Mamata Banerjee Meeting – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sat, 25 May 2019 06:11:49 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Mamata Banerjee Meeting – The News বাংলা https://thenewsbangla.com 32 32 হারের ধাক্কায় তৃণমূলে ব্যপক রদবদলের সম্ভাবনা, আশঙ্কায় নেতারা https://thenewsbangla.com/mamata-banerjee-called-meeting-on-election-defeat-tmc-leaders-scared/ Sat, 25 May 2019 06:11:49 +0000 https://www.thenewsbangla.com/?p=13279 লোকসভা ভোটে লজ্জাজনক ফল। ২০১৪ সালের ৩৪টি আসন কমে মাত্র ২২। ৪২ এ ৪২ এর দাবি তুলে, মাত্র ২২টি আসন পাওয়ায়; প্রচণ্ড ক্ষুব্ধ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার কালীঘাটে মমতার বাড়িতে পর্যালোচনা বৈঠকে বসছে তৃণমূল। মমতার কোপে কারা? উঠে গেছে প্রশ্ন।

শনিবার বিকেল ৪টেয় কালীঘাটে; মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে জরুরি বৈঠক ডাকা হয়েছে। ক্ষমতায় আসার পর থেকে যত নির্বাচন হয়েছে; প্রতিটি নির্বাচনের পরের দিনই দলনেত্রী বৈঠক ডাকেন। কিন্তু সব নির্বাচনেই বিপুল সাফল্য পেয়েছে তৃণমূল। ফলে সেই সব বৈঠক কার্যত দলনেত্রীর; পিঠ চাপড়ানোর বৈঠক হত।

কিন্তু এ বার পরিস্থিতি ভিন্ন। নিজেদের আসন কমার পাশাপাশি; বিজেপির বিপুল উত্থান। লোকসভা ভোটের ফলের নিরিখে ১৩৬টি বিধানসভায় হার। বিধানসভার উপনির্বাচনেও; আটটির মধ্যে মাত্র তিনটিতে জয়। বিজেপির জয় চারটিতে; একটিতে কংগ্রেস। সব মিলিয়ে অশনিসঙ্কেত; বলেই মনে করছেন দলের নেতানেত্রীরা।

ভোটের ফল প্রকাশের পরই; তিনি কেবল একটা টুইট করেছিলেন। সেই টুইটে মমতা বলেছিলেন; “হার মানেই পরাজয় নয়”। কিন্তু ওই পর্যন্তই; বাংলায় বিজেপি ১৮টি আসন দখল করার পর; তৃণমূল সুপ্রিমোর; আর কোনও বিবৃতি বা প্রতিক্রিয়া সামনে আসেনি। তবে তৃণমূল সূত্রের খবর, শনিবার বিকেল ৪টেয় কালীঘাটের বাড়িতে অনেক নেতাই মমতার তোপের মুখে পড়তে চলেছেন।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে; লোকসভা নির্বাচনে তৃণমূলের জয়ী ও পরাজিত; সব প্রার্থীকেই বৈঠকে ডাকা হয়েছে। পাশাপাশি বৈঠকে ডাকা হয়েছে; সব জেলা সভাপতিকে। এছাড়াও বৈঠকে থাকবেন; দলের গুরুত্বপূর্ণ নেতারা। বাংলায় এবার ৪০ শতাংশেরও বেশি ভোট পেয়ে; মমতার আশঙ্কা বাড়িয়ে দিয়েছে পদ্মশিবির।

২০১৪ থেকে ১২টি আসন কম পেয়ে; রীতিমতো মুষড়ে পড়েছে ঘাসফুল শিবির। নেতাদের কৈফিয়ত নিতেই; জরুরি বৈঠক ডাকলেন মমতা। ভোটের লড়াইয়ে তৃণমূলের কৌশল কেন কাজে লাগল না? কোথায় খামিত ছিল? এই সব নিয়েই পর্যালোচনা করা হবে।

পাশাপাশি, যেসব তৃণমূল প্রার্থী হেরে গিয়েছেন; তাঁদের সঙ্গে দলনেত্রী কথা বলতে পারেন। পরাজিত প্রার্থীদের কেন্দ্রে কেন ধাক্কা খেল দলের রণকৌশল; তা সরেজমিনে খতিয়ে দেখবেন মমতা। কেন এত আসনে হারতে হল; সমস্যা কোথায় ছিল; দলনেত্রীর কাছে তার জবাবদিহি করতে হবে সংগঠনের দায়িত্বে থাকা নেতাদের। দলনেত্রীর সামনেই উঠে আসতে পারে জেলায় জেলায় গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টিও।

]]>
মমতার সভা ছেড়ে চলে গেল মানুষ, মাঝপথে ভাষণ বন্ধ করে বসে পড়লেন মমতা https://thenewsbangla.com/people-left-mamata-banerjee-meeting-mamata-sat-down-stopping-her-speech/ Sat, 20 Apr 2019 08:33:09 +0000 https://www.thenewsbangla.com/?p=11305 ভোটপ্রচারে প্রথমবার সমস্যায় মমতা বন্দ্যোপাধ্যায়। নদিয়ার কালীগঞ্জের সভায় মমতার বলা শুরু হতেই জনসভায় তুমুল হইচই শুরু হয়ে যায়। রীতিমত বিরক্ত হন তৃণমূল নেত্রী। ভাষণ মাঝপথে থামিয়ে বসে পরেন মমতা। মাইকে ঘোষণাও করে দেন নেত্রী যে, যারা চলে যেতে চাইছেন তাঁদের যেতে দিন। ফের হইচই এর মধ্যেই ভাষণ শুরু করেন মমতা। নদিয়ার নেতা নেত্রীদের প্রকাশ্যেই মাইকে ধমক দেন মমতা।

আরও পড়ুনঃ বাংলা থেকে লোকসভা ভোটে প্রার্থী হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নদিয়ার কালীগঞ্জের সভায় এদিন শুরু থেকেই ছিল চরম বিশৃঙ্খলা। মমতা ভাষণ শুরু করার পর থেকেই শুরু হয় হইচই। প্রচণ্ড বিরক্ত হন তৃণমূল নেত্রী। ভাষণ মাঝপথেই থামিয়ে বসে পরেন তৃণমূল নেত্রী। ধমক দেন মঞ্চে থাকা নেতা নেত্রীদের। এর মধ্যেই নেত্রী মাইকে বলেন, “যারা চলে যেতে চাইছেন, তাদের যেতে দিন”।

আরও পড়ুনঃ মমতাকে বুঝতে আমারও ভুল হয়েছিল, মানুষের তো হবেই, বললেন মোদী

এরপেরেই আসরে নামেন নদিয়ার তৃণমূল নেতারা। তাঁরা ভিড়ের মাঝে গিয়ে তাদের থামানোর চেষ্টা করেন তাঁরা। নেত্রী তখন মঞ্চে ভাষণ থামিয়ে বসে পড়েছেন। পরে হইচই কিছুটা থামলে ফের বক্তব্য শুরু করেন মমতা। পরে ফের ভাষণ শুরু করে বিজেপিকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আক্রমণ করেন মমতা।

আরও পড়ুনঃ অভিষেকের পদযাত্রায় গরহাজির মুকুল পুত্র শুভ্রাংশু, রাজনৈতিক জল্পনা তুঙ্গে

বিজেপিকে আটকাতে শুধু বিজেপি নয়, সিপিএম ও কংগ্রেসকেও একটাও ভোট দিতে নিষেধ করেন তৃণমূল নেত্রী। এরপর নদিয়ার উন্নতির কথাও তুলে ধরেন মমতা। শেষ পর্যন্ত হইচই এর মাঝেই নিজের বক্তব্য শেষ করে সভাস্থল ছেড়ে যান তৃণমূল নেত্রী। সভায় চরম বিশৃঙ্খলার জন্য নদিয়ার তৃণমূল নেতারা রীতিমত বকুনি খান নেত্রীর কাছে।

অর্ণব উধাও রহস্যে আরও পড়ুনঃ নোডাল অফিসার স্বামীর উধাও হওয়া নিয়ে নির্বাচন কমিশনকে তোপ দাগলেন স্ত্রী অনিশা

তবে শনিবার নদিয়ার কালীগঞ্জের সভায় লোক অনেক হয়েছিল বলেই কিছুটা হইচই হয়েছে বলেই জানিয়েছেন তৃণমূল নেতারা। কিন্তু বিশৃঙ্খলা থামাতে না পারায় নেত্রীর ধমক খেলেন নেতারা। জেলা বিজেপির তরফ থেকে বলা হয়েছে, মমতার সভা থেকে মানুষ চলে যেতে চাইছিলেন, তাঁদের জোর করে আটকে দেওয়াতেই বিশৃঙ্খলা সৃষ্টি হয় বলেই দাবী বিজেপির।

আরও পড়ুনঃ মমতার সভা আলো করে বসে দাগী সমাজবিরোধী, নির্বাচন কমিশনে গেল বিরোধীরা

আর এর প্রমানে তৃণমূল নেত্রীর মন্তব্যকেই হাতিয়ার করেছে বিজেপি। মমতা মাইকেই বলেন,”যারা চলে যেতে চাইছেন, তাদের যেতে দিন”। এটাকেই প্রমাণ হিসাবে তুলে ধরেছে বিজেপি।

আরও পড়ুনঃ অর্জুন সিংহের হাত ধরে বিজেপিতে যোগ চার কাউন্সিলর সহ কয়েক হাজার তৃণমূল কর্মীর

তবে বিজেপির দাবী উড়িয়ে দিয়েছে তৃণমূল। মমতার সভায় এত মানুষ এসেছিলেন যে কিছুটা হইচই হয়েছে বলেই জানান হয়েছে তৃণমূলের তরফ থেকে। তবে নেত্রী যেভাবে মঞ্চে দাঁড়িয়েই প্রকাশ্যে মাইকে ধমক দিলেন জেলার নেতাদের, তাতে কৃষ্ণনগর নিয়েই আশঙ্কা প্রকাশ করলেন মমতা। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুনঃ দার্জিলিংয়ে আবার ভোট ঘোষণা করল নির্বাচন কমিশন, ১৯ মে পাহাড়ে ফের ভোট

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
মমতার সভা আলো করে বসে দাগী সমাজবিরোধী, নির্বাচন কমিশনে গেল বিরোধীরা https://thenewsbangla.com/antisocial-mafia-in-mamata-banerjees-meeting-opponents-complent-to-eci/ Thu, 18 Apr 2019 17:31:11 +0000 https://www.thenewsbangla.com/?p=11167 মমতার সভা আলো করে বসে দাগী সমাজবিরোধী। নির্বাচন কমিশনের কাছে এমন অভিযোগই জানাল বিরোধীরা। এদিন মালদায় মৌসম নূরের হয়ে ২টি ও মোয়াজ্জেম হোসেন এর হয়ে ১ টি সভা করেন মমতা। দুই কেন্দ্রের প্রচারে তিনটি সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে মালদা উত্তর কেন্দ্রের সামসি কলেজ মাঠে একটি জনসভায় মমতার মঞ্চে উপস্থিত এক তৃণমূল নেতাকে নিয়ে মারাত্মক অভিযোগ তুলল বিরোধীরা। মুখ্যমন্ত্রীর সভামঞ্চে কুখ্যাত সমাজবিরোধীকে দেখা গিয়েছে বলে অভিযোগ করল বিরোধীরা।

আরও পড়ুনঃ চলে গেলেন ৪২ এর স্বাধীনতা আন্দোলনের শেষ জীবিত সৈনিক

বিজেপি, কংগ্রেস, সিপিএম সকলেই ওই সমাবেশ মঞ্চের ছবি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে। সব বিরোধীদেরই দাবি, মুখ্যমন্ত্রীর মঞ্চে হাজির থাকা মহম্মদ ইয়াসিন দাগী সমাজবিরোধী ও কুখ্যাত মাফিয়া। খুন, ডাকাতি-র একাধিক অভিযোগে জেল খাটা ইয়াসিনকে পাশে নিয়ে ভোটের প্রচার নির্বাচনে শাসক দলের সন্ত্রাসের সম্ভাবনা বাড়াচ্ছে বলে দাবি বিরোধীদের।

আরও পড়ুনঃ পাঁচে পাঁচ, ভোট হয়ে যাওয়া বাংলার ৫টি আসনেই জিতবে বিজেপি, দাবি মুকুল রায়ের

মালদা উত্তর কেন্দ্রে সামসি কলেজ মাঠে তৃণমূল প্রার্থী মৌসম নূরের হয়ে সভা করেন মমতা। মমতার পাশেই বসেছিলেন মহম্মদ ইয়াসিন নামে এক তৃণমূল নেতা। বিরোধীদের দাবী, খুন থেকে তোলাবাজি বিভিন্ন অপরাধে বহুবার জেল খেটেছেন দাগী অপরাধী ইয়াসিন। বিরোধীদের অভিযোগ, ভোটের দিন যাতে বুথ দখল করতে পারে ইয়াসিন, সেটা তাঁকে মঞ্চে রেখে বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ তৃণমূলের বোকামিতে বাংলার ফিল্ম সিরিয়াল পরিচালকদের মাথায় হাত

মালদার রতুয়ার বাহারাল অঞ্চলের সাহাপুর গ্রামের বাসিন্দা মহম্মদ ইয়াসিন। খুন, ডাকাতি-সহ বিভিন্ন অপরাধমূলক কাজে বহুবার জেল খাটা আসামি ইয়াসিন। বিরোধীদের মতে, “মুখ্যমন্ত্রী তাকে মঞ্চে রেখেছেন যাতে, সে ভোটের দিন বুথ দখল করতে পারে”। কংগ্রেস, বিজেপি ও সিপিএমের মতে, “এখন থেকেই বিরোধীদের হুমকি দেওয়া শুরু হয়েছে। পুলিশ আমাদের কোনও কথাই শুনছে না। নির্বাচন কমিশনকে আমরা জানিয়েছি”।

আরও পড়ুনঃ পয়সা দিয়ে আনা হয় সেলিব্রিটিদের, বিদেশি অভিনেতা প্রসঙ্গে বেফাঁস কল্যাণ

জানা যায়, ইয়াসিন এক সময়ে আরএসপি করত। মোয়াজ্জেম হোসেন যিনি মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী, তিনি জেলা সভাপতি হওয়ার পরে ইয়াসিন তৃণমূল কংগ্রেসে যোগ দেয়। কয়েকবছর আগে কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি মন্ত্রী থাকার সময়ে রতুয়ায় তৃণমূলের সভায় মহিলা নেত্রী ও জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ প্রতিভা সিং এর উপরে হামলা চালায় ইয়াসিন।

আরও পড়ুনঃ ফিরদৌসের পর গাজী নূরকে বাংলাদেশ ফেরত পাঠাল ভারত সরকার

মঞ্চের উপরে ফেলে মারা হয় প্রতিভা সিংকে। এর পরে বন্দুক উঁচিয়ে গুলি করে মারার হুমকিও দেয় ইয়াসিন। এক পুলিশ অফিসার কোনওরকমে প্রতিভা সিংকে রক্ষা করেন। পরে মালদা মেডিক্যাল কলেজে ভর্তি ছিলেন প্রতিভা সিং।

আরও পড়ুনঃ রিভালবার নিয়ে বুথে ঢুকে ভোট দেওয়ায় সঞ্জয় দত্তকে শোকজ করল নির্বাচন কমিশন

এর পরে গ্রেফতারও হয় ইয়াসিন। খুন, ডাকাতির নানা মামলায় জেল খাটে বছর দুয়েক। জেল থেকে বের হওয়ার পরে ফের তৃণমূলের সক্রিয় নেতা হয়ে ওঠে। তার স্ত্রীও এখন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। পঞ্চায়েত ভোটে রতুয়ায় বাহারালে বন্দুক উঁচিয়ে ভোট করায় ইয়াসিন। এমনটাই অভিযোগ।

আরও পড়ুনঃ পুরুলিয়ায় আবার বিজেপি কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে এক মঞ্চে ইয়াসিন। এই ছবিই রতুয়া এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করবে, বলেই মনে করছে রাজনৈতিক মহলও। তবে তৃণমূলের তরফ থেকে মহম্মদ ইয়াসিন দাগী সমাজবিরোধী ও কুখ্যাত মাফিয়া মানতে রাজি হয় নি কেউই। মুখ্যমন্ত্রীর পাশে বসে সেই মতেই সিলমোহর পড়ল বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ চোপড়া বাস স্টান্ডে বাইক বাহিনীর হাতে আক্রান্ত ভোটাররা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>