Maoist – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 21 Jun 2019 11:44:09 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Maoist – The News বাংলা https://thenewsbangla.com 32 32 বিনা দোষে ১৪ বছর জেল খাটার পর, বেকসুর খালাস দুই বাঙালি https://thenewsbangla.com/two-bengali-get-rid-of-acquiescence-after-14-years-imprisonment-without-fault/ Fri, 21 Jun 2019 11:44:09 +0000 https://www.thenewsbangla.com/?p=14235 বিনা দোষে ১৪ বছর জেল খাটার পর; আদালতে বেকসুর খালাস দুই বাঙালি। ১৪ বছর জেল খেটে; অর্থাৎ যাবজ্জীবন সাজা খেটে অবশেষে মুক্তি আমাদের সমাজেরই দুটি মানুষের; যাদের বিরুদ্ধে কোন অভিযোগই প্রমাণ হয়নি। কে ফিরিয়ে দেবে সেই ১৪ টি বছর?

হাইকোর্টে বেকসুর খালাস; দুই রাজনৈতিক বন্দি পতিতপাবন হালদার ও সন্তোষ দেবনাথ। ১৪ বছরেরও বেশি জেল খাটার পর! তাঁদের অপরাধ প্রমাণ না হওয়ায়; শুক্রবার তাঁরা বেকসুর খালাস পান; কলকাতা হাইকোর্ট থেকে। তাঁরা যদি নিরপরাধ হন; তাহলে ১৪ বছর গারদের আড়ালে থাকার জন্য; প্রশাসনের কোন পদাধিকারীর কেন শাস্তি হবে না? উঠে গেল প্রশ্ন।

২০০৫ সালের ২১ শে মে হিন্দমোটর থেকে; গ্রেফতার করা পতিতপাবন হালদারকে। তিনি ছিলেন মাওবাদীদের প্রথম রাজ্য সম্পাদক। মাওবাদী রাজ্য কমিটির সদস্য সুশীল রায়ের সঙ্গেই; তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে বেআইনি অস্ত্র ও বিস্ফোরক রাখার অভিযোগ ছিল।

২০০৫ সালেরই ৩০ শে মে বেআইনি অস্ত্র ও বিস্ফোরক রাখার অভিযোগেই; কলকাতার বড়বাজার থেকে গ্রেফতার করা হয় সন্তোষ দেবনাথকে। এঁদের দুজনের বিরুদ্ধেই ভারতীয় দণ্ডবিধির আর্মস অ্যাক্ট ১২১, ১২১এ, ১২২, ১২৩, ১২৪এ ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়।

মামলা হয় পুরুলিয়ার বেলপাহাড়ি থানার আন্ডারে। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জিত বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি শুভ্রা ঘোষ এর ডিভিশন বেঞ্চ; অভিযুক্ত দুজনকেই বেকসুর খালাস করে দেয়।

এঁদের বিরুদ্ধে কোন মার্ডার চার্জ নেই। তাতেও ১৪ বছর জেল খাটার পর; তবে মুক্তি দুই বাঙালির। ১২ বছর ধরে আদালতে বুক বাইন্ডিং হয়নি বলেই; দীর্ঘদিন শুনানিই হয়নি এই মামলায়।

২০০৬ সালের ১৭ই মার্চ ঝাড়গ্রাম আদালত; এই মামলায় এঁদের দুজনকেই যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেয়। তারপর থেকেই তাঁদের ঠিকানা জেল। ১৪ বছর পর; বেকসুর খালাস পেলেন রাজনৈতিক বন্দি পতিতপাবন হালদার ও সন্তোষ দেবনাথ।

কলকাতা হাইকোর্টের রায়ে তাঁরা নিরাপরাধ। তবু দীর্ঘ ১৪ বছর কাটাতে হয়েছে জেলের অন্ধকারে। এর দায় কাদের? এর পিছনে প্রশাসন বা আদালতের যে সব মানুষ দায়ি; তাদের কেন শাস্তি হবে না?

এপিডিআরের সাধারণ সম্পাদক রঞ্জিত শূরের অভিযোগ, “পুলিশ প্রশাসন ও আদালতের কিছু কর্মীর গাফিলতিতে; বিনাবিচারে জেল খাটছেন আরও অনেক রাজনৈতিক বন্দী”।

]]>
জঙ্গলমহলে ছত্রধর মাহাতোর উপর কড়া নজর নির্বাচন কমিশনের https://thenewsbangla.com/election-commission-is-keeping-a-close-watch-on-chhatradhar-mahato/ Fri, 15 Mar 2019 04:47:50 +0000 https://www.thenewsbangla.com/?p=8465 জঙ্গলমহলে ছত্রধর মাহাতোর উপর কড়া নজর নির্বাচন কমিশনের। ভোটের কোন কাজে বা কোনভাবেই সে যাতে যুক্ত থাকতে না পারে সে জন্য তার উপর কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দেশ বিরোধী মাওবাদী কার্যকলাপে অংশ নিয়ে যাবজ্জীবন সাজা পেয়েছে সে। আর তাকে নিয়েই এখন চিন্তায় নির্বাচন কমিশন।

গতকাল বৃহস্পতিবারই প্যারোলে মুক্তি পেয়েছে ছত্রধর মাহাতো। তবে তার গতিবিধির ওপর কড়া নজর রাখছে নির্বাচন কমিশন। তার বিরুদ্ধে দেশদ্রোহিতার ধারায় মামলা থাকলেও, সে এখন মূলত রাজনৈতিক বন্দি। ভোটের সময় তার এই প্যারোলে মুক্তি পাওয়া জঙ্গলমহলে ভোটারদের প্রভাবিত করতে পারে বলে মনে করছেন কেউ কেউ।

আরও পড়ুনঃ ঘোষণার আগেই জানা গেল বাংলায় ৪২জন বিজেপি প্রার্থীর নাম

সেই সূত্রেই তার উপর নজর রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এই প্রসঙ্গে অতিরিক্ত নির্বাচন আধিকারিক সঞ্জয় বসু ইঙ্গিতপূর্ণ ভাবে বলেন, “আমরা নজর রাখছি সবার ওপরেই”। সব বিষয়েই নির্বাচন কমিশনের নজর আছে বলে জানান তিনি।

আরও পড়ুনঃ সন্ত্রাসদমনে মোদীর সমকক্ষ ছিলেন না মনমোহন, বিষ্ফোরক স্বীকারোক্তি শীলা দীক্ষিতের

মা অসুস্থ। সেই কারণ দেখিয়ে ১০ দিনের প্যারোলে মুক্তি পেয়েছে ছত্রধর মাহাতো। এমনিতে সে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি। কিন্তু এর মাঝে বিভিন্ন কারণে পাঁচবার প্যারোলে মুক্তি পেয়েছে এক সময় জঙ্গলমহলের জনসাধারণের কমিটির এই নেতা।

আরও পড়ুনঃ মমতার প্রার্থী তালিকা নিয়ে গোপনে ক্ষোভ বাড়ছে জেলায় জেলায়

সাধারণভাবে নির্বাচনের সময় কোন বন্দিকে প্যারোলে মুক্ত করার বিষয়টি নির্বাচন কমিশনের এক্তিয়ারের মধ্যে পড়ে না। বিচার ব্যবস্থা চলে নিজের গতিতেই। সেই সূত্রেই প্যারোলে মুক্তি পেয়েছে ছত্রধর মাহাতো। তবে জঙ্গলমহলে তার উপস্থিতি নির্বাচনে প্রভাব ফেলতে পারে, আশঙ্কা রয়েছে। এই বিষয়টিই মাথায় রাখছে কমিশন।

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গে নজিরবিহীন ৭ দফা ভোটে সুবিধা বিজেপির

প্যারোলে মুক্ত থাকার সময় কোন রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে পারবে না ছত্রধর। তবে সে যদি রাজনৈতিক প্রভাব খাটানোর চেষ্টা করে কোথাও, আর সেটা যদি কমিশনের নজরে আসে তবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর সূত্রে খবর।

আরও পড়ুনঃ ভাটপাড়া কি হতে চলেছে বাংলার প্রথম বিজেপি পরিচালিত পুরসভা

বলাই যায় ভোটের মুখে ছত্রধর মাহাতোর প্যারোলে মুক্তি পাওয়াটা খুব একটা স্বস্তিতে রাখছে না নির্বাচন কমিশনকে। চিন্তায় রাখছে রাজ্যের শাসক দলকেও। কারণ বিরোধী থাকাকালিন এই ছত্রধর মাহাতোকেই সরকারের বিরুদ্ধে আন্দোলনে ব্যবহার করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নিয়ে সমালোচনার ঝড়ও তুলেছে বর্তমান বিরোধী দল বিজেপি ও সিপিএম।

আরও পড়ুনঃ অর্জুনের হাত ধরে বারাকপুর লোকসভা ছিনিয়ে নিতে পারে বিজেপি
আরও পড়ুনঃ অর্জুনকে ওপেন চ্যালেঞ্জ অভিষেকের, দীনেশ ত্রিবেদীকে ২ লাখ ভোট জেতাব

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>