Mamata Banerjee’s – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sun, 26 May 2019 05:36:13 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Mamata Banerjee’s – The News বাংলা https://thenewsbangla.com 32 32 রাজীব কুমারের সময়সীমা শেষ, যে কোন মুহূর্তে গ্রেফতার করবে সিবিআই https://thenewsbangla.com/rajiv-kumar-deadline-ends-cbi-will-arrest-mamata-banerjees-best-officer/ Fri, 24 May 2019 08:37:46 +0000 https://www.thenewsbangla.com/?p=13234 শেষ আশাও শেষ। আগাম জামিন এর আবেদন; শুনলই না দেশের শীর্ষ আদালত। যে কোন মুহূর্তে গ্রেফতার হবেন; সারদা কেলেঙ্কারিতে অভিযুক্ত; কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। মমতার প্রিয় এই অফিসারকে যে কোন মুহূর্তে গ্রেফতার করবে সিবিআই।

মমতার প্রিয় অফিসার রাজীব কুমারের আগাম জামিনের আবেদন শুনলই না; সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্রর ডিভিশন বেঞ্চ। তাঁকে গ্রেফতার করা যাবে না, সুপ্রিম কোর্টের এই রক্ষাকবচ তুলে নেওয়ার পর; আর আগাম জামিনের আবেদন শোনার কোন প্রশ্নই নেই বলে; জানিয়ে দিয়েছেন বিচারপতি অরুণ মিশ্র। এই নির্দেশের পর মনে করা হচ্ছে; যে কোন মুহূর্তে সিবিআই গ্রেফতার করবে রাজীব কুমারকে।

সুপ্রিম কোর্টে আগেই জোর ধাক্কা খান মমতার প্রিয় অফিসার; আইপিএস ও কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। রাজীব কুমারকে গ্রেফতার করা যাবে না; এই রক্ষাকবচ তুলে নেয় দেশের শীর্ষ আদালত। এর ফলে প্রবল চাপে পড়ে যান; মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় পুলিশ অফিসার।

তবে সাত দিন সময়সীমা; দেওয়া হয়েছিল রাজীব কুমারকে। এর মধ্যে তিনি আগাম জামিনের আবেদন করতে পারতেন। সেই আবেদনই শুক্রবার খারিজ করল দেশের শীর্ষ আদালত। এরপর থেকেই রাজীব কুমারকে নজরবন্দী করে রেখেছে সিবিআই। নিজেদের হেফাজতে নিয়ে এবার রাজীব কুমারকে; জেরা করতে পারবে সিবিআই।

রাজীব কুমারকে নিয়ে সিবিআই মমতা; বা রাজ্য কেন্দ্র সংঘর্ষ অনেক দিন ধরেই চলছে। নির্বাচন কমিশনও; সেই আগুনে ঘৃতাহুতি দেয় বলাই যায়। এডিজি সিআইডির পদ থেকে সরিয়ে; রাজীব কুমারকে বাংলা ছাড়া করেছে নির্বাচন কমিশন। বাংলা থেকে সরিয়ে রাজীব কুমারকে পাঠান হয়েছে দিল্লিতে; কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরে।

সারদা কাণ্ডে তাঁকে নিয়ে উত্তাল হয়; রাজ্য তথা দেশের রাজনৈতিক মহল। সিবিআই লাউডন স্ট্রিটে তাঁর বাসভবনে হানা দেওয়ার পর; সিবিআই কর্তাদের বাড়ির ভিতর ঢুকতে বাধা দেন তাঁর নিরাপত্তারক্ষীরা। তারপর সিবিআই কর্তাদের ধাক্কা মারতে মারতে; থানায় নিয়ে যান কলকাতা পুলিশের কর্তারা।

সিবিআই হানার প্রতিবাদে; ধর্মতলার ধর্নায় বসেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা। ধর্নামঞ্চে যোগ দেন স্বয়ং রাজীব কুমারও। শুক্রবার তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করল দেশের শীর্ষ আদালত। যে কোন মুহূর্তে গ্রেফতারের মুখে; মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় পুলিশ অফিসার।

]]>
মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই, জানালেন প্রিয়াঙ্কা শর্মা https://thenewsbangla.com/priyanka-sharma-do-not-apologise-for-sharing-mamata-banerjees-photo/ Wed, 15 May 2019 09:56:41 +0000 https://www.thenewsbangla.com/?p=12936 শর্তসাপেক্ষে সুপ্রিম কোর্ট গত মঙ্গলবার বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা শর্মার জামিনের আবেদন মঞ্জুর করে; সুপ্রিম কোর্টের তরফে শর্ত প্রদান করা হয়; মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চাইতে হবে; তাহলেই তিনি জামিন পাবেন।

বুধবারই প্রিয়াঙ্কার জামিন মঞ্জুর হবার কথা; কিন্তু তার আগেই প্রিয়াঙ্কা শর্মা জানিয়ে দিলেন; তিনি কোনও ক্ষমা চাইবেন না; জেলে প্রিয়াঙ্কার ওপর অত্যাচার করা হয়েছে; সেকারণেই তিনি ক্ষমা চাইবেন না বলে জানান তিনি।

সাংবাদিকদের তিনি জানান; মঙ্গলবার জামিন মঞ্জুর হবার পরেও তাঁকে ছাড়া হয়নি; দীর্ঘক্ষণ ইচ্ছাকৃত ভাবে আটকে রাখা হয় তাকে;জামিন মঞ্জুরের ১৮ ঘন্তা পরে ছাড়া হয় তাঁকে; এই সময় বিজেপি নেত্রীকে তাঁর পরিবার বা আইনজীবীর সাথে দেখা করতে দেওয়া হয়নি।

আরও পড়ুনঃ নরেন্দ্র মোদীর জয়ের ভবিষ্যৎবানী করে বরখাস্ত কলেজ অধ্যাপক

প্রিয়াঙ্কার অভিযোগ তাঁকে ধাক্কা মারা হয় জেলের মধ্যে; খারাপ ব্যবহার করা হয় এবং জোর করে লিখিত ভাবে ক্ষমা চাওয়ানো হয়; প্রিয়াঙ্কা আরও জানান তিনি ক্ষমা চাইবেন না; শেষ দেখে ছাড়বেন তিনি; যা লড়াই করার করবেন।

মুখ্যমন্ত্রীর বিকৃত ছবি পোস্ট করার জন্য তৃণমূল নেতার অভিযোগের ভিত্তিতে জেলযাত্রা হয়েছিল হাওড়ার বিজেপি যুব নেত্রী প্রিয়াঙ্কা শর্মার; মুক্তির দাবিতে রাজ্য সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় বিজেপি নেতৃত্ব; মঙ্গলবার সুপ্রিম কোর্ট অনতিবিলম্বে প্রিয়াঙ্কা শর্মাকে জামিনের রায় জানায় সুপ্রিম কোর্ট।

শুক্রবার প্রিয়াঙ্কা শর্মা নামের ওই বিজেপি নেত্রীকে মুখ্যমন্ত্রীর বিকৃত ছবি শেয়ার করার কারণে গ্রেফতার করা হয়; বিজেপি নেত্রীকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়; প্রিয়াঙ্কা শর্মা বিজেপির যুব মোর্চার মহিলা শাখার সদস্য।

হাওড়া পুলিশের সাইবার সেলের এক অফিসার জানিয়েছিলেন; ফেসবুকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মুখ্যমন্ত্রীর বিকৃত ছবি পোস্ট ও শেয়ার করার দায়ে তাকে গ্রেফতার করা হয়; ফেসবুকে মুখ্যমন্ত্রীর আপত্তিকর ছবি দেখে এক ব্যক্তি হাওড়ার দাশনগর থানায় অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতেই বিজেপির ওই নেত্রীকে গ্রেফতার করা হয়।

সম্প্রতি মেট গালা ইভেন্টে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার কিম্ভুতকিমাকার সাজ দেখে স্যোশাল মিডিয়ায় সমালোচনা সহ ব্যঙ্গ বিদ্রুপের ঝড় বয়ে যায়; বিজেপি নেত্রীর বিরুদ্ধে অভিযোগ; তিনি প্রিয়াঙ্কা চোপড়ার সেই কিম্ভুতকিমাকার সাজের ছবির ওপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের ছবি বসিয়ে শেয়ার করেছিলেন।

]]>
মুকুলের হাত ধরে তৃণমূল ছেড়ে কি বিজেপিতে যোগ দিচ্ছেন মমতার দুই বিধায়ক https://thenewsbangla.com/mamata-banerjees-two-mlas-are-joining-bjp-in-pm-modi-rally-in-bengal/ Mon, 22 Apr 2019 02:45:24 +0000 https://www.thenewsbangla.com/?p=11354 মোদীর সভাতেই কি দুই তৃণমূল বিধায়ক গেরুয়া শিবিরে? মুকুলের হাত ধরে তৃণমূল ছেড়ে কি বিজেপিতে যোগ দিচ্ছেন মমতার দুই বিধায়ক? তৃণমূল ছেড়ে দুই বিধায়কের বিজেপিতে যোগদানের জল্পনা নিয়ে শোরগোল রাজ্য রাজনীতিতে। আগামীকাল, তৃতীয় দফার ভোটের দিনে রাজ্যে মোদীর সভাতেই গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন মমতার দুই বিধায়ক।

দলত্যাগ করতে চলেছেন শাসক দল তৃণমূল কংগ্রেসের দুই বিধায়ক সুনীল সিং ও মুকুল পুত্র শুভ্রাংশু রায়। গোপন সূত্রে এমনই খবর জানা গিয়েছে। সুনীল সিং নোয়াপাড়া বিধানসভার বিধায়ক এবং গারুলিয়া পৌরসভার চেয়ারম্যান। অন্যদিকে মুকুল পুত্র শুভ্রাংশু রায় বিজপুরের বিধায়ক। মঙ্গলবার মোদীর সভাতেই দুই ঘাসফুল নেতা পদ্ম শিবিরে যোগ দিতে পারেন বলেই খবর। তবে দুই নেতার তরফে এখনও কিছু বলা হয় নি।

সুনীল সিং সম্পর্কে অর্জুন সিংয়ের আত্মীয়। সম্প্রতি তিনি রাজ্য সরকারের দেওয়া নিরাপত্তা ত্যাগ করে, তৃণমূলের নির্বাচনী প্রচারের কাজে না থেকে দিল্লি উড়ে গেছেন। তাতে সুনীল সিংয়ের বিজেপিতে যোগদানের সম্ভাবনা আরও জোরালো হয়েছে।

আরও পড়ুনঃ অভিষেকের পদযাত্রায় গরহাজির মুকুল পুত্র শুভ্রাংশু, রাজনৈতিক জল্পনা তুঙ্গে

সূত্রের খবর, এই সপ্তাহের মধ্যেই তিনি বিজেপিতে যোগ দিতে পারেন। যেহেতু তিনি কোনও রাজনৈতিক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন না, সেক্ষেত্রে তার বিধায়ক পদ বজায় থাকবে। এদিকে উত্তর ২৪ পরগনা জেলায় আরও শক্তিবৃদ্ধি হবে বিজেপির। আর আগামীকাল বাংলায় মোদীর সভাতেই এই তৃণমূল বিধায়ক গেরুয়া শিবিরে যোগ দেবেন বলেই জোর খবর।

এদিকে মুকুল পুত্র শুভ্রাংশু রায়ের বিজেপিতে যোগদানের সম্ভাবনাও দৃঢ হয়েছে গত দুদিনের তার করা কিছু মন্তব্য ও ফেসবুক পোস্টে। দলকে অগ্নিপরীক্ষা দিয়ে চলতে হচ্ছে মন্তব্য করে ফেসবুকে শনিবার পোস্ট করেন তিনি। এদিকে নিজের মুখেই স্বীকার করেন, বীজপুরের কোচ ফ্যাক্টরি চালুর দায়িত্ব বিজেপি হাতে নিলে এবং সেখানে বীজপুরের ৩০% যুবক যুবতীর কাজের ব্যবস্থা করলে তিনি বিজেপিতে যোগ দেবেন।

বিজেপির তরফে শুভ্রাংশু রায়ের দাবি মেনেও নেওয়া হয়েছে। তাছাড়া তৃণমূলে এখন কোণঠাসা মুকুল পুত্র শুভ্রাংশু রায়। ফলে বিজেপিতে শুভ্রাংশুর যোগ দেওয়া একপ্রকার সময়ের অপেক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল। তিনিও মঙ্গলবার মোদীর সভাতেই তৃণমূল ছেড়ে বিজেপি শিবিরে যোগ দিতে পারেন বলেই জল্পনা।

আরও পড়ুনঃ মমতাকে বুঝতে আমারও ভুল হয়েছিল, মানুষের তো হবেই, বললেন মোদী

এর আগেই শুক্রবার কাঁচরাপাড়ায় মুকুল রায়ের বাড়িতে গিয়ে বিজেপিতে যোগ দেন বীজপুরের তৃণমূলের হেভিওয়েট যুব নেতা সুদীপ্ত দাস। সুদীপ্তর সাথে তৃণমূল কংগ্রেস ছেড়ে প্রায় দুহাজার সদস্য বিজেপিতে যোগ দেন শনিবার।

একই দিনেই অর্জুন সিংহের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন চার কাউন্সিলর সহ কয়েক হাজার তৃণমূল সমর্থক। শুক্রবার সিংহের নির্বাচনী সভায় চার কাউন্সিলর সহ কয়েক হাজার তৃণমূল সমর্থক দল ছেড়ে বিজেপিতে যোগ দেন। হালিশহর পৌরসভার উপ-পৌরপ্রধান দেবাশিস দত্ত, ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল সাহা, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহাদেব বিশ্বাস এবং ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনীতা বিশ্বাস শুক্রবার বিজেপি-তে নাম লেখান।

এর ফলে সামগ্রিকভাবে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ভোটের আগেই বিজেপি অনেকটাই শক্তিশালী হতে চলেছে। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। সেক্ষেত্রে তৃণমূলের লোকসভার প্রার্থী দীনেশ ত্রিবেদীকে যে কড়া টক্কর দিতে চলেছেন সদ্য তৃণমূল ত্যাগি বিজেপি প্রার্থী অর্জুন সিং, সেটা বলাই যায়।

আরও পড়ুনঃ অর্জুন সিংহের হাত ধরে বিজেপিতে যোগ চার কাউন্সিলর সহ কয়েক হাজার তৃণমূল কর্মীর

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
বায়ুসেনার সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে মমতার সন্দেহকে হাতিয়ার পাক মিডিয়ার https://thenewsbangla.com/mamata-banerjees-doubt-of-surgical-strike-by-iaf-used-by-pakistan-media/ Fri, 01 Mar 2019 14:46:35 +0000 https://www.thenewsbangla.com/?p=7295 পুলওয়ামায় জঙ্গি হামলার পর থেকেই প্রত্যাঘাতের জন্য কেন্দ্র সরকারের ওপর ক্রমশ চাপ বাড়া এবং তার পরিপ্রেক্ষিতে গত ২৬শে ফেব্রুয়ারি ভারতীয় বায়ুসেনার তরফ থেকে পাকিস্তানের ৮০ কিলোমিটার অভ্যন্তরে ঢুকে বালাকোটে সহ তিন জায়গায় সার্জিক্যাল স্ট্রাইক চালান হয়। বায়ুসেনার তরফে জানানো হয়, এতে মাসুদ আজহারের দাদা, ভাই এবং শ্যালক সহ ৩০০-৩৫০ জন জঙ্গির মৃত্যু হয়েছে। বায়ুসেনা প্রধান পরিস্কার জানিয়ে দেন, সব প্রমাণ সরকারের হাতে তুলে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ বন্দি হয়েও ভারতীয় বায়ুসেনা অভিনন্দন এর সাহস দেখে কেঁপে গেল পাকিস্তান

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই এই মৃতদেহের সংখ্যা ও বায়ুসেনার ঠিক জায়গায় বোমা ফেলা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। সেই সঙ্গে এই অপারেশনের প্রমান দেখাতে বলেছেন। এর আগে মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলে মন্তব্য করেছিলেন, পুলওয়ামায় সন্ত্রাসবাদী হানা সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব কিছুই জানতেন। জেনেশুনেও তিনি জওয়ানদের নিরাপত্তার ব্যবস্থা করেন নি। ভারতের প্রথম শ্রেনীর একটি সংবাদমাধ্যমে প্রচারিত মমতার মন্তব্যের এই খবরকেই হাতিয়ার করেছে পাকিস্তানের প্রথম শ্রেনীর সংবাদমাধ্যম “দ্য এক্সপ্রেস ট্রিবিউন”।

আরও পড়ুনঃ পাকিস্তানের হাতে যুদ্ধবন্দি ভারতের যুদ্ধবিমান পাইলট উইং কম্যান্ডার অভিনন্দন

পাকিস্তানের এই পত্রিকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর এই অভিযোগকেই তুলে ধরা হয়েছে। পুলওয়ামায় জঙ্গিহানার পরেই পাকিস্তানের দিকে আঙুল তুলে কাশ্মীরে ৪৯ জন জওয়ানের মৃত্যুর জন্য দায়ী জইশ ই মুহম্মদ জঙ্গি সংগঠনকে পাকিস্তানের মদত দানের অভিযোগ তোলা হয়। ঠিক তার পরের দিনই মুখ্যমন্ত্রীর তরফে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তোলা হয় যে, নরেন্দ্র মোদী এই হামলার জন্য দায়ী এবং জেনে শুনেও প্রধানমন্ত্রী এই আক্রমণ ঠেকানোর কোনো ব্যবস্থা করেননি।

আরও পড়ুনঃ যা হয়েছে তা ট্রেলার, আসল ফিল্ম এখনও বাকি বললেন নরেন্দ্র মোদী

পুলওয়ামার আক্রমন ঠেকাতে প্রধানমন্ত্রী মোদী কোন ব্যবস্থা নেয়নি কেন, মমতার এই দাবিকে হাতিয়ার করেছে সংবাদমাধ্যমটি। উল্লেখ্য, এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছিলেন, গোয়েন্দা বিভাগ আগে থেকে সতর্ক করা সত্ত্বেও কিভাবে কোন চেকিং ছাড়াই গাড়িগুলোকে সাধারণ ভাবে ছেড়ে দেওয়া হচ্ছিলো? ভোটে জেতার জন্যই নরেন্দ্র মোদী যুদ্ধ যুদ্ধ খেলা শুরু করেছেন বলে অভিযোগ জানান মমতা, যা ঐ পাকিস্তানি সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ যুদ্ধের উত্তেজনা ভারত পাক সীমান্তে নামল ট্যাঙ্ক, সমুদ্রে প্রস্তুত যুদ্ধজাহাজ

পুলওয়ামার হামলার বাইরেও আরও কিছু বক্তব্যকে তুলে ধরা হয়েছে “দ্য এক্সপ্রেস ট্রিবিউন” নামের পাক সংবাদমাধ্যমে। উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই বিজেপির বিরুদ্ধে পয়সা ঢেলে নেতা কেনার অভিযোগ তোলেন। বোরখা পরিয়ে ছেলেধরা সাজিয়ে বাচ্চা চুরির ঘটনা রটিয়ে দাঙ্গা লাগানোর অভিযোগও তোলেন তিনি। ভারতীয় একটি সংবাদমাধ্যমের রিপোর্টের এই সমস্ত ইস্যুকেই হাতিয়ার করা হয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যমে। বাংলার মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে পাকিস্তানি সংবাদমাধ্যম হাতিয়ার করায় নিন্দায় সরব হয়েছেন ভারতীয়রা।

আরও পড়ুনঃ ভারতের কূটনৈতিক চাপে পাকিস্তান ফেরাচ্ছে পাইলট অভিনন্দনকে

আর এবার বায়ুসেনার সার্জিক্যাল স্ট্রাইক নিয়েও মমতার সন্দেহকে হাতিয়ার করল পাক মিডিয়া। জানান হয়েছে, ‘ভারত সরকারের দাবি কতটা ভুয়ো তা প্রমাণ করে দিল ভারতেরই একটি রাজ্যের মুখ্যমন্ত্রী’। আর এতেই বিশ্ব জুড়ে মুখ পুড়েছে দেশের। পাকিস্তান হাতিয়ার করেছে মমতার এই সন্দেহকেই।

আরও পড়ুনঃ ফের ভারতের আকাশে পাক বিমান, জবাব পেয়ে ঘুরে পালাল
আরও পড়ুনঃ যুদ্ধ লাগলে বাঁচতে সীমান্তে ১৪ হাজার বাঙ্কার নির্মাণ করছে ভারত
আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতের বিমানহানার সময় জন্ম নবজাতকের নাম মিরাজ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>