Mao Attack – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sat, 10 Nov 2018 07:41:58 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Mao Attack – The News বাংলা https://thenewsbangla.com 32 32 নির্বাচনী প্রচারের শেষ লগ্নে মোদী- রাহুল তরজা তুঙ্গে https://thenewsbangla.com/at-the-end-of-the-election-campaign-modi-vs-rahul-debate-on-the-top/ Sat, 10 Nov 2018 07:36:21 +0000 https://www.thenewsbangla.com/?p=2097 The News বাংলা, ছত্তিশগড়: সোমবার ১২ নভেম্বর, ছত্তিশগড় বিধানসভার প্রথম দফার নির্বাচন। তার আগে শনিবার নির্বাচনী প্রচারের শেষ দিনে খামতি রাখলো না কোনো পক্ষই। শনিবার ছত্তিশগড়ে জগদলপুরে নরেন্দ্র মোদীর নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়, তার কিছুটা দূরেই রাজনন্দগাঁওয়ে সভা সম্পন্ন হয় রাহুল গান্ধীর। নির্বাচনী প্রচারের শেষ লগ্নে মোদী- রাহুল তরজা তুঙ্গে উঠল।

Image Source: Google

এদিন নরেন্দ্র মোদী, কংগ্রেসকে মাওবাদীদের সমর্থক বলে কটাক্ষ করেন। উল্লেখ্য, মোদীর নির্বাচনী প্রচারের ১ দিন আগেই ছত্তিশগড়ে দান্তেওয়াড়ায় মাও হামলায় ১ জন জওয়ান সহ ৫ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়। ১২ নভেম্বর ছত্তিশগড়ে প্রথম দফার নির্বাচন৷ যে ১৮টি কেন্দ্রে ভোট হবে তার নটিই মাওবাদী অধ্যুষিত এলাকায় অবস্থিত।

Image Source: Google

কিছুদিন আগে এখানেই মাওবাদী হামলায় মৃত্যু হয় একজন চিত্র সাংবাদিকের। এইসব মাও হামলা নিয়ে মাওবাদীদের সহানুভূতির দৃষ্টিতে দেখে নিজেদের বক্তব্য জানায় কংগ্রেস। আর এটাকেই প্রধানমন্ত্রী কটাক্ষ করে বলেন, “নিজেদের সন্তানদের বিদেশে পাঠিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে বসে শহুরে মাওবাদীরা জনগনকে ভুল পথে চালনা করে তাদের জীবন দুর্বিসহ করে তুলেছে। আর তাদের মদত যোগাচ্ছে কংগ্রেস”।

আরও পড়ুন: মোদীর ভারতে সর্দার প্যাটেলের রেকর্ড ভাঙবে ছত্রপতি শিবাজীর মূর্তি

অন্যদিকে প্রতিশ্রুতি মতো দাবী পূরণ না হওয়া নিয়ে আগাগোড়াই প্রধানমন্ত্রী মোদীকে তীব্র বাক্যবানে বেঁধেছেন রাহুল গান্ধী। রাফাল যুদ্ধবিমান কেনার দুর্নীতি থেকে শুরু করে নোটবন্দী, জিএসটি, এই সকল ইস্যুতেই সোচ্চার হন রাহুল।

Image Source: Google

কালো টাকা উদ্ধার ও ২ কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতির বাস্তব চিত্রও তিনি তুলে ধরেন। নিজেকে দেশবাসীর ‘চৌকিদার’ হিসেবে উল্লেখ করা মোদী দুর্নীতির ইস্যুতে চুপ কেনো, তা নিয়ে প্রশ্ন করতে ছাড়েননি তিনি।

আরও পড়ুন: মোদী সরকারের কাছে মমতাকে ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি তুললেন ইদ্রিস

স্বাভাবিক ভঙ্গিমায় তিনি আরও একবার উল্লেখ করেন, মোদী জমানায় দেশের সাধারণ মানুষ কিছুতেই উপকৃত হয়নি, উপকৃত হয়েছে মোদীর স্যুট বুট পরা বন্ধুরা। বিজেপিকে চাঁচাছোলা আক্রমনের পাশাপাশি ক্ষমতায় এলে ১০ দিনের মধ্যেই কৃষক ঋণ মকুব করার আশ্বাসও দিয়েছেন তিনি। রাহুলের বক্তব্য, তার দল জনগনের জন্য প্রতিশ্রুতি পালনে বদ্ধ পরিকর।

Image Source: Google

এদিকে রাহুলের বক্তব্যেকে অন্তঃসারশূন্য বলে বিজেপির তরফে পাল্টা কটাক্ষ করা হয়। নোটবন্দী নিয়ে রাহুলের সমালোচনার পাল্টা জবাবে বিজেপির তরফে বলা হয়, নোটবন্দীর ফলে আয়কর দাতার সংখ্যা এবং সরকারী কোষাগারে আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। কিন্তু তাতে কংগ্রেস নেতাদের থলিতে টান পড়েছে বলে তারা মিথ্যা এবং অযৌক্তিক প্ররোচনা চালাচ্ছেন।

Image Source: Google

আগামী ১২ ও ২০ নভেম্বর দু’দফায় ছত্তিশগড়ের ৯০ টি বিধানসভা আসনে নির্বাচন। রাজ্যে হিংসা এড়াতে ছত্তিশগড়ে মাও অধ্যুষিত ১৮টি আসনের জন্য একটি আলাদা দফায় নির্বাচনের ব্যবস্থা করা হয় ৷ আগামী ১২ নভেম্বর ওই ১৮টি আসনে নির্বাচনের দিন স্থির হয়েছে ৷ বাকি ৭২টি আসনে নির্বাচন হবে আগামী ২০ নভেম্বর।

Image Source: Google

মে এবং নভেম্বরের বিভিন্ন উপনির্বাচনে মোদীর প্রচার সত্ত্বেও হার হয়েছে বিজেপির। এখন দেখার ৯০ টি বিধানসভা আসনে ছত্তিশগড় নির্বাচনে কি ফল হয়।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী মোদীর সভার আগেই মাওবাদী হামলায় নিহত ৫

ছত্তিশগড়ে কংগ্রেসের নেতৃত্বে বিরোধী জোট ভালো ফল করলে সেটা আগামী লোকসভা নির্বাচনে মোদীর বিজেপির জন্য ভালো খবর হবে না। সেটা বুঝেই রাহুলের নেতৃত্বে কোমর বেঁধে নেমেছে কংগ্রেস ও বিরোধীরা।

Image Source: Google
]]>
প্রধানমন্ত্রী মোদীর সভার আগেই মাওবাদী হামলায় নিহত ৫ https://thenewsbangla.com/before-the-prime-minister-modis-meeting-4-civilians-and-1-cisf-jawan-killed-in-maoist-attack/ Thu, 08 Nov 2018 10:53:48 +0000 https://www.thenewsbangla.com/?p=2036 দান্তেওয়াড়া: ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় এক মাসের মধ্যে তৃতীয়বার মাও হামলা। বৃহস্পতিবার, এই ঘটনায় এখনও পর্যন্ত একজন সিআইএসএফ জওয়ান-সহ পাঁচজন নিহত হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী প্রচারের ঠিক আগে এই মাও হামলা চিন্তায় রেখেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরকে। চিন্তায় ছত্তিশগড় সরকারও।

সপ্তাহখানেক আগে দূরদর্শনের সাংবাদিকদের উপর হামলা চালায় মাওবাদীরা৷ তাতে প্রাণ হারান দূরদর্শনের এক চিত্রগ্রাহক এবং দুজন পুলিশকর্মী৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের মাওবাদী হামলায় রক্তাক্ত ছত্তিশগড়ের দান্তেওয়াড়া।

Image Source: Google

বৃহস্পতিবার দুপুরে, দান্তেওয়াড়ার বাচেলি থানা এলাকায় আকাশনগর ছনম্বর মোড়ে CISF এর একটি বাসে বিস্ফোরণটি হয়। রেশন নিয়ে ফিরছিলেন কর্মীরা। ছিলেন সিআইএসএফ জওয়ানরা। বিস্ফোরণে উড়ে যায় বাসটি। বিস্ফোরণের জেরে পাঁচজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বাসের ড্রাইভার ও হেল্পার সহ ৪ জন সাধারণ নাগরিক ও ১ জন CISF জওয়ান রয়েছেন বলে জানা গেছে। আহতের সংখ্যা অনেক। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: ভোটের মুখে অযোধ্যার রামই শেষ ভরসা মোদীর বিজেপির

১২ নভেম্বর ছত্তিশগড়ে প্রথম দফার নির্বাচন। যে ১৮টি কেন্দ্রে ভোট হবে তার নটিই মাওবাদী অধ্যুষিত এলাকায় অবস্থিত। তার আগেই এই হামলার ঘটনায় উদ্বিগ্ন পুলিশকর্তারা। নির্বাচনের কড়া নিরাপত্তার মধ্যেই বুধবার রাতে সুকমার ইকতাপাড়ায় খুন হন সিপিআইয়ের প্রাক্তন প্রধান কালমু ধুরুয়া। তাঁর বাড়ির কাছেই পিটিয়ে হত্যা করা হয় তাঁকে।

Image Source: Google

পুলিশের অনুমান, এই খুনের ঘটনার নেপথ্যে মাওবাদী যোগ রয়েছে। যদিও সিপিআই প্রধান মণীশ কুঞ্জমের অভিযোগ, এটি রাজনৈতিক হত্যা। হামলা চালিয়েছে কংগ্রেস সমর্থকরা। যদিও কংগ্রেসের পালটা দাবি, এটি হামলা নয়, ধনতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন। একের পর মাওবাদী হামলা এবং তাতে প্রাণহানির ঘটনার পরেও কংগ্রেসের মাও কার্যকলাপকে সমর্থনের ঘটনায় উঠেছে সমালোচনার ঝড়।

আরও পড়ুন: মোদীর নোটবন্দীর ২ বছর পূর্তিতে আশা নিরাশা

বিধানসভা নির্বাচনের ঠিক আগেই একের পর মাও হামলায় উত্তপ্ত ছত্তিশগড়। চলতি মাসেই মাও অধ্যুষিত দান্তেওয়াড়ার নিলওয়া গ্রামে মাওবাদী হামলায় মৃত্যু হয় দুই পুলিশ কর্মীর ও এক ক্যামেরাম্যানের। আহত হন আরও দুই সাংবাদিক। তবে এর পরপরই ফের হামলা চালাল মাওবাদীরা।

Image Source: Google

আগামী ১২ ও ২০ নভেম্বর দুদফায় ছত্তিশগড়ের ৯০ টি বিধানসভা আসনে নির্বাচন। রাজ্যে হিংসা এড়াতে ছত্তিশগড়ে মাও অধ্যুষিত ১৮টি আসনের জন্য একটি আলাদা দফায় নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে। আগামী ১২ নভেম্বর ওই ১৮টি আসনে নির্বাচনের দিন স্থির হয়েছে। বাকি ৭২টি আসনে নির্বাচন হবে আগামী ২০ নভেম্বর।

আরও পড়ুন: মায়ের পুজোয় মদ বিক্রিতে রেকর্ড গড়ল মমতার বাংলা

সেই নির্বাচনের আগে ছত্তিশগড়ে পরপর চারদিনের মিটিং মিছিলের কর্মসূচি ছিল বিজেপির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নির্বাচনী প্রচারের কর্মসূচি স্থির করেছিল বিজেপি। কিন্তু তার ঠিক একদিন আগেই ভয়াবহ মাওবাদী হামলার কবলে দান্তেওয়াড়া এলাকা।

Image Source: Google

প্রধানমন্ত্রীর ভোট প্রচারে আসার আগেই এই মাও হামলা চিন্তায় রেখেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরকে। চিন্তায় ছত্তিশগড় সরকারও। ভোট বানচালের সিদ্ধান্তের ঘোষণা আগেই করে দিয়েছে মাওবাদীরা। তার জন্যই এই পরপর মাও হামলা বলেই মনে করা হচ্ছে।

]]>