Maoist Attack – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 01 May 2019 08:44:26 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Maoist Attack – The News বাংলা https://thenewsbangla.com 32 32 মহারাষ্ট্রের গড়চিরোলিতে ভয়ঙ্কর মাওবাদী হামলা, ১৫ জন কম্যান্ডোর মৃত্যুর আশঙ্কা https://thenewsbangla.com/maoist-trigger-ied-blast-in-gadchiroli-maharashtra-police-vehicle-blown-up/ Wed, 01 May 2019 08:39:10 +0000 https://www.thenewsbangla.com/?p=12092 ভয়ঙ্কর মাওবাদী হামলায় হতাহত বহু। মহারাষ্ট্রের গড়চিরোলিতে ভয়ঙ্কর মাওবাদী হামলা হয়েছে। কমান্ডো বাহিনীর একটি গাড়িকে বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। গাড়ি উড়িয়ে দেবার পরেই গুলি বৃষ্টি শুরু করে মাওবাদীরা। অন্তত ১৫ জন কম্যান্ড গুরুতর আহত হয়েছেন। তাঁদের অনেকেরই মৃত্যু হয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে।

গতকাল রাতেই এই মহারাষ্ট্রের গড়চিরোলিতেই প্রায় ৩৬ টি গাড়ি আগুনে পুড়িয়ে দেয় মাওবাদীরা। ২৪ ঘণ্টার মধ্যেই ফের বড়সড় হামলা চালাল মাওবাদীরা। ভোটের পরেই এই হামলা হল। ভোটের ডিউটি সেরে ক্লান্ত নিরাপত্তা কর্মীদের মুহূর্তের অবসরের সুযোগে হামলা চালাল মাওবাদীরা।

আরও পড়ুনঃ ভোট প্রচারে উত্তপ্ত জগদ্দল, গুলি আগুন বোমাবাজি, তুমুল সংঘর্ষ

প্রথমে আইআইডি বিস্ফোরণ ঘটিয়ে কমান্ডো বাহিনীর একটি গাড়িকে বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেওয়া হয়। তাতেই অনেক নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে বলেই খবর। তারপর সেই কনভয়ে বৃষ্টির মত গুলি বৃষ্টি শুরু করে মাওবাদীরা। এতে অনেক কম্যান্ডোর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

ঘটনাস্থলে যাচ্ছে বিশাল বাহিনী। গতকাল রাতেই রাস্তা তৈরি করার গাড়ি সহ প্রায় ৩৬ টি গাড়ি পুড়িয়ে দেয় মাওবাদীরা। তারপরেও কেন সতর্ক হল না নিরাপত্তা বাহিনী? প্রশ্ন উঠছে। ২৪ ঘণ্টায় একই জায়গায় এটা দ্বিতীয় হামলা। এখনও চলছে গুলির লড়াই।

আরও পড়ুনঃ গা বাঁচাতেই বিজেপিতে গিয়েছে, মুকুলকে গদ্দার বলে তীব্র কটাক্ষ মমতার

এর জেরেই প্রাণ হারাতে হল বেশ কিছু কম্যান্ডোকে। কতজন কম্যান্ডো মারা গেছেন সেটা এখন খতিয়ে দেখা হচ্ছে। প্রত্যেককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে গেছে বিশাল বাহিনী।

ভোটের মধ্যে মাওবাদী হামলার আশঙ্কার কথা বারবার বলা হয়েছে। মঙ্গলবার রাতেও হামলা চালিয়ে ৩৬ টি গাড়ি পুড়িয়ে দেয় মাওবাদীরা এই মহারাষ্ট্রের গড়চিরোলিতেই। তারপরেও এই হামলা আটকান গেল না। এখনও চলছে মাওবাদী ও নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই।

]]>
ভোট শেষ হতেই ছত্তিসগড়ে মাওবাদী হামলা, চলছে গুলির লড়াই, এক মাওবাদীর মৃত্যু https://thenewsbangla.com/maoist-attack-in-chhattisgarh-just-after-the-vote-end-one-maoist-dead/ Thu, 11 Apr 2019 12:25:41 +0000 https://www.thenewsbangla.com/?p=10629 ভোট শেষ হতেই ছত্তিসগড়ে মাওবাদী হামলা। পুলিশের উপর হামলা চালায় মাওবাদীরা। এমনটাই জানা যাচ্ছে। চলছে গুলির লড়াই, এক মাওবাদীর মৃত্যু হয়েছে বলে জেনে গেছে। পুলিশের একটি গাড়িতে হামলা চালায় মাওবাদীরা, এমনটাই জানা গেছে।

আরও পড়ুনঃ কোচবিহারে ৩৫০ বুথে রিগিং, ১৬৬ বুথে পুনরায় নির্বাচনের দাবি তুললেন বিজেপি প্রার্থী

ফের ভোট শেষ হতেই, ছত্তিসগড়ে মাওবাদী হামলা। এবার ভোট শেষে পুলিশের গাড়িতেই হামলা। এলোপাথাড়ি গুলি চালান হয় বলেই জানা গেছে। তবে পুলিশ কর্মীরা আগে থেকেই প্রস্তুত ছিলেন। তাঁরা পাল্টা গুলি চালান। পুলিশের গুলিতে এক মাওবাদীর মৃত্যু হয়েছে বলেই জানা গেছে।

আরও পড়ুনঃ শুধু কোচবিহারে ছাপ্পা ও সন্ত্রাস আটকাতে না পেরে লজ্জায় বিবেক দুবে ও নির্বাচন কমিশন

ভোটের একদিন আগে ভয়ঙ্কর মাওবাদী হামলা হয়। বিজেপি নেতার কনভয়ে এই হামলায় মারা যান বিজেপি বিধায়ক ভীমা মাণ্ডবী ও ৫ নিরাপত্তা কর্মী। প্রথমে বিজেপি বিধায়ক ভীমা মাণ্ডবীর কনভয়ে আইডি বিস্ফোরণ ঘটান হয়। তারপর এলোপাথাড়ি গুলি চালান হয়। ৫ নিরাপত্তা কর্মী ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও অনেকে।

আরও পড়ুনঃ রাজ্যের উপর ভরসা করে ডুবল ভারতের নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী না থাকায় সন্ত্রাস

প্রথমে খোঁজ পাওয়া যাচ্ছিল না বিজেপি বিধায়ক ভীমা মাণ্ডবীর। পরে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। আইডি বিস্ফোরণে প্রথমেই উড়ে যায় বিজেপি বিধায়ক ভীমা মাণ্ডবীর গাড়ি। তারপরেই গাছের আড়ালে লুকিয়ে থাকা মাওবাদীরা গুলিতে ঝাঁঝরা করে দেয় বিধায়ক সহ পুলিশ কর্মীদের। এরপরেই ঘটনাস্থলে ছুটে যায় সিআরপিএফের একটি ব্যাটেলিয়ান। মাওবাদীদের সঙ্গে তাদের গুলির লড়াই চলে।

আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টের নির্দেশে ভবিষ্যতের ভূতকে ২০ লক্ষ টাকা জরিমানা দেবে মমতা সরকার

ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনী তুলে নেওয়াতেই এই ধরণের ঘটনা ঘটাতে পারল মাওবাদীরা, এমনটাই মনে করা হচ্ছে। ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনী সরিয়ে নেওয়া হয়েছে ছত্তিসগড় ও বাংলার মাওবাদী অধ্যুষিত এলাকা থেকে। এতেই পরিকল্পনা করে এগোতে পারছে মাওবাদীরা এমনটাই মনে করছে বিরোধীরা। এবার সেই আশঙ্কাই সত্যি করে কেন্দ্রের শাসক দলের নেতার গাড়িতেই মাওবাদী হামলা হল।

আরও পড়ুনঃ ভোটের ‘দাওয়াই’ দেওয়ার বেনজির হুমকি রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের

এবার ভোট শেষ হতেই পুলিশের উপর হামলা চালাল মাওবাদীরা। তবে খুব সতর্ক থাকায় এবার পিছু হটে মাওবাদীরা। পুলিশ মাওবাদী গুলির লড়াই চলছে বলেই জানা গেছে। ১০ মিনিট সামনা সামনি গুলির লড়াই চলে। গুলির লড়াইয়ে এক মাওবাদীর মৃত্যু হয়েছে বলেই জানা গেছে। গোটা এলাকায় মাওবাদীদের খোঁজে চলছে চিরুনি তল্লাশি।

আরও পড়ুনঃ কলকাতা নয় কোচবিহার থেকে ভোট মনিটরিং করবেন বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবে
আরও পড়ুনঃ আশ্চর্য কাণ্ড, ভোট শুরু হতেই কোচবিহার থেকে কলকাতায় ফিরলেন বিবেক দুবে

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ভোটের আগে বোমা মেরে বিজেপি নেতার বাড়ি উড়িয়ে দিল মাওবাদীরা https://thenewsbangla.com/maoist-blow-up-ex-mla-bjp-leaders-house-announced-vote-boycott/ Thu, 28 Mar 2019 14:27:50 +0000 https://www.thenewsbangla.com/?p=9425 ভোটের আগে বোমা মেরে বিজেপি নেতার বাড়ি উড়িয়ে দিল মাওবাদীরা। বুধবার রাতে একদল সিপিআই(মাওবাদী)-র সশস্ত্র দুষ্কৃতি হামলা করে বিহারের গয়া জেলার বিজেপি নেতা অনুজ কুমারের বাড়িতে এবং বোমা মেরে দোতলা বাড়ির একটি অংশ উড়িয়ে দেয়।

গয়ার সিনিয়র এসপি রাজীব মিশ্র জানান, প্রায় ২০ থেকে ৩০ জন সিপিআই নকশালপন্থী সন্ত্রাসী একসাথে ওই বাড়িতে হামলা চালায়। স্থানিয় মিডিয়া সূত্র মারফত জানা গিয়েছে, বুধবার প্রায় রাত ১টা নাগাদ নকশালপন্থী সন্ত্রাসীরা হামলা চালায় ওই নেতার বাড়িতে।

আরও পড়ুনঃ সরান হল কে কে শর্মাকে, বাংলার নতুন পুলিশ অবজার্ভার বিবেক দুবে

বিজেপি নেতা অনুজ কুমার বহুদিন ধরেই তাদের লক্ষ্য ছিল বলে জানা গিয়েছে। এই ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়েছে স্থানিয়দের মধ্যে। হামলার পর তারা ওই এলাকায় কিছু লিফলেট ফেলে যায়। লিফলেটে আসন্ন লোকসভা নির্বাচনে জনসাধারণকে ভোট বয়কটের ডাক দেওয়া হয়েছে। প্রতিবারই ভোটের আগে ভোট বয়কট এর ডাক দেয় মাওবাদীরা।

আরও পড়ুনঃ উত্তরপ্রদেশে মহাজোটকে ‘শরাব’ বলে কটাক্ষ নরেন্দ্র মোদীর

এর আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও গেরুয়া ব্রিগেডকে বয়কটের ডাক দিয়ে পোস্টার ফেলেছিল বামপন্থী সংগঠন সিপিআই(মাওবাদী)। বিহারের গয়া জেলার জনসাধারনের উদ্দেশ্যে আর্জি জানিয়ে এই মাওবাদী সংগঠনের তরফে পোস্টার দেওয়া হয়েছিল।

মূলত নরেন্দ্র মোদী সরকার যাতে পুনরায় ক্ষমতায় ফিরতে না পারে, সেই অনুরোধই করা হয়েছে পোস্টারে। একই সাথে সরকারের সমস্ত প্রকার প্রকল্প বয়কটেরও ডাক দেওয়া হয়েছে এই সংগঠনের তরফে। এরপর এই বোমা মেরে বিজেপি নেতার বাড়ি উড়িয়ে দেবার পর আতঙ্ক ছড়িয়েছে স্থানিয় মানুষদের মধ্যে।

আরও পড়ুনঃ বাংলার ভোটে উড়ছে টাকা, ৪২ আসনে নজরদারিতে ৪৪ জন ব্যয় পর্যবেক্ষক

বিহারের গয়া সংলগ্ন এলাকায় মাওবাদীরা বহুদিন ধরেই সক্রিয়। সম্প্রতি কেন্দ্রীয় বাহিনীর ধরপাকড়ে মাওবাদীরা ওখানে যথেষ্ট কোনঠাসা হয়ে পড়েছে। সেজন্যেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মাওবাদীদের ক্ষোভ রয়েছে। মগধের মাওবাদী প্রভাবিত তিন এলাকা গয়া, ঔরঙ্গাবাদ ও নওদা জেলায় আগামী ১১ই এপ্রিল প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আরও পড়ুনঃ কেন্দ্রে ক্ষমতায় এলে ২ দিনের মধ্যে কাশ্মীর সমস্যার সমাধান করার চ্যালেঞ্জ মমতার

এই মাসের প্রথম দিকেই বিহারের গয়া জেলার লুটুয়া থানার এলাকার অন্তর্গত একটি স্কুলে মাওবাদীরা হামলা চালায়। ওই স্কুলে আসন্ন লোকসভা নির্বাচনে ভোট হওয়ার কথা রয়েছে। কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই স্কুল সংলগ্ন এলাকা নিজেদের অধীনে এনেছে। চলছে টহলদারি ও মানুষের মন থেকে ভয় দূর করার কাজ।

আরও পড়ুনঃ ভোটের আগে স্যাটেলাইট অস্ত্রের ঘোষণা কেন, মোদীর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন ইতিমধ্যেই বিহারে ৭ দফায় নির্বাচন অনুষ্ঠিত করার কথা ঘোষণা করেছে। ভোটের সময় বিহারে ৫৫ কোম্পানি সিআরপিএফ নামানোর কথাও ঘোষণা করা হয়েছে। মাওবাদী প্রভাবিত এলাকা গুলোয় কেন্দ্রীয় বাহিনী ও রাজ্যের পুলিশ যৌথভাবে অভিযান জারি রাখবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ নির্বাচন কমিশনের নতুন অ্যাপ সি ভিজিল, জনতার অভিযোগে ১০০ মিনিটের মধ্যে ব্যবস্থা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ভোট মিটতেই মাওবাদী হামলা, চলছে গুলির লড়াই https://thenewsbangla.com/maoist-attack-after-the-election-the-firing-is-going-on-maoist-vs-bsf-firing/ Wed, 14 Nov 2018 04:59:15 +0000 https://www.thenewsbangla.com/?p=2342 The News বাংলা: Big Breaking: ভোট মিটতেই ফের মাওবাদী হামলা ছত্তিশগড়ে। বিএসেফের একটি বাহিনীর উপর হামলা হয়েছে বলেই খবর। বিএসএফ জওয়ানদের সঙ্গে গুলির লড়াই চলছে মাওবাদীদের। ছত্তিশগড়ের বিজাপুরে মাও হামলার মুখে বিএসএফ। ৬ বিএসএফ জওয়ান আহত বলে খবর পাওয়া গেছে। বিএসএফের একটি গাড়িতে আইইডি বিস্ফোরণ ঘটানো হয়েছে বলেই খবর পাওয়া গেছে।

ছত্তিশগড়ের বিজাপুরের জঙ্গলে মাওবাদী হামলা হয়েছে বলেই খবর। বিএসএফের একটি গাড়িতে আইইডি বিস্ফোরণ ঘটানো হয়েছে বলেই খবর। তারপরেই সেনা ও মাওবাদীদের ভয়ঙ্কর গুলির লড়াই চলছে বলেই জানা গেছে। এই হামলায় ৬ জন বিএসএফ জওয়ান গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে ২ জনের অবস্থা বেশ গুরুতর বলে জানা গেছে।

বিশাল বাহিনী ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। গেছে কোবরা বাহিনীও। আহত জওয়ানদের হেলিকপ্টারে করে উড়িয়ে আনার চেষ্টা চলছে। গুলির লড়াইয়ে বেশ কয়েকজন মাওবাদীও আহত হয়েছে বলে জানা গেছে। বিজাপুরের জঙ্গলে বিএসএফের একটি বাসকে টার্গেট করে মাওবাদীরা। ১২ তারিখ ভোটের পর ২০ তারিখে দ্বিতীয় দফার ভোটের জন্য বিএসএফ বাহিনীকে স্থানান্তর করা হচ্ছিল বলে জানা গেছে।

৬ জন গুরুতর আহত বিএসএফ জওয়ানকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার পর হেলিকপ্টারে উড়িয়ে নিয়ে আসার চেষ্টা চলছে। জানা গেছে, গুলির লড়াই এখনও চলছে। মাওবাদীদের সন্ধানে বিজাপুরের জঙ্গলে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।

]]>
নির্বাচনী প্রচারের শেষ লগ্নে মোদী- রাহুল তরজা তুঙ্গে https://thenewsbangla.com/at-the-end-of-the-election-campaign-modi-vs-rahul-debate-on-the-top/ Sat, 10 Nov 2018 07:36:21 +0000 https://www.thenewsbangla.com/?p=2097 The News বাংলা, ছত্তিশগড়: সোমবার ১২ নভেম্বর, ছত্তিশগড় বিধানসভার প্রথম দফার নির্বাচন। তার আগে শনিবার নির্বাচনী প্রচারের শেষ দিনে খামতি রাখলো না কোনো পক্ষই। শনিবার ছত্তিশগড়ে জগদলপুরে নরেন্দ্র মোদীর নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়, তার কিছুটা দূরেই রাজনন্দগাঁওয়ে সভা সম্পন্ন হয় রাহুল গান্ধীর। নির্বাচনী প্রচারের শেষ লগ্নে মোদী- রাহুল তরজা তুঙ্গে উঠল।

Image Source: Google

এদিন নরেন্দ্র মোদী, কংগ্রেসকে মাওবাদীদের সমর্থক বলে কটাক্ষ করেন। উল্লেখ্য, মোদীর নির্বাচনী প্রচারের ১ দিন আগেই ছত্তিশগড়ে দান্তেওয়াড়ায় মাও হামলায় ১ জন জওয়ান সহ ৫ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়। ১২ নভেম্বর ছত্তিশগড়ে প্রথম দফার নির্বাচন৷ যে ১৮টি কেন্দ্রে ভোট হবে তার নটিই মাওবাদী অধ্যুষিত এলাকায় অবস্থিত।

Image Source: Google

কিছুদিন আগে এখানেই মাওবাদী হামলায় মৃত্যু হয় একজন চিত্র সাংবাদিকের। এইসব মাও হামলা নিয়ে মাওবাদীদের সহানুভূতির দৃষ্টিতে দেখে নিজেদের বক্তব্য জানায় কংগ্রেস। আর এটাকেই প্রধানমন্ত্রী কটাক্ষ করে বলেন, “নিজেদের সন্তানদের বিদেশে পাঠিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে বসে শহুরে মাওবাদীরা জনগনকে ভুল পথে চালনা করে তাদের জীবন দুর্বিসহ করে তুলেছে। আর তাদের মদত যোগাচ্ছে কংগ্রেস”।

আরও পড়ুন: মোদীর ভারতে সর্দার প্যাটেলের রেকর্ড ভাঙবে ছত্রপতি শিবাজীর মূর্তি

অন্যদিকে প্রতিশ্রুতি মতো দাবী পূরণ না হওয়া নিয়ে আগাগোড়াই প্রধানমন্ত্রী মোদীকে তীব্র বাক্যবানে বেঁধেছেন রাহুল গান্ধী। রাফাল যুদ্ধবিমান কেনার দুর্নীতি থেকে শুরু করে নোটবন্দী, জিএসটি, এই সকল ইস্যুতেই সোচ্চার হন রাহুল।

Image Source: Google

কালো টাকা উদ্ধার ও ২ কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতির বাস্তব চিত্রও তিনি তুলে ধরেন। নিজেকে দেশবাসীর ‘চৌকিদার’ হিসেবে উল্লেখ করা মোদী দুর্নীতির ইস্যুতে চুপ কেনো, তা নিয়ে প্রশ্ন করতে ছাড়েননি তিনি।

আরও পড়ুন: মোদী সরকারের কাছে মমতাকে ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি তুললেন ইদ্রিস

স্বাভাবিক ভঙ্গিমায় তিনি আরও একবার উল্লেখ করেন, মোদী জমানায় দেশের সাধারণ মানুষ কিছুতেই উপকৃত হয়নি, উপকৃত হয়েছে মোদীর স্যুট বুট পরা বন্ধুরা। বিজেপিকে চাঁচাছোলা আক্রমনের পাশাপাশি ক্ষমতায় এলে ১০ দিনের মধ্যেই কৃষক ঋণ মকুব করার আশ্বাসও দিয়েছেন তিনি। রাহুলের বক্তব্য, তার দল জনগনের জন্য প্রতিশ্রুতি পালনে বদ্ধ পরিকর।

Image Source: Google

এদিকে রাহুলের বক্তব্যেকে অন্তঃসারশূন্য বলে বিজেপির তরফে পাল্টা কটাক্ষ করা হয়। নোটবন্দী নিয়ে রাহুলের সমালোচনার পাল্টা জবাবে বিজেপির তরফে বলা হয়, নোটবন্দীর ফলে আয়কর দাতার সংখ্যা এবং সরকারী কোষাগারে আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। কিন্তু তাতে কংগ্রেস নেতাদের থলিতে টান পড়েছে বলে তারা মিথ্যা এবং অযৌক্তিক প্ররোচনা চালাচ্ছেন।

Image Source: Google

আগামী ১২ ও ২০ নভেম্বর দু’দফায় ছত্তিশগড়ের ৯০ টি বিধানসভা আসনে নির্বাচন। রাজ্যে হিংসা এড়াতে ছত্তিশগড়ে মাও অধ্যুষিত ১৮টি আসনের জন্য একটি আলাদা দফায় নির্বাচনের ব্যবস্থা করা হয় ৷ আগামী ১২ নভেম্বর ওই ১৮টি আসনে নির্বাচনের দিন স্থির হয়েছে ৷ বাকি ৭২টি আসনে নির্বাচন হবে আগামী ২০ নভেম্বর।

Image Source: Google

মে এবং নভেম্বরের বিভিন্ন উপনির্বাচনে মোদীর প্রচার সত্ত্বেও হার হয়েছে বিজেপির। এখন দেখার ৯০ টি বিধানসভা আসনে ছত্তিশগড় নির্বাচনে কি ফল হয়।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী মোদীর সভার আগেই মাওবাদী হামলায় নিহত ৫

ছত্তিশগড়ে কংগ্রেসের নেতৃত্বে বিরোধী জোট ভালো ফল করলে সেটা আগামী লোকসভা নির্বাচনে মোদীর বিজেপির জন্য ভালো খবর হবে না। সেটা বুঝেই রাহুলের নেতৃত্বে কোমর বেঁধে নেমেছে কংগ্রেস ও বিরোধীরা।

Image Source: Google
]]>
আসন্ন ভোটের কভারেজে গিয়ে মাও হামলায় দূরদর্শনের ক্যামেরাম্যান সহ মৃত তিন https://thenewsbangla.com/a-cameraman-of-doordarshan-and-two-police-person-dead-in-a-maoist-attack/ Tue, 30 Oct 2018 13:21:13 +0000 https://www.thenewsbangla.com/?p=1694 The News বাংলা: ফের মাওবাদী হামলা ছত্তিশগড় রাজ্যের দান্তেওয়াড়ায়। দান্তেওয়াড়া জেলার আরানপুর গ্রামে মাওবাদীদের হামলায় দূরদর্শনের এক ক্যামেরাম্যান ও দুই পুলিশ কর্মী নিহত হয়েছেন।

মঙ্গলবার ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলার আরানপুর গ্রামের জঙ্গলের কাছে এই হামলাটি চালানো হয় বলে খবর। এ হামলার ঘটনায় দুই পুলিশ কর্মীর মৃত্যু ও আরও দুই পুলিশ কর্মী আহত হয়েছেন।

Image Source: Google

আগামী মাসে ছত্তিশগড় বিধানসভার নির্বাচন। নির্বাচনের খবর সম্প্রচারের উদ্দেশ্যেই দূরদর্শনের টিম মাওবাদী অধ্যুষিত ওই অঞ্চলটিতে গিয়েছিল। সঙ্গে ছিলেন নিরাপত্তা কর্মীরা।

আরও পড়ুনঃ ভাইরাল ছবির জেরে ‘দুধের বাচ্চা’ নিয়ে বদলি মহিলা পুলিশ

তবে, সংবাদিক সম্মেলনে ছত্তিশগড় নকশাল প্রতিরোধ অভিযানের ডিআইজি পি সুন্দর রাজ জানিয়েছেন, তাদের একটি দল টহল দিতে ওই এলাকায় গিয়েছিল, দূরদর্শনের ক্রুরা তাদের সঙ্গে ছিল। সেই সময় হামলা হয়।

Image Source: Google

তিনজন এই হামলায় মারা যান। যারা নিহত হয়েছেন তারা হচ্ছেন, সাব ইন্সপেক্টার রুদ্র প্রতাপ, সহকারী কনেস্টেবল মাঙ্গালু ও দিল্লি থেকে আসা দূরদর্শনের নিউজ ক্যামেরাম্যান অচ্চ্যুতানন্দ সাহু।

আরও পড়ুন: বাজপেয়ীর হাতে শুরু চীনা ব্যবসা বাংলায় শেষ মোদীর আমলে

দিল্লি থেকে প্রাক ভোট কভার করতে আসা দূরদর্শনের ওই সাংবাদিক গুরুতর আহত হওয়ার পর, পরে মারা যান বলে জানিয়েছেন ডিআইজি পি সুন্দর রাজ। অপরদিকে দুই পুলিশ কর্মী ঘটনাস্থলেই মারা যান।

Image Source: Google

হামলার ঘটনার পর নিরাপত্তা বাহিনী দান্তেওয়াড়া জেলা ও আশপাশে কড় নজর রাখছে বলে জানিয়েছেন ডিআইজি সুন্দর রাজ। দান্তেওয়াড়া ও বিজাপুর জেলায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। সিআরপিএফ এর ১১১ বাটেলিয়ান ঘটনাস্থলে আনারপুরে ঘটনাস্থলে ছুটে যায়।

আরও পড়ুন: রাম মন্দির না বাবরি মসজিদ, লড়াই পিছিয়ে গেল

তিন দিন আগে ছত্তিশগড়ের বিজাপুরে ভারতীয় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ বাহিনীর একটি মাইন প্রতিরোধ গাড়ি উড়িয়ে দেয় মাওবাদীরা। ওই হামলায় সিআরপিএফের চার জওয়ান নিহত হয়। আইডি বিস্ফোরণ ঘটিয়ে চালানো ওই হামলায় আরও দুই জওয়ান আহত হয়।

Image Source: Google

ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচন বয়কটের ডাক দিয়েছে মাওবাদীরা। এই জন্যই ভোটের আগে হামলা চালিয়ে সন্ত্রাস সৃষ্টি করছে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন: বিশ্বকাপ ক্রিকেটে ভারতীয় ক্রিকেটারদের দাবি ‘কলা আর বউ’

৯০ টি বিধানসভা আসনের ছত্তিশগড়ে, দুটি পর্বে ভোট গ্রহণ করা হবে। আগামী ১২ এবং ২০ নভেম্বর হতে চলেছে নির্বাচন। এর মধ্যে প্রথমপর্বের জন্য নির্ধারিত হয়েছে মাওবাদী প্রভাবিত ৭টি জেলা। পর পর প্রাণঘাতী হামলার শিকার বিজাপুর এবং দান্তেওয়াড়ার ভোট গ্রহণও প্রথমপর্বেই নির্দিষ্ট হয়েছে।

Image Source: Google

আর এই প্রথম পর্বের ভোটই বানচাল করতে চায় মাওবাদীরা। তাই একের পর এক হামলা চালাচ্ছে তারা। তবে রাজ্যে মাওবাদী হামলায় সংবাদ জগতের কারোর মৃত্যুর ঘটনা এই প্রথম।

]]>