Madhyamik Exam – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 18 Feb 2019 13:56:49 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Madhyamik Exam – The News বাংলা https://thenewsbangla.com 32 32 বাংলায় যুবরাজ হবার পথে পার্থ চট্টোপাধ্যায় https://thenewsbangla.com/education-minister-partha-chatterjee-will-break-the-record-of-yuvraj-singh/ Mon, 18 Feb 2019 13:10:19 +0000 https://www.thenewsbangla.com/?p=6977 যুবরাজ হবার পথে পার্থ চট্টোপাধ্যায়। হাঁ, যুবরাজ সিং এর রেকর্ড ভাঙার পথে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রত্যাশিতভাবেই পাঁচে পাঁচ হয়েছে। বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোলের পর এবার অঙ্ক। মাধ্যমিকে পরীক্ষা শুরুর সঙ্গে সঙ্গেই বাইরে প্রশ্ন বেড়িয়ে যাওয়ায় রেকর্ড গড়েছে রাজ্য। এবার ভৌতবিজ্ঞান পরীক্ষায় প্রশ্ন বাইরে এলেই ছয়ে ছয়। যুবরাজ সিং এর ছয় বলে ছয় ছক্কার মতই রেকর্ডের পথে রাজ্যের শিক্ষামন্ত্রী।

প্রশ্ন ফাঁস নিয়ে পড়ুনঃ পরীক্ষা শুরুর আগেই হোয়াটস অ্যাপে ফাঁস মাধ্যমিক প্ৰশ্নপত্র
প্রশ্ন ফাঁস নিয়ে পড়ুনঃ ব্যর্থ পার্থর শিক্ষা দফতর, মাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁসের হ্যাটট্রিক বাংলায়

মাধ্যমিক প্রহসন অব্যহত। পঞ্চম দিনেও ফাঁস হয়ে গেল প্রশ্নপত্র, অভিযোগ এমনটাই। সোমবার ছিল অঙ্ক পরীক্ষা। শুরুর ১০ মিনিটের মধ্যেই হোয়াটসআপে প্রশ্নপত্রটি চলে আসে। হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়া প্রশ্নই আসল প্রশ্নপত্র বলেই অভিযোগ অভিভাবকদের। প্রশ্নপত্র ফাঁসে প্রত্যাশিতভাবেই পাঁচে পাঁচ হয়েছে। পরের পরীক্ষাতেই যে ছয়ে ছয় হয়ে যাবেই, তা নিয়েও কারোরই কোন সন্দেহ নেই। টি ২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বোলার ক্রিস ব্রড-কে যেমন ছটা বলে ছটা ছক্কা মেরেছিলেন যুবরাজ সিং। ঠিক তেমনই পরপর ছটা পরীক্ষায় ছটা প্রশ্নপত্র ফাঁসে আর মাত্র একটা বাকি।

ব্যর্থ পার্থর শিক্ষা দফতর, মাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁসের হ্যাটট্রিক বাংলায়/The News বাংলা
ব্যর্থ পার্থর শিক্ষা দফতর, মাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁসের হ্যাটট্রিক বাংলায়/The News বাংলা

গত মঙ্গলবার শুরু হয় মাধ্যমিক। প্রথম দিন ছিল বাংলা ভাষার পরীক্ষা। সে দিন পরীক্ষা শুরুর দু মিনিট আগেই হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ে প্রশ্ন। পরের তিনটি পরীক্ষাতেও একই ঘটনার পুনরাবৃত্তি হয়। পরীক্ষা শুরুর ঠিক পরেই হোয়াটসঅ্যাপে ছড়িয়ে যায় প্রশ্ন।

আরও পড়ুনঃ পাকিস্তান নিয়ে বড় সিদ্ধান্ত রিলায়েন্সের মুকেশ আম্বানির

এই প্রশ্নপত্র ফাঁস নিয়ে তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে সিআইডি-র কাঁধে। সিআইডি সূত্রে খবর, বিধাননগর সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছিল। সিআইডি আরও ২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। সিআইডি ও আটকাতে পারল না প্রশ্ন ফাঁসের রোগ।

আরও পড়ুনঃ ভারতীয় সেনার বদলা, খতম পুলওয়ামা কাণ্ডে জড়িত দুই পাক জঙ্গি

মাধ্যমিক পরীক্ষা আর প্রায় শেষের পথে। বাকি আর মাত্র দুটি পরীক্ষা, ভৌতবিজ্ঞান ও জীবনবিজ্ঞান। অনেকেই মনে করছেন, এই দুটি পরীক্ষার প্রশ্নও ফাঁস হয়ে যাওয়াটা আশ্চর্য এর কিছুই নয়। এই প্রশ্নপত্র ফাঁস খানিকটা যেন প্রত্যাশিতই হয়ে গেছে। তাই বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোলের পর সোমবার মাধ্যমিকের অঙ্কের প্রশ্নও ফাঁস হয়ে যাওয়ায় অবাক হননি কেউই। এদিনও পরীক্ষা শুরুর ১০ মিনিটের মধ্যেই আবার হোয়াটসঅ্যাপে অবাধ বিচরণ শুরু করে অঙ্কের প্রশ্নপত্র।

প্রত্যাশিতভাবেই পাঁচে পাঁচ, তৃণমূলে যুবরাজ হবার পথে পার্থ চট্টোপাধ্যায়/The News বাংলা
প্রত্যাশিতভাবেই পাঁচে পাঁচ, তৃণমূলে যুবরাজ হবার পথে পার্থ চট্টোপাধ্যায়/The News বাংলা

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অপরাধীদের ধরতে দায়িত্ব দেওয়া হয় বিধাননগর সাইবার সেলকে। কিন্তু তারপরেও একই ঘটনা ঘটে চলায় দায়িত্বভার যায় সিআইডির উপর। বিধাননগর সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছিল। সিআইডি আরও ২ জনকে পরে আটক করে। কিন্তু তাতেও কাজের কাজ কিছুই হলনা।

আরও পড়ুনঃ সেনা কনভয়ে আত্মঘাতী হানা, পাক জঙ্গিদের টার্গেটে এবার পাকিস্তানই

সেই প্রশ্ন ফাঁসের ধারা অব্যাহত রেখে আজও ফাঁস হল অঙ্কের প্রশ্ন। কিন্তু এই বিষয়ে কি বলছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়? আজও তাঁর মুখে কেউ যেন কুলুপ এঁটে গিয়েছে। পর্ষদের নীরবতা জানিয়ে দিচ্ছে “ডাল মে কুছ কালা হ্যায়”। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন প্রত্যেকদিন বিকেল পাঁচটায় সাংবাদিক বৈঠক করার নিয়ম বহু বছর ধরে চলেছে। কিন্তু বুধবার দ্বিতীয় দিনে ইংরেজির প্রশ্ন হোয়াটসঅ্যাপে ভাইরাল হওয়ার পর থেকে তা বন্ধ করে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।

আরও পড়ুনঃ কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী নেতাদের নিরাপত্তা তুলে নিল মোদী সরকার

সোমবার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মধ্যশিক্ষা পর্ষদের গেটের সামনে বিক্ষোভ দেখায় ছাত্র পরিষদ। পর্ষদ কর্মীদের একাংশ অবশ্য জানিয়েছেন, ২২ ফেব্রুয়ারি মাধ্যমিক শেষ হওয়ার পরেই সভাপতির পদ থেকে ইস্তফা দিতে পারেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুনঃ পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গি ঘাঁটিতে হামলার অনুমতি চাইল দেশের সেনা

শনিবারই দুই বাম সংগঠন ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই) ও গণতান্ত্রিক যুব ফেডারেশন (ডিওয়াইএফ) শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের উদ্দেশ্যে খোলা চিঠি দিয়েছিল। চিঠিতে লেখা ছিল, “দয়া করে একটি সাধারণ বয়ান করে দিন। রোজ রোজ প্রশ্ন ফাঁসের প্রতিবাদে নতুন করে বিবৃতি দেওয়া কঠিন হয়ে পড়ছে”। এখন দেখার এটাই যে যুবরাজ সিং এর ছয় বলে ছয় ছক্কার মতই, ছয় পরীক্ষায় ছয় প্রশ্ন ফাঁসের রেকর্ড হয় কিনা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়ুনঃ ভয়ঙ্কর সন্ত্রাসবাদী হামলা হবে জানিয়েছিলেন কাশ্মীর পুলিশের আধিকারিক
আরও পড়ুনঃ পাক জঙ্গিদের খুঁজে বের করে মারতে সেনাকে পূর্ণ স্বাধীনতা দিল মোদী সরকার
আরও পড়ুনঃ দেশ জুড়ে বদলার দাবি, কাউকে ছাড়া হবে না জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ব্যর্থ পার্থর শিক্ষা দফতর, মাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁসের হ্যাটট্রিক বাংলায় https://thenewsbangla.com/wbbse-failed-west-bengal-scored-hat-trick-in-question-paper-leaks/ Fri, 15 Feb 2019 11:42:24 +0000 https://www.thenewsbangla.com/?p=6850 প্রথমে বাংলা, তারপর ইংরেজি আর শুক্রবার ইতিহাস। মাধ্যমিকে প্রশ্ন ফাঁসের হ্যাটট্রিক বাংলায়। লজ্জার অন্ধকারে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এর শিক্ষা দফতর ও মধ্যশিক্ষা পর্ষদ। শত নিরাপত্তা স্বত্ত্বেও আবার ফাঁস হয়ে গেল মাধ্যমিকের প্রশ্নপত্র। এবার ইতিহাসের প্রশ্ন। পরপর তিনদিন। প্রশ্ন ফাঁসের হ্যাটট্রিক করে লজ্জার রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ।

আরও পড়ুনঃ পাক জঙ্গিদের খুঁজে বের করে মারতে সেনাকে পূর্ণ স্বাধীনতা দিল মোদী সরকার

শুক্রবার ছিল মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা। এর আগের দুই পরীক্ষা যথাক্রমে বাংলা এবং ইংরাজিতে প্রশ্নপত্র ফাঁসের মত ঘটনা ঘটেছে। অভিযোগ ইতিহাসের প্রশ্নও ফাঁস হয়ে গেল এদিন! পরীক্ষা শুরুর পর থেকেই জেলায় জেলায় মোবাইলে মোবাইলে ঘুরছে ইতিহাসের প্রশ্নপত্র। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এর আশ্বাস সত্ত্বেও আটকান গেল না প্রশ্নপত্র ফাঁসের হ্যাটট্রিক।

ব্যর্থ পার্থর শিক্ষা দফতর, মাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁসের হ্যাটট্রিক বাংলায়/The News বাংলা
ব্যর্থ পার্থর শিক্ষা দফতর, মাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁসের হ্যাটট্রিক বাংলায়/The News বাংলা

আগের দুটি পরীক্ষার মতই এদিনও পরীক্ষা শুরু হতেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ফাঁস হওয়া আসল প্রশ্নপত্রের ছবি। অন্যান্য দিনের মত শুক্রবারও নিয়ম মেনে সময় মত শুরু হয়েছিল পরীক্ষা। আজ অর্থাৎ শুক্রবার ছিল মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা। সেই পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই ফাঁস হয়ে যায় ইতিহাস পরীক্ষার প্রশ্ন। পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই হোয়াটস অ্যাপে ফাঁস হয়ে যায় মাধ্যমিক প্ৰশ্নপত্র।

আরও পড়ুনঃ পরীক্ষা শুরুর আগেই হোয়াটস অ্যাপে ফাঁস মাধ্যমিক প্ৰশ্নপত্র

ইতিমধ্যেই এই বিষয়ে খোঁজখবর নিতে শুরু করেছে মধ্যশিক্ষা পর্ষদও। গতবছরও স্কুলের ভিতর থেকে এই প্রশ্নপত্র ফাঁস নিয়ে চূড়ান্ত হট্টগোল হয় রাজ্যজুড়ে৷ যা থেকে শিক্ষা নিয়ে এবার কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। কিন্তু তা স্বত্ত্বেও পরীক্ষা শুরুর পর থেকেই বারবার প্রশ্ন ফাঁসের খবর প্রকাশ্যে আসছে৷ তাও আবার পরপর তিনদিন। যা নিয়ে রীতিমত নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ৷

আরও পড়ুনঃ কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলায় শহিদদের মধ্যে বাংলার ২জন সেনা জওয়ান

এই সরকারের আমলে বহুবার প্রশ্নপত্র ফাঁস হবার অভিযোগ উঠেছে। কিন্তু লাগাতার তিনদিন অর্থাৎ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের হ্যাটট্রিক পশ্চিমবঙ্গ কেন ভারতের ইতিহাসেই সম্ভবত আগে কোনদিন ঘটেনি। এর আগেও শিক্ষক নিয়োগের পরীক্ষায় এই একই ভাবে প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছিল।

ব্যর্থ পার্থর শিক্ষা দফতর, মাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁসের হ্যাটট্রিক বাংলায়/The News বাংলা
ব্যর্থ পার্থর শিক্ষা দফতর, মাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁসের হ্যাটট্রিক বাংলায়/The News বাংলা

আর এভাবে প্রশ্নপত্র ফাঁসের খবরে বেশ বিরক্ত রাজ্যের শিক্ষামন্ত্রী। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে আগের দুই দিনও পুরো বিষয়টি জেনেও ছিলেন তিনি। আরও কঠোর ব্যবস্থা নিতে তিনি বলেছিলেন। তাঁর পরেও আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি।

আরও পড়ুনঃ দেশ জুড়ে বদলার দাবি, কাউকে ছাড়া হবে না জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

গতবছরের ভুল থেকে শিক্ষা নিয়ে, এবার প্রথম থেকেই পরীক্ষা শুরুর আগে বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। কিন্তু তাতে যে সেরকম কাজ হয়নি, পরপর তিনদিনের ঘটনার পর তা আর বলার অপেক্ষা রাখেনা। কি কি ছিল সেই নিয়ম? মোবাইল একদম নিষিদ্ধ করা হয়েছে সেন্টারে।

আরও পড়ুনঃ চিতা বাঘ মেরে চামড়া পাচারের সময় গ্রেফতার পুলিশ অফিসারের ছেলে

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিজেও ঘোষণা করেছিলেন যে, পরীক্ষার্থীদের কেউ মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবে না। মোবাইল নিয়ে ধরা পড়লে আর পরীক্ষা দিতে দেওয়া হবে না। শিক্ষক, অশিক্ষক কর্মচারীদের জন্যে নিয়ম ছিল, মোবাইল সুইচ অফ করে প্রধান শিক্ষকের ঘরের আলমারিতে রাখতে হবে। যার চাবি থাকবে প্রধান শিক্ষকদের কাছে। এখন মোবাইল ব্যবহার করতে পারছেন শুধুমাত্র সেন্টার সেক্রেটারি, অফিস ইনচার্জ, ভেনু ইনচার্জ, ভেনু সুপারভাইজার, ভেনু অ্যাডিশনাল সুপারভাইজার।

কিন্তু এত কিছুর পরেও ঠেকানো যাচ্ছে না প্রশ্নপত্র ফাঁস। তবে গাফিলতি কার? তাহলে কি সর্ষের মধ্যেই লুকিয়ে আছে ভূত! তবে সে যাই হোক, মাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁসের হ্যাটট্রিক করে গোটা দেশে লজ্জার মুখে আমাদের বাংলা। তবে কি এবার যুবরাজ সিং এর মত ছয় বলে ছটা ছক্কা হবে, অর্থাৎ পশ্নপত্র ফাঁসের ডাবল হ্যাটট্রিক। প্রশ্ন কিন্তু উঠছে।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>