Mamata Banerjee’s Police – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 16 Apr 2019 18:42:09 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Mamata Banerjee’s Police – The News বাংলা https://thenewsbangla.com 32 32 রাতের অন্ধকারে ভারতী ঘোষের বাড়িতে মমতার পুলিশ https://thenewsbangla.com/mamata-banerjees-police-goes-to-raid-bharti-ghoshs-house-at-naktala/ Tue, 16 Apr 2019 18:07:11 +0000 https://www.thenewsbangla.com/?p=10974 ভোটের আগেই বিজেপি প্রার্থী ভারতী ঘোষের নাকতলার বাড়িতে পৌঁছে গেল মমতার পুলিশবাহিনী। পুলিশ ও সিআইডির একটি দল মঙ্গলবার রাতে উপস্থিত হন ভারতী ঘোষের নাকতলার বাড়িতে। সেই সময় বাড়িতে ছিলেন না বিজেপি নেত্রী। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ভারতী ঘোষের বিরুদ্ধে একটি মামলার নোটিশ পৌঁছে দিতেই পুলিশ তার বাড়িতে যায়।

আরও পড়ুনঃ বাংলায় ভোটে দুই দুর্গা, দুই পুরুষের লড়াইয়ে প্রচারে দাপট দেখাচ্ছেন দুই নারী

সুপ্রিম কোর্টের নির্দেশে এখনই ভারতী ঘোষকে গ্রেফতার করতে পারবে না রাজ্যের পুলিশ। এর বিরুদ্ধে ইতিমধ্যেই আদালতে গেছে মা মাটি মানুষের সরকার। এবার নোটিশ দিতে রাতে সিআইডি হাজির হল ভারতী ঘোষের বাড়িতে। তবে এর পিছনেও ষড়যন্ত্র দেখছে বিজেপি।

আরও পড়ুনঃ দেশকে চমকে দিয়ে লোকসভা নির্বাচনে রূপান্তরকামী রাধা

গত বছরেই ভারতী ঘোষের নাকতলা ও মুকুন্দপুরের দুই বাড়িতে সিআইডি হানা দিয়ে তল্লাশি চালায়। হিসাব বহির্ভূত সম্পত্তির অভিযোগে এই তল্লাশি চালান হয় বলে রাজ্য পুলিশের গোয়েন্দাবাহিনী সূত্রে জানান হয়। শুধু ভারতীই নন, তল্লাশি অভিযান চলে তাঁর ঘনিষ্ঠ দুই পুলিশ অফিসারের বাড়িতেও।

আরও পড়ুনঃ বিশ্বকাপ ক্রিকেটে ভারতীয় ক্রিকেটারদের দাবি ‘কলা আর বউ’

আরও কয়েক জন পুলিশ অফিসারের বাড়িতে তল্লাশি চালানো হয় বলে সিআইডি সূত্রে খবর পাওয়া যায়। গত বছরেই কলকাতা ও পশ্চিম মেদিনীপুরের বেশ কয়েকটি জায়গায় তল্লাশি অভিযানে নামে সিআইডি। এই তল্লাশিতে প্রচুর সোনা ও টাকা আটক করা হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছিল।

আরও পড়ুনঃ বিজেপিকে হারাতে মুসলিমদের একজোট হবার আহ্বান সিধুর, ভোটবাজারে ধর্মে সুড়সুড়ি

এর মধ্যে দক্ষিণ কলকাতায় ভারতী ঘোষের এই নাকতলার বাড়িতেই হানা দিয়েছিল সিআইডির ১০ জনের একটি দল। ভারতীর স্বামী ওই বাড়িতেই থাকেন। সিআইডির আর একটি দল তল্লাশি চালায় ভারতীর মুকুন্দপুরের বাড়িতে। এবার সেই নাকতলার বাড়িতেই হানা দিল সিআইডি। তবে এবার একটি মামলার নোটিশ ধরাতে বলেই সূত্রের খবর।

আরও পড়ুনঃ তৃণমূলের ভোট প্রচারে বাংলাদেশী নায়ক, কড়া ব্যবস্থা নেবে কেন্দ্রীয় সরকার

গত বছরেই ভারতী ঘনিষ্ঠ যে সব পুলিশ অফিসারের বাড়িতে সিআইডি তল্লাশি অভিযানে নামে তাঁদের মধ্যে একজন হলেন বেলদা থানার ওসি প্রদীপ রথ। তাঁর বিরুদ্ধেও হিসাব বহির্ভূত সম্পত্তি রাখার অভিযোগ উঠেছিল। তল্লাশি চালানোর সময় ওই ওসির বাড়ি থেকে অনেক সোনা আটক করা হয়েছে বলে জানা যায়।

আরও পড়ুনঃ তৃণমূলের প্রচার করায় ফেরদৌসকে ভারত ছাড়ার নির্দেশ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের

জেলা পুলিশের এক সূত্র মারফত্ জানা যায়, ভারতী-ঘনিষ্ঠ বলে পরিচিত ওই ওসিকে ‘ক্লোজ’ করা হয়। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেই সিআইডি সূত্রে জানান হয়। পাশাপাশি, বেলদার একটি সোনার দোকানেও তল্লাশি চালায় সিআইডির আধিকারিকরা। প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল, সেখান থেকেই সোনার গয়না কিনেছিলেন ওই ওসি। প্রদীপ রথ ছাড়াও মহিষাদলের সিআই শুভঙ্কর দে-র বাড়িতে তল্লাশি চালায় সিআইডি।

আরও পড়ুনঃ তৃণমূলের প্রচারে ফিরদৌস, মমতার সঙ্গে জামাত জঙ্গি যোগের অভিযোগ রাহুলের

তবে এবার ভারতী ঘোষ ঘাটাল লোকসভা থেকে বিজেপির প্রার্থী। তাই এবার সিআইডির এই হানা নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছে। বিজেপি- তৃণমূল তরজা শুরু হয়েছে ভোটের মধ্যে।

আরও পড়ুনঃ কোটি কোটি কালো টাকা উদ্ধারের পর ভোট বাতিলের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন
আরও পড়ুনঃ তৃণমূলের হয়ে প্রচার করে ভারতের কালো তালিকায় বাংলাদেশী অভিনেতা ফিরদৌস

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
মিছিল মিটিং করতে মমতার পুলিশ প্রশাসন আর আটকাতে পারবে না বিজেপিকে https://thenewsbangla.com/mamata-banerjees-police-will-not-be-able-to-stop-meeting-procession-of-bjp/ Tue, 12 Mar 2019 11:51:46 +0000 https://www.thenewsbangla.com/?p=8213 মিছিল মিটিং করতে মমতার পুলিশ প্রশাসনের ওপর ভরসা করতে হবে না বিজেপি ও অন্য বিরোধীদের। রাজ্যে বারবার মিছিল মিটিং করতে বাধা দেওয়া বা কোনরকমেই মিছিল মিটিং করার অনুমতি দিত না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এমনটাই অভিযোগ ছিল বিজেপির তরফ থেকে। সেই অভিযোগ করা থেকে এবার রেহাই পেল বিজেপি। নির্বাচন কমিশন ‘সুবিধা’ অ্যাপ দিল বিরোধীদের।

আরও পড়ুনঃ প্রচুর চমক, রাজ্যের ৪২টি আসনে তৃণমূল কংগ্রেসের ৪২জন প্রার্থী কে কে

মিছিল মিটিং করার জন্য আর শুধুই পুলিশ প্রশাসনের ওপর ভরসা করতে হবে না রাজনৈতিক দলগুলোকে। এই বিষয়ে এবার কড়া নজর রাখবে ভারতের নির্বাচন কমিশন। কোনও মিছিল কিম্বা মিটিংয়ের অনুমতি না দেওয়া হলে রাজ্য প্রশাসনকে তার কারণ দর্শাতে হবে নির্বাচন কমিশনকে। জেলা পুলিশ কিংবা অন্যান্য দপ্তর যদি অনিবার্য কারণ ছাড়া মিছিল মিটিংয়ের অনুমতি না দেয় তবে কড়া পদক্ষেপ নিতে পারে ভারতের নির্বাচন কমিশন।

আরও পড়ুনঃ পুলিশে ভরসা নেই, একমাস আগেই বাংলায় কেন্দ্রীয় বাহিনী

এরাজ্যে মিছিল মিটিং করতে দেওয়া হয় না বিরোধীদের। এমন অভিযোগ বহুবার উঠেছে। বিতর্ক হয়েছে বহু। যেমন ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে মুর্শিদাবাদের সভা করার কথা ছিল বিজেপি নেতা শাহনওয়াজ হোসেনের। অভিযোগ, বিনা কারণে সভার অনুমতি দেয়নি প্রশাসন। এরপর তিনি অভিযোগ করেন, রাজ্যে আইন বলে কিছুই নেই। পরে লালবাগের হোটেলের কর্মী সভা করেন শাহনওয়াজ।

আরও পড়ুনঃ রায়গঞ্জে বিজেপির হয়ে কি লড়বেন দীপা দাশমুন্সি

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এর সভা নিয়েও টালবাহানা হয় বিস্তর। অনুমতি না পাওয়ায় উত্তরপ্রদেশ থেকে ফোনে ভাষণ দিতে হয় যোগী আদিত্যনাথকে। অমিত শাহের সভার অনুমতি নিয়েও বিস্তর টালবাহানা হয়। পরে সেই সভার অনুমতি দেওয়া হলেও অভিযোগ পিছু ছাড়েনি।

আরও পড়ুনঃ জঙ্গি মাসুদ আজহারকে ‘মাসুদ আজহার জী’ বলে সম্বোধন করে বিতর্কে রাহুল

শুধুমাত্র বিজেপি নয়, বাম কংগ্রেসের সভার অনুমতি দেওয়ার ক্ষেত্রে এ রাজ্যের প্রশাসন গড়িমসি করছে বলে অভিযোগ ওঠে। মালদায় রাহুল গান্ধীর সভার অনুমতি নিয়েও টালবাহানার অভিযোগ তোলে মালদা জেলা কংগ্রেস নেতৃত্ব। এই ধরনের বিষয়গুলি এড়ানোর জন্যই এবার বিশেষ ব্যবস্থা রয়েছে ভারতের নির্বাচন কমিশন। আনা হয়েছে একটি অ্যাপ। নাম দেওয়া হয়েছে “সুবিধা”।

আরও পড়ুনঃ বাংলার কোন লোকসভা আসনে কবে ভোট দেখে নিন

নির্বাচনী আচরণবিধি চালু থাকার সময় এ রাজ্য তো বটেই দেশের যে কোন প্রান্তে কোন রাজনৈতিক কিংবা অরাজনৈতিক দলকে সভা-সমিতি কিংবা মিছিল করতে হলে আবেদন করতে হবে এই অ্যাপের মাধ্যমেই। সেই আবেদনের সঙ্গে দিতে হবে জমির মালিকের অনুমতি সহ অন্যান্য অনুমতি পত্র।

মিটিং-মিছিলের সেই আবেদন খতিয়ে দেখে অনুমতি দেবে প্রশাসন। আর যদি অনুমতি না দেওয়া হয় তাহলে এই অ্যাপেই কারণ দর্শাতে হবে প্রশাসনের সংশ্লিষ্ট মহলকে। নির্বাচন কমিশন সূত্রে এমনই খবর মিলেছে।

আরও পড়ুনঃ লোকসভা ভোটের আগে পাকিস্তানে ফের একটা সার্জিক্যাল স্ট্রাইক হবে

ইতিমধ্যেই জেলা পুলিশ এবং লালবাজারের সংশ্লিষ্ট অফিসাররা এ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এই অ্যাপের বিষয়ে খুঁটিনাটি জেনে গেছেন। “সুবিধা”য় আবেদন করার পর সংশ্লিষ্ট দল এই অ্যাপেই জেনে যাবে আবেদনের আপডেট।

অনুমতি দেওয়া হল নাকি নাকচ করা হলো সেটিও জানা যাবে এই অ্যাপেই। যদি উপযুক্ত কারণ ছাড়া আবেদন নাকচ করা হয়? রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরের এক কর্তা বলেন, “বিষয়টিতে কড়া নজর রাখছে নির্বাচন কমিশন। তেমন ঘটনা ঘটলে সংশ্লিষ্ট অফিসারদের শাস্তির মুখে পড়তে হতে পারে”।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>