Mandarmani Beach – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 20 Jun 2022 16:01:31 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Mandarmani Beach – The News বাংলা https://thenewsbangla.com 32 32 “মন্দারমণির নাম এখন দাদামণি হয়ে গেছে”, এ কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় https://thenewsbangla.com/mandarmani-now-become-dadamani-said-mamata-banerjee-in-assembly-session/ Mon, 20 Jun 2022 16:00:14 +0000 https://www.thenewsbangla.com/?p=15572 “মন্দারমণির নাম এখন দাদামণি হয়ে গেছে”; এ কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারের বিধানসভায় বিজেপিকে আ’ক্রমণ করে; রীতিমতো রু’দ্রমূর্তি ধারণ করলেন মুখ্যমন্ত্রী। এসএসসি দুর্নীতি নিয়ে বিরোধীদের আ’ক্রমণ শা’নাতে গিয়ে তিনি যা বললেন, বাংলার রাজনৈতিক মহলের মতে; আসলে তিনি নি’শানা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। এদিন ঠিক কী বলেছেন তৃণমূল নেত্রী? এদিন রাজ্য বিধানসভায় মমতা বলেন; “মন্দারমণির নাম এখন ‘দাদামণি’ হয়ে গেছে। কেন হয়েছে? আর বলা হচ্ছে, ১৭ হাজার চাকরি খেয়ে নেব। তা হলে ওই সব ছেলেমেয়েদের ওঁর বাড়ি পাঠিয়ে দেব; আমরা জানি মেদিনীপুরে চাকরি নিয়ে কী হয়েছে”?

এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রী আরও বলেন; “চাকরি থেকে যারা ছাঁটাই হচ্ছে; তাদের বিজেপি বিধায়কদের বাড়ি পাঠিয়ে দেব। সিপিএম জমানায় অনেক অবৈধ চাকরি হয়েছিল; আমি ক্ষমতায় এসে সেই সব চাকরি খেতে পারতাম। কিন্তু, তেমনটা করিনি। বলা হচ্ছে, ২০২৪-এ সব জিতে ক্ষমতায় আসবে; আর সবাইকে জেলে ভরে দেবে”।

আরও পড়ুনঃ “অগ্নিবীরের নামে বিজেপি ক্যাডার তৈরি করছে”, বিধানসভায় ভারতীয় সেনা নিয়ে মন্তব্য মমতার

স্কুল সার্ভিস শিক্ষক নিয়োগ, প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে; হাইকোর্টে ল্যাজেগোবরে রাজ্য সরকার। মঙ্গলবার বিধানসভায়, এর বিরুদ্ধেই মুখ খুলেছেন; মুখ্যমন্ত্রী মমতা। আর সেখানেই তিনি নাম না করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে; তীব্র কটাক্ষও করেছেন। নাম না করেই, শুভেন্দুকে ‘দাদামণি’ বলে চিহ্নিত করে; মুখ্যমন্ত্রী প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন। তিনি প্রশ্ন তোলেন, “পার্থর বিরুদ্ধে মামলা করেছো; কিন্তু দাদামণি যাদের চাকরি দিয়েছে তাঁদের কী হবে? সিবিআই তাঁদের ধরবে না”?

আরও পড়ুনঃ “লাখখানেকের মধ্যে ৫০-১০০টা ভুল হতেই পারে”, শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে সাফাই মুখ্যমন্ত্রীর

এদিন বিধানসভায় বক্তব্য রাখতে উঠে মমতা বলেন; “এক-লক্ষ চাকরি দিতে গিয়ে; একশোটা ভুল হতেই পারে। তা শুধরে নিতে হবে; সময় দিতে হবে। বেকারদের চাকরি দেব; তাতে যদি কোনও সমস্যা হয়, তা মিটিয়ে নেব। আর দাদামণি যে চাকরি দিয়েছেন; তাঁর হিসেব কে নেবে? সিবিআই তাঁদের ধরবে না? মেদিনীপুর থেকে মুর্শিদাবাদ হয়ে উত্তর দিনাজপুর; সেই সব জায়গায় দাদামণি চাকরি দিয়েছেন। পুরুলিয়া জেলায় চাকরি দেননি; বঞ্চিত করেছিলেন ওঁদের। মন্দারমণির নাম এখন ‘দাদামণি’ হয়ে গেছে। কেন হয়েছে”?

]]>
উত্তাল সমুদ্র, বেপরোয়া জুড়ি, সমুদ্রস্নানে দুর্ঘটনা ও মৃত্যু মন্দারমণিতে https://thenewsbangla.com/rough-sea-reckless-pair-accident-and-death-in-mandarmani-sea-beach/ Mon, 09 May 2022 06:44:05 +0000 https://www.thenewsbangla.com/?p=15017 উত্তাল সমুদ্র, বেপরোয়া জুড়ি; সমুদ্র উপভোগে দুর্ঘটনা ও মৃত্যু মন্দারমণিতে। সমুদ্রে স্নান করতে গিয়েই; এবার মৃত্যু হল ২ পর্যটকের। উত্তাল সমুদ্রে স্নানে নেমে, মন্দারমনির সমুদ্রে; তলিয়ে মৃত্যু দুই তরুণ-তরুণীর। কলকাতা থেকে মন্দারমনি বেড়াতে আসে; কলেজ বন্ধুদের একটি দল। বিকেলে স্নানে নেমে ঘটে বিপত্তি; উত্তাল সমুদ্রের ঢেউয়ের টানে তলিয়ে যায় ২ বন্ধু-বান্ধবী। তড়িঘড়ি ওই দুই যুবক-যুবতীকে উদ্ধার করে; নিয়ে যাওয়া হয় বালিসাই বড় বঙ্কুয়া গ্রামীণ হাসপাতালে। সেখানে হাসপাতালের চিকিৎসক; তাদের মৃত বলে ঘোষণা করেন। বেপরোয়াভাবে সমুদ্র উপভোগ করতে গিয়ে; বেঘোরে প্রাণ খোয়ালেন কলকাতার দুই যুবক-যুবতী।

রবিবার দুপুরে তাঁরা বেড়াতে এসেছিলেন মন্দারমণি। কয়েকঘণ্টার মধ্যেই উত্তাল ঢেউয়ে, বেপরোয়াভাবে সমুদ্র উপভোগ করতে গিয়ে; বেঘোরে প্রাণ খোয়ালেন ওই দুই যুবক-যুবতী। সন্ধে নাগাদ সমুদ্র থেকে তাঁদের উদ্ধার করেন; কর্মরত নুলিয়ারা। দ্রুত বড়রাঙ্কুয়া হাসপাতালে নিয়ে গেলেও; চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুনঃ ‘অশনি সংকেত’, আয়লা, ফণী, আমফানের মতোই কি বাংলায় আছড়ে পড়বে অশনি

মন্দারমণি উপকূল থানা সূত্রে খবর, মৃত দুই পর্যটক হলেন; কলকাতার পার্ক সার্কাস এলাকার বাসিন্দা স্বাধীন সরফরাজ(২৩) এবং ঝাড়খণ্ডের বাসিন্দা সৃষ্টি গুপ্তা(২২)। তাঁরা রবিবার দুপুরে কলকাতা থেকে; মন্দারমণির সমুদ্রতটে আসেন। দুপুরের খাওয়াদাওয়া সেরে; সমুদ্রস্নানে নামেন তাঁরা। সমুদ্রে অতিরিক্ত রোমাঞ্চের আশায়; উত্তাল ঢেউয়ের ধাক্কা কাটিয়ে বেশ খানিকটা এগিয়ে যান দুজনে। তারপরেই নেমে আসে বিপর্যয়।

সবার নিষেধ অমান্য করে, অনেকটা দূরে চলে যাওয়ায়; জলের ধাক্কায় ক্রমেই গভীরের দিকে চলে যেতে থাকেন তাঁরা। সঙ্গী বন্ধুদের চিৎকারে; স্পিড বোট নিয়ে ছুটে আসেন উদ্ধারকারী নুলিয়াদের দল। ঢেউয়ের ধাক্কা কাটিয়ে দুই পর্যটককেই; সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করেন তাঁরা। তবে শেষ পর্যন্ত তাদের বাঁচান যায়নি। এরপরই মন্দারমণি উপকূল থানা থেকে, মৃতদের পরিবারে; দুর্ঘটনার খবর পাঠানো হয়। সেই সঙ্গে দেহ-দুটিকে ময়নাতদন্তের জন্য; কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়।

দুই যুবক-যুবতীর বন্ধুদের মারফত জানা গিয়েছে; দুজনেই কলেজের বন্ধু। মান্দারমনি ঘুরতে এসে, সমুদ্রস্নানে নেমে অনেকদূর চলে যান; জলের টানেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা বলেন, “পুলিশের বাধা উপেক্ষা করে; সমুদ্রে নেমে গিয়েছিলেন তাঁরা। জলের ঢেউ সামলাতে পারেননি; তাই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে”।

]]>