Mamata Banerjee Warning – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 14 Jun 2019 14:59:07 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Mamata Banerjee Warning – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ইস্তফার জেরে ডাক্তার শূন্য রাজ্যের সব সরকারি হাসপাতাল https://thenewsbangla.com/doctors-resign-from-government-hospital-after-mamata-banerjee-warning/ Fri, 14 Jun 2019 14:59:07 +0000 https://www.thenewsbangla.com/?p=13848 গণ ইস্তফা। আর তার জেরেই রাজ্যের সব সরকারি হাসপাতাল ডাক্তারশুন্য। কোথায় ডাক্তার; শনিবার থেকে খোঁজা শুরু করতে হবে রাজ্য স্বাস্থ্য দফতরকে। শয়ে শয়ে ডাক্তার পদত্যাগ করছেন; রাজ্যের সরকারি হাসপাতালগুলো থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উদ্ধত মন্তব্যের জেরেই; ডাক্তারদের এই গণ ইস্তফা বলে মনে করছে চিকিৎসক মহল।

যত সময় যাচ্ছে; তত বাড়ছে ডাক্তারদের ইস্তফার সংখ্যা। এখন পর্যন্ত কোন হাসপাতালে কতজন ডাক্তার ইস্তফা দিলেন? সংখ্যাটা রাজ্য স্বাস্থ্য দফতর ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে যথেষ্ট অস্বস্তিকর; সেটা আর বলার অপেক্ষা রাখে না।

ইস্তাফা দিলেন এসএসকেএম হাসপাতালে ২০০ জন; এনআরএস হাসপাতালে ১০৭ জন; আরজিকর হাসপাতালে ১০৮ জন; উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ১১৯ জন; ন্যাশান্যাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩৫ জন; মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ৫০ জন; মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ৩৬ জন; বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ২৪ জন; কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ২৮ জন, এখনও পর্যন্ত তাদের ইস্তফাপত্র রাজ্য স্বাস্থ্য দফতরে পাঠিয়ে দিয়েছেন।

এছাড়াও রাজ্যের সব সরকারি হাসপাতাল থেকে; একের পর ডাক্তারের পদত্যাগপত্র পৌঁছে যাচ্ছে রাজ্যের স্বাস্থ্য দফতরে। শুক্রবার সন্ধ্যায় যা অবস্থা; শনিবার থেকেই বাংলার সব সরকারি হাসপাতালে তালা ঝুলবে; বলেই মনে করা হচ্ছে।

মমতার বিরোধিতা করেই, এইভাবে গণ ইস্তফা দিতে শুরু করলেন; বাংলার সব মেডিক্যাল কলেজ হাসপাতালের ডাক্তাররা। গতকালই এনআরএস হাসপাতালের প্রিন্সিপাল প্রফেসর শৈবাল মুখোপাধ্যায় ও সুপার ভাইস প্রিন্সিপাল প্রফেসর সৌরভ চট্টোপাধ্যায়; নিজেদের ইস্তফাপত্র পাঠিয়ে দেন রাজ্য স্বাস্থ্য দফতরের কর্তাদের কাছে। শুক্রবার আরও ১০০ জনের বেশি ডাক্তার ইস্তফাপত্র পাঠিয়ে দিলেন; রাজ্য স্বাস্থ্য দফতরে।

শুক্রবারই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জেরে এবার চিকিৎসকদের গণ ইস্তফার ঘটনা শুরু হয়। নিরাপত্তার দাবিতে পদত্যাগ করেন; উত্তর ২৪ পরগনার কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজের ১১ জন চিকিৎসক। তাঁদের অভিযোগ; কাজের পরিবেশ নেই হাসপাতালে। তাঁরাও নিরাপত্তার অভাব বোধ করছেন। মেডিসিন বিভাগের পর সার্জারি বিভাগের ডাক্তাররাও; গণ ইস্তফা দেন শনিবার।

সবমিলিয়ে রাজ্য জুড়ে ডাক্তারদের; ইস্তফা দেবার ধূম পরে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর হুঁশিয়ারি ও ডাক্তারদের প্রতি অসম্মানজনক মন্তব্যের পরিপেক্ষিতেই; এই সমস্ত ইস্তফা বলেই মনে করছে চিকিৎসক মহল।

]]>
মমতার হুশিয়ারির পরে, পুলিশের সামনেই আন্দোলনকারী ডাক্তারদের উপর ফের বহিরাগত হামলা https://thenewsbangla.com/mamata-banerjee-warning-miscreants-attacked-doctors-infront-of-police/ Thu, 13 Jun 2019 14:19:39 +0000 https://www.thenewsbangla.com/?p=13771 নতুন করে তীব্র উত্তেজনা শুরু হল এনআরএস হাসপাতালে। মুখ্যমন্ত্রী মমতার হুশিয়ারির পরে, পুলিশের সামনেই; আন্দোলনকারী ডাক্তারদের উপর বহিরাগত হামলা। লাঠি, হকি স্টিক নিয়ে ডাক্তারদের আন্দোলনে; ঝাঁপিয়ে পরে কিছু দুষ্কৃতী। এত কাণ্ডের পরেও ডাক্তারদের উপর হামলার ঘটনায়; নতুন করে প্রশ্নের মুখে প্রশাসন।

এবার পরিষেবা চালুর দাবিতে বেশ কিছু বহিরাগত; তীব্র বিক্ষোভ শুরু করেছে হাসপাতালে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে; হাসপাতালের গেট বন্ধ করে দিয়েছে পুলিশ। লাঠি, হকি স্টিক নিয়ে ডাক্তারদের আন্দোলনে; ঝাঁপিয়ে পরে কিছু দুষ্কৃতী। ফের আহত হয়েছেন একজন জুনিয়ার ডাক্তার।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রী মমতার হুঁশিয়ারির প্রতিবাদে এবার গণ ইস্তফা ডাক্তারদের

পরিষেবা চালুর দাবিতে বহিরাগতরা; তীব্র বিক্ষোভ দেখাতে শুরু করে। জুনিয়র ডাক্তারদের সঙ্গে বহিরাগতদের হাতাহাতি লেগে যায়। গোটা এনআরএস চত্বরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ, বোতল ও ইট ছুড়ছে বহিরাগতরা। তারা গেট দিয়ে জোর করে ঢুকে; জুনিয়র ডাক্তারদের উপর হামলা চালায়। অভিযোগের তীর তৃণমূল দুষ্কৃতীদের দিকেই।

অন্যদিকে জুনিয়র ডাক্তারদের দেওয়া; মুখ্যমন্ত্রীর সময়সীমাও শেষ। তাও কর্মবিরতি কাটিয়ে কাজে ফেরেননি জুনিয়র ডাক্তাররা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিনিয়র চিকিৎসকদের কাছে; সরাসরি চিঠি লিখে আবেদন জানিয়েছেন মমতা। রাজ্যের প্রবীণ চিকিৎসক ও অধ্যাপকদের চিঠি দিয়ে; হাসপাতালের পরিষেবা স্বাভাবিক রাখার আবেদন মুখ্যমন্ত্রীর।

আরও পড়ুনঃ এসএসকেএমে মেজাজ হারালেন মমতা, বিজেপির উত্থানেই কি বিপর্যস্ত

এনআরএস হাসপাতালে পুলিশের সামনেই; জুনিয়র ডাক্তারদের উপরে চড়াও হয় একদল বহিরাগত। সহকর্মী পরিবহ মুখোপাধ্যায়কে মারধরের ঘটনার প্রতিবাদে; নীলরতন সরকার হাসপাতালে অবস্থান বিক্ষোভ করছেন জুনিয়র ডাক্তাররা। সেই অবস্থান বিক্ষোভেই হকি স্টিক নিয়ে; হামলা চালাল কয়েকজন বহিরাগত যুবক।

জুনিয়র ডাক্তারদের বিক্ষোভে; বন্ধ করে দেওয়া হয়েছিল হাসপাতালের সবকটি প্রবেশপথ। সকালে রোগীর পরিজনদের অনুরোধে; এমারজেন্সি গেটের একটা পাল্লা খোলা হয়েছিল। সেই গেট দিয়েই বিকালে; পুলিশের সামনেই হকি স্টিক নিয়ে; অতর্কিতে হামলা করে কয়েকজন বহিরাগত যুবক। চলে ভাঙচুর।

কিন্তু বহিরাগত যুবকরা কারা? পুলিশের সামনেই তারা হামলা চালানোর সাহস পেল কোথা থেকে? আন্দোলনরত ছাত্রছাত্রীদের দাবি; তাঁদের প্ররোচনা দিতেই বহিরাগতরা এসেছিল। পাল্টা মারমুখী হলে জুনিয়র ডাক্তারদের কাঠগড়ায় তোলা হত। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে এক তৃণমূল কাউন্সিলরের দিকেই। তবে পুলিশ এই তথ্য উড়িয়ে দিয়েছে।

]]>
মুখ্যমন্ত্রী মমতার হুঁশিয়ারির প্রতিবাদে এবার গণ ইস্তফা ডাক্তারদের https://thenewsbangla.com/doctors-mass-resignation-in-protest-of-cm-mamata-banerjee-warning/ Thu, 13 Jun 2019 11:23:29 +0000 https://www.thenewsbangla.com/?p=13750 মুখ্যমন্ত্রীর চরম হুঁশিয়ারির প্রতিবাদে; এবার গণ ইস্তফা দিলেন সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের ১১ জন চিকিৎসক। জানা গেছে, এঁদের মধ্যে তিন চিকিৎসক মেডিসিন বিভাগের। নামপ্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক জানান; তাঁরা ইস্তফা দিলেও, ইস্তফা গ্রহণের প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি।

জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জেরে; এবার চিকিৎসকদের গণ ইস্তফার ঘটনা ঘটল। নিরাপত্তার দাবিতে পদত্যাগ করলেন; উত্তর ২৪ পরগনার কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজের ১১ জন চিকিৎসক। তাঁদের অভিযোগ; কাজের পরিবেশ নেই হাসপাতালে। তাঁরাও নিরাপত্তার অভাব বোধ করছেন। মেডিসিন বিভাগের পর সার্জারি বিভাগের ডাক্তাররাও; গণ ইস্তফা দেবেন বলেই জানা যাচ্ছে।

সাগর দত্ত হাসপাতাল সূত্রে খবর; যে ১১ জন চিকিৎসক বৃহস্পতিবার গণ ইস্তফা দিয়েছেন; তাঁদের মধ্যে ৩ জন রেসিডেন্সিয়াল মেডিক্যাল অফিসার (আরএমও), তিন জন অ্যাসোসিয়েট প্রফেসর এবং এক জন প্রফেসর ও বাকিরা হাসপাতালের বিভিন্ন বিভাগের ডাক্তার।

জানা গেছে, তাঁরা ইস্তফাপত্র জমা দিয়েছেন; বিভাগীয় প্রধানের কাছে। বিভাগীয় প্রধান সেই পদত্যাগপত্রগুলি পাঠিয়ে দিয়েছেন; সাগর দত্ত মেডিক্যাল কলেজের অধ্য়ক্ষের কাছে। অধ্যক্ষ ওই পদত্যাগপত্রগুলি; রাজ্য স্বাস্থ্য দফতরে পাঠিয়ে দিয়েছেন।

এদিন দুপুর ২টোর মধ্যে ডাক্তাররা কর্মবিরতি প্রত্যাহার না করলে; এসেনশিয়াল সার্ভিস মেনটেন্যান্স অ্যাক্টে বা এসমা জারি করার হুমকি দেন রাজ্যের মুখ্যমন্ত্রী; তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডাক্তারদের কর্মবিরতিতে ক্ষুব্ধ মমতা; এদিন এসএসকেএম হাসপাতালে হুমকিই দেন ডাক্তারদের।

এসএসকেএম হাসপাতালে পৌঁছে মমতা বলেন; “রোগীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। চার ঘণ্টার মধ্যে আন্দোলন প্রত্যাহার করে কাজে যোগ না দিলে; হস্টেল ও হাসপাতাল চত্বর খালি করে দেওয়া হবে”। এনআরএস কাণ্ডে পাঁচজনকে গ্রেফতার কারার পরেও; কেন ডাক্তাররা এমন অনড় অবস্থান নিয়েছেন, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

সোমবার থেকে শুরু হওয়া এনআরএস কাণ্ডে; বারবার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করছিলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। বুধবার স্বাস্থ্য দফতরের লিখিত বিবৃতির মাধ্যমে আন্দোলন প্রত্যাহারের আবেদন জানানোর পর; বৃহস্পতিবার কড়া প্রশাসকের মেজাজে; সরাসরি হস্তক্ষেপ করলেন মমতা।

এরপরেই ক্ষুব্ধ ডাক্তাররা পদত্যাগের সিদ্ধান্ত নেন। প্রথমে ৭জন ডাক্তার; পদত্যাগ করেন। পরে সেই সংখ্যাটা দাঁড়িয়েছে ১১ জনে। এনআরএস কাণ্ডে, এসএসকেএম হাসপাতালে গিয়ে প্রথমে মুখ্যমন্ত্রী মমতার হুমকি; ও তারপরে ডাক্তারদের ইস্তফার সিদ্ধান্তে; হইচই পরে গেছে বাংলার চিকিৎসা মহলে।

]]>