Mamata in Raniganj – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 26 Apr 2019 10:35:16 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Mamata in Raniganj – The News বাংলা https://thenewsbangla.com 32 32 পাঁচ বছরে একটাও রাম মন্দির করতে পারল না বিজেপি, রানীগঞ্জে বললেন মমতা https://thenewsbangla.com/bjp-could-not-make-a-single-ram-mandir-in-five-years-mamata-in-raniganj/ Fri, 26 Apr 2019 10:10:16 +0000 https://www.thenewsbangla.com/?p=11690 শেষে মমতার মুখেও রাম মন্দির! পাঁচ বছরে একটাও রাম মন্দির করতে পারল না বিজেপি, রানীগঞ্জে এমনটাই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে এদিন আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়কে আক্রমণ করেন মমতা। শুক্রবার আসানসোলের তৃণমূল প্রার্থী মুনমুন সেনের সমর্থনে আর কি কি বললেন মমতা? দেখে নিন একনজরে।

ভোট এলেই রাম সীতা নিয়ে ব্যস্ত হয় বিজেপি
পাঁচ বছরে একটাও রাম মন্দির বানায় নি বিজেপি
আর এস এস বাংলার ভোটে টাকা ছড়াচ্ছে
কয়লা মাফিয়াদের টাকা যাচ্ছে বিজেপির কাছে
আসানসোলের সাংসদ দাঙ্গা করেন
এখানকার সাংসদ কেন্দ্রে মন্ত্রী ছিলেন, কোন কাজ করেন নি

আরও পড়ুনঃ প্রচারে বেড়িয়ে দুষ্কৃতীর ভোজালি হামলার মুখে বিজেপি প্রার্থী, কর্মীর গলায় কোপ

রানিগঞ্জের জনসভা থেকে বিস্ফোরক অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার আসানসোল কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুনমুন সেনের সমর্থনে জনসভা থেকে মমতা বলেন, “আমায় কর্নেল বলছিল, এখানকার এমপি নাকি আমাকে কুত্তা বলেছে”। এর পরেই বাবুলের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে তৃণমূলনেত্রী বলেন, “আরে আমি যদি কুত্তা, বিল্লি হই তুমি কে হনু? কোন হরিদাস?” এদিন আর কি কি বললেন মমতা?

অনেক ভেবে চিনতে এখানে মুনমুনকে প্রার্থী করেছি
ওকে এখানে প্রার্থী করেছি একজনকে হারাতে
আসানসোলের সাংসদ বাংলার সংস্কৃতি জানেন না, বিহারেরও না
নরেন্দ্রর মোদীর খুব অহঙ্কার
জওয়ানদের রক্ত নিয়ে রাজনীতি করছে বিজেপি
কেন্দ্রের সাহায্যে আসানসোল রানীগঞ্জে চলছে কয়লা মাফিয়া রাজ

আরও পড়ুনঃ টার্গেট মুর্শিদাবাদ, অধীরকে হারাতে বহরমপুরে ইমামদের নিয়ে সভা শুভেন্দুর

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাবুলের সম্পর্ক এতটা তিক্ত ছিল না। কয়েক বছর আগেও দেখা গিয়েছিল দিদির গাড়িতে চেপে বাবুল ঝালমুড়ি খাচ্ছেন। গায়ক সাংসদ নিজেপি জানিয়েছিলেন, সেই ঝালমুড়ির দামও দিদি তাঁকে দিতে দেননি। নিজেই দিয়েছিলেন মমতা। কিন্তু যত সময় এগিয়েছে তত বাবুল যেমন মমতার বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছেন, উল্টোদিকে মমতাও ঠিক ততটাই। এ দিন যা একেবারে চরমে পৌঁছে গেল বলে মনে করছেন অনেকেই। এদিন আর কি কি বললেন মমতা?

আরও পড়ুনঃ প্রার্থী না পেয়ে এক মাতালকে টিকিট তৃণমূলের, মদনকে কটাক্ষ অর্জুনের

কয়লা অঞ্চলে সিআইএসএফ পাহারা দেয়
সিআইএসএফ কেন্দ্রীয় পুলিশ
বাংলায় বিজেপিকে টাকা যোগাচ্ছে কয়লা মাফিয়ারা
আরএসএস কে টাকা যোগাচ্ছে মাফিয়ারা
আসানসোলে দাঙ্গা করছে এখানকার সাংসদ
আমাকে কুত্তা বলে গালাগাল দিয়েছে
খারাপ ভাষা ব্যবহার করে এই ছেলেটা

আরও পড়ুনঃ বাড়ি নেই, গাড়ি নেই, বাংলার অন্যতম গরিব প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়

তবে রানীগঞ্জ ও আসানসোল মমতা এদিন বিজেপি রাম মন্দির তৈরি করতে পারে নি বলেই দাবী করেন মমতা। আসানসোল রানীগঞ্জে অবাঙালিদের ভোট টানতেই কি রাম মন্দির ইস্যু সামনে আনলেন মমতা? উঠচ্ছে প্রশ্ন।

]]>