Martyred Jawans – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 21 Jun 2019 08:33:42 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Martyred Jawans – The News বাংলা https://thenewsbangla.com 32 32 সীমান্তে শহীদ জওয়ানের বোনের বিয়েতে হাজির বায়ুসেনার গরুড় কম্যান্ডোরা https://thenewsbangla.com/martyr-garud-commando-sister-wedding-jawans-perform-marriage-ritual/ Fri, 21 Jun 2019 08:33:42 +0000 https://www.thenewsbangla.com/?p=14221 জংগীদের গুলিতে দু বছর আগে ২০১৭ সালে; শহীদ হয়েছিলেন কমান্ডো জ্যোতিপ্রকাশ নিরালা। জম্মু-কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে শহীদ হন ভারতীয় বায়ুসেনার গরুড় কম্যান্ডো জ্যোতিপ্রকাশ। অসাধারণ সাহসিকতার ও বীরত্বের জন্য পেয়েছেন মরনোত্তর অশোক চক্র সম্মানও।

কিন্তু তারপর কেটে গেছে অনেকদিন; স্মৃতির আড়ালে চলে গেছে শহীদের পরিবার। সাধারণত প্রতি ক্ষেত্রে যা হয়; তেমন ঘটেছিল কম্যান্ডো জ্যোতিপ্রকাশ নিরালার পরিবারের সাথেও। পরিবারের একমাত্র চাকুরিজীবী ছেলে শহীদ হওয়ার পর; চরম আর্থিক সংকটে ভুগছিল জ্যোতিপ্রকাশের পরিবার।

আরও পড়ুনঃ মাইনাস ২০ ডিগ্রিতে আন্তর্জাতিক যোগ দিবস পালন ভারতীয় জওয়ানদের

দেশের জনগণ ভুলে গেলেও; শহীদ জওয়ান জ্যোতিপ্রকাশের এক সময়ের সহকর্মী ও বন্ধুরা ভুলে যাননি পরিবারটিকে। শহীদ জওয়ান জ্যোতিপ্রকাশের অবর্তমানে; তাঁর বোনের বিয়ের সমস্ত ব্যবস্থা করলেন সেই জওয়ানরাই।

বিয়ের দিন জ্যোতিপ্রকাশের বাড়ীতে হাজির হয়ে বোন কে বিয়ে দিয়ে শ্বশুর বাড়ী পাঠালেন ৫০ জন জওয়ান। অভূতপুর্ব এই ঘটনার সাক্ষী থাকল বিহারের রোহতাসের বাদিলাডিহ গ্রাম। দায়িত্ব নিয়ে; দাঁড়িয়ে থেকে বোনের বিয়ের শুভ কাজ সম্পন্ন করলেন তাঁরা।

আরও পড়ুনঃ উত্তপ্ত ভাটপাড়ায় বন্ধ ইন্টারনেট পরিষেবা, মৃতদেহ নিয়ে মিছিল বিজেপির

গত সপ্তাহে; শহীদ গরুড় কমান্ডো জ্যোতিপ্রকাশ নিরালার বোনের বিয়ে ছিল। শহীদ সহকর্মীর বোনের বিয়ের খবর পেয়ে; সটান বিয়ে বাড়ীতে হাজির হয়ে যান দাদার ৫০ জন সহকর্মী জওয়ান। প্রথা অনুযায়ী; দু’টি লাইনে ভাগ হয়ে হাঁটু মুড়ে মাটিতে হাত রেখে; তালু উপরের দিকে ঘুরিয়ে বোনকে ছাদনাতলায় পৌঁছে দেন ৫০ জন জওয়ান।

জীবনের শেষদিনেও দেশরক্ষার দায়িত্ব পালন করেছিলেন জ্যোতিপ্রকাশ। পাঁচ জঙ্গিকে নিকেশ করে মৃত্যুবরণ করেছিলেন তিনি। ২০১৮-এর প্রজাতন্ত্র দিবসে শহীদ জওয়ানকে সম্মান জানিয়েছিল কেন্দ্র।

আর্থিক অসচ্ছলতার কারনে; মেয়ের বিয়ে দেওয়ার সামর্থ ছিল না তাঁদের। তখনই পরিবারের পাশে দাঁড়ায় জ্যোতিপ্রকাশের এক সময়ের সহকর্মীরা। পরিবারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন বায়ুসেনার গরুড় কম্যান্ডো বাহিনীর জওয়ানরা।

গরুড় ফোর্সের প্রত্যেক জওয়ান ৫০০ টাকা করে দিয়ে, মোট পাঁচ লক্ষ টাকা তুলে দেন শহীদের পরিবারের হাতে। সেই টাকা দিয়েই সম্প্রতি পাটনায় শুভবিবাহ সম্পন্ন হয়েছে শহীদ জ্যোতিপ্রকাশের বোনের। বায়ুসেনার এই উদ্যোগে দেশের মানুষের কাছে আবারও প্রমান হল; সীমান্তে যারা দেশকে রক্ষা করে তাঁদের জায়গা অনেক উঁচুতে।

]]>
শহিদ জওয়ানকে সম্মান নয়, সেনাকে পাথর ছুঁড়ে দেশদ্রোহীরাই ‘নায়ক’ https://thenewsbangla.com/shaheed-jawans-are-not-respected-militants-supporters-are-hero-in-india/ Thu, 07 Mar 2019 10:40:56 +0000 https://www.thenewsbangla.com/?p=4361 পুলওয়ামা জঙ্গি হামলার পরে কাশ্মীরে সেনা-জঙ্গি লড়াই আরও বেড়েছে। পাক জঙ্গিদের বিরুদ্ধে গুলির লড়াইয়ে কাশ্মীরে প্রতিদিনই শহিদ হচ্ছেন ভারতীয় জওয়ানরা। না, বাংলা সংবাদমাধ্যমে কোথাও তাঁদের নাম বা ছবি নেই। ছবি আছে তাদের ও তাদের পরিবারের, যারা পাক জঙ্গীদের বাঁচাতে ও পালাতে সাহায্য করতে সেনার দিকে পাথর ছুঁড়ে ‘দেশদ্রোহীতা’র দৃষ্টান্ত স্থাপন করছে। এখনও প্রতিদিন কাশ্মীরে সেনার সঙ্গে জঙ্গিদের লড়াই চলছে আর জঙ্গিদের বাঁচাতে সেনাকে বিভিন্ন ভাবে আটকাচ্ছে বিপথে যাওয়া যুবকরা।

আরও পড়ুনঃ পাকিস্তানে বিমানহানার প্রমাণ সরকারের হাতে, বাকি সব গুজব

শহীদ জওয়ানকে সম্মান নয়, সেনাকে পাথর ছুঁড়ে দেশদ্রোহীরাই ভারতে 'নায়ক'/The News বাংলা
শহীদ জওয়ানকে সম্মান নয়, সেনাকে পাথর ছুঁড়ে দেশদ্রোহীরাই ভারতে ‘নায়ক’/The News বাংলা

কাগজ টিভি খুললেই সেনার দিকে পাথর ছোঁড়ার সময় সেনার গুলিতে মারা যাওয়া যুবকদের ছবি। তাদের পরিবারের ছবি। কোথাও নেই শহিদ সেনার ছবি বা সেনার পরিবারের ছবি। সেনার সমালোচনা আছে, সেনার দিকে পাথর ছোঁড়ার বিরুদ্ধে এক লাইনও নেই। ধন্য ভারতের সংবাদজগত। একটি রাজনৈতিক দলের সমালোচনা করতে গিয়ে দেশ ও সেনার সমালোচনা করতেও পিছপা নয় তারা।

আরও পড়ুনঃ পরের সার্জিক্যাল স্ট্রাইকে বিমানে বেঁধে নিয়ে যাওয়া হবে বিরোধীদের

শহীদ জওয়ানকে সম্মান নয়, সেনাকে পাথর ছুঁড়ে দেশদ্রোহীরাই ভারতে 'নায়ক'/The News বাংলা
শহীদ জওয়ানকে সম্মান নয়, সেনাকে পাথর ছুঁড়ে দেশদ্রোহীরাই ভারতে ‘নায়ক’/The News বাংলা

পুলওয়ামা জঙ্গি হামলা, ভারতের বিমান হানা, এফ ১৬ ও মিগ ২১ এর লড়াইয়ের পরও প্রতিদিন জঙ্গি হামলাকে কেন্দ্র করে ফের রক্তাক্ত কাশ্মীর। মাসখানেক আগেই পুলওয়ামার খারপোরা সিরনু এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে গোয়েন্দা সূত্রে খবর পায় নিরাপত্তা বাহিনী।

সঙ্গে সঙ্গে ওই এলাকায় ছোটেন সেনা জওয়ানরা। এলাকায় জওয়ানদের দেখে আচমকা গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা। সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী। তাতে তিন জঙ্গি নিহত হয়। সংঘর্ষে এক জওয়ানেরও মৃত্যু হয়। আহত হন আরও দুজন সেনা।

আরও পড়ুনঃ মতুয়াদের বড়মার মৃত্যু রহস্যজনক, চাঞ্চল্যকর অভিযোগ

এরপর, জওয়ানদের গুলিতে তিন জঙ্গি নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই নিরাপত্তা বাহিনীর উপর চড়াও হয় কিছু স্থানীয় যুবক। জওয়ানদের লক্ষ্য করে তাঁরা পাথর ছুড়তে শুরু করে। বিক্ষোভকারীদের হঠাতে প্রথমে ছর্‌রা বন্দুক ব্যবহার করা হয়। ছোড়া হয় কাঁদানে গ্যাসও। তাতেও কাজ না হওয়ায় গুলি ছোড়েন জওয়ানরা। তাতেই ৭ জন স্থানীয় বাসিন্দার মৃত্যু হয়।

শহীদ জওয়ানকে সম্মান নয়, সেনাকে পাথর ছুঁড়ে দেশদ্রোহীরাই ভারতে 'নায়ক'/The News বাংলা
শহীদ জওয়ানকে সম্মান নয়, সেনাকে পাথর ছুঁড়ে দেশদ্রোহীরাই ভারতে ‘নায়ক’/The News বাংলা

৭ জন স্থানীয় বাসিন্দার মৃত্যুতে ফের উত্তাল হয়ে যায় কাশ্মীর। সেনার দিকে পাথর বৃষ্টিকারীদের উপর এই ভাবে গুলি চালানোয় নতুন করে উত্তাল হয়ে ওঠে উপত্যকা। যা উস্কে দেয় ২০১৬-র ভয়াবহ স্মৃতি, যখন হিজবুল মুজাহিদিন কম্যান্ডার বুরহান ওয়ানির মৃত্যু ঘিরে প্রায় দুমাসব্যাপী প্রতিবাদ আন্দোলন চলেছিল উপত্যকায়।

আরও পড়ুনঃ ভোটের বাজার মাত করতে আসরে নামছে পিসি

সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে সেই সময় মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গিয়েছিল। আহত হয়েছিলেন প্রায় ১০০০ মানুষ। ছররা বন্দুকের গুলিতে দৃষ্টিশক্তিও হারিয়েছিলেন অনেকে। সেই সময়ও জঙ্গি গোষ্ঠী হিজবুল মুজাহিদিন কম্যান্ডার বুরহান ওয়ানির মৃত্যু নিয়ে ভারতীয় সেনার বিরুদ্ধেই লিখেছিল বাংলা ও ভারতীয় সংবাদমাধ্যম এর একাংশ।

শহীদ জওয়ানকে সম্মান নয়, সেনাকে পাথর ছুঁড়ে দেশদ্রোহীরাই ভারতে 'নায়ক'/The News বাংলা
শহীদ জওয়ানকে সম্মান নয়, সেনাকে পাথর ছুঁড়ে দেশদ্রোহীরাই ভারতে ‘নায়ক’/The News বাংলা

এদিকে গত কয়েকমাসে কাশ্মীরের হান্ডওয়ারা, বন্দীপোর ও কুলগামে, সোপিয়ানে আলাদা আলাদা এনকাউন্টারে জঙ্গিদের পিছু ধাওয়া করতে গিয়ে অন্তত ছজন ভারতীয় সেনা সদস্য প্রাণ হারিয়েছেন। প্রতিটি ক্ষেত্রেই জঙ্গিরা পালানোর সময় স্থানীয় যুবকদের সাহায্য পেয়েছে বলেই অভিযোগ।

পাথর ছুঁড়ে ভারতীয় সেনাদের বাধা দিয়ে জঙ্গিদের সুবিধা করে দিয়েছে তারা। এরকমই একটি ঘটনায় জঙ্গি গুলিতে নিহত এক মেজরকে শেষ বিদায় জানানোর সময় ভারতীয় সেনাধ্যক্ষ বিপিন রাওয়াত জানিয়ে দিয়েছিলেন, ‘তাদের ধৈর্যের বাঁধ কিন্তু এখন ভেঙে গেছে’।

আরও পড়ুনঃ দেশদ্রোহী আখ্যা পেয়েও নিজের বক্তব্যে অনড় কংগ্রেস নেতা

শহীদ জওয়ানকে সম্মান নয়, সেনাকে পাথর ছুঁড়ে দেশদ্রোহীরাই ভারতে 'নায়ক'/The News বাংলা
শহীদ জওয়ানকে সম্মান নয়, সেনাকে পাথর ছুঁড়ে দেশদ্রোহীরাই ভারতে ‘নায়ক’/The News বাংলা

কাশ্মীরে যে সব বেসামরিক লোক সেনাবাহিনীর জঙ্গি-দমন অভিযানে বাধা দিচ্ছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। ‘কাশ্মীরে যারা জঙ্গিদের পালাতে সাহায্য করছে, কিংবা পাকিস্তান ও আইএস-এর পতাকা প্রদর্শন করছে তাদের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করতে ভারতীয় সেনারা এখন থেকে আর দুবার ভাববে না’, পরিষ্কার জানিয়ে দিয়েছেন সেনাপ্রধান। ভারতীয় সেনার নিরাপত্তা দৃষ্টিকোণে তাঁর কথায় কোনও ভুল নেই, বলেই অনেক প্রতিরক্ষা বিশেষজ্ঞর অভিমত।

আরও পড়ুনঃ সরকারি ২৫টি দরকারি অ্যাপস

শহীদ জওয়ানকে সম্মান নয়, সেনাকে পাথর ছুঁড়ে দেশদ্রোহীরাই ভারতে 'নায়ক'/The News বাংলা
শহীদ জওয়ানকে সম্মান নয়, সেনাকে পাথর ছুঁড়ে দেশদ্রোহীরাই ভারতে ‘নায়ক’/The News বাংলা

যে স্থানীয় যুবকরা জঙ্গিদের সাহায্য করবে কিংবা যাদের পাকিস্তানি ও আইএস পতাকা নিয়ে দেখা যাবে, সেনাবাহিনী তাদের দেশবিরোধী শক্তি বলেও চিহ্নিত করবে বলে জেনারেল রাওয়াত জানিয়ে দিয়েছেন। তিনি বলছেন, ‘২০১৫ থেকেই দেখা যাচ্ছে বিশেষ করে দক্ষিণ কাশ্মীরে, যখনই কোনও জঙ্গিদের গোপন আস্তানায় সেনারা হানা দিচ্ছে, স্থানীয় মানুষজন মসজিদ থেকে মাইক জোগাড় করে বা সোশ্যাল মিডিয়ায় প্রচার চালিয়ে তাদের ঘিরে ফেলছে। পাথর ছুঁড়ে তাদের বাধা দিচ্ছে। এতে তাঁদের স্বাভাবিক অভিযান ব্যাহত হচ্ছে, অন্য দিকে তাঁদের মনোযোগ ঘুরিয়ে দেওয়া হচ্ছে’।

আরও পড়ুনঃ ভারতের চাপে মাথা নত করল পাকিস্তান

শহীদ জওয়ানকে সম্মান নয়, সেনাকে পাথর ছুঁড়ে দেশদ্রোহীরাই ভারতে 'নায়ক'/The News বাংলা
শহীদ জওয়ানকে সম্মান নয়, সেনাকে পাথর ছুঁড়ে দেশদ্রোহীরাই ভারতে ‘নায়ক’/The News বাংলা

তবে জঙ্গি হামলার পর সেনার বিরুদ্ধে এই পাথর ছোঁড়া আর বরদাস্থ করা হবে না বলেই জানিয়ে দিয়েছে ভারতীয় সেনা। আদালতও সেনার হয়েই রায় দিয়েছে। আর বরদাস্থ করা হবে না জানিয়ে দিয়েছেন সেনা প্রধান।

আর সেনার বিরুদ্ধে গিয়ে দেশের বিরুদ্ধেই লিখছে সংবাদমাধ্যম। কারণ কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় থাকার জন্য, যেনতেন প্রকারেন বিজেপির সমালোচনা করাই তাদের লক্ষ্য। দল আর দেশ যে আলাদা সেটা বোঝার ক্ষমতা অনেকের নেই বলেই আক্ষেপ সেনা আধিকারিকদের। সরকার যে দলেরই হোক, ভারতীয় সেনার বিরূদ্ধে গিয়ে জঙ্গিদের সাহায্য করাটা কি দেশদ্রোহ নয়? জঙ্গিদের সমর্থন করাটা বা তাদের হিরো করে দেখানোর চেষ্টা কি দেশদ্রোহীতা নয়? বাংলা সংবাদমাধ্যম কেন্দ্রীয় সরকার বা বিজেপির বিরুদ্ধে লিখতে গিয়ে দেশের বিরুদ্ধে লিখছে না তো? ভেবে দেখার সময় এসেছে।

আরও পড়ুনঃ মোদীকে হত্যা কর, কংগ্রেস নেতার প্রকাশ্য নির্দেশ
আরও পড়ুনঃ ভারতীয় সাবমেরিনের ভয়ে কাঁপছে পাকিস্তান
আরও পড়ুনঃ ম্যাডাম খুব তাড়াতাড়ি যুদ্ধ বিমানে বসতে চাই, নির্মলাকে অভিনন্দন

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
কাশ্মীরে আবার জঙ্গি হামলা, বিস্ফোরণে শহিদ আর্মি মেজর https://thenewsbangla.com/militants-attack-again-in-kashmir-terrible-explosion-killed-one-army-major/ Sat, 16 Feb 2019 12:12:15 +0000 https://www.thenewsbangla.com/?p=6891 পুলওয়ামার পর কাশ্মীরে আবার জঙ্গি হামলা, এবার শহিদ এক আর্মি মেজর। কাশ্মীরের পুলওয়ামায় ভয়ঙ্কর পাক জঙ্গি হামলায় নয় নয় করে মৃত্যুর সংখ্যা ৫০ ছুঁয়েছে। ঘটনার পর দুদিনও কাটেনি। দেশ এখনও শোক কাটিয়ে উঠতে পারেনি। তার মধ্যেই আবার জঙ্গি হামলার ঘটনা। এবার বিস্ফোরণে শহিদ এক আর্মি মেজর। রাজৌরির কাছে নৌসেরা এলাকায় সেনা টহলের সময় বিস্ফোরণ হয়েছে। সেখানেই মারা গেছেন এক আর্মি মেজর।

আরও পড়ুনঃ কাশ্মীরে পাক হামলার পর কলকাতা থেকে গ্রেফতার বাংলাদেশি জামাত জঙ্গি

জানা গেছে সেনার টহলের সময় এই আইইডি বা ইম্প্রভাইজ ডিভাইজ বিস্ফোরণ হয়। তার জেরেই শহিদ হন ওই আর্মি অফিসার। জম্মুর রাজৌরির কাছে নৌসেরা এলাকায় ভারত পাকিস্তান সীমান্তের কাছেই এই বিস্ফোরণ হয়। ভারতীয় সেনা পজিসন নিয়েছে। ওই আর্মি মেজর আইইডি বা ইম্প্রভাইজ ডিভাইজ বিস্ফোরণ এ মারা যান।

আরও পড়ুনঃ পাকিস্তানকে বয়কট করে ভারতের হাত ধরল সৌদি আরব

স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর বাড়িতে দেশের নিরাপত্তা বিষয়ক গুরুত্বপূর্ণ বৈঠকের মাঝেই এই ঘটনা ঘটল। কি ভাবে এই ঘটনা ঘটল দেখছে ভারতীয় সেনা। কাশ্মীরের পুলওয়ামার হত্যাকাণ্ড এর রেশ এখনও কাটিয়ে উঠতে পারেনি ভারত। দেশ এখনও শোক কাটিয়ে উঠতে পারেনি। তার মধ্যেই আবার এক আর্মি মেজর শহিদ হওয়ায় ফের দেশ জুড়ে ক্ষোভের আগুন যে বাড়বে তা বলাই যায়।

আরও পড়ুনঃ প্রাক্তন সেনাকর্তাকে রাজ্যপাল করে কাশ্মীরে পাক জঙ্গি নিধনে নামছে কেন্দ্র

তবে পুলওয়ামার এত বড় কাণ্ডের পরেও এই ঘটনা কি করে ঘটে? কেন যথেষ্ট সতর্কতা নেওয়া হল না? ফের বিস্ফোরণ কি করে ঘটল? কি ভাবে আর্মি মেজরের মত একজন উঁচু পর্যায়ের আধিকারিক ঠিকমত সাবধানতা নিলেন না? উঠে আসছে অনেক প্রশ্ন। সব প্রশ্নের উত্তর খুঁজছেন ভারতীয় সেনা আধিকারিকরা।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>