Mathura – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 18 May 2022 04:10:21 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Mathura – The News বাংলা https://thenewsbangla.com 32 32 কাশীর পর মথুরা, কৃষ্ণের জন্মস্থানে মসজিদ বন্ধের আর্জি, ইদগাহ সিল করতে মামলা https://thenewsbangla.com/kashi-mathura-petition-to-close-mosque-at-krishna-birthplace-case-to-seal-idgah/ Wed, 18 May 2022 04:09:41 +0000 https://www.thenewsbangla.com/?p=15104 কাশীর পর এবার মথুরায় কৃষ্ণের জন্মস্থানে, মসজিদ বন্ধের আর্জি; ইদগাহ সিল করতে আদালতে দায়ের মামলা। মথুরায় মসজিদ বন্ধ ও ইদগাহ ময়দান সিলের দাবিতে মামলা। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, পশ্চিম উত্তরপ্রদেশের মথুরায়; শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। মন্দির সংলগ্ন শাহি ইদগাহ নিয়ে; বিতর্ক তৈরি হয়েছে বহুদিন থেকেই। মথুরার শ্রীকৃষ্ণ জন্মভূমিতে মন্দিরের কাছে যে মসজিদটি আছে; তার জায়গা হিন্দুদের কাছে হস্তান্তর করার দাবি উঠেছে। এবার সেই নিয়েই; মামলা হল আদালতে।

গত বেশ কয়েকদিন ধরেই; ঐতিহাসিক বারাণসী জ্ঞানবাপী মসজিদ নিয়ে বিতর্ক চরমে উঠেছে। আদালতের নির্দেশে মসজিদে সমীক্ষা চলেছে; সমীক্ষা চলাকালীন ওজুখানায় ‘শিবলিঙ্গ’ মিলেছে বলেও দাবি করা হয়েছে। এরপরই সিল করা হয়েছে মসজিদের ওজুখানা। এই আবহে এবার মথুরার ইদগাহ ময়দানও; সিল করে সেখানে নমাজ বন্ধের আর্জি জানিয়ে আবেদন দায়ের হল আদালতে। মথুরার স্থানীয় আদালতেই; দু-জন আইনজীবী এই নিয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।

লখনউয়ের আইনজীবী শৈলেন্দ্র সিং, মথুরা দায়রা জজ আদালতে; একটি পিটিশন দাখিল করেছেন। আবেদনে তাঁর আর্জি, শাহি ইদগাহে মুসলমানদের নমাজ পড়া বন্ধ রাখার নির্দেশ দেওয়া হোক। আবদেনকারী বলেন, ‘যেখানে মন্দির ছিল সেখানেই শাহি ইদগাহ মসজিদ গড়ে উঠেছে; এখানেই ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। আমরা চাই না যে; মুসলমানরা শাহি ঈদগাহ মসজিদে নমাজ পড়ুক’।

আরও পড়ুনঃ বাবরি-র পর জ্ঞানবাপি, ‘মন্দির ওহি বনেগা’

কয়েকদিন আগেই মথুরার কৃষ্ণ জন্মভূমি সংলগ্ন এলাকায় অবস্থিত, সেই মসজিদ এলাকায় সমীক্ষার জন্য; অ্যাডভোকেট কমিশনরকে নিয়োগের পিটিশন দায়ের হয় আদালতে। এই একই ধরনের এক পিটিশনের ভিত্তিতেই; কাশীর জ্ঞানবাপী মসজিদে সমীক্ষা চলছে।

২০২০ সালের ২৩ ডিসেম্বর থেকে; মথুরার সিভিল জজ কোর্টে মামলা চলছে। ভগবান কেশবদেব মন্দিরের তরফে, দায়ের করা ওই পিটিশনে; শ্রীকৃষ্ণের চিহ্ন রয়েছে বলে শাহি দরগা সরিয়ে দেওয়ার দাবি করা হয়েছে। এলাকা শ্রীকৃষ্ণ জন্মভূমি বলে দাবি; মন্দিরের দাবি ইদগাহের ১৩.৩৭ একর জমি তাদের।

‘ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থানের’ পাশে ইদগাহ মসজিদ, সিল করার আর্জি নিয়ে দায়ের করা মামলা; শুনানির জন্যও নিয়েও নিয়েছে মথুরা আদালত। ইতিমধ্যেই কৃষ্ণের জন্মস্থান তথা কাটরা কেশবদেব মন্দিরের ১৩.৩৭ একর জমি ও ইদগাহ মন্দির নিয়ে; হিন্দুত্ববাদীরা মথুরা আদালতেই অন্তত ১০টি আলাদা মামলা দায়ের করেছেন।

]]>
মথুরায় কৃষকদের সঙ্গে গমক্ষেতে হাতে হাত বিজেপি প্রার্থী হেমা মালিনীর https://thenewsbangla.com/hema-malini-joins-the-farmers-in-the-fields-of-mathura/ Mon, 01 Apr 2019 07:44:26 +0000 https://www.thenewsbangla.com/?p=9612 উত্তরপ্রদেশের মথুরা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হেমা মালিনীকে দেখা গেল সম্পূর্ণ অন্য রূপে। না কোনো অভিনয়ের দৃশ্যে নয়, নির্বাচনী প্রচারের সময় হঠাৎ গম চাষের ক্ষেতে নেমে প্রার্থীকে কৃষকদের সাথে গম কাটতে হাত লাগাতে দেখা গেল রবিবার।

২০১৪ লোকসভা নির্বাচনে এই মথুরা লোকসভা কেন্দ্র থেকেই ৩ লক্ষ ৩০ হাজারের বেশি ভোটে জয়লাভ করেছিলেন তিনি। এদিন নির্বাচনী প্রচারে এসে তিনি জানান, মথুরার জনসাধারণ তাকে এলাকার উন্নয়নের জন্য স্বাগত জানিয়েছে। তিনি গত ৫ বছর সব রকম কাজে মথুরাবাসীর সাথে থাকতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন।

আরও পড়ুনঃ সেনার খাবারের মান নিয়ে প্রশ্ন তোলা তেজ বাহাদুর বারাণসীতে প্রার্থী মোদীর বিরুদ্ধে

বিরোধীরা হেমা মালিনীকে বহিরাগত বলে কটাক্ষ করলেও তিনি কাজের মাধ্যমে তাদের জবাব দিয়েছেন বলে তিনি জানান। আগামী দিনেও মথুরা থেকে নির্বাচিত হয়ে ফিরলে মথুরার উন্নয়নে তিনি আরও বড় পদক্ষেপ নেবেন বলে তিনি প্রতিশ্রুতি দেন।

গত সপ্তাহেই এক নির্বাচনী প্রচার সভা থেকে হেমা মালিনী নরেন্দ্র মোদীর প্রশস্তি গেয়েছিলেন। নরেন্দ্র মোদীকে পুনরায় নির্বাচিত না করলে দেশের সংকট বাড়বে, ২১শে মার্চ শনিবার মথুরায় নিজের লোকসভা কেন্দ্রে ভোটের প্রচারে এমনই মন্তব্য করেছিলেন বিজেপি সাংসদ হেমা মালিনী।

আরও পড়ুনঃ কংগ্রেস ক্ষমতায় এলে মোদীর নীতি আয়োগ তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন রাহুল

এই মুহূর্তে মোদীজী ছাড়া অন্য কোনও দ্বিতীয় অপশন নেই, তাঁকেই পুনরায় মসনদে ফিরতে হবে বলে তিনি আশা প্রকাশ করেন। অন্য কেউ ক্ষমতায় বসলে তা দেশের বিপদ বয়ে আনবে, সেজন্যই বিজেপির কর্মী সমর্থকরা অক্লান্ত পরিশ্রম করছেন বলে তিনি কৃতজ্ঞতা জানান।

সরকারের বিভিন্ন প্রকল্পের নাম উল্লেখ করে তিনি বলেন, আগের সরকারের অনেক পদক্ষেপেই সিদ্ধান্ত নেওয়ার সৎ সাহস ছিল না৷

আরও পড়ুনঃ মোদীর মিশন শক্তির ঘোষণায় নির্বাচনী আচরনবিধি লঙ্ঘন হয়নি, জানিয়ে দিল কমিশন

চৌকিদার ইস্যুতে এর আগে তিনি নিজেকে চৌকিদারনী হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, নরেন্দ্র মোদী দুর্নীতি দূরীকরণের জন্য যথাযথ চেষ্টা চালাচ্ছেন, বিরোধীরা তাদের দুষ্কর্ম্মে সামিল হতে না পেরে হতাশাজনক পরিস্থিতি থেকে প্রধানমন্ত্রীর সমালোচনা করছেন। বিরোধীদের হাতে কোনো ইস্যু নেই বলেও কটাক্ষ করেন তিনি।

ভোটে জেতার ব্যাপারে আশাবাদী হেমা বলেন, তিনি এই কেন্দ্রে অনেক পরিশ্রম করেছেন উন্নয়নের জন্য। হেমা বলেন, শুধু অভিনেত্রী হবার কারনে তিনি ভোটে জয়ী হবেন তা কখনোই নয়, তিনি তার কাজের পরিপ্রেক্ষিতেই জিতবেন। সরকারের বিভিন্ন প্রকল্প যেমন উজ্বালা স্কীম, শৌচাগার তৈরি, আয়ুষ্মান ভারত যোজনা ইত্যাদির সুফল যাতে জনগনের কাছে পৌঁছে দেওয়া যায়, তার লক্ষ্যেই তিনি কাজ করেছেন বলে জানান।

আরও পড়ুনঃ মদ বিক্রিতে ১০ হাজার কোটি টাকার সর্বকালিন রেকর্ড গড়ল মা মাটি মানুষের সরকার

হেমা মালিনী এবার বিজেপির টিকিটে লড়ছেন রাষ্ট্রীয় লোক দলের কুনওয়ার নরেন্দ্র সিংয়ের বিরুদ্ধে। গত ২০১৪ লোকসভা নির্বাচনে তিনি রাষ্ট্রীয় লোক দলের জয়ন্ত চৌধুরীকে ৩ লক্ষ ৩০ হাজার ভোটের কিছু বেশি ব্যবধানে হারিয়েছিলেন।

]]>