Mayawati slams Congress – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 27 Mar 2019 12:39:11 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Mayawati slams Congress – The News বাংলা https://thenewsbangla.com 32 32 বিজেপিকে সমর্থন করে কংগ্রেসের গরিবি হটাওকে কটাক্ষ মায়াবতীর https://thenewsbangla.com/mayawati-slams-congress-over-rahul-gandhis-nyay-scheme/ Wed, 27 Mar 2019 11:14:34 +0000 https://www.thenewsbangla.com/?p=9355 গরিবি হটাও ডাক দিয়ে রাহুল গান্ধীর ন্যায় স্কীমের ঘোষণাকে কটাক্ষ করলেন বহুজন সমাজবাদী পার্টি সুপ্রিমো মায়াবতী। বুধবার এক সাংবাদিক সম্মেলনে রাহুলের ঘোষণাকে অন্ত্যসারশূন্য ও ভাঁওতাবাজি বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুনঃ ওয়াইনাদে হিন্দুরা সংখ্যালঘু হওয়ায় জয় নিশ্চিত রাহুলের, অদ্ভুত যুক্তি কংগ্রেস নেতার

সোমবার রাহুলের ন্যায় স্কীম ঘোষনার পরেই বিজেপি এই পদক্ষেপকে কটাক্ষ করেছিল। বিজেপির বক্তব্য, এর আগেও চার দশক আগে ইন্দিরা গান্ধী গরিবি হটাও ডাক দিয়েছিলেন, কিন্তু তার কিছুই ফলপ্রসূ হয়নি৷ কংগ্রেসের ঘোষনাকে সম্পূর্ণ ভাঁওতা বলে উল্লেখ করে বিজেপি।

আরও পড়ুনঃ মহাকাশে শত্রুর স্যাটেলাইট ধ্বংসে ভারতের হাতে অ্যান্টি স্যাটেলাইট অস্ত্র, বললেন মোদী

বুধবার মায়াবতী বিজেপির বক্তব্যকেই সমর্থন করে বলেন, ক্ষমতাসীন বিজেপি রাহুলের ‘গরিবি হটাও ২’ কে ভাঁওতা বলেছে, এটা ঠিক। যদিও এর পরেই বিজেপিকে এক হাত নেন তিনি। নির্বাচনের আগে বিজেপির কি প্রতিশ্রুতি ছিল এবং পরে তার কতটুকু পূরণ করেছে বিজেপি, সেই বিষয়ে প্রশ্ন তোলেন তিনি।

আরও পড়ুনঃ পায়ে নয় বুকে গুলি চালান, বিতর্কিত বিজেপির সায়ন্তন

এরপর কংগ্রেস ও বিজেপি উভয়কেই কটাক্ষ করে মায়াবতী বলেন, দুটি দলই একই পাখির দুই ডানা। দুটি দলের সমস্ত পদক্ষেপ দরিদ্র কৃষক ও শ্রমিকের স্বার্থ বিরোধী বলে তিনি মন্তব্য করেন৷

আরও পড়ুনঃ ভোটের আগে স্যাটেলাইট অস্ত্রের ঘোষণা কেন, মোদীর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের

সোমবারই কংগ্রেস সভাপতি ন্যায় স্কীম ঘোষণার মাধ্যমে গরিবি হটাও ২ এর ডাক দেন৷ স্কীমে দেশের ৫ কোটি গরীব পরিবারকে বছরে ৭২ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।

আরও পড়ুনঃ শত্রু দেশের গোয়েন্দা উপগ্রহের বিরুদ্ধে মহাকাশেও ভারতের সার্জিক্যাল স্ট্রাইক

আসন্ন লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে একাই লড়ছে কংগ্রেস। এদিকে বিজেপি বিরোধী মহাজোট গঠন করেছে অখিলেশ যাদবের এসপি, মায়াবতীর বিএসপি ও অজিত সিংয়ের রাষ্ট্রীয় লোকদল। ৮০টি লোকসভা আসন বিশিষ্ট উত্তরপ্রদেশে এসপি, বিএসপি ও আরএলডির মধ্যে আসনরফা হয়েছে যথাক্রমে ৩৮, ৩৭ এবং ৩ টি আসনে।

আরও পড়ুনঃ নির্বাচন কমিশনের নতুন অ্যাপ সি ভিজিল, জনতার অভিযোগে ১০০ মিনিটের মধ্যে ব্যবস্থা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>