Mayabati – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 22 Mar 2019 08:01:38 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Mayabati – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ভোটে না লড়েও প্রধানমন্ত্রী হতে চান মায়াবতী https://thenewsbangla.com/mayabati-wants-to-become-the-next-prime-minister-of-india/ Fri, 22 Mar 2019 07:48:12 +0000 https://www.thenewsbangla.com/?p=8983 ২০১৯ লোকসভা নির্বাচনে লড়ছেন না, গতকাল বুধবার এমনই ঘোষনা করেছিলেন বিএসপি সুপ্রিমো মায়াবতী। বরং বিভিন্ন কেন্দ্রে জোটের হয়ে প্রচার করবেন বলেই জানিয়েছিলেন তিনি। ২৪ ঘন্টা যেতেই মায়ার গলার অন্য সুর। এবার প্রধানমন্ত্রী হবার বাসনাও প্রকাশ করলেন তিনি।

আরও পড়ুনঃ বিজেপিতে যোগ দিয়ে নতুন ইংনিস শুরু গম্ভীরের

গতকাল লক্ষ্মৌয়ে একটি সাংবাদিক সম্মেলনে মায়াবতী জানিয়েছিলেন, সাম্প্রতিক অবস্থার কথা মাথায় রেখেই তিনি আসন্ন লোকসভা নির্বাচনে আপাতত অংশগ্রহন করবেন না। নির্বাচনে নিজে না লড়ার কথা ঘোষণা করতেই বিএসপির অনেক সমর্থক আশাহত হন। তাদের উৎসাহ দিতেই আজ বৃহস্পতিবার তিনি বলেন, ১৯৯৫ সালে তিনি যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তখন তিনি বিধানসভা বা কাউন্সিলের সদস্য ছিলেন না।

আরও পড়ুনঃ বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, বাংলায় বিজেপি প্রার্থীদের নাম

এক্ষেত্রে মন্ত্রী বা প্রধানমন্ত্রী হতে গেলে ৬ মাসের মধ্যে লোকসভা বা রাজ্যসভার কোনও একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জিতে আসতে হয়। যদিও গতকালই তিনি জানিয়েছিলেন, একটি আসন তিনি এখনও খালি রেখেছেন পরবর্তীতে লড়ার জন্য।

আসন্ন লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপি বিরোধী মহাজোট গঠন করেছে অখিলেশ যাদবের এসপি, মায়াবতীর বিএসপি ও অজিত সিংয়ের রাষ্ট্রীয় লোকদল। ৮০টি লোকসভা আসন বিশিষ্ট উত্তরপ্রদেশে এসপি, বিএসপি ও আরএলডির মধ্যে আসনরফা হয়েছে যথাক্রমে ৩৮, ৩৭ এবং ৩ টি আসনে। এক্ষেত্রে ভোটে না লড়লেও জোটের হয়ে ভোটের প্রচারে মায়াবতী যুক্ত থাকবেন বলে তিনি জানিয়েছেন।

আরও পড়ুনঃ অনুব্রত মন্ডলের বিরুদ্ধে তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

২০০৩ সালে বিএসপির জাতীয় সভাপতি পদে বসার পরেই মায়াবতী ঘোষণা করেছিলেন, তিনি কোনও নির্বাচনে অংশগ্রহণ করবেন না। তার পরিবর্তে তিনি দেশজুড়ে সংগঠন বিস্তারের ওপরেই মনোনিবেশ করবেন।

আরও পড়ুনঃ বাবুলকে হারাতে ১ কোটি টাকার কাজের টোপ, বিতর্কিত ঘোষণা মেয়রের

২০১৪ লোকসভা নির্বাচনে মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টি সারা দেশে একাই ৫০৩ টি আসনে প্রার্থী দেয়। যদিও একজন প্রার্থীও কোনও আসনে জয়লাভ করতে পারেনি বিগত লোকসভা নির্বাচনে।

আরও পড়ুনঃ বারাণসী থেকে লড়বেন মোদী, গান্ধীনগরে আডবানির পরিবর্তে অমিত শাহ

উত্তরপ্রদেশে মোট ৭ দফায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী ১১ই এপ্রিল থেকে ১৯শে মে পর্যন্ত। ভোট গননা এবং ফলাফল ঘোষণা হবে আগামী ২৩শে মে।

আরও পড়ুনঃ নির্বাচন কমিশনের নতুন অ্যাপ সি ভিজিল, জনতার অভিযোগে ১০০ মিনিটের মধ্যে ব্যবস্থা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
লোকসভা নির্বাচনে লড়ছেন না মায়াবতী https://thenewsbangla.com/mayabati-declares-that-she-is-not-contesting-in-the-2019-lok-sabha-election/ Wed, 20 Mar 2019 08:34:17 +0000 https://www.thenewsbangla.com/?p=8874 আসন্ন ২০১৯ লোকসভা নির্বাচনে লড়বেন না বহুজন সমাজবাদী পার্টির সুপ্রিমো মায়াবতী, সংবাদ সংস্থা এএনআইয়ের তরফে এই খবর জানানো হয়েছে।

লক্ষ্মৌয়ের একটি সাংবাদিক সম্মেলনে মায়াবতী জানান, সাম্প্রতিক অবস্থার কথা মাথায় রেখেই তিনি আসন্ন লোকসভা নির্বাচনে আপাতত অংশগ্রহন করবেন না। সেক্ষেত্রে পরবর্তীতে কোনও আসন শূন্য হলে তিনি সেখানে প্রার্থী হিসেবে ভোটে লড়তে পারেন।

আরও পড়ুনঃ বাবুলকে ‘বাচ্চা ছেলে’ বলে কটাক্ষ করলেন ‘সেন্সেশনাল’ মুনমুন

আসন্ন লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপি বিরোধী মহাজোট গঠন করেছে অখিলেশ যাদবের এসপি, মায়াবতীর বিএসপি ও অজিত সিংয়ের রাষ্ট্রীয় লোকদল। ৮০টি লোকসভা আসন বিশিষ্ট উত্তরপ্রদেশে এসপি, বিএসপি ও আরএলডির মধ্যে আসনরফা হয়েছে যথাক্রমে ৩৮, ৩৭ এবং ৩ টি আসনে। এক্ষেত্রে ভোটে না লড়লেও জোটের হয়ে ভোটের প্রচারে মায়াবতী যুক্ত থাকবেন বলে তিনি জানিয়েছেন।

২০০৩ সালে বিএসপির জাতীয় সভাপতি পদে বসার পরেই মায়াবতী ঘোষণা করেছিলেন, তিনি কোনও নির্বাচনে অংশগ্রহণ করবেন না। তার পরিবর্তে তিনি দেশজুড়ে সংগঠন বিস্তারের ওপরেই মনোনিবেশ করবেন।

আরও পড়ুনঃ ক্ষমতায় ফের মোদী, ভোটের আগেই জানাচ্ছে সাট্টাবাজার

২০১৪ লোকসভা নির্বাচনে মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টি সারা দেশে একাই ৫০৩ টি আসনে প্রার্থী দেয়। যদিও একজন প্রার্থীও কোনও আসনে জয়লাভ করতে পারেনি বিগত লোকসভা নির্বাচনে।

উত্তরপ্রদেশে মোট ৭ দফায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী ১১ই এপ্রিল থেকে ১৯শে মে পর্যন্ত। ভোট গননা এবং ফলাফল ঘোষণা হবে আগামী ২৩শে মে।

আরও পড়ুনঃ মোদীর সঙ্গে সবাই চৌকিদার, অদ্ভুত প্রচার বিজেপির

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
উত্তরপ্রদেশে চরম অসম্মানজনক প্রস্তাব মহাজোটকে, ক্রুদ্ধ অখিলেশ মায়াবতী https://thenewsbangla.com/mayabati-and-akhilesh-yadav-angry-on-rahul-gandhis-congress/ Mon, 18 Mar 2019 10:48:27 +0000 https://www.thenewsbangla.com/?p=8709 আসন্ন লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপি বিরোধী মহাজোট গঠন করেছে অখিলেশ যাদবের এসপি, মায়াবতীর বিএসপি ও অজিত সিংয়ের রাষ্ট্রীয় লোকদল। ৮০টি লোকসভা আসন বিশিষ্ট উত্তরপ্রদেশে এসপি, বিএসপি ও আরএলডির মধ্যে আসনরফা হয়েছে যথাক্রমে ৩৮, ৩৭ এবং ৩ টি আসনে। কংগ্রেসের সাথে জোট না হলেও রায়বেরেলি ও আমেঠির আসন দুটি ছাড়া হয়েছে কংগ্রেসের জন্য।

সম্প্রতি বিভিন্ন সংস্থার ভোটের আগের সমীক্ষায় দেখা দিয়েছে ২০১৯ লোকসভা নির্বাচনে এনডিএ শিবির পুনরায় ক্ষমতায় আসতে পারে। কিন্তু রাজনৈতিক দল হিসেবে একক ভাবে সংখ্যাগরিষ্ঠতা লাভের জন্য বিজেপির প্রধান বাধা উত্তরপ্রদেশ। ফলে ২০১৪ লোকসভা নির্বাচনের ফলাফলের পুনরাবৃত্তি নাও হতে পারে।

আরও পড়ুনঃ মোদীর সঙ্গে সবাই চৌকিদার, অদ্ভুত প্রচার বিজেপির

এদিকে এককভাবে কংগ্রেস অনেক পিছিয়ে থাকলেও সংখ্যাগরিষ্ঠতা লাভের জন্য মহাজোটই ভরসা কংগ্রেসের। একমাত্র উত্তরপ্রদেশ সমস্ত হিসেব নিকেশ বদলে দিতে পারে। সেই সম্ভাবনা থেকে উত্তরপ্রদেশে এসপি, বিএসপি ও আরএলডির সাথে জোট ঘোষণা করেই একসাথে এগোতে চাইছে কংগ্রেস, যাতে কিছুতেই বিজেপি জায়গা না পায়।

কিন্তু জোট প্রস্তাবে উত্তরপ্রদেশের বড় দুই দল এসপি ও বিএসপিকে যে আসন ছাড়ার প্রস্তাব কংগ্রেস দিয়েছে, তাতে চরম অসন্তুষ্ট অখিলেশ ও মায়াবতী। কংগ্রেস নিজেদের জন্য ৭৩ টি আসন রেখে বাকি ৭ টি আসন এসপি, বিএসপি ও আরএলডিকে দেওয়ার প্রস্তাব দিয়েছে।

আরও পড়ুনঃ বিরোধী মহিলা প্রার্থীদের ‘মাল’ সম্বোধন করে কুরুচিপূর্ণ আক্রমণ ফিরহাদের

আর তাতেই বেজায় চটেছে অখিলেশ ও মায়াবতী। মায়াবতী জানিয়ে দিয়েছেন, কংগ্রেস চাইলে তারা নিজেরা ৮০ টি সিটেই লড়াই করতে পারে। কংগ্রেসের সাথে তাদের জোটের দরকার নেই। এসপি, বিএসপি ও আরএলডি মিলেই বিজেপিকে হারানোর ক্ষমতা রাখে বলে জানিয়ে দিয়েছেন মায়াবতী।

বিজেপিকে হারাতে যেভাবে জোটে অংশগ্রহনকারী দলগুলো নিজেদের মধ্যে সমঝোতায় পৌঁছাতে পারছে না এবং নিজেরাই নিজেদের জমি ছাড়তে নারাজ, তাতে লাভের গুড় যে বিজেপির ঝুলিতে যাবে, তাতেই সীলমোহর দিচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আরও পড়ুনঃ তৃণমূলের তারকা প্রার্থী নিয়ে অশ্লীল ও বিতর্কিত মন্তব্য ক্ষিতির

শেষ পর্যন্ত যে কোনরকমে উত্তরপ্রদেশে মহাজোট হচ্ছে না সেটা এখন পরিষ্কার। এখন ত্রিপক্ষের লড়াইয়ে উত্তরপ্রদেশ কার হয় সেটাই দেখার। উত্তরপ্রদেশে বেশি আসন মানেই যে দেশের ক্ষমতা দখলে দিকে এককদম এগিয়ে যাওয়া জানে কংগ্রেস, বিজেপি সহ সবাই।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
গেরুয়া ভোটে থাবা বসাতে অধিকাংশ আসনেই ব্রাহ্মণ প্রার্থী ঘোষণা দলিত নেত্রী মায়াবতীর https://thenewsbangla.com/mayabati-decides-to-give-most-candidates-from-brahmin-caste-to-defeat-modi/ Tue, 12 Mar 2019 09:57:05 +0000 https://www.thenewsbangla.com/?p=8191 লোকসভা ভোটের আর এক মাসও বাকি নেই। গত রবিবার ১০ই মার্চ, নির্বাচন কমিশন ২০১৯ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করে দিয়েছে। এই মুহূর্তে সমস্ত রাজনৈতিক দলের মধ্যে চূড়ান্ত তৎপরতা চলছে প্রার্থী বাছাই নিয়ে। ঠিক তখনই ‘সাপ মরবে, লাঠিও ভাঙবে না’, এই সূত্র কাজে লাগিয়েই দুয়ের লক্ষ্যপূরনে এগোচ্ছে মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টি। তাই দলিত নেত্রীর ভরসা ব্রাহ্মণ প্রার্থীরা।

আরও পড়ুনঃ মিছিল মিটিং করতে মমতার পুলিশ প্রশাসন আর আটকাতে পারবে না বিজেপিকে

উত্তরপ্রদেশে ইতিমধ্যেই জোট হয়েছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির সঙ্গে দলিত নেত্রী মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টির। সপার সাথে বসপার জোট হলেও নিজেদের প্রার্থী বাছাইয়ে জাতপাতের তাস খেলতে চলেছেন বসপা সুপ্রিমো মায়াবতী। সূত্রের খবর, এক্ষেত্রে বহু সংখ্যক দলিত প্রার্থী নয়, উল্টে বিজেপি ও কংগ্রেসের ভোটে থাবা বসাতে অধিকাংশ আসনই বরাদ্দ থাকছে ব্রাহ্মণদের জন্য।

আরও পড়ুনঃ প্রচুর চমক, রাজ্যের ৪২টি আসনে তৃণমূল কংগ্রেসের ৪২জন প্রার্থী কে কে

মায়াবতী যদিও নিজে থেকে কোন আসনে লড়ছেন না। তবে সিংহভাগ আসনে ব্রাহ্মণ প্রার্থী ঘোষণা করলে তা বিজেপির চিরাচরিত ভোটব্যাংকে কিছুটা হলেও যেমন ভাগ বসাবে, তেমনি কংগ্রেসে তাদের চলে যাওয়া আটকানো যাবে। মূলত এই দুটি বিষয়কেই লক্ষ্য রেখেছেন মায়াবতী।

আরও পড়ুনঃ জঙ্গি মাসুদ আজহারকে ‘মাসুদ আজহার জী’ বলে সম্বোধন করে বিতর্কে রাহুল

বহুজন সমাজবাদী পার্টি তাদের নিজেদের ৩৮টি লোকসভা আসনের প্রায় পুরোটাই চূড়ান্ত করে ফেলেছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, সমাজবাদী পার্টির হাতে থাকা দলিত, মুসলিম এবং ওবিসি ভোটব্যাংকের সাথে মায়াবতীর ব্রাহ্মণ তাস প্রয়োগের ফলে অধিকাংশ আসনেই তারা জয়লাভ করতে সক্ষম হবে।

আরও পড়ুনঃ রমজান মাসে নির্বাচনে কোনও সমস্যা নেই, ববিকে পাল্টা দিলেন ওয়েসি

পূর্ব উত্তরপ্রদেশে রাজনৈতিক ক্ষমতা দখল নিয়ে ব্রাহ্মণ ও ঠাকুরদের বিবাদ বহুদিনের। কিন্তু ২০১৪ লোকসভা নির্বাচনে হিন্দুত্বের হাওয়ায় সমস্ত বিবাদ ঢাকা পড়ে উভয়ের ভোট ঢোকে বিজেপির ঝুলিতে। কিন্তু এবার প্রার্থী তালিকায় ব্রাহ্মণদের প্রাধান্য দিয়ে মায়াবতী, বিজেপির ভোটে হানা দিতে পারেন বলে অনেকেই মনে করছেন। শুধুমাত্র পূর্ব উত্তরপ্রদেশ থেকেই ৬ জন ব্রাহ্মণ, বহুজন সমাজবাদী পার্টির তরফে প্রার্থী হচ্ছেন বলে সূত্রের খবর।

আরও পড়ুনঃ লোকসভা ভোটের আগে পাকিস্তানে ফের একটা সার্জিক্যাল স্ট্রাইক হবে

এখনও অবধি সম্ভাব্য প্রার্থী তালিকায় রয়েছেন, রাকেশ পান্ডে(আম্বেদকর নগর), নকুল দ্যুবে(সীতাপুর), কুশল তিওয়ারি(খলিলাবাদ), সীমা উপাধ্যায়(ফতেপুর সিক্রি), সন্তোষ তিওয়ারি(কৈসেরজঞ্জ), রঙনাথ মিশ্র(ভাদোহী), অশোক তিওয়ারি(প্রতাপগড়) এবং অজয় রাই(মৌ)। দলিত নেত্রীর ভরসা এই সব প্রার্থীই ব্রাহ্মণ। এটাই ভোটের মজা, বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আরও পড়ুনঃ পুলিশে ভরসা নেই, একমাস আগেই বাংলায় কেন্দ্রীয় বাহিনী

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>