Manohar Parrikar – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 18 Mar 2019 09:05:19 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Manohar Parrikar – The News বাংলা https://thenewsbangla.com 32 32 পারিক্করের মৃত্যুর পরেই গোয়ায় সরকার গড়তে চিঠি দিল কংগ্রেস https://thenewsbangla.com/congress-wants-to-form-government-in-goa-after-the-death-of-manohar-parrikar/ Mon, 18 Mar 2019 04:44:53 +0000 https://www.thenewsbangla.com/?p=8661 পারিক্করের মৃত্যুর সাথে সাথেই গোয়ায় সরকার গঠনের দাবি কংগ্রেসের। রবিবার সন্ধ্যায় গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিক্করের মৃত্যুর পরেই ৪০ টি আসনবিশিষ্ট গোয়া বিধানসভার সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে রাজ্যপাল মৃদুলা সিনহার কাছে নিজেদের সরকার গঠনের দাবি জানাল কংগ্রেস।

আরও পড়ুনঃ তৃণমূলের তারকা প্রার্থী নিয়ে অশ্লীল ও বিতর্কিত মন্তব্য ক্ষিতির

গোয়ার রাজ্যপাল মৃদুলা সিনহার কাছে গতকাল রাতেই বিরোধী দলের তরফে লিখিত পত্র পেশ করেন কংগ্রেস নেতা চন্দ্রকান্ত কাভলেকর। পত্রে দাবি করা হয়, ২০১৭ সালে গোয়া বিধানসভা নির্বাচনের পর বিজেপির সঙ্গে তাদের জোটসঙ্গীরা এই শর্তে চুক্তিবদ্ধ হয় যে, মনোহর পারিক্করকে মুখ্যমন্ত্রী করা হলেই তারা বিজেপির সঙ্গে জোট করবে।

আরও পড়ুনঃ গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর এর মৃত্যু

মনোহর পারিক্করের মৃত্যুতে এই চুক্তির আর প্রাসংঙ্গিকতা নেই বলে দাবি করেছে কংগ্রেস। তাদের দাবি, চুক্তি অনুযায়ী এই মুহূর্তে গোয়ার বিজেপির কোনও জোটসঙ্গী নেই।

অন্যদিকে বিজেপির তরফে গোয়ায় নিজেদের ক্ষমতা ধরে রাখতে কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নিতিন গড়করির সাথে পরিকল্পনা তৈরির জন্য কথাবার্তা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা চিন্ময় রায়

২০১৭ সালে গোয়ায় বিধানসভা নির্বাচনের পর বিজেপির সাথে জোটবদ্ধ হয় গোয়া ফরওয়ার্ড পার্টি, মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি ও ৩ টি স্বতন্ত্র দল।

গোয়া ফরওয়ার্ড পার্টির প্রধান বিজয় সরদেশাই জানিয়েছেন, মুখ্যমন্ত্রী ঠিক করার ব্যাপারে বিজেপির সাথে জোটবদ্ধ দলগুলো সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে ঠিক করা হবে। এই ব্যাপারে নির্বাচিত বিধায়কদের বাইরে থেকেও অন্য কাউকে মুখ্যমন্ত্রী করার কথা ভাবা হতে পারে।

আরও পড়ুনঃ মোদীর সঙ্গে সবাই চৌকিদার, অদ্ভুত প্রচার বিজেপির

এদিকে মুখ্যমন্ত্রী মনোহর পারিক্করের মৃত্যুতে গোয়ার পানাজি আসনটি শূন্য হয়েছে, যেখানে আগামী ২৩শে এপ্রিল গোয়ায় লোকসভা নির্বাচনের সঙ্গে সঙ্গেই ওই বিধানসভা আসনেও উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান হয়েছে নির্বাচন কমিশন সূত্রে।

আরও পড়ুনঃ ২০২৫ সালের পর ভারতের অংশ হবে পাকিস্তান, ঘোষণা আরএসএস নেতার

এই মুহূর্তে গোয়ায় কংগ্রেসের আসন রয়েছে ১৪ টি, বিজেপির ১২ টি, গোয়া ফরওয়ার্ড পার্টির ৩ টি, মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির ৩ টি, জাতীয়তাবাদী কংগ্রেস দলের ১ টি এবং ৩ জন স্বতন্ত্র বিধায়ক রয়েছেন৷

আরও পড়ুনঃ বিরোধী মহিলা প্রার্থীদের ‘মাল’ সম্বোধন করে কুরুচিপূর্ণ আক্রমণ ফিরহাদের

মনোহর পারিক্কর এর মৃত্যুর পর গোয়াও কি হাতছাড়া হবে বিজেপির? ভোটের মুখে কি বিজেপিকে বড় ঝটকা দিতে পারবে কংগ্রেস? এটাই এখন বড় প্রশ্ন।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর এর মৃত্যু https://thenewsbangla.com/goa-cm-manohar-parrikar-passes-away-after-battle-with-pancreatic-cancer/ Sun, 17 Mar 2019 15:22:54 +0000 https://www.thenewsbangla.com/?p=8646 শপথ করেছিলেন জীবনের শেষদিন পর্যন্ত গোয়ার সেবা করে যাবেন। শেষ দিন পর্যন্ত তাই করলেন। মারা গেলেন গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর। শেষদিন পর্যন্ত রইলেন গোয়ার মুখ্যমন্ত্রী। বিজেপির এই অন্যতম বলিষ্ঠ নেতার মৃত্যু হল প্রায় ৬৩ বছর বয়সে। দেশের প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্কর এর মৃত্যু বিজেপির পক্ষে একটা বড় ধাক্কা। গোয়ার পানাজিতে ছেলের বাড়িতেই তিনি মারা যান। শনিবার সকাল থেকেই তাঁর অবস্থার অবনতি হয়।

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন দেশের প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ও গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর। গতবছর থেকেই তিনি কখনও গোয়া, কখনও মুম্বাই, কখনও দিল্লি, কখনও বা নিউইয়র্কে চিকিৎসায় ছিলেন। চিকিত্‍সার জন্য তিনি আমেরিকাতেও গিয়েছিলেন। মুম্বইয়ের একটি হাসপাতালেও দীর্ঘদিন চিকিত্‍সাধীন ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে অগ্নাশয়ের ক্যান্সারে ভুগছিলেন তিনি।

কেন্দ্রীয় বিজেপি ও গোয়া প্রশাসনের তরফ থেকে বারবারই জানানো হয়, রাজ্যে না থাকলেও তিনিই মুখ্যমন্ত্রী থাকবেন। তাঁর জায়গায় কাউকে স্থলাভিষিক্ত করা হবে না। প্রসঙ্গত, বছর ৬৩-র মনোহর পরিক্কার আগেও তিন মাসের জন্য আমেরিকায় গিয়েছিলেন। প্রথমবার সুস্থ হয়ে দেশে ফিরে আসেন তিনি। শেষের দিকে নাকে নল লাগিয়েই তিনি প্রকাশ্যে আসতেন।

মনোহর পারিক্কর ভারতের সেই প্রতিরক্ষামন্ত্রী, যিনি এতটুকু দ্বিধা না রেখে দাবি করেছিলেন, “সেনাবাহিনী যুদ্ধে না গেলে সেই সম্মান অর্জন করতে পারে না”। দেশের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রীর এই যুদ্ধবাজ অবস্থান সীমান্তে সেনাবাহিনী যে শান্তি রক্ষা ও সুরক্ষার কাজ চালিয়ে যাচ্ছে, তার বিরোধী, বলে সমালোচনা করেছিলেন বিরোধীরা।

প্রতিরক্ষামন্ত্রী হিসেবে পরিক্কারের নেতৃত্বেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘লজিস্টিক্স এক্সচেঞ্জ মেমোরেন্ডাম অব এগ্রিমেন্ট’ নামে পারস্পরিক কৌশলগত ও সামরিক ঘাঁটি ব্যবহারের চুক্তি করে ভারত। এর অবধারিত পরিণাম হয়, ভারতীয় সশস্ত্র বাহিনী হয় মার্কিন ভূ-রাজনৈতিক রণনীতির অংশ। তবে তাতেও বিরোধীদের সমালোচনার হাত থেকে রেহাই পাননি তিনি।

বিজেপির তরফ থেকে কখনও স্বীকার করা না হলেও একটা সময় তিনিই ছিলেন নরেন্দ্র মোদীর বিকল্প মুখ। সেই মনোহর পারিক্কর এর মৃত্যুতে শোকের ছায়া গেরুয়া শিবিরে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গভীর শোক প্রকাশ করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। শোক প্রকাশ করেছেন ভারতের তাবড় রাজনৈতিক নেতারা।

মুম্বাই আইআইটির এই ছাত্র ছিলেন আরএসএস প্রচারক। সেখান থেকে তিনি হন বিজেপি নেতা। দেশের প্রতিরক্ষামন্ত্রী ও গোয়ার তিনবারের মুখ্যমন্ত্রী ছিলেন পারিক্কর। দেশের প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ও গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর এর মৃত্যুতে প্রায় একটি যুগের অবসান হল।

]]>