Main Bhi Chowkidar – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sat, 20 Apr 2019 09:17:33 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Main Bhi Chowkidar – The News বাংলা https://thenewsbangla.com 32 32 সশস্ত্র বাহিনীকে রাজনৈতিক কারণে ব্যবহার করেছেন মোদী, বললেন বিতর্কিত বিএসএফ তেজ বাহাদুর https://thenewsbangla.com/tej-bahadur-yadav-says-its-fight-between-asli-and-nakli-chowkidar/ Sat, 20 Apr 2019 09:10:03 +0000 https://www.thenewsbangla.com/?p=11306 শনিবার কাঠফাটা গরমের বিকেলে নয়া দিল্লীর তিস হাজারি কোর্ট থেকে বেরিয়ে তেজ বাহাদুর যাদব একটু ফাঁকা জায়গায় গিয়ে তাঁর সাক্ষাৎকার দিতে কিছুতেই রাজি হলেন না। মানুষের ভিড় থেকে দূরে ফাঁকা জায়গায় যাওয়া যে তাঁর পক্ষে নিরাপদ নয় তাও তিনি জানালেন। অগত্যা ভিড় আর হট্টগোলের মাঝেই তাঁর সঙ্গে কথা বলতে হল। শুরুতেই তেজ বাহাদুর জানিয়ে দেন এই লড়াই আসল ও নকল চৌকিদারের।

আরও পড়ুনঃ বাংলা থেকে লোকসভা ভোটে প্রার্থী হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

পাঁশুটে রঙের সাফারি স্যুট পরিহিত, বিএসএফের প্রাক্তন সেনানী, তেজ বাহাদুর যাদব এবার বারাণসী কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লোকসভা নির্বাচনের লড়াইয়ে নেমেছেন। তিনিই সেই ব্যক্তি যিনি ২০১৪ সালের জানুয়ারী মাসে এক ভিডিও বার্তায় বলেছিলেন যে বিএসএফের সেনানীদের নিয়মিত অখাদ্য খাবার দেওয়া হয়, কারণ বিএসএফের উপরমহলের দুর্নীতি।

আরও পড়ুনঃ মমতার সভা ছেড়ে চলে গেল মানুষ, মাঝপথে ভাষণ বন্ধ করে বসে পড়লেন মমতা

সেই ভিডিও প্রকাশিত হওয়ার পরে চারদিকে তোলপাড় পড়ে যায়, যাদব বিখ্যাত হয়ে ওঠেন। যদিও ওই বছরেরই শেষে সেনা আদালতের রায়ে তাঁর অভিযোগ ভিত্তিহীন বলে জানানো হয় এবং বাহিনীর শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাঁকে বাহিনী থেকে বহিষ্কার করা হয়।

আরও পড়ুনঃ মমতাকে বুঝতে আমারও ভুল হয়েছিল, মানুষের তো হবেই, বললেন মোদী

বিএসএফের ভিতরের দুর্নীতির প্রতিবাদ করে ব্যর্থ হয়ে, যাদবের মনে হয় যে একমাত্র সংসদে গিয়ে যদি সব কিছু বলা যায়, তাহলেই এই দুর্নীতি রোধ করা সম্ভব। তাঁর ভাষায়, “আমি কোনদিনই ভাবিনি যে আমি প্রত্যক্ষ রাজনীতিতে আসব। কিন্তু সশস্ত্র বাহিনীর ভিতরের দুর্নীতি প্রকাশ্যে আনতে গিয়ে দেখলাম প্রধানমন্ত্রী বিষয়টিকে কোনও গুরুত্বই দিলেন না। এমনকি ন্যুনতম কোনও ব্যবস্থাও নিলেন না”।

আরও পড়ুনঃ মমতার সভা আলো করে বসে দাগী সমাজবিরোধী, নির্বাচন কমিশনে গেল বিরোধীরা

লোকসভায় ৫৪৩টি কেন্দ্র থাকতে বারাণসী কেন বেছে নিলেন যাদব? “প্রধানমন্ত্রী প্রথমবার সেনাবাহিনীর রাজনীতিকরণ শুরু করেছেন। এরকম আগে কখনো হয় নি। তাই বারাণসী থেকে প্রার্থী হয়ে আমি তাঁকে প্রশ্ন করতে চাই কেন তিনি সেনাবাহিনীকে রাজনৈতিক কারণে ব্যবহার করছেন”। প্রসঙ্গত উল্লেখ্য গত লোকসভা নির্বাচনে বারাণসী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচিত হয়েছিলেন। এবারেও তিনি ওই আসন থেকে লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আরও পড়ুনঃ অর্জুন সিংহের হাত ধরে বিজেপিতে যোগ চার কাউন্সিলর সহ কয়েক হাজার তৃণমূল কর্মীর

সশস্ত্র বাহিনীকে রাজনৈতিক কারণে ব্যবহার করা এবং বাহিনীর ভিতরের দুর্নীতি মূল প্রতিপাদ্য হলেও আরও বেশ কিছু নির্দিষ্ট ইস্যু নিয়েও সরব হওয়া প্রয়োজন বলে তাজ বাহাদুর যাদব মনে করেন। তাঁর মতে, দেশ রক্ষার কাজে কোনও বিএসএফ জওয়ানের মৃত্য হলে তাঁকে শহীদ আখ্যা দেওয়া হয়, কিন্তু তাঁর জীবদ্দশায় তাঁকে কখনও সরকারীভাবে কোনও ভালো কাজের জন্য স্বীকৃতি দেওয়া হয় না। এমনকি তাঁদের ঠিকমত খাবারও দেওয়া হয় না।

অর্ণব উধাও রহস্যে আরও পড়ুনঃ নোডাল অফিসার স্বামীর উধাও হওয়া নিয়ে নির্বাচন কমিশনকে তোপ দাগলেন স্ত্রী অনিশা

বিএসএফের কার্যপদ্ধতির মধ্যে কোনও ফাঁকফোকর আছে কিনা সে বিষয়ে প্রশ্ন করলে তেজ বাহাদুর কিছু বলতে অস্বীকার করেন। তবে তিনি জানান যে, সীমান্তে যে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে তা ঠিকমত দেওয়া হয় নি। তার সুযোগ নিচ্ছে জঙ্গিরা। ওপরতলার রাজনীতিক এবং বিএসএফের ওপর মহলের ঔদাসিন্যের জন্যই অনুপ্রবেশকারীরা এদেশে প্রবেশ করতে পারছে। তিনি আরও অভিযোগ করেন যে, বাহিনীর জওয়ানদের একটানা ১৮ ঘন্টারও বেশি কাজ করতে বাধ্য করা হয়।

আরও পড়ুনঃ দুদফায় ভোট থেকে শিক্ষা নিয়ে বাংলায় তৃতীয় দফায় সব বুথেই কেন্দ্রীয় বাহিনী

যাদব জানান যে, তাঁর ভিডিও প্রকাশের মূল উদ্দেশ্য ছিল বাহিনীর জওয়ানদের কি কি সমস্যার সম্মুখীন হতে হয় তা সকলকে জানানো। যদি তিনি বুঝতে পারতেন, যারা ক্ষমতায় আছেন তাঁরা দুর্নীতিকেই সমর্থন করবেন এবং তিনি তাঁর চাকরি খোয়াবেন, তাহলে তিনি মোটেই এমন কাজ করতেন না।

প্রসঙ্গত ২০১৭-র এপ্রিলে সামরিক আদালত তেজ বাহাদুর যাদবের বিসেওএফ থেকে বহিষ্কার করার রায়ে জানায়, “তেজ বাহাদুর যাদব সোশ্যাল মিডিয়ায় ভিডিও প্রকাশ করে অখাদ্য খাবার পরিবেশনের যে অভিযোগ এনেছেন, তা ভিত্তিহীন, এবং এই ধরণের অভিযোগের ক্ষেত্রে বাহিনীর যে নিয়ম কানুন আছে তা তিনি লঙ্ঘন করেছেন”।

আরও পড়ুনঃ দার্জিলিংয়ে আবার ভোট ঘোষণা করল নির্বাচন কমিশন, ১৯ মে পাহাড়ে ফের ভোট

যাদবকে যখন সশস্ত্র বাহিনী থেকে বহিষ্কার করা হয় তখন তাঁর অর্থনৈতিক অবস্থা ভালো যাচ্ছিল না। তার ওপর এবছর গোড়ার দিকে তিনি তাঁর ছেলেকে হারান এবং তাঁর বাবাকে হাসপাতালে ভর্তি করতে হয়। “যে কঠিন সময়ই আসুক না কেন, একজন সেনার তা মোকাবিলা করার মত মানসিক দৃঢ়তা থাকে, কারণ সে জাতিকে রক্ষা করতে বদ্ধপরিকর।”

যাদব দাবি করেন, তিনি তাঁর দাবির সপক্ষে শুধু সাধারণ মানুষের সমর্থনই পাচ্ছেন তাই নয়, তাঁর প্রচারের জন্যও সাধারণ মানুষ অর্থ দিয়ে সাহায্য করছেন। এর জন্য তাঁকে কোনও রাজনৈতিক দলের সাহায্য নিতে হচ্ছে না। এখন দেখার ভোট বাক্সে তেজ বাহাদুরকে কতটা সমর্থন করবেন বারানসীর মানুষ।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ব্রিগেড ছেয়ে গেল মোদীর ‘ম্যায় ভি চৌকিদার’ টুপিতে https://thenewsbangla.com/narendra-modis-brigade-is-covered-by-main-bhi-chowkidar-cap/ Wed, 03 Apr 2019 08:40:46 +0000 https://www.thenewsbangla.com/?p=9825 বুধবার ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় জনগণের মাথায় উঠল মোদীর ‘ম্যায় ভি চৌকিদার’ টুপি। হাজার হাজার মানুষ এই টুপি পরে এসেছেন ব্রিগেডে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে এসেছেন মানুষ ‘ম্যায় ভি চৌকিদার’ টুপি পরে।

আরও পড়ুনঃ মোদী স্পেশাল, ব্রিগেডে আসার জন্য চারটে আস্ত ট্রেন বুক করল বিজেপি

পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আসা নানা শ্রেণীর নারী পুরুষ নির্বিশেষে সকলের মাথায় প্রধানমন্ত্রীর ভোট প্রচারের ট্যাগ লাইন ‘ম্যায় ভি চৌকিদার’। বলা যায় হিট মোদীর ‘ম্যায় ভি চৌকিদার’ প্রচার।

আরও পড়ুনঃ বছরে ৩৪ লাখ সরকারি চাকরি, কৃষক বাজেটের প্রতিশ্রুতি কংগ্রেস ম্যানিফেস্টোতে

লোকসভা ভোট প্রচারে রাহুল গান্ধীর ‘চৌকিদার চোর’ কটাক্ষ-র জবাব দিতে মোদী নিজেকে ‘চৌকিদার’ বলেই প্রচার চালায়। প্রথমে টুইটারে নিজের নামের পাশে ‘চৌকিদার’ যোগ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুনঃ EXCLUSIVE: বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়ে রাজ্যে ৩০ শতাংশেরও কম স্পর্শকাতর বুথ

নরেন্দ্র মোদী নিজেকে চৌকিদার ঘোষণা করার পরেই বিজেপির বাকি নেতা নেত্রীরাও নিজেদের ‘চৌকিদার’ বলে ঘোষণা করে। আর ২০১৯ লোকসভা ভোটে এই ‘ম্যায় ভি চৌকিদার’ শব্দই হয়ে উঠেছে বিজেপির ভোটের স্লোগান।

আরও পড়ুনঃ জম্মু কাশ্মীরের জন্য আলাদা প্রধানমন্ত্রী, মোদী জবাব চাইলেন রাহুল ও মমতার কাছে

আজ ব্রিগেড জনসভাও সেই ‘চৌকিদার’ এই ছেয়ে যায়। পুরুলিয়া, রামপুরহাট, ঝড়গ্রাম, বাঁকুড়া, মুর্শিদাবাদ থেকে গতকাল রাতই ব্রিগেডের জন্য আসতে শুরু করেছেন হাজার হাজার মানুষ, আর তাদের সকলের মাথাতেই ‘ম্যায় ভি চৌকিদার হুঁ’ টুপি। প্রধানমন্ত্রীর স্লোগানের সাথে মিলে যাচ্ছে জনজোয়ারের স্লোগান।

আরও পড়ুনঃ দরিদ্রদের উন্নয়নের জন্যই আমি অবিবাহিত থেকেছি, সুপ্রিম কোর্টে দাবি মায়াবতীর

দূরদূরান্ত থেকে প্রধানমন্ত্রীর ব্রিগেড জনসভায় আসা জনগণের বক্তব্য চোর না, আমরা সবাই ‘চৌকিদার’। মোদীর ‘ম্যায় ভি চৌকিদার’ প্রচার যে হিট করে করে গেছে তা বুধবারের ব্রিগেডের পর পরিষ্কার।

আরও পড়ুনঃ বারবার স্বামী বদল করেন স্মৃতি ইরানী, কুরুচিপূর্ণ আক্রমণ কংগ্রেস জোটসঙ্গীর

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ভারত এই চৌকিদারকেই চায়, দিল্লিতে চৌকিদার সম্মেলনে নরেন্দ্র মোদী https://thenewsbangla.com/main-bhi-chowkidar-campaign-narendra-modi-address-nation/ Sun, 31 Mar 2019 16:54:56 +0000 https://www.thenewsbangla.com/?p=9598 পূর্ব ঘোষণা মতই দেশের প্রায় ৫০০টি জায়গার ‘চৌকিদার’দের সঙ্গে বিশেষ কনফারেন্সে এদিন যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “আমাকে নিয়ে আগ্রহ ছিলই ২০১৪ সালে, তবে আমার সমালোচকরা আমায় প্রসিদ্ধ করেছেন”। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এভাবেই শুরু হয় মোদীর ‘ম্যায় ভি চৌকিদার’-এর প্রচার।

আরও পড়ুনঃ জীবনের শেষ ভোটটা এবার দিতে চান শিবপূজন

উনিশের ভোট চৌকিদারময়। চৌকিদার ক্যাম্পেন তুঙ্গে নিয়ে যেতে এবার ভিডিও কনফারেন্সে এলেন নরেন্দ্র মোদি। কংগ্রেসও মোদি জমানার দুর্নীতি নিয়ে ভিডিও প্রকাশের প্রস্তুতি নিচ্ছে। এরই মধ্যে ফের আক্রমণের সুর চড়ালেন রাহুল গান্ধি। রাহুলের ‘চৌকিদার চোর’ এর উত্তরে ‘চৌকিদার কনফারেন্স’-ই বেছে নিয়েছেন মোদী।

আরও পড়ুনঃ মোদীকে পুনরায় নির্বাচিত না করলে দেশ সংকটে পড়বে, মন্তব্য হেমা মালিনীর

চৌকিদার ক্যাম্পেন নিয়ে এইভাবেই কংগ্রেসকে চাপে ফেলতে চায় বিজেপি। টুইটারে ভিডিও প্রকাশের পর এবার সরাসরি ভিডিও কনফারেন্সে এলেন নরেন্দ্র মোদী। তবে সবাই নন, যাঁরা চৌকিদার ক্যাম্পেনে প্রধানমন্ত্রীকে সমর্থন করেছেন, তাঁরাই নরেন্দ্র মোদীকে এদিন প্রশ্ন করার সুযোগ পেলেন।

আরও পড়ুনঃ সেনার খাবারের মান নিয়ে প্রশ্ন তোলা তেজ বাহাদুর বারাণসীতে প্রার্থী মোদীর বিরুদ্ধে

চৌকিদার সঙ্গে মিলিত হলেন প্রধানমন্ত্রী মোদী। সত্যি চোকিদার নয় অবশ্য। প্রধানমন্ত্রীর মত চৌকিদার। অর্থাৎ, যাঁরা প্রধানমন্ত্রীর পথ অনুসরণ করে ম্যায় ভি চৌকিদার প্রচারে অংশ নিয়েছেন। সারা দেশের ৫০০ জায়গার এই বিশেষ ধরনের চৌকিদার সমূহের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিলিত হলেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ এসব কথা জানিয়েছেন।

আরও পড়ুনঃ অধীর গড়ে ভোটমঞ্চে প্রচারের আলোয় আর্য সমাজের প্রচারক শ্রী কৃষ্ণ মহারাজ

রবি শংকর প্রসাদ বলেছেন, ”ম্যায় ভি চৌকিদার প্রচারের সাফল্যে যারপরনাই খুশি প্রধানমন্ত্রী। যাঁরা এ শপথ নিয়েছেন, দেশের এমন ৫০০ জায়গার মানুষদের সঙ্গে আজ রবিবার , ৩১ মার্চ ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিলিত হলেন তিনি।

আরও পড়ুনঃ নরেন্দ্র মোদীর কবিতায় গান গাইলেন লতা মঙ্গেশকর

রবিবার এই কর্মসূচির সূচনা করে প্রধানমন্ত্রী বলেন, “আপনাদের চৌকিদার খাড়া দাঁড়িয়ে আছে এবং দেশকে সুরক্ষা দিচ্ছে। কিন্তু আমি একা নই। যাঁরাই দুর্নীতির বিরুদ্ধে সামাজিক অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন, তাঁরা সকলেই চৌকিদার। আজ সমস্ত ভারতীয় বলছে ম্যায় ভি চৌকিদার”।

আরও পড়ুনঃ বিজেপি ১২৫ এর বেশি আসন পাবে না, চন্দ্রবাবুর সভায় হিসাব দিলেন মমতা

রবিবার ঠিক কি কি বললেন মোদী? দেখে নিন একনজরে। মোদী আজ বললেন:
১. ভারত মাতা কি জয়
২. দেশের সব চৌকিদারকে মোদীর নমস্কার
৩. বিজেপি আমাকে দায়িত্ব দিয়েছে
৪. চৌকিদারের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করব
৫. ২০১৪ সালে আমি নতুন ছিলাম
৬. আমার সমালোচকেরা আমাকে প্রসিদ্ধ করেছেন

আরও পড়ুনঃ ইস্কন রাজনৈতিক নিরপেক্ষ সংস্থা, নাম জড়িয়ে প্রচার উদ্দেশ্যমূলক, বিবৃতি ইস্কনের

৭. চৌকিদারের অর্থ সমালোচকেরা জানেন না
৮. চৌকিদার একটি ভাবনা
৯. দেশবাসী এই চৌকিদারকে চাই
১০. চৌকিদার কোনও চৌকাঠে আটকে থাকে না
১১. ২০১৯ সালের নির্বাচনে সব দলই প্রতিদ্বন্ধীতা করছে
১২. কিন্তু সবাই চৌকিদারকেই সমর্থন করবে

আরও পড়ুনঃ কেন্দ্রীয় বাহিনীর গতিবিধির খবর আসবে ভারতী ঘোষের কাছে, ফের বাহিনী বিতর্ক

১৩. দেশের লুঠেরাদের ছাড়ব না
১৪. মানুষের টাকায় কারও হাত পড়তে দেব না
১৫. মহাত্মা গান্ধীর আদর্শ আমার অনুপ্রেরণা
১৬. সমাজের সবস্তরের মানুষ চৌকিদার
১৭. মানুষের বিশ্বাসই আমার শক্তি
১৮. ভারতের ভবিষ্যতের জন্য এই চৌকিদার লড়ছে

আরও পড়ুনঃ কেন্দ্রীয় বাহিনী নিয়ে মমতা ও রাজনাথের স্বরাষ্ট্র দফতরের চরম সংঘাত

এই প্রচার যে ভোট প্রচার এর অঙ্গ হয়ে উঠবে তা একসপ্তাহ আগেও বোঝা যায় নি। কংগ্রেসের অস্ত্রে তাদেরই ঘায়েল করতে মোদী এগোচ্ছেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। চৌকিদার অস্ত্র বিজেপিকে কোথায় পৌঁছে দেয় সেটাই এখন দেখার।

আরও পড়ুনঃ পাক জঙ্গিদের সাহায্যকারি দেশের বিশ্বাসঘাতকদের খুঁজতে ৮ সদ্যসের গোয়েন্দা দল

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>