Mamata vs Modi – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 13 May 2022 03:59:27 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Mamata vs Modi – The News বাংলা https://thenewsbangla.com 32 32 “১০০ দিনের কাজ, আবাস যোজনার টাকা দেয়নি কেন্দ্র”, মোদীকে চিঠি মমতার https://thenewsbangla.com/100-days-work-center-not-pay-mamata-banerjee-wrote-letter-to-narendra-modi/ Fri, 13 May 2022 03:58:46 +0000 https://www.thenewsbangla.com/?p=15072 ‘এখান থেকে তুলে নিয়ে ভাগ বসাচ্ছ, টাকা দাও’; মোদীকে চিঠি মমতার। “১০০ দিনের কাজ, আবাস যোজনার টাকা দেয়নি কেন্দ্র”; এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চেয়ে চিঠি দিলেন; বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের একবার কেন্দ্র সরকারের বিরুদ্ধে ফের সুর চড়িয়ে, মমতার মন্তব্য; “দুয়ারে সরকার, পাড়ায় সমাধান থেকে কন্যাশ্রী, ১০০ দিনের কাজ। কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, তুলে নিয়ে যাচ্ছে; আবাস যোজনা, কেন্দ্র টাকা দিচ্ছে না। রাজ্যের যে কোনও সমস্যা আমরা সমাধান করতে পারছি না”।

১০০ দিনের কাজের টাকা চাওয়া থেকে, কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে; ফের সরব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠালেন মমতা। ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’ প্রকল্পে বাংলার পারফরম্যান্স সবচেয়ে ভাল হওয়ার পরও; নতুন করে কোনও বরাদ্দ হয়নি বলে অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। ১০০ দিনের কাজের প্রকল্প অর্থাৎ মনরেগার টাকা পাচ্ছে না রাজ্য; তা উল্লেখ করে বকেয়া টাকা চেয়ে মোদীকে চিঠি পাঠালেন মমতা।

৪ মাস ধরে ১০০ দিনের কাজের টাকা বকেয়া থাকার অভিযোগ, আবাস যোজনায় নতুন করে বরাদ্দ টাকা না দেওয়ার অভিযোগ। অবিলম্বে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় এর প্রশ্ন, “১০০ দিনের কাজের টাকা দেয়নি কেন্দ্র; টাকা এখান থেকে তুলে নিয়ে ভাগ বসায় কেন্দ্র। আর রাজ্যকে টাকা দেয় না। রাজ্যের সব সমস্যার কে সমাধান করবে?”

বৃহস্পতিবার দুপুরে WBCS অফিসারদের বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে; কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। অভিযোগ তুলেছিলেন, বাংলার বকেয়া টাকা দীর্ঘ সময় ধরে; আটকে রেখেছে কেন্দ্র সরকার। উলটে কর আদায় করছে। এরপর বিকেলে নবান্নে ফিরে তড়িঘড়ি; মোদীকে চিঠি লেখেন মমতা। গ্রাম বাংলার দরিদ্র জনতার স্বার্থে, বকেয়া সেই টাকা দ্রুত দিক কেন্দ্র; চিঠিতে জোর দিয়ে সেই আবেদনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা।

তাঁর আরও বক্তব্য, “প্রধানমন্ত্রী আবাস যোজনায় নতুন করে অর্থ বরাদ্দ না করলে; সাধারণ মানুষজন মাথার উপর ছাদ গড়তে খুবই সমস্যায় পড়ছেন। ১০০ দিনের কাজে টাকা না দিলে; সমস্যায় পরছে বাংলার মানুষ। তাই প্রধানমন্ত্রী যেন দ্রুত এই বিষয়ে হস্তক্ষেপ করে, সংশ্লিষ্ট মন্ত্রককে দ্রুত টাকা দেওয়ার কথা জানান; চিঠিতে এমনই আবেদন জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।

]]>
প্রধানমন্ত্রীকে থাপ্পড় মন্তব্যের জের, মমতাকে সংযত হবার বার্তা সুষমার https://thenewsbangla.com/sushma-swaraj-warns-mamata-banerjee-for-wish-to-slap-narendra-modi/ Wed, 08 May 2019 08:41:55 +0000 https://www.thenewsbangla.com/?p=12585 ভোটের মধ্যে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় নিয়ে সরগরম রাজনীতি; এই ব্যাপারে প্রথমেই চলে আসে প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর দ্বৈরথ; বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ শানাতে গিয়ে ভাষা সংযম হারানোর অভিযোগ উঠেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরদ্ধে।

মঙ্গলবার পুরুলিয়ায় একটি নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রীর মন্তব্য পুনরায় উস্কে দিল বিতর্ক; মঙ্গলবার পুরুলিয়ায় একটি জনসভায় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগে বলেন; মোদীর গালে “গণতন্ত্রের থাপ্পড়” মারতে চান তিনি।

আরও পড়ুনঃ কলকাতা পুলিশের নতুন উদ্যোগ, ভাল রেজাল্ট করায় বাবার বসের চেয়ারে একদিন

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃণমূলকে তোলাবাজের দল বলে কটাক্ষ করেছিলেন; তারই পাল্টা হিসেবে মোদীকে গনতন্ত্রের থাপ্পড় মারার ইচ্ছেপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী; এরপরেই শুরু হয় সমালোচনা; এই মন্তব্যের তীব্র নিন্দা করে ট্যুইট করেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।

ট্যুইটে মমতাকে সতর্ক করে ভাষা প্রয়োগের ব্যাপারে সাবধান ও সংযত হতে বলেন সুষমা; এর আগে প্রধানমন্ত্রী কে তুই তুকারি করেও সম্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী; এমনকি পাথর ভরা রসগোল্লা খাইয়ে প্রধানমন্ত্রীর দাঁত ভেঙ্গে দেবার কথাও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ চৌকিদার চোর, ক্ষমা চাওয়ার হ্যাটট্রিক করলেন রাহুল, ভোটের মধ্যেই চরম লজ্জায় কংগ্রেস

ট্যুইটে তিনি বলেন; মমতা শালীনতার সমস্ত সীমা অতিক্রম করেছেন; মমতা বন্দ্যোপাধ্যায় একটি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী; এই সম্পর্কের কথা মনে করিয়ে দেন সুষমা; রাজ্যের সাথে কেন্দ্রের সম্পর্কের কথা স্মরণ করিয়ে দেন তিনি।

রাজনীতিকে সম্ভাবনাময় শিল্প বলা হয়; রাজনীতিতে চিরবন্ধু বা চিরশত্রু বলে কিছু হয়না; খোদ মুখ্যমন্ত্রীর মুখেই এই কথা বহুবার শোনা গিয়েছে; সেই কথাও মনে করিয়ে দেন সুষমা স্বরাজ; তিনি বলেন, রাজ্যকে কেন্দ্রের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে হয়।

আরও পড়ুনঃ ৫০ কোটি টাকা পেলেই খুন করতে পারি মোদীকে, বিষ্ফোরক মন্তব্য

রাজ্যের মুখ্যমন্ত্রীকে কোনও বৈঠকে প্রধানমন্ত্রীর সাথে মিটিং করতে হতেই পারে; ভবিষ্যতে রাজনৈতিক অবস্থার পরিবর্তন হলে মমতার বন্ধুত্বের প্রয়োজন হতে পারে; সেদিন যেন তাকে লজ্জার মুখে পড়তে না হয়; মনে করিয়ে দেন সুষমা।

]]>
বিধায়ক কেনাবেচার অভিযোগ তুলে মোদীর প্রার্থীপদ বাতিলের দাবি মমতার https://thenewsbangla.com/mamata-banerjee-demands-to-cancel-the-candidature-of-narendra-modi/ Tue, 30 Apr 2019 14:31:17 +0000 https://www.thenewsbangla.com/?p=12047 হর্স ট্রেডিংয়ের অভিযোগ তুলে মোদীর প্রার্থীপদ বাতিলের দাবি মমতার। মঙ্গলবার সবকটি জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর প্রার্থীপদ বাতিলের দাবি তোলেন। এই নিয়ে নির্বাচন কমিশনের দারস্থ হয়েছে তৃণমূল।

সোমবার ব্যারাকপুর লোকসভার অন্তর্গত জগদ্দলে একটি নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, মোদীর সঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ৪০ জন বিধায়ক যোগাযোগ রেখে চলেছেন। ভোট মিটে যেতেই তারা সদলবলে গেরুয়া শিবিরে সামিল হবেন বলে জানান তিনি।

আরও পড়ুনঃ শিলিগুড়ি থেকে পুরুলিয়ায় ভোটের ডিউটি, গরমের বলি রাজ্যের পুলিশ কর্মী

প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে হর্স ট্রেডিং বা বিধায়ক কেনাবেচার অভিযোগ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ভদ্রেশ্বরের এক জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, হর্স ট্রেডিংয়ের সাথে সরাসরি যুক্ত থাকার কথা বিজেপি নিজেই স্বীকার করে নিয়েছেন।

আরও পড়ুনঃ বুধবার বাংলায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ফনি, টানা তিনদিন ধরে প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা

এই স্বীকারোক্তির পরে নির্বাচন কমিশনের কাছে তৃণমূল আবেদন করে নরেন্দ্র মোদীর প্রার্থীপদ খারিজ করার জন্য। বিধায়ক কেনাবেচার টাকার উৎস নিয়েও তিনি প্রশ্ন তোলেন। প্রশ্ন তুলে তিনি বলেন, এই টাকা কোথা থেকে আসছে, তার তদন্ত হওয়া প্রয়োজন। ঘোড়া কেনাবেচার কথা বলে নিজেই সংবিধানকে বুড়ো আঙুল দেখাচ্ছেন বলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন মমতা।

আরও পড়ুনঃ পায়ের ছাপ দেখিয়ে ভারতীয় সেনার দাবি, ইয়েতির অস্তিত্ব আজও আছে হিমালয়ে

এদিকে তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়ান জানান, তৃণমূলের সদস্য ও সমর্থকদের ভয় দেখানো ও মনোভাব নষ্ট করতেই মিথ্যা কথা প্রচার করছেন নরেন্দ্র মোদী। এই নিয়েই মোদীর প্রার্থীপদ বাতিলের দাবি নিয়ে নির্বাচন কমিশনের দারস্থ হল তৃণমূল কংগ্রেস।

শুধু বিধায়ক কেনাবেচা নয়, মমতাকে হুমকি দেবার অভিযোগও তুলেছে তৃণমূল। দিদির বাঁচার রাস্তা নেই বলেই প্রকাশ্য জনসভায় বলেন নরেন্দ্র মোদী। আর এই দুই অভিযোগ নিয়েই নির্বাচন কমিশনের দারস্থ হল তৃণমূল কংগ্রেস।

]]>
নির্বাচন কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে মিমির বিজ্ঞাপনে মুখ ঢাকল যাদবপুর https://thenewsbangla.com/mimi-chakraborty-addvertisements-in-jadavpur-breakes-election-commission-rules/ Wed, 10 Apr 2019 08:54:09 +0000 https://www.thenewsbangla.com/?p=10452 এবারের ভোটে কোন প্রার্থীর কোন পোস্টার ব্যানার লাগান যাবে না। কোন রকমেই দৃশ্য দূষণও করা যাবে না। রাস্তা ঘাটে প্রার্থীর পোস্টার ব্যানার লাগালে খবর পেলেই খুলে দিয়েছে নির্বাচন কমিশন। তাহলে কি প্রার্থীর মুখ দেখান যাবে না? ক্ষমতা আর সাধ্য থাকলে বুদ্ধি থাকলেই উপায় হয়। আর সেই বুদ্ধি বের করেই এবার নির্বাচন কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে মিমির বিজ্ঞাপনে মুখ ঢাকছে যাদবপুর।

আরও পড়ুনঃ রিগিং বন্ধ করে শান্তিপূর্ণ ভোট করাতে ৬টি বিশেষ অ্যাপস আনল নির্বাচন কমিশন

প্রার্থীর প্রচার করে পোস্টার ব্যানার লাগান যাবে না। ২০১৯ লোকসভা ভোটে বেশ কড়া নির্বাচন কমিশন। রাস্তা ঘাটে পোস্টার ব্যানার দেখতে পেলেই খুলে দিয়েছে নির্বাচন কমিশন। তাই নতুন বুদ্ধি যাদবপুর তৃণমূল কংগ্রেসের। প্রার্থী টলি নায়িকা মিমি চক্রবর্তী। সুন্দরী প্রার্থীর মুখ দেখান যাবে না, বললেই হল! কিন্তু রয়েছে নির্বাচন কমিশন এর হুঁশিয়ারি। আর শেষ পর্যন্ত এক বুদ্ধিতেই নির্বাচন কমিশনকে কাত করে দিয়েছে যাদবপুর তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুনঃ রাহুলের নির্বাচনী কেন্দ্র ওয়ানাড ভারতে নাকি পাকিস্তানে, সন্দেহ প্রকাশ অমিতের

প্রার্থীর পোস্টার ব্যানার লাগান যাবে না, কিন্তু অভিনেত্রীর বিজ্ঞাপনে তো মানা নেই নির্বাচন কমিশন এর। ব্যাস, কেল্লা ফতে। তারপরেই সোনা কোম্পানির বিজ্ঞাপনে ঢাকল যাদবপুর। আর তাতে জ্বলজ্বল করছে নায়িকা মিমির মুখ, যিনি আবার যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী। লোকসভা কেন্দ্রের প্রার্থীর ছবি দিয়ে পোস্টার ব্যানার লাগান নিষেধ। কিন্তু নায়িকার মুখ দেখিয়ে বিজ্ঞাপনে তো বারণ নেই!

আরও পড়ুনঃ ভোটের ঠিক আগে রাফাল মামলা নিয়ে চাঞ্চল্যকর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

আর এখানেই কেল্লা ফতে করেছে যাদবপুর তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে মিমির বিজ্ঞাপনে মুখ ঢাকল যাদবপুর। কিন্তু এখানে নির্বাচন কমিশনের কিছু করার আছে কি? প্রার্থী হিসাবে তো মিমির পোস্টার ব্যানার লাগান হয় নি। মিমির পোস্টার ব্যানার লাগান হয়েছে একটি সোনার কোম্পানির বিজ্ঞাপনে।

আরও পড়ুনঃ মহাজোটের ভরসা আলী হলে বাকিদের ভরসা বজরঙ বলী, মন্তব্য আদিত্যনাথের

যে সোনার কোম্পানির বিজ্ঞাপন করেই থাকেন মিমি। আর সেই সোনার কোম্পানির বিজ্ঞাপনেই ছেয়ে গেছে যাদবপুর এলাকা। এক ঢিলে দু পাখি মেরেছেন মিমি চক্রবর্তী ও যাদবপুর তৃণমূল কংগ্রেস। গোটা যাদবপুরে মিমির মুখ দেখা যাচ্ছে কিন্তু তা প্রার্থী হিসাবে নয়। একটি সোনার কোম্পানির বিজ্ঞাপনে।

আরও পড়ুনঃ প্রতিদিন মেক আপ ও ওয়াক্সিং করে সুন্দর চেহারা করেছেন মোদী, আক্রমণ কুমারস্বামীর

তৃণমূলের তরফ থেকে জানান হয়েছে যে, এই বিজ্ঞাপনের সঙ্গে তাদের দলের বা প্রার্থীর কোন সম্পর্ক নেই। বিজ্ঞাপনদাতারা তাদের বিজ্ঞাপন লাগাতেই পারেন। অন্যদিকে যাদবপুর কেন্দ্রের সিপিএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, “এটাও বেআইনি, নির্বাচন কমিশনের অবশ্যই দেখা উচিত”। এখন নির্বাচন কমিশন এই বিজ্ঞাপন নিয়ে কি ব্যবস্থা নেন সেটাই এখন দেখার।

আরও পড়ুনঃ ভোট বুথে গুন্ডাগিরি ও রিগিং রুখতে নির্বাচন কমিশন আনল বিশেষ অ্যাপ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
এক্সপায়ারি বাবুকে চ্যালেঞ্জ স্পিডব্রেকারের, বাংলায় মোদী মমতা তরজা তুঙ্গে https://thenewsbangla.com/mamata-vs-modi-fight-mamata-said-modi-the-expired-prime-minister/ Wed, 03 Apr 2019 14:04:29 +0000 https://www.thenewsbangla.com/?p=9889 রাজ্যে লোকসভা ভোট প্রচারে আজ সারাদিন ধরে চললো মোদী ও মমতার তরজা। লোকসভা নির্বাচনী প্রচারে এদিন শিলিগুড়িত ও ব্রিগেডে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং আজই দিনহাটার মঞ্চ থেকে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

আরও পড়ুনঃ পাকিস্থানে বিমানবাহিনীর হামলা, বাংলায় কাঁদল দিদি

এদিন শিলিগুড়ির সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে উন্নয়নের ‘স্পিড ব্রেকার’ বলে কটাক্ষ করেন মোদী। তোপ দাগেন, ‘স্পিড ব্রেকার’ মমতা দিদির জন্য বাংলার উন্নয়নের চাকা স্তব্ধ হয়ে গিয়েছে। অপরদিকে উত্তর দিনাজপুরের সভা থেকে মোদীকে পাল্টা ‘এক্সপায়ারি বাবু’ বলে অভিহিত করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

আরও পড়ুনঃ বাংলায় উন্নতিতে বাধা ‘স্পীডব্রেকার’ মমতা, কটাক্ষ মোদীর

দিনহাটার সভা থেকে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী বলেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে আর দেখছি না, এখন মোদী হলেন এক্সপায়ারি বাবু। এবার থেকে আর প্রধানমন্ত্রী বলব না। বলব, এক্সপায়ারি বাবু’। এছাড়া দিনহাটার সভা থেকে মমতা ব্যানার্জী বলেন প্রধানমন্ত্রী মোদী মিথ্যা কথা বলে মানুষকে ভাঁওতা দিচ্ছেন বলে।

আরও পড়ুনঃ ব্রিগেড ছেয়ে গেল মোদীর ‘ম্যায় ভি চৌকিদার’ টুপিতে

দিনহাটা থেকে মুখ্যমন্ত্রী মোদীকে কটাক্ষ করে বলেন, ‘৫৬ ইঞ্চির ছাতি নিয়ে ৬০ ইঞ্চি মিথ্যে কথা বলছেন’। মমতা ব্যানার্জী দিনহাটার সভামঞ্চ থেকে চ্যালেঞ্জ জানান মোদীকে। তিনি বলেন, তাঁর সরকার যা বলে তা করে দেখাক কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুনঃ মোদী স্পেশাল, ব্রিগেডে আসার জন্য চারটে আস্ত ট্রেন বুক করল বিজেপি

তৃণমূল মোদীর মত মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দেয় না বলেও তিনি দাবি করেন। কন্যাশ্রী, সবুজসাথী, ২টাকা কিলো দরে চাল, কৃষক বন্ধু, স্বাস্থ্যসাথী ইত্যাদির সুবিধা পেয়েছেন রাজ্যের মানুষ। তৃণমূল কৃষকদের শস্যবিমার পুরো টাকাটাই নিজেদের তহবিল থেকে দেয় বলেও জানান তিনি। কৃষিঋণেও বিপুল খাজনা মকুব করা হয়েছে।

আরও পড়ুনঃ ভোট প্রচারে হেলিকপ্টার পাচ্ছেন না মমতা, অভিযোগের তীর কেন্দ্রের দিকে

এদিন দিনহাটার সভা থেকে মমতা ব্যানার্জী দেশ থেকে বিজেপিকে বয়কট করার ডাক দেন। বলেন, ‘প্রত্যেকটা ভোট বিজেপির বিরুদ্ধে দিন। জোড়া ফুলে ভোট দিন। দিল্লিকে দেখিয়ে দিন। মোদীকে কবর দিন’। অপর দিকে শিলিগুড়িতে মোদী বলেন, ‘প্রার্থী যেই হোক, ভোটটা আমাকে দিন’।

আরও পড়ুনঃ পাহাড়ের ভোটে কি নামতে পারবেন বিমল রোশন জানাল আদালত

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ভোট প্রচারে হেলিকপ্টার পাচ্ছেন না মমতা, অভিযোগের তীর কেন্দ্রের দিকে https://thenewsbangla.com/no-helicopters-for-mamata-banerjee-in-election-campaign-allegation-against-modi-govt/ Tue, 02 Apr 2019 07:15:55 +0000 https://www.thenewsbangla.com/?p=9702 ভোটের প্রচারের জন্য কেন্দ্রের মোদী সরকারের চাপে হেলিকপ্টার পাচ্ছেন না বলে অভিযোগ করল তৃণমূল কংগ্রেস। বহুবার বলেও দেশের বড় বড় কোন সংস্থাই নির্বাচন প্রচারের জন্য বাংলায় শাসকদল তৃণমূলকে হেলিকপ্টার ভাড়া দিতে রাজি হয়নি বলেই অভিযোগ। আর এর পিছনে নরেন্দ্র মোদী সরকার কলকাঠি নেড়েছে বলেই অভিযোগ মমতার তৃণমূল কংগ্রেসের।

আরও পড়ুনঃ রমজানের রোজা পালন করে ভোটারদের পাশে থাকবেন, নির্বাচনী প্রচারে জানালেন মিমি

বাংলায় চলতি লোকসভা প্রচারের জন্য বেশ কয়েকমাস ধরেই হেলিকপ্টার ভাড়া নেবার চেষ্টা চলছে তৃণমূলের তরফ থেকে। মমতা ব্যানার্জী ও তাঁর দলের অন্যান্য নেতা-নেত্রী বা স্টার প্রার্থী ও অভিনেতা অভিনেত্রীরা যাতে কম সময় বেশি জায়গায় প্রচার চালাতে পারে তার জন্যই এই মুহূর্তে হেলিকপ্টার এর প্রয়োজন তৃণমূলের।

আরও পড়ুনঃ ভারতীর পর এবার মমতাকে নিজের মা বললেন মিমি

কিন্তু দলের বক্তব্য অনুযায়ী, কোন ‘অজানা’ কারণে তৃণমূলকে হেলিকপ্টার দিতে রাজি হয়নি কোন সংস্থাই। প্রসঙ্গত, নিয়মিত হেলিকপ্টার চালাতে হলে কেন্দ্রীয় সরকারের অনুমতি লাগে। তৃণমূলের অভিযোগ কেন্দ্রীয় সরকারের চাপেই সংস্থাগুলো বাংলায় তৃণমূলকে হেলিকপ্টার দিতে রাজি হচ্ছে না। এমনকি কয়েক মাস আগে দেওয়া অগ্রিম টাকাও ফিরিয়ে দিয়েছে সংস্থা গুলি। তবে কপ্টার সংস্থা গুলো এই নিয়ে মুখ খুলতে রাজি হয় নি।

আরও পড়ুনঃ হুমকি দিয়ে ভোট চাইবার ভিডিও প্রকাশ্যে, মিমির হয়ে শাসানি পঞ্চায়েত প্রধানের

রবিবার অন্ধপ্রদেশে প্রচারের উদ্দেশ্য গেছিলেন মমতা ব্যানার্জী, সেখানে চন্দ্রবাবুর সাথে তাঁর কথা হয় কপ্টার নিয়ে। চন্দ্রবাবু তেলেগু দেশম এর প্রচারের জন্য একাধিক হেলিকপ্টার ভাড়া নিয়েছেন। যেগুলো বেশ আধুনিক। ১১ এপ্রিল অন্ধ্রপ্রদেশে নির্বাচন শেষ হচ্ছে। মমতা ব্যানার্জী অনুরোধ করেন তারপর ওই হেলিকপ্টার গুলো যেন বাংলায় তৃণমূল এর নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে পাওয়া যায়। মমতাকে আশ্বাস দিয়ে চন্দ্রবাবুও এ ব্যাপারে চেষ্টা করবে বলে জানিয়েছেন।

আরও পড়ুনঃ জম্মু কাশ্মীরের জন্য আলাদা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চাইলেন ওমর আবদুল্লা

নির্বাচন প্রচারের জন্য এই মুহূর্তে মাত্র চারটি হেলিকপ্টার ভাড়া পেয়েছে তৃণমূল। কিন্তু সেগুলো বেশ পুরোনো, তাদের গতিও যথেষ্ট কম। তাছাড়া এই হেলিকপ্টার গুলি আয়তনে এতই বড় যে প্রত্যন্ত এলাকায় সেগুলো নিয়ে ঘুরে প্রচার চালানো বেশ কষ্টকর। তাছাড়া এই কাপ্টার গুলোর নামার জন্য বেশ বড় হেলিপ্যাড প্রয়োজন, যা তৈরি করা বেশ অসুবিধাজনক।

আরও পড়ুনঃ বিবেক দুবেকে তৃণমূলের এজেন্ট বলে কটাক্ষ মুকুল রায়ের

২০১৯ নির্বাচনের আগে প্রচারের ২০০৭ সালে তৈরি ১৭ বছরের পুরনো এই হেলিকপ্টারই এখন প্রচারে ভরসা তৃণমূলের। যা সাধারণত তৃণমূলের তরফে ব্যবহার করা হয়।

আরও পড়ুনঃ আদালত নাক গলাবে না, শুক্রবারেই রিলিজ হচ্ছে নরেন্দ্র মোদীর বায়োপিক

তবে কেন্দ্রের বঞ্চনার কথা উড়িয়ে দিয়েছেন বিজেপি নেতারা। সব বিষয়েই সরকার বা দলকে অভিযোগের কেন্দ্রে আনা ঠিক নয় বলেই মন্তব্য বিজেপি নেতাদের। তাদের অভিযোগ, বাংলাতেও বিরোধীরা সরকারের চাপে বাস ভাড়া পর্যন্ত পায় না।

আরও পড়ুনঃ বাংলায় ৭ পর্বের ভোটে ঝড় তুলতে ১০ দিন জনসভা করবেন মোদী

তবে এই নিয়ে ভোটের প্রচারে এখনও পর্যন্ত কোন ইস্যু করে নি তৃণমূল। তবে মমতার আগামী প্রচারসভাগুলোতে হেলিকপ্টার ইস্যু উঠতেই পারে, বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুনঃ দলের প্রার্থীকে জেতালেই পুরষ্কার সোনার গহনা, বিদেশ ভ্রমনের টিকিট

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ভোটের আগে স্যাটেলাইট অস্ত্রের ঘোষণা কেন, মোদীর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের https://thenewsbangla.com/tmc-complains-to-election-commission-against-modi-why-anti-satellite-declaration-before-vote/ Wed, 27 Mar 2019 10:24:37 +0000 https://www.thenewsbangla.com/?p=9350 অ্যান্টি স্যাটেলাইট অস্ত্রে ভারত ধবংস করেছে অকেজো কৃত্রিম উপগ্রহ। বুধবার পরীক্ষামূলক প্রক্রিয়ায় একটি অকেজো স্যাটেলাইটকে ধবংস করা হয়। এই নিয়ে কোনও নজরদারি করা স্যাটেলাইট ধবংসের তালিকায় চতুর্থ স্থান দখল করল ভারত, বুধবারই দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ ঘোষণায় জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর ভোটের আগে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে চলেছে তৃণমূল।

শত্রু দেশের গোয়েন্দা উপগ্রহের বিরুদ্ধে মহাকাশেও ভারতের সার্জিক্যাল স্ট্রাইক/The News বাংলা
শত্রু দেশের গোয়েন্দা উপগ্রহের বিরুদ্ধে মহাকাশেও ভারতের সার্জিক্যাল স্ট্রাইক/The News বাংলা

আরও পড়ুনঃ মহাকাশে শত্রুর স্যাটেলাইট ধ্বংসে ভারতের হাতে অ্যান্টি স্যাটেলাইট অস্ত্র, বললেন মোদী

ভোট দোরগোড়ায়। আসন্ন ১১ই এপ্রিল লোকসভার প্রথম দফার নির্বাচন। তার আগেই বুধবার অ্যান্টি স্যাটেলাইট অস্ত্রের ঘোষনায় নির্বাচনী বিধিভঙ্গ হয়েছে বলে তৃণমূলের অভিযোগ। নির্বাচনী আচরণ বিধিতে বলা হয়েছে, নির্বাচন কমিশনের নির্বাচনী দায়িত্ব লাভের পর সরকারের তরফে এমন কিছু বক্তৃতা প্রদান করা যাবে না, যাতে ভোটাররা প্রভাবিত হয়।

আরও পড়ুনঃ আরও ১০, বাংলায় ৪২ আসনের মধ্যে ৪০টি আসনে প্রার্থী ঠিক করল বিজেপি

আজকের জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ঘোষনা আসলে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা বলেই তৃণমূলের দাবি। এর ফলে ভোটবাক্সে ফায়দা তুলতে পারে বিজেপি, এমনই সম্ভাবনার কথা ব্যক্ত করেছে তৃণমূল। সেই সম্ভাবনাকে মাথায় রেখেই প্রধানমন্ত্রীর ঘোষনাকে হাতিয়ার করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল নেতৃত্ব।

মহাকাশে শত্রুর স্যাটেলাইট ধ্বংসে ভারতের হাতে অ্যান্টি স্যাটেলাইট অস্ত্র, বললেন মোদী/The News বাংলা
মহাকাশে শত্রুর স্যাটেলাইট ধ্বংসে ভারতের হাতে অ্যান্টি স্যাটেলাইট অস্ত্র, বললেন মোদী/The News বাংলা

মহাকাশে শত্রুর স্যাটেলাইট ধ্বংসে ভারতের হাতে এল অ্যান্টি স্যাটেলাইট অস্ত্র, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। LEO বা লোক আর্থ অরবিট এ একটি অব্যবহৃত স্যাটেলাইট ধ্বংসের মিশনে সফল ভারত। মহাকাশে ‘মিশন শক্তি’, জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন প্রধানমন্ত্রী মোদী। অ্যান্টি স্যাটেলাইট অস্ত্রে ধ্বংস করা হয়েছে একটি কৃত্রিম উপগ্রহকে।

আরও পড়ুনঃ পায়ে নয় বুকে গুলি চালান, বিতর্কিত বিজেপির সায়ন্তন

এ স্যাট বা অ্যান্টি স্যাটেলাইট অস্ত্র ক্ষমতা ছিল বিশ্বের মাত্র তিনটি দেশের। আমেরিকা, রাশিয়া ও চিনের। এবার ভারত হল বিশ্বের চতুর্থ দেশ। মহাকাশে অ্যান্টি স্যাটেলাইট অস্ত্র থাকা মানে শত্রুর যে কোন নজরদারি স্যাটেলাইট বা উপগ্রহকেও ধ্বংস করতে পারবে ভারত। জাতির উদ্দ্যেশ্যে ভাষণে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুনঃ ওয়াইনাদে হিন্দুরা সংখ্যালঘু হওয়ায় জয় নিশ্চিত রাহুলের, অদ্ভুত যুক্তি কংগ্রেস নেতার

বুধবার মহাকাশে একটি অব্যবহৃত স্যাটেলাইট বা উপগ্রহকে ধ্বংস করে দেওয়া হয় এই অ্যান্টি স্যাটেলাইট অস্ত্র দিয়ে। মাত্র তিন মিনিটে এই গোটা অপারেশন শেষ হয়। এই অ্যান্টি স্যাটেলাইট অস্ত্র ভারতের বিজ্ঞনিরাই তৈরি করেছেন। জাতীর উদ্দ্যেশ্যে ভাষণে এমনটাই বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুনঃ তৃণমূল ছেড়ে বিজেপিতে ১০০ বিধায়ক, অর্জুনের মন্তব্যে জল্পনা চরমে

তবে ভোটের মুখে এই ঘোষণা নিয়েও সরগরম ভারতের রাজনীতি। ভোটে জিততেই ভোটের মুখে এইসব চাল চালছেন মোদী, পরিস্কার জানিয়েছে কংগ্রেস। তবে কংগ্রেসের তরফে এই মিশনে জড়িয়ে থাকা সবাইকেই অভিনন্দন জানান হয়েছে। মোদীর সমালোচনা করা হয়েছে তৃণমূলের তরফ থেকেও। আজই নির্বাচন কমিশনে এই নিয়ে অভিযোগ জানাবে তৃণমূল।

আরও পড়ুনঃ নির্বাচন কমিশনের নতুন অ্যাপ সি ভিজিল, জনতার অভিযোগে ১০০ মিনিটের মধ্যে ব্যবস্থা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
দেশের প্রধানমন্ত্রী দুকান কাটা, বললেন মমতার মন্ত্রী মলয় ঘটক https://thenewsbangla.com/prime-minister-of-india-is-a-shameless-person-said-bengal-minister-malay-ghatak/ Thu, 07 Feb 2019 15:29:05 +0000 https://www.thenewsbangla.com/?p=6597 “দেশের প্রধানমন্ত্রী দুকান কাটা”। শুক্রবার জলপাইগুড়িতে তিনি সার্কিট বেঞ্চ উদ্বোধন করতে আসছেন, এমন খবর পাওয়ার পর তীব্র প্রতিক্রিয়া জানালেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। শুক্রবার জলপাইগুড়িতে রাজ্য বিজেপির পক্ষ থেকে একটি রাজনৈতিক সভায় বক্তব্য রাখতে আমন্ত্রণ জানানো হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কিভাবে একটি রাজনৈতিক মঞ্চ থেকে এই ধরনের বিচার বিভাগের ভবন বা সার্কিট বেঞ্চ এর উদ্বোধন করা যায় তা নিয়েই প্রশ্ন তুলে দিলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক।

আরও পড়ুনঃ ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতার সিদ্ধান্তে সিলমোহর দিল মোদী সরকার

দীর্ঘ দিন ধরেই কলকাতা হাইকোর্টের শাখা হিসেবে জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ তৈরির দাবি ছিল উত্তরবঙ্গবাসীর। বিগত চল্লিশ বছর ধরে রাজনৈতিক দলগুলির দীর্ঘ টালবাহানা চলেছে। অবশেষে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর শুরুর দিন থেকেই জোড় কদমে সার্কিট বেঞ্চ নির্মাণের কাজ শুরু করা হয়। কিন্তু কেন্দ্রের ছাড়পত্র পাওয়া যাচ্ছিল না।

আরও পড়ুনঃ কেন্দ্রে ক্ষমতায় এলে তিন তালাক বিরোধী আইন বাতিল করে দেবে কংগ্রেস

ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতার সিদ্ধান্তে শিলমোহর দিল মোদী সরকার/The News বাংলা
ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতার সিদ্ধান্তে শিলমোহর দিল মোদী সরকার/The News বাংলা

কলকাতা হাইকোর্ট সার্কিট বেঞ্চ চালুর বিষয়টা জানিয়েও দেয় সুপ্রিম কোর্ট ও কেন্দ্রীয় সরকারকে। তবে এরজন্য কেন্দ্রীয় সরকারের আইনি বিভাগের অনুমোদন প্রয়োজন ছিল। সেই অনুমোদন পাওয়া যাচ্ছিল না কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। সার্কিট বেঞ্চের পরিকাঠামো, কর্মী নিয়োগ পরীক্ষা ও নির্বাচন হয়ে যাবার পরও কেন্দ্র সার্কিট বেঞ্চের অনুমোদন আটকে রেখছে বলে, বারবার অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও।

আরও পড়ুনঃ মমতার ধর্ণায় বসা পুলিশ অফিসারদের কড়া শাস্তি দিতে চলেছে মোদী সরকার

শেষ পর্যন্ত বৃহস্পতিবার এই ঘোষণা করে দেয় নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকার। ক্যাবিনেট বৈঠকে সবুজ সংকেত দেবার পর তা অনুমোদনের জন্য পাঠানো হয়েছে রাষ্ট্রপতির কাছে। কিন্তু রাজ্যকে সম্পূর্ণ বাদ দিয়ে শুক্রবারই জলপাইগুড়িতে মোদী এই সার্কিট বেঞ্চ উদ্বোধন করতে আসছেন, এমন খবর পাওয়ার পর তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে তৃণমূল দল ও রাজ্য সরকারের অন্দরে।

আরও পড়ুনঃ মমতার বাংলায় ১ লাখ চাকরির প্রতিশ্রুতি দিলেন মুকেশ আম্বানি

রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক বৃহস্পতিবার নিজের দফতরে আরো বলেন, “দীর্ঘদিন ধরে জলপাইগুড়ির মানুষ সেখানে একটি সার্কিট বেঞ্চ এর দাবি করে আসছেন। এই দাবিকে মান্যতা দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ও একাধিক মন্ত্রীকে দ্রুত সার্কিট বেঞ্চ এর কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। সার্কিট বেঞ্চ নির্মাণ পর্ব শেষ করার মাঝপথে কেন্দ্রীয় সরকার সেই কাজ বন্ধ করার কথা বলে চিঠি পাঠায় রাজ্য সরকারকে”।

ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতার সিদ্ধান্তে শিলমোহর দিল মোদী সরকার/The News বাংলা
ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতার সিদ্ধান্তে শিলমোহর দিল মোদী সরকার/The News বাংলা

কেন্দ্র জানায়, এই ধরনের সার্কিট বেঞ্চ তৈরি করতে গেলে রাষ্ট্রপতির অ্যাসেন্ট নেওয়ার প্রয়োজন রয়েছে। এই প্রসঙ্গে মলয়বাবু জানান, “তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি রাজ্য সরকারকে এই বিষয়ে প্রয়োজনীয় অ্যাসেন্ট দিয়ে গিয়েছিলেন”। আর তারপর রাজ্য সরকারের খরচে তৈরি হয় জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ।

আরও পড়ুনঃ ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতার সিদ্ধান্তে সিলমোহর দিল মোদী সরকার

মলয় ঘটক এর অভিযোগ, কেন্দ্র সহযোগিতা তো দূরের কথা, স্রেফ রাজনৈতিক উদ্দেশ্যেই শুক্রবার জলপাইগুড়িতে রাজনৈতিক সভার পাশাপাশি সার্কিট বেঞ্চ এর উদ্বোধনের কথা ভেবেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তীব্র ভাষায় এর প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, সার্কিট বেঞ্চ উদ্বোধন হয়ে যাবার পরের দিন থেকে কাজ শুরু করে দিতে হয়। অথচ স্টাফ নিয়োগ থেকে শুরু করে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার তৈরীর বিষয়টি যেহেতু রাজ্য সরকার দেখে তাই শুক্রবার এই বেঞ্চের উদ্বোধন হলেও বেঞ্চের পূর্ণাঙ্গ কাজ শুরু করা এখন ওই সম্ভব হবে না।

আরও পড়ুনঃ রিজার্ভ ব্যাঙ্ক এর বড় ঘোষণা, লোকসভা ভোটের আগে মধ্যবিত্তের মুখে হাসি

একটি রাজনৈতিক সভা থেকে সার্কিট বেঞ্চ এর উদ্বোধন করাকে সম্পূর্ণ বেআইনি বলেন মলয় ঘটক। আর এর পরেই তিনি বলেন, “শুক্রবার প্রধানমন্ত্রী জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ এর উদ্বোধন করলে জানতে হবে, দেশের প্রধানমন্ত্রী দুকান কাটা”। এদিকে দেশের প্রধানমন্ত্রীকে দুকান কাটা বলায়, মলয় ঘটক এর তীব্র সমালোচনা করেছে বিজেপি।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়ুনঃ বাংলার জেলা এখন বোমার গোডাউন, জেলাতেই রাখা হচ্ছে সিআইডি বোম্ব স্কোয়াড
আরও পড়ুনঃ সারদা রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার পুলিশ কর্তাদের বারবার তলব গোয়েন্দাদের
আরও পড়ুনঃ নতুন যুদ্ধ, রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার দুই অফিসারকে ডেকে পাঠাল ইডি

আরও পড়ুনঃ সারদা চিটফান্ডে সর্বহারাদের দেখেই কি তাড়াতাড়ি ধর্ণা শেষ করলেন মমতা
আরও পড়ুনঃ উঠল বিজেপি বিরোধী সত্যাগ্রহ ধর্ণা, ধর্মতলার ধর্ণা প্রধানমন্ত্রী করতে পারবে মমতাকে
আরও পড়ুনঃ নারীদের নিয়ে অবাক করা সিদ্ধান্ত নিল শবরীমালা মন্দির কর্তৃপক্ষ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
মমতার ধর্ণায় বসা পুলিশ অফিসারদের কড়া শাস্তি দিতে চলেছে মোদী সরকার https://thenewsbangla.com/ips-officers-who-sitted-in-mamatas-dharna-are-going-to-be-severely-punished-by-the-modi-govt/ Thu, 07 Feb 2019 12:35:49 +0000 https://www.thenewsbangla.com/?p=6585 মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের পাঁচ পুলিশ অফিসারকে কড়া শাস্তি দিতে চলেছে নরেন্দ্র মোদী সরকার। ইতিমধ্যেই এই পাঁচ আইপিএস অফিসারকে কঠোর শাস্তি দিতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকেই চিঠি দিল কেন্দ্রের স্বরাষ্ট্র দফতর। মমতার ধর্ণায় বসার জন্য বাংলার এই পাঁচ আইপিএস অফিসাররা এবার বিপদে পরলেন। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই পরিস্কার জানিয়ে দিয়েছেন, “কোন পুলিশ অফিসার তাঁর ধর্ণায় বসেননি”।

আরও পড়ুনঃ মমতার বাংলায় ১ লাখ চাকরির প্রতিশ্রুতি দিলেন মুকেশ আম্বানি

মমতার নির্দেশে সিবিআই অফিসারদের আটক করে এমনিতেই বাংলার আইপিএসরা বিপদে পরেছেন। সিবিআই অফিসারদের গায়ে হাত তোলা আইপিএস-দের রিপোর্ট চেয়েছে কেন্দ্র। রাজ্যের কাছ থেকে এই সব আইপিএসদের রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কেন্দ্র। রাজীব কুমার, সুরজিৎ কর পুরকায়স্ত এর পাশাপাশি ৫ আইপিএস অফিসারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্র, তা জানাই গিয়েছিল।

আরও পড়ুনঃ ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতার সিদ্ধান্তে সিলমোহর দিল মোদী সরকার

এবার ৫ আইপিএস অফিসারকে মমতার ধর্ণায় বসার জন্য শাস্তির সুপারিশ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেড়ে নেওয়া হতে পারে তাঁদের সব সম্মান ও মেডেলও। নবান্ন সূত্রে জানা গেছে, মমতার পছন্দের এই পাঁচ অফিসার হলেন ডিজিপি বীরেন্দ্র, এডিজি বিনীত কুমার গোয়েল, এডিজি ল অ্যান্ড অর্ডার অনুজ কুমার শর্মা, বিধাননগরের পুলিশ কমিশনার জ্ঞানবন্ত সিং ও অতিরিক্ত পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার।

আরও পড়ুনঃ রিজার্ভ ব্যাঙ্ক এর বড় ঘোষণা, লোকসভা ভোটের আগে মধ্যবিত্তের মুখে হাসি

আইপিএস ও সরকারি চাকরির সার্ভিস রুলস অনুযায়ী এঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছে কেন্দ্রের স্বরাষ্ট্র দফতর। কেড়ে নেওয়া হতে পারে এই ৫ আইপিএস অফিসারের সব সম্মান ও মেডেলও। কড়া থেকে কঠোর শাস্তি দিয়ে গোটা ভারতের সব আইপিএস-দের একটা বার্তা দিতে চায় কেন্দ্র। তবে, রাজ্য সরকারের তরফ থেকে এখনও এই ধরণের কোন চিঠির কথা অস্বীকার করা হয়েছে।

আরও পড়ুনঃ বাংলার জেলা এখন বোমার গোডাউন, জেলাতেই রাখা হচ্ছে সিআইডি বোম্ব স্কোয়াড

সিবিআই অফিসাররা কেন্দ্রীয় সংস্থার অফিসার। আইপিএস-রাও সেই কেন্দ্রীয় সংস্থারই অফিসার। একটি কেন্দ্রীয় সংস্থার কাজে কি করে বাধা দেয় আর এক কেন্দ্রীয় সংস্থার অফিসাররা? প্রশ্ন তুলেছে নরেন্দ্র মোদী সরকার। শুধু কাজে বাধা দেওয়াই নয়, মমতার ধর্ণায় বসার জন্য বাংলার এই পাঁচ আইপিএস অফিসারকে শাস্তি দিতে উদ্যোগী মোদী সরকার। মমতার ধর্ণায় বসার জন্য এই পাঁচ আইপিএস অফিসার তাঁদের চাকরির কোড অফ কন্ডাক্ট ভেঙেছেন বলেই মনে করছে কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুনঃ সারদা রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার পুলিশ কর্তাদের বারবার তলব গোয়েন্দাদের

রাজ্যের চীফ সেক্রেটারির কাছে চিঠি পাঠিয়ে এই কাজে লিপ্ত থাকা আইপিএস অফিসারদের শাস্তি দিতে বলল কেন্দ্র। রাজনাথ সিং এর স্বরাষ্ট্র দফতর বাংলার এই আইপিএস-দের কড়া শাস্তি দিতে নির্দেশ দিয়েছে। মনে করা হচ্ছে রাজ্য সরকার শাস্তি না দিলে, এই আইপিএস-দের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে কেন্দ্রীয় সরকারই।

আরও পড়ুনঃ নতুন যুদ্ধ, রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার দুই অফিসারকে ডেকে পাঠাল ইডি

পুরো বিষয়ে ৫ আইপিএস অফিসারের উপর প্রচণ্ড ক্ষুব্ধ কেন্দ্র স্বরাষ্ট্র দফতর। সিবিআই আধিকারিকদের হেনস্থা ও সিবিআইয়ের যুগ্ম ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তবকে তাঁর দফতরেই বন্দি করে রাখার এই সিদ্ধান্তে যে সব আইপিএস অফিসাররা জড়িত আছেন, তাঁদের সবার বিরুদ্ধেই চাকরির কোড অফ কন্ডাক্ট ভাঙার দায়ে কড়া শাস্তি দিতে চায় মোদী সরকার। দিল্লি সূত্রে এমনটাই খবর। তবে এত কাণ্ডের পর রাজ্য সরকার কি এই বিষয়ে কেন্দ্রকে কোন সাহায্য করবে? সেটাও প্রশ্ন।

আরও পড়ুনঃ সারদা চিটফান্ডে সর্বহারাদের দেখেই কি তাড়াতাড়ি ধর্ণা শেষ করলেন মমতা

ফলে বলাই যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আদেশ মেনে এবার নরেন্দ্র মোদী সরকারের বিরাগভাজন হলেন বাংলার আইপিএস-রা। মমতার প্রশাসন কোন ব্যবস্থা না নিলে, এঁদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার কি ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়ুনঃ উঠল বিজেপি বিরোধী সত্যাগ্রহ ধর্ণা, ধর্মতলার ধর্ণা প্রধানমন্ত্রী করতে পারবে মমতাকে
আরও পড়ুনঃ নারীদের নিয়ে অবাক করা সিদ্ধান্ত নিল শবরীমালা মন্দির কর্তৃপক্ষ
আরও পড়ুনঃ দুর্নীতিতে অভিযুক্ত স্বামীকেও কি কংগ্রেসে আনছেন প্রিয়াঙ্কা গান্ধী

আরও পড়ুনঃ সিবিআই জেরা থেকে পালাতে পারবেন না রাজীব কুমার, মমতা বললেন ‘নৈতিক জয়’
আরও পড়ুনঃ মমতার নির্দেশে সিবিআই অফিসারদের আটক করে বাংলার আইপিএসরা বিপদে
আরও পড়ুনঃ সারদা চিটফাণ্ড মামলায় রাজীবকে জেরা করতে কি কি প্রশ্ন সাজাচ্ছে সিবিআই

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
মায়ের প্রতিহিংসা থেকে বাঁচতেই কি বিজেপিতে যোগ দিলেন ‘মমতার মেয়ে’ https://thenewsbangla.com/mamata-banerjees-close-aide-former-ips-bharti-ghosh-joins-bjp/ Mon, 04 Feb 2019 13:23:07 +0000 https://www.thenewsbangla.com/?p=6386 শেষ পর্যন্ত সব জল্পনার অবসান৷ বিজেপিতে যোগ দিলেন পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ৷ সোমবার দিল্লিতে বিজেপির সদর দফতরে গিয়ে তিনি গেরুয়া শিবিরে যোগ দেন। মুকুল রায়, কৈলাশ বিজয়বর্গী ও রবিশঙ্কর প্রসাদের উপস্থিতে বিজেপিতে যোগ দিলেন তিনি।

গত অগাস্টেই একটি অডিও বার্তায় নিজের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি স্পষ্ট করেছিলেন ভারতী ঘোষ। তিনি জানিয়েছিলেন, খুব শীঘ্রই রাজনীতিতে যোগ দিতে চলেছেন তিনি। মুকুল রায়ের হাত ধরে বিজেপির সঙ্গে যে সখ্যতা বাড়ছিল, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই রাজনৈতিক বিশেষজ্ঞদের কাছে বিষয়টি স্পষ্ট হয়ে উঠছিল।

মায়ের প্রতিহিংসা থেকে বাঁচতেই কি বিজেপিতে যোগ দিলেন 'মমতার মেয়ে'
মায়ের প্রতিহিংসা থেকে বাঁচতেই কি বিজেপিতে যোগ দিলেন ‘মমতার মেয়ে’/The News বাংলা

“মমতাই আমার মা”, হাঁ একসময় প্রকাশ্য মঞ্চে মমতাকে মা বলেছিলেন তিনি। সেইসময় মমতার ঘনিষ্ঠ ভারতী ঘোষ ছিলেন পশ্চিম মেদিনীপুরের এসপি। তবে সেই সম্পর্ক বেশিদিন মধুর হয়নি৷ তাঁর বিরুদ্ধে জোর করে ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগও রয়েছে৷

আরও পড়ুনঃ সিবিআই অফিসারদের বউ বাচ্চাদের হেনস্থা কলকাতা পুলিশের, রিপোর্ট রাজ্যপালের

এছাড়া ভারতীর দেহরক্ষী সুজিত মণ্ডলের বিরুদ্ধেও একই অভিযোগ রয়েছে৷ সুজিতকে গ্রেফতার করা হয়েছে। এরপর অবশ্য ভারতী চাকরি থেকে ইস্তফা দেন৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি একাধিক অভিযোগও জানিয়েছিলেন৷ ২০১৭ সালেই চাকরি থেকে ইস্তফা দেন ভারতী।

আরও পড়ুনঃ সারদা কেলেঙ্কারির পাল্টা এবার সিবিআইকেই প্রতারণা মামলার নোটিশ মমতার পুলিশের

এদিন যখন সিবিআই-এর প্রতিবাদে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেইসময় অন্যদিকে বিজেপিতে যোগ দিলেন ভারতী। ভারতী একটানা ছয় বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করেছেন পশ্চিম মেদিনীপুর জেলায়। তিনি ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছের লোক। মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘মা’ বলে ডাকতেন। প্রকাশ্যেও তিনি মমতাকে মা সম্বোধন করতেন।

মায়ের প্রতিহিংসা থেকে বাঁচতেই কি বিজেপিতে যোগ দিলেন 'মমতার মেয়ে'
মায়ের প্রতিহিংসা থেকে বাঁচতেই কি বিজেপিতে যোগ দিলেন ‘মমতার মেয়ে’/The News বাংলা

রাজনীতিকেরা বলেন, মমতার সঙ্গে ভারতী ঘোষের সুমধুর সম্পর্কের জেরেই পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে ছিল ভারতী ঘোষের একচ্ছত্র আধিপত্য। বিরোধীদের অভিযোগ, তিনি ছিলেন তৃণমূলের এক অপ্রকাশ্য নেত্রীও। দলকে গোছানো, দলকে বাড়ানো, অন্য দল ভাঙা, কাউকে দলে আনা, এসবের দায়িত্ব পালন করেছেন তিনি।

আরও পড়ুনঃ মমতার নির্দেশে সিবিআই অফিসারদের আটক করে বাংলার আইপিএসরা বিপদে

এর ফলে এই পশ্চিম মেদিনীপুরে বাড়বাড়ন্ত হয়েছিল তৃণমূলের। এ জন্য তিনি ছিলেন মমতার নয়নমণি। ২০১৪ সালের লোকসভা নির্বাচন এবং ২০১৬ সালের রাজ্যের বিধানসভা নির্বাচনের আগেই বিরোধী দলের চাপের মুখে ভারতী ঘোষকে ওই পদ থেকে সরিয়ে দেয় ভারতের নির্বাচন কমিশন। তবে আবার নির্বাচন সম্পন্ন হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতী ঘোষকে স্বপদে ফিরিয়েও আনেন। এতে মমতা বা তৃণমূলের সঙ্গে ভারতী ঘোষের সুসম্পর্কের দিকটি স্পষ্ট হয়ে যায়।

আরও পড়ুনঃ তথ্যপ্রমাণ নষ্টের প্রমাণ পেলে পুলিশ কমিশনারকে উচিত শিক্ষা দেওয়া হবে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

শুধু মমতা কেন, মমতার দলের সেই সময়কার দ্বিতীয় শক্তিশালী নেতা মুকুল রায়ের সঙ্গেও ছিল ভারতী ঘোষের সুসম্পর্ক। মমতা বা মুকুল রায়ের সঙ্গে এই সুসম্পর্কে ছেদ ঘটে মুকুল রায়ের বিজেপিতে যোগদানের পর। অভিযোগ ওঠে, মুকুল রায় বিজেপিতে যোগদানের পর ভারতী ঘোষ নাকি মুকুল রায়ের সঙ্গে সম্পর্ক রাখতেন। এটা মেনে নিতে পারেননি মমতা ও পূর্ব মেদিনীপুরের তৃণমূল নেতা ও রাজ্যের এক প্রভাবশালী মন্ত্রী। এরপর শুরু হয় ওই মন্ত্রীর সঙ্গে ভারতী ঘোষের ঠান্ডাযুদ্ধ।

আরও পড়ুনঃ পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআইকে ঢুকতে বাধা কলকাতা পুলিশের

এই সময়ই হঠাৎ করে ভারতী ঘোষের পদাবনতি ঘটিয়ে পুলিশ সুপারের পদ থেকে সরিয়ে তাঁকে বদলি করা হয় উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুরের পুলিশের তৃতীয় ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার পদে। এটাই মেনে নিতে পারেন নি ভারতী ঘোষ। তিনি নতুন পদে যোগ না দিয়ে পদত্যাগ করেন। আবেদন করেন স্বেচ্ছা-অবসরের। এই কারণে সম্পর্ক শেষ হয় মমতার সঙ্গে। জোরালো হয় মুকুল রায়ের সঙ্গে সম্পর্ক। শুরু হয় ভারতী ঘোষকে নিয়ে পশ্চিমবঙ্গে নতুন রাজনীতি।

আরও পড়ুনঃ বুদ্ধে সৌজন্য কিন্তু মোদী যোগীতে অনুমতি নেই, শত্রু পাল্টেছে মমতার

তাঁকে নাস্তানাবুদ করার জন্য মামলা হয়, বলেই অভিযোগ ছিল ভারতী ঘোষ এর। সিআইডিও ভারতী ঘোষের অবৈধ সম্পত্তির খোঁজে নেমে পড়ে। তল্লাশি চালানো হয় কলকাতার আনন্দপুরে ভারতী ঘোষের তিনটি বাড়িতে। এই তল্লাশির পরই সিআইডি দাবি করে, তাঁর আস্তানা থেকে উদ্ধার হয়েছে নগদ আড়াই কোটি টাকার নতুন নোট। এ ছাড়া অন্যান্য সামগ্রী।

আরও পড়ুনঃ যোগী আদিত্যনাথকে আদৌ বাংলায় নামার অনুমতি দেবে মমতা ব্যানার্জী সরকার

সিআইডি ইতিমধ্যেই ভারতী ঘোষের বিরুদ্ধে নোটিশ জারি করেছে। মামলা চলছে ভারতী ঘোষের বিরুদ্ধে। বসে ছিলেন না ভারতী ঘোষও। তিনি ও তাঁর স্বামী এই ঘটনার সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করেন। এরপরেই ভারতী ঘোষকে বিজেপিতে নেওয়ার জন্য তৎপরতা শুরু করে দেয় বিজেপি নেতৃত্ব। বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয় এবং রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে বৈঠকও করেন ভারতী ঘোষ।

সোমবার শেষ পর্যন্ত বিজেপিতেই যোগ দিলেন তিনি। বলা হচ্ছে মমতার প্রতিহিংসা থেকে বাঁচতেই বিজেপিতে ভারতী। কিন্তু প্রশ্ন উঠেছে, ভারতী ঘোষ কি রেহাই পাবেন দুর্নীতির সব অভিযোগ থেকে? নাকি বিজেপিতে যোগ দিয়ে মমতাবিরোধী অস্ত্র হবেন? তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ ও মামলাগুলোর কি হবে?

]]>