Mamata Banerjee Govt – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 27 Jun 2022 16:03:11 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Mamata Banerjee Govt – The News বাংলা https://thenewsbangla.com 32 32 “২০২৬ না, ২০২৪ এই সরকারকে বিসর্জন দিয়ে দেব”, শুভেন্দুর মন্তব্যে তুঙ্গে রাজনৈতিক বিতর্ক https://thenewsbangla.com/suvendu-adhikari-controversial-remarks-on-duration-of-mamata-banerjee-govt-in-west-bengal/ Mon, 27 Jun 2022 16:02:32 +0000 https://www.thenewsbangla.com/?p=15714 “২০২৬ না, ২০২৪ এই সরকারকে বিসর্জন দিয়ে দেব”; শুভেন্দুর মন্তব্যে তুঙ্গে রাজনৈতিক বিতর্ক। “২০২৬ না, ২০২৪ এই সরকারকে বিসর্জন”; কেন একথা বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নরেন্দ্র মোদী সরকারের ৮ বছর পূর্তি উপলক্ষে; সোমবার কোচবিহারে সভা করে বিজেপি। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই সভা হয়। ২০২১-এ বিধানসভা নির্বাচন হয়েছে; ফলে এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকার কথা; ২০২৬ সাল পর্যন্ত। কিন্তু নির্বাচিত সরকারের স্থায়িত্ব নিয়েই; প্রশ্ন তুলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তাঁর মন্তব্য নিয়ে; শুরু হয়েছে প্রবল বিতর্ক।

সোমবার কোচবিহারে বিজেপির সভা করেন; পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে মঞ্চে বক্তব্য রাখার সময় তিনি বলেন; “২০২৬ পর্যন্ত যেতে হবে না; ২০২৪-এই বিসর্জন দিয়ে দেব। অপেক্ষা করে থাকুন; ২০২৪-এই সরকারকে বিসর্জন দিয়ে দেব”। এরপরেই মহারাষ্ট্র পরিস্থিতি নিয়ে শুভেন্দু বলেন; “সবে তো মহারাষ্ট্র হয়েছে, এরপর ঝাড়খণ্ড, তারপরে রাজস্থান। মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, রাজস্থানের পর; বাংলায় পৌঁছে যাব”। কোচবিহারের জনসভা থেকে ঠিক এভাবেই হুঁ’শিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা।

আরও পড়ুন; “মা সারদা জন্মগ্রহণ করেছেন কালীঘাটে, মমতা বন্দ্যোপাধ্যায় রূপে”, ঘোষণা নির্মল মাজির

শেষ কয়েকদিন ধরে ক্রমশ টালমাটাল হচ্ছে; মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি। শিবসেনার অন্তর্দ্বন্দ্বে সেখানকার উদ্ধব সরকার, টিকে থাকবে কিনা; সেটাই এখন বড় প্রশ্ন। উদ্ধব ঠাকরের বিরুদ্ধে মাথাচাড়া দিয়েছেন; শিবসেনা নেতা একনাথ শিন্ডে। তাঁর নেতৃত্বে একাধিক শিবসেনা বিধায়ক; উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। বিদ্রোহী বিধায়কদের নিয়ে অসমের গুয়াহাটিতে রয়েছেন; শিন্ডে গোষ্ঠীর বিধায়করা। এই পরিস্থিতিতে শুভেন্দুর বক্তব্য, বিরোধীদের অভিযোগকে; আরও ইন্ধন দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন; দুপুরে মুখ্যমন্ত্রী মমতা আসবেন, সকাল থেকেই অঘোষিত এমারজেন্সি বর্ধমানে

মহারাষ্ট্রে বিজেপি বিরোধী, শিবসেনা-কংগ্রেস-এনসিপির জোট সরকার রয়েছে। ঝাড়খণ্ডে এখন রাজত্বে; ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও কংগ্রেসের জোট। রাজস্থানেও রয়েছে কংগ্রেস সরকার। পশ্চিমবঙ্গেও রয়েছে বিজেপি-বিরোধী তৃণমূল সরকার। যেসব রাজ্যে বিরোধী দলের সরকার রয়েছে; সেখানেই সরকার ভাঙার ইঙ্গিত করেছেন শুভেন্দু অধিকারী। এদিকে, শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের তীব্র সমালোচনা করা হয়েছে; তৃণমূলের তরফ থেকে। তৃণমূল নেতাদের দাবি, ‘অন্য রাজ্যের মত, যতই চেষ্টা করুক; মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কোনরকমেই ভাঙতে পারবে না বিজেপি’।

]]>
মানুষের জন্য নয়, শুধু রাজ্যপালকে বিভিন্ন জায়গা থেকে সরাতেই একের পর এক বিল মমতার https://thenewsbangla.com/remove-governor-from-different-places-one-bill-after-another-by-mamata-banerjee-govt/ Thu, 23 Jun 2022 08:09:31 +0000 https://www.thenewsbangla.com/?p=15685 “মানুষের জন্য নয়, শুধু রাজ্যপালকে বিভিন্ন জায়গা থেকে সরাতেই; একের পর এক বোল মমতার”, অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এবার রাজ্যের ল্যান্ড রিফর্ম ট্রাইব্যুনালের নিয়োগ কর্তার পদ থেকেও; রাজ্যপালকে সরানোর প্রস্তুতি শুরু করল মা মাটি মানুষের সরকার। রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদের পর; এবার ল্যান্ড রিফর্ম ট্রাইব্যুনালের নিয়োগ কর্তার পদ থেকেও রাজ্যপালকে সরাতে বিল আনছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। আর এই নিয়ে সরব বিরোধী বিজেপি; ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

জুন মাসের শুরুতেই, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রীকে; রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য নিয়োগের সিদ্ধান্ত হয়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে এই সিদ্ধান্ত; বিধানসভায় এই মর্মে বিল আসবে বলে জানিয়েছিলেন তিনি। সেই অনুযায়ী ১৩ই জুন সোমবার, পশ্চিমবঙ্গ বিধানসভার বাদল অধিবেশনে; মুখ্যমন্ত্রীকে রাজ্যের ৩১টি সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য করতে পেশ হয় বিল। প্রায় ২ ঘণ্টা বিতর্কের পর; ভোটভুটিতে প্রত্যাশিতভাবেই পাশ হয়ে যায় বিলটি।

পরের দিন ১৪ই জুন মঙ্গলবার, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে রাজ্যপালের জায়গায়; উচ্চশিক্ষা মন্ত্রীকে ভিজিটর পদে বসাতে বিধানসভায় বিল পাস হয়। বিধানসভায় বিল পেশ করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু; এই বিলে বলা হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিজিটর হবেন রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী। বিশ্ববিদ্যালয় সংক্রান্ত যে কোনও তথ্য বা নথি চাইতে পারবেন তিনি।

আরও পড়ুনঃ বেমালুম উধাও হয়ে যান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়-কে ইঞ্জেকশন দেওয়া নার্স রাজদুলারী টিকু

১৬ই জুন প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে; মুখ্যমন্ত্রীকে বসানো সংক্রান্ত বিলও পাস হয়েছে বিধানসভায়। আলিয়া বিশ্ববিদ্যালয়েরও আচার্য হবেন মুখ্যমন্ত্রী; এই বিল আনার সিদ্ধান্ত হয়ে গেছে মন্ত্রিসভায়। অর্থাৎ রাজ্যের বিভিন্ন সংস্থা থেকেই, রাজ্যপালকে সরানোর জন্য একের পর এক বিল আনছে; মমতা বন্দ্যোপাধ্যায় সরকার।

এতদিন, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে আলোচনার ভিত্তিতে; ল্যান্ড রিফর্ম ট্রাইব্যুনালের চেয়ারম্যান এবং জুডিশিয়াল মেম্বারদের নিয়োগ করতেন রাজ্যপাল। এবার, রাজ্যপালের সেই ক্ষমতা খর্ব করার প্রক্রিয়া শুরু হল; এরজন্যও আসছে নতুন এক বিল। এরপরেই রাজ্য সরকারকে একহাত নেন শুভেন্দু অধিকারী; বলেন, “মানুষের জন্য নয়, শুধু রাজ্যপালকে বিভিন্ন জায়গা থেকে সরাতেই; একের পর এক বিল মমতার”। “রাজ্যপাল থেকেও বিজেপির হয়ে কাজ করছে; তাই কি গায়ে লাগছে”; বক্তব্য তৃণমূল নেতাদের।

]]>
“একশো দিনের কাজের টাকার হিসাবই দেয়নি বাংলা, ৩২৭ লাখ টাকার পেমেন্ট হয়নি” https://thenewsbangla.com/jp-nadda-explains-why-centre-stop-giving-money-to-mamata-banerjee-govt-for-100-days-work/ Thu, 09 Jun 2022 05:07:25 +0000 https://www.thenewsbangla.com/?p=15320 “গত ৩ বছর একশো দিনের টাকার হিসেবেই দেয়নি বাংলা; তদন্ত করে দেখা গিয়েছে ৩২৭ লাখ টাকার পেমেন্ট হয়নি”। এবার মমতাকে পাল্টা দিলেন নাড্ডা। গত কয়েক সপ্তাহ ধরেই, রাজ্যের বিভিন্ন জেলায় তাঁর কর্মীসূচিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বলছেন; “একশো দিনের কাজের টাকা গত ৫ মাস ধরে দিচ্ছে না কেন্দ্র; গরিবদের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে”। মুখ্যমন্ত্রীর ওই বক্তব্যেরই পাল্টা জবাব দিলেন; বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

ডিসেম্বর থেকে ১০০ দিনের কাজের; টাকা দিচ্ছে না কেন্দ্র। এবার এই অভিযোগে আন্দোলনে নামার ডাক দিয়েছেন; মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেছেন, “বাংলা কিন্তু ১০০ দিনের কাজে প্রথম; ১০০ দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকারের টাকা নয়। এখান থেকে ট্যাক্স তুলে নিয়ে যায়; এটা আমাদের প্রাপ্য টাকা। এই প্রাপ্য টাকা আদায়ের জন্য; তৃণমূলের সব শাখা সংগঠন রাস্তায় নামবে”। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, “সংবিধানে নিয়ম আছে, ১০০ দিনের কাজ যারা করবে; তাঁরা ১৫ দিনের মধ্যে টাকা পাবে। কিন্তু কেন্দ্রীয় সরকার নোংরা খেলা খেলছে; ৫ মাস ধরে তারা গরীবদের টাকা দিচ্ছে না”।

আরও পড়ুন; ‘পরীক্ষা দিতে হয় না, টাকা দিলেই চাকরি নিশ্চিত’, রঞ্জনের দুর্নীতির পর্দা ফাঁস

বুধবার ন্যাশনাল লাইব্রেরিতে দলের সভায় নাড্ডা বলেন; “যখন থেকে কলকাতায় এসেছি তখন থেকেই সংবাদিকরা প্রশ্ন করছেন; একশো দিনের টাকা রাজ্য সরকারকে কেন দিচ্ছে না কেন্দ্র? এসব প্রশ্ন জবাব আমি সহসা দিই না। কিন্তু এ কেমন রাজনীতি? গত ৩ বছর; একশো দিনের কাজের টাকার হিসাবই দেয়নি বাংলা। তদন্ত করে দেখা গিয়েছে; ৩২৭ লাখ টাকার পেমেন্ট হয়নি। এবার বলুন তো; এইভাবে একশো দিনে টাকা দেওয়া যায়? এভাবেই রাজ্যে চলছে? এ কীকরম শাসন?”

জেপি নাড্ডা আরও বলেন, “গত দশ-বছর ধরে এক নেতা আয়কর দিচ্ছেন না। তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন; ভুলে গিয়েছিলাম। মমতা বন্দ্যোপাধ্য়ায়ও কি গত ৩ বছর; হিসেব দিতে ভুলে গিয়েছিলেন নাকি? টাকা দেওয়া হচ্ছে না বলে উনি চিত্কার করছেন; টাকা আসবে কোথা থেকে? বিনা হিসেবে টাকা দেওয়া কি ঠিক? আপনারা কি চান; সরকার এরকম বেআইনি কাজ করুক? বেআইনি কাজ করেও কি সরকারে থাকা যায়?”

]]>
কষ্টের দিন শেষ, দিদির বাংলায় ১০০তে ‘হাফ’ বিদেশি https://thenewsbangla.com/mamata-banerjee-govt-excise-department-brings-foreign-drinks-only-100-rupees/ Tue, 07 Jun 2022 07:28:15 +0000 https://www.thenewsbangla.com/?p=15289 কষ্টের দিন শেষ, দিদির বাংলায়; এবার ১০০তেই ‘হাফ’ বিদেশি। সুরাপ্রেমি বাঙালিরা বলছেন, “জয় বাংলা, জিও দিদি; বাঙালির পকেটের কথা একমাত্র ভেবেছেন আপনি”। রাজ্যে আসছে ১০০ টাকায় বিদেশি মদ। দেশী মদ প্রস্তুতকারকরা এবার দেশীর পাশাপাশি বানাবেন; সস্তার বিদেশি মদও। “সস্তায় দেশী বিদেশি মদ খাও; আর জীবন এনজয় করো”; বলছেন বাংলার সুরাপ্রেমিরা।

রাজ্যে এসে গেছে আরও সস্তার নতুন বিলিতি মদ; দেশে তৈরি বিলিতি রাম, ভদকা ও হুইস্কি। যার ৩৭৫ মিলিলিটারের বোতল বা চালু কথায় আমরা যাকে বলি ‘হাফ’; তার দাম এখন মাত্র ১০০ টাকা! রাজ্য আবগারি দফতর জানিয়েছে, নতুন ধরনের এই মদ; ইতিমধ্যেই দোকানে দোকানে পাঠানো শুরু হয়ে গিয়েছে। তবে মদের মানগত ফারাক রয়েছে; এই মদে অ্যালকোহলের মাত্রা থাকবে ‘৫০ ডিগ্রি’। অ্যালকোহলের মাত্রা কম থাকায়; সস্তার এই রাম-হুইস্কি-ভদকা কিছুটা কম কড়া।

তবে মদ ব্যবসায়ীদের আশা, নতুন এই বিলিতি মদ; সুরাপ্রেমিকদের আকৃষ্ট করবে। এখন বাজারে দিশি মদের একটি ৬০০ মিলিলিটার বোতলের দাম ১২০ টাকা। সেখানে ১০০ টাকায় ৩৭৫ মিলিলিটার বিলিতি মদ; অনেকেই পছন্দ করবেন এমনটাই আশা।গত কয়েক বছরে রাজ্যে মদের চাহিদা ভীষণ বেড়েছে। চলতি বছরে বিয়ারের চাহিদা এতটাই বেড়ে গিয়েছিল যে; ‘রেশনিং’ ব্যবস্থা চালু করতে হয় আবগারি দফতরকে।

আরও পড়ুনঃ স্কুলের চাকরি গেলেও কলেজ শিক্ষক হতে চলেছেন অঙ্কিতা অধিকারী

আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে; চোলাই মদে বিষক্রিয়ার হওয়ার সম্ভাবনা থাকে। তাই সুরাপ্রেমিকদের সুবিধার জন্য ইতিমধ্যেই; দিশি মদের দাম কমানো হয়েছে। এবার তাঁদের জন্য সস্তায় বিলিতি মদ আনা হল। এই সস্তার বিলিতি মদ তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছে; দেশি মদ প্রস্তুতকারীদেরই। এর ফলে রাজ্য সরকারের রাজস্ব; আরও বাড়তে চলেছে বলেই অনুমান অর্থনীতিবিদ-দের।

“কি দারুন বুদ্ধি; দেশীদের হাতেই তৈরি হবে সস্তার বিদেশি; জয় বাংলা, জয় দিদি”; বলছেন তৃণমূল কর্মী সমর্থকরা। “বাংলা আজ যা ভাবে, ভারত ভাবে আগামীকাল”। “What Bengal Thinks Today, India Thinks Tomorrow”; বলে গিয়েছিলেন গোপালকৃষ্ণ গোখলে। সেটা শেষ ১০ বছরে বারবার প্রমাণিত। আর এখন, “দিদি আজ যা ভাবে, তার কোনদিনও ভাবতেই পারে না ভারত”; এটাও প্রমাণিত; বলছেন তৃণমূল কর্মী সমর্থকরা ও সুরাপ্রেমি বাঙালিরা।

]]>
মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নতুন ফরমান, মুসলিম অধ্যুষিত স্কুলে বানাতে হবে ডাইনিং হল https://thenewsbangla.com/mamata-banerjee-govt-new-circular-dining-hall-for-muslim-school-students/ Thu, 27 Jun 2019 16:43:21 +0000 https://www.thenewsbangla.com/?p=14594 মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নতুন ফরমান; মুসলিম অধ্যুষিত স্কুলে বানাতে হবে ডাইনিং হল। মিড ডে খাবার জন্য; এবার মুসলিম ছাত্র ছাত্রীরা পাবেন ডাইনিং হল। গত ২৫ তারিখে নবান্ন থেকে জারি হয়েছে; মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই নতুন সার্কুলার। বাংলার যে যে স্কুলে মুসলিম ছাত্র ছাত্রীদের পরিমাণ ৭০ শতাংশ বা তার বেশি; সেই সব স্কুলে বানাতে হবেল একটি করে ডাইনিং হল বা খাবার ঘর।

খাবার ঘর পাবে স্কুল ছাত্র ছাত্রীরা? কিন্তু কেন এমন ঘোষণা? রাজ্যের যেসব স্কুলে মুসলিম ছাত্র ছাত্রীদের পরিমাণ ৭০ শতাংশ বা তার বেশি; শুধু সেখানেই তৈরি হবে এই ডাইনিং রুম। কিন্তু যেখানে হিন্দু ছাত্র ছাত্রীর পরিমাণ বেশি; সেখানে কেন স্কুলে স্কুলে ডাইনিং রুম হবে না?

আরও পড়ুনঃ জনতার অসন্তোষে আক্রান্ত শাহরুখকে, মমতার ক্ষতিপূরণ কি নাম ধর্ম দেখে, প্রশ্ন বিজেপির

প্রশ্নটা তুলে দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার রাত ৯ টা ৫০ নাগাদ; বিজেপি রাজ্য সভাপতি ও খড়গপুরের সাংসদ দিলীপ ঘোষ; তাঁর ফেসবুক পোস্ট ও পরে টুইট করে এই প্রশ্ন তুলেছেন। দিলীপ ঘোষ তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে; সরকারি সেই সার্কুলার টারও ছবি দিয়েছেন।

আরও পড়ুনঃ ভারতের রঙ কমলা, পরিবর্তনের পিছনেও মোদীর হাত দেখছে বিরোধীরা

সেই সার্কুলারেই দেখা যাচ্ছে; রাজ্য সরকারের তরফ থেকে এই সার্কুলার জারি করা হয়েছে। সব জেলাশাসক ও স্কুল শিক্ষা দফতরে এই সার্কুলার পাঠিয়ে দেওয়া হয়েছে। সব সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলেই এই অদ্ভুত সার্কুলার পাঠিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ মমতা নিজেই রাজ্যে বিজেপিকে আমন্ত্রণ করেছেন, বিস্ফোরক সুজন

তৃণমূলের তরফ থেকে জানান হয়েছে; নামাজ পরার জন্যই এই ঘর তৈরির নির্দেশ দেওয়ার জন্য; সব স্কুলের খোঁজ খবর নেওয়া শুরু হয়েছে। এর সঙ্গে হিন্দুদের বঞ্চনার কোন প্রশ্নই নেই। যদিও সরকারি তরফে এখনও কোন বক্তব্য পাওয়া যায়নি।

তবে এখানেই ফের মমতার মুসলিম তোষণ এর দিকেই আঙুল তুলেছে বিজেপি। বিজেপি রাজ্য রাজ্য সভাপতি দিলীপ ঘোষ; সরাসরি হিন্দুদের প্রতি বঞ্চনার অভিযোগ তুলেছেন। কিন্তু হঠাৎ মুসলিম ছাত্র ছাত্রীদের জন্য; কেন ডাইনিং হল? হিন্দু ছাত্র ছাত্রীদের জন্য নয় কেন? গোটা বাংলা জুড়ে উঠে গেছে প্রশ্ন।

]]>
শিলিগুড়িতে রাহুলের হেলিকপ্টার নামার অনুমতি দিল না রাজ্য সরকার https://thenewsbangla.com/mamata-banerjee-govt-do-not-give-permission-to-rahul-gandhis-helicopter-at-siliguri/ Fri, 12 Apr 2019 15:57:54 +0000 https://www.thenewsbangla.com/?p=10737 শিলিগুড়িতে রাহুলের হেলিকপ্টার নামার নামার ওপর নিষেধাজ্ঞা জারি রাজ্য সরকারের। এতদিন বিজেপির নেতাদের হেলিকপ্টার বাংলায় নামার মাঝে মাঝেই অনুমতি পাচ্ছিল না বলেই অভিযোগ ছিল। এবার শিলিগুড়িতে রাহুলের হেলিকপ্টার নামার নামার অনুমতি দিল না রাজ্য সরকার। অসহযোগিতার অভিযোগ কংগ্রেসের তরফে। তবে সব অভিযোগ উড়িয়ে দিয়েছে নবান্ন।

আরও পড়ুনঃ হিন্দু ও বৌদ্ধ ছাড়া দেশ থেকে তাড়ানো হবে বাকি অনুপ্রবেশকারীদের

রাজ্যে বিজেপি নেতাদের সভা করতে বাধা দেওয়া হচ্ছে অথবা অন্য রাজ্য থেকে আসা বিজেপি নেতাদের এই রাজ্যে হেলিকপ্টার অবতরনের ওপর নিষেধাজ্ঞা জারি হচ্ছে, এই ধরনের অভিযোগ গত দুই মাসে বিজেপির তরফে একাধিকবার শোনা গিয়েছে। আর এবার খোদ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর হেলিকপ্টার অবতরণের ওপর নিষেধাজ্ঞা জারি করলো রাজ্য সরকার। এই নিয়ে নির্বাচন কমিশনে যাওয়ার কথা ভাবছে কংগ্রেস।

আরও পড়ুনঃ অস্ত্র নিয়ে রামনবমী পালন না করলে হিন্দুদের অস্তিত্ব থাকবে না

আগামী ১৪ই এপ্রিল শিলিগুড়িতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর জনসভা হবার কথা। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে বলেছিলেন, কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী ও অভিজিৎ মুখোপাধ্যায়কে জেতানোর জন্য কাজ করছে আরএসএস। বিজেপির বিরুদ্ধে কংগ্রেস ইতিবাচক ভাবে লড়ছে না বলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন। এবার সেই রাহুলের হেলিকপ্টার নামার অনুমতি দিল না প্রশাসন।

আরও পড়ুনঃ রাজ্যে ভোটে তৃণমূলের সন্ত্রাস, নির্বাচন কমিশন দফতরে মুকুল রায়ের বিক্ষোভ

গত ১০ই এপ্রিল রায়গঞ্জের করণদিঘির জনসভায় রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করেন। রাহুল বলেন, কংগ্রেসের সঙ্গে বিজেপির জোট করার কোনও অতীত ইতিহাস নেই, কিন্তু তৃণমূল কংগ্রেস আগেও বিজেপির সাথে জোট করেছে বলে রাহুল স্মরণ করিয়ে দেন। এর জেরে জোট ভাঙার জন্য তৃণমূলকে দায়ি করে বিজেপির সঙ্গে আঁতাত এর ইঙ্গিত দেন কংগ্রেস সভাপতি।

আরও পড়ুনঃ অভিনন্দনের ছবি ব্যবহার করে বন্ধ হোক ভোট প্রচার দাবি সেনাকর্তাদের

শুধু এবারই প্রথম নয়, এর আগেও মালদার জনসভা থেকে রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একতরফা আক্রমণ করেছিলেন। মালদার জনসভা থেকে রাজীব পুত্র তুলোধুনো করতে ছাড়েননি রাজ্যের তৃণমূল সরকারকে।

আরও পড়ুনঃ দ্বিতীয় দফা ভোটে আরও ২৫ কোম্পানি সশস্ত্র বাহিনী আসছে বাংলায়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইঙ্গিত করে তিনি বলেছিলেন, বাংলায় একজনই শাসন চালাচ্ছে। এরকম একনায়কতান্ত্রিক শাসন চলা উচিৎ কিনা, সেই প্রশ্নও জন অসাধারণের উদ্দেশ্যে ছূড়ে দিয়েছিলেন তিনি। বামফ্রন্টের আমলে কংগ্রেস কর্মীরা আক্রান্ত হত এবং তা এই মুহূর্তে তৃণমূল সরকারের সময়েও সেটা অব্যাহত আছে বলে তিনি মন্তব্য করেন সেদিনের জনসভায়।

আরও পড়ুনঃ সেনার পোশাকে বুথে রাজ্য পুলিশ কর্মী, গাদা বন্দুক নিয়েই ধরা পরে গেলেন

মমতার রাজ্যে সারাক্ষন ভাষন চলে, কিন্তু কাজের কাজ হয়না। বাংলায় জনগনের কথার মূল্যায়ন করা হয়না বলেও তিনি উল্লেখ করেছিলেন। রাজ্যের তৃণমূল সরকারকে অনেক সহ্য করা হয়েছে বলে এবার পরিবর্তনের ডাক দিয়েছিলেন রাহুল গান্ধী। তবে সব অভিযোগ উড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। রাহুলের মত হেভিওয়েটের হেলিকপ্টার নামার পজিসন নেই বলেই জানান হয়েছে।

আরও পড়ুনঃ শুধু কোচবিহারে ছাপ্পা ও সন্ত্রাস আটকাতে না পেরে লজ্জায় বিবেক দুবে ও নির্বাচন কমিশন

যদিও মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল কে বাচ্চা ছেলে বলে সব অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু মমতা আর রাহুল এর এই দ্বৈরথের ফলেই রাহুলের এই রাজ্যে হেলিকপ্টার নামার অনুমতি না দিয়ে তাঁর জনসভার ওপর কোপ বসাল রাজ্যের শাসক দল, এমনই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুনঃ নরেন্দ্র মোদীকে যারা চাইছেন তারা চোর, জোচ্চোর, বদমায়েশ, বাঁকুড়ায় অভিষেক

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
সুপ্রিম কোর্টের নির্দেশে ভবিষ্যতের ভূতকে ২০ লক্ষ টাকা জরিমানা দেবে মমতা সরকার https://thenewsbangla.com/sc-orders-mamata-banerjee-govt-to-give-20-lakhs-to-bhobishyoter-bhut-as-fine/ Thu, 11 Apr 2019 06:14:58 +0000 https://www.thenewsbangla.com/?p=10584 বারে বারে ভবিষ্যতের ভূতেরা ধাক্কা দিয়ে যাচ্ছে রাজ্য সরকারকে। এর আগেও সুপ্রিম কোর্টের নির্দেশে বন্ধ ছবির প্রদর্শন চালু করাতে বাধ্য হয়ে ছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। আর বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিল ভবিষ্যতের ভূত বন্ধ করার ক্ষতিপূরণ হিসাবে রাজ্যকে দিতে হবে ২০ লক্ষ টাকা জরিমানা।

LIVE: সারাদিন কি হচ্ছে বাংলার ভোটে, দেখে নিন প্রথম দফার ভোটের সব ঘটনা

ভবিষ্যতের ভূত ছবির প্রদর্শন কোন ভাবেই বন্ধ করা যাবে না আগেই জানিয়ে দিয়ে ছিল সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারকে নোটিশ পাঠিয়ে এমনই নির্দেশ দিয়ে ছিল শীর্ষ আদালত। সেই নির্দেশ মত, ভবিষ্যতের ভূত ছবির প্রদর্শন শুরু হয়ে ছিল রাজ্যের সিনেমা হলগুলোতে। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের নির্দেশ দিল এতদিন ছবি বন্ধের ক্ষতিপূরণ হিসাবে রাজ্যকে ২০ লক্ষ টাকা দিতে হবে ভবিষ্যতের ভূতকে।

আরও পড়ুনঃ রাজ্যের উপর ভরসা করে ডুবল ভারতের নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী না থাকায় সন্ত্রাস

এদিন সুপ্রিম কোর্টে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ রায় দিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব ভবিষ্যতের ভূতকে দিয়ে দিতে হবে ক্ষতিপূরণের টাকা। রাজ্য সরকারকে পাঠানো নোটিশে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, এই ব্যাপারে ব্যবস্থা নিতে হবে মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব এবং ডিজিপি কে।

আরও পড়ুনঃ নির্বাচন কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে মিমির বিজ্ঞাপনে মুখ ঢাকল যাদবপুর

ভবিষ্যতের ভূত ছবিটি ১৫ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার পরে আচমকা একদিনের মধ্যেই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রেক্ষাগৃহে ভবিষ্যতের ভূত ছবির প্রদর্শন বন্ধ করে দেওয়া হয়। ছবিটি মুক্তির কিছুদিন আগে এক সাংবাদিক সম্মেলনে পরিচালক বলেছিলেন প্রথম ছবি ‘ভূতের ভবিষ্যৎ’-এর সিক্যুয়েল একেবারেই নয় এই ছবিটি। এই ছবিতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক বিষয়কে ভূতেদের মুখে সংলাপের মধ্য দিয়ে তুলে ধরতে চেয়েছিলেন তিনি। আর সম্ভবত তার জন্যই এবার তাঁকে বিপাকে পড়তে হয়েছিল বলে ধারণা।

আরও পড়ুনঃ ভোটের ‘দাওয়াই’ দেওয়ার বেনজির হুমকি রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের

১৫ ফেব্রুয়ারি শুক্রবার মুক্তি পাবার পরে অনীক দত্তের ‘ভবিষ্যতের ভূত’ সিনেমাটি ১৬ তারিখেই শহরের সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স গুলিতে বন্ধ করে দেওয়া হয়েছিল। এবিষয়ে পরিচালক অভিযোগ করেছিলেন,ছবিটি সিবিএফসি-র ছাড়পত্র পেয়েছে বলে সমস্যা হওয়ার কোনও কারণ নেই। তার পরও ছবিটি কী কারণে হল থেকে সরানো হল, তা নিয়ে তাঁকে প্রশাসনের তরফে কিছু জানানো হয়নি।

আরও পড়ুনঃ মমতার ফোনের পরই ৫ টি বুথে পুনরায় নির্বাচন চাইলেন রবীন্দ্রনাথ ঘোষ

সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়ার পরে রিলিজ হওয়ার সিনেমাটি স্যোশাল মিডিয়ায় যথেষ্ট প্রশংসিত হয়েছে। ১৬ ফেব্রুয়ারি বিকেলে দর্শকরা ছবিটি দেখতে গেলে তাঁদের প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ জানিয়ে দেন, সিনেমাটি উঠে গিয়েছে। আবার কোথাও কোথাও দর্শকদের শুনতে হয়ে, প্রযুক্তিগত সমস্যার কারণে সিনেমার প্রদর্শন বন্ধ রাখা হয়েছে।

আরও পড়ুনঃ রিগিং বন্ধ করে শান্তিপূর্ণ ভোট করাতে ৬টি বিশেষ অ্যাপস আনল নির্বাচন কমিশন

বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল, সেন্সর বোর্ড কেন এধরণের সিনেমাকে ছাড়পত্র দিল? আর একবার ফিল্ম সেন্সর বোর্ড ছাড়পত্র দেবার পর কোন অধিকারে পুলিশ ফিল্ম নিয়ে জানতে চায়? অন্য দিকে, ‘ভবিষ্যতের ভূত’ প্রেক্ষাগৃহে ফেরানোর দাবিতে প্রতিবাদ মিছিলে শামিল হন সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেনের মতো বিশিষ্টজন। ছবি প্রদর্শন বন্ধ রাখার প্রতিবাদে সোচ্চার হয় সোশ্যাল মিডিয়াও।

আরও পড়ুনঃ নাসিরুদ্দিনের পাল্টা এবার মোদী সরকারের সমর্থনে সাক্ষর করলেন ৯০৭ জন বুদ্ধিজীবী

এদিকে ছবির পরিচালক অনীক দত্ত সংবাদমাধ্যমকে জানান, ছবিটি সিবিএফসি-র ছাড়পত্র পেয়েছে বলে সমস্যা হওয়ার কোনও কারণ নেই। তার পরও ছবিটি কী কারণে হল থেকে সরানো হল, তা নিয়ে তাঁকে প্রশাসনের তরফে কিছু জানানো হয়নি। সুপ্রিম কোর্টের এই নির্দেশে আবারও মুখ পুড়ল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের। প্রশ্ন একটাই, কেন মানুষের করের টাকা থেকে মমতা সরকারের ভুল এর গুনাগার দিতে হবে?

আরও পড়ুনঃ কলকাতা নয় কোচবিহার থেকে ভোট মনিটরিং করবেন বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবে
আরও পড়ুনঃ আশ্চর্য কাণ্ড, ভোট শুরু হতেই কোচবিহার থেকে কলকাতায় ফিরলেন বিবেক দুবে

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের

]]>