Madan Mitra Viral – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 27 Mar 2019 08:46:13 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Madan Mitra Viral – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ভোট বাজারে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মদন মিত্র https://thenewsbangla.com/madan-mitra-goes-viral-in-social-midia-at-election-period/ Wed, 27 Mar 2019 08:26:00 +0000 https://www.thenewsbangla.com/?p=9320 ঠিক এই মুহূর্তে সারা বাংলা জুড়ে লোকসভা ভোটের প্রচার নিয়ে ব্যস্ত সব রাজনৈতিক দল। কোথায় কে দাঁড়ালো, কে কিভাবে প্রচার করছে, এই সব রাজনৈতিক কচকচানির মধ্যে স্যোশাল মিডিয়াতে বাঙালি কিন্তু ব্যস্ত মদনবাবুকে নিয়ে। জীবনে যা কিছুই ঘটে যাক মদনদা আছেন সেই বহাল তবিয়তেই।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মদন মিত্র/The News বাংলা
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মদন মিত্র/The News বাংলা

একসময়ের পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন পরিবহন মন্ত্রী, তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা ডাকসাইটে নেতা মদন মিত্র। সারদা কাণ্ডে সিবিআই হেফাজত ও তারপর জেল খেটে এখন রাজপাট খুইয়েছেন। কিন্তু মদনদা আছেন সেই মদনদা-তেই। বিনদাস, সবসময় হাসিখুশি।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মদন মিত্র/The News বাংলা
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মদন মিত্র/The News বাংলা

এতদিন ফেসবুক লাইভে তিনি মাঝে মাঝেই দেখা দেন এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আর মানুষকে মজা দেন। তাঁর কোন অহঙ্কার নেই।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মদন মিত্র/The News বাংলা
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মদন মিত্র/The News বাংলা

তিনি তাঁর বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে মানুষের মনে প্রাণ সঞ্চার করেন, নানান প্রশ্ন জাগাতে সাহায্য করেন, দিনের শেষে ক্লান্ত মানুষকে চনমনে করে তোলেন, মানুষ মনের মধ্যে অনেকখানি হাসি নিয়ে ঘুমোতে যায়।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মদন মিত্র/The News বাংলা
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মদন মিত্র/The News বাংলা

কিন্তু এবার ফেসবুক লাইভের পরেও তাঁর নবরূপে আবির্ভাব দেখা গেল একটি ফেসবুক পেজে। সেখানেও তিনি সদা হাস্যময়।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মদন মিত্র/The News বাংলা
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মদন মিত্র/The News বাংলা

পেজের নাম ‘মদন মিত্র অ্যাট আনইউজুয়াল প্লেসেস— উই লাভ মদন স্যার’। যেখানে মদন মিত্র ভূপর্যটক, যেখানে মদন মিত্র টাইম মেশিনে চড়ে যেকোনও সময় যেকোনও জায়গায় পৌঁছোতে পারেন। আর এটা দেখেই হেসে খুন রাজ্যের মানুষ।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মদন মিত্র/The News বাংলা
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মদন মিত্র/The News বাংলা

সৌজন্যে “মিম”। এই মিমের মাধ্যমে মদন মিত্র সর্বত্র প্রবলভাবে ফিরে এসেছেন। সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন প্রবলভাবে বিরাজ করেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মদন মিত্র/The News বাংলা
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মদন মিত্র/The News বাংলা

গত বুধবার ২০ মার্চ ফেসবুকে চোখে পরে এই পেজটি। আর তারপর থেকেই পেজের জনপ্রিয়তা আকাশ ছুঁয়ে ফেলে। পেজটি এতই জনপ্রিয় হয়েছে যে তাঁর ফলোয়ারের সংখ্যা প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মাত্র এক সপ্তাহে ১৮ হাজার ফলোয়ার পেজটিতে। গুগলে সার্চ করলেই এই পেজটি একদম গোড়ার দিকে উঠে আসছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মদন মিত্র/The News বাংলা
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মদন মিত্র/The News বাংলা

এই মার-মার কাট-কাট রাজনীতির যুগে এরকম অনাবিল হাস্যরসাত্মক পেজের মাধ্যমে নিজেকে প্রাসঙ্গিক করে তোলাটা বড় কথা নয় তা মদনবাবু জানেন। তবে তাঁর মুখে সদাই সেই ভুবনভোলান হাসি।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মদন মিত্র/The News বাংলা
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মদন মিত্র/The News বাংলা

আর জানেন বলেই খবরটা শুনে প্রথমে একটু ভুরু কুঁচকেছিল বটে, তবে দেখার পর আপত্তিকর কিছু ঠেকেনি তাঁর। শুধু একটাই কথা বলছেন, ‘মজা করছে ঠিক আছে, কিন্তু সেই মজা যেন মজাই থাকে, তাঁর রাজনৈতিক জীবনে ক্ষতি না করে’।

আরও পড়ুনঃ নির্বাচন কমিশনের নতুন অ্যাপ সি ভিজিল, জনতার অভিযোগে ১০০ মিনিটের মধ্যে ব্যবস্থা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>