Mamata’s Dharna – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 06 Feb 2019 16:54:13 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Mamata’s Dharna – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ভারতের সংবিধান রক্ষা করতে ধর্মতলায় আবার ধর্ণা https://thenewsbangla.com/to-protect-indias-constitution-a-dharna-is-again-in-dharmatala/ Wed, 06 Feb 2019 16:43:51 +0000 https://www.thenewsbangla.com/?p=6524 ধর্মতলায় আবার ধর্ণা! ধর্মতলায় কেন্দ্রের বিরুদ্ধে মমতার ধর্ণা দিয়ে রাজ্য ছাড়িয়ে তোলপাড় গোটা দেশ। সেই আন্দোলনের রেশ এখনও রয়ে গেছে। তবে এবার মমতা বন্দ্যোপাধ্যায় এর নয়। এই ধর্ণা বামেদের। কলকাতায় মেট্রো চ্যানেলে ধর্ণায় বসতে চলেছেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র তথা রাজ্যের বিধায়ক অশোক ভট্টাচার্য। বুধবার শিলিগুড়ি পুরনিগমে একটি সাংবাদিক বৈঠক করে এমন হুঁশিয়ারি দিলেন তিনি।

আরও পড়ুনঃ সারদা রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার পুলিশ কর্তাদের বারবার তলব গোয়েন্দাদের

বুধবার শিলিগুড়ি পুরনিগমের মেয়র তথা রাজ্যের বিধায়ক অশোক ভট্টাচার্য বলেন, “পুরনিগমের কাজে নানাভাবে হস্তক্ষেপ করছে রাজ্য সরকার। এছাড়াও প্রচুর টাকা বকেয়া আছে। টাকা দিচ্ছে না মমতার সরকার। সেকারণে সমস্যা হচ্ছে কাজে। বন্ধ হয়ে গেছে সব উন্নয়নের কাজ”। আর তার বিরুদ্ধেই এবার ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধর্ণায় বসছেন বলে জানান তিনি।

আরও পড়ুনঃ নতুন যুদ্ধ, রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার দুই অফিসারকে ডেকে পাঠাল ইডি

ভারতের সংবিধান রক্ষা করতে ধর্মতলায় আবার ধর্ণা/The News বাংলা
ভারতের সংবিধান রক্ষা করতে ধর্মতলায় আবার ধর্ণা/The News বাংলা

খুব শীঘ্রই রাজ্য সরকারের কাছে পাওনা বকেয়া আদায়ে মেট্রো চ্যানেলে ধর্ণায় বসতে চলেছেন শিলিগুড়ি পৌর কর্পোরেশনের মেয়র ও শিলিগুড়ির বিধায়ক অশোক ভট্টাচার্য। শিলিগুড়ি পৌর কর্পোরেশনে বুধবার সাংবাদিক সম্মেলন করে অশোক ভট্টাচার্য একথা জানিয়ে বলেন, “ফেডারেল স্ট্রাকচারের মানে শুধু কেন্দ্র এবং রাজ্য সরকার নয়। স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার বা লোকাল সেলফ্ গভর্নমেন্টকে বাদ দিয়ে যুক্তরাষ্ট্রীয় কাঠামো হয় না”।

আরও পড়ুনঃ সারদা চিটফান্ডে সর্বহারাদের দেখেই কি তাড়াতাড়ি ধর্ণা শেষ করলেন মমতা

তিনি আরও বলেন, “কেন্দ্র, রাজ্য ও স্থানীয় সরকার মিলেই এই কাঠামো। আমি সিবিআই নিয়ে কোন মন্তব্য করতে চাইছি না। কিন্তু কেন্দ্রের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে আঘাত হানার অভিযোগে রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্ণা বসেছিলেন। রাজ্য সরকার দ্বারা বামফ্রন্ট পরিচালিত শিলিগুড়ি পৌর কর্পোরেশনকে বঞ্চিত করা হচ্ছে তার সাংবিধানিক অধিকার থেকে। তাহলে আমিও সাংবিধানিক অধিকার আদায়ের লক্ষ্যে মেট্রো চ্যানেলে ধর্ণায় বসব”।

আরও পড়ুনঃ সারদা চিটফাণ্ড মামলায় রাজীবকে জেরা করতে কি কি প্রশ্ন সাজাচ্ছে সিবিআই

পার্টি এবং কাউন্সিলরদের সঙ্গে আলোচনা করেই দিনক্ষণ চূড়ান্ত করা হবে, বলে জানিয়েছেন সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। তিনি হুঁশিয়ারি দেন, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তাই তিনি রাজ্য সরকারের অনুমতির তোয়াক্কা না করেই ধর্ণায় বসেছিলেন। আমি রাজ্য সরকারের কাছে অনুমতি চাইব।

আরও পড়ুনঃ উঠল বিজেপি বিরোধী সত্যাগ্রহ ধর্ণা, ধর্মতলার ধর্ণা প্রধানমন্ত্রী করতে পারবে মমতাকে

ভারতের সংবিধান রক্ষা করতে ধর্মতলায় আবার ধর্ণা/The News বাংলা
ভারতের সংবিধান রক্ষা করতে ধর্মতলায় আবার ধর্ণা/The News বাংলা

অশোক ভট্টাচার্য জানিয়ে দিয়েছেন, “রাজ্য সরকার মেট্রো চ্যানেলে ধর্ণায় বসার অনুমতি দিলে ভালো। রাজ্য সরকার অনুমতি না দিলেও শিলিগুড়ি পৌর কর্পোরেশনের বকেয়া আদায়ে ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধর্ণায় বসব। মানুষের উন্নয়নের স্বার্থেই আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি”।

আরও পড়ুনঃ মমতার নির্দেশে সিবিআই অফিসারদের আটক করে বাংলার আইপিএসরা বিপদে

সংবিধান রক্ষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ধর্ণায় বসেছিলেন ধর্মতলায় মেট্রো চ্যানেলে। এবার সেই সংবিধান রক্ষা অস্ত্র তাঁর বিরুদ্ধেই প্রয়োগ করতে চলেছেন অশোক ভট্টাচার্য। তবে তিনি মেট্রো চ্যানেলে ধর্ণার অনুমতি পান কিনা সেটাই এখন দেখার। পেলে লোকসভা ভোটের আগে সেই ধর্ণা বামেদের লড়াইয়ে কতটা সাহায্য করে সেটার দিকেই তাকিয়ে বাম কর্মী সমর্থকরা।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
উঠল বিজেপি বিরোধী সত্যাগ্রহ ধর্ণা, ধর্মতলার ধর্ণা প্রধানমন্ত্রী করতে পারবে মমতাকে https://thenewsbangla.com/mamata-banerjee-ends-anti-bjp-dharna-but-what-are-the-reasons-of-dharna/ Tue, 05 Feb 2019 14:01:12 +0000 https://www.thenewsbangla.com/?p=6466 তিনদিনের মাথায় মঙ্গলবার সন্ধায় উঠে গেল মমতার সংবিধান বাঁচাতে সত্যাগ্রহ ধর্ণা। চন্দ্রবাবু নাইডুকে পাশে নিয়ে ধর্ণা তুলে নেবার কথা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কেন এই ধর্ণা, রয়ে গেল প্রশ্ন। কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানাকে সামনে রেখে কি কি রাজনৈতিক তাস খেলতে চাইলেন মমতা? উঠছে প্রশ্ন।

আরও পড়ুনঃ সারদা কাণ্ডে পুলিশ কমিশনারকে সিবিআই জেরা কবে, তা নিয়েও লড়াই তুঙ্গে

তিনদিনের ধর্ণায় মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সংবিধান বাঁচানোর লড়াইয়ে জাতীয় রাজনীতির একাধিক নেতানেত্রীর সমর্থন পেয়েছেন। কলকাতার ধর্মতলার ধর্ণা মঞ্চে সিঙ্গুর আন্দোলনের সময়েও এভাবেই প্রতিবাদ অবস্থানে বসতে দেখা গিয়েছিল তৃণমূল সুপ্রিমোকে। ২৬ দিনের অনশন আন্দোলনের পরবর্তী পর্যায়ে তিনি বাংলার মুখ্যমন্ত্রীর আসনে বসেন। আর এবার তাঁর সামনে প্রধানমন্ত্রিত্বের হাতছানি!

আরও পড়ুনঃ মমতার নির্দেশে সিবিআই অফিসারদের আটক করে বাংলার আইপিএসরা বিপদে

সিবিআই নোটিশ দেবার আগেই জেরার মুখোমুখি হতে নিজে চিঠি দিলেন পুলিশ কমিশনার
সিবিআই নোটিশ দেবার আগেই জেরার মুখোমুখি হতে নিজে চিঠি দিলেন পুলিশ কমিশনার/The News বাংলা

সুপ্রিম কোর্টের রায়ের পরও অবশ্য ধর্ণার মেয়াদ নিয়ে প্রথমে কোনও সিদ্ধান্ত নেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, “সবার সঙ্গে কথা বলেই এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। সুপ্রিম কোর্টে আমাদের নৈতিক জয় হয়েছে। পুরো দেশ এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে”। তেজস্বী যাদব, কানিমোঝি, চন্দ্রবাবু নাইডু এসেছেন মমতার ধরনা-মঞ্চে। দেশ জুড়ে বিজেপি বিরোধী দলগুলি এই আন্দোলনে মমতাকে সমর্থন জানিয়েছেন। কিন্তু কেন এই ধর্ণা রয়ে গেল প্রশ্ন।

আরও পড়ুনঃ সারদা চিটফাণ্ড মামলায় রাজীবকে জেরা করতে কি কি প্রশ্ন সাজাচ্ছে সিবিআই

কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে মেঘালয়ের শিলংয়ে একটি নিউট্রাল জায়গায় হাজিরা দিয়ে সিবিআই জেরার মুখোমুখি হবার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে এখনই গ্রেফতার করা যাবে না তাঁকে, জানিয়ে দিয়েছে দেশের শীর্ষ আদালত। রাজীব কুমারকে গ্রেফতার করা যাবে না, এটাই কি মমতার ধর্ণার লক্ষ্য ছিল? সেই তো সরাসরি সিবিআই জেরার মুখোমুখি হতে হচ্ছে রাজীব কুমারকে? তাহলে!?

আরও পড়ুনঃ সম্পর্কের খাতিরে চাকরি দুর্নীতি, রাজ্যের দফতরে কর্মীদের মুখরোচক গল্প

উঠল মমতার সত্যাগ্রহ ধর্ণা, কিন্তু কি কি কারণে ধর্মতলায় ধর্ণা দিলেন মমতা/The News বাংলা
উঠল মমতার সত্যাগ্রহ ধর্ণা, কিন্তু কি কি কারণে ধর্মতলায় ধর্ণা দিলেন মমতা/The News বাংলা

সিবিআই তো রাজীব কুমারকে জেরা করতেই চাইছিল। বারবার ডেকে তাঁর সাড়া না পাওয়ায় তাঁকে প্রশ্ন করতেই বাড়িতে হাজির হয় সিবিআই। যার প্রতিবাদে রাস্তায় নেমে প্রতিবাদ আন্দোলন শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু জল যেখানে থাকার সেখানেই রইল। তাহলে মমতার এই ধর্ণা কেন রয়ে গেল প্রশ্ন। শুধুই রাজধানী দিল্লিতে নিজের ক্ষমতা জাহির করার জন্য?

আরও পড়ুনঃ সিবিআই জেরা থেকে পালাতে পারবেন না রাজীব কুমার, মমতা বললেন ‘নৈতিক জয়’

কেন্দ্রের অর্থমন্ত্রী অরুণ জেটলি জানিয়েছেন, সিবিআই-পুলিশ নয়, কেন্দ্রের রাজনীতিতে নিজেকে আরও প্রাসঙ্গিক করতেই মমতার এই ধর্ণা। মোদী বিরোধী জোটের নেতা বা মুখ হিসাবে নিজেকে তুলে ধরতেই কি লোকসভা ভোটের আগে এইভাবে রাস্তায় নেমে আন্দোলন? রয়ে গেল প্রশ্ন।

উঠল মমতার সত্যাগ্রহ ধর্ণা, কিন্তু কি কি কারণে ধর্মতলায় ধর্ণা দিলেন মমতা
উঠল মমতার সত্যাগ্রহ ধর্ণা, কিন্তু কি কি কারণে ধর্মতলায় ধর্ণা দিলেন মমতা/The News বাংলা

মমতার ধর্মতলার ধর্ণা মঞ্চের আন্দোলন ঝড় তুলেছে লোকসভাতেও। মোদী বিরোধীরা সবাই লোকসভা ভোটের আগে মমতার এই কেন্দ্র বিরোধী আন্দোলনকে সমর্থন করেছেন। ব্রিগেডের পর রাজধানীর রাজনীতিতে যে আরও একবার নিজেকে প্রাসঙ্গিক করলেন সেটা পরিষ্কার। ব্রিগেডের পর নিজের নিজের রাজ্যে ফিরে গিয়ে অনেক নেতাই ফের রাহুলকে প্রধানমন্ত্রী করার কথা বলেছেন। এই ধর্ণা আন্দোলনের পর মমতা আবার বোঝাতে পেরেছেন মোদী বিরোধী মুখ তিনিই।

আরও পড়ুনঃ রাজীব কুমারকে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

একধাক্কায় চাপা দিয়েছেন তৃণমূল বিরোধী সব ইস্যুকে। চাপা দিয়েছেন বিজেপির রথ যাত্রার ইস্যুকে। মোদী, যোগী বা রাজনাথের সভা নিয়ে বিজেপির আন্দোলনকে একধাক্কায় থামিয়ে দিতে পেরেছেন। লোকসভা ভোটের আগে প্রচারের পুরো সার্চলাইট নিজের দিকে টেনে নিতে পেরেছেন ফের রাস্তায় এই ধর্ণার মাধ্যমে। এক ঝটকায় থামিয়ে দিয়েছেন বামেদের সফল ব্রিগেডের চর্চাকে।

আরও পড়ুনঃ তথ্যপ্রমাণ নষ্টের প্রমাণ পেলে পুলিশ কমিশনারকে উচিত শিক্ষা দেওয়া হবে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

আর কিছু হোক না হোক, ব্রিগেডের পর ফের নিজেকে সর্বভারতীয় স্তরে তুলে ধরতে পেরেছেন মমতা। ধর্মতলায় ২৬ দিনের ধর্ণা আন্দোলন তাঁকে বসিয়ে ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী পদে। ৩ দিনের এই ধর্ণা আন্দোলন তাঁকে প্রধানমন্ত্রীর গদি পর্যন্ত পৌঁছে দিতে পারে কিনা সেটাই এখন দেখার। তবে মমতার রাজনৈতিক উত্থানের জন্য রাজীব কুমার সহ কয়েকজন আইপিএস অফিসারের কেরিয়ার যে কলকাতার রাজপথে জলাঞ্জলি দেওয়া হল, সেটা কিন্তু জলের মত পরিস্কার।

]]>