Mary Com – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 20 May 2022 04:18:03 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Mary Com – The News বাংলা https://thenewsbangla.com 32 32 গোটা বিশ্বকে উড়িয়ে দিয়ে, ভারতের নতুন বিশ্ব চ্যাম্পিয়ন নিখাত জারিন https://thenewsbangla.com/blowing-up-the-whole-world-india-new-world-champion-nikhat-jarin-after-mary-kom/ Fri, 20 May 2022 04:17:34 +0000 https://www.thenewsbangla.com/?p=15137 গোটা বিশ্বকে উড়িয়ে দিয়ে; ভারতের নতুন বিশ্ব চ্যাম্পিয়ন নিখাত জারিন। ২০১৯ সালে ৫২ কেজি বিভাগে বিশ্ব বক্সিংয়ে কোনও যোগ্যতা অর্জন পর্ব ছাড়াই; মেরি কমকে বেছে নেওয়া হয়েছিল। সঙ্গে সঙ্গে আপত্তি জানান; মাত্র ২২ বছরের নিখাত জারিন। ভারতীয় বক্সিং ফেডারেশনের কাছে দাবি জানান; যোগ্যতা অর্জন পর্বের জন্য। সেই সময় বক্সিং ফেডারেশনের প্রধান নির্বাচক রাজেশ ভান্ডারী বলেন; “ভেবে চিন্তেই মেরি কমকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে; ভারতের পদক নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য; এই মুহূর্তে ৫২ কেজি বিভাগে পদক পাওয়ার যোগ্য দাবিদার মেরি কমই”। সে বার ব্রোঞ্জ পেয়েছিলেন মেরি কম।

ফেডারেশনের পক্ষ থেকে তখন টোকিয়ো অলিম্পিক্সের জন্যও; মেরি কমকেই বেছে নেওয়া হয়। জারিন মেনে নিতে পারেননি। তিনি ন্যায্য সুযোগের দাবি করেন। উত্তরে মেরির শ্লেষাত্মক প্রশ্ন ছিল; “কে নিখাত জারিন?”

তিনবছর পরে; এর উত্তর দিলেন নিখাত জারিন। তুরস্কে রচিত হল ইতিহাস। মাত্র পঞ্চম ভারতীয় মহিলা বক্সার হিসাবে; থাইল্যান্ডের জিতপং জুতামাসকে পরাস্ত করে বিশ্বচ্যাম্পিয়ন হলেন নিখাত জারিন। মেরি কম, সরিতা দেবী, জেনি আরএল এবং লেখা কেসির পর; মাত্র পঞ্চম ভারতীয় মহিলা হিসাবে বিশ্বচ্যাম্পিয়ন হলেন নিখাত জারিন।

যে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে মেরি কম ছয়বার চ্যাম্পিয়ন হয়েছেন; সেই প্রতিযোগিতায় নয়া বিশ্বচ্যাম্পিয়নের নাম নিখাত জারিন। ইস্তানবুলে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ফ্লাইওয়েট বিভাগের ৫২ কেজিতে; থাইল্যান্ডের অলিম্পিয়ান জিতপং জুতামাসকে হারান তিনি; খেলার ফল ৫-০। ২০২২ সালে, ভারতের নতুন বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ন নিখাত জারিন। সেই ৫২ কেজি বিভাগেই। মেরি কমের পরে; ভারতের নতুন বিশ্ব চ্যাম্পিয়ন নিখাত জারিন।

তেলেঙ্গনায় জন্ম এই তরুণীর; বাবা মহম্মদ জামিল আহমেদের কাছেই শুরু বক্সিংয়ের পাঠ। প্রায় এক বছর বাবার কাছে বক্সিং শেখেন জারিন। ২০০৯ সালে দ্রোণাচার্য পুরস্কার প্রাপ্ত বেঙ্কটেশ্বর রাওয়ের কাছে; প্রশিক্ষণ শুরু করেন তিনি। এক বছরের মধ্যে তাঁকে ‘গোল্ডেন বেস্ট বক্সার’; মনোনীত করা হয় তামিলনাড়ুর একটি প্রতিযোগিতায়।

২০১১ সালে তুরস্কে যুব বিশ্বচ্যাম্পিয়নশিপে; সোনা জিতেছিলেন জারিন। ২০১৪ সালে বুলগেরিয়াতে পেয়েছিলেন রুপো। সেই বছরেই সার্বিয়াতে আন্তর্জাতিক নেশনস কাপে; সোনা জেতেন তিনি। তাইল্যান্ড ওপেনে ২০১৯ সালে; রুপো জেতেন জারিন। তবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জয়টাই; এখনও পর্যন্ত তাঁর সেরা সাফল্য।

]]>