‘Main Bhi Chowkidar’ Cap – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 03 Apr 2019 08:53:50 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg ‘Main Bhi Chowkidar’ Cap – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ব্রিগেড ছেয়ে গেল মোদীর ‘ম্যায় ভি চৌকিদার’ টুপিতে https://thenewsbangla.com/narendra-modis-brigade-is-covered-by-main-bhi-chowkidar-cap/ Wed, 03 Apr 2019 08:40:46 +0000 https://www.thenewsbangla.com/?p=9825 বুধবার ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় জনগণের মাথায় উঠল মোদীর ‘ম্যায় ভি চৌকিদার’ টুপি। হাজার হাজার মানুষ এই টুপি পরে এসেছেন ব্রিগেডে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে এসেছেন মানুষ ‘ম্যায় ভি চৌকিদার’ টুপি পরে।

আরও পড়ুনঃ মোদী স্পেশাল, ব্রিগেডে আসার জন্য চারটে আস্ত ট্রেন বুক করল বিজেপি

পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আসা নানা শ্রেণীর নারী পুরুষ নির্বিশেষে সকলের মাথায় প্রধানমন্ত্রীর ভোট প্রচারের ট্যাগ লাইন ‘ম্যায় ভি চৌকিদার’। বলা যায় হিট মোদীর ‘ম্যায় ভি চৌকিদার’ প্রচার।

আরও পড়ুনঃ বছরে ৩৪ লাখ সরকারি চাকরি, কৃষক বাজেটের প্রতিশ্রুতি কংগ্রেস ম্যানিফেস্টোতে

লোকসভা ভোট প্রচারে রাহুল গান্ধীর ‘চৌকিদার চোর’ কটাক্ষ-র জবাব দিতে মোদী নিজেকে ‘চৌকিদার’ বলেই প্রচার চালায়। প্রথমে টুইটারে নিজের নামের পাশে ‘চৌকিদার’ যোগ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুনঃ EXCLUSIVE: বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়ে রাজ্যে ৩০ শতাংশেরও কম স্পর্শকাতর বুথ

নরেন্দ্র মোদী নিজেকে চৌকিদার ঘোষণা করার পরেই বিজেপির বাকি নেতা নেত্রীরাও নিজেদের ‘চৌকিদার’ বলে ঘোষণা করে। আর ২০১৯ লোকসভা ভোটে এই ‘ম্যায় ভি চৌকিদার’ শব্দই হয়ে উঠেছে বিজেপির ভোটের স্লোগান।

আরও পড়ুনঃ জম্মু কাশ্মীরের জন্য আলাদা প্রধানমন্ত্রী, মোদী জবাব চাইলেন রাহুল ও মমতার কাছে

আজ ব্রিগেড জনসভাও সেই ‘চৌকিদার’ এই ছেয়ে যায়। পুরুলিয়া, রামপুরহাট, ঝড়গ্রাম, বাঁকুড়া, মুর্শিদাবাদ থেকে গতকাল রাতই ব্রিগেডের জন্য আসতে শুরু করেছেন হাজার হাজার মানুষ, আর তাদের সকলের মাথাতেই ‘ম্যায় ভি চৌকিদার হুঁ’ টুপি। প্রধানমন্ত্রীর স্লোগানের সাথে মিলে যাচ্ছে জনজোয়ারের স্লোগান।

আরও পড়ুনঃ দরিদ্রদের উন্নয়নের জন্যই আমি অবিবাহিত থেকেছি, সুপ্রিম কোর্টে দাবি মায়াবতীর

দূরদূরান্ত থেকে প্রধানমন্ত্রীর ব্রিগেড জনসভায় আসা জনগণের বক্তব্য চোর না, আমরা সবাই ‘চৌকিদার’। মোদীর ‘ম্যায় ভি চৌকিদার’ প্রচার যে হিট করে করে গেছে তা বুধবারের ব্রিগেডের পর পরিষ্কার।

আরও পড়ুনঃ বারবার স্বামী বদল করেন স্মৃতি ইরানী, কুরুচিপূর্ণ আক্রমণ কংগ্রেস জোটসঙ্গীর

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>