Mathew Samuel – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 10 Jun 2019 14:39:53 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Mathew Samuel – The News বাংলা https://thenewsbangla.com 32 32 নারদ কাণ্ডে সিবিআই তলব করতে চলেছে ১০ তৃণমূল নেতা ও ১ পুলিশ কর্তাকে https://thenewsbangla.com/cbi-summon-10-tmc-leaders-1-police-officer-in-mathew-samuel-narada-case/ Mon, 10 Jun 2019 14:39:53 +0000 https://www.thenewsbangla.com/?p=13631 ভয়েস স্যাম্পল সংগ্রহ করতে; নারদ কাণ্ডে সিবিআই তলব করতে চলেছে ১০ নেতা ও ১ পুলিশ কর্তাকে। সারদা চিট ফান্ড মামলায়; তদন্তের গতি বাড়িয়ে দিয়েছে সিবিআই। এবার নারদা মামলাতেও গতি বাড়াতে চলেছে কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ।

নারদকাণ্ডে ১৪ জন অভিযুক্তের মধ্যে; মাত্র ২ জন ভয়েস স্যাম্পল জমা দিয়েছেন। বাকি ১২ অভিযুক্তের মধ্যে ১১ জনের ভয়েস স্যাম্পল সংগ্রহ করার জন্য; এবার তাঁদের ডাকতে চলেছে সিবিআই। সূত্রের খবর, খুব শীঘ্রই এফআইআরএ নাম থাকা ১২ জনের মধ্যে ১১ অভিযুক্তকে নোটিশ পাঠানো হবে।

আরও পড়ুনঃ সব্যসাচীর হাত ধরে বিধাননগর পুরসভাও কি বিজেপির হতে চলেছে

ইতিমধ্যেই তদন্ত চলাকালিন মারা গেছেন; আর এক অভিযুক্ত সুলতান আহমেদ। নিজাম প্যালেসে এই অভিযুক্তদের তলব করে; তাদের ভয়েস স্যাম্পল সংগ্রহ করার পাশাপাশি তাদের জেরাও করা হবে, বলে জানা গেছে।

আরও পড়ুনঃ পুলিশ ও নেতাদের ঘুম উড়েছে, সারদার পর নারদ কাণ্ডেও উঠেপড়ে লাগল সিবিআই

নারদ স্টিং অপেরাশনের ভিডিও ফুটেজে; এই অভিযুক্তদের কণ্ঠস্বর শোনা গিয়েছে। সেটা তাঁদের কিনা; তা জানার জন্যই এই স্যাম্পল সংগ্রহ করা হবে। ১৪ জন অভিযুক্তের মধ্যে; ফিরহাদ হাকিম ও মুকুল রায় অনেক আগেই ভয়েস স্যাম্পল দিয়েছেন।

আরও পড়ুনঃ মন্দিরের মূর্তিকে জড়িয়ে কুরুচিপূর্ণ ছবি পোস্ট করে পুলিশের জালে মুজিবর

অনেক নেতাই দাবি করেছিলেন; এই ভিডিও ফুটেজ নকল। এমনকী কণ্ঠস্বর তাঁদের নয় বলেও; দাবি করা হয়েছিল। তাই এই এবার সব অভিযুক্তের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে; তা পরীক্ষা করতে চাইছে সিবিআই।

আরও পড়ুনঃ ভারতীয় সেনার হাতে আসছে আমেরিকার আধুনিক সামরিক ড্রোন

ডাকা হবে মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায়, সৌগত রায়, অপরূপা পোদ্দার, শুভেন্দু অধিকারী, শোভন চট্টোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, প্রসূন ব্যানার্জীর মত নেতাদের। ডাকা হবে পুলিশ কর্তা সৈয়দ মির্জাকে। ইতিমধ্যেই সৈয়দ মির্জাকে ডেকে জেরা করছে সিবিআই।

আরও পড়ুনঃ কঠোর সাজা পেল কাঠুয়া ধর্ষণ মামলার অভিযুক্তরা

বলা যায়, লোকসভা ভোটের পর ফের সমস্যায় পরতে চলেছে; তৃণমূলের তাবড় নেতারা। রাজনৈতিক ও প্রশাসনিক মহল মনে করছে; এবার নারদা মামলায় জাল গোটাতে চলেছে কেন্দ্রীয় গোয়েন্দা দল। সারদা ও নারদ মামলায় এবার জোর কদমে তদন্তে; গতি আনতে চাইছে সিবিআই।

]]>
ভোটের মধ্যেই নারদ মামলায় তৃণমূল নেতাদের চার্জশিট দেবে সিবিআই, খুশি পদ্ম শিবিরে https://thenewsbangla.com/cbi-give-charge-sheet-to-tmc-leaders-in-narada-case-within-one-months/ Fri, 29 Mar 2019 11:21:23 +0000 https://www.thenewsbangla.com/?p=9452 ভোটের মধ্যেই নারদ মামলায় তৃণমূল নেতাদের চার্জশিট দেবে সিবিআই। কলকাতা হাইকোর্টে এমনটাই হলফনামায় জানিয়ে দিল সিবিআই। অর্থাৎ লোকসভা ভোটের মধ্যেই নারদ মামলায় তৃণমূল নেতাদের চার্জশিট দেবে সিবিআই। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির এজলাসে শুক্রবার একথা জানান কেন্দ্রের অতিরিক্ত সলিসিটার জেনারেল কৌশিক চন্দ। সিবিআইয়ের এই ঘোষণায় খুশি বিজেপি শিবির।

নারদ কাণ্ডের তদন্তে বড়সড় অগ্রগতি। ১ মাসের মধ্যেই জাল গুটিয়ে ফেলতে পারবেন তদন্তকারী অফিসাররা। ইতিমধ্যেই শেষ হয়ে গেছে নারদ কাণ্ডের তদন্ত। এক মাসের মধ্যেই এই মামলায় চার্জশিট দেবে সিবিআই। এমনটাই হাইকোর্টকে জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিযুক্তদের মধ্যে তৃণমূল নেতা নেত্রী, আই পি এস অফিসার, মন্ত্রী, সাংসদরা আছেন।

কলকাতা হাইকোর্টে একটি রিপোর্ট জমা দেয় সিবিআই। জানান হয়েছে, তদন্ত প্রায় শেষ। তবে ম্যাথিউ সামুয়েলের অ্যাপল আই ফোনের রিপোর্ট না এলেও চার্জশিট দেবে সিবিআই, এমনটাই বলা হয়েছে। এদের মধ্যে এবারের ভোটে দাঁড়িয়েছেনও অনেকে। দারুণ সমস্যায় পড়বেন সেই সব প্রার্থীরা।

এর আগে এই মামলায়, ফরেনসিক থেকে ম্যাথিউ সামুয়েলের অ্যাপল আই ফোনের রিপোর্ট না আসায় মামলা এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছিল না। এবার এক মাসের মধ্যেই এই মামলায় চার্জশিট দেওয়া হবে বলেই আদালতে জানিয়ে দিল সিবিআই। চার্জ শিট পেশ করার জন্য লোকসভা ও বিধানসভার অনুমতি চাওয়া হবে বলেই জানা গেছে।

ভোটের মুখে ফায়দা তুলতেই ফের সিবিআইকে কাজে লাগাচ্ছে বলেই অভিযোগ তৃণমূলের। আইন আইনের পথেই চলবে, পরিস্কার জানিয়েছে বিজেপির তরফ থেকে। যদিও, ভোটের মধ্যেই নারদা মামলায় চার্জশিট দিচ্ছে সিবিআই, এটাই খুশি হাওয়া নিয়ে এসছে পদ্ম শিবিরে। ভোটের প্রচারে ফের একবার নারদা মামলা নিয়ে রাজ্যের শাসক দলকে বিপদে ফেলা যাবে মনে করছে গেরুয়া শিবির।

]]>