Mamata Banerjee vs Amit Shah – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 18 Jan 2019 17:47:13 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Mamata Banerjee vs Amit Shah – The News বাংলা https://thenewsbangla.com 32 32 অমিত শাহর হেলিকপ্টারকে লাল পতাকা মমতার, গ্রিন সিগন্যাল বামের https://thenewsbangla.com/mamata-banerjee-red-flagged-amit-shah-helicopter-green-signal-by-left-worker/ Fri, 18 Jan 2019 17:34:31 +0000 https://www.thenewsbangla.com/?p=5775 রথ এর পর এবার হেলিকপ্টার। বাংলার রাস্তায় বিজেপির রথ চলার অনুমতি দেয় নি মমতার রাজ্য সরকার। এবার মালদা এয়ারপোর্টে অমিত শাহের হেলিকপ্টার নামার অনুমতি দিল না প্রশাসন। তবে মমতা লাল পতাকা দেখলেও নিজের জমিতে অমিত শাহের হেলিকপ্টার নামানোর অনুমতি দিয়েছেন এক সিপিএম কর্মী।

আরও পড়তে পারেনঃ মার্চেই শুরুতেই ভারতে লোকসভা ভোটের ঘোষণা

সভাস্থল বিতর্কের পর এবার হেলিপ্যাড বিতর্ক। বিজেপির সর্বভারতীয় সভপতি অমিত শাহের হেলিকপ্টার নামার জন্য মালদা বিমানবন্দরে হেলিপ্যাড তৈরির অনুমতি দিল না মালদা জেলা প্রশাসন। বিমানবন্দরে সংস্কারকাজ চলছে। এই অজুহাতে হেলিপ্যাড তৈরির জন্য অনুমতি চেয়ে জেলা বিজেপির করা আবেদন বাতিল করে দিল জেলা প্রশাসন। চিঠি দিয়ে মালদা জেলা বিজেপি নেতৃত্বকে বিষয়টি জানিয়ে দিয়েছেন মালদার অতিরিক্ত জেলাশাসক।

আরও পড়তে পারেনঃ অস্ট্রেলিয়ার মাটিতে জোড়া ইতিহাস ‘বিরাট’ ভারতের

অমিত শাহর হেলিকপ্টারকে লাল পতাকা মমতার, গ্রিন সিগন্যাল বামের/The News বাংলা
অমিত শাহর হেলিকপ্টারকে লাল পতাকা মমতার, গ্রিন সিগন্যাল বামের/The News বাংলা

জানানো হয়েছে মালদা বিমানবন্দরে কাজ হচ্ছে। এখন এখানে হেলিকপ্টার নামানো নিরাপদ নয়। চিঠিতে বলা হয়েছে, বর্তমানে মালদা জেলার বিমানবন্দরটি এখন ‘আন সেভ ফর প্যাসেঞ্জার’।

আর চিঠি পাবার পরই উত্তরবঙ্গের বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে, ‘এর পিছনে রাজ্য প্রশাসনের চক্রান্ত রয়েছে’। সপ্তাহে ২দিন মালদা বিমানবন্দরে রাজ্য পরিবহন দপ্তরের যাত্রী পরিষেবার হেলিকপ্টার ওঠা-নামা করে। তবুও প্রশাসন কেন ওই বিমানবন্দরকে বিপদজনক বলে দাবি করছে, তা নিয়েই প্রশ্ন তোলা হয়েছে। শুধু তাই নয়, বিকল্প হেলিপ্যাডের ব্যবস্থাও প্রশাসন চিহ্নিত করেনি বলে অভিযোগ তাঁর। তাঁর দাবি, চক্রান্ত করেই মালদা বিমানবন্দরে হেলিপ্যাড তৈরির অনুমতি দেওয়া হয়নি।

অমিত শাহর হেলিকপ্টারকে লাল পতাকা মমতার, গ্রিন সিগন্যাল বামের/The News বাংলা
অমিত শাহর হেলিকপ্টারকে লাল পতাকা মমতার, গ্রিন সিগন্যাল বামের/The News বাংলা

জেলা বিজেপি নেতৃত্ব জানিয়েছে, অমিত শাহের সভা আয়োজন করার জন্য তাঁরা সম্পূর্ণ রূপে প্রস্তত। হেলিপ্যাড তৈরির জন্য বিকল্প জমির সন্ধান করা হবে। এরপরেই জানা যায়, স্থানীয় এক সিপিএম কর্মী নিজের জমিতে হেলিপ্যাড বানানোর অনুমতি দিয়েছেন। আর এটা শুনেই তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়, ‘প্রমান হল রাম ও বাম মুদ্রার এপিঠ ওপিঠ’।

আরও পড়তে পারেনঃ

বাংলায় ক্ষোভ বাড়িয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বাড়াচ্ছে মোদী সরকার

ভোটের আগে মানুষের মুখে হাসি ফোটাবে মোদী সরকারের অন্তর্বর্তী বাজেট

শারীরিক অসুস্থতার জন্য এদিন-ই অমিত শাহের সভাসূচিতে খানিকটা পরিবর্তন ঘটানো হয়। ২০ জানুয়ারি মালদায় সভা করার কথা ছিল অমিত শাহের। পরিবর্তিত সূচি অনুযায়ী ২২ জানুয়ারি মালদায় সভা করবেন অমিত শাহ। সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে বর্তমানে এইমস-এ ভর্তি রয়েছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত সুস্থ রয়েছেন অমিত শাহ। তবে শরীর দুর্বল রয়েছে। সেই দুর্বলতা কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগবে।

অমিত শাহর হেলিকপ্টারকে লাল পতাকা মমতার, গ্রিন সিগন্যাল বামের/The News বাংলা
অমিত শাহর হেলিকপ্টারকে লাল পতাকা মমতার, গ্রিন সিগন্যাল বামের/The News বাংলা

আদালতের নির্দেশে বাংলায় বাতিল হয়েছে বিজেপির রথযাত্রা। রথযাত্রা বাতিল হতেই বিকল্প হিসেবে রাজ্যের ৫ জায়গায় অমিত শাহের সভার কর্মসূচি ঘোষণা করে বিজেপি। প্রথম সভাস্থল হিসেবে বেছে নেওয়া হয় মালদাকে। মালদা থানার সাহাপুর গ্রামপঞ্চায়েত এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর বাইপাসের ধারে জনসভার জন্য জমি চিহ্নিত করে বিজেপি জেলা নেতৃত্ব। কিন্তু সেই জমি নিয়েও জোর বির্তক শুরু হয়েছে। উল্লেখ্য, জমিটির মালিক একদা সাহাপুর গ্রামপঞ্চায়েতের প্রধান তরুণ ঘোষ।

আরও পড়ুনঃ

ভারতের কৃষকের মেয়ে আইএমএফের প্রধান অর্থনীতিবিদ

ভারতীয় সেনাবাহিনীতে ‘ভাবনার বিপ্লব’ ভাবনা কস্তুরীর হাত ধরে

একদা সিপিএম-এর পঞ্চায়েত প্রধানের জমিতে বিজেপির জনসভা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস জেলা নেতৃত্ব। পাশাপাশি, তরুণ ঘোষের ভাই জমির আর এক মালিক অনীক ঘোষ ওই জমিতে সভা করতে দেওয়ার বিষয়ে আপত্তি তুলেছেন। তাঁর দাবি, এই জমিতে চাষ করে সংসার চালান তিনি। সেখানে সভা হলে আগামী দিনে জমি চাষের যোগ্য থাকবে না। তাঁর অভিযোগ, বিজেপির জেলা নেতৃত্ব সভা করার আগে তাঁর কাছে একবারও অনুমতি নেননি। এই নিয়ে প্রশাসনের দ্বারস্থও হয়েছেন তিনি।

আরও পড়ুনঃ

পৃথিবী জুড়ে কমছে শিশু, চরম সমস্যায় বিশ্ব সমাজ

দাউদ ইব্রাহিমকে হত্যার পরিকল্পনা করায় ডি কোম্পানির হাতে পাকিস্তানে খুন

যদিও বিজেপির জেলা নেতৃত্ব দাবি করেছে, তরুণ ঘোষের ভাই অনীক ঘোষের জমি নেওয়া হচ্ছে না। তরুণ ঘোষের জমিতে সভা হবে। তাঁর নো অবজেকশনের চিঠি প্রশাসনের কাছে জমা দেওয়া হয়েছে। সভাস্থল নিয়ে কোন বিতর্ক নেই।

সব মিলিয়ে একদিকে শনিবার মমতার ব্রিগেডে দেশের তাবড় নেতাদের ভিড়। অন্যদিকে অমিত শাহের সভা ঘিরে সরকার-বিজেপির নাছোড় লড়াই অব্যাহত। ভোট এসে গেছে দেশে।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়তে পারেনঃ

মানুষের হাসপাতালে এত কুকুর বেড়াল কেন? দায় এড়াতে পারে না প্রশাসন

শ্রীজাত হেনস্থা ঘটনায় বাংলার বুদ্ধিজীবিদের মুখোশ খুললেন তসলিমা

বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান মার্কিন প্রেসিডেন্টের পদে এক হিন্দু নারী

নতুন বছরের শুরুতেই খারাপ খবর, বড় বড় কোম্পানিতে কর্মী ছাঁটাই

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>