london – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 27 Jun 2019 13:15:11 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg london – The News বাংলা https://thenewsbangla.com 32 32 এয়ার ইন্ডিয়া বিমানে বোমাতঙ্ক, লন্ডনে জরুরি অবতরণ https://thenewsbangla.com/air-india-flight-emergency-landing-in-london-airport-due-to-bomb-threat/ Thu, 27 Jun 2019 12:25:27 +0000 https://www.thenewsbangla.com/?p=14569 এয়ার ইন্ডিয়া বিমানের খবর; এর আগেও শিরোনামে উঠে এসেছে অনেকবার। কিন্তু এবার খবর কোন ব্যক্তিগত কারণে নয়। এবার আতঙ্ক ছড়িয়ে পড়ে; প্লেনে থাকা বোমাকে কেন্দ্র করে। এই আতঙ্কের খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, একটি টুইটে।

আরও পড়ুনঃ ভারতের রঙ কমলা, পরিবর্তনের পিছনেও মোদীর হাত দেখছে বিরোধীরা

এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমানে বোমা রাখা আছে বলে; আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে; মুম্বই থেকে নিউইয়র্কগামী ওই বিমানটিকে; জরুরি অবতরণ করানো হয়েছে লন্ডনে।

এয়ার ইন্ডিয়ার তরফে প্রথমে টুইটে জানানো হয়; ১৯১ মুম্বই-নেওয়ার্ক বিমানটিতে বোমাতঙ্ক হওয়ায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে; সেটি লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দরে অবতরণ করানো হয়েছে।

আরও পড়ুনঃ কাটমানি দুর্নীতি কান্ডে চাঞ্চল্যকর মোড়, তৃণমূল কর্মীর রহস্যমৃত্যু

বৃহস্পতিবার ভোরে; মুম্বই থেকে নিউ জার্সির নেওয়ার্ক লিবারটি আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে; রওনা দিয়েছিল বিমানটি। যদিও পরে সেই টুইট ডিলিট করে দেওয়া হয়। বলা হয়, ‘এ বিষয়ে আপডেট জানানো হবে’।

আরও পড়ুনঃ মি টু আন্দোলনে আবারও প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে এই ঘটনার কথা; টুইট করে জানানো হয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রের খবর; ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে; ব্রিটিশ যুদ্ধবিমান নিরাপদে ইন্ডিয়ার বিমানটিকে বিমানবন্দরে নামিয়ে আনতে সাহায্য করেছে।

আরও পড়ুনঃ Breaking News; ভারত সরকারের চাপে নীরব মোদীর ২৮৩ কোটি টাকার সুইস ব্যাঙ্ক আকাউন্ট বন্ধ হল

লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দরের; রানওয়ে খুলে দেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। সমসাময়িকভাবে পরিষেবা বন্ধ হওয়ার কারণে; দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক করতে তৎ্পর পুলিশি প্রশাসন।

]]>
নরেন্দ্র মোদী সরকারের চাপে লন্ডনে গ্রেফতার ব্যাঙ্ক কেলেঙ্কারির খলনায়ক নীরব মোদী https://thenewsbangla.com/nirav-modi-fugitive-jeweller-wanted-in-pnb-bank-scam-arrested-in-london-on-indias-extradition-request/ Wed, 20 Mar 2019 10:16:39 +0000 https://www.thenewsbangla.com/?p=8884 লন্ডনে গ্রেফতার হলেন ১৪ হাজার কোটি টাকার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কেলেঙ্কারিতে অভিযুক্ত হীরে ব্যবসায়ী নীরব মোদী। এর আগেই ব্রিটেনের তরফে ভারতকে আশ্বাস দেওয়া হয়েছিল নীরব মোদীকে ফিরিয়ে দেওয়ার ব্যপারে। অবশেষে মঙ্গলবারে তাকে গ্রেফতার করে লন্ডন পুলিশ। পালিয়ে যাবার ১৭ মাস পরে গ্রেফতার ব্যাঙ্ক কেলেঙ্কারির খলনায়ক।

আরও পড়ুনঃ নরেন্দ্র মোদীর চালে নীরব মোদীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা লন্ডনে

এর আগে ভারতের তরফে আইনি প্রক্রিয়া শুরু করার জন্য ব্রিটেনের টেরেসা মে সরকারকে অনুরোধ জানানো হয়। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ ভারতের অনুরোধে সবুজ সংকেত দেন। লন্ডনের ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেটের আদালতে নীরব মোদীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।

আরও পড়ুনঃ ক্ষমতায় ফের মোদী, ভোটের আগেই জানাচ্ছে সাট্টাবাজার

মঙ্গলবারই নীরব মোদীকে ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হবে। নীরব মোদীকে লন্ডনের রাস্তায় প্রকাশ্যে ঘুরতে দেখেই ভারত সরকার তাকে দেশে ফেরাতে নড়েচড়ে বসে৷ যদিও আজ আদালতে তোলার পরে নীরব মোদী জামিনের আবেদন করতে পারেন। সেক্ষেত্রে তাকে দেশে ফেরাতে আরও খানিকটা সময় লাগতে পারে।

আরও পড়ুনঃ ২০২৫ সালের পর ভারতের অংশ হবে পাকিস্তান, ঘোষণা আরএসএস নেতার

অবশেষে, লন্ডনে গ্রেফতার হল নীরব মোদী। পিএনবি ব্যাঙ্ক কেলেঙ্কারিতে অভিযুক্ত এই নীরব মোদী। পিএনবি-তে সাড়ে ১১ হাজার কোটি টাকার আর্থিক কেলেঙ্কারিতে নাম উঠে আসে বিখ্যাত হিরে ব্যবসায়ী নীরব মোদীর। সারা পৃথিবী জুড়ে তাঁর হিরের গয়নার খ্যাতি রয়েছে। শুধু বলিউড নয়, হলিউড, এমনকী রাজা-মহারাজার পরিবারের লোকেরাও তাঁর গয়না পরেছেন।

আরও পড়ুনঃ ভোটের মুখে কংগ্রেসের চমক, রাজ্যে বড়সড় ভাঙন বিজেপিতে

২০১১ সালে মুম্বইয়ে পিএনবি-র ব্র্যাডি হাউস শাখা থেকে কোনও নিয়মকানুন ছাড়াই বিরাট অঙ্কের ঋণের গ্যারান্টি হাতিয়ে নেয় নীরব ও তাঁর সংস্থা ফায়ারস্টার ডায়মন্ড। লক্ষ্য ছিল হংকং থেকে হিরে কেনা। যার মানে, টাকা মেটানো না হলে তার দায়িত্ব ব্যাঙ্কের। এক্ষেত্রে লেটার অফ আন্ডারটেকিং করিয়ে নেওয়া হয়েছিল ব্যাঙ্কের ভিতরের লোক দিয়ে। সেই থেকে কেলেঙ্কারি শুরু।

আরও পড়ুনঃ বিজেপিকে বয়কট করতে জনসাধারণের প্র‍তি অনুরোধ মাওবাদীদের

ঘটনা জানতে পেরে তদন্তে নামে পিএনবি। জানা যায়, ব্যাঙ্কের ভিতরের কর্মীদের ধরে এই জালিয়াতি করা হয়েছে। মোট জালিয়াতি হওয়া অর্থের পরিমাণ ১১ হাজার ৩০০ কোটি টাকা। এই ঘটনায় ইতিমধ্যেই ১০ জনকে সাসপেন্ড করেছে ব্যাঙ্ক। বিষয়টি সিবিআইকে জানানো হয়। সিবিআই তদন্ত শুরু করে। এর মধ্যেই লন্ডনে পালান নীরব মোদী।

আরও পড়ুনঃ সন্তানকে চৌকিদার বানাতে চাইলে মোদীকে ভোট দিন, কটাক্ষ কেজরীওয়ালের

দুদিন আগেই নীরব মোদীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল লন্ডনে। দেশে লোকসভা ভোটের আগে আরও একটা বড়সড় সাফল্য পেয়েছিল নরেন্দ্র মোদী সরকার। ব্রিটিশ সরকার তাঁকে ভারতে ফেরত পাঠানোর ব্যাপারে সবুজ সংকেতও দিয়েছিল। তারই প্রথম ধাপ হিসাবে নীরব মোদীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল লন্ডনে। তারপর, লন্ডনের ওয়েস্ট মিনিস্টার আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে। আর মঙ্গলবার তাঁকে গ্রেফতার করল লন্ডন পুলিশ।

আরও পড়ুনঃ বাংলায় বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
চিলেকোঠায় পাওয়া গেল টিপু সুলতানের বন্দুক https://thenewsbangla.com/tipu-sultans-gold-rifle-found-in-a-old-garret-of-londons-berkshire/ Fri, 15 Mar 2019 07:34:57 +0000 https://www.thenewsbangla.com/?p=8485 যুক্তরাজ্যের বার্কশায়ার কাউন্টির এক দম্পতি তাঁদের বাড়ির চিলেকোঠায় খুঁজে পেলেন সোনার কারুকাজ করা একটি বন্দুক। খোঁজ নিয়ে জানলেন, বন্দুকটি আঠারো শতকে ভারতের অন্যতম বীর মহীশূরের শাসক টিপু সুলতানের। বন্দুকটি ২৬ মার্চ নিলামে উঠছে লন্ডনে। বলা হচ্ছে, ইংরেজদের বিরুদ্ধে শেষ যুদ্ধে মৃত্যুর আগে পর্যন্ত এই বন্দুক দিয়ে লড়েছিলেন তিনি।

আরও পড়ুনঃ প্রেমিকাকে নিজের করে পেতে কি কি করতে হয় পুরুষকে

যে দম্পতি বন্দুকটি খুঁজে পেয়েছেন, তাঁরা আঠারো শতকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে কাজ করা ব্রিটিশ সেনাবাহিনীর মেজর টমাস হার্টের উত্তরসূরি। তিনি টিপুর আরও অনেক মূল্যবান সম্পদের সঙ্গে বন্দুকটি প্রায় ২২০ বছর আগে ইংল্যান্ডে নিয়ে গিয়েছিলেন। এরপর অনেকটা অযত্নেই সেগুলো পড়ে ছিল বার্কশায়ারে তাঁর বাড়িতে।

আরও পড়ুনঃ জন্মতিথিতে ঠাকুর রামকৃষ্ণের জীবনের ৮টি অলৌকিক ঘটনা

আঠারো শতকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যুদ্ধে ভারতবর্ষের অন্যতম বীর ছিলেন মহীশূরের টিপু সুলতান। ভারতের অনেক এলাকা কোম্পানির অধীনে থাকলেও মহীশূর ছিল স্বাধীন। মহীশূর দখল করতে ইংরেজরা চারবার আক্রমণ করে। প্রথমটি হায়দারের সময়ে এবং বাকিগুলো টিপুর সময়। ইংরেজ–মহীশূর দ্বিতীয় যুদ্ধে বিজয়ী হয়েছিলেন টিপু। পরের যুদ্ধে সন্ধি করতে বাধ্য হন তিনি। ডিউক অব ওয়েলিংটনের বিরুদ্ধে ইংরেজ-মহীশূর চতুর্থ যুদ্ধে নিহত হন তিনি।

আরও পড়ুনঃ বিশ্বজুড়ে বাড়ছে নারীদের স্তন ক্যানসার, ভয়াবহ এই রোগের প্রধান ৮টি লক্ষণ

নিলামকারী প্রতিষ্ঠানের প্রধান অ্যান্থনি ক্রিব বলেন, টিপুর সময়ে মহীশূরের রাজধানী শ্রীরঙ্গপত্তনে তৈরি হয়েছিল বন্দুকটি। এটি টিপুর অস্ত্রভান্ডারের গুরুত্বপূর্ণ নিদর্শন। তিনি বলেন, ‘এমন জিনিষের খোঁজ পাওয়ার সুযোগ সারা জীবনে একবারই আসে।’

আরও পড়ুনঃ টিভি চ্যানেল দেখা নিয়ে ভুল বোঝাচ্ছে কেবল অপারেটররা

নিলামে সোনা দিয়ে তৈরি টিপু সুলতানের একটি পানের বাটাও থাকছে। বাটায় সেই সময়ের তিনটি সুপারি এখনো প্রায় অবিকৃত রয়ে গেছে।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
পৃথিবীর দ্বিতীয় ব্যক্তি এইডস মুক্ত হলেন https://thenewsbangla.com/british-man-suffering-from-aids-free-of-hiv-after-stem-cell-transplant/ Wed, 06 Mar 2019 05:59:38 +0000 https://www.thenewsbangla.com/?p=7616 চিকিৎসা বিজ্ঞানে ঘটল আরও একটি যুগান্তকারী ঘটনা। দ্বিতীয় আরেকজন ব্রিটিশ রোগীকে মরণব্যাধি এইডসের ভাইরাস এইচআইভি মুক্ত করা গেছে। এই কাজটি করা হয়েছে স্টেম সেল প্রতিস্থাপনের মাধ্যমে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএনের প্রতিবেদনে এমন তথ্য জানান হয়েছে।

আরও পড়ুনঃ ভোটের আগে ভারতবাসীকে নতুন উপহার মোদীর

যুক্তরাজ্যের বিজ্ঞানবিষয়ক সাময়িকী ‘ন্যাচার’ এ-সংক্রান্ত একটি নিবন্ধ প্রকাশ করেছে। ওই নিবন্ধটি মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সিয়াটলের চিকিৎসা বিষয়ক এক সম্মেলনে উপস্থাপন করা হবে। তবে সঙ্গত কারণে রোগীর নাম-পরিচয়, বয়স ও জাতীয়তা গোপন রাখা হয়েছে। তার নাম দেয়া হয়েছে ‘লন্ডন পেশেন্ট’ অর্থাৎ লন্ডনের রোগী।

আরও পড়ুনঃ ভারতের চাপে মাথা নত করল পাকিস্তান

প্রকাশিত নিবন্ধ অনুযায়ী বেশকিছু বিজ্ঞানী জানিয়েছেন, ‘লন্ডন পেশেন্ট’ নামের ওই রোগী এইডসের ভাইরাল ইফেক্শন থেকে এখন মুক্ত। তাদের এমন পদ্ধতি বিশ্বে ৩ কোটি ৭০ লাখ এইডস আক্রান্ত রোগীর ওপর প্রভাব ফেলবে। এমন সাফল্য মানুষকে এইডস নির্মূলে আশাবাদী করে তুলবে বলেও জানিয়েছেন চিকিৎসকরা।

আরও পড়ুনঃ মোদীকে হত্যা কর, কংগ্রেস নেতার প্রকাশ্য নির্দেশ

কেমোথেরাপির মাধ্যমে তার ক্যান্সার চিকিৎসা করা হয় ও পাশাপাশি এইচআইভি প্রতিরোধী এক ব্যক্তির কাছ থেকে অনুদান হিসেবে পাওয়া স্টেম সেল তার শরীরে প্রতিস্থাপন করা হয়। চিকিৎসায় ক্যান্সার ও এইচআইভি উভয় রোগেরই উপশম হয়েছে।

এই ঘটনাটি ঘটেছে প্রায় ১২ বছর পর। ২০০৭ সালে আমেরিকার টিমোথি আর ব্রাউনের শরীরে থাকা এইচ আই ভি সম্পূর্ণ নির্মূল করতে সক্ষম হয় চিকিৎসকেরা। তার চিকিৎসা হয় জার্মানীতে। তাই তাকে ‘বার্লিন পেশেন্ট’নাম দেওয়া হয়। তাকেও স্টেম সেল প্রতিস্থাপনের মাধ্যমে এইডস ভাইরাসমুক্ত করা হয়েছিল।

আরও পড়ুনঃ ভারতীয় সাবমেরিনের ভয়ে কাঁপছে পাকিস্তান

চিকিৎসক দলের নেতৃত্ব দিয়েছেন ইউনিভার্সিটি কলেজ লন্ডনের অধ্যাপক রবীন্দ্র গুপ্তা। তিনি রোগীর শরীর থেকে এইচআইভি ভাইরাস নির্মূলের খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আগের মতো পদ্ধতি ব্যবহার করে দ্বিতীয় একজনকে এইচআইভি থেকে উপশম করা সম্ভব হয়।’

আরও পড়ুনঃ মুম্বাই হামলার মত ফের জলপথে জঙ্গি হামলার ছক

তিনি বলেন, ‘তবে এ সাফল্যের মানে এই নয় যে, এইচআইভি থেকে আরোগ্য লাভের চিকিৎসা পদ্ধতি আবিষ্কৃত হয়েছে। এ ঘটনার মাধ্যমে প্রমাণিত হয়েছে, বিজ্ঞানীরা একদিন এইডস নির্মূল করতে পারবেন।’

আরও পড়ুনঃ জঙ্গিদের সরাসরি সেনাবাহিনীতে নিচ্ছে ইমরানের পাকিস্তান

অধ্যাপক রবীন্দ্র গুপ্তা বলেন, ‘আমি ও আমার সহকর্মীরা ওই ব্যক্তির অবস্থা পর্যবেক্ষণ করছি। তবে এখনই বলা সম্ভব হচ্ছে না যে তিনি সুস্থ হয়ে গেছেন। ২০০৭ সালে যে রোগীর শরীর থেকে এইচআইভি নির্মূল করা হয়েছিল তিনি এখন ভাইরাসমুক্ত।’

আরও পড়ুনঃ ম্যাডাম খুব তাড়াতাড়ি যুদ্ধ বিমানে বসতে চাই, নির্মলাকে অভিনন্দন

লন্ডন প্যাসেন্ট তাঁর এক বয়ানে জানায়ে, “আমি ভাবতেও পারিনি আমি এক নতুন জীবন পাব। আমি চিকিৎসকদের সাহায্য করব যাতে ভবিষ্যতে আরও অনেক মানুষ আমরা মত দ্বিতীয় জীবন পেতে পারে”।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>