী।

বিএসপি বা বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী আরও জানান যে, উত্তরপ্রদেশে এবার সপা-বসপা জুটি কামাল করবে। এই রাজ্যই মোদীর ফের ক্ষমতায় আসা আটকাবে বলেই জানিয়ে দেন তিনি। গতবার উত্তরপ্রদেশের ৮০ টি আসনের মধ্যে একাই ৭৩টি আসনে জিতেছিল বিজেপি। তার জেরেই দেশে ক্ষমতায় আসে বিজেপি, দাবী মায়াবতীর।

আরও পড়ুনঃ ভারতীয় না আমেরিকান, যাদবপুরে গ্রেট খালির ভোট প্রচার নিয়ে এবার জোর বিতর্ক

এদিকে নরেন্দ্র মোদী পাল্টা জানিয়েছেন, ভোট যুদ্ধে লড়তে না পেরেই তারা মোদীর জাত পাত নিয়ে ঘাটাঘাটি করছেন। এদিকে নিম্নবর্গের মানুষের জন্য কাজ করতে পেরে মোদী নিজেকে গর্বিত মনে করেন। বিরোধীদের তিনি জাতপাতের রাজনীতি বন্ধ করতে পরামর্শ দেন।

দেশের ১৩০ কোটি ভারতীয়ই তাঁর পরিবারের অংশ বলে জানান মোদী। বাবাসাহেব আম্বেদকরের আদর্শ বিরোধীরা কেউই অনুসরণ করতে পারেনি বলেও নরেন্দ্র মোদী অভিযোগ তোলেন। আগামীকাল ২৩শে এপ্রিল চতুর্থ দফায় ভোট অনুষ্ঠিত হবে কনৌজ লোকসভা কেন্দ্রে। তার আগেই জাতপাতের বিতর্কে উত্তপ্ত কনৌজ সহ গোটা রাজ্য।

]]>
নির্বাচনবিধি লঙ্ঘনের দায়ে দেশের বিখ্যাত দুই নেতা ও দুই নেত্রীর ওপর নিষেধাজ্ঞা https://thenewsbangla.com/eci-banned-yogi-adityanath-mayawati-azam-khan-maneka-gandhi-from-campaigning/ Tue, 16 Apr 2019 06:34:42 +0000 https://www.thenewsbangla.com/?p=10895 নির্বাচনবিধি লঙ্ঘনের দায়ে দেশের বিখ্যাত দুই নেতা ও দুই নেত্রীর ওপর নিষেধাজ্ঞা। যোগী আদিত্যনাথ, আজম খান, মানেকা ও মায়াবতীর ওপর ভোট প্রচারে নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। কাউকে ২ দিন ও কাউকে ৩ দিন ভোট প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

কেজরীর অনুরোধে কংগ্রেসের তরফে আসন ছাড়ার প্রস্তাব আপকে

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও প্রাক্তণ মুখ্যমন্ত্রী মায়াবতী, আজম খান ও কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধী, চারজনের ওপরই নির্বাচনী প্রচার চালানোর ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ভারতের নির্বাচন কমিশন সোমবার নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে এই নিষেধাজ্ঞা দেয়।

আরও পড়ুনঃ উর্মিলার সভায় মোদীর হয়ে শ্লোগান দিয়ে কংগ্রেসের হাতে প্রহৃত বিজেপি সমর্থকরা

সাম্প্রদায়িক বক্তব্যের কারণে যোগী আদিত্যনাথের ওপর তিন দিনের নিষেধাজ্ঞা দেয় কমিশন। আর মায়াবতীর ওপর আরোপ করা হয়েছে দু দিনের নিষেধাজ্ঞা। আজম খান ও মানেকার বিরুদ্ধেও তিনদিনের নিষেধাজ্ঞা দেয় কমিশন।

আরও পড়ুনঃ কাশ্মীরে মেহবুবার গাড়ি লক্ষ্য করে পাথরবাজদের হামলা

যোগী আদিত্যনাথের বিরুদ্ধে দেওবন্দে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ রয়েছে। কমিশন এ নিষেধাজ্ঞা দিয়েছে ভারতের সংবিধানের ৩২৪ নম্বর অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে। এর আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষমতাসীন বিজেপি নেতাদের প্রতি নমনীয় আচরণ করার অভিযোগ তুলেছিল বিরোধী পক্ষগুলো।

আরও পড়ুনঃ মোদীর হেলিকপ্টারে কালো বাক্স রহস্য, নির্বাচন কমিশনে কংগ্রেস

এর আগে ২০১৪ সালের নির্বাচনে ঘৃণাপূর্ণ বক্তব্য দেওয়ার কারণে বিজেপি প্রধান অমিত শাহ ও সমাজবাদী দলের নেতা আজম খানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল নির্বাচন কমিশন। কমিশন এবারও একই কারণে যোগী আদিত্যনাথ ও মায়াবতীর বিরুদ্ধে ব্যবস্থা নিল।

আরও পড়ুনঃ কংগ্রেস সমর্থকদের হাতে খুন ৭৫ বছরের বৃদ্ধ মোদী সমর্থক

উসকানিমূলক ব্যবস্থা দিয়ে শাস্তির মুখে পড়েছেন মানেকা গান্ধীও। অন্যদিকে অশ্লীল মন্তব্য করে শাস্তির মুখে আজম খান। প্রত্যেকেই ৩ দিনের জন্য নির্বাচন প্রচার থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ভিন্ন জাতে বিয়ে করার শাস্তি, স্বামীকে কাঁধে তুলে স্ত্রীকে ঘুরতে হল গোটা গ্রাম

তবে এরপরও হয়তো কমিশনের বিরুদ্ধে বিরোধী দলগুলোর পক্ষপাতের অভিযোগ থেকেই যাবে। কারণ সোমবারই সুপ্রিম কোর্ট নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কমিশন পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন। তবে এই শাস্তির পর দেশের শীর্ষ আদালত নিজেদের খুশির কথা জানিয়েছে।

আরও পড়ুনঃ তৃণমূলের ভোট প্রচারে বাংলাদেশী নায়ক, সমালোচনায় সরব বিরোধীরা

সোমবারই কমিশনের পক্ষ থেকে এই নিষেধাজ্ঞার ঘোষণা আসে। এর আগে অবশ্য দুই নেতাকে সতর্ক করেছিল কমিশন। দুই নেত্রীকেও শাস্তি দিল কমিশন। এরপর দেশের বাকি নেতাদেরও এই শাস্তির মুখে পড়তে হবে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ ইচ্ছে থাকলে সহজেই পরিবার নিয়ে আপনিও যেতে পারেন মহাকাশ ভ্রমণে

ভারতের নির্বাচনী আচরণবিধিতে প্রচারের সময় কোনো ধরনের সাম্প্রদায়িক বক্তব্য দেওয়ায় স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু সম্প্রতি দেওবন্দে দেওয়া বক্তব্যে বহুজন সমাজ পার্টির (বিএসপি) নেতা মায়াবতী মুসলিম সম্প্রদায়কে কংগ্রেস ও তাঁর জোটের মধ্যে ভোট ভাগাভাগি না করার বিষয়ে সতর্ক করেন।

আরও পড়ুনঃ মোদীকে ভোট দিতে চাকুরী ছেড়ে ভারতে এলেন এই প্রবাসী ভারতীয়

এর কয়েক দিন পর মায়াবতীকে একহাত নিতে যোগী আদিত্যনাথ বলেন, ‘কংগ্রেস, সমাজবাদী পার্টি (এসপি) ও বিএসপি আলীতে আস্থা রাখেন, তবে আমাদেরও বজরংবলীর ওপর বিশ্বাস রয়েছে।’ যোগী আদিত্যনাথের এ বক্তব্যে সমালোচনার ঝড় ওঠে। সুস্পষ্ট এ সাম্প্রদায়িক বক্তব্যের কারণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিরোধী নেতারা। এ অবস্থায় বিরোধী দলগুলো আদালতের শরণাপন্ন হয়। সুপ্রিম কোর্টে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। সেখানে নির্বাচন কমিশনের প্রতিনিধি বলেন, ‘আমাদের কোনো ক্ষমতা নেই। প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়া থেকে আমরা বিরত করতে পারি না।’

আরও পড়ুনঃ ভোটবাজারে কলকাতায় কার্নিভ্যাল, কুমোরটুলি ফেস্টিভ্যালে মজেছে পুজোর দুনিয়া

এই বক্তব্যের পর ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈই বলেন, ‘নির্বাচন কমিশন বলছে, “আমরা নখদন্তহীন”। আচরণবিধি ভাঙলে তারা একটি নোটিশ দেয়, তা না মানলে একটি সতর্কবার্তা। আসলেই বিষয়টি এমন কিনা, তা জানতে চাই আমরা। আমরা এ বিষয়ে নির্বাচন কমিশনের এমন একজন প্রতিনিধির কাছ থেকে শুনতে চাই, যার এ বিষয়ে গভীর জ্ঞান রয়েছে।’

এরপরেই চার নেতা নেত্রীকে নির্বাচনী প্রচার চালানোর ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ভারতের নির্বাচন কমিশন সোমবার নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে এই নিষেধাজ্ঞা জানিয়ে দিয়েছে।

আরও পড়ুনঃ বাংলায় ভোটে নির্বাচন কমিশনের চিন্তার কারণ শ্যাডো জোন, এল হ্যাম রেডিও

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
কংগ্রেসকে ভোট দিয়ে মুসলিম ভোট ভাগ না করার আবেদন মায়াবতীর https://thenewsbangla.com/mayawati-tells-muslim-voters-to-not-split-their-vote-between-congress-and-sp-bsp/ Mon, 08 Apr 2019 06:45:39 +0000 https://www.thenewsbangla.com/?p=10274 উত্তরপ্রদেশের দেওবন্দে নির্বাচনী প্রচারে গিয়ে সংখ্যালঘু তাস খেললেন মায়াবতী। বিজেপি বিরোধী ভোট যাতে ভাগ না হয়, সেক্ষেত্রে মুসলিমদের ভোট কংগ্রেসকে না দিয়ে সপা(সমাজবাদী পার্টি) ও বসপার(বহুজন সমাজবাদী পার্টি) মহাজোটকে দিতে অনুরোধ করেন তিনি।

আরও পড়ুনঃ সাহস থাকলে কেরালা বা তামিলনাড়ু থেকে লড়ুন, মোদীকে চ্যালেঞ্জ শশীর

রবিবার উত্তরপ্রদেশের সাহারানপুরের দেওবন্দে মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টি ও অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির যৌথ জনসভা অনুষ্ঠিত হয়। সেখানেই প্রকাশ্য জনসভায় নির্বাচনী আচরণ বিধি না মেনেই মুসলিম সম্প্রদায়ের উদ্দেশ্যে কংগ্রেসকে ভোট না দিয়ে মহাজোটকে ভোট দিতে বলেন।

আরও পড়ুনঃ নারদা-সারদার মূল পান্ডাকে কোলে নিয়ে ঘুরছেন মোদী, দিনভর তরজা মুকুল মমতার

মুসলিম ভোট ভাগ হলে সুবিধা পাবে বিজেপি, জনসভা থেকে সেই সূত্রই মায়াবতী স্মরণ করিয়ে দিলেন সংখ্যালঘুদের। এদিন কংগ্রেস ও বিজেপি উভয়কেই কটাক্ষ করেন মায়াবতী।

আরও পড়ুনঃ বারাসাত কেন্দ্রের বিজেপি ভোট প্রার্থী নিজেই কোনদিন ভোট দেননি ভারতে

মায়াবতী বলেন, উত্তরপ্রদেশে মহাজোট গঠন হবার পরেই ওই কেন্দ্রে মুসলিম প্রার্থী ঘোষণা করা হয়েছিল জোটের তরফে। পরে কংগ্রেস তাদের পক্ষ থেকেও মুসলিম প্রার্থী ঘোষণা করে। উত্তরপ্রদেশে বিজেপি বিরোধী লড়াইয়ে কংগ্রেস মহাজোটের সমকক্ষ নয়, তাই বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মহাজোটকেই ভোট দিতে বলেন তিনি।

আরও পড়ুনঃ সব বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকলে ভোট বন্ধ করে দেবার হুমকি লকেটের

বিজেপির বিরুদ্ধে তোপ দেগে মায়াবতী বলেন, বিজেপির ভ্রান্ত জনবিরোধী নীতির জন্যই বিজেপি পুনরায় আর ক্ষমতায় ফিরবে না। নরেন্দ্র মোদী সমস্ত প্রতিশ্রুতি পূরণে অসফল হয়েছে বলে তিনি মন্তব্য করেন। মায়াবতীর অভিযোগ, জনগনের উন্নয়ন না করে কোটি কোটি টাকা পাবলিসিটিতে খরচ করছে বিজেপি।

আরও পড়ুনঃ ভারতীয়দের বাঁদরের সঙ্গে তুলনা করলেন রাহুলের গুরু পিত্রোদা

এদিকে ধর্মের ভিত্তিতে ভোট প্রার্থনা করায় মায়াবতীকে এক হাত নিয়েছেন সুব্রামনিয়াম স্বামী। মায়াবতীর মন্তব্যে নির্বাচনী আচরণ বিধি তোয়াক্কা করা হয়নি বলে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

আরও পড়ুনঃ কংগ্রেস নির্বাচনী ইস্তাহারকে প্রো জিহাদ ও অ্যান্টি ইন্ডিয়া বলে আক্রমণ কোয়েনা মিত্রের

আসন্ন লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপি বিরোধী মহাজোট গঠন করেছে অখিলেশ যাদবের এসপি, মায়াবতীর বিএসপি ও অজিত সিংয়ের রাষ্ট্রীয় লোকদল। ৮০টি লোকসভা আসন বিশিষ্ট উত্তরপ্রদেশে এসপি, বিএসপি ও আরএলডির মধ্যে আসনরফা হয়েছে যথাক্রমে ৩৮, ৩৭ এবং ৩ টি আসনে।

আরও পড়ুনঃ লাইভ ডিবেটে অসহিষ্ণুতা, সঞ্চালক ও বিজেপি নেতার দিকে গ্লাস ছূঁড়লেন কংগ্রেস নেতা

২০১৪ লোকসভা নির্বাচনে মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টি সারা দেশে একাই ৫০৩ টি আসনে প্রার্থী দেয়। যদিও একজন প্রার্থীও কোনও আসনে জয়লাভ করতে পারেনি বিগত লোকসভা নির্বাচনে।

আরও পড়ুনঃ বিরিয়ানি নিয়ে হাতাহাতি কংগ্রেস সমর্থকদের মধ্যে, ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের

উত্তরপ্রদেশে মোট ৭ দফায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী ১১ই এপ্রিল থেকে ১৯শে মে পর্যন্ত। ভোট গননা এবং ফলাফল ঘোষণা হবে আগামী ২৩শে মে।

আরও পড়ুনঃ ভোটের মুখে তৃণমূল সভাপতির বাড়ি থেকে উদ্ধার অস্ত্র ও কোটি কোটি টাকা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
দরিদ্রদের উন্নয়নের জন্যই আমি অবিবাহিত থেকেছি, সুপ্রিম কোর্টে দাবি মায়াবতীর https://thenewsbangla.com/mayawati-says-she-remained-unmarried-for-the-welfare-of-the-poor-people/ Wed, 03 Apr 2019 06:28:04 +0000 https://www.thenewsbangla.com/?p=9809 মুখ্যমন্ত্রী থাকাকালীন সারা উত্তরপ্রদেশ জুড়ে নিজের মূর্তি গড়েছিলেন মায়াবতী, মূর্তি গড়তে ব্যাপক পরিমানে জনগনের টাকা নয়ছয় করা হয়, এই অভিযোগে ২০০৯ সালে মায়াবতীর বিরুদ্ধে একটি জনস্বার্থ মামলাও দায়ের হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টে বক্তব্য পেশ করেন মায়াবতী। বক্তব্যে নিজের বিয়ে না করার কারণও তুলে ধরেন তিনি।

আরও পড়ুনঃ বারবার স্বামী বদল করেন স্মৃতি ইরানী, কুরুচিপূর্ণ আক্রমণ কংগ্রেস জোটসঙ্গীর

ফেব্রুয়ারিতেই একটি শুনানিতে বিচারপতি রঞ্জন গগৈ তার রায়ে জানান, মূর্তি তৈরির জন্য যে অর্থ খরচ হয়েছে, তার পুরোটাই মায়াবতীকে ফেরত দিতে হবে। উত্তরপ্রদেশে ৬০ টি হাতির মূর্তি তৈরির জন্য মায়াবতী খরচ করেছিলেন ৫২ কোটি টাকা, যা নিয়েও তখন প্রশ্ন তুলেছিলেন বিচারপতি।

আরও পড়ুনঃ EXCLUSIVE: বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়ে রাজ্যে ৩০ শতাংশেরও কম স্পর্শকাতর বুথ

এই ব্যাপারে সুপ্রিম কোর্ট মায়াবতীর কাছে জবাবদিহি চাইলে তিনি জানান, উত্তরপ্রদেশ বিধানসভায় সবার সাথে আলোচনা করেই মূর্তি তৈরির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। এর জন্য রাজ্য বাজেটে আলাদা করে অর্থ বরাদ্দ করা হয়েছিল বলেও তিনি জানান।

আরও পড়ুনঃ মোদী স্পেশাল, ব্রিগেডে আসার জন্য চারটে আস্ত ট্রেন বুক করল বিজেপি

মায়াবতী বলেন, দরিদ্রে উন্নয়নে নিজেকে আজীবন নিয়োজিত রাখার জন্যই তিনি বিবাহ করেননি। তার লড়াই দরিদ্র নারীদের জন্যেও। মায়াবতীর মূর্তিগুলো দরিদ্র ও দলিত নারীদের সংগ্রামের প্রতিমূর্তি হিসেবেও তিনি ব্যাখ্যা দেন।

আরও পড়ুনঃ ভোট প্রচারে হেলিকপ্টার পাচ্ছেন না মমতা, অভিযোগের তীর কেন্দ্রের দিকে

মায়াবতী আরও জানান, জনগনের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরাই মূর্তি তৈরির উদ্দ্যোগকে স্বাগত জানিয়েছিলেন, ফলে এই সিদ্ধান্ত জনগনেরই মতামতের প্রতিফলন বলে তিনি জানান। মূর্তি স্থাপনকে তাই দলিত ও নারীদের আন্দোলনের প্রতীক রূপে ব্যাখ্যা করেন তিনি।

আরও পড়ুনঃ বছরে ৩৪ লাখ সরকারি চাকরি, কৃষক বাজেটের প্রতিশ্রুতি কংগ্রেস ম্যানিফেস্টোতে

অন্যান্য রাজনৈতিক দলও তাদের দলীয় রাজনৈতিক ব্যক্তিদের ভাস্কর্য স্থাপন করে বলে মঙ্গলবার সুপ্রিম কোর্টে দাবি করেন মায়াবতী। যে ব্যক্তি মায়াবতীর বিরুদ্ধে অভিযোগ এনেছেন, তাকেও রাজনৈতিক পক্ষপাতদুষ্ট বলে কটাক্ষ করেন তিনি।

মায়াবতী তার তৈরি মূর্তির ব্যাপারে আরও বলেন, তার দলীয় প্রতীক হাতি শুধুমাত্র তার দলের প্রতিনিধিত্ব করে না, হাতি ভারতীয় ঐতিহ্যের প্রতীক।

আরও পড়ুনঃ জম্মু কাশ্মীরের জন্য আলাদা প্রধানমন্ত্রী, মোদী জবাব চাইলেন রাহুল ও মমতার কাছে

যিনি পিটিশন দাখিল করেছিলেন, তার অভিযোগ, মূর্তি গড়তে প্রায় ২ হাজার কোটি টাকা খরচা করেছেন মায়াবতী, যার পুরোটাই জনসাধারনের করের টাকা। জনগনের টাকা দলের স্বার্থে এভাবে ব্যবহার করা যায় না বলে তিনি জানিয়েছেন।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
জনস্বার্থেই তৈরি হয়েছিল মূর্তি, সুপ্রিম কোর্টে দাবি মায়াবতীর https://thenewsbangla.com/mayawati-tells-supreme-court-that-her-statues-were-set-up-for-public-interest/ Tue, 02 Apr 2019 07:19:14 +0000 https://www.thenewsbangla.com/?p=9709 মুখ্যমন্ত্রী থাকাকালীন সারা উত্তরপ্রদেশ জুড়ে নিজের মূর্তি গড়েছিলেন মায়াবতী, মূর্তি গড়তে ব্যাপক পরিমানে জনগনের টাকা নয়ছয় করা হয়, এই অভিযোগে ২০০৯ সালে মায়াবতীর বিরুদ্ধে একটি জনস্বার্থ মামলাও দায়ের হয়।

আরও পড়ুনঃ বিবেক দুবেকে তৃণমূলের এজেন্ট বলে কটাক্ষ মুকুল রায়ের

যিনি পিটিশন দাখিল করেছিলান, তার অভিযোগ, মূর্তি গড়তে প্রায় ২ হাজার কোটি টাকা খরচা করেছেন মায়াবতী, যার পুরোটাই জনসাধারনের করের টাকা। জনগনের টাকা দলের স্বার্থে এভাবে ব্যবহার করা যায় না বলে তিনি জানিয়েছেন।

আরও পড়ুনঃ ভারতীর পর এবার মমতাকে নিজের মা বললেন মিমি

এই ব্যাপারে সুপ্রিম কোর্ট মায়াবতীর কাছে জবাবদিহি চাইলে তিনি জানান, উত্তরপ্রদেশ বিধানসভায় সবার সাথে আলোচনা করেই মূর্তি তৈরির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। এর জন্য রাজ্য বাজেটে আলাদা করে অর্থ বরাদ্দ করা হয়েছিল বলেও তিনি জানান।

আরও পড়ুনঃ ভোট প্রচারে হেলিকপ্টার পাচ্ছেন না মমতা, অভিযোগের তীর কেন্দ্রের দিকে

মায়াবতী আরও জানান, জনগনের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরাই মূর্তি তৈরির উদ্দ্যোগকে স্বাগত জানিয়েছিলেন, ফলে এই সিদ্ধান্ত জনগনেরই মতামতের প্রতিফলন বলে তিনি জানান। মূর্তি স্থাপনকে দলিত ও নারীদের আন্দোলনের প্রতীক রূপে ব্যাখ্যা করেন তিনি।

আরও পড়ুনঃ হুমকি দিয়ে ভোট চাইবার ভিডিও প্রকাশ্যে, মিমির হয়ে শাসানি পঞ্চায়েত প্রধানের

অন্যান্য রাজনৈতিক দলও তাদের দলীয় রাজনৈতিক ব্যক্তিদের ভাস্কর্য স্থাপন করে বলে মঙ্গলবার সুপ্রিম কোর্টে দাবি করেন মায়াবতী। যে ব্যক্তি মায়াবতীর বিরুদ্ধে অভিযোগ এনেছেন, তাকেও রাজনৈতিক পক্ষপাতদুষ্ট বলে কটাক্ষ করেন তিনি।

মায়াবতী তার তৈরি মূর্তির ব্যাপারে আরও বলেন, তার দলীয় প্রতীক হাতি শুধুমাত্র তার দলের প্রতিনিধিত্ব করে না, হাতি ভারতীয় ঐতিহ্যের প্রতীক।

আরও পড়ুনঃ ভোটে না লড়েও প্রধানমন্ত্রী হতে চান মায়াবতী

ফেব্রুয়ারিতেই একটি শুনানিতে বিচারপতি রঞ্জন গগৈ তার রায়ে জানান, মূর্তি তৈরির জন্য যে অর্থ খরচ হয়েছে, তার পুরোটাই মায়াবতীকে ফেরত দিতে হবে। উত্তরপ্রদেশে ৬০ টি হাতির মূর্তি তৈরির জন্য মায়াবতী খরচ করেছিলেন ৫২ কোটি টাকা, যা নিয়েও তখন প্রশ্ন তুলেছিলেন বিচারপতি।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
বিজেপিকে সমর্থন করে কংগ্রেসের গরিবি হটাওকে কটাক্ষ মায়াবতীর https://thenewsbangla.com/mayawati-slams-congress-over-rahul-gandhis-nyay-scheme/ Wed, 27 Mar 2019 11:14:34 +0000 https://www.thenewsbangla.com/?p=9355 গরিবি হটাও ডাক দিয়ে রাহুল গান্ধীর ন্যায় স্কীমের ঘোষণাকে কটাক্ষ করলেন বহুজন সমাজবাদী পার্টি সুপ্রিমো মায়াবতী। বুধবার এক সাংবাদিক সম্মেলনে রাহুলের ঘোষণাকে অন্ত্যসারশূন্য ও ভাঁওতাবাজি বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুনঃ ওয়াইনাদে হিন্দুরা সংখ্যালঘু হওয়ায় জয় নিশ্চিত রাহুলের, অদ্ভুত যুক্তি কংগ্রেস নেতার

সোমবার রাহুলের ন্যায় স্কীম ঘোষনার পরেই বিজেপি এই পদক্ষেপকে কটাক্ষ করেছিল। বিজেপির বক্তব্য, এর আগেও চার দশক আগে ইন্দিরা গান্ধী গরিবি হটাও ডাক দিয়েছিলেন, কিন্তু তার কিছুই ফলপ্রসূ হয়নি৷ কংগ্রেসের ঘোষনাকে সম্পূর্ণ ভাঁওতা বলে উল্লেখ করে বিজেপি।

আরও পড়ুনঃ মহাকাশে শত্রুর স্যাটেলাইট ধ্বংসে ভারতের হাতে অ্যান্টি স্যাটেলাইট অস্ত্র, বললেন মোদী

বুধবার মায়াবতী বিজেপির বক্তব্যকেই সমর্থন করে বলেন, ক্ষমতাসীন বিজেপি রাহুলের ‘গরিবি হটাও ২’ কে ভাঁওতা বলেছে, এটা ঠিক। যদিও এর পরেই বিজেপিকে এক হাত নেন তিনি। নির্বাচনের আগে বিজেপির কি প্রতিশ্রুতি ছিল এবং পরে তার কতটুকু পূরণ করেছে বিজেপি, সেই বিষয়ে প্রশ্ন তোলেন তিনি।

আরও পড়ুনঃ পায়ে নয় বুকে গুলি চালান, বিতর্কিত বিজেপির সায়ন্তন

এরপর কংগ্রেস ও বিজেপি উভয়কেই কটাক্ষ করে মায়াবতী বলেন, দুটি দলই একই পাখির দুই ডানা। দুটি দলের সমস্ত পদক্ষেপ দরিদ্র কৃষক ও শ্রমিকের স্বার্থ বিরোধী বলে তিনি মন্তব্য করেন৷

আরও পড়ুনঃ ভোটের আগে স্যাটেলাইট অস্ত্রের ঘোষণা কেন, মোদীর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের

সোমবারই কংগ্রেস সভাপতি ন্যায় স্কীম ঘোষণার মাধ্যমে গরিবি হটাও ২ এর ডাক দেন৷ স্কীমে দেশের ৫ কোটি গরীব পরিবারকে বছরে ৭২ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।

আরও পড়ুনঃ শত্রু দেশের গোয়েন্দা উপগ্রহের বিরুদ্ধে মহাকাশেও ভারতের সার্জিক্যাল স্ট্রাইক

আসন্ন লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে একাই লড়ছে কংগ্রেস। এদিকে বিজেপি বিরোধী মহাজোট গঠন করেছে অখিলেশ যাদবের এসপি, মায়াবতীর বিএসপি ও অজিত সিংয়ের রাষ্ট্রীয় লোকদল। ৮০টি লোকসভা আসন বিশিষ্ট উত্তরপ্রদেশে এসপি, বিএসপি ও আরএলডির মধ্যে আসনরফা হয়েছে যথাক্রমে ৩৮, ৩৭ এবং ৩ টি আসনে।

আরও পড়ুনঃ নির্বাচন কমিশনের নতুন অ্যাপ সি ভিজিল, জনতার অভিযোগে ১০০ মিনিটের মধ্যে ব্যবস্থা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>