Madrasa – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 14 Jun 2022 14:00:15 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Madrasa – The News বাংলা https://thenewsbangla.com 32 32 মাদ্রাসা সার্ভিস কমিশন তুলে দেওয়া নিয়েও বড় সিদ্ধান্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের https://thenewsbangla.com/madrasah-service-commission-justice-abhijit-gangopadhyay-made-big-decision/ Tue, 14 Jun 2022 13:59:31 +0000 https://www.thenewsbangla.com/?p=15438 মাদ্রাসা সার্ভিস কমিশন তুলে দেওয়া নিয়েও; এবার বড় সিদ্ধান্ত জানিয়ে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। “অনিয়ম খুঁজে পেলে; মাদ্রাসা সার্ভিস কমিশন তুলে দেব”; এমনটাই পরিস্কার জানিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। “নতুন করে কোন অনিয়ম খুঁজে পেলে; মাদ্রাসা সার্ভিস কমিশন তুলে দেব”; মাদ্রাসা সার্ভিস কমিশনকে ৭০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়ে এমনটাই শুনিয়ে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

শুধু প্রাইমারি বা হাই স্কুলে নয়; বেনিয়ম এর জালে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনও। “২০১০ সালে মাদ্রাসা শিক্ষক নিয়োগ আইনে, প্রশিক্ষণ-প্রাপ্তদের অগ্রাধিকার থাকলেও; ২০১৩-১৪-এর নিয়োগ প্রক্রিয়ায় তাঁরা বঞ্চিত হন”; এই অভিযোগ নিয়ে আদালতে মামলা হয়। উপযুক্ত প্রমাণ পেয়ে; সেই মামলাতেই এমন নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। “সাপের ল্যাজ দিয়ে কান চুলকাবেন না”, এদিন মাদ্রাসা সার্ভিস কমিশনকে জরিমানা করে; এই ভাষাতেই সতর্ক করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুনঃ অভিষেকের বাড়িতে সিবিআই, কয়লা পাচারকাণ্ডে লক্ষ্য রুজিরা

এসএসসি, এসএলএসটি, প্রাইমারির পর; এবার মাদ্রাসায় শিক্ষক নিয়োগেও দুর্নীতির অভিযোগ। আর সেই মামলা-তেই মাদ্রাসা সার্ভিস কমিশনকে; মোটা অঙ্কের জরিমানা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি ১৫ দিনের মধ্যে প্রশিক্ষণপ্রাপ্তদের নাম অগ্রাধিকারের ভিত্তিতে, সুপারিশ করতে হবে বলেও; নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

মাদ্রাসা সার্ভিস কমিশন এর সঙ্গে, প্রশিক্ষণ-প্রাপ্তদের মামলার এদিনের শুনানিতে; বিচারপতি গঙ্গোপাধ্যায় মাদ্রাসা সার্ভিস কমিশন-কে ৭০ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেন। এই জরিমানার অর্থ ৭ জনকে; ১০ হাজার টাকা করে দিতে হবে। ভবিষ্যতে নিয়োগের ক্ষেত্রে যাঁরা মামলা করেছেন; তাঁদের অগ্রাধিকার দিতে হবে।

আরও পড়ুনঃ বাংলায় ‘হাত জড়ো’, রাস্তায় নামা বিক্ষো’ভকারীদের দেশে ফেরত পাঠাচ্ছে কুয়েত

যাঁরা বিশেষভাবে প্রশিক্ষণ-প্রাপ্ত বা প্রশিক্ষণ-প্রাপ্ত; তাদের অগ্রাধিকার দেওয়ার জন্য আইন রয়েছে। কিন্তু ২০১৩-১৪ সালে যে নিয়োগ হয়; সেখানে ২০১০ সালের আইন অর্থাৎ বিশেষভাবে প্রশিক্ষণ-প্রাপ্ত বা প্রশিক্ষণ-প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হয়নি। মাদ্রাসা সার্ভিস কমিশনের বিরুদ্ধে একাধিকবার; এই অভিযোগ এসেছে।

মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগ নিয়েও, বারবার তৈরি হয়েছে জটিলতা; অভিযোগ উঠেছে অনিয়মের। এদিনের শুনানিতে বিচারপতি বলেন, এর আগে তাঁর এজলাসে এই সংক্রান্ত মামলা দুবার এসেছে; তৃতীয়বার এইরকম অভিযোগ এলে, “মাদ্রাসা সার্ভিস কমিশন তুলে দেওয়ার চিন্তা-ভাবনা করব”, হুঁশিয়ারি দিয়েছেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

]]>
“জাতীয় সঙ্গীত ‘জনগণমন’ গেয়েই স্কুল শুরু করতে হবে সব মাদ্রাসায়”, ফরমান যোগীর https://thenewsbangla.com/national-anthem-janaganamana-must-sing-in-all-madrasa-schools-ordered-by-yogi-adityanath-up-govt/ Fri, 13 May 2022 05:00:57 +0000 https://www.thenewsbangla.com/?p=15075 “জাতীয় সঙ্গীত বা স্তব ‘জনগণমন অধিনায়ক’ (National Antham) গেয়েই স্কুল শুরু করতে হবে সব মাদ্রাসায়”; ফরমান যোগীর। স্কুলের শুরুতেই গাইতে হবে দেশের জাতীয় সঙ্গীত জন-গণ-মন-অধিনায়ক-জয়-হে; রাজ্যের সব মাদ্রাসার উদেশ্যে ফরমান জারি ‘বুলডোজার যোগীর’। মাদ্রাসায় পড়লে ও পড়ালে জাতীয় স্তব-সঙ্গীত গাইতেই হবে; সিদ্ধান্ত যোগী আদিত্যনাথ সরকারের। উত্তরপ্রদেশের মাদ্রাসাগুলিতে, ক্লাস শুরুর আগে ‘জনগণমন’ গাওয়া বাধ্যতামূলক; ঘোষণা করার কথা জানিয়েছেন যোগী মন্ত্রিসভার সদস্য দানিশ আজাদ আনসারি। এরপরেই শুরু হয়েছে; দেশ জুড়ে বিতর্ক।

প্রত্যেক দিন স্কুলে ক্লাস শুরুর আগেই; এবার জাতীয় স্তব-সঙ্গীত (National Antham) ‘জনগণমন অধিনায়ক’ গান গাওয়া বাধ্যতামূলক করে দিল; মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এর উত্তরপ্রদেশ সরকার। ধর্মীয় শিক্ষার পাশাপাশি, এবার দেশের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে ছাত্রছাত্রী-দের জ্ঞান অর্জনের জন্য; এমন নয়া পদক্ষেপ নিল যোগী সরকার।

রাজ্য সরকারের মুসলিম মুখ; দানিশ আজাদ আনসারি সংখ্যালঘু দফতরের রাষ্ট্রমন্ত্রী। গত ২৪ মার্চই উত্তরপ্রদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের বৈঠকে; এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন তিনি। সিদ্ধান্তটি হল, সব মাদ্রাসা ছাত্র, শিক্ষক যেন অবশ্যই ক্লাস শুরুর আগে; ‘জনগণমন’ গান। শিক্ষা বোর্ডে অনুমোদিত সিদ্ধান্ত; রূপায়ণের আদেশ বেরিয়েছে ৯ মে। তাতে বলা হয়েছে, মাদ্রাসায় আগে যেমন ধর্মীয় প্রার্থনা হেত, তেমনই হবে; পাশাপাশি জাতীয় স্তবে গলা মেলাতে হবে শিক্ষক-পড়ুয়া সবাইকে।

২০১৭ সালে উত্তরপ্রদেশ মাদ্রাসা-বোর্ড স্বাধীনতা দিবসে; তাদের অনুমোদিত সব শিক্ষা-প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও জনগণমন গাওয়া বাধ্যতামূলক করে দেয়। এর ৫ বছর বাদে স্কুল চলার দিনগুলিতে; জাতীয় সঙ্গীত গাওয়া আবশ্যিক করা হল। গত ৩০শে মার্চ থেকে ১১ই মে; রমজানের পবিত্র মাস থাকার কারণে বন্ধ ছিল সকল মাদ্রাসা স্কুলগুলি। তবে বৃহস্পতিবার থেকে পুনরায় স্কুল শুরু হওয়ায়; এই নিয়ম লাগু হবে বলে জানিয়েছে শিক্ষা দফতর।

উত্তরপ্রদেশ মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান আগেই বলেছিলেন; “সব স্কুলেই জাতীয় সঙ্গীত গাইতে হয়। মাদ্রাসার পড়ুয়াদের মধ্যেও; দেশপ্রেমের চেতনা জাগ্রত করতে চাই আমরা। ওরা যাতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি; আমাদের ইতিহাস, সংস্কৃতির সঙ্গে পরিচিত হয়। সেজন্যই আসন্ন শিক্ষাবর্ষ থেকে তা বাধ্যতামূলক করা হচ্ছে। পাশাপাশি নয়া শিক্ষাবর্ষে মাদ্রাসা শিক্ষকদের হাজিরা নথিভুক্তির জন্য; বায়োমেট্রিক সিস্টেম চালু হচ্ছে। পডুয়াদেরও অনলাইন রেজিস্ট্রেশন; হবে বলে জানা গিয়েছে।

]]>